Category Archives: অন্যান্য খেলা

‘I Retire ’- পিভি সিন্ধুর পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড়

#হায়দরাবাদ : পিভি সিন্ধুর পোস্টে ফ্যানরা স্তম্ভিত৷ হায়দরাবাদি শাটলারের নতুন পোস্টে রিটায়েরমেন্ট শব্দটি লিখেছেন নিজের টাইমলাইনে৷ সিন্ধু নিজের দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘ডেনমার্ক ওপেন আমার ফাইনাল পদক্ষেপ৷ তাই সিদ্ধান্ত নিয়েছেন অবসরের! সোশ্যাল মিডিয়ায় এরপরই ভাইরাল হয়ে যায়৷

 তিনি নিজের পোস্টে লিখেছেন, ‘আমার এখন মনে হচ্ছে চারপাশ পরিষ্কার রাখা হবে কি করে৷ আমি স্বীকার করছি আমি এটা মানিয়ে নিতে লড়াই করছি৷ এটা একেবারে ভুল হচ্ছে তোমরা জানো৷ তাই আমি আজ লিখছি তোমাদেরকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি৷ ’

তিনি আরও লিখেছেন , ‘আমি জানি তোমরা শকড ও বুঝতে পারছ না গোটা বিষয়টা৷ তোমরা এটা পড়লে পুরো বিষয়টা বুঝতে পারবে৷ আশা করি এটাকে সমর্থণ করবে৷ ’

অলিম্পিক্সে রৌপ্য পদকজয়ী পিভি সিন্ধু আরও বলেছেন, ‘এই অতিমারি আমার চোখ খুলে দিয়েছে৷ আমি কঠিনতম প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের জন্য দারুণ হাড়ভাঙা ট্রেনিং করতে পারি৷ দাঁত-নখ সবকিছু দিয়ে ল়ড়াই করি৷ যতক্ষণ না ম্যাচের ফাইনাল শট হচ্ছে৷ আমি এটা আগেও করেছি, আমি এটা আবারও করছি৷  কিন্তু কীভাবে আমি এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব৷ এটা গোটা পৃথিবীকে লন্ডভন্ড করে ফেলেছি৷ বাড়িতে আমি আছি মাসের পর মাস৷ এখনও প্রতিসময় বাড়ির বাইরে পা ফেলার সময় ভাবছি৷ এই পরিস্থিতির সময় প্রচুর হৃদয়বিদারক একটার পর একটা ঘটনা পড়ছি৷ যার পর প্রশ্ন উঠেছে আমরা কোন পৃথিবীতে বসবাস করি৷ ডেনমার্ক ওপেনে ভারতের প্রতিনিধিত্ব না করতে পারাটা এটারই শেষ পদক্ষেপ৷

‘আজ আমি এই অসম্ভব পরিস্থিতি থেকে অবসর নিচ্ছি৷ আমি এই নেগেটিভিটি থেকে অবসর নিচ্ছি৷ সর্বক্ষণের এই ভয় অস্বাচ্ছন্দ্য থেকে অবসর নিচ্ছি৷ এই সর্বক্ষণের না জানার আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে অবসর নিচ্ছি৷ ’

তিনি আরও জানিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এই নিম্নমানে স্বাস্থ্য পরিস্থিতি ভাইরাসের বিরুদ্ধে অজানা আতঙ্ক থেকে রিটায়ার করছি৷ তিনি বলেছেন এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে৷

নিজের পোস্টে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি খেলা থেকে রিটায়রমেন্ট করছেন না৷ অবসর নিচ্ছেন বর্তমানের এই ভয়ের পরিস্থিতি থেকে, এই আতঙ্কের দিন গোনা থেকে৷

চোখ বাঁধা, রোলার স্কেটসে সব চেয়ে কম সময়ে ৪০০ মিটারের লক্ষ্যপূরণ ভারতীয় কিশোরীর, উঠল গিনেস বুকে নাম!

#কর্ণাটক: Guinness World Record-এ নাম তুলল কর্ণাটকের কিশোরী। কর্ণাটকের হুব্বালির মেয়ে ওজল সুনীল নালাবরি জিতল ফাস্টেস্ট ফিমেল স্কেটারের খেতাব। সবাইকে রীতিমতো চমকে দিয়ে চোখ বাঁধা অবস্থায় রোলার স্কেটসে ৪০০ মিটারের লক্ষ্য পূরণ করল সে। সময় লেগেছে মাত্র ৫১.২৫ সেকেন্ড।

Guinness World Record কর্তৃপক্ষের তরফে ওজলকে ৬০ সেকেন্ডের মধ্যে লক্ষ্যপূরণের টার্গেট দেওয়া হয়েছিল। কিন্তু হুব্বালির এই কিশোরী তা ৫১.২৫ সেকেন্ডের মধ্যেই করে দেখায়। তৃতীয় অর্থাৎ শেষবারের চেষ্টায় নিজের নামের পাশে এই রেকর্ড লিখে দেয় সে। বিস্ময়কর ব্যাপারটি হল, রোলার স্কেটসের সময় চোখ বাঁধা ছিল ওজলের। বৃহস্পতিবার ভারতের এই প্রতিভার ভিডিও নিজেদের অফিসিয়াল Instagram অ্যাকাউন্টে শেয়ার করেছে Guinness World Records। ক্যাপশনে লেখা, রোলার স্কেটসে চোখ বাঁধা অবস্থায় মাত্র ৫১.২৫ সেকেন্ডে ৪০০ মিটারের লক্ষ্য পূরণ করল ভারতের ওজল সুনীল নালাবরি।

দেখুন সেই ভিডিও–

 

View this post on Instagram

 

Fastest 400 m on roller skates blindfolded (female) 51.25 sec by Ojal Sunil Nalavadi ?? #gwrday #rollerskating

A post shared by Guinness World Records (@guinnessworldrecords) on

ইতিমধ্যেই Instagram-এ ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিউজের সংখ্যা ২৮,০০০। ১৪ বছরের কিশোরীর প্রতিভায় মজেছেন নেটিজেনরাও। ভারতের এই নতুন রেকর্ড হোল্ডারের প্রশংসায় পঞ্চমুখ সকলে। কেউ লিখছেন ভারতের গর্ব ওজল। কেউ বা #Proudindian #gwrday #rollerskating হ্যাশট্যাগ দিয়ে এই ভিডিও শেয়ার করে চলেছেন।

তবে শুধুই Guinness World Record নয়, এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম লিখিয়েছে ওজল সুনীল নালাবরি।
এর আগে এ বছর ফেব্রুয়ারিতেই দিল্লির এক বাসিন্দা জোরাবর সিং Guinness World Record-এ নিজের নাম তোলেন। রোলার স্কেটসে মাত্র ৩০ সেকেন্ডে ১৪৭ স্কিপে লক্ষ্যপূরণ করেন তিনি। Guinness World Record কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ডিসকাস থ্রো খেলার প্রশিক্ষণের সময় স্লিপ ডিস্কের জেরে মাঠের বাইরে বসতে হয় জোরাবরকে। পরের দিকে নিজের ফিটনেস ঠিক রাখতে স্কিপিং শুরু করেন তিনি। সেখান থেকেই কম্পিটিটিভ জাম্প রোপ ইভেন্টে অংশগ্রহণের ইচ্ছা জন্মায়। এর পর জোরাবর ওয়ার্ল্ড জাম্প রোপ চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেন। সেই সূত্রেই এ বছর ফেব্রুয়ারিতে নতুন রেকর্ড গড়ে ফেলেন এই তরুণ।

বান্ধবীর জন্মদিনে দুনিয়াকে দিলেন উপহার, প্রথমবার শেয়ার করলেন খুদের ছবি, দেখুন অ্যালবাম

#জামাইকা: জামাইকার দৌড়ের লেজেন্ড উসেন বোল্ট সন্তানের বাবা হয়েছেন এই খবর এসেছিল ১৪ জুন ৷ আর তার প্রায় মাস খানেকর  মাথায় প্রথমবার মেয়ের ছবি সর্বসমক্ষে আনলেন বিশ্বের দ্রুততম মানুষ ৷ সোশ্যাল মিডিয়া খুদের ছবি দেওয়া মাত্রই তা ভাইরাল ৷

শুধু মেয়ের ছবিই নয় , মেয়ের নামও জানালেন দুনিয়াকে ৷ তাঁর মেয়ের নাম অলিম্পিয়া লাইটনিং৷ নিজের গার্লফ্রেন্ডের জন্মদিনে দুনিয়াকে এই উপহার দিলেন লাইটনিং বোল্ট ৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমি আমার বান্ধবী কাশি বেনেটকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আমি তোমার বিশেষ দিনে তোমার সঙ্গে থাকতে পেরেছি ৷ আমি আর কিছু চাই না তোমার হাসি ছাড়া, আর তোমার মুখের ওই হাসি ধরে রাখার জন্য আমি সবকিছু করতে পারি ৷’ নিজের ইনস্টা হ্যান্ডেলে এই কথাই জানিয়েছেন বোল্ট ৷

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমাদের জীবনে একটা নতুন চ্যাপ্টার তৈরি হয়েছে আমাদের মেয়ে অলিম্পিয়া লাইটিনিং বোল্টের জন্য ৷

 

এর আগে   সারা পৃথিবী যখন করোনার আবহে ত্রাসে সেখানে বিশ্বের দ্রুততম মানুষের জীবনের সবচেয়ে আনন্দের খবর পেয়েছিলেন বোল্ট ৷ তাঁর বান্ধবী কাসি বেনেট কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ৷

জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস উসেন বোল্টকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর সঙ্গ সঙ্গে এই খবর কনফার্ম হয়ে যায় ৷ হোলনেস নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “Congratulations to our sprint legend Usain Bolt and Kasi Bennett on the arrival of their baby girl!” অর্থাৎ উসেন বোল্ট ও তাঁর বান্ধবী কাসি বেনেটকে অভিনন্দন তাঁদের কন্যা সন্তানের জন্য ৷

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি রবিবার দিন সন্তান এসেছে বোল্টের পরিবারে ৷ তবে এর চেয়ে বেশি কোনও খবর পাওয়া যায়নি ৷ ৩৩ বছরের বোল্ট আগেই জানিয়েছিলেন তিনি ও তাঁর বান্ধবী প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন ৷ মার্চ মাসে বান্ধবী বেনেটের বেবিবাম্প সহ ছবি পোস্ট করেছিলেন ৷

Photo Courtesy- Usain Bolt/ Twitter
Photo Courtesy- Usain Bolt/ Twitter

আটটি অলিম্পিক্স স্বর্ণপদকের মালিক কোনও পুরুষ , কোনও ছেলে আমার সঙ্গে খেলতে এস না , মজা করে এমন লিখেছিলেন বোল্ট ৷ ১০০, ২০০ মিটারে রেকর্ডধারী উসেন বোল্ট ২০১৭ তে অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছিলেন৷ এক দশক পুরুষদের অ্যাথলেটিক্সের অবিসংবাদিত সম্রাট ছিলেন উসেন বোল্ট ৷

২০১৬ অলিম্পক্সে সোনার পদক জয়ের পর তিনিই একমাত্র অ্যাথলিট হন যিনি পরপর তিন অলিম্পিক্সে ১০০ ও২০০ মিটারের স্বর্ণ পদক জয়ী হয়েছিলেন ৷

পেট চালাতে গেলে লড়তে হবে,তাই বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সাররা, দেখুন ভিডিও

#মানাগুয়া: করোনা অতিমারির জেরে সারা পৃথিবীর অর্ধেকটাই বন্ধ ৷ সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে পাশাপাশি খেলার দুনিয়ার সমস্ত ধরণের ইভেন্টও বন্ধ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক্সের মতো বড় ইভেন্টও ৷ কিন্তু এরই মধ্যে বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সার-রা ৷

করোনার মারণ ভয় থাকলেও বক্সিং রিংয়ে না নামলে পেট চলবে না তাই ফের শুরু হয়ে গেল এই খেলা ৷ এদিকে ইতিমধ্যেই সেখানে ফুটবলও চালু হয়ে গেছে ৷ শনিবার প্রথম লাইভ খেলা হয় ৷ সেই লড়াই দেখতে হাজির ছিলেন দর্শকরাও ৷ তবে তাঁদের দূরে দূরে বসানো হয়েছিল ৷ প্রথমে বডি টেম্পারেচার পরীক্ষা করার পর তাদের হাত স্যানেটাইজ করে ও জুতো খুলে ভিতরে দর্শকাসনে যেতে দেওয়া হয়েছিল ৷

Photo- Reuters
Photo- Reuters

এদিকে বক্সারদের আবার গায়েই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হয় ৷ মাস্ক পরেছিলেন রিং গার্লরা,রেফারি এমনকি বক্সাররাও ৷ তবে পরে খেলার সময় বক্সাররা মাস্ক সরিয়ে নিয়েছিলেন ৷ মানাগুয়ার এই বক্সিং ইভেন্ট এখন সারা বিশ্বে চর্চার মুখে ৷

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ি করোনায় নিকারাগুয়ায় তিনজন মারা গিয়েছেন। জানা গেছে, তিনজনই বাইরে থেকে এসেছিলেন। এই মুহূর্তে দেশের মধ্যে কেউ আক্রান্ত নন। তবে ৮ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে হাজির ছিল হাতেগোনা কিছু দর্শক।চারটি ছ’‌য় রাউন্ডের ম্যাচের বাউট হয়। অংশ নেন লাইট হেভিওয়েট দুই প্রতিপক্ষ রামেরো ব্লাঙ্কো ও রবিন জামোরো। এই বাউট টেলিভিশনেও সম্প্রচার হয় ৷

এদিকে বক্সিং রিংয়ের পাশেই হাজির ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান ৷ এছাড়াও চিকিৎসকের একটা বড় দলও হাজির ছিলেন ৷

চার মাসে ভোল পাল্টে ফেললেন সানিয়া মির্জা, ছবি দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা

#ইসলামাবাদ: তিনি টেনিসের গ্ল্যমার কুইন৷ কয়েকদিন আগে মা হয়েছিলেন সানিয়া মির্জা৷ সেই মাতৃত্বের সময়ে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল সানিয়ার৷ ফিটনেস লেভেল কমে গিয়েছিল৷ তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আমূল পাল্টে ফেললেন তিনি৷ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন৷ একপাশে চারমাস আগের ছবি, অন্যপাশে সাম্প্রতিক৷ সেখানে দেখা যাচ্ছে, অনেকটা রোগা হয়ে গিয়েছেন সানিয়া৷ কীভাবে এত তাড়াতাড়ি ওজন ঝরিয়ে ফেললেন তিনি? নিজেই লিখেছেন সেই গল্প৷
‘৮৯ থেকে ৬৩….আমাদের সবার নানারকম লক্ষ্য থাকে৷ রোজকার লক্ষ৷ মাত্রা বা দীর্ঘদিনের পরিকল্পনা৷ প্রতিটা পেরিয়েই আমরা নিজেদের জন্য গর্ববোধ করি৷ আমার লক্ষ্যমাত্রায় পৌঁছতে সময় লাগল চার মাস৷ সন্তান জন্মানোর পর আবার আগের মতো ফিটনেসে ফিরে আসতে৷ মনে হচ্ছে আবার কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগের প্রস্তুতি পর্বে অনেকটা পথ লড়াই করে এসেছি৷ আপনারাও নিজেদের স্বপ্নের পিছনে ছুটুন৷ লোকে যদি বলে, পারবেন না, আমল দেবেন না৷ কারণ, ঈশ্বর জানেন, এদের মধ্যে কজন সত্যি আমাদের পাশে আছেন৷ আর একটা কথা, আমি যদি পারি, আপনিও পারবেন৷ বিশ্বাস করুন৷’ মানে চার মাসে একেবারে ২৬ কেজি ওজন কমিয়েছেন সানিয়া৷

মেলবোর্নে রাজা ‘জোকার’ , অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান তারকা

#মেলবোর্ন: সুইট সেভেনটিন নোভাক জকোভিচ। মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম হাতের মুঠোয় অস্ট্রেলিয়া। এই নিয়ে রেকর্ড আটবার মেলবোর্ন পার্কে রাজা জোকার। ছেলেদের ফাইনালে রবিবার অস্ট্রিয়ার ডমনিক থিয়ামের বিরুদ্ধে  প্রথম সেট জেতার পর  দু’সেটে পিছিয়ে ছিলেন বিশ্বের দু’নম্বর। চতুর্থ সেট থেকেই ম্যাচে ফেরেন জকোভিচ। ম্যাচের ফল জোকারের পক্ষে ৬-৪,৪-৬,৩-৬,৬-৩,৬-৪।

সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।অস্ট্রেলিয়ান ওপেনে ৬-বারের চ্যাম্পিয়ন ছিলেন রজার ফেডেরার৷   তারপর থেকেই জল্পনা শুরু হয়, গতবারের চ্যাম্পিয়ন কি এবার ট্রফি ধরে রাখতে পারবেন। খেলা যেরকমভাবে ওঠা পড়া হয়েছে তাতে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন জমিনিক থিয়াম ৷

এই জয়ের ফলে সোমবারের এটিপি ক্রমতালিকায় রাফায়েল নাদালকে এক নম্বর থেকে সরিয়ে নিজে শীর্ষে যাবেন নোভাক জোকোভিচ ৷ এদিকে অষ্টমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন জিতে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ও আবেগতাড়িত জোকার ৷

এদিকে মহিলাদের সিঙ্গলসে শনিবারই চ্যাম্পিয়ন হয়েছেন ২১ বছরের কেনিন৷ মেলবোর্নে  নজির গড়লেন সোফিয়া কেনিন ৷ তিনি হারান  মুগুরুজাকে ৷ খেলার ফল – ৪-৬, ৬-২, ৬-২ ৷

‘এই বিপর্যয়ের সময়ের লড়াইটা একলা করতে চাই’, কোবে ব্রায়ান্ট ও কন্যার পর মৃত্যুর পর আবেগপূর্ণ পোস্ট বাস্কেটবল তারকার স্ত্রী

#লস অ্যাঞ্জেলস: একটা দুর্ঘটনা প্রাণ হারিয়েছে কোবে ব্রায়ান্ট ও তাঁর কন্যা জিয়ানা৷ সারা পৃথিবী শোকস্তব্ধ ৷ মৃত্যুর পর দু’দিন কেটে গেছে ৷ এবার সোশ্যাল হ্যান্ডেলে নিজের মানসিক অবস্থার বিবরণ দিলেন ব্রায়ান্ট পত্নী ভেনেসা ৷ সোমবারের এক দুর্ঘটনা তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে তাঁর স্বামী ও সন্তানকে ৷ ৪১ বছরের স্বামী ও কিশোরী কন্যাকে হারিয়ে নিজের অবস্থাকে তিনি সম্পূর্ণরূপে বিপর্যস্ত বলে বিবরণ দিয়েছেন ৷ তাঁদের পরিবার এখনও বিষয়টি মেনে উঠতেই পারেনি ৷

ভেনেসা লিখেছেন , ‘আমার প্রিয় স্বামী কোবেকে হারিয়ে বিপর্যস্ত, আমার সন্তানদের অসাধারণ বাবা ও ৷ আর আমার মিষ্টি সুন্দর মেয়ে জিয়ানা- যে ভালোবাসত, মানসিকভাবে উন্নত ছিল ৷ নাতালিয়া, বিয়াঙ্কা কেপরির ভালো বোন ছিল ৷ ’

তিনি আরও বলেছেন, ‘এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ ৷ ’

আরও পড়ুন – ধোনির সিটে কেউ বসেন না, সিক্রেট আউট করে স্পেশাল ভিডিও চাহালের

বিমান দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে ৷ তাই নিজের শোকবার্তায় তিনি লিখেছেন , ‘যাঁরা রবিবারের দুর্ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের কথা ভেবেও আমরা বিপর্যস্ত ৷ তাঁদের বেদনায় আমরাও বেদনার্ত ৷ আমাদের অন্তরে যে যন্ত্রণা হচ্ছে তা বর্ণনা করার মতো যথেষ্ট শব্দ আমাদের নেই ৷ আমি জানি কোবে আর গিগি জানত আমরা ওদের ঠিক কতটা ভালোবাসি ৷ ওরা আমাদের জীবনে থাকায় আমরা ধন্য ৷ ওরা চিরকাল এভাবেই আমাদের সঙ্গে থাকুক , তাই চাইতাম আমরা ৷ ’আমাদের থেকে যেন খুব তাড়াতাড়ি ইশ্বরের আশীর্বাদ কেড়ে নেওয়া হল ৷ ’

 

View this post on Instagram

 

My girls and I want to thank the millions of people who’ve shown support and love during this horrific time. Thank you for all the prayers. We definitely need them. We are completely devastated by the sudden loss of my adoring husband, Kobe — the amazing father of our children; and my beautiful, sweet Gianna — a loving, thoughtful, and wonderful daughter, and amazing sister to Natalia, Bianka, and Capri. We are also devastated for the families who lost their loved ones on Sunday, and we share in their grief intimately. There aren’t enough words to describe our pain right now. I take comfort in knowing that Kobe and Gigi both knew that they were so deeply loved. We were so incredibly blessed to have them in our lives. I wish they were here with us forever. They were our beautiful blessings taken from us too soon. I’m not sure what our lives hold beyond today, and it’s impossible to imagine life without them. But we wake up each day, trying to keep pushing because Kobe, and our baby girl, Gigi, are shining on us to light the way. Our love for them is endless — and that’s to say, immeasurable. I just wish I could hug them, kiss them and bless them. Have them here with us, forever. Thank you for sharing your joy, your grief and your support with us. We ask that you grant us the respect and privacy we will need to navigate this new reality. To honor our Team Mamba family, the Mamba Sports Foundation has set up the MambaOnThree Fund to help support the other families affected by this tragedy. To donate, please go to MambaOnThree.org. To further Kobe and Gianna’s legacy in youth sports, please visit MambaSportsFoundation.org. Thank you so much for lifting us up in your prayers, and for loving Kobe, Gigi, Natalia, Bianka, Capri and me. #Mamba #Mambacita #GirlsDad #DaddysGirls #Family

A post shared by Vanessa Bryant ? (@vanessabryant) on

এই মর্মান্তিক সময়ের লড়াইকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন কোবে ব্রায়ান্টের স্ত্রী ৷ মঙ্গলবার মেডিক্যাল পরীক্ষকরা জানিয়েছেন মৃতদেহের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে নিঃসন্দেহ হওয়া গেছে একটি মৃতদেহ কোবে ব্রায়ান্টের ৷

মৃতদেহ পাওয়া গেছে পাইলট আরা জোবেয়ান, বেসবল কোচ জন আলতোবেলি, সারা চেস্টারের ৷ বাকি পাঁচটি মৃতদেহ সরকারি পরিচয় এখনও জানা যায়নি ৷