Tag Archives: Coaching

WBCS Coaching: ভবিষ্যতের মহকুমাশাসকদের গড়বেন আজকের মহকুমাশাসক! কীভাবে সুযোগ পাবেন জানুন

জলপাইগুড়ি: খোদ মহকুমাশাসক প্রশিক্ষণ দিয়ে তৈরি করবেন তাঁর উত্তরসূরিদের! মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নের ভবিষ্যৎ গড়ায় এবার সুবর্ণ সুযোগ। বিনামূল্যে মিলবে প্রশাসনিক স্তরে চাকরি পাওয়ার প্রশিক্ষণ। মূলত, চা বাগান অধুষ্যিত এলাকা এবং জঙ্গল লাগোয়া, কৃষি বলয়ের পাশাপাশি শহরের বুকে যেসব মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে প্রশিক্ষণের সুযোগ পায় না তাদের কাছে এটা স্বপ্ন সফল হওয়ার মত সুযোগ।

অর্থের অভাবে অনেকেই ডব্লিউবিসিএস অফিসার হওয়ার চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারে না। তাদের জন্যই এই নয়া উদ্যোগ জলপাইগুড়ি সংলগ্ন ধুপগুড়ির মহকুমাশাসকের। উত্তরবঙ্গের এই মহকুমাশাসক এবং বিডিও যৌথভাবে পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে নিয়ে চালু করবেন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ। কীভাবে নিজেকে নিযুক্ত করবেন এই প্রশিক্ষণে?

আরও পড়ুন: বিল ছাড়ছে না ট্রেজারি! বেতন না পেয়ে কাজ বন্ধ ১১৬ অস্থায়ী কর্মীর, ব্যাহত হাসপাতালের পরিষেবা

চলতি মাসের ৮ থেকে ২২ জুলাই অনলাইনে আবেদন গ্রহণের পর ২৮ জুলাই একটি বাছাই পরীক্ষা নেওয়া হবে আবেদনকারি পড়ুয়াদের। এরপর বাছাই করা ৩০ জনকে নিয়ে ধূপগুড়ি মিলনী পাঠাগার স্টাডি রুমে শুরু হবে নিয়মিত প্রশিক্ষণ। সেখানে মহকুমা এলাকার অভিজ্ঞ শিক্ষকরা যেমন বিষয় ভিত্তিক পাঠদান করবেন, তেমনই বিভিন্ন পর্যায়ের বিসিএস এবং আইএএস আধিকারিকরা হাজির থাকবেন মেন্টর হিসেবে৷ বিনামূল্যেই এই কেন্দ্রে চলবে পঠন পাঠন। সিলেবাস অনুসারে প্রস্তুতির সাথে সরকারি আধিকারিক হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে কী ধরণের মানসিকতা এবং প্রশিক্ষণ দরকার তা নিয়েও বিস্তারিত গ্রুমিং করানো হবে।

ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে অগস্ট মাসের গোড়া থেকে ৩০ জনকে নিয়ে শুরু হতে চলেছে ডব্লিউবিসিএস কোচিং সেন্টার সঙ্কল্প। কোচিং সেন্টার সঙ্কল্প নিয়ে মহকুমাশাসক বলেন, চা বলয়, বনবস্তি, কৃষিবলয় এবং শহর এলাকার বৈচিত্র নিয়ে আমাদের মহকুমা। এখানকার নতুন প্রজন্মকে প্রশাসনিক আধিকারিক হিসেবে গড়ে তোলা গেলে তা আরও অনেকের কাছেই অনুপ্রেরণার কাজ করবে।

সুরজিৎ দে

Free Government Jobs Coaching: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!

হুগলি: চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারের নাম ‘স্টেয়ার টু সাকসেস’। মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান সুরেশ মিশ্র প্রমুখ।

এই সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, পিএসসি, পুলিশ, ব্যাঙ্ক ইত্যাদি সরকারি সংস্থায় চাকরির কোচিং দেবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুধু কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী। পুরপ্রধান সুরেশ মিশ্র জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের তরফে কোচিং সংক্রান্ত যাবতীয় বই দেওয়া হয়েছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

আর‌ও পড়ুন: ধানের জেলায় বিকল্প হিসেবে পেয়ারা চাষের কদর বাড়ছে

পড়ুয়াদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, লক্ষ্য বড় করতে হবে। আইএস, আইপিএস, ডব্লুবিসিএস-এর স্বপ্ন দেখতে হবে। অধ্যয়ন করলে সেটা পূরণ হবে। গরিব বলে পড়াশোনা হবে না, উচ্চশিক্ষা হবে না এসব ধারণা ভুল। সরকারি চাকরির ট্রেনিং কেন? একমাত্র সরকারি চাকরির মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ থাকে। তাছাড়া সরকারি চাকরি মানুষকে একটা উচ্চতায় পৌঁছে দেয়। বেতনও যথেষ্টই ভাল। পড়াশোনা করে ভালমানুষ হতে হবে। সব ধরনের বই দেওয়া হয়েছে। পড়াশোনা করতে হবে। এই কোচিং সেন্টারে পড়াবেন আইপিএস, ডব্লুবিসিএস, ইউপিএসসি পাশ করা পুলিশকর্মীরা। গরমে ক্লাস করতে অসুবিধে হবে তাই একটি এসি দেওয়ার কথা ঘোষণা করেন পুলিশ কমিশনার।

রাহী হালদার