Tag Archives: WBCS

WBCS Coaching: ভবিষ্যতের মহকুমাশাসকদের গড়বেন আজকের মহকুমাশাসক! কীভাবে সুযোগ পাবেন জানুন

জলপাইগুড়ি: খোদ মহকুমাশাসক প্রশিক্ষণ দিয়ে তৈরি করবেন তাঁর উত্তরসূরিদের! মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নের ভবিষ্যৎ গড়ায় এবার সুবর্ণ সুযোগ। বিনামূল্যে মিলবে প্রশাসনিক স্তরে চাকরি পাওয়ার প্রশিক্ষণ। মূলত, চা বাগান অধুষ্যিত এলাকা এবং জঙ্গল লাগোয়া, কৃষি বলয়ের পাশাপাশি শহরের বুকে যেসব মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে প্রশিক্ষণের সুযোগ পায় না তাদের কাছে এটা স্বপ্ন সফল হওয়ার মত সুযোগ।

অর্থের অভাবে অনেকেই ডব্লিউবিসিএস অফিসার হওয়ার চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারে না। তাদের জন্যই এই নয়া উদ্যোগ জলপাইগুড়ি সংলগ্ন ধুপগুড়ির মহকুমাশাসকের। উত্তরবঙ্গের এই মহকুমাশাসক এবং বিডিও যৌথভাবে পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে নিয়ে চালু করবেন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ। কীভাবে নিজেকে নিযুক্ত করবেন এই প্রশিক্ষণে?

আরও পড়ুন: বিল ছাড়ছে না ট্রেজারি! বেতন না পেয়ে কাজ বন্ধ ১১৬ অস্থায়ী কর্মীর, ব্যাহত হাসপাতালের পরিষেবা

চলতি মাসের ৮ থেকে ২২ জুলাই অনলাইনে আবেদন গ্রহণের পর ২৮ জুলাই একটি বাছাই পরীক্ষা নেওয়া হবে আবেদনকারি পড়ুয়াদের। এরপর বাছাই করা ৩০ জনকে নিয়ে ধূপগুড়ি মিলনী পাঠাগার স্টাডি রুমে শুরু হবে নিয়মিত প্রশিক্ষণ। সেখানে মহকুমা এলাকার অভিজ্ঞ শিক্ষকরা যেমন বিষয় ভিত্তিক পাঠদান করবেন, তেমনই বিভিন্ন পর্যায়ের বিসিএস এবং আইএএস আধিকারিকরা হাজির থাকবেন মেন্টর হিসেবে৷ বিনামূল্যেই এই কেন্দ্রে চলবে পঠন পাঠন। সিলেবাস অনুসারে প্রস্তুতির সাথে সরকারি আধিকারিক হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে কী ধরণের মানসিকতা এবং প্রশিক্ষণ দরকার তা নিয়েও বিস্তারিত গ্রুমিং করানো হবে।

ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে অগস্ট মাসের গোড়া থেকে ৩০ জনকে নিয়ে শুরু হতে চলেছে ডব্লিউবিসিএস কোচিং সেন্টার সঙ্কল্প। কোচিং সেন্টার সঙ্কল্প নিয়ে মহকুমাশাসক বলেন, চা বলয়, বনবস্তি, কৃষিবলয় এবং শহর এলাকার বৈচিত্র নিয়ে আমাদের মহকুমা। এখানকার নতুন প্রজন্মকে প্রশাসনিক আধিকারিক হিসেবে গড়ে তোলা গেলে তা আরও অনেকের কাছেই অনুপ্রেরণার কাজ করবে।

সুরজিৎ দে