Tag Archives: Admission

Students Admission: অনলাইন পোর্টাল হয়েও হাল ফিরল না, পড়ুয়ার অভাবে ধুঁকছে জেলার কলেজগুলো

দক্ষিণ দিনাজপুর: কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যের পক্ষ থেকে চলতি বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু হয়েছে। এর মাধ্যমে স্নাতকস্তরের পাঠ্যক্রমে ভর্তি প্রক্রিয়া চালু হলেও হাল ফিরল না দক্ষিণ দিনাজপুর জেলার অধিকাংশ কলেজগুলির। ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে অধিকাংশ কলেজ। এমনকি বাদ পড়ছে না সরকারি কলেজগুলিও।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় এই মুহূর্তে মোট ১১ টি কলেজ রয়েছে। হাতেগোনা দু-একটি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ বাদ দিলে বাকি কলেজগুলিতে ভর্তির হার আশাব্যঞ্জক নয়। প্রতিবছরই স্কুল জীবন শেষ করে ছাত্র-ছাত্রীরা নিজেদের কেরিয়ার তৈরি করবার জন্য পছন্দমত কোর্সগুলোতে ভর্তি হয়ে থাকে। এমনকি ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। যে কারণে শহরের কিছু কলেজে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হলেও বাকিগুলি প্রায় ৬০-৭০ শতাংশ আসনই ফাঁকা থেকে যাচ্ছে।

আর‌ও পড়ুন: তারকেশ্বরে যাওয়ার আগেই উল্টে গেল পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যান! তারপর যা হল…

দায়িত্বপ্রাপ্ত অধিকাংশ অধ্যক্ষেরই মত, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে প্রতিবছরই ছাত্র-ছাত্রীর সংখ্যা কমছে। এর কারণ ছাত্র-ছাত্রীদের সামনে এখন পড়াশোনা করার আরও বিভিন্ন বিষয় সামনে চলে এসেছে। আর্থিকভাবে সচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীরা কলকাতা বা কখনও কখনও রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করছে। এছাড়াও প্রায় প্রতিটা ব্লকে ব্লকে কলেজ তৈরি হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ভাগ হয়ে যাচ্ছে।

তবে এই বিষয়ে জেলার ছাত্রছাত্রীদের বক্তব্য হল, শিক্ষার মানে কি শুধুই ডিগ্রি লাভ? ডিগ্রি লাভের মাধ্যমে চাকরি পেলে তবেই সবকিছু সার্থক হয়। কিন্তু বর্তমানে পড়াশোনা করলেও সহজে চাকরি পাওয়া যাচ্ছে না। সেই কারণে অনেকেই উচ্চ শিক্ষা বিমুখ হয়ে পড়ছেন। প্রথাগত পড়াশোনার পরিবর্তে এমন জিনিস শেখা বা জানার প্রতি ঝোঁক বাড়ছে যার সাহায্যে দ্রুত চাকরি পাওয়া যায়।

সুস্মিতা গোস্বামী

Islampur College: স্নাতকের প্রথম দফার ভর্তিতে কলকাতাকে টেক্কা ইসলামপুর কলেজের

উত্তর দিনাজপুর: স্নাতক স্তরে পড়ুয়া ভর্তিতে এগিয়ে ইসলামপুর কলেজ। এই বছর থেকে অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পড়ুয়া ভর্তি শুরু হয়েছে। পোর্টালের মাধ্যমে প্রথম দফায় ভর্তির সংখ্যার নিরিখে কলকাতার নামিদামি কলেজদের টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ইসলামপুর কলেজ।

পরিসংখ্যান বলছে, রাজ্যের মধ্যে প্রথম দফায় সব থেকে বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজে (২,৯৩৫ জন)। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, সবচেয়ে কম ভর্তি হয়েছে দার্জিলিঙের সোনাদা ডিগ্রি কলেজে (৩০ জন)। বিষয়ভিত্তিক হিসাবে মাল্টি ডিসিপ্লিনারি পাঠক্রমে ভর্তির সংখ্যা সব থেকে বেশি (৮৪,৮৩৫ জন) এবং অদ্বৈত বেদান্ত বিষয়ে সবথেকে কম (২ জন)। অভিন্ন পোর্টালের মাধ্যমে প্রথম দফায় মোট ভর্তি হয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৮৪ জন পড়ুয়া।

আর‌ও পড়ুন: প্রাক্তনীদের কর্মসংস্থানের ব্যবস্থা করল কলেজ! এমনটা আগে কখনও হয়নি

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে প্রথম দফায় ৪ লক্ষ ২২ হাজার ২৪৫ জনের জন্য আসন বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ভর্তি শেষ হয়ে দেখা যাচ্ছে, ৬০ হাজারেরও কিছু বেশি আসন ফাঁকা থেকে গিয়েছে। কলা বিভাগে ২ লক্ষ ৭৬ হাজার ৫৩৭, বিজ্ঞানে ৪৮ হাজার ৪০৫ জন এবং বাণিজ্যে ৩৬ হাজার ৪৪২ জন ভর্তি হয়েছে। কলকাতার লেডি ব্রেবোর্ন, আশুতোষ সহ কিছু প্রথম সারির কলেজে প্রচুর আবেদন জমা পড়লেও ভর্তির হার ততটা নয় বলেই সূত্রের খবর। আসন ফাঁকা থাকার বিষয়ে শিক্ষা দফতরের সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, আবেদন করেও অনেকে পড়ুয়া পরবর্তীতে পেশাদার পাঠক্রমে ভর্তি হয়েছেন। তাই তাঁরা ডিগ্রি কলেজে আর অ্যাডমিশন নেননি। ভিন রাজ্যেও অনেকে পড়তে গিয়েছেন। কেউ কেউ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়বেন। অনেকে আবার প্রথম পছন্দের বিষয় না পেয়ে ভর্তি হননি।

পিয়া গুপ্তা

Madhyamik 2024: একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

কলকাতা: চলতি মাসের ২ তারিখেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল৷ এবারের মাধ্য়মিক পরীক্ষায় বসেছিল ৯ লাখ ১০ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ৮৬.৩১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে বলে ঘোষণা করেছে বোর্ড। এবার কোন বিষয়ে কত নম্বর পেলে একাদশ শ্রেণির কোন শাখায় ভর্তি হওয়া যাবে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷

আরও পড়ুন: এ বার আকাশপথে প্রচারে যাবেন সুকান্ত! পদ্মের রাজ্য ’সেনাপতি’র সফর শুরু পুরুলিয়া দিয়ে

সংসদ তরফে জানানো হয়েছে, বিজ্ঞান শাখার অঙ্ক এবং স্ট্যাটিস্টিকস নিয়ে পড়তে গেলে বিচার্য হবে অঙ্কের নম্বর, অঙ্কে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। বিজ্ঞান শাখা ছাড়াও বাণিজ্য শাখার কোনও বিষয় নিয়ে পড়তে গেলেও মাধ্যমিকের কোন বিষয়ে কত নম্বর পেতে হবে তা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীরা ঐচ্ছিক বিষয় হিসাবে রাখতে পারে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিক্যুরিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই বিষয়গুলি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে গেলে অঙ্কে পেতে হবে কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর।

আরও পড়ুন: বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের ধর্নামঞ্চের দিকে ইট ছোড়ার অভিযোগ, তমলুকের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের

অন্য দিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং ভূগোল নিয়ে পড়তে গেলেও কত নম্বর পেতে হবে জানিয়েছে পর্ষদ। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে পড়তে গেলে মাধ্যমিকে ছাত্রছাত্রীদের পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। আর যারা ভূগোল নিয়ে একাদশে ভর্তি হতে চায় তাদের ক্ষেত্রে বিচার্য হবে মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বর।