Tag Archives: Australia

Ind vs Aus: ভারত ও অস্ট্রেলিয়ার প্লেয়াররা কে কত টাকা স্যালারি পান? দুই দলের পার্থক্য কত? জানলে অবাক হবেন আপনিও

ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ জেতার পাশাপাশি লক্ষ্মীলাভও খারাপ হয়নি অস্ট্রেলিয়ার। আইসিসি ঘোষণা মত ২০২৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ৩৩ কোটি টাকা। অপরদিকে, রানার্স হয়ে টিম ইন্ডিয়া পেয়েছে ১৬ কোটি টাকা।
ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ জেতার পাশাপাশি লক্ষ্মীলাভও খারাপ হয়নি অস্ট্রেলিয়ার। আইসিসি ঘোষণা মত ২০২৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ৩৩ কোটি টাকা। অপরদিকে, রানার্স হয়ে টিম ইন্ডিয়া পেয়েছে ১৬ কোটি টাকা।
বিশ্বকাপে বিপূল পরিমাণ লক্ষ্মীলাভের পর ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্লেয়ারদের স্যালারি কত, প্রতি ম্যাচ পিছু কত টাকা পান, কতটা তফাৎ দুই দলের স্যালারির এই সকল বিষয় নিয়ে জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
বিশ্বকাপে বিপূল পরিমাণ লক্ষ্মীলাভের পর ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্লেয়ারদের স্যালারি কত, প্রতি ম্যাচ পিছু কত টাকা পান, কতটা তফাৎ দুই দলের স্যালারির এই সকল বিষয় নিয়ে জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি অনুযায়ী ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতি বছর সাড়ে ৩ লক্ষ মার্কিন ডলার দেয়। ভারতীয় টাকায় যাক পরিমাণ ২ কোটি ৯০ লক্ষ টাকা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি অনুযায়ী ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতি বছর সাড়ে ৩ লক্ষ মার্কিন ডলার দেয়। ভারতীয় টাকায় যাক পরিমাণ ২ কোটি ৯০ লক্ষ টাকা।
এছাড়া ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি এবং জশ হ্যাজলউডের মতো খেলোয়াড়রা বার্ষিক ২ লক্ষ ৭৮ হাজার মার্কিন ডলার পান। ভারতীয় টাকার ২ কোটি ৩১ লক্ষ টাকা। সবথেকে বেশি পান অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বছরে পান ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
এছাড়া ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি এবং জশ হ্যাজলউডের মতো খেলোয়াড়রা বার্ষিক ২ লক্ষ ৭৮ হাজার মার্কিন ডলার পান। ভারতীয় টাকার ২ কোটি ৩১ লক্ষ টাকা। সবথেকে বেশি পান অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বছরে পান ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ১টি টি২০ ম্যাচ খেলার পারিশ্রমিক হিসেবে ১০ হাজার ডলার পেয়ে থাকেন। ভারতীয় টাকায় য়ার পরিমাণ ৮ লক্ষ ৩২ হাজার টাকা। ১৫ হাজার ডলার পান একটি ওডিআই ম্যাচের জন্য। ভারতীয় টাকায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা।
অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ১টি টি২০ ম্যাচ খেলার পারিশ্রমিক হিসেবে ১০ হাজার ডলার পেয়ে থাকেন। ভারতীয় টাকায় য়ার পরিমাণ ৮ লক্ষ ৩২ হাজার টাকা। ১৫ হাজার ডলার পান একটি ওডিআই ম্যাচের জন্য। ভারতীয় টাকায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে, বিসিসিআই গ্রেড-এ প্লাস খেলোয়াড়দের প্রতি বছর ৭ কোটি টাকা দেয়। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও গ্রেড-এ প্লাস খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহ।
অপরদিকে, বিসিসিআই গ্রেড-এ প্লাস খেলোয়াড়দের প্রতি বছর ৭ কোটি টাকা দেয়। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও গ্রেড-এ প্লাস খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহ।
যেখানে গ্রেড-এ খেলোয়াড়রা বিসিসিআই থেকে প্রতি বছর ৫ কোটি টাকা পেয়ে থাকেন। বিসিসিআই গ্রেড-বি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রতি বছর ৩ কোটি টাকা দিয়ে থাকে। এছাড়া গ্রেড-সি খেলোয়াড়রা বার্ষিক ১ কোটি পান।
যেখানে গ্রেড-এ খেলোয়াড়রা বিসিসিআই থেকে প্রতি বছর ৫ কোটি টাকা পেয়ে থাকেন। বিসিসিআই গ্রেড-বি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রতি বছর ৩ কোটি টাকা দিয়ে থাকে। এছাড়া গ্রেড-সি খেলোয়াড়রা বার্ষিক ১ কোটি পান।
একই সঙ্গে ভারতীয় প্লেয়াররা একটি টেস্ট ম্যাচ খেলার পারিশ্রমিক হিসেবে ১৫ লক্ষ টাকা পেয়ে থাকেন। এছাড়া টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা একটি ওডিআই ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা ও টি-২০ ম্যাচের জন্য় ৩ লক্ষ টাকা পেয়ে থাকেন।
একই সঙ্গে ভারতীয় প্লেয়াররা একটি টেস্ট ম্যাচ খেলার পারিশ্রমিক হিসেবে ১৫ লক্ষ টাকা পেয়ে থাকেন। এছাড়া টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা একটি ওডিআই ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা ও টি-২০ ম্যাচের জন্য় ৩ লক্ষ টাকা পেয়ে থাকেন।

Pat Cummins’ Silent Homecoming: নেই ভক্ত, ফুলের মালা, ঢোলবাদ্যি! শূন্য সিডনি বিমানবন্দরে নিঃশব্দ প্রত্যাবর্তন বিশ্বকাপজয়ী প্যাট কামিন্সের

হাতে বিশ্বকাপ। বিমানবন্দরে পা রেখেছেন অধিনায়ক। তিল ধারণের জায়গা নেই। ঢোল-নাকাড়া বাজছে। ভক্তদের উচ্ছ্বাস, হইহই, ফুলবৃষ্টি। বিমানবন্দর থেকে বেরনো দায়। ভারতে তো এমনটাই হয়। ২০১১-এর বিশ্বকাপ জয়ের পর স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বই। হুডখোলা গাড়িতে ঘুরেছিল ভারতীয় দল।

২০২৩-এ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দেশে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু কোথায় ভক্ত, অনুগামী! একটা ট্রলিতে ঢাউস ৭-৮টা ব্যাগ ঠেলতে ঠেলতে একাই হেঁটে গেলেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। ভিড় নেই, তাসা পার্টি নেই, হইহুল্লোড় নেই।

বিমানবন্দরে গুটিকয় লোক। তাঁরা ফিরেও তাকালেন না। সংবাদমাধ্যমের হাতে গোনা কয়েকজন ফটোগ্রাফার ছিলেন বটে। কিন্তু তাঁদেরও খুব একটা উৎসাহ ছিল বলে মনে হল না। মুচকি হাসি হেসে বেরিয়ে গেলেন কামিন্স। এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দেশের জন্য ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে টিম। একজন ক্রিকেট অনুরাগীরও দেখা পাওয়া যাবে না! একজন নয়? না, সত্যি একজনও ছিলেন না, যিনি বিশ্বকাপজয়ী দলের জন্য গলা ফাটাবেন, দলের জয়ে উল্লাস করবেন। এই ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের চোখ কপালে। দেদার কমেন্ট করেছেন তাঁরা।

 

এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের এখানে জেসিবিতে মাটি কাটা দেখতে এর থেকে বেশি লোক দাঁড়িয়ে যায়। এ তো বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক’। আর একজন ইউজারের সরস মন্তব্য, ‘আমাদের অফিসের চায়ের স্টলে এর থেকে বেশি লোক থাকে, যখনই যাও না কেন’।

কেউ কেউ অস্ট্রেলিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি। লিখেছেন, ‘ইনি প্যাট কামিন্স। বিমানবন্দরে নেমেছেন। তবে মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ দেখানো হয়নি’। এর জবাবে একজন আবার লিখেছেন, ‘যে কোনও ভারতীয় তরুণ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরলে এর থেকে বেশি ভিড় হত’।

বিশ্বকাপের ফাইনালে হারের পর ভগ্নহৃদয়ে ভারতীয় ভক্তরা একটা কথা বলেই সান্ত্বনা খুঁজছিল, অস্ট্রেলিয়রা এই জয় বেশিদিন মনে রাখবে না। দেখা গেল বেশিদিন তো দূরের কথা, পাঁচদিনও মনে রাখেনি। এক ক্রিকেট অনুরাগী লিখেছেন, ‘অস্ট্রেলিয়া বোধহয় ভুলে গিয়েছে, তারা ৫ দিন আগেই বিশ্বকাপ জিতেছে’।

বিশ্বকাপ জয় যেন অস্ট্রেলিয়ানদের অভ্যাস। এতে আর কোনও উত্তেজনা নেই। তাঁদের কাছে এটা আরও একটা দিন মাত্র। ভারতে ক্রিকেট একটা ধর্ম। অস্ট্রেলিয়ায় নয়।

(আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F)

ICC World Cup 2023 Prize Money: বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া, রানার্স হয়ে ভারতের হল কত লক্ষ্মীলাভ, টাকার অঙ্ক জানলে অবাক হবেন

ভারতবাসীর স্বপ্ন ভেঙে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রলিয়া। ফাইনালে দুরন্ত ক্রিকেট খেলে টিম ইন্ডিয়াকে ৬ উইকেটে পরাজিত করেছে ব্যাগি গ্রিণরা   (Photo Courtesy- AP)
ভারতবাসীর স্বপ্ন ভেঙে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রলিয়া। ফাইনালে দুরন্ত ক্রিকেট খেলে টিম ইন্ডিয়াকে ৬ উইকেটে পরাজিত করেছে ব্যাগি গ্রিণরা (Photo Courtesy- AP)
বিশ্বকাপ জেতার পাশাপাশি লক্ষ্মীলাভও খারাপ হয়নি অস্ট্রেলিয়া ক্রিকট দলের। আইসিসি ঘোষণা মত ২০২৩ বিশ্বতাপ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ৩৩ কোটি টাকা।   (Photo Courtesy- AP)
বিশ্বকাপ জেতার পাশাপাশি লক্ষ্মীলাভও খারাপ হয়নি অস্ট্রেলিয়া ক্রিকট দলের। আইসিসি ঘোষণা মত ২০২৩ বিশ্বতাপ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ৩৩ কোটি টাকা। (Photo Courtesy- AP)
অপরদিকে, ঘরের মাঠে বিশ্বজয় অধরা থাকলেও ভারতীয় দলের পকেটেও কিন্তু নেহাত কম টাকা ঢোকেনি। রানার্স হয়ে টিম ইন্ডিয়া পেয়েছে ১৬ কোটি টাকা।    (Photo Courtesy- AP)
অপরদিকে, ঘরের মাঠে বিশ্বজয় অধরা থাকলেও ভারতীয় দলের পকেটেও কিন্তু নেহাত কম টাকা ঢোকেনি। রানার্স হয়ে টিম ইন্ডিয়া পেয়েছে ১৬ কোটি টাকা। (Photo Courtesy- AP)
সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। চ্যাম্পিয়ন ও রানার্স বাদে দুই সেমি ফাইনালিস্ট দল পেয়েছে ৬ কোটি টাকা।   (Photo Courtesy- AP)
সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। চ্যাম্পিয়ন ও রানার্স বাদে দুই সেমি ফাইনালিস্ট দল পেয়েছে ৬ কোটি টাকা। (Photo Courtesy- AP)
বিশ্বকাপে যে ৬ দল গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছে তারা সকলেই পেয়েছে ৮৬ লক্ষ টাকা। এছাড়া লিগ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রতি দল পেয়েছে আলাদা ৩৩ লক্ষ টাকা।   (Photo Courtesy- AP)
বিশ্বকাপে যে ৬ দল গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছে তারা সকলেই পেয়েছে ৮৬ লক্ষ টাকা। এছাড়া লিগ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রতি দল পেয়েছে আলাদা ৩৩ লক্ষ টাকা। (Photo Courtesy- AP)

India vs Australia: সিরাজের চোখে জল, টুপি দিয়ে মুখ ঢাকলেন বিরাট, ফাইনাল হারের পর বিধ্বস্ত টিম ইন্ডিয়া

আহমেদাবাদ: ১২ বছর পর ফের দেশের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন মেন ইন ব্লু’রা ৷ কিন্তু ২০১১-র ওয়াংখেড়ের স্মৃতি ফিরল না আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ হল ভারতের তৃতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ৷ গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়লেন রোহিতরা ৷ হতাশ গ্যালারি, হতাশ গোটা দেশ ৷ ম্যাচ শেষে হতাশায় মুখ ঢাকছিলেন রোহিত, বিরাটরাও ৷ কান্নায় ভেঙে পড়েন সিরাজ ৷ নিজের টুপি দিয়ে মুখ ঢাকতে দেখা যায় কোহলিকে ৷ রোহিতের চোখও তখন ছলছল ৷ অজি দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁরা করমর্দন করছিলেন ঠিকই ৷ কিন্তু ফাইনালে হারের দুঃখ চোখে মুখে চেপে রাখতে পারছিলেন না বিরাটরা ৷

ফাইনাল হারের পর ডাগআউটের দিকে নিজের শরীরটাকে কোনও মতে টেনে নিয়ে যাচ্ছিলেন রোহিত। এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি তাঁকে। চোখের কোণে স্পষ্ট চিকচিক করছিল জল। ১৪০ কোটি ভারতবাসীর যে প্রত্যাশার চাপ কাঁধের উপর ছিল তা পূরণ করতে পারলেন না রোহিত শর্মারা। টানা দশ ম্যাচ জিতে ঠিক ফাইনালে গিয়েও হেরে গেল ভারতীয় দল।

World Cup 2023: দল থেকেই বাদ রোহিত শর্মা! অধিনায়ক বিরাট কোহলি, সেমির আগে বিশ্বকাপের সেরা একাদশে তোলপার

কলকাতা: শুধু অধিনায়কত্ব নয়, দল থেকেই বাদ রোহিত শর্মা। রানের মধ্যেও থেকেও জায়গা হল না হিটম্যানের। সেই জায়গায় অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনেতা বিরাট কোহলিকে। বিশ্বকাপের সেমিফাইনালে আগে প্রতিযোগিতার সেরা একাদশ বাছাইয়ে মহাচমক। যা েদখে অবাক সকলেই। তবে আইসিসি নয়, সেমির আগে এই সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final  LIVE Score Updates

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে। প্রতিটি দলই খেলে ফেলেছে তাদের ৯টি করে ম্যাচ। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ১৫ ও ১৬ তারিখ আয়োজিত হবে দুটি সেমিফাইনাল ও ১৯ তারিখ ফাইনাল। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা বিশ্বকাপের সেরা একাদশ বাছাই করে বিতর্ক তৈরি করল। একাদশে বিরাট কোহলি সহ ভারতের ৪ জন থাকলেও জায়গাই হয়নি অধিনায়ক রোহিত শর্মার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশের ব্যাটিংয়ে ওপেনিংয়ে কুইন্টন ডি কক ও ডেভিড ওয়ার্নার। মিডল অর্ডারে রাচীন রবীন্দ্র, বিরাট কোহলি, এডেন মার্করাম ও গ্লেন ম্যাক্সওয়েল। ফলে ইনিংস গড়ার পাশাপাশি দ্রুত রান তোলার সবরকম মশলাই রয়েছে। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অ্যাডাম জাম্পা। এছাড়া পেসার হিসেবে দলে রয়েছেন মার্কো জানসেন, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।

আরও পড়ুনঃ World Cup 2023: বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে প্রথমবার, নয়া ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া

এক ঝলকে দেখে নিন ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশ: কুইন্টন ডিকক (উইকেট কিপার), ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি (অধিনায়ক), রাচীন রবীন্দ্র, এডেন মার্করাম, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা।

Viral: ১০ বছরেরও বেশি সময় ধরে একই প্রেমিকের সঙ্গে সহবাস যমজ বোনের, একসঙ্গে অন্তঃসত্ত্বা হতে চান দু’জনে

পারথ : অস্ট্রেলিয়ার অ্যানা এবং লুসি ডিসিঙ্ক অনেক দিনই ভাইরাল ও চর্চিত সামাজিক মাধ্যমে। কারণ তাঁদের চেহারার সাদৃশ্য চমকে দেওয়ার মতোই। কয়েক বছর আগেই তাঁরা জানান যে তাঁদের বয়ফ্রেন্ড একজনই পুরুষ। তাঁকেই বিয়ে করতে চান তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার পারথ-এর বাসিন্দা এই দুই বোন সেই ২০১২ সাল থেকে বেন বির্নের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। সম্প্রতি তাঁরা অভিনব উপায়ে পালন করলেন বয়ফ্রেন্ডের জন্মদিন।

সবুজ রঙের গাউন এবং একই রকম অ্যাকসেসরিজে সেজেছিলেন অ্যানা ও লুসি। ছবিতে দেখা যাচ্ছে ৩৯ বছর বয়সি বয়ফ্রেন্ড পিছন থেকে তাঁদের আলিঙ্গন করে আছেন। এই স্পর্শে খুশি দুই বোনই। অন্তত ছবি দেখে সেটাই মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। বেনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন অ্যানা ও লুসির সাজপোশাকেরও।

 

 

একাধিক সাক্ষাৎ‍‍কারে দুই বোন জানিয়েছেন তাঁরা সব কাজ একসঙ্গে করতে ভালবাসেন৷ এমনকি, রেস্টরুমেও যান একইসঙ্গে৷ পরিবার পরিকল্পনার পথেও একইসঙ্গে এগোতে চান৷ তাই ইচ্ছে আছে একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার৷

India vs Australia: ভারতের বিরুদ্ধে নামার আগে অজিদের বিশেষ অনুশীলন, ফাঁস হল ছবি

সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ঘিরে চড়তে শুরু করেছে পারদ। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। একদিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ফলের উপর নির্ভর করবে রোহিত-বিরাটরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছানোর ভাগ্য। অপরদিকে, পরপর ২ বার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের বদলা নেওয়াই লক্ষ্য প্যাট কামিন্সের দলের। অতীতে ভারত সফরে স্পিনিং ট্র্যাকে সমস্যায় পড়তে হয়েছে ব্যাগি গ্রিনদের। তাই এবার আগে থেকেই পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভারত সফরে আসার আগে সিডনিতে যে পিচে অনুশীলন করছে। সেখানে দেখা যাচ্ছে সিডনিতে অনুশীলনের জন্য সম্পূর্ণ স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয়েছে। সেই পিচে নানা জায়গায় কালো স্পট তৈরি করা হয়েছে। ভারতের উইকেট যে জায়গা থেকে অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেলরা বল স্পিন করিয়ে থাকে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে উইকেট।

এছাড়া ভারত সফরের জন্য ঘোষিত দলে মোট ৪ জন প্রধান স্পিনার নেওয়া হয়েছে। যাতে ভারতের উইকেটে স্পিনার দিয়েই ভারতকে পাল্টা আক্রমণ করা যায়। স্পিন অ্যাটাকে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ন্যাথান লায়ন। এছাড়া রয়েছেন মিচেল সোয়েপসন, অ্যাস্টন অ্যাগার। প্রথমবার দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার টড মারফিকে। এছাড়া দলে পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছেন ৩ ব্যাটার ট্রেভিস হেড, মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।

আরও পড়ুনঃ Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর

ভারত সফরে অস্ট্রেলিয়া দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), অ্যাস্টন আগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হেজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁয়, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ২ টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কোনা শ্রীকার ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।

 

শততম টেস্টে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, মেলবোর্নে চালকের আসনে অজিরা

#মেলবোর্ন: মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা অপেনার ডেভিড ওয়ার্নার। শুধু ব্যাট হাতে নিজের রানের খরার অবসান ঘটালেন তাই না, শতরান ও দ্বিশতরানও করলেন তিনি। ওয়ার্নারের ডবল টনের উপর ভর করেই সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ব্যাগি গ্রিনরা।

প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। ৩ বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন। ডবল সেঞ্চুির পূরণ করার পর জাম্প দিতে গিয়ে পায়ে চোট লাগে তার। রিটায়ার্ড হার্ট হয়েমাঠ ছাড়তে হয়।

দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ৩৮৬। ওয়ার্নার ছাড়া ৮৫ করেন স্টিভ স্মিথ ও ৪৮ রান করেন ট্রেভিস হেড। এদিন ওয়ার্নারের ২০০ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন। শততম টেস্টে দ্বিশতরান করে একাধিক রেকর্ড গড়লেনওয়ার্নার। এক ঝলকে দেখে নিন কোন কোন রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার।

১. ক্রিকেট ইতিহাসে জো রুটের পর ডেভিড ওয়ার্নাপ প্রথম ব্যাটার যিনি শততম টেস্টে দ্বিশতরান করলেন।

২. রিকি পন্টিংয়ের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ার্নার তাঁর ১০০তম টেস্টে শতরান করলেন

৩. গর্ডন গ্রিনিজের পর ১০০তম ওডিআই এবং ১০০তম টেস্ট উভয় ক্ষেত্রেই সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার।

৪. অষ্টম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান সম্পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।

৫. বিশ্ব ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করলেন ডেভিড ওয়ার্নার।

আর্জেন্টিনার বিরুদ্ধে হার, মেসিকে খুঁজতে ড্রেসিং রুম পর্যন্ত গিয়েছিলেন অজি প্লেয়াররা

#আহমেদ বিন আলি স্টেডিয়াম: ১৬ বছর পর বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। নীল-সাদা ব্রিগেডের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় স্বীকার করতে হয়েছে সকারুদের। ম্যাচে দুরন্ত ফুটবল খেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে দীর্ঘ সময় লড়াই করার পর মেসি গোল করে ভেঙেছিলেন ডেডলক। অপর একটি গোল করেন জুলিয়ান আলভারেজ।

ম্যাচ শেষে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় মেসিকে খুঁজতে সাজঘরের দরজা পর্যন্ত চলে গিয়েছেন কয়েকজন অস্ট্রেলিয়ার প্লেয়ার। তবে অন্য কোনও কারণে নয় মেসির সঙ্গে ছবি তোলার জন্যই গিয়েছিলেন অজি ফুটবলাররা। কারণ তাদেরও প্রিয় তারকা হলেন এমএমটেন। অজি প্লেয়ারদের আবদার ফেরাননি লিওনেল মেলি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অস্ট্রেলিয়ার চার জন প্লেয়ার ক্রেগ গুডউইন, কিয়ানো বাক্কাস, জোয়েল কিং ও মার্কো টিলিয়ো আর্জেন্টিনার সাজঘরের বাইরে দাঁড়িয়ে মেসির জন্য অপেক্ষা করছেন। মেসি সেখানে আসতেই তারা ছবি তোলার আবদার জানান। সকল অজি তারকার সঙ্গে হাসি মুখে সকলের ছবি তোলেন মেসি। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

 

 

আরও পড়ুনঃ প্রকাশ্যে ঠোটে-ঠোট থেকে মদ্যপান, কাতারের নিয়মকে ‘নকআউট’ করল ইংল্যান্ড

 

 

প্রসঙ্গত,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শুক্রবার মধ্যরাতে ডাচদের মুখোমুখি হবে নীল-সাদা ব্রিগেড। আরও একবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা।

Pink Sky : ভুতুড়ে কান্ড অস্ট্রেলিয়ায় ! নীল আকাশ হঠাৎ হয়ে গেল গোলাপি, কেন জানেন?

#সিডনি: অস্ট্রেলিয়ার ছোট্ট শহর মিলদুরায় গত বুধবার সন্ধ্যায় অদ্ভুত ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, সেখানকার আকাশ ভরে ছিল গোলাপি আলোর ছটায়। আলোর ছটা আকাশের এক দিক থেকে অন্য দিকে নড়ছিলও। হঠাৎ শহরের আকাশে এ রকম আলো দেখতে পেয়ে শহরবাসীরা অবাক। অনেকেই সেই অদ্ভুত ঘটনা ক্যামেরাবন্দি করেন।

মেঘলা আকাশে এরকম আলোর ছটা দেখে শহরবাসীর মধ্যে কৌতূহলের শেষ ছিল না। জনগণ ভাবতে থাকে, কী থেকে আসছে এই আলো। গোলাপি ছটায় ঢেকে যাওয়া আকাশের ছবি অনেকেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। এর পেছনে এলিয়েনের সংযোগ রয়েছে কিনা, তা নিয়েও জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।

বিষয়টি নিয়ে যখন জল ঘোলা চলছিল, তখনই জানা যায় এই আলোর ছটার উৎস। ওই শহরে থাকা একটি ওষুধ কম্পানির দেওয়া তথ্য থেকে অবসান হয়েছে সমস্ত জল্পনার। অস্ট্রেলিয়ার মিলদুরা শহরে রয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থার ফ্যাক্টরি। কান গ্রুপ নামের ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার একটি গাঁজাচাষের খামার রয়েছে মিলদুরায়।

সেখানেই ওষুধ তৈরির জন্য গাঁজা চাষ করা হয়। গাঁজাগাছের বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণ আলোর দরকার হয়। বিশেষ কিছু তরঙ্গদৈর্ঘ্যের আলো গাঁজাগাছের বৃদ্ধিতে সহায়তা করে। সে জন্যই বাণিজ্যিকভাবে গাঁজা চাষের খামারে অনেক রকম আলো ব্যবহার করা হয়ে থাকে। বুধবার সন্ধ্যায় আলোর পরীক্ষা চলছিল ওই গাঁজার খামারে। সেই আলোতেই ভরে উঠেছিল মিলদুরার আকাশ।