Category Archives: দেশ

World’s Richest Beggar: ভিক্ষা করেই ধনকুবের! মোট সম্পত্তি ৭.৫ কোটি টাকার! মুম্বইয়ে ভরত আজ বিশ্বের ‘ধনীতম ভিক্ষাজীবী’

মুম্বই : কোনও লজ্জা, হীনমন্যতা বা গ্লানি নয়। ভিক্ষাবৃত্তি তাঁর কাছে অত্যন্ত লাভজনক পেশা। লোভনীয় এই পেশাকে অবলম্বন করেই মুম্বইয়ের ভরত জৈন আজ বিশ্বের ধনীতম ভিক্ষুক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা বা ১ মিলিয়ন ডলার। মুম্বইয়ের বাসিন্দা ৫৪ বছর বয়সি ভরত গত চার দশক ধরে ভিক্ষাবৃত্তি অবলম্বন করছেন। কিশোর বয়স থেকেই তিনি এই পেশায় আছেন। মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ তথা জনবহুল এলাকা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন বা আজাদ ময়দানে তিনি ভিক্ষাবৃত্তি করেন। দৈনিক তাঁর উপার্জন ২ হাজার থেকে ২৫০০ টাকা। রোজ কাজ করেন ১০ থেকে ১২ ঘণ্টা। কোনও বিরতি নেন না ছুটির দিনেও।

মুম্বইয়ে তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রচুর। পারেলে ২ বিএইচকে ফ্ল্যাটের দাম ১.২ কোটি টাকা। সেখানে তিনি থাকেন তাঁর স্ত্রী, দুই ছেলে, ভাই এবং বাবার সঙ্গে। কনভেন্টশিক্ষিত সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত। পরিবারের অন্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালান। মহারাষ্ট্রের ঠানে জেলায় দু’টি দোকান থেকে তিনি প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ ভাড়া পান।

আরও পড়ুন : উপকারী হলেও ভুলেও চালকুমড়ো খাবেন না এঁরা! জানুন কোন রোগে এই সবজি খেলে চরম বিপদ

ভরতের পরিবারের সদস্যরা চান না তিনি ভিক্ষাবৃত্তি চালিয়ে যান। কিন্তু ভরত নাছোড়বান্দা। তিনি ভিক্ষুক জীবনেই থাকতে চান। জীবনযাপনের মানও পাল্টানোর ইচ্ছে নেই। জানিয়েছেন তিনি প্রয়োজন থেকে ভিক্ষা করেন না, করেন স্বেচ্ছায়। তিনি লোভী নন এবং মোটা অঙ্কের টাকা দান করেন বিভিন্ন মন্দির এবং স্বেচ্ছাসেবী সংস্থায়। সে কথাও জানিয়েছেন ধনকুবের ভিক্ষাজীবী ভরত জৈন।

Sikkim traffic control by AI: সিকিমে ঘুরতে যান? বদলে যাচ্ছে পরিবহণ ব্যবস্থা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

গ্যাংটক: পশ্চিমবঙ্গের পর্যটকদের কাছে সিকিম সব সময়েই পছন্দের গন্তব্য। দূরত্বও কম, খরচও খুব বেশি নয়, আর সৌন্দর্যের দিক থেকে সিকিমের থেকে চোখ ফেরানো অসম্ভব। তাই বাঙালির দিঘা, পুরী, দার্জিলিংয়ের সঙ্গে বাঙালির ভ্রমণকেন্দ্রের তালিকায় নতুন সংযোজন সিকিম। সেই সিকিমেই এ বার যান চলাচলে আসতে চলেছে বিপ্লব। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ-সহ গাড়ির কাগজ পরীক্ষা এ সব এ বার থেকে হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে।

আরও পড়ুন: সিকিমে ঘুরতে গিয়ে সব শেষ! পাহাড় থেকে ছিটকে নদীতে পড়ল গাড়ি, মৃত কলকাতার পর্যটক

সিকিমের রাস্তায় যে সব গাড়ি এবং বাইক যাতায়াত করে সেই সংক্রান্ত কাগজপত্র আপডেট করার নির্দেশ দিয়েছে সিকিমের পরিবহণ দফতর। রাস্তায় গাড়ি চালানোর সময় ওভারটেক করা, সিগনাল ভাঙা, অন্য লেনে ঢুকে পড়া, খারাপ ভাবে গাড়ি চালানো, এই সব কিছুর জন্যই এ বার কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করতে চলেছে পরিবহন দফতর। এ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার হাতেই থাকবে গাড়ির বিমা, কর, ফিটনেস, দূষণ সংক্রান্ত কাগজ প্রভৃতির বৈধতা পরীক্ষা করা এবং স্বয়ংক্রিয় ভাবে চালান কাটা যাবে।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

আগামী শনিবার অর্থাৎ ২৫ মে থেকেই শুরু হতে চলেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যানবাহন নিয়ন্ত্রণ। তাই সিকিমের পরিবহণ দফতরের সচিব গাড়ির সমস্ত কাগজপত্র আপডেট রাখতে বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রসঙ্গত, প্রথম দিকে সিকিমের চারটি কেন্দ্র থেকে এই প্রযুক্তি কাজে লাগানো হবে। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যান নিয়ন্ত্রণ চালু করেছিল দিল্লি, তার পরেই সিকিম।

Heatwave Alert: গরমে পুড়ছে গোটা দেশ! ৫০টিরও বেশি শহরে তাপমাত্রা ৪৫-৪৭, গরমে নাজেহাল অর্ধেক ভারত, অন্য প্রান্তে ভারী বৃষ্টিপাতের কাঁপানো সতর্কতা

দিল্লির আবহাওয়া নিয়েই বিরাট সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তাপমাত্রার তুলকালামে নাজেহাল সারা দেশ ৷ প্রচন্ড গরমে ধুঁকছে সবাই ৷ প্রতীকী ছবি ৷

দিল্লির আবহাওয়া নিয়েই বিরাট সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷ তাপমাত্রার তুলকালামে নাজেহাল সারা দেশ ৷ প্রচন্ড গরমে ধুঁকছে সবাই ৷ প্রতীকী ছবি ৷

শুক্রবার দেশের রাজধানী দিল্লিতে বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে ৷ বিশেষত নজফগড়ের তাপমাত্রা ৪৭ ডিগ্রি পার করেছে ৷ প্রতীকী ছবি ৷
শুক্রবার দেশের রাজধানী দিল্লিতে বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে ৷ বিশেষত নজফগড়ের তাপমাত্রা ৪৭ ডিগ্রি পার করেছে ৷ প্রতীকী ছবি ৷
দ্বিতীয়ত ভীষণ গরমে পুড়ছে উত্তরপ্রদেশের আগরা তাপমাত্রা সর্বাধিক তাপমাত্রা ৪৬.৯ শতাংশ ৷ তৃতীয় নম্বরে রাজস্থানের বাড়মের সর্বাধিক তাপমাত্রা হতে ছিল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ প্রতীকী ছবি ৷
দ্বিতীয়ত ভীষণ গরমে পুড়ছে উত্তরপ্রদেশের আগরা তাপমাত্রা সর্বাধিক তাপমাত্রা ৪৬.৯ শতাংশ ৷ তৃতীয় নম্বরে রাজস্থানের বাড়মের সর্বাধিক তাপমাত্রা হতে ছিল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ প্রতীকী ছবি ৷
উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বিশাল তাপমাত্রা চরম গরমে পুড়তে থাকবে ৷ মৌসম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর পশ্চিম সীমান্তে লু বইতে শুরু করবে ৷ প্রতীকী ছবি ৷
উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বিশাল তাপমাত্রা চরম গরমে পুড়তে থাকবে ৷ মৌসম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর পশ্চিম সীমান্তে লু বইতে শুরু করবে ৷ প্রতীকী ছবি ৷
শনিবার রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর পশ্চিম ভারতে লু বইবে ৷ একই সঙ্গে দক্ষিণ তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
শনিবার রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর পশ্চিম ভারতে লু বইবে ৷ একই সঙ্গে দক্ষিণ তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
সপ্তাহের শেষে বলা হচ্ছে দিল্লিতে লু বইছে ৷ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ২০ মে ২০২৪ বিশাল গরম পড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সপ্তাহের শেষে বলা হচ্ছে দিল্লিতে লু বইছে ৷ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ২০ মে ২০২৪ বিশাল গরম পড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
মঙ্গলবার বিভিন্ন এলাকায় লু বইতে থাকবে ৷ যেমন পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন এলাকায় ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, রাজস্থানের তাপমাত্রা শুষ্ক থাকবে ৷ প্রতীকী ছবি ৷
মঙ্গলবার বিভিন্ন এলাকায় লু বইতে থাকবে ৷ যেমন পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন এলাকায় ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, রাজস্থানের তাপমাত্রা শুষ্ক থাকবে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে তাপমাত্রা বাড়তে পারে ৷ গুজরাত, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা বেশ কিছু এলাকায় বইবে লু ৷ সব মিলিয়ে দেশের আবহাওয়ার মানচিত্র দেখলে বুঝতে পারা যাবে তামিলনাড়ুর উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় উঠতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে তাপমাত্রা বাড়তে পারে ৷ গুজরাত, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা বেশ কিছু এলাকায় বইবে লু ৷ সব মিলিয়ে দেশের আবহাওয়ার মানচিত্র দেখলে বুঝতে পারা যাবে তামিলনাড়ুর উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় উঠতে পারে ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ৷ রবিবার আন্দামানের দক্ষিণ প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তৈরি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ৷ রবিবার আন্দামানের দক্ষিণ প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তৈরি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ তামিলনাড়ুতে হালতকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ তামিলনাড়ুতে হালতকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ওড়িশা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তর বিহার ও পূর্বোত্তর বিহার, দক্ষিণ রাজস্থানের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ওড়িশা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তর বিহার ও পূর্বোত্তর বিহার, দক্ষিণ রাজস্থানের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে কেরলে আগামী দিনগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে কেরলে আগামী দিনগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
ছয় জেলায় পথানমথিট্টা, এর্নাকুলাম, ইড্ডুক্কি, মল্লপূরণ, ওয়েনাড়ের বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ছয় জেলায় পথানমথিট্টা, এর্নাকুলাম, ইড্ডুক্কি, মল্লপূরণ, ওয়েনাড়ের বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
শনিবার অর্থাৎ ১৮ মে ২০২৪, মল্লপূরমে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ স্কাইমেট সূত্রে জানতে পারা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় তেলঙ্গানা, কর্ণাটকের উপকূলীয় এলাকা, তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপের এলাকা, আন্দামাম ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
শনিবার অর্থাৎ ১৮ মে ২০২৪, মল্লপূরমে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ স্কাইমেট সূত্রে জানতে পারা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় তেলঙ্গানা, কর্ণাটকের উপকূলীয় এলাকা, তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপের এলাকা, আন্দামাম ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আশা করা হচ্ছে দক্ষিণ ছত্তীসগঢ়, দক্ষিণ ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তৃত, অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আশা করা হচ্ছে দক্ষিণ ছত্তীসগঢ়, দক্ষিণ ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তৃত, অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
পূর্বোত্তর ভারত বিদর্ভ, মরাঠাওয়াড়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র ও গুজরাতে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
পূর্বোত্তর ভারত বিদর্ভ, মরাঠাওয়াড়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র ও গুজরাতে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷

Sikkim Accident: সিকিমে ঘুরতে গিয়ে সব শেষ! পাহাড় থেকে ছিটকে নদীতে পড়ল গাড়ি, মৃত কলকাতার পর্যটক

গ্যাংটক: মর্মান্তিক দুর্ঘটনা সিকিমে। সিকিমে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক-বোঝাই গাড়ি, প্রাণ গেল চালক-সহ দু’জনের, রয়েছেন কলকাতার এক বাসিন্দা।

শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিকিমের সিংটামের কাছে। কলকাতার পাঁচ জন পর্যটকের একটি পরিবার নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি, যাওয়ার পথে সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রানি নদীতে পড়ে যায় পর্যটক-বোঝাই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং ৭২ বছর বয়সি কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পালের।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

স্থানীয় এবং প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার বাসিন্দা- তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০) এবং একটি চার বছরের শিশু। জীবিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, প্রত্যেকেই এখন গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি।

মৃতের দেহ উদ্ধার করে সিংটাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালকের পরিচয় এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের পর্যটকদের কাছে সিকিম সব সময়েই পছন্দের গন্তব্য, তাই সেখানে পর্যটকদের চাপও সবসময়ই বেশি থাকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Water Crisis in Rajasthan: ২০২৪-এই ২০২৫ নিয়ে ভয়ঙ্কর সতর্কতা! দেশের চার শহর জলকষ্টে হাহাকার করবে, সমীক্ষায় সিঁদুরে মেঘ!

শনিবার মেঘলা আকাশ, শহরের রাস্তায় বৃষ্টিপাত ছিটেফোঁটা ৷ বেলা যতই গড়াবে ঠিক ততই আবহাওয়ার অত্যন্ত বড়সড় বদল লক্ষ্য করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
বারেবারে পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক করেছেন ৷ জলের অপচয় রোধ না করলে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে ৷ কেননা তীব্র জলসঙ্কট দেখা দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে দক্ষিণ অফ্রিকার রাজধানী কেপটাউনের থেকেও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে দক্ষিণ অফ্রিকার রাজধানী কেপটাউনের থেকেও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
২০১৫ থেকে ২০১৮ সালে ভয়ঙ্কর জলকষ্টের সম্মুখীন হতে হয়েছে কেপটাউনকে ৷ দীর্ঘ সময় ধরে গড়ের নীচে বৃষ্টিপাতের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷
২০১৫ থেকে ২০১৮ সালে ভয়ঙ্কর জলকষ্টের সম্মুখীন হতে হয়েছে কেপটাউনকে ৷ দীর্ঘ সময় ধরে গড়ের নীচে বৃষ্টিপাতের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷
কম বৃষ্টিপাতের কারণে রুক্ষ ও শুষ্ক আবহাওয়া হয়েছিল ৷ এরফলে জলস্তর এতটাই নীচে চলে গিয়েছিল যার ফলেই এই বিপত্তি দেখা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
কম বৃষ্টিপাতের কারণে রুক্ষ ও শুষ্ক আবহাওয়া হয়েছিল ৷ এরফলে জলস্তর এতটাই নীচে চলে গিয়েছিল যার ফলেই এই বিপত্তি দেখা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মার্চ ২০২৩-এ ভারতের সিলিকন ভ্যালি সংলগ্ন গার্ডেন সিটি বেঙ্গালুরুতে জল সংক্রান্ত নানান সমস্যা দেখা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মার্চ ২০২৩-এ ভারতের সিলিকন ভ্যালি সংলগ্ন গার্ডেন সিটি বেঙ্গালুরুতে জল সংক্রান্ত নানান সমস্যা দেখা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি এমন হওয়ার পরে ২০২৮-এর সেপ্টেম্বর থেকে পরিস্থিতি শুধরাতে শুরু করে ৷ ২০২০ পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় নেয় ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি এমন হওয়ার পরে ২০২৮-এর সেপ্টেম্বর থেকে পরিস্থিতি শুধরাতে শুরু করে ৷ ২০২০ পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় নেয় ৷ প্রতীকী ছবি ৷
বেঙ্গালুরুতে তীব্র জলসঙ্কটের কারণে কাবেরী এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় ৷ প্রয়োজনের প্রায় ৬০ শতাংশ জলের চাহিদা মেটায় কাবেরী ৷ প্রতীকী ছবি ৷
বেঙ্গালুরুতে তীব্র জলসঙ্কটের কারণে কাবেরী এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় ৷ প্রয়োজনের প্রায় ৬০ শতাংশ জলের চাহিদা মেটায় কাবেরী ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু কম বৃষ্টিপাত হওয়ার কারণে জলস্তরও নিম্নস্তরে পৌঁছে যায় ফলত দশা হয় কেপটাউনের মত ৷ কেপটাউনের মত বেঙ্গালুরুর অবস্থা হয় যা সবারই জানা ৷
কিন্তু কম বৃষ্টিপাত হওয়ার কারণে জলস্তরও নিম্নস্তরে পৌঁছে যায় ফলত দশা হয় কেপটাউনের মত ৷ কেপটাউনের মত বেঙ্গালুরুর অবস্থা হয় যা সবারই জানা ৷
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার জানিয়েছেন ১৩,০০০ সরকারি নলকূপ শহর জুড়ে, যার মধ্যে ৬,৯০০ শুকিয়ে যায় ৷ শহরের বেশ কিছু এলাকায় জলের অভাব মেটাতে ট্যাঙ্কারের উপরে নির্ভক করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার জানিয়েছেন ১৩,০০০ সরকারি নলকূপ শহর জুড়ে, যার মধ্যে ৬,৯০০ শুকিয়ে যায় ৷ শহরের বেশ কিছু এলাকায় জলের অভাব মেটাতে ট্যাঙ্কারের উপরে নির্ভক করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
একটি রিপোর্টে এবার চক্ষু চড়ক গাছ হয়েছে কেননা ২০২৫ পর্যন্ত রাজস্থানের জয়পুর, আজমেঢ়, যোধপুর-সহ বিভিন্ন এলাকায় জলের চরমতম সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
একটি রিপোর্টে এবার চক্ষু চড়ক গাছ হয়েছে কেননা ২০২৫ পর্যন্ত রাজস্থানের জয়পুর, আজমেঢ়, যোধপুর-সহ বিভিন্ন এলাকায় জলের চরমতম সমস্যা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
একটি রিসার্চে জানতে পারা গিয়েছে যা দরকার তার থেকে ৫.৪৯ বিলিয়ন কিউবিক মিটার জল বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
একটি রিসার্চে জানতে পারা গিয়েছে যা দরকার তার থেকে ৫.৪৯ বিলিয়ন কিউবিক মিটার জল বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
অর্থাৎ ভবিষ্যতের জল আজ খরচ করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজস্থান সরকারকে সচেতন করা হয়েছে জয়পুর, আজমেঢ়, যোধপুরে ভূগর্ভস্থ জলের পরিমাণ শূন্য ঠেকবে ৷ প্রতীকী ছবি ৷
অর্থাৎ ভবিষ্যতের জল আজ খরচ করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজস্থান সরকারকে সচেতন করা হয়েছে জয়পুর, আজমেঢ়, যোধপুরে ভূগর্ভস্থ জলের পরিমাণ শূন্য ঠেকবে ৷ প্রতীকী ছবি ৷
২০২৫ পর্যন্ত রাজস্থানে বড়সড় বিপর্যয় আসতে চলেছে ৷ একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে বিগত ৪০ বছরে রাজস্থানের পরিস্থিতি এক্কেবারে বদলে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
২০২৫ পর্যন্ত রাজস্থানে বড়সড় বিপর্যয় আসতে চলেছে ৷ একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে বিগত ৪০ বছরে রাজস্থানের পরিস্থিতি এক্কেবারে বদলে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
১৯৮৪-তে ২৩৬টি ব্লকের মধ্যে ২০৩টি ব্লক সুরক্ষিত ৷ সমীক্ষায় জানতে পারা গিয়েছে ৷ রিসার্চে জানতে পারা গিয়েছে জলের মোট যোগানের থেকে ৩৫.৭৫% ব্যবহৃত হত ৷ প্রতীকী ছবি ৷
১৯৮৪-তে ২৩৬টি ব্লকের মধ্যে ২০৩টি ব্লক সুরক্ষিত ৷ সমীক্ষায় জানতে পারা গিয়েছে ৷ রিসার্চে জানতে পারা গিয়েছে জলের মোট যোগানের থেকে ৩৫.৭৫% ব্যবহৃত হত ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু ২০২৩-এ যতখানি রিসার্চ করা হয়েছে যাতে জানতে পারা গিয়েছে বর্তমানে ১৪৮.৭৭% জলের ব্যবহার চলছে ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু ২০২৩-এ যতখানি রিসার্চ করা হয়েছে যাতে জানতে পারা গিয়েছে বর্তমানে ১৪৮.৭৭% জলের ব্যবহার চলছে ৷ প্রতীকী ছবি ৷

Nirmala Sitharaman in Metro: মেট্রোর কামরায় অর্থমন্ত্রী নির্মলা, মহিলা যাত্রী যা করলেন, দেখে তাজ্জব সবাই!

নয়াদিল্লি: তিনি নিজে প্রার্থী হননি৷ কিন্তু ভোটে দলের হয়ে প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দিল্লিতে মেট্রো সফর করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আর অর্থমন্ত্রীর সেই মেট্রো সফরের সময়ই ছোট্ট একটি ঘটনা এখন সমাজমাধ্যমে ভাইরাল৷ সৌজন্যে ওই মেট্রো ট্রেনেই থাকা এক মহিলাযাত্রী৷

গতকাল দিল্লির লক্ষ্মী নগর থেকে মেট্রোয় ওঠেন সীতারমণ৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই মেট্রো সফর করছেন সীতারমণ৷ যাত্রার ফাঁকে মেট্রোয় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি৷ বিকশিত ভারত গড়ে তোলার যে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করছেন, মেট্রো যাত্রীদের সঙ্গে কথা বলার সময় সেকথা শোনা যায় অর্থমন্ত্রীর মুখেও৷

আরও পড়ুন:  ‘ভিটেহারা’ হবেন খোদ জেলাশাসক? বাংলো নিলামে তুলতে বলল আদালত, বর্ধমানে শোরগোল

কিন্তু নির্মলা সীতারমণের এই জনসংযোগ পর্বের মধ্যেই একটি ঘটনা ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে নির্মলা সীতারমণ নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন৷ তারই মধ্যে দিয়ে ভিড় এড়িয়ে একজন মহিলা যাত্রী এগিয়ে আসছেন৷ নির্মলা সীতারমণের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই অর্থমন্ত্রীর কাঁধে টোকা দিয়ে তাঁকে ডাকেন ওই মহিলা৷ ওই যাত্রী যে আচমকা অর্থমন্ত্রীকে গায়ে হাত দিয়ে ডাকবেন, তা সীতারমণের নিরাপত্তারক্ষীরাও আঁচ করতে পারেননি৷ মহিলার হাবভাব দেখে মনে হয়েছে, অর্থমন্ত্রীর মতো ভিভিআইপি-র সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব, তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি৷

ওই মহিলা যাত্রীর হাত দিয়ে টোকা দিতেই তাঁর দিকে ঘোরেন নির্মলা৷ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে হেসে হাত নাড়ান ওই মহিলা৷ পাল্টা সৌজন্য হিসেবে নির্মলা সীতারমণও তাঁকে দেখে হাসেন৷

তবে নির্মলা সীতারমণের এই মেট্রো সফর নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট ব্যবহারকারীরা৷ অনেকেই যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ তাঁর এই মেট্রো সফরকে ভোটের সময়ের নাটক বলে কটাক্ষ করতেও ছাড়েননি৷

Newly wed couple death in Bihar: ১৪ বছরের শ্যালিকাকে বিয়ে জামাইবাবুর, থানায় তুলে নিয়ে গেল পুলিশ! তার পর যা ঘটল…

পটনা: স্ত্রীর মৃত্যুর পর ১৪ বছর বয়সি শ্যালিকাকে বিয়ে করেছিলেন জামাইবাবু৷ নাবালিকাকে বিয়ের অভিযোগে ওই দম্পতিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ৷ পরে সেই থানার ভিতর থেকেই উদ্ধার হয় দম্পতির দেহ৷ ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল বিহারের আরারিয়া জেলায়৷ ক্ষুব্ধ জনতা ওই থানায় আগুন ধরিয়ে দেয়৷

এই ঘটনা ঘটেছে বিহারের আরারিয়া জেলার তারাবাড়ি গ্রামে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীর মৃত্যুর পর তার ১৪ বছর বয়সি বোনকেই বিয়ে করেন ওই যুবক৷ নাবালিকাকে বিয়ের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর পরই ওই দম্পতিকে তুলে নিয়ে যায় পুলিশ৷ থানার ভিতরে নব দম্পতিকে পিটিয়ে পুলিশ খুন করেছে বলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷

আরও পড়ুন: ‘ভিটেহারা’ হবেন খোদ জেলাশাসক? বাংলো নিলামে তুলতে বলল আদালত, বর্ধমানে শোরগোল

যদিও পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি থানার লক আপের ভিতরেই আত্মহত্যা করেছে৷ থানার ভিতরের একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে৷ সেখানে দেখা যাচ্ছে, ওই যুবক লক আপের দরজা বেয়ে উঠে একটি কাপড় গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করছেন৷

এই খবর ছড়িয়ে পড়তেই থানা ঘেরাও করে পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন গ্রামবাসীরা৷ থানায় ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি সামাল দিতে আশপাশের থানা থেকেও পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷

গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ মারধর করার পর তাদের গাফিলতির সুযোগেই মৃত্যু হয়েছে ওই দম্পতির৷ যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

Indian Railway: একাধিক ট্রেনের সময় বদল! বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন নতুন সময়

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রঙিয়া ডিভিশনের বরপেটা রোড – পাঠশালা সেকশনে ডাবল লাইন চালু করার জন্য বরপেটা রোড, সরুপেটা ও পাঠশালা স্টেশনে প্রি-নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী এই সেকশনে চলাচল করা কিছু ট্রেনের চলাচল বাতিল, পথ পরিবর্তন, সময় পুনর্নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা হয়েছে।

ট্রেন পরিষেবার বাতিলকরণ: ১.​১৯ মে থেকে ০৪ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬০২ (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২.​২০ মে থেকে ০২ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৫৩ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি) সিফুং এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ৩.​২০ মে থেকে ০৩ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৫৪ (গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) সিফুং এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৪.​​২০ মে থেকে ০৫ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬০১ (ধুবড়ি-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল করা হয়েছে।৫.​২৫ মে থেকে ০২ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৬৯ (আলিপুরদুয়ার জং.-লামডিং) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।৬.​২৫ মে থেকে ০৩ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৭০ (লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৭.​২৫ মে থেকে ০৪ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০৯ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার ও ট্রেন নং. ০৫৮০৩ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। ৮.​২৬ মে থেকে ০৫ জুন, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮১০ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার ও ট্রেন নং. ০৫৮০৪ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানা ক‍্যালসিয়ামের ভাণ্ডার! হাড় মজবুতের সঙ্গেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস? ধারে কাছে ঘেঁষবে না কোলেস্টেরল

৯.​০৩ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২২২৭/২২২২৮ (নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ১.​২০ মে থেকে ০২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৮ (কামাখ্যা-দিল্লি) ব্রহ্মপুত্র মেল ও ৩১ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩০ (শিলঘাট টাউন-তাম্বারাম) এক্সপ্রেস রওনা দেওয়ার নির্ধারিত সময় থেকে ৬০ মিনিট দেরি করে যাত্রা শুরু করবে।

২.​২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৪৮ (গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস, ০৩ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০২ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার ও ট্রেন নং. ১৫৯৩০ (নিউ তিনসুকিয়া-তাম্বারাম) এক্সপ্রেস রওনা দেওয়ার নির্ধারিত সময় থেকে ৯০ মিনিট দেরি করে যাত্রা শুরু করবে।৩.​২৫ মে ও ০১ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৯৫২৬ (নাহরলগুন-হাপা) স্পেশাল রওনা দেওয়ার নির্ধারিত সময় থেকে ১২০ মিনিট দেরি করে যাত্রা শুরু করবে।

আরও পড়ুন: ফোনের স্টোরেজ ফুল? হ্যাং করছে ফোন? খালি করার ৫ সেরা উপায় জেনে নিন, ঝড়ের গতিতে ছুটবে মোবাইল

৪.​০৩ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬২ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস রওনা দেওয়ার নির্ধারিত সময় থেকে ৪০০ মিনিট দেরি করে যাত্রা শুরু করবে।  ট্রেনের নিয়ন্ত্রণ:১.​২২ ও ২৯ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৭৩৮৭ (এসএসএস হুব্বল্লি-নাহরলগুন) স্পেশাল আবশ্যক অনুযায়ী যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে।২.​১৯ ও ২৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা-ডিব্রুগড়) স্পেশাল আবশ্যক অনুযায়ী যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে।৩.​১৯, ২৩, ২৬ ও ৩০ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৬ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস আবশ্যক অনুযায়ী যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে।নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন – কামাখ্যা হয়ে পথ পরিবর্তন:১.​১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯, ৩১ মে ও ০১ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস।২.​২৪ ও ৩১ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৩৪ (অমৃসর জং.-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস।৩.​১৯ মে থেকে ০২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস।

৪.​১৯, ২২, ২৬ ও ২৯ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৪ (চন্ডিগড়-ডিব্রুগড়)এক্সপ্রেস।৫.​০২ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৫৯ (হাওড়া-ডিব্রুগড়)কামরূপ এক্সপ্রেস।৬.​২৩ ও ৩০ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯২৫ (দেওঘর-ডিব্রুগড়) এক্সপ্রেস।৭.​০১ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫৫১ (এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা) এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৬৫৭ (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র মেল ও ট্রেন নং. ১২৫১৩ (সেকেন্দ্রাবাদ-শিলচর) এক্সপ্রেস।৮.​২০ ও ২৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২৫ (দেওঘর-আগরতলা) এক্সপ্রেস।কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন:১.​০২ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৩ (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস, ট্রেন নং. ২০৫০৩ (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস, ট্রেন নং. ০১০৬৬ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) স্পেশাল ও ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশাল।২.​০৩ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩৬ (গুয়াহাটি-ওখা)এক্সপ্রেস, ট্রেন নং. ১২৫১০ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৬৫৮ (কামাখ্যা-দিল্লি) ব্রহ্মপুত্র মেল।

৩.​২০ মে থেকে ০৩ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস।৪.​২০, ২৭ মে ও ০৩ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫১ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) এক্সপ্রেস।৫.​২৫ মে ও ০১ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩৪ (গুয়াহাটি-বিকানের) এক্সপ্রেস।৬.​৩০ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩২ (গুয়াহাটি-বাড়মের) এক্সপ্রেস।৭.​২২ ও ২৯ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫৫২ (কামাখ্যা-এসএমভিটি বেঙ্গালুরু) এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৬৫৩ (গুয়াহাটি-জম্মু-তাওয়াই) এক্সপ্রেস।

Tripura News: জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ব্লাড গ্রুপ তালিকা তৈরি, রক্তদান নিয়ে বিশেষ ভাবনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা: রক্তের গ্রুপের তালিকা তৈরি রাখা খুবই গুরুত্বপূর্ণ। যাতে প্রয়োজনের সময়ে মুমূর্ষু মানুষের রক্তের জোগান দেওয়া সম্ভব হয়। আর এই উদ্যোগের বাস্তবায়নে ক্লাবগুলিকেই বিশেষ ভূমিকা নিতে হবে। ত্রিপুরার ক্লাব ও সামাজিক সংস্থাগুলির উদ্দেশ্যে এই মানবিক আহ্বান রাখলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আগরতলার রামনগরের রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন– মোট আমানতের পরিমাণ বৃদ্ধি, কমল নিট মুনাফা, দেওয়া হবে লভ্যাংশ; ত্রৈমাসিকের ফলাফল জানাল বন্ধন ব্যাঙ্ক       

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা স্বেচ্ছা রক্তদানের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘‘আমাদের ক্লাব সংস্কৃতি রয়েছে। সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত ক্লাবগুলির প্রয়োজন নিজের এলাকার লোকজন, ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের রক্তের গ্রুপের তালিকা তৈরি রাখা, যাতে মানুষ সহজে রক্ত পেতে পারেন। আমাদের এখন ১,১০০-এর অধিক রেজিস্ট্রি ক্লাব রয়েছে এবং তাদের অবশ্যই এই প্রক্রিয়া বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।’’

আরও পড়ুন– মোট ব্যবসার পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি, বন্ধন ব্যাঙ্কের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত

মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন আরও বলেন, ‘‘মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী হতে পারেন। কিন্তু তাদের রক্তে কোনও পার্থক্য নেই। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের পরম্পরা।’’ ডাঃ সাহার কথায়, ‘‘সামাজিক দায়িত্ব পালনের উদ্যোগকে সবাই প্রশংসা করবেন। জামে মসজিদ কর্তৃপক্ষ এধরণের রক্তদান শিবিরের আয়োজন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক পরিবার ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেন। রামনগর জামে মসজিদ আয়োজিত এই রক্তদান শিবির আর অন্য জায়গায় আয়োজিত রক্তদান শিবিরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু আমাদের রক্ত একই। রক্তদান থেকে এটা বলা যায় যে আমরা সবাই এক।’’

Bus Fire: দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত দগ্ধ ১০! তীর্থ সেরে ফেরার পথে হরিয়ানায় মর্মান্তিক পরিণতি

হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১০, আহত অসংখ‍্য ব‍্যক্তি। জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল।

সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবন থেকে তীর্থযাত্রা সেরে বাসে ফিরছিল তীর্থযাত্রীরা। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে খবর।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানা ক‍্যালসিয়ামের ভাণ্ডার! হাড় মজবুতের সঙ্গেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস? ধারে কাছে ঘেঁষবে না কোলেস্টেরল

সূত্রের খবর অনুযায়ী, হরিয়ানা তাউরু জেলার নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। বাসে কমপক্ষে মহিলা এবং শিশু-সহ ৬৪ জন তীর্থযাত্রী ছিল বলেই জানা গিয়েছে।

স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায‍্যের উদ্দ‍্যেশ‍্যে এগিয়ে যান। ড্রাইভারকে বাস থামাতে বলা হয়। পুলিশকেও খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেই খবর। কিন্তু কীভাবে বাসে আগুন ধরল, তা এখনও বিশদে জানা যায়নি।