Category Archives: শিলিগুড়ি

Offbeat News: হার মানবে সিনেমা! ‘স্যানিটারি প্যাড’ কিনে দেওয়ার অনুরোধ থেকেই যাত্রা শুরু শিলিগুড়ির প্যাড ম্যানের

শিলিগুড়ি: শিলিগুড়ির ‘প্যাড ম্যান’ রিল নয় এ গল্প এক সত্যি হিরোর। কলকাতার এক সভায় যোগ দিতে গিয়েছিলেন সেলসপারসন বিল্টু। সেখানে টয়লেট থেকে বেরোতেই হঠাৎ এক মহিলা এসে “স্যানিটারি প্যাড” কিনে দেওয়ার কথা বলেন। সাত পাঁচ না ভেবে তড়িঘড়ি কিনে দিয়েছিলেন বিল্টু। সেই থেকেই শুরু। আজ বিল্টু শিলিগুড়িতে ২৩টি পাবলিক টয়লেটে মা-বোনেদের জন্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্যাডবক্স বসিয়েছেন। তিনি হয়ে উঠেছেন শিলিগুড়ির প্যাড ম্যান।

বিল্টু চৌধুরীর জন্ম নদিয়া জেলার ধুবুলিয়ায়। কর্মসূত্রে তাঁর শিলিগুড়িতে আসা। বর্তমানে তিনি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শিলিগুড়ির বাসিন্দা । দীর্ঘদিন ধরেই বিল্টু পিরিয়ড ও মেয়েদের নানা রোগ নিয়ে সচেতনতা করেই চলেছেন। প্রথম দিকে তার এই কাজের জন্য তাকে অনেক কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছিল। তবে স্ত্রীকে পাশে রেখে তিনি এই লক্ষ্যে স্থির ছিলেন। আজ অনেক মা বোনেরা তাঁর এই কাজের জন্য উপকৃত হচ্ছেন। শিলিগুড়ির এই ছেলের কৃতকার্যে খুশি গোটা শহর।

আরও পড়ুন: ‘পার্থ, কেষ্ট, মাণিক, বালু…’ মুখ খুলেই চরম ‘হুঙ্কার’ মমতার! কী বললেন জ্বালাময়ী বার্তায়?

বিল্টুবাবুর কথায়, ‘মেন্সটুরেশন মহিলাদের শরীরের একটি মাসিক কার্যকলাপ। কোথাও বেড়াতে গেলে তারা যেকোনও সময়ই এমন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই তাদের কথা চিন্তা করেই আমি শিলিগুড়ির বিভিন্ন পাবলিক টয়লেটে স্যানিটারি ন্যাপকিন বক্স বসিয়েছি।” তিনি বলেন, ‘ “আমি নিজেই বাড়িতে ভাল কোম্পানির প্যাড কিনে এনে সেগুলিকে প্যাকেজিং করে পাবলিক টয়লেটে দিয়ে আসি।’

আরও পড়ুন: ‘আটজনকে জেলে ভরব…’ তালিকায় কারা কারা? ‘উত্তর’ বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিল্টুবাবু আরও বলেন, ‘আমি এখনও পর্যন্ত গোটা শিলিগুড়িতে ২৩টি পাবলিক টয়লেটে মা-বোনেদের জন্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্যাডবক্স বসিয়েছি। সেই সৌজন্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হয়েছে আমাকে।’ প্রসঙ্গত, মা-বোনেরা আজও খোলামেলা ভাবে পিরিয়ড নিয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করেন। যেখানে সাধারণ সর্দি-কাশি-পেট ব্যাথার থেকে আলাদা কিছু না এই পিরিয়ড। তাই বিল্টু বাবু শহরতলি ছাড়িয়ে গ্রামগুলিতে এখনও সেই শিক্ষা বা সচেতনতার আলো পৌঁছতে নানান কর্মশালার আয়োজন করেন ।

অনির্বাণ রায়

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Viral News: বাথরুমের ভিতরে কে? কী করছে এসব! এলাকার লোক জমা হতেই ফাঁস হল রহস্য

হঠাৎ নকশাল বাড়ি বাথরুমের সামনে জমায়েত নকশাল বাড়ির স্থানীয়দের। ভাবছেন কী এমন রয়েছে বাথরুমের ভিতর? গোটা এলাকার লোক জমায়েত হয়ে সে একেবারে বিরাট কাণ্ড! (তথ্য: অনির্বাণ রায়)
হঠাৎ নকশাল বাড়ি বাথরুমের সামনে জমায়েত নকশাল বাড়ির স্থানীয়দের। ভাবছেন কী এমন রয়েছে বাথরুমের ভিতর? গোটা এলাকার লোক জমায়েত হয়ে সে একেবারে বিরাট কাণ্ড! (তথ্য: অনির্বাণ রায়)
কী ঘটছে বাথরুমে? তবে কী কোনও নিষিদ্ধ কাজ? গ্রামের লোকজনের সামনেই ফাঁস হল রহস্য! কাণ্ড জানলে চমকে যেতে হয়! শেষে কিনা বাথরুমে?(তথ্য: অনির্বাণ রায়)

কী ঘটছে বাথরুমে? তবে কী কোনও নিষিদ্ধ কাজ? গ্রামের লোকজনের সামনেই ফাঁস হল রহস্য! কাণ্ড জানলে চমকে যেতে হয়! শেষে কিনা বাথরুমে?(তথ্য: অনির্বাণ রায়)
আসলে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হরিণ। হরিণ দেখতেই ওই বাথরুমের সামনে ভিড় নকশালবাড়ির এলকার মাল্লাবাড়ি গ্রামের স্থানীয়রা । জানা গিয়েছে বুধবার সকালে চাষের জমিতে হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে জল খাওয়ার সময় হরিণকে ধরতে গেলে ছুট দেয় হরিণ।‌ আস্তানার খোঁজে বাথরুমে আটকে পড়ে হরিণটি।(তথ্য: অনির্বাণ রায়)
আসলে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হরিণ। হরিণ দেখতেই ওই বাথরুমের সামনে ভিড় নকশালবাড়ির এলকার মাল্লাবাড়ি গ্রামের স্থানীয়রা । জানা গিয়েছে বুধবার সকালে চাষের জমিতে হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে জল খাওয়ার সময় হরিণকে ধরতে গেলে ছুট দেয় হরিণ।‌ আস্তানার খোঁজে বাথরুমে আটকে পড়ে হরিণটি।(তথ্য: অনির্বাণ রায়)
তারপর সেই হরিণ দেখতেই স্থানীয়রা জমায়েত করে ওই বাথরুমের সামনে। খবর দেওয়া হয় পানিঘাটা বনদফতরকে ।খবর পেয়ে তৎক্ষণাৎ পানিঘাটা বনদফতর ও এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি করে হরিণকে।(তথ্য: অনির্বাণ রায়)
তারপর সেই হরিণ দেখতেই স্থানীয়রা জমায়েত করে ওই বাথরুমের সামনে। খবর দেওয়া হয় পানিঘাটা বনদফতরকে ।খবর পেয়ে তৎক্ষণাৎ পানিঘাটা বনদফতর ও এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি করে হরিণকে।(তথ্য: অনির্বাণ রায়)
স্থানীয় বাসিন্দা শ্যামলাল সিংহ জানান, " সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ কুকুরগুলো হরিণটির পেছনে ধাওয়া করছিল। তারপর সেই হরিণটি পুকুরে জল খেতে নেমে সেখানে পড়ে যায়। আমরা গিয়ে হরিণটিকে উদ্ধার করতে গেলেই হরিণটি ছুটে গিয়ে বাথরুমে ঢুকে যায়। তারপর আমরা বাইরে থেকে দরজা বন্ধ করে হরিণটিকে সেখানে আটকে রাখি এবং বন দফতরে খবর দিই।"(তথ্য: অনির্বাণ রায়)
স্থানীয় বাসিন্দা শ্যামলাল সিংহ জানান, ” সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ কুকুরগুলো হরিণটির পেছনে ধাওয়া করছিল। তারপর সেই হরিণটি পুকুরে জল খেতে নেমে সেখানে পড়ে যায়। আমরা গিয়ে হরিণটিকে উদ্ধার করতে গেলেই হরিণটি ছুটে গিয়ে বাথরুমে ঢুকে যায়। তারপর আমরা বাইরে থেকে দরজা বন্ধ করে হরিণটিকে সেখানে আটকে রাখি এবং বন দফতরে খবর দিই।”(তথ্য: অনির্বাণ রায়)
তার কথায়, গ্রামের আগে কেউ কখনও হরিণ দেখেনি তাই সেই হরিণটিকে দেখতে আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক এসে ভিড় জমিয়েছিল। বন দফতরের লোক এসে হরিণটি উদ্ধার করেছে। স্বাস্থ্য পরীক্ষার পর উদ্ধার হরিণকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। (তথ্য: অনির্বাণ রায়)
তার কথায়, গ্রামের আগে কেউ কখনও হরিণ দেখেনি তাই সেই হরিণটিকে দেখতে আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক এসে ভিড় জমিয়েছিল। বন দফতরের লোক এসে হরিণটি উদ্ধার করেছে। স্বাস্থ্য পরীক্ষার পর উদ্ধার হরিণকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। (তথ্য: অনির্বাণ রায়)

Darjeeling News: প্যারা অ্যাথলিটকে হুইলচেয়ার কিনে দিতে নিজের শখের বাইক বিক্রি করলেন বিধায়ক!

দার্জিলিং: এমন‌ও হয়! নিজের শখের বাইক বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়কে হুইল চেয়ার কিনে দিলেন দার্জিলিঙের বিধায়ক নীরজ জিম্বা তামাং।

আরও পড়ুন: হারিয়ে যেতে বসা হ্যারিকেন বাড়াচ্ছে ঘরের শোভা! আপনিও চেষ্টা করতে পারেন

ব্যাডমিন্টন তথা বাস্কেট বল খেলে ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছেন দার্জিলিঙের বাসিন্দা অঙ্কিত প্রধান। ২০১৫ সালে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় দু’টি পা মারাত্মকভাবে জখম হয় তাঁর৷ তবে লড়াই ছাড়েননি তিনি৷ অভাব-অনটনের মধ্যেও শারীরিক বাধাকে অতিক্রম করে তিনি খেলার দুনিয়ায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন৷ জাতীয় স্তরের প্যারা ব্যাডমিন্টন এবং বাস্কেটবল প্রতিযোগিতাতেও জায়গা করে নিয়েছেন অঙ্কিত। কিন্তু আধুনিক হুইলচেয়ার না থাকাটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমনিতেই তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করতে হয়েছে পরিবারকে৷ ফলে পরিবার যে কিনে দেবে সেই সামর্থ্য ছিল না।

বিশেষভাবে সক্ষম এই খেলোয়াড়ের খবর পান বিধায়ক নীরজ জিম্বা৷ জানতে পারেন অঙ্কিতের আর্থিক প্রতিকূলতার কথাও। এরপরই তিনি উদ্যোগ নেন একটি অত্যাধুনিক হুইলচেয়ার কিনে দেওয়ার। কিন্তু তার যে দাম অনেক। বিধায়ক তহবিল থেকে সে টাকা খরচ করলেও মুশকিল। আর তাই কী করা যায় ভাবতে গিয়ে মনে পড়ে তাঁর প্রিয় মোটর বাইকটির কথা৷ সাধের এই বাইকটি তিনি বিক্রি করেন প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে। বিদেশ থেকে বিশেষ ব্যবস্থা করে আনা হয় এই হুইলচেয়ারটি৷ তারপর নিজে অঙ্কিতের বাড়ি পৌঁছে তাঁর হাতে তুলে দেন সেটি৷ এই প্রসঙ্গে বিধায়ক নীরজ বলেন, ‘আমি অঙ্কিতকে কথা দিয়েছিলাম একটা হুইল চেয়ার দেব। আগামী সপ্তাহে ওর চণ্ডিগড়ে একটি ম্যাচ আছে ৷ তাই বিদেশ থেকে এই অত্যাধুনিক হুইলচেয়ার আনতে হয়েছে। বিধায়ক তহবিলে পর্যাপ্ত টাকা ছিল না। সেজন্য নিজের বাইক বিক্রি করি আর সেই টাকা দিয়ে হুইলচেয়ার কিনি। খুব ভাল খেলোয়াড় অঙ্কিত। সাহায্য না করলে প্রতিভাটা নষ্ট হতো। পাশাপাশি আমি বিধায়ক তহবিল থেকে মাসে পাঁচ হাজার টাকা করে দেব ওকে।’

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বিধায়কের এমন সাহায্য পেয়ে আপ্লুত অঙ্কিতও ৷ জানিয়েছেন এবার সম্পূর্ণরূপে খেলায় মন দিতে পারবেন৷ বিধায়কের এমন উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

অনির্বাণ রায়

Siliguri News: বিয়ের আগের রাতে এ কী হল যুবকের সঙ্গে! মাথায় হাত পরিবারের

শিলিগুড়ি: রেজিস্ট্রির দিনই বাড়িতে হানা চোরের। বিয়ের একদিন আগেই খোয়া গেল নগদ অর্থ সহ সোনার গয়না। ঘটনায় দিশেহারা শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ার হালদার পরিবার। শেষে বাধ্য হয়ে পরিবারটি পুলিশের শরণাপন্ন হয়েছে।

আরও পড়ুন: শিব্রাম চক্রবর্তী নিয়মিত পাঠক ছিলেন, সেই গ্রন্থাগারে এ কী ঘটল! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

জানা গিয়েছে, তেলিপাড়ার বাসিন্দা বিমল হালদার পেশায় মাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার তাঁর একমাত্র ছেলের বিয়ে। আয়োজনে কোনও ত্রুটি ছিল না। যথারীতি স্বর্নালঙ্কার এনে রাখা হয়েছিল বাড়িতে। বিয়ের খরচের জন্য নগদ অর্থও রাখা ছিল। কেউ ভাবতেও পারেননি যে এইসব জিনিস চুরি হয়ে যাবে। আকস্মিক এই ঘটনায় মাথায় হাত পড়েছে পরিবারটির।

আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ছেলের বিয়ের আগের দিন বাড়িতে চুরির ঘটনা প্রসঙ্গে মাছ ব্যবসায়ী বিমলবাবু জানান, বাড়িতে কেউ ছিল না। আমি আর আমার স্ত্রী দু’জনেই কাজে গিয়েছিলাম। ছেলেও বাড়িতে ছিল না। সেই ফাঁকেই বাড়িতে চোরের আসে। সর্বস্ব লুঠ হয়ে গিয়েছে। বিমলবাবুর স্ত্রী আন্না হালদার বলেন, বিয়ের আগের মূহুর্তে এমন ঘটনায় এখন কী করব বুঝে উঠতে পারছি না। প্রায় এক মাস আগেও ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। ফের এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অনির্বাণ রায়

Siliguri News: এ এক অন্য পুজো, অর্ধনারীশ্বরের পুজোয় তৃতীয় লিঙ্গের মানুষেরা

শিলিগুড়ি: অর্ধনারীশ্বরের পুজোয় মাতলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। এ এক অন্যরকম পুজোর গল্প। অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিব ও তাঁর পত্নী দেবী পার্বতীর একটি সম্মিলিত রূপ। অর্ধনারীশ্বর মূর্তিটি দেহের ঠিক মাঝখান থেকে সমানভাবে অর্ধেক পুরুষ ও অর্ধেক নারীর মূর্তি রূপে বিভাজিত হন। উত্তরবঙ্গে প্রথম অখিল ভারতীয় কিন্নর সম্প্রদায়ের সন্মেলনে অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে। সেখানে অর্ধনারীশ্বরের পুজোয় মাতলেন শিলিগুড়ি তথা সারা ভারতের মোট ৩০০০ কিন্নর। দশ দিন ধরে চলবে তাদের এই সম্মেলন। পুজো থেকে শুরু করে নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে তাদের এই সম্মেলন চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, মহাভারতে পাণ্ডবপুত্র অর্জুন নারীর ছদ্মবেশে বৃহন্নলা নামে বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্যগীতের ভার নিয়েছিলেন। সেই বৃহন্নলা, যাঁরা প্রাচীন শিল্প-সাহিত্যে স্বসম্মানে প্রতিষ্ঠিত। তাঁরা আজ সমাজে সবচেয়ে বেশি ব্রাত্য? কেন সমাজের চোখে তাঁরা ‘প্রান্তিক’?

আরও পড়ুন: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত টাকার বিনিয়োগ প্রস্তাব এল? চমকে দেওয়া অঙ্ক জানালেন মুখ্যমন্ত্রী

তৃতীয় লিঙ্গের প্রসঙ্গ এলেই ভ্রূ কোঁচকায় মানুষ, তাদের বাঁকা চোখে দেখতে পাওয়া যায় হাসি-বিদ্রূপ। আজও প্রতিদিন তাঁরা লাঞ্ছনার শিকার হন। পুজোর মন্ডপ থেকে তাদের বিতাড়িত করে দেওয়া হয়। তবে তৃতীয় লিঙ্গের এই মানুষেরা দেখিয়ে দিয়েছেন, আর পাঁচটা মানুষের মতোই পুজোর আনন্দে শামিল হওয়ার অধিকার তাদেরও আছে।

আরও পড়ুন: বাংলার গর্ব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় চমক, এবার অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা!

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই সম্মেলনের অন্যতম তত্ত্বাবধায়ক ময়না বলেন, ”অর্ধনারীশ্বর প্রতিমাকেই আমরা পুজো করছি। পুজোর আড্ডা থেকে শুরু করে মজা, খাওয়াদাওয়া, ভোগ রান্না পুরোটা নিজেরা করছি। সারা ভারত থেকে ৩০০০ জন কিন্নর এসেছেন। এই পুজোতে আমাদের কুলদেবতা পূজিত হন বৈষ্ণব মতে।” ইতিমধ্যে শহরের একাধিক মানুষ তথা বিশিষ্টরা পুজো দেখে গিয়েছেন। প্রত্যেকে অভিভূত। পুজো হচ্ছে ধুমধাম সহকারে। আগামী ২৩ তারিখ শহরের শান্তি কামনায় তারা একটি বিশাল কলস যাত্রার আয়োজন করেছেন।

—- অনির্বাণ রায়