Category Archives: দেশ

রাস্তা আটকে সাপ- বেজির ধুন্ধুমার লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

#চণ্ডীগড়: রীতিমতো পথ আটকে ধুন্ধুমার লড়াই চলছে সাপ এবং বেজির৷ ফণা তুলে বেজির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছে সাপটি৷ আর এই লড়াই দেখতে রাস্তার দু’ পাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে গাড়ি৷ সাপ-বেজির এই লড়াই রীতিমতো ভাইরাল হয়েছে ইন্টারনেটে৷

৩০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার আব্দুল কোয়াম৷ ভিডিওটি-তে দেখা যাচ্ছে, প্রথমে একবার সাপটিকে ছেড়ে রাস্তার পাশের ঝোঁপে ফিরে যাচ্ছে বেজিটি৷ পরমুহূর্তেই সে ফিরে এসে পিছন থেকে সাপটির উপরে হামলা চালায়৷ বিষধর সাপটি পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি৷ পাশের নালার মধ্যে ঢুকে যাওয়ারও চেষ্টা করেছিল সাপটি৷ কিন্তু তীব্র ক্ষিপ্রতায় সেটির গলা কামড়ে ধরে বেজিটি৷ এর পর আর কিছু করার ক্ষমতা ছিল না বিষধরের৷ শিকারকে বাগে এনেই ছুটে ঝোঁপের মধ্যে চলে যায় বেজিটি৷

ভিডিওটি শেয়ার করে আব্দুল কোয়াম লিখেছেন, ‘এটাই প্রকৃতির নিয়ম! কোনও পশুপ্রেমী যে প্রাণী দু’টিকে বাঁচানোর দোহাই দিয়ে লড়াইয়ে বাধা দেননি, তাতেই আমি খুশি৷ প্রকৃতির নিয়মেই যে শ্রেষ্ঠ, সে বেঁচে থাকবে৷’

ট্যুইটারে যাঁরা এই ভিডিওটি দেখেছেন, তাঁদের অধিকাংশই এ বিষয়ে একমত হয়েছেন৷ ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তারা যে প্রাণী দু’টির লড়াইয়ে হস্তক্ষেপ না করে ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন, তারও প্রশংসা করেছেন কেউ কেউ৷

 

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি, ট্যুইট করে জানালেন প্রণব-পুত্র

#নয়াদিল্লি: চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উন্নতি হচ্ছে তাঁর স্বাস্থ্য পরিস্থিতির। ট্যুইট করে এমনটাই জানালেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

এদিন প্রণব-পুত্র অভিজিৎ ট্যুইটারে লেখেন, “আপনাদের শুভকামনায় এবং চিকিৎসকদের কঠিন পরিশ্রমে আমার বাবার অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শরীরের সমস্ত প্যারামিটারগুলি নিয়ন্ত্রণেই রয়েছে।ঠ

এর পরেই তিনি লেখেন, ” বাবার শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”

ঘটনার সূত্রপাত গত ৯ অগাস্ট। ওইদিন রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ পরদিন ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চিকিত্‍সকরা অপারেশনের সিদ্ধান্ত নেন৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷ কিন্তু অপারেশন আবশ্যক ছিল।

হাসপাতালের তরফে জানানো হয়, অপারেশনের মাধ্যমে ওই জমাট বাঁধা রক্ত বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু কোনও মতেই রক্তক্ষরণ না কমায় নতুন করে জটিলতা তৈরি হয়। সূত্রের খবর, রক্ত তঞ্চন বন্ধ করার ওষুধ খান প্রাক্তন রাষ্ট্রপতি। তার জেরেই ক্ষতস্থানের রক্তক্ষরণ বন্ধ করতে সমস্যা হচ্ছিল।

এর মধ্যেই হঠাৎ নানা জায়গায় তাঁর মৃত্যুর গুজব রটতে শুরু করলে, প্রতিবাদ জানান প্রণব-পুত্র। বলেন, দেশে ফেক নিউজ কারখানা চলছে।

তবে এদিন প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার উন্নতির খবরে অনেকটাই স্বস্তি প্রণব অনুরাগীদের মনে।

ঘরের মধ্যে লুকিয়ে বিশাল গোখরো, পেঁচিয়ে ধরল মানুষের গলা, দেখুন রূদ্ধশ্বাস ভিডিও

#নৈনিতাল: ঘরের মধ্যে লুকিয়ে ছিল বিরাট আকারের গোখরো৷ প্রাণ ভয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন বাড়ির বাসিন্দারা৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করলেন বনকর্মীরা৷ সেই ভিডিও-ই ট্যুইটারে শেয়ার করেছেন আইএফএস অফিসার আকাশ কুমার বর্মা৷ রূদ্ধশ্বাস সেই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরাও৷

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে৷ সেখানেই একটি বাড়ির মধ্যে কোনওভাবে ঢুকে পড়েছিল ওই গোখরোটি৷ একটি টেবলের তলায় আশ্রয় নেয় বিশাল মাপের সাপটি৷ নৈনিতালের বন দফতরের উদ্ধারকারী দলের এক সদস্য অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষাক্ত সাপটির মাথা চেপে ধরে সেটিকে বাড়ির বাইরে নিয়ে আসেন৷ ততক্ষণে সাপ দেখেত ভিড় জমে গিয়েছে বাড়ির বাইরে৷

এর পর শুরু হয় সাপটিকে বস্তায় ভরার পালা৷ বস্তায় ভরার সময় সাপটি নিজের লেজের দিক দিয়ে হঠাৎই উদ্ধারকারী দলের ওই সদস্যের গলা পেঁচিয়ে ধরতে শুরু করে৷ ভিড় করে থাকা মানুষজন তাতে আঁতকে উঠলেও বিন্দুমাত্র বিচলিত হননি সাপটিকে উদ্ধার করে আনা ব্যক্তি৷ ধীরে ধীরে সেটিকে বস্তায় ভরে ফেলেন তিনি৷

পরে আকাশ কুমার বর্মা আরও একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে দেখা যায়, উদ্ধার করা সাপটিকে একটি জঙ্গল ঘেরা এলাকায় ছেড়ে দেওয়া হচ্ছে৷

তবে ভিডিওটি দেখে অনেকেই যেমন শিউরে উঠেছেন, সেরকমই বহু মানুষই উদ্ধারকারী দলের সদস্যদের সাহসিকতার প্রশংসাও করেছেন৷

এক বছর আগেই অগাস্টেই পেয়েছিলেন ভারতরত্ন, আজ লড়ছেন মৃত্যুশয্যায়, মেয়ের আবেগঘন পোস্টে চোখে জল

#মহিষাদল: প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার খবরে মন ভালো নেই তাঁর প্রিয় শহর মহিষাদলের। মন খারাপ মহিষাদলের মানুষজনের। প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় প্রতিষ্ঠান মহিষাদল প্রজ্ঞানানন্দ ভবনের নিজস্ব মন্দির ৷ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর মন্দিরে বুধবারও চলছে বার্ষিক পুজোপাট। চলছে প্রণববাবুর সুস্থতা কামনায় পুজোও।

তাঁর সুস্থতা কামনা করে পুজো দিয়েছেন প্রজ্ঞানানন্দ স্মৃতি ভবনের সদস্যরা। প্রত্যেকেরই একটাই কামনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রাক্তন রষ্ট্রপতি। একইসঙ্গে সকলেই তাঁর মহিষাদল যোগ নিয়ে নিজেদের আলাপচারিতায় তুলে ধরছেন তাঁর নানা স্মৃতিকথা। বলছেন মহিষাদল থেকে প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের কথা।

এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত সঙ্কটজনক জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ভেন্টিলেটর সাপোর্টে তাঁকে রাখা হয়েছে দিল্লির সেনা হাসপাতালে৷ সোমবারই ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়ের একটি অস্ত্রোপচার হয়৷ সেই অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে৷

হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল৷ তা বের করতে একটি জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়৷ তার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ অবস্থা এখনও সঙ্কটজনক৷ চিকিত্‍সকদের একটি বিশেষ টিম সব সময় প্রণববাবুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখছেন৷

এদিকে প্রণব বাবুর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বাবার এই অসুস্থতায় ভীষণভাবে ভেঙে পড়েছেন৷ তিনি আরও একটি জিনিস জানিয়ে আরও বিমর্ষ হয়ে পড়েছেন, গত বছর ৮ অগাস্ট ভারতরত্ন পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ আর এবছর ১০ অগাস্ট এরকম মারাত্মক শারীরিক অসুস্থতার শিকার হলেন তিনি৷

এদিকে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সবসময়ে নজরে রেখেছে অভিজ্ঞ চিকিৎসকের একটি দল৷

SUJIT BHOWMIK

চরম বিষাক্ত বিরলতম দুই মাথার চন্দ্রবোড়া সাপের দেখা মিলল মহারাষ্ট্রে, ভাইরাল ভিডিও

#মুম্বই: চন্দ্রবোরা সাপের ভয়ঙ্কর বিষের তীব্রতা সম্বন্ধে হয়তো অনেকেরই সাম্যক ধারণা নেই । এই সাপ আমাদের দেশে খুবই পাওয়া যায় আর এর বিষও মারাত্মক ।

এমনই বিষধর চন্দ্রবোড়ার দেখা মিলল মহারাষ্ট্রে, তবে এটির মাথা দু’টি । মুম্বইয়ের কাছেই কল্যাণ গান্ধার রোডে এই বিরল সাপটির দেখতে পাওয়া গিয়েছে । সেটিকে উদ্ধার করা হয়েছে ।

সাপটির দু’টি মাথা রয়েছে । দু’টি মাথাই সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বিরল জিনগত ত্রুটি । ডিম্পল শাহ নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম সাপটিকে দেখতে পান। তিনি খবর দেওয়ার পর উদ্ধারকারী দলের সদস্যরা এসে চন্দ্রবোড়া সাপের শাবকটিকে উদ্ধার করে।

ভারতীয় বনবিভাগের এক অধিকার্তা সুশান্ত নন্দা সাপটির একটি ভিডিও পোস্ট করেন । মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভয়ানক বিমান দুর্ঘটনা কোঝিকোড়ে! ২৪x৭ হেল্পলাইন চালু করল বিদেশ মন্ত্রক

#কোঝিকোড়: গত কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি ৷ দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও যথেষ্ট সমস্যা হচ্ছে ৷ তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ৷ দুবাই থেকে এদিন বিমানটি আসছিল ৷ এবং বিমানে ছিলেন বিমানকর্মী-সহ মোট ১৯১ জন ৷ পাইলট ডিভি শাঠে ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছে৷ ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মলপ্পুরমের এসপি জানিয়েছেন, ১২৩ জনের মধ্যে ১৫ জন আশঙ্কাজনক৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ সন্ধ্যে ৭.৪০ মিনিট নাগাদ এদিন এই দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনার পর বিদেশ মন্ত্রক জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে। হাতাহতদের পরিবারের উদ্বেগের কথা ভেবে বিদেশমন্ত্রকের তরফে এদিন রাতেই ২৪X৭ হেল্পলাইন চালু করা হয়েছে। শোক প্রকাশ করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক ট্যুইটে বার্তায় বলেন, ‘কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নং আইএক্স ১৩৪৪-এর দুর্ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। বিদেশমন্ত্রকের হেল্পলাইনগুলি হল: 1800 118 797 (১৮০০১১৮৭৯৭), +91 11 23012113(+৯১ ১১ ২৩০১২১১৩), +91 11 23014104 (+৯১ ১১ ২৩০১৪১০৪), +91 11 23017905 (+৯১ ১১ ২৩০১৭৯০৫) Fax: +91 11 23018158 Email: covid19@mea.gov.in।”

শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময়েই ঘটে বিপত্তি ৷ দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই স্কিড করে যায় বিমানের চাকা ৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷ রানওয়ে ছাড়িয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে৷ দুটো টুকরো হয়ে যায় বিমান৷ সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার মধ্যেই চলছে উদ্ধারকাজ৷ বিমানবন্দরে ১০৮টি অ্যাম্বুল্যান্স রয়েছে৷ ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করেন৷ উদ্ধারকাজ নিয়ে যাবতীয় খোঁজ নেন৷

ছোট্ট গন্ডারকে শুঁড় দিয়ে জড়িয়ে আদর হাতির, ভিডিও দেখলে মন ভাল হতে বাধ্য

#নয়াদিল্লি: হঠাৎ দেখলে মনে হতে পারে নিজের শাবককেই হয়তো পরম স্নেহে আদর করছে পূর্ণবয়স্ক হাতি৷ কিন্তু সেই ভুল ভাঙলে বোঝা যাবে, আসলে একটি ছোট গন্ডারকে পরম ভালবাসায় শুঁড় জড়িয়ে আদর করছে হাতিটি৷ ১৬ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা৷ হাতি- গন্ডারের এই সহাবস্থানের ভিডিও দেখলে মন ভাল হতে বাধ্য৷

ট্যুইটারে ভিডিওটি পোস্ট করে সুশান্ত নন্দা লিখেছেন, ‘সামান্য একটু জড়িয়ে ধরার মধ্যেও ভালবাসা মিশে থাকে৷ যা মন ভাল করতে বাধ্য৷’ সাম্প্রতিক অতীতে বন্যপ্রাণীদের এমনই একাধিক ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়েছে৷ হাতি এবং গণ্ডারের এই ভিডিওটিও ট্যুইটার ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে৷

যদিও এই ভিডিওটি কোন জঙ্গল বা অভয়ারণ্যের, তার কোনও উল্লেখ নেই৷ কিন্তু তাতে কী, হাতি এবং গন্ডারের মধ্যে অকৃত্রিম ভালবাসার মুহূর্তই মানুষের মন জয় করে নিয়েছে৷

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, একটি জলাশয়ের পাশেই গন্ডার শাবকটি হাতির সামনে চলে আসে৷ তখন শুঁড় জড়িয়ে তাকে আদর করে ওই হাতিটি৷ ঠিক তার পিছনে একটি বড় গন্ডারকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ভিডিও-তে৷ ভিডিও-টি পোস্ট করার পর থেকে ৯ হাজার বারের বেশি সেটি দেখা হয়েছে৷

 

করোনার কারণে শিথিল হল NITs, CFTIs-তে ভর্তির নিয়ম, JEE Main পাশ ছাড়া আর কী লাগবে জানাল কেন্দ্র

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতিকে একের পর এক বোর্ড পরীক্ষা বাতিলের পর এবার বদলে গেল দ্বাদশের পর উচ্চশিক্ষার জন্য ভর্তির যোগ্যতামান ৷ করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের কথা মাথায় রেখে আরও সহজ করা হল কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম ৷ বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷

ট্যুইটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন থেকে NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য JEE মেইন ২০২০ পরীক্ষায় পাস করার সঙ্গে শুধু দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাস করলেই হবে। এতদিন NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে JEE মেইন-এ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরও পেতে হত ৷

করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনে মাঝপথেই স্থগিত হয়ে যায় সিবিএসসি, আইসিএসসি, আইএসসি ও উচ্চমাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষা ৷ পরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় বাতিল হয়ে যায় বাকি থাকা পরীক্ষা ৷ যে বিষয়ের পরীক্ষা দিতে পেরেছিলেন পড়ুয়ারা, তার উপর ভিত্তি করেই বাকি থাকা বিষয়ের মূল্যায়ন করে প্রকাশ করা হয় রেজাল্ট ৷ এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভর্তি হতে যাতে কোনও অসুবিধা না হয় তাই সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড (CSAB) ভর্তির যোগ্যতামান শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ৷

বন্যার জলে হারিয়ে গেল মা, কাজিরাঙার গন্ডার শাবকের ভিডিও ভাইরাল

#কাজিরাঙা: বন্যায় বিপর্যস্ত অসম৷ মানুষের মতোই খারাপ অবস্থা কাজিরাঙা জাতীয় উদ্যানের বাসিন্দা বন্যপ্রাণীগুলির৷ প্রাণ বাঁচাতে অধিকাংশ প্রাণী লোকালয়ে নয়তো জাতীয় সড়কে চলে আসছে৷ কয়েকদিন আগেই দু’টি বাঘও জঙ্গল সংলগ্ন দু’টি বাড়িতে চলে আসে৷ এ বার বন্যার জেরে মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া এক গন্ডার শাবকের ছবি দেখে মন খারাপ নেট দুনিয়ার৷ ইতিমধ্যেই ওই শাবকটির ভিডিও ভাইরাল হয়েছে৷ আশার কথা একটাই, মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও বনকর্মীদের তৎপরতায় শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷

বন্যপ্রাণ পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র বা সিডব্লিউসি-র একটি দল নৌকায় করে ওই গন্ডার শাবকটিকে উদ্ধার করে৷ কাজিরাঙা অভয়ারণ্যের ট্যুইটার পেজেই সেই ভিডিওটি শেয়ার করা হয়৷

 

সেখানে বলা হয়, গত মঙ্গলবার কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যেহেতু শাবকটির মায়ের খোঁজ পাওয়া যায়নি, তাই সেটিকে উদ্ধার করে সিডব্লিউসি-র রেসকিউ সেন্টারে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার ফের কাজিরাঙা কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, উদ্ধার হওয়া ওই গন্ডার শাবকটি এখন ভাল আছে৷ যেরকম তৎপরতার সঙ্গে বন্যা আটকে পড়া অসহায় প্রাণীগুলিকে উদ্ধার এবং সাহায্যের চেষ্টা করছে কাজিরাঙা কর্তৃপক্ষ, ট্যুইটারে অনেকেই তার প্রশংসা করেছেন৷

অসমের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত৷ বন্যার জেরে ৭১ জন মানুষ প্রাণ হারিয়েছেন, পাশাপাশি কাজিরাঙার ৭৬টি বন্যপ্রাণীরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে ৬টি গন্ডার রয়েছে৷

 

CBSE দশম শ্রেণীর ফল ঘোষিত, রেজাল্ট জানতে চেয়ে ফোন করা আত্মীয়দের নিয়ে মিম-এ মাতল নেট দুনিয়া

CBSE 10th Result 2020: #নয়াদিল্লি: দ্বাদশের পর আজ, ১৫ জুলাই দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE৷ চলতি বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৮ লক্ষেরও বেশি পড়ুয়ারা। মোট পরীক্ষার্থীর ৯১.৪৬ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালে দশম শ্রেণীতে পাশ করেছিলেন ৯১.১০ শতাংশ পড়ুয়া। চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। বিভিন্ন ওয়েবসাইট, আইভিআরএস, মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৯.২৮ শতাংশ পড়ুয়া।

cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷

ফলাফল প্রকাশ হতেই রেজাল্ট জানতে চেয়ে ফোন করা আত্মীয়দের নিয়ে মিম-এ মাতল নেট দুনিয়া

পাশাপাশি স্কুলগুলির রেজিস্টার্ড ইমেল আইডি-তেও পড়ুয়াদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও টেলিফোন বা মোবাইলে আইভিআরএস পদ্ধতিতে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ Microsoft SMS Organizer App, ডিজিলকার, উমঙ্গ, ডিজিরেজাল্টস-এর মতো বিভিন্ন অ্যাপেও ফলাফল জানা যাচ্ছে৷ CBSE 10th-এর ফলাফল জানার জন্য রোল নম্বর, জন্ম তারিখ, স্কুল নম্বর আর সেন্টার নম্বর লিখে পাঠিয়ে দিন 7738299899 নম্বরে। রেজাল্ট চলে আসবে আপনার ফোনে।