Tag Archives: West Bengal BJP

West Bengal BJP: আরজি কর ইস্যুতে আন্দোলন জিইয়ে রাখাই লক্ষ্য, রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নামছে বিজেপি

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুতে আন্দোলন জিইয়ে রাখতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। আজ, সোমবার রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নামছে বিজেপি। রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে বেলা সাড়ে ১২টা থেকে কলকাতা-সহ জেলায় জেলায় থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন– বিয়ের কার্ডে এ কী লেখা! চমকে গেলেন আমন্ত্রিত অতিথিরাও; যদিও সমাধান বার করে দিয়েছেন আমন্ত্রণকারীরাই

‘‘আরজি কর কাণ্ডের বিচার চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’’ এই দাবিতেই থানায় থানায় বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেবে পদ্মের মহিলা নেতৃত্ব। লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায় থেকে ফাল্গুনী পাত্র ছাড়াও এ রাজ্যের মহিলা বিজেপি বিধায়ক থেকে সাংগঠনিক মহিলা নেতৃত্বরাও আজ, সোমবারের থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে অংশ নেবেন।

আরও পড়ুন– বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, আবহাওয়ার বদলের সম্ভাবনা, অস্বস্তিকর গরম থেকে মুক্তি কবে?

যেমন বেহালা থানায় অগ্নিমিত্রা পাল, নরেন্দ্রপুর থানায় রূপা গঙ্গোপাধ্যায়, মানিকতলা ডিসি নর্থ অফিসে লকেট চট্টোপাধ্যায়, মহিষাদল থানায় তাপসী মণ্ডল, ধূপগুড়ি থানায় শিখা চট্টোপাধ্যায়, নৈহাটি থানায় রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ অন্যান্য মহিলা নেতৃত্বও রাজ্যের বিভিন্ন থানায় শুদ্ধিকরণ অভিযানের নেতৃত্ব দেবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরজি কর ইস্যুকে হাতিয়ার করে ধর্মতলায় ধরনা অবস্থানের শেষ দিন একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তখনই দলের মহিলা মোর্চা ২৩ সেপ্টেম্বর থানায় থানায় শুদ্ধিকরণ অভিযান করবে বলেও জানিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘যতদিন না পর্যন্ত আরজি কর কাণ্ডের আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে‌ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত আন্দোলন জারি রাখবে বিজেপি।’’

Samik Bhattacharya: ‘ভয় পেয়েছে তৃণমূল, অডিও রাজনীতি বন্ধ করা উচিত…’ কুণালকে বার্তা শমীকের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের টেলিফোনিক কথাবার্তার অডিও প্রকাশ ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, ‘‘এই আন্দোলন কোথায় কোন পথে এগোবে সেটা আন্দোলনকারী চিকিৎসকরা বুঝবেন। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়েছিলেন। তারপরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল কালীঘাটে গিয়েছিলেন। কিন্তু বৈঠক হল না। চিকিৎসকদের আন্দোলনের দাবি-দাওয়া নিয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে কুণাল ঘোষের এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত। তৃণমূল জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে ভয় পেয়েছে, তাই ভাঙতে চাইছে।’’

আরও পড়ুন– হাতিয়ার আরজি কর, আজ ধর্মতলায় ‘মহাগুরু’, কী কর্মসূচি মিঠুন চক্রবর্তীর?

প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। নতুন অডিও প্রকাশ করে কুণাল ঘোষের অভিযোগ, ‘‘জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন।’’ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও প্রকাশ করে কুণালের দাবি, সেই টেলিফোনিক কথাবার্তার অডিওটি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে সল্টলেকের ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের একটি অংশ।

আরও পড়ুন- আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, ‘‘এই অডিও কারও টেলিফোনকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’’ সেই অডিওতে শোনা গিয়েছে, ‘‘কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবিদাওয়া সম্পর্কে জুনিয়র ডাক্তারেরা আলোচনা করছেন। কেউ কেউ সরকারের দাবি মেনে বৈঠকের পক্ষে। কেউ কেউ আবার ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকতে চাইছেন। সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবারের শুনানি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন কেউ কেউ।’’

কুণাল ঘোষের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ থেকেই স্পষ্ট, আন্দোলনকারীদের একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিলেন কালীঘাটে। তৃণমূল নেতা কুণাল ঘোষের এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্য, ‘‘ওঁর এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত।’

Mohan Bhagwat: বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সঙ্ঘ? নাগরিকের তোলা প্রশ্নে কী বললেন মোহন ভাগবত?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কেন্দ্রীয় সরকার যদি মনে করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জরুরী তাহলে সেই ব্যাপারে তাদের যে সম্মতি রয়েছে বলে স্পষ্ট জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গ তুলে অবিলম্বে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা জরুরি বলে আগে রাজ্য বিজেপির অনেকেই জোর সওয়াল করেছেন।

আরও পড়ুন– ‘ডেলয়েট থেকে ছাঁটাই করায় খুব খুশি, এখন সুখে আছি’, ৭৬ লাখ টাকা বেতন পেলেও জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল প্রাক্তন কর্মচারীর

সম্প্রতি কলকাতায় একটি আলোচনা সভায় আরএসএস প্রধান মোহন ভাগবত এসেছিলেন। সেখানেই একজন নাগরিক আরজি করের ঘটনা তুলে ধরে বাংলায় রাষ্ট্রপতি শাসন কেন প্রয়োগ করা হচ্ছে না? এ ব্যাপারে আরএসএস এর মত কি? এ ব্যাপারে সরাসরি মোহন ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। জবাবে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা করে মোহন ভাগবত বললেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতাধীন। কেন্দ্রীয় সরকারের সব সিদ্ধান্তকে সঙ্ঘ সমর্থন করবে।’’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়ের একটি বক্তব্যের পাশাপাশি মোহন ভাগবত ও ওই নাগরিকের কথোপকথনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‌রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সঙ্ঘ প্রধানের সেই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরে লিখেছেন, ‘‘আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যে কি ৩৫৬ ধারা জারি করা উচিত? আরএসএস প্রধান মোহন ভাগবতের জবাব, এ নিয়ে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই করবে সঙ্ঘ তা সমর্থন করবে। সমাজেরও দাবি তোলা প্রয়োজন।’’

আরও পড়ুন– পুজো তো এসেই গেল, ভাল করে ত্বকের যত্ন নিচ্ছেন তো? সারা বছর ত্বককে ভাল রাখতে এই কাজগুলি করতেই হবে, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ

এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় এক বিবৃতিতে জানিয়েছেন, গত রবিবার কলকাতার রথীন্দ্র মঞ্চে একটি অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পূজনীয় সরসঙ্ঘচালক মোহন ভাগবত ভাষন দেন। উপস্থিত দর্শকদের একজন ব্যক্তির পক্ষ থেকে একটি প্রশ্ন আসে, আরজি করের নির্মম অপরাধের পরে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেন প্রয়োগ করছে না, এ বিষয়ে সঙ্ঘের মত কি? এই প্রশ্নের উত্তরে মোহন ভাগবত বলেন যে, রাষ্ট্রপতি শাসন তো কেন্দ্রীয় সরকার জারি করবে। এবং এই বিষয়ে ভারত সরকারের সব সিদ্ধান্তকে সঙ্ঘ সমর্থন করবে।

পশ্চিমবঙ্গের বেহাল আইন শৃঙ্খলার অভিযোগে বারবারই সরব হন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির একাধিক নেতা। রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ ও রাষ্ট্রপতি শাসনের মত পরিস্থিতি তৈরি হয়েছে বলে বারবারই সুর চড়াতে দেখা গেছে বঙ্গ পদ্ম শিবিরকে। যদিও বুধবার একটি অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ক্ষমতায় আসার বিষয়ে আমাদের কোনও তাড়াহুড়ো নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে পরাজিত করেই মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় বিজেপি।’’ তবে শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য বিজেপি নেতাদের মোহন ভাগবতের রাষ্ট্রপতি শাসন ইস্যুতে ‘সম্মতি’ বিষয়ক বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আরজি করের আন্দোলন আবহে আসলে কি বঙ্গ পদ্ম শিবির রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে? উঠছে প্রশ্ন। ‌

Suvendu Adhikari: চ্যালেঞ্জ সিপি-কে ! সংগ্রামী ভাতা ঘোষণা শুভেন্দুর, কেন, কারা পাবেন ভাতা?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সংগ্রামী ভাতা চালু করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তবে কারা পাবেন ভাতা?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘খাদ্য আন্দোলন জরুরি অবস্থা‌ কিংবা ভারত ছাড়ো আন্দোলনে জেলখাটা মানুষরা যদি স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতি পেয়ে পেনশন পেতে পারেন তাহলে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনে নেমেও যারা নবান্ন অভিযানে নেমে জেল খাটলেন তারাও সংগ্রামী ভাতা পাওয়ার যোগ্য। তাই বিজেপি ক্ষমতায় এলেই সেই ভাতা চালু করা হবে।’’

আরও পড়ুন– ‘নিরামিষ’ নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার বিরাট আন্দোলনের প্রস্তুতির কথা জানালেন শুভেন্দু অধিকারী

সম্প্রতি ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের তরফে যাদের গ্রেফতার করা হয়, তাদের আইনি লড়াইয়ের মাধ্যমে জেল মুক্তি হওয়ার পর সেই সমস্ত নাগরিকদের বুধবার আইসিসিআর-এ সংবর্ধনা জানান শুভেন্দু। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও শুভেন্দু দাবি করে বলেন, ‘‘ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে যাদেরকে আটক ও গ্রেফতার করা হয়েছিল তাদেরকে নবান্ন অভিযানের কনসপিরেটর কে? নবান্ন অভিযানে কে আসতে বলেছিল? নাম বলুন? পুলিশের তরফে এমনই সব প্রশ্ন করা হয়েছিল আন্দোলনকারীদের।‌’’

আরও পড়ুন– দক্ষিণ থেকে উত্তর, কোথাও ভারী আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, ‘‘বিনীত গোয়েল, আপনাকে বলছি শুভেন্দু অধিকারী বলেছিল আন্দোলনকারীদের নবান্ন অভিযানে আসতে। কী করবি কর। কিছু করার থাকলে কর।’’

গত মাসে নবান্ন অভিযানে যারা গ্রেফতার হয়েছিল তাদের জেল থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পাওয়ার পর বুধবার আইসিসিআর প্রেক্ষাগৃহে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেই সমস্ত নাগরিক সমাজের মানুষজনকে সম্বর্ধনা দেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখার সময় কথা প্রসঙ্গে শুভেন্দু এও বলেন, ‘‘আমার বাড়ির লোক আট বছর ব্রিটিশ জেলে ছিল। নাম বিপিন বিহারী অধিকারী। তাই আমাদের ধমক দিয়ে লাভ নেই।’’

নবান্ন অভিযানে ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী-সহ অন্যান্য যাদের গ্রেফতার করা হয়েছিলূ, তাদের পাশে প্রথম থেকেই থাকার আশ্বাস দিয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, ‘‘১৯৮ জনকে আইনি সাহায্য দেওয়ার মাধ্যমে জেল থেকে মুক্ত করা হয়েছে। পুলিশের দেওয়া মিথ্যে মামলায় বাকি যারা এখনও জেলবন্দি রয়েছেন তাদেরও যাতে শীঘ্রই জেলমুক্তি হয় তার জন্য আমরা আইনি লড়াই চালাচ্ছি।’’

West Bengal BJP: ইস্যু আরজি কর ! সোমবার কলকাতায় ডিসি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:আরজি কর কাণ্ডের বিচার চাই।’ এই স্লোগানকে সামনে রেখে নাগরিক সমাজের আন্দোলনে উত্তাল পরিস্থিতির মধ্যেই এবার আরজিকর কাণ্ডে নয়া আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ।

আরও পড়ুন– প্রকাশ্যে রাস্তার ধারে ফুটপাথে মহিলাকে ধর্ষণ ! দাঁড়িয়ে দেখল জনতা, মধ্যপ্রদেশে ভয়াবহ কাণ্ড !

আরজি কর ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে পদ্ম শিবির। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কলকাতা-সহ রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। ধর্মতলায় ধরনা অবস্থান কর্মসূচি চলার মাঝেই এবার কলকাতা পুলিশের ডিসি নর্থ ডিভিশন অফিস ঘেরাওয়ের ডাক দিল বিজেপি।

আরও পড়ুন– ‘গ্যাসের টাকা তোমার বাবা দেবে?’ বুকিং বাতিল করায় মহিলা যাত্রীকে মারধর অটো চালকের

উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, ‘‘আমরা প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগ সামনে এনেছিলাম। আগামী সোমবার ডিসি নর্থ অফিস ঘেরাও করা হবে।’’ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসার বিষয়টিকে হাতিয়ার করেই এবার বিজেপি কলকাতা পুলিশের ডিসি নর্থ ডিভিশনের অফিস ঘেরাওয়ে নামছে।

আরজি কর কাণ্ডে যারা আসল অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে, আরজি কর কাণ্ডের বিচার চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই-সহ নানান দাবিতে সুর চড়াচ্ছে বঙ্গ পদ্ম শিবির। আর এবার আগামী সোমবার কলকাতা পুলিশের আওতাধীন ডিসি নর্থ অফিস ঘেরাওয়ে নামছে বিজেপি।

Sukanta Majumdar: অসহযোগ আন্দোলন! ‘পুলিশ থেকে সরকারের সঙ্গে এবার ‘অসহযোগ’ শুরু করুন…’ বঙ্গবাসীকে বার্তা সুকান্তর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পুলিশ, প্রশাসন এবং সরকারের সঙ্গে সম্পূর্ণভাবে এবার অসহযোগ করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে সুকান্ত মজুমদার আবেদন করে বলেন, ‘‘এবার সময় এসেছে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে অসহযোগিতা করার। না হলে উচিত শিক্ষা পাবে না।’’

পাশাপাশি মাথাভাঙ্গায় আরজি কর ইস্যুতে বুধবার রাতে পথে নেমে প্রতিবাদ দেখানোর সময় তৃণমূল কংগ্রেসের হাতে প্রতিবাদীদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রসঙ্গে টেনে সুকান্ত মজুমদার বললেন, ‘‘তৃণমূলীদের সময় এসেছে আর সোজা কথা বলে প্রতিরোধ নয়, মাথাভাঙ্গায় যারা প্রতিবাদীদের উপর হামলা চালিয়েছে নাগরিকদের কাছে আবেদন করছি সেই সমস্ত মানুষজনকে খুঁজে বের করে সেই তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন।’’

আরও পড়ুন– বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে

বলা বাহুল্য, আরজি কর কাণ্ডকে সামনে রেখে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে প্রতিদিনই নিশানা করছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সামনে এনেছেন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ ও দাবি। ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা থেকে তড়িঘড়ি নির্যাতিতার দেহ সৎকার করা হয়েছে বলেও পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের পাশাপাশি শাসক নেতাদের বিরুদ্ধেও একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছেন সুকান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে রাজনৈতিকভাবে পথে নেমে প্রায় প্রতিদিনই সুর চড়াচ্ছেন বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার। ‌

আরও পড়ুন– রাশিফল ৬ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

আরজি করের ঘটনার বিচার চেয়ে যখন উত্তাল নাগরিক সমাজ, ঠিক এই আবহেই এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশ থেকে শুরু করে সরকারের সঙ্গে রাজ্যবাসীকে সম্পূর্ণ অসহযোগ করার বার্তা দিলেন। ‌ কিন্তু অসহযোগ বলতে ঠিক কী বোঝাতে চাইলেন সুকান্ত? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ‘‘বিদ্যুৎ বিল দেওয়া থেকে সরকারের ঘরে বিভিন্ন খাতে নাগরিক সমাজের পক্ষ থেকে জমা দেওয়া টাকা বন্ধ করে দেওয়া-সহ পুলিশ প্রশাসনকে বিভিন্ন ক্ষেত্রে কার্যত ‘বয়কট’ করার কথা বলেই সুকান্ত মজুমদার সরকারের উপর চাপ বাড়াতেই এক প্রকার অসহযোগ আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন।’’

Suvendu Adhikari: এবার নেতাজির পথে আন্দোলনের ডাক শুভেন্দুর, কোন পদ্ধতি পরিবর্তনের পক্ষে সওয়াল বিরোধী দলনেতার?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর ইস্যুতে প্রতিবাদের ঝড় অব্যাহত। এরই মাঝে আন্দোলনের পদ্ধতি পরিবর্তনের পক্ষে জোর সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বাংলার মানুষকে নেতাজি সুভাষচন্দ্র বোসের দেখানো পথে আন্দোলনে নামার বার্তা দিলেন শুভেন্দু।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের দেখানো পথেই এবার গণ আন্দোলন, গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

আরও পড়ুন– আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

বর্তমান পরিস্থিতিতে শান্তি ও অহিংস আন্দোলনের পথ ছেড়ে নেতাজির পথেই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একমাত্র বিকল্প পথ বলে মত বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় নিশানা করে শুভেন্দু এও বলেন, ‘‘জনমত অত্যন্ত তীব্র। জনরোষ বাড়ছে। গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন আছে। নারী নির্যাতন, ধর্ষণ ও খুন অন্য অত্যাচারের ঘটনার থেকে আলাদা। আরজি করের ঘটনা সরকারি ধর্ষণ ও খুনের ঘটনা।’’

আরও পড়ুন– রাশিফল ৫ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

গত ২৭ তারিখ ছাত্র যুব সমাজ নবান্ন অভিযানকে সামনে রেখে যে আন্দোলন দেখিয়েছে, আগামী দিনে আরজি করের ঘটনার বিচার এবং মহিলাদের সুরক্ষার জন্য আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার ডাক দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আরজি করের নির্যাতিতা চিকিৎসকের দেহ তড়িঘড়ি যেভাবে সৎকার করা হয়েছে, পুলিশ কমিশনারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এর থেকেই প্রমাণিত যে এই সরকার ঘটনার বিচার চাইছে না।’’

পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস ও‌ মুখ্যমন্ত্রীর বিচারের দাবিতে পথে নামাকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে জুনিয়র চিকিৎসক ফ্রন্টের আবেদনে সাড়া দিয়ে মোমবাতি নিয়ে বুধবার রাতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে হাওড়ার উলুবেড়িয়াতে এদিন শুভেন্দু বলেন, ‘‘আরজি কর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের একটা বাক্য তো দূরের কথা, একটা শব্দও উচ্চারণ করার কোনও অধিকার নেই। বাংলার মানুষের এখন একটাই দফা ও দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’’

West Bengal BJP: চব্বিশে দুর্নীতি ইস্যুতে ডাহা ফেল, ছাব্বিশের জন্য কৌশল বদল! নয়া অস্ত্রে সফল হবে বঙ্গ বিজেপি?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: একুশের পর চব্বিশেও বঙ্গে বিজেপি ধরাশায়ী। অনেকেই বলেন দুর্নীতি অভিযোগ ডাহা ফেল! এবার আরজি করকে সামনে রেখে নারী সুরক্ষার ইস্যুতে শান দিতে চাইছে বঙ্গ বিজেপি। ছাব্বিশের লক্ষ্যে কৌশল বদল বিজেপির? দুর্নীতি-ইস্যু ডাহা ফেল! ছাব্বিশে কৌশল বদল!

আরও পড়ুন– শুভেন্দুর নয়া স্লোগান, আজ চিকিৎসকদের ‘আলো বন্ধ’ কর্মসূচিকে সমর্থন শুভেন্দু- সুকান্তর

নয়া অস্ত্র নারী সুরক্ষা? নানা মহলে উঠছে প্রশ্ন। চব্বিশে ফের তৃণমূলের বিপুল জয়। সবুজ ঝড়ে বঙ্গে বিজেপির ‘ভরাডুবি’। ২০১৯-এর লোকসভা ভোটে ১৮টি আসন পায় বিজেপি। এবার সেটা কমে ১২ অনেকেই মনে করেন, কাজেই দেয়নি বিজেপির দুর্নীতি অভিযোগ। এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগেই আরজি কর ইস্যুতে রাজ্য উত্তাল। এই আবহে আরজি কর থেকে অক্সিজেন খুঁজছে বিজেপি। একে সামনে রেখে নারী সুরক্ষা ইস্যুতে শান দিয়ে মহিলাদের মন জয়ে মরিয়া পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ছাব্বিশের ভোটে অস্ত্র নারী সুরক্ষা! বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি কোনও ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করে না। আরজি করের ঘটনা গোটা বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ।’’

আরও পড়ুন- নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে হতে পারে? জেনে নিন

পরপর ভোটে এ রাজ্যে মহিলাদের বড় অংশের সমর্থন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। ছাব্বিশে খেলা ঘোরাতে মহিলা মোর্চাকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, আরজি করকে সামনে রেখে একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

যেমন, গত ২৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর ধর্মতলায় ধরনা অবস্থান।জেলায় জেলায় প্রশাসনিক ভবনে ঘেরাও অভিযান চাক্কা জ্যাম-সহ একাধিক কর্মসূচি। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায়, ‘‘৫ তারিখ পর্যন্ত তো ধরনা হচ্ছে। সেদিন আরও কর্মসূচি ঘোষণা করব। যতদিন না আরজি করে জাস্টিস পাচ্ছে‌ আমাদের আন্দোলন জারি থাকবে।’’

চব্বিশের ভোটের আগে শাসকের বিরুদ্ধে দুর্নাীতির নানান অভিযোগকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলে বিজেপি। তারপরেও ভোটে কার্যত ধরাশায়ী হতে হয়। ছাব্বিশে ইস্যু বদলে কি সাফল্যের মুখ দেখবে বিজেপি? কাজে লাগবে আরজিকর হাতিয়ার? নারী সুরক্ষার ইস্যু কি ডিভিডেন্ড দেবে পদ্মকে? উত্তর দেবে সময়ই।

Suvendu Adhikari: ‘পরিবর্তন অবশ্যম্ভাবী, সোচ্চার হলেই গারদের ভেতরে ভরে দিচ্ছে সরকার…!’ সায়নের মুক্তির নির্দেশের পর বললেন শুভেন্দু অধিকারী

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘আজ, শনিবার বেলা দু’টোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্তি দিতে হবে।’’ গতকাল, শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এমনটাই নির্দেশ দিয়েছেন। নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করার পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘কলকাতা পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে সায়নকে। আমরা ওর নিঃশর্ত মুক্তি চাই।’’

আরও পড়ুন– ভারতের তৃতীয় ধনী অভিনেতা, তাঁর প্রেমে পাগল ছিলেন টাবু, ৬৫ বছর বয়সে ৩১০০ কোটি টাকার মালিক এই সুপারস্টার

পাশাপাশি আইনি লড়াইয়েও সায়ন লাহিড়ী এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। আর এবার সায়নকে আজ, শনিবার বেলা দুটোর মধ্যে মুক্তির নির্দেশের পরপরই শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এগিয়ে চলো। তরুণী ও তরুণদের হাতেই পরিত্রাণ পাবে পশ্চিমবঙ্গ। রাজ্যে অন্যায় অবিচার অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হলেই গারদের ভেতরে ভরে দিচ্ছে সরকার।লড়াই চালিয়ে যাও, আওয়াজ ওঠাও, পরিবর্তন অবশ্যম্ভাবী…।’’

আরও পড়ুন– একই নামের তিনটি সিনেমা! তিনটিই ঝড় তুলেছিল বক্স অফিসে, বলিউডের এই কাহিনি আপনাকেও অবাক করবে

প্রসঙ্গত, ২৭ অগাস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। অভিযান শেষ হওয়ার পর একটি টেলিভিশন টক শো-তে অংশগ্রহণ করে বেরলেই পুলিশ সায়নকে প্রথমে আটক করে। এবং পরে একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয় সায়নকে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সংগঠনের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে এরপর আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানানো হয় আদালতে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার পরিপ্রেক্ষিতে সায়ন লাহিড়ীকে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে সায়নের মা অঞ্জলি লাহিড়ীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্তি দেওয়ার পাশাপাশি সায়নের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও জানান।

BJP on RG Kar Case: আরজি কর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি, মহিলা মোর্চার ‘রাজ্য মহিলা কমিশন’ অভিযান

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি। আজ, শুক্রবার বিজেপির মহিলা মোর্চার ডাকে মহিলা কমিশন দফতর তালাবন্ধ অভিযান। বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রর অভিযোগ, ‘‘রাজ্য একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। খুন ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বাংলায় মহিলাদের কোনও সুরক্ষা নেই। শুধুমাত্র কলকাতাতেই নয়, রাজ্য জুড়ে আমরা একাধিক কর্মসূচি নিতে চলেছি।’’

আরও পড়ুন– টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী, জিজ্ঞাসাবাদেই ফাঁস হল আসল রহস্য, মাথায় হাত কাস্টমস অফিসারদের

করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত বিজেপির মহিলা মোর্চা প্রথমে একটি প্রতিবাদ মিছিল করবে তারপর সেখান থেকে রাজ্য মহিলা কমিশনের দফতরে গিয়ে ঘেরাও এবং তালাবন্ধ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিতে ফাল্গুনী পাত্র ছাড়াও লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মী সমর্থকরারাও উপস্থিত থাকবেন। বিজেপি শিবিরের অভিযোগ, ‘‘আরজি কর ঘটনার পর রাজ্য মহিলা কমিশন চুপ করে বসে রয়েছে। এ ছাড়াও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেসব ব্যাপারেও কোনও হেলদোল নেই রাজ্য মহিলা কমিশনের।’’

আরও পড়ুন– রুপোলি দুনিয়ায় পা রাখতে না রাখতেই সাইন করেছিলেন ১০৭টি ছবিতে; কিন্তু কোথায় হারিয়ে গেলেন একসময়ের এই তারকা অভিনেতা?

বলা বাহুল্য, আরজি কর ইস্যুকে হাতিয়ার করে একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বিজেপি। গতকাল থেকে ধর্মতলায় টানা সপ্তাহব্যাপী ধরনা অবস্থান কর্মসূচিও শুরু করেছে রাজ্য বিজেপি। যে কর্মসূচির আজ, শুক্রবার দ্বিতীয় দিন। এরই মধ্যে বিজেপির মহিলা মোর্চা শুক্রবার পথে নামছে মহিলা কমিশন ঘেরাও অভিযানে।