Tag Archives: Coaching center

Delhi civil service aspirant: ‘সরি মা, বাবা…’ নোটে লিখে নিজেকে শেষ করে দিলেন সিভিল সার্ভিস প্রার্থী! আরও এক মৃত্যু দিল্লিতে

নয়া দিল্লি: স্বপ্ন ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়া। সেই স্বপ্ন ধুলোয় মিশতে নিজেকেও শেষ করে দিলেন মহারাষ্ট্রের অঞ্জলি। দিল্লির রাজেন্দ্র নগরে এসে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অনেক টাকা ঘর ভাড়া দিয়ে থাকছিলেন। ইচ্ছে ছিল প্রথম বার পরীক্ষা দিয়েই পাশ করে যাবেন। সে ভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। তার পর একে একে ৪ বার চেষ্টার পর দেওয়ালে পিঠ থেকে যায় অঞ্জলির। ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে বাবা-মায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করে নিজের যন্ত্রণার কথা জানিয়ে রেখে চলে গিয়েছেন তরুণী।

সুইসাইড নোটে লেখা, “আমায় ক্ষমা কোরো মা, বাবা। আমার জীবনে আর কোনও আশা নেই। শুধু সমস্যা, শান্তি নেই। আমার শান্তি প্রয়োজন। সমস্ত রকম ভাবে চেষ্টা করেছি এই হতাশা কাটিয়ে ওঠার। পারিনি। ডিপ্রেশন যাকে বলা যায়, আমায় সেটাই গ্রাস করে নিয়েছে।”

অঞ্জলি আরও লেখেন, “আমার একমাত্র স্বপ্ন ছিল প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি। আমি এতটাই অস্থির এখন, সবাই জানে।” অঞ্জলির নোটটি উল্লেখযোগ্য আর্থিক চাপকেও তুলে ধরে এবং সরকারকে “সরকারি পরীক্ষায় কেলেঙ্কারী কমাতে” এবং “কর্মসংস্থান সৃষ্টি” করার আহ্বান জানিয়েছে।

উপরন্তু, তিনি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং আবাসনের খরচের সমালোচনা করে বলেন, “পিজি এবং হোস্টেল ভাড়াও কমানো উচিত। এরা শুধু পড়ুয়াদের কাছ থেকে টাকা লুঠ করছে। সব ছাত্রের পরক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়।”

অঞ্জলির বন্ধু শ্বেতা জানান, বাড়িওয়ালা সম্প্রতি অঞ্জলির বাড়ি ভাড়া ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করেছিলেন। অঞ্জলির মৃত্যুতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তাঁর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

কিছু দিন আগেই দিল্লির এই  রাজেন্দ্রনগরে  আইএএস পরীক্ষার্থীদের মৃত্যু মিছিল দেখেছে গোটা দেশ। অতি বৃষ্টিতে জল ঢুকে কোচিং সেন্টারের বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়েছিল। সেখানেই লাইব্রেরিতে আটকে  মৃত্যু হয়েছিল ৩ পড়ুয়ার। তার পরই এই এলাকায় চলে গেলেন অঞ্জলি।

একের পর এক ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে প্রশ্ন উঠছে ব্যবস্থাপনা এবং পরিকাঠামো নিয়েই।

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

Delhi IAS coaching center mishap: ৩ আইএএস প্রার্থীর মৃত্যুতে বড় পদক্ষেপ দিল্লির কোচিং সেন্টারগুলির! ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিনামূল্যে পাঠ

কলকাতা:  ওল্ড দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জলবন্দি হয়ে তিনজন আইএএস প্রার্থীর মর্মান্তিক মৃত্যু আলোড়ন ফেলেছে সম্প্রতি। রাজধানীতে ভারী বৃষ্টিপাতের কারণে রাউ’স কোচিং সেন্টারের বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়ে। লাইব্রেরীতে আটকে প্রাণ যায় তিন ছাত্রছাত্রীর। তাঁদের অস্বাভাবিক মৃত্যুর বিচারের দাবিতে অন্য ছাত্ররা রাজিন্দর নগরে বিক্ষোভ জারি রেখেছে। ঘটনার তদন্তও চলছে। গ্রেফতার হয়েছেন কোচিং কর্তৃপক্ষ থেকে শুরু করে এক গাড়ি চালক সহ ৭ জন। এই পরিস্থিতিতেই বড় পদক্ষেপ দিল্লির UPSC কোচিং সেন্টারগুলোর।

কোচিং ইনস্টিটিউটগুলি মৃতদের পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে। রাউ-এর আইএএস স্টাডি সার্কেলে নথিভুক্ত ছাত্রদের বিনামূল্যে কোচিং দেওয়ার প্রস্তাব দিয়েছে। কোচিং সেন্টার ‘ভাজিরাম এবং রবি’ তিনজন IAS প্রার্থীর প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছে। যে সমস্ত ছাত্রছাত্রীর বর্তমানে রাউ-এর IAS স্টাডি সার্কেলে নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের বিনামূল্যে ভর্তি করার জন্য স্বেচ্ছাপ্রণোদিত হয়েছে।

শ্রীরাম আইএএসও রাউ-এর আইএএস কোচিং দুর্ঘটনার শিকার তিনজনের প্রত্যেককে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। দিল্লির লক্ষ্মী নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া নীলেশ রাইয়ের পরিবারকেও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের বন্দোবস্ত করছেন তাঁরা। কোচিং সেন্টারটি রাউ-এর আইএএস স্টাডি সার্কেলের ছাত্রদেরও তার শ্রেণীকক্ষ এবং লাইব্রেরি ব্যবহার করার প্রস্তাব দিয়েছে।

রাউ’স কোচিং সেন্টারের দুর্ঘটনা নিয়ে নানা অভিযোগ জমা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টি হলেই বেসমেন্টে জল ঢুকে যেত। এটা ছিল স্বাভাবিক ব্যাপার। এবারও তাই হয়। ফলে পড়ুয়া এবং কর্মচারীরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। এমনকী শৌচালয়ের জলও বেসমেন্টে চলে আসত। কিন্তু কর্তৃপক্ষ এই সমস্যা মেটানোরও কোনও চেষ্টা করেনি।

আরও পড়ুন- জলযন্ত্রণা কমাতে বড় পদক্ষেপ নবান্নের! বর্ষায় কী কী মেনে চলতে হবে পুরসভাকে?

এবার চোখের পলকে জল জমে যায়, হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। তিনি জানিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যে হাঁটু পর্যন্ত জল জমে যায়। স্রোত এতটাই প্রবল ছিল যে সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছিল না। মাত্র ২-৩ মিনিটের মধ্যে পুরো বেসমেন্ট জলের তলায় চলে যায়। পড়ুয়াদের বাঁচাতে দড়ি ছুঁড়ে দেওয়া হয়। কিন্তু জল নোংরা থাকায় দড়ি দেখা যাচ্ছিল না।
সোমবার এই মামলায় ধৃত ৫ জনকে দিল্লির তিস হাজারি আদালতে তোলা হয়। অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Delhi News : Coaching Centre দিল্লির কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত‍্যু কাণ্ডে নয়া মোড়! উদ্ধারকার্যে দেরি?

ওল্ড রাজেন্দ্র নগরের একটি আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্টে ডুবে ৩ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তাল রাজধানী। এর মধ্যেই এক প্রত্যক্ষদর্শী দাবি করলেন, বন্যার অন্তত এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ‘‘সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাস্থলে পৌছন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ততক্ষণে কোচিং সেন্টারের বেসমেন্ট ডুবে গিয়েছে। এটাই বেআইনিভাবে লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হত। তিনি আরও দাবি করেন, উদ্ধারকাজ শুরু করার সময় পড়ুয়ারা ভিতরেই ছিলেন।’’

Delhi IAS Coaching mishap: গেট ভাঙা ছিল, তাতেই জল ঢোকে কোচিং সেন্টারে! মালিক সহ গ্রেফতার ৭

দিল্লি: দিল্লির আইএএস কোচিংয়ের বেসমেন্ট থেকে ৩ ছাত্রছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত এলাকা। সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুরনো রাজেন্দ্রনগর এলাকার ওই আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল লাইব্রেরি। তার দরজাটা আগে থেকেই ভাঙা ছিল। জানা গিয়েছে, দরজায় জল ঢোকার পথ তৈরি হয়েছিল সেখানেই। এর জন্য দায়ী যে এক গাড়িচালক, সেও এখন পুলিশের হেফাজতে। এর আগে পুলিশ গ্রেফতার করেছিল রাউ’স স্টাডি সার্কেল নামের ওই আইএএস কোচিং সেন্টারের মালিক এবং তার সহযোগী অভিষেক গুপ্ত ও দেশপাল সিংকে। তাদের বিরুদ্ধে গণহত্যা ছাড়া অন্যান্য বিষয়ে অভিযোগ এনে মামলা দায়ের করা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বেসমেন্টের চার মালিক এবং গাড়ির চালক। বৃষ্টির জলের মধ্যে দিয়ে গাড়ি চালানোয় প্রবাহ বেড়ে গিয়েছিল এবং বেসমেন্টের দরজা ভেঙে পড়েছিল। যে বিল্ডিংয়ে কোচিং সেন্টারতি রয়েছে তার সব ফ্লোরের আলাদা মালিক। বেসমেন্টের মালিকদেরও গ্রেফতার করা হয়েছে, বলে খবর।

জলমগ্ন দিল্লি। বেসমেন্টে যখন হুহু করে জল ঢুকতে শুরু করেছে, তখন সেখান থেকে বেরতে পারেননি ছাত্রছাত্রীরা। ওইখানেই সলিল সমাধি হয় ৩ জনের। উত্তরপ্রদেশের অম্বেদকর নগরের শ্রেয়া যাদব, তেলঙ্গানার তানিয়া সোনি এবং কেরলের এর্নাকুলামের নবীন ডালউইন শনিবার মধ্য দিল্লির ওল্ড রাজিন্দর নগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে কোচিং সেন্টারে প্লাবিত বেসমেন্ট ডুবে মারা যান। শনিবারের ঘটনার পরই নড়েচড়ে বসেছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)৷ MCD রবিবার জানিয়েছেন, রাজেন্দ্রনগর এলাকার ঘটনার পরেই তাঁরা অন্য ১৩টি কোচিং সেন্টারের বেসমেন্ট সিল করে দিয়েছেন৷

আরও পড়ুন- কোরিয়ানদের মতো ঝকঝকে, তুলতুলে ত্বক চান? পার্লার নয়, ঘরেই রয়েছে উপায়! জানেন কি?

মেয়র শেলি ওবেরয়ের নির্দেশে, নাগরিক সংস্থার একটি দল ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খতিয়ে দেখেছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশও তদন্তে দিল্লি পুরসভাকে যুক্ত করতে চাইছে বলে সূত্রের খবর৷

ইতিমধ্যেই বেসমেন্টে যে সমস্ত সংস্থা বাণিজ্যিক কাজকর্ম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং পুরনো রাজেন্দ্র নগরের ঘটনার জন্য কোনও এমসিডি কর্তা দায়ী কি না, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র।

Delhi IAS Coaching Centre: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

দিল্লি: দিল্লির রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারের জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে তিন ইউপিএসি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি মুখপাত্র শেহজাদা পুনাওয়ালা এই ঘটনার জন্য আপ সরকারকে সরাসরি দায়ী করেন৷

প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টির জন্য দিল্লি শহর জলে প্লাবিত হয়েছিল৷ এর ফলে রাজেন্দ্রনগরে এক ইউপিএসসির কোচিং সেন্টার জলমগ্ন হয়ে পড়ার কারণে বেশ কয়েকজন পড়ুয়া বেসমেন্টে আটকে পড়ে৷

আরও পড়ুন: বেঙ্গালুরু হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত, হত্যার কারণ প্রেমঘটিত নাকি অন্য কিছু?

এই ঘটনায় তিনজন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়৷ এই পরিপ্রেক্ষিতেই শেহজাদা পুনাওয়ালা তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‘ এটা দুর্ঘটনা নয়, ওদের হত্যা করা হয়েছে৷ শুধুমাত্র অবহেলার কারণে তিনজন পড়ুয়ার  প্রাণ গেল৷’’

তিনি জানিয়েছেন এই ঘটনা এই প্রথম নয়, আগেও একই রকম ঘটনা ঘটেছে৷ প্যাটেল নগরে আরেক জন ইউপিএসসি পড়ুয়া জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গিয়েছিলেন৷ পুনাওয়ালা সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন৷

আরও পড়ুন: অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত ১ সেনা, আহত মেজর পদমর্যাদা সহ ৪ জন

তিনি সরাসরি আপ প্রশসনকে দায়ী করে লিখেছেন, ‘‘বারবার এই রকম মৃত্যু ঘটছে, মানুষের জীবনের কি কোনও মূল্য নেই? অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির একমাত্র অগ্রাধিকার সাংবাদিক সম্মেলন করা আর অন্যকে দায়ী করা৷’’

ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণেই এই ধরনের ঘটনা হয়েছে বলে তিনি অভিযোগ করে বলেন, ‘‘এক ঘণ্টার জন্য বৃষ্টি না হলেও দিল্লি প্লাবিত হয়৷’’

এই ঘটনায় কংগ্রেসের শীর্ষনেতাদের নিস্তব্ধতাকেও তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘‘তাঁরা দেশের ভবিষ্যতদের নিয়ে কোনওদিন চিন্তা করে না’৷ ইউপিএসসির মতো দেশের শীর্ষপরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের দুর্ঘটনাও রাজনীতির আঁচ এড়াতে পারল না৷

WBCS Coaching: ভবিষ্যতের মহকুমাশাসকদের গড়বেন আজকের মহকুমাশাসক! কীভাবে সুযোগ পাবেন জানুন

জলপাইগুড়ি: খোদ মহকুমাশাসক প্রশিক্ষণ দিয়ে তৈরি করবেন তাঁর উত্তরসূরিদের! মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নের ভবিষ্যৎ গড়ায় এবার সুবর্ণ সুযোগ। বিনামূল্যে মিলবে প্রশাসনিক স্তরে চাকরি পাওয়ার প্রশিক্ষণ। মূলত, চা বাগান অধুষ্যিত এলাকা এবং জঙ্গল লাগোয়া, কৃষি বলয়ের পাশাপাশি শহরের বুকে যেসব মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে প্রশিক্ষণের সুযোগ পায় না তাদের কাছে এটা স্বপ্ন সফল হওয়ার মত সুযোগ।

অর্থের অভাবে অনেকেই ডব্লিউবিসিএস অফিসার হওয়ার চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারে না। তাদের জন্যই এই নয়া উদ্যোগ জলপাইগুড়ি সংলগ্ন ধুপগুড়ির মহকুমাশাসকের। উত্তরবঙ্গের এই মহকুমাশাসক এবং বিডিও যৌথভাবে পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে নিয়ে চালু করবেন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ। কীভাবে নিজেকে নিযুক্ত করবেন এই প্রশিক্ষণে?

আরও পড়ুন: বিল ছাড়ছে না ট্রেজারি! বেতন না পেয়ে কাজ বন্ধ ১১৬ অস্থায়ী কর্মীর, ব্যাহত হাসপাতালের পরিষেবা

চলতি মাসের ৮ থেকে ২২ জুলাই অনলাইনে আবেদন গ্রহণের পর ২৮ জুলাই একটি বাছাই পরীক্ষা নেওয়া হবে আবেদনকারি পড়ুয়াদের। এরপর বাছাই করা ৩০ জনকে নিয়ে ধূপগুড়ি মিলনী পাঠাগার স্টাডি রুমে শুরু হবে নিয়মিত প্রশিক্ষণ। সেখানে মহকুমা এলাকার অভিজ্ঞ শিক্ষকরা যেমন বিষয় ভিত্তিক পাঠদান করবেন, তেমনই বিভিন্ন পর্যায়ের বিসিএস এবং আইএএস আধিকারিকরা হাজির থাকবেন মেন্টর হিসেবে৷ বিনামূল্যেই এই কেন্দ্রে চলবে পঠন পাঠন। সিলেবাস অনুসারে প্রস্তুতির সাথে সরকারি আধিকারিক হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে কী ধরণের মানসিকতা এবং প্রশিক্ষণ দরকার তা নিয়েও বিস্তারিত গ্রুমিং করানো হবে।

ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে অগস্ট মাসের গোড়া থেকে ৩০ জনকে নিয়ে শুরু হতে চলেছে ডব্লিউবিসিএস কোচিং সেন্টার সঙ্কল্প। কোচিং সেন্টার সঙ্কল্প নিয়ে মহকুমাশাসক বলেন, চা বলয়, বনবস্তি, কৃষিবলয় এবং শহর এলাকার বৈচিত্র নিয়ে আমাদের মহকুমা। এখানকার নতুন প্রজন্মকে প্রশাসনিক আধিকারিক হিসেবে গড়ে তোলা গেলে তা আরও অনেকের কাছেই অনুপ্রেরণার কাজ করবে।

সুরজিৎ দে

Free Government Jobs Coaching: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!

হুগলি: চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারের নাম ‘স্টেয়ার টু সাকসেস’। মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান সুরেশ মিশ্র প্রমুখ।

এই সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, পিএসসি, পুলিশ, ব্যাঙ্ক ইত্যাদি সরকারি সংস্থায় চাকরির কোচিং দেবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুধু কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী। পুরপ্রধান সুরেশ মিশ্র জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের তরফে কোচিং সংক্রান্ত যাবতীয় বই দেওয়া হয়েছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

আর‌ও পড়ুন: ধানের জেলায় বিকল্প হিসেবে পেয়ারা চাষের কদর বাড়ছে

পড়ুয়াদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, লক্ষ্য বড় করতে হবে। আইএস, আইপিএস, ডব্লুবিসিএস-এর স্বপ্ন দেখতে হবে। অধ্যয়ন করলে সেটা পূরণ হবে। গরিব বলে পড়াশোনা হবে না, উচ্চশিক্ষা হবে না এসব ধারণা ভুল। সরকারি চাকরির ট্রেনিং কেন? একমাত্র সরকারি চাকরির মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ থাকে। তাছাড়া সরকারি চাকরি মানুষকে একটা উচ্চতায় পৌঁছে দেয়। বেতনও যথেষ্টই ভাল। পড়াশোনা করে ভালমানুষ হতে হবে। সব ধরনের বই দেওয়া হয়েছে। পড়াশোনা করতে হবে। এই কোচিং সেন্টারে পড়াবেন আইপিএস, ডব্লুবিসিএস, ইউপিএসসি পাশ করা পুলিশকর্মীরা। গরমে ক্লাস করতে অসুবিধে হবে তাই একটি এসি দেওয়ার কথা ঘোষণা করেন পুলিশ কমিশনার।

রাহী হালদার