Tag Archives: Strom

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা আবহাওয়া নিয়ে বড় আপডেট, বাড়ি থেকে বেরোনোর আগে জানতেই হবে

সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি! আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সতর্কতা কলকাতায়। সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

Strom: ভয়ানক তাণ্ডব…! মাত্র কয়েক মিনিটের ঝড়ে সব শেষ, লন্ডভন্ড গোটা এলাকা, মৃত্যু গবাদিপশুর, ব্যাপক ক্ষয়-ক্ষতি

রায়দিঘি: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই ধূলিসাৎ ঘর-বাড়ি। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরে। ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা।

ঠিক কি হয়েছিল এলাকায়, স্থানীয় বাসিন্দাদের মতে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে প্রথমে। পড়ে সেই বাতাসের গতিবেগ মুহূর্তে বেড়ে যায়। এরপর এলাকার অধিকাংশ ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় বাতাসে। কিছু ঘর ভেঙে পড়ে। গোয়ালঘর ভেঙে মৃত্যু হয় গবাদিপশুর।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

প্রাণভয়ে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে আশ্রয় নেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। ঝড় থামলে এলাকায় এসে দেখেন ততক্ষণে সব শেষ।বর্তমানে এলাকা থেকে ভাঙা ইলেকট্রিক পোস্ট সারিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

সকাল থেকে এলাকার বিধায়ক স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন। এই ঝড় নিয়ে তিনি জানিয়েছেন, আদর্শ আচরণ বিধি বলবৎ রয়েছে এলাকায়। তার মধ্যে আসা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষরা অসহায় অবস্থায় রয়েছে। সেজন্য এই মানুষগুলি যাতে সাহায্য পায় সেজন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে অনুরোধ করব সর্বোতভাবে।

নবাব মল্লিক

Jalpaiguri Strom: ঝড়ে সব শেষ! কী অবস্থায় রয়েছেন উত্তরবঙ্গের মানুষ? দেখুন সেই ভিডিও

মাত্র চার-পাঁচ মিনিটের ভয়ঙ্কর ঝড়। তাতেই বাড়ি-ঘর ভেঙে তছনছ। সেই ধ্বংসস্তূপের মধ্যেই ভিটে-মাটি আঁকড়ে থাকা। ময়নাগুড়িতে ত্রাণ শিবির ফাঁকা। পলিথিনের ছাউনিতেই কোনরকমে জীবনযাপন। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই।

Thunderstorm: ঠিক যেন দানব! লন্ডভন্ড জলপাইগুড়ি, কালবৈশাখী নয়, তবে কী ঝড়? ভিডিও দেখে আঁতকে উঠবেন

জলপাইগুড়ি: ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই চার জনের মৃত্যুর মিলেছে। আহতের সংখ্যা তিনশোর বেশি। ঝড়ের তাণ্ডব উত্তরবঙ্গে প্রথম নয়, কিন্তু রবিবার যা ঘটল, তা রীতিমতো চিন্তার। প্রাণহানী সহ বিপত্তি ঘটল বিস্তর। জলপাইগুড়িতে কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির।

আহত তিন শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু জলপাইগুড়িতে যে ঝড়ের তাণ্ডব ঘটল, তা কোন শ্রেণির ঝড়? ইতিমধ্যেই ঝড়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আলিপুরের আবহাওয়া দফতরের একটি সূত্র জানাচ্ছে, এই ঝড় মামুলি কোনও কালবৈশাখী নয়। বরং টর্নেডো শ্রেণিভুক্ত এই ঝড়। রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বহু গাছ উপড়ে পড়েছে।

আরও পড়ুন: ঝড়ের তাণ্ডবে একাধিক মৃত্যু! জরুরি ভিত্তিতে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, ফাঁকা চাষজমি পেরিয়ে কুণ্ডলীর মতো এগিয়ে আসছে ঝড়। দানবের মতো কালো ঘূর্ণিঝড় দেখে আঁতকে উঠেছে অনেকেই। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। নিহতদের বাড়িও যাবেন তিনি। সোমবার জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে। বিকেল ৫টায় শিলিগুড়িতে দলীয় বৈঠক করবেন অভিষেক। ঝড়ের এমন মারাত্মক প্রভাবের কারণেই জলপাইগুড়ির সভা বাতিল করা হয়েছে।

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবনের এই গ্রাম

সুন্দরবন: খানিকটা স্বস্তি দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়। আর সেই ঝড়ের তাণ্ডবেই বাড়ির চাল উড়ে যাওয়া থেকে গাছ পড়ে যাওয়া, সবই ঘটেছে। পুরোপুরি তোলপাড় হয়ে যায় সুন্দরবনের একটি গ্রাম। গত ২ দিনে বাংলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির দাপট ছিল। দোলের দিন সন্ধের দিকেও বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়। তার জেরে বহু জায়গায় মানুষের দৈনন্দিন জীবন প্রভাবিত হয়।