Category Archives: দেশ

সুস্বাদু পঙ্গপাল ভাজা! ভিডিও রেসিপি দিয়ে পঙ্গপাল থেকে বাঁচতে পরামর্শ নেটিজেনদের

বেশ কয়েক দিন ধরেই চর্চার কেন্দ্রে পঙ্গপাল৷ সর্বনাশা এই পতঙ্গ ঝাঁকে ঝাঁকে ঢুকছে ভারতে৷ ফসল খাচ্ছে৷ বিশেষ করে আক্রান্ত উত্তর ভারতের রাজ্যগুলি৷ এক এক দলে প্রায় ১ কোটি করে পঙ্গপাল ঢুকছে৷

এ হেন পরিস্থিতিতে পঙ্গপাল নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, ব্রিটেন থেকে ১৫টি স্প্রেয়ার আনা হচ্ছে পঙ্গপাল নিধনের জন্য৷ ড্রোন, হেলিকপ্টার থেকে স্প্রে করা হবে পঙ্গপাল মারতে৷

চুপ করে বসে নেই নেটিজেনরাও৷ ইন্টারনেটে তারাও নানা উপায় বলছে পঙ্গপাল থেকে মুক্তি পেতে৷ তার মধ্যে সবচেয়ে হিট টপিক পঙ্গপাল ভাজা৷ বিশ্বের অনেক মানুষই পতঙ্গ ভাজা খেতে পছন্দ করেন৷ তার মধ্যে পঙ্গপাল সবচেয়ে প্রিয়৷ ভারতেও কিছু জনজাতি পঙ্গপাল ভাজা খেতে পছন্দ করেন৷

বয়স মাত্র ২২! ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ভারতীয় অভিনেত্রীর

মঙ্গলবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় অভিনেত্রীর। ২২ বছর বয়সি মেবিয়েনা মাইকেল ছিলেন কন্ন়ড় ছোটপর্দার জনপ্রিয় মুখ। মঙ্গলবার কর্ণাটকের দেবিহেলি অঞ্চলে একটি ট্রাক্টর কার্যত পিষে দিয়ে যায় তাঁকে। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কন্ন়ড় টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারা।

শো পিয়াতে হুডুগির হাল্লি লাইফ নামক একটি রিয়েলিটি শো তাঁকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল। ওই রিয়েলিটি শো-এর অ্যাঙ্কার আকুল বালাজি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ” মেবিয়েনা মাইকেলের প্রয়াণের খবরে আমি মর্মাহত। আমাদের অনুষ্ঠানের চতুর্থ সিরিজের বিজেতা ছিলেন তিনি। ওঁর পরিবারের জন্য সমবেদনা জানাই। প্রার্থানা করি ওঁরা যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন।

মোবিয়ানা মডেল হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব কম বয়সে। মাত্র ১৯ বছর বয়সে তিনি শো পিয়াতে হুডুগির হাল্লি লাইফ উদ্যোগটিতে অংশগ্রহণ করেন। হু হু করে বাড়তে থাকে জনপ্রিয়তা। এই রিয়েলিটি শো তে ১২ জন উঠতি তারকাকে শহুরে জীবন ছেড়ে গ্রামে থাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল।

বান্ধবীর সঙ্গে দেখা করানোর আবদার সোনু সুদের কাছে! অভিনেতার জবাবে হাসির রোল নেট দুনিয়ায়

#মুম্বই: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সোনু সুদ৷ অভিনেতার এই উদ্যোগের কথা জানতে পেরে বহু মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন৷ কিন্তু তাঁদের মধ্যেই একজন ভক্ত বিচিত্র অনুরোধ নিয়ে অভিনেতার দ্বারস্থ হলেন৷ আর তাঁকে ততধিক মজাদার জবাব দিলেন অভিনেতা!

আসলে ট্যুইটারের মাধ্যমে এক প্রেমিক নিজের বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য অভিনেতার সাহায্য চেয়ে বসেছেন৷ সোনু সুদকে উদ্দেশ করে তিনি লিখেছেন, তাঁর বান্ধবী বিহারে থাকেন, ওই অভিনেতা যেন তাঁকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন৷ ওই ব্যক্তি লেখেন, ‘ভাই, দয়া করে আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা করিয়ে দিতে সাহায্য করুন৷ ও বিহারে থাকে৷’

ট্যুইটারে এমন অনুরোধ পেয়ে অবশ্য তা হাল্কা ভাবেই নিয়েছেন অভিনেতা৷ মজা করে তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘কয়েকদিন একটু দূরে থেকে দেখে নেও… সত্যিকারের ভালবাসার পরীক্ষা হয়ে যাবে!’

অভিনেতার এই জবাব দেখে স্বাভাবিকভাবে হাসি রোল ওঠে তাঁর বাকি ভক্তদের মধ্যে৷ সোশ্যাল মিডিয়াতেও তা ভাইরাল হয়৷

তবে এই প্রথম নয়৷ কিছুদিন আগেও অভিনেতার কাছে এমন আজব আব্দার করেছিলেন আর এক ব্যক্তি৷ সেবারে অনুরোধ ছিল, পরিযায়ী শ্রমিকদের জন্য অভিনেতা যে বাসের ব্যবস্থা করেছিলেন, তাতে করে ওই ব্যক্তিকে দেশি মদের দোকানে পৌঁছে দিতে হবে৷ সোনু সুদ জবাবে লিখেছিলেন, তিনি মদের দোকান থেকে কাউকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে পারেন৷

গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন সোনু সুদ৷ নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকরা বাসে ওঠার সময় গোটা ব্যবস্থাপনার দেখাশোনা করছেন অভিনেতা৷

সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা দেশের হৃদযন্ত্র, আমার মনে হয় এঁদের সাহায্য করাটা আমার দায়িত্ব৷ এই পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবার ও শিশুদের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি আমরা৷ এসি-র ঠান্ডা ঘরে বসে এই শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ না করে আমাদেরও রাস্তায় নেমে ওঁদের মতো একজন হয়ে উঠতে হবে৷’

 

পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাচ্ছেন, ঝড় তুলছেন টুইটারেও, দেশের নতুন ‘নায়ক’ সোনু সুদ

#মুম্বই: করোনার দিনগুলিতে তাঁর জনপ্রিয়তা, বলিউডের তারকাদের ছাপিয়ে গিয়েছে। এই জনপ্রিয়তা অবশ্য স্রেফ অভিনেতার অর্জন নয় , বরং অর্জন এক পর্বতসমান উঁচু মানবিক ব্যক্তিতের। তিনি বলিউড তারকা সোনু সুদ, স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন। এখানেই শেষ নয়, যে কেউ যোগাযোগ করতে পারছেন সোনু সুদকে। রবিবার তাঁর সঙ্গে এক টুইটারেত্তির কথোপকথন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

আটকে থাকা মানুষকে আস্তানায় পৌঁছে দিচ্ছেন, এই খবর জেনেই সম্প্রতি এক তরুণ টুইটারেত্তি সোনুর উদ্দেশ্যে লেখেন, ” ঘরে আটতে আছি। আমাকে মদের আসরে পৌঁছে দিন।” সোনু সপাট উত্তরটা দিতে দেরি করেননি। তিনি পাল্টা লেখেন, আপনি বললে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। লাগলে বলবেন।”

সোনুর এই টুইট ঝড়ের গতিতে ছড়িয়েছে। ৪৩ হাজারেরও বেশি মানুষ টুইটটিতে লাইক দিয়েছেন।

সোনু সুদ প্রথম দায়িত্ব নিয়ে বাড়ি পাঠান কর্ণাটকের শ্রমিকদের। ৩৫০ শ্রমিককে পাঠাতে প্রথম বারে লেগেছিল ১০টা বাস। এরপরেই মুম্বইয়ের ওয়াডালা অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকদের উত্তর প্রদেশে নিজের ঘরে ফেরানোর অভিযান শুরু হয়। গোটা কাজটায় সোনুর সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু নীতি গয়াল। ধাপে ধাপে ওঁরা ফিরিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের বহু শ্রমিককেও। একটানা ২০ ঘণ্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন সোনু সুদ, এমন খবরও সংবাদ শিরোনাম হয়েছে।

একটানা এই কাজ করে যাওয়ায় সোনু সুদের ইমেজটাই হয়ে উঠেছে-মুশকিল আসানের মতো। যেন সোনু চাইলে সবটাই পারেন। অনেকে তো নামই দিয়ে ফেলেছেন-রবিনহু়ড।

ফণা উঁচু করে মাঝ উঠোনে দাঁড়িয়ে প্রকাণ্ড কিং কোবরা, বালতি বালতি জল ঢেলে স্নান করাচ্ছেন যুবক, ভাইরাল ভিডিও

#খোলা উঠোনে ফণা তুলে দাঁড়িয়ে পেল্লায় কিং কোবরা । আর তাকে বালতি বালতি জলে স্নান করাচ্ছেন এক যুবক । রোমহর্ষক এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় । ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বালতি নিয়ে কল থেকে জল ভরছেন এক যুবক । পিছনে ফণা উঁচু করে দাঁড়িয়ে বিরাট কিং কোবরা ।  এরপর বালতি সুদ্ধ জল ধীরে ধীরে তার ফণার উপর দিয়ে সারা শরীরে ঢেলে দিচ্ছেন তিনি । গরমে আরাম পেতেই চুপ করে রয়েছে সে । শরীরে রাগের চিহ্ন নেই । তবে ভিডিওতে সাপটিকে স্নান করাতে দেখা যাচ্ছে যে যুবককে, তিনি যে যথোপযুক্ত প্রশিক্ষিত, তা তাঁর শরীরী ভাষায় স্পষ্ট ।

তবে ভিডিও পোস্ট করে ফরেস্ট আধিকারিক বার বার এই ঘটনা যাতে বাড়িতে কেউ না ঘটান বা বাড়িতে এরকম করার চেষ্টা করেন, তা বার বার অনুরোধ করেছেন ।  তাঁর দাবি, এমন ঘটনা বাড়িতে কেউ ঘটানর চেষ্টা করলে তার ফল মারাত্মক হতে পারে ।   তিনি লেখেন, “Summer time.. And who doesn’t like a nice head bath… Can be dangerous. Please don’t try.”

 

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর, JEE-MAIN পরীক্ষার জন্য আবারও করা যাবে আবেদন

#নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর।JEE MAIN পরীক্ষার জন্য আবারও আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। একইসঙ্গে নিজের সুবিধামতো জায়গায় পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগও দিচ্ছে NTA. মঙ্গলবার  ট্যুইট  করে এমনই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।এদিন ট্যুইট করে তিনি বলেন “যারা বিদেশে  পড়ার চিন্তাভাবনা থেকে সরে আসছেন তাদের জন্য এদেশে পড়ার আরও একটি সুযোগ দেওয়া হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির director-general কে আমি পরামর্শ দিয়েছিলাম JEE MAIN পরীক্ষার অনলাইন এপ্লিকেশন করার জন্য ছাত্র-ছাত্রীদের আরও একটি সুযোগ দেওয়া হোক ।সেই মতোই আগামী ২৪ শে মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন এর ফর্ম অনলাইনে পাওয়া যাবে ।”

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর এই  ট্যুইট করার পরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার থেকেই ছাত্র-ছাত্রীদের আবেদন করার জন্য উইন্ডো খুলে দিয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে, করোনা আবহে নিজেদের সুবিধামতো জায়াগায় পরীক্ষার্থীরা সুবিধে মতো পরীক্ষা কেন্দ্র বেছে নিতে পারবেন ৷ সেই মতোই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে NTA ৷  মূলত এ রাজ্য তথা দেশ থেকে অনেক পড়ুয়া বিদেশে পড়ার জন্য প্রত্যেক বছর যায়। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ এর জেরে এবার বিদেশে গিয়ে পড়ার সেই সুযোগ কার্যত নেই বললেই চলে। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সর্বভারতীয় এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফর্ম অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছিল । তখন অনেক ছাত্র-ছাত্রী এই পরীক্ষার জন্য আবেদন জানায়নি। তাই আবারও অনলাইন অ্যাপ্লিকেশন  করার সুযোগ দেওয়া হচ্ছে বলেই ট্যুইট করে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

সম্প্রতি পড়ুয়াদের স্বস্তি দিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বহুপ্রতীক্ষিত পরীক্ষা NEET ও JEE মেইন পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন।।কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল তখন জানিয়েছিলেন ”  ১৮ই জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত JEE MAIN পরীক্ষা নেওয়া হবে ।” অন্যদিকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিচের পরীক্ষার দিন ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। আগামী ২৬ শে জুলাই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে যেখানে দেশজুড়ে প্রায় ১৭লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দেবেন।

করোনাভাইরাসের জেরে লকডাউনে দেশ। বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বিবিধ পরিষেবা। আর সেই করোনা উদ্ভূত পরিস্থিতির জন্য  ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এবং JEE মেইন পরীক্ষা স্থগিত হয়ে যায়। ফলে সমস্যায়  পড়েন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। কবে পরীক্ষা হবে তা নিয়ে শুরু হয় দুশ্চিন্তা।

মেডিকেল ও ডেন্টালের স্নাতকস্তরের জন্য ৩ মে NEET পরীক্ষা হবে বলে ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সেই অনুসারে গত ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিলআপ হয়। এবার ৮টি আঞ্চলিক ভাষার পাশাপাশি পরীক্ষা হবে ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায়। কিন্তু দেশে করোনা পরিস্থিতির জন্য তা স্থগিত রাখা হয়। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

পাশাপাশি, JEE মেইন পরীক্ষাও করোনা পরিস্থিতির জন্য স্থগিত করা হয়। JEE মেইন হওয়ার কথা ছিল ৫,৭, ৯ ও ১১ এপ্রিল। তবে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপরই ৫ ই মে জানানো হয় NEET এবং JEE মেইন পরীক্ষার দিনক্ষণ। সেদিনই পড়ুয়াদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সেই মোতাবেক এদিন একাধিক প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর এই ঘোষণার পরেই ন্যাশানাল টেস্টিং এজেন্সি তরফে পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবার নতুন করে আবার ছাত্রছাত্রীদের কাছে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আবেদনের সুযোগ পাওয়ায়  খুশি ছাত্রছাত্রীরাও।

Somraj Bandopadhyay

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১ জুলাই, পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন নির্দিষ্ট করল বোর্ড

#নয়াদিল্লি: দেশব্যাপী পরীক্ষার সূচি অবশেষে ঘোষণা করল সিবিএসই বোর্ড। পূর্ব ঘোষণা মতই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১লা জুলাই থেকে থেকে ১৫ই জুলাই পর্যন্ত নেবে সিবিএসই বোর্ড।সোমবার ট্যুইট করে সিবিএসই বোর্ডের উত্তর পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য এবং সারা দেশব্যপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি কী কী গাইডলাইন মেনে চলতে হবে ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবকদের সে বিষয়ে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

বোর্ডের তরফে যে দেশব্যাপী পরীক্ষার সূচি  দেওয়া হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর জন্য তা হল :

১লা জুলাই হবে হোম সায়েন্স পরীক্ষা

২রা জুলাই হবে হিন্দি পরীক্ষা

৭ই জুলাই হবে নতুন সিলেবাসের ইনফরমেটিক প্র্যাকটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং পুরনো সিলেবাসের ইনফরমেটিক্স প্র্যাকটিক্যাল ও কম্পিউটার সায়েন্স এবং তার সঙ্গে ইনফরমেশন সায়েন্স পরীক্ষা।

৯ই জুলাই হবে বিজনেস স্টাডিজ পরীক্ষা।

১০ই জুলাই হবে বায়োটেকনোলজি পরীক্ষা।

১১ই জুলাই হবে ভূগোল পরীক্ষা।

১৩ই  জুলাই হবে সোশিওলজি পরীক্ষা।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আগেই জানিয়েছিলেন সিবিএসই সারাদেশব্যাপী দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য যে যে বিষয়গুলি কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই বিষয় গুলি পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি বোর্ডের তরফে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। তা হল:

১) ছাত্র-ছাত্রীদের নিজেদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতে হবে ট্রান্সপারেন্ট বোতলে।

২) সব ছাত্র-ছাত্রীদের নাক-মুখ মাস্ক অথবা কাপড় দিয়ে ঢেকে আসতে হবে।

৩) সব ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বিধির নিয়ম মেনে চলতে হবে ক্লাসরুমে।

৪) অভিভাবকদের জানাতে হবে করোনাভাইরাস আটকাতে কি কি পদক্ষেপ নিয়েছেন তারা।

৫) অভিভাবকদের নিশ্চিত করতে হবে তাদের সন্তানের জ্বর হয়নি।

৬) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলতে হবে।

৭) পরীক্ষা কেন্দ্র গুলো যে সমস্ত বিধি জারি করবে পরীক্ষা নেওয়ার জন্য তা মেনে চলতে হবে সব পরীক্ষার্থীদের।

৮) কত সময়ের জন্য পরীক্ষা হবে তা পরীক্ষার্থীদের এডমিট কার্ডে দেওয়া থাকবে।

৯) সকাল ১০ টা থেকে ১৫মিনিট ধরে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে।

১০)১০:১৫ থেকে ১০ টা ৩০ পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র পড়বেন।

১১) সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে ছাত্র-ছাত্রীদের।

সিবিএসই বোর্ড সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্র গুলি কিভাবে পরীক্ষা নেবে ছাত্র-ছাত্রীদের তার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বোর্ডের তরফেও গাইডলাইন দেওয়া হবে। এই বিষয়ে বোর্ডের আধিকারিকরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে বলে জানা গেছে।এ দিকে দীর্ঘদিন বাদে পরীক্ষার সূচি ঘোষণা হওয়াতে খুশি ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে কলকাতার অভিনব ভারতী স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত বলেন ” আমরা আশা করছি ছাত্র-ছাত্রীদের কিভাবে আমরা পরীক্ষা নেব তার জন্য বিস্তারিত গাইড লাইন পাব। তবে এটা ভালো খবর ছাত্র-ছাত্রীদের জন্য যে তাদের পরীক্ষাটা হচ্ছে। আমরা আশা রাখছি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরাও আমাদের সহযোগিতা করবেন।”

Somraj Bandopadhyay

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষার দিন ঘোষিত, ১ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা

#নয়াদিল্লি: অবশেষে সিবিএসই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলির দিন ঘোষণা করল বোর্ড ৷ সোমবার সকালে পূর্বের ঘোষণা মতোই ট্যুইট করে পরীক্ষা সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ সেই সূচি মতোই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে পয়লা জুলাই থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত ৷

অন্যদিকে, দশম শ্রেণির বাকি থাকা বিষয়ের পরীক্ষা সূচিও ট্যুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ পরীক্ষাগুলিও নেওয়া হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই ও ১৫ জুলাই তারিখে ৷ দশম শ্রেণির পরীক্ষা, শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের জন্য যারা দিল্লিতে হিংসার জন্য ৬টি বিষয়ের পরীক্ষা দিতে পারিনি ।

সিবিএসই বোর্ড গত ৮ই মে ঘোষণা করে জানিয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলো ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর জেরে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। গত পয়লা এপ্রিল সিবিএসই বোর্ডের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল বোর্ড সেই বিষয়গুলির পরীক্ষা নেবে যেগুলি কলেজের ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাখে। শুধুমাত্র উত্তরপূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রম রেখে দশম শ্রেণির সব পরীক্ষাই ওই নোটিশে বাতিল করে দেওয়া হয় ।

২০ লক্ষ কোটির প্যাকেজের হিসেব এমনই, মজার ভিডিও-তে বোঝালেন কংগ্রেস নেতা

#নয়াদিল্লি: কুড়ি লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু বিপুল অঙ্কের এই আর্থিক প্যাকেজের সরাসরি প্রভাব আমজনতার জীবনে কতখানি পড়বে, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্রোল, বিদ্রুপও নেহাত কম হচ্ছে না৷ অনেকেরই অভিযোগ, কুড়ি লক্ষ কোটির এই প্যাকেজ আসলে এক গোলকধাঁধার মতো৷ দিনের শেষে পরিযায়ী শ্রমিক এবং সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য৷ এরই মধ্যে সরকারের আর্থিক প্যাকেজকে ব্যঙ্গ করে একটি ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা৷

কংগ্রেস নেতা যে ট্যুইট করেছেন, তাতে একটি কাল্পনিক ভিডিও দেখানো হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, শিক্ষক ছাত্রীকে ২৮-কে ৭ দিয়ে ভাগ করতে বলছেন৷ হিসেব মতো এর ফল হওয়ার কথা ৪৷ কিন্তু ওই ছাত্রী ভাগ ফল বের করে ১৩৷ এর পর ছাত্রীকে ১৩-কে ৭ দিয়ে গুন করতে বলেন ওই শিক্ষক৷ তার ফলও ওই ছাত্রী বের করে ২৮৷ শেষ পর্যন্ত ৭ বার ১৩-কে যোগ করতে বলেন ওই শিক্ষক৷ তারও যোগ ফল ২৮ বের করে ওই ছাত্রী!

মজা করে রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইটারে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আপনাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ অনেকটাই এভাবেই বানিয়েছেন! তাই নয় কি? দেখুন আর জানুন!’

ভারত-মার্কিন বন্ধুত্ব আরও শক্তিশালী, ট্রাম্পকে ট্যুইটারে ধন্যবাদ জানালেন মোদি

#নয়াদিল্লি: ভারতে ভেন্টিলেটর দান করবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শনিবার সকালেই ট্যুইটারে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পকে এ বার ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, এই অতিমারির পরিস্থিতিতে সব দেশকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে৷

ট্যুইটারে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই অতিমারির বিরুদ্ধে একসঙ্গেই লড়তে হবে৷ বিশ্বের স্বাস্থ্য ফেরাতে ও COVID19 মুক্ত করতে প্রতিটি দেশের হাতেহাত মিলিয়ে কাজ করতে হবে৷’

করোনা মোকাবিলায় ভারতকে বিনামূল্যে ভেন্টিলেটর দেবে আমেরিকা, ট্যুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ট্যুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারির সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদির পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা একে অপরকে সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’

এর আগে করোনা মোকাবিলায় প্রচুর পরিমাণে হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠিয়েছিল ভারত৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকাও ৷