Tag Archives: Birthday Celebration

RG Kar Protest: জন্মদিনের নেমন্তন্ন খেতে এসে হতবাক অতিথিরা, চারিদিকে শুধু ‘We Want Justice’! কী অবিশ্বাস্য কাণ্ড দেখুন

উত্তর ২৪ পরগনা: চিকিৎসকের প্রেসক্রিপশন, খাবার ডেলিভারি স্লিপের পর এবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জন্মদিনেও। নারকীয় এই ঘটনার বিচারের দাবি চেয়ে, নিজের সন্তানের জন্মদিন পালনে বার্তা তুলে ধরল পরিবার। যেখানে প্যান্ডেল থেকে মেনু কার্ড, সব জায়গায় দেখা গেল নির্যাতিতার বিচারের দাবি।

বেলুন দিয়ে সাজানো প্যান্ডেলের নানা প্রান্তে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পোস্টার দেখে নিমন্ত্রিত অতিথিরাও হলেন অবাক। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগান কুন্দিপুর গ্রামের বাসিন্দা উত্তম ভট্টাচার্য। তাঁর ছেলের পাঁচ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

আরও পড়ুন: ‘কেন হবে? চুপচাপ আছি-বেদনায় আছি’, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী তাড়ানো নিয়ে বার্তা মমতার

সেখানেই আরজি করে নৃশংস ভাবে কর্মস্থলে খুন হওয়া ডাক্তার তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতীকী প্রতিবাদ জানানো হয়। যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, সেই দেবাঙ্কনও আধো আধো কথায় জানাল আরজি করের বিচারের কথা। দেবাঙ্কনের মা সুপর্ণা ভট্টাচার্য বলেন, ‘আরজি কর-এর ঘটনায় সকলেই শোকাহত, মর্মাহত। তাই এই ঘটনার বিচার চাই।’

আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকে বসারও ইঙ্গিত

পাশাপাশি, মহিলাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। জন্মদিন স্মরণীয় করে রাখতে কেক কাটা থেকে এলাহি ভুরিভোজের আয়োজন থাকলেও, আরজি কর-কাণ্ডের এমন প্রতিবাদ উঠে আসায় উত্তমবাবুর এমন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন আমন্ত্রিত থেকে এলাকাবাসীরা সকলেই।

Rudra Narayan Roy

Birthday Celebration: অল্পতেই খুশি ওরা! অভিজিৎ-সোমনাথদের সঙ্গে অন্যরকম জন্মদিন কলেজ পড়ুয়া সৃজিতার

হাওড়া: অন্য একটা দিন, অল্প আয়োজনই ওদের কাছে অনেকটা খুশির। আর সেই খুশিতেই আনন্দে আত্মহারা অভিজিৎ সোমনাথ’রা। ওদের কেউ পৃথিবীর আলো পর্যন্ত দেখিন, কেউ আবার কখনও শোনেনি পাখিদের কলরব। তবে ওরা থেমে নেই। আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে থেকে লেখা পড়া মধ্য দিয়ে এগিয়ে চলেছে ওরা।

আর পাঁচটা সাধারণ ছেলে-মেয়ের মত জীবন যাপন নয়। কিন্তু ওদের চাওয়া পাওয়া হয়ত এক। তবে অল্পতেই যে অনেক আনন্দ। তাই ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অনেকই ছুটে আসে ওদের কাছে। এদিন সৃজিতার জন্মদিন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসল অভিজিৎ, সুমন্ত’রা সবাই।

আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের কর্ম বিরতি, সাগর দত্তে ব্যাহত রোগী পরিষেবা

কলেজ পড়ুয়া সৃজিতার জন্মদিন পালন হল অভিজিৎ-দের সঙ্গে নিয়ে। এদিন সৃজিতা এবং তার পরিবার পৌঁছে গিয়েছিল আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে। জন্মদিন উপলক্ষে ওদের জন্য কিছু শিক্ষা সামগ্রী নিয়ে গিয়েছিল। এমন দিন ওদের কাছে দারুন আনন্দের। এই প্রসঙ্গে সৃজিতার মা, পেশায় শিক্ষিকা নমিতা ঘোষ জানান, দীর্ঘদিনের ইচ্ছে ছিল ওদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে সময় কাটানোর। সেই ইচ্ছে পূরণ হল মেয়ের জন্মদিনে। এখানে এসে ওদের সঙ্গে সময় কাটানোটা দারুন অভিজ্ঞতার।

রাকেশ মাইতি

Birthday Celebration: সাড়ম্বরে স্কুলে জন্মদিন উদযাপন! মাসের শেষ শনিবারের অপেক্ষায় থাকে সবাই

হাওড়া: সাড়ম্বরে জন্মদিন উদযাপন বিদ্যালয়ে। জন্মদিনে ছাত্র-ছাত্রীদের মুখে সন্তান স্নেহে পায়েস তুলে দিলেন শিক্ষক-শিক্ষিকারা। এখানেই শেষ নয়, জন্মদিন উপলক্ষে বিদ্যালয় চত্বর সাজানোর পাশপাশি জন্মদিনে ছাত্রদের হাতে তুলে দেওয়া হল উপহার। উলুবেড়িয়া বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে জন্মদিন উদযাপন উপলক্ষে এমনই অবাক করা দৃশ্য নজরে এল।

এমনিতে রাজ্যের অন্যান্য সরকারি বিদ্যালয়গুলিতে যখন পড়ুয়ার সংখ্যা কমছে, তখন উল্টো পথে হেঁটে হাওড়া জেলার এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে জন্মদিন পালন হয় প্রতিমাসের শেষ শনিবার। জন্মদিন এলেই দারুণ খাওয়া-দাওয়া, গিফট পাওয়ার আনন্দে উৎসাহিত হয়ে ওঠে ছাত্র-ছাত্রীরা। আরও আত্মিক বন্ধন গড়ে তুলতে হয় রাখি বন্ধন। শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন। একইসঙ্গে শিশুকাল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ প্রেম জাগাতে জন্মদিনে শিশুর নামে গাছ লাগানো হয়। নামকরণ করা সেই গাছের রাখি পরিয়ে দেয় ছোট ছোট পড়ুয়ারা।

আর‌ও পড়ুন: ভুটান পাহাড়ের জলে হড়পা বানের আশঙ্কা জয়গাঁয়

এই বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কাছে এতটাই প্রিয় যে, প্রাক্তন হ‌ওয়ার পরেও আত্মিক যোগ থেকে যায়। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পরেও স্কুলের বাগান তৈরি, স্কুলের বিভিন্ন অনুষ্ঠান এবং তাদের জন্মদিন পালনে এসে হাজির হয় বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী। বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত জন্মদিন স্থান পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত ক্যালেন্ডারে।

এই প্রসঙ্গে বাড় মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, এমন বিদ্যালয়ই বেছে নিয়েছিলাম যেখানে বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের জন্য নিজে কিছু করতে পারব। তাই সে সময় বেছে নিয়েছিলাম প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়। সেই মতই এগিয়ে চলা। ভাল কাজ করার ইচ্ছে তো ছিল। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক, বাড় মংরাজপুর ও মংরাজপুর দুই গ্রামের মানুষ দারুনভাবে সহযোগিতা করেছেন। তার ফলেই এসেছে এই সাফল্য।

রাকেশ মাইতি

Abhishek Chatterjee Birthday: প্রিয় রেস্তরাঁর কেক, বিরিয়ানি! অভিষেকের ছবি আঁকড়েই জন্মদিন পালন স্ত্রী-কন‍্যার

২০২২ সালে জীবনাবাসন হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)।  ব্যক্তিগত শোকপর্বের দুই বছর কেটে গেছে অভিনতার পরিবার। বহুকষ্টে ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে।
২০২২ সালে জীবনাবাসন হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ব্যক্তিগত শোকপর্বের দুই বছর কেটে গেছে অভিনতার পরিবার। বহুকষ্টে ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে।
অভিনেতার প্রয়াণ এখনও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা। তবে, তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় মনে করেন জীবনপথে তিনি একা নন। তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে আছেন অভিষেক।
অভিনেতার প্রয়াণ এখনও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা। তবে, তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় মনে করেন জীবনপথে তিনি একা নন। তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে আছেন অভিষেক।
তিনি চলে যাওয়ার পর তাঁদের একমাত্র মেয়ে সাইনাকে একাই বড় করছেন সংযুক্তা। সেখানেও তাঁর অনুপ্রেরণা অভিষেকের দেখানো পথ।
তিনি চলে যাওয়ার পর তাঁদের একমাত্র মেয়ে সাইনাকে একাই বড় করছেন সংযুক্তা। সেখানেও তাঁর অনুপ্রেরণা অভিষেকের দেখানো পথ। (ছবি সৌজন‍‍্যেঃ সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)
চলতি বছর, ৩০ এপ্রিল, মঙ্গলবার ছিল অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে এটি ৬০ তম জন্মদিন হত তাঁর। যদিও তিনি আর নেই তবে, বাদ যায়নি জন্মদিনের উদযাপন।
চলতি বছর, ৩০ এপ্রিল, মঙ্গলবার ছিল অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে এটি ৬০ তম জন্মদিন হত তাঁর। যদিও তিনি আর নেই তবে, বাদ যায়নি জন্মদিনের উদযাপন। (ছবি সৌজন‍‍্যেঃ সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)
স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলিপুরের এক পাঁচতাঁরা রেস্তোরাঁয় প্রথম আলাপ হয়েছিল অভিষেকের। তাই জন্মদিনের দুপুরের লাঞ্চ করতে মেয়েকে নিয়ে উপস্থিত হয় সেই স্পেশ‍্যাল জায়গায়।
স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলিপুরের এক পাঁচতাঁরা রেস্তোরাঁয় প্রথম আলাপ হয়েছিল অভিষেকের। তাই জন্মদিনের দুপুরের লাঞ্চ করতে মেয়েকে নিয়ে উপস্থিত হয় সেই স্পেশ‍্যাল জায়গায়। (ছবি সৌজন‍‍্যেঃ সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)
বাবার ছবি সামনে রাখে কেক কাটেন অভিষেক কন‍্যা। সেই রেস্তোরাঁর ডাব চিংড়ি আর বিরিয়ানি খুব পছন্দ করতেন অভিষেক। তাই মেয়ে সাইনাকে নিয়ে এদিন সেই খাবারই খান সংযুক্তা। (ছবি সৌজন‍্যঃ সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)
বাবার ছবি সামনে রাখে কেক কাটেন অভিষেক কন‍্যা। সেই রেস্তোরাঁর ডাব চিংড়ি আর বিরিয়ানি খুব পছন্দ করতেন অভিষেক। তাই মেয়ে সাইনাকে নিয়ে এদিন সেই খাবারই খান সংযুক্তা। (ছবি সৌজন‍‍্যেঃ সংযুক্তা চট্টোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)

Indian Sportsperson on PM Modi Birthday: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছার ঢল, কী লিখলেন সাইনা-মীরাবাঈরা?

#নয়াদিল্লি: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday)। এদিন ৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী (PM Modi Birthday)। দেশজুড়েই এদিন মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশের নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। এই তালিকায় রয়েছেন ভারতীয় খেলোয়াড়রাও (Indian Sportsperson on PM Modi Birthday)। বিভিন্ন খেলার সঙ্গে জড়িত গুণীরা এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। (Indian Sportsperson on PM Modi Birthday)

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন, রাহুল গান্ধি থেকে নীতিশ কুমার, নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ

ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal) নিজের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করেছেন (Indian Sportsperson on PM Modi Birthday)। সেখানে দেখা যাচ্ছে, ব্যাডমিন্টনের ব্যাট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন তিনি। এই ছবি পোস্ট করে সাইনা ট্যুইটারে লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র মোদিজি, জন্মদিনের শুভেচ্ছা জানাই। বিশেষ গুণসমৃদ্ধ একজন জন্মগত নেতা আপনি। ধন্যবাদ অসংখ্য মানুষের অনুপ্রেরণা হওয়ার জন্য।’ এরই সঙ্গে হাত জোর করে প্রণাম করার ইমোজি দিয়েছেন সাইনা।

সদ্য অলিম্পিকে ভারতকে ভারোত্তলনে রুপো জিতিয়ে ইতিহাস তৈরি করেছেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। তিনিও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন (Indian Sportsperson on PM Modi Birthday)। ট্যুইট করেছেন তাঁর সঙ্গে মোদির একটি ছবি। ছবিতে দেখা গিয়েছে একে অপরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন মীরাবাঈ চানু ও প্রধানমন্ত্রী। মীরাবাঈ লিখেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি স্যারকে জন্মদিনের শুভেচ্ছা। দেশের প্রতি আপনার নিবেদিত প্রাণ ও দৃষ্টিভঙ্গি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়নাও (Ankita Raina)। তিনি ট্যুইটারে নিজের সঙ্গে মোদির ছবি শেয়ার করে লিখেছেন, ‘বছর বছর ধরে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। ভারতীয় খেলোয়াড়দের সহযোগিতার জন্য আপনার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।’ ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মণও (Swapna Barman) তাঁর সঙ্গে মোজির একাধিক ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: জন্মদিনে নরেন্দ্র মোদির পাওয়া উপহার নিলামপর্বের আয়োজন সংস্কৃতিমন্ত্রকের, নীরজের জ্যাভলিন ছাড়াও আর কী কী থাকছে?