Tag Archives: Body Recovered

Malda News: আইসক্রিম গোডাউনের ডিপ ফ্রিজ খুলেই আঁতকে উঠলেন ম্যানেজার! ওটা কী…? গায়ে কাঁটা দেওয়া হাড়হিম ঘটনা

মালদহ: আইসক্রিম রাখার ডিপ ফ্রিজ থেকে উদ্ধার হল এক ব্যক্তির নগ্ন দেহ। ঘটনায় দানা বেঁধেছে রহস্য।  পুরাতন মালদহের মঙ্গলবাড়ীর বাচামারি মোড় এলাকায় একটি আইসক্রিমের গোডাউনে এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, পুরাতন মালদহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি মোড়ের কাছে একটি আইসক্রিমের গোডাউন রয়েছে। জানা যাচ্ছে, মৃত মৃণালকান্তি বাসু (৪২) ওই গোডাউনের গাড়ির চালক ছিলেন । তাঁর বাড়ি বনগাঁয়। প্রতিদিন রাতে গোডাউনেই থাকতেন। প্রতিদিনের মতো রবিবারও গোডাউনে ছিলেন তিনি। কিন্তু, এদিন সকাল হয়ে গেলেও ওই গাড়ির চালক গোডাউনের দরজা না খোলায় সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। অবশেষে পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই চালকের  খোঁজ শুরু হয়। শেষপর্যন্ত গোডাউনের সব ফ্রিজ খুলে দেখতে গিয়ে আঁতকে ওঠেন গোডাউন ম্যানেজার। দেখা যায়, একটি বড় ডিপ ফ্রীজে ওই গাড়ি চালকের মৃতদেহ উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে প্রচুর স্থানীয় লোকজন ভিড় জমায়। ঘটনাস্থলে ছুটে আসে মালদহ থানার পুলিশ।

আরও পড়ুন: আইএমডি-র লাল-কমলা সতর্কতা…! তুমুল দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে ১১ রাজ্য, কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট

পুলিশ এসে ডিপ ফ্রিজ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে, মৃতদেহ সম্পূর্ণ নগ্ন অবস্থায় ডিপ ফ্রিজে উদ্ধার হওয়ায় প্রশ্ন  উঠেছে। দানা বেঁধেছে রহস্য। কেনই বা এমন অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও ওই গোডাউনের মালিক জয়ন্ত পালচৌধুরীর দাবি, পেশায় গাড়িচালক ওই ব্যক্তি গরম থেকে বাঁচতে ঠান্ডা বাতাস পাওয়ার জন্যই ফ্রিজে ঢুকে থাকতে পারে। মাঝেমধ্যেই তিনি মদ্যপান করতেন। সম্ভবত ফ্রিজের ভিতরে থাকাকালীন বাইরে থেকে ডিপ ফ্রিজের ঢাকনা অটো লক হয়ে যাওয়ায় সম্ভবত দম বন্ধ হয়ে মারা গেছেন ওই ব্যক্তি।

অন্যদিকে প্রায় একই কথা জানান গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ। তাঁরও দাবি, অনেক ডাকাডাকির পর পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে খোঁজাখুঁজি করলে তাঁকে পাওয়া যায়নি।  অবশেষে তাঁকে একটি ডিপ ফ্রিজে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি উলঙ্গ অবস্থায় কেন ছিলেন? নেহাতই নেশার কারণে এই ঘটনা না অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Body Recovered in Kolkata: বিধান সরণিতে পচাগলা দেহ কার? জানা গেল মহিলার পরিচয়, সিসিটিভি ক‍্যামেরায় যা দেখা গেল…আঁতকে উঠবেন

কলকাতা: বিধান সরণিতে দেহ উদ্ধারের পরেই শুরু হয় চাঞ্চল‍্য। কাশী বোস লেনে মাটি খুঁড়ে মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়। এবার মৃতার নাম, পরিচয় জানা গেল। খুন নাকি অন‍্য কোনও কারণ? কীভাবে মৃত‍্যু হয়েছে মহিলার? সিসিটিভি ক‍্যামেরায় উঠে এল বিস্ফোরক তথ‍্য। সূত্রের খবর অনুযায়ী, মহিলার নাম সুপর্ণা শীল। বাড়ি শ্যামপুকুর থানা এলাকায় রাজা কালীকৃষ্ণ লেনে।

জানা গিয়েছে মহিলা মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গিয়েছে তিনি নিজেই গর্তের দিকে চলে যান।

আরও পড়ুন: ট্রাম্পের সভায় গুলি! কান থেকে ছিটকে মুখে-ঠোঁটে রক্ত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুনের ছক?

পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান সুপর্ণা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। প্রথমে অস্বাভাবিক না লাগলেও পরে থানাকে জানায় পরিবার। গতকাল দেহ উদ্ধারের খবর শুনে পরিবারের তরফে থানায় যোগাযোগ করা হলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারে তারা। পরিবাররে পক্ষ থেকে বলা হয়েছে পুরসভার গাফিলতির কথাও।

প্রসঙ্গত, পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ জানান হয়নি। পুলিশ সূত্রে খবর, বরতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বরতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের তরফে যদি পুরসভা বা যারা কাজের বরাত পেয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে সেই অনুযায়ী মামলা হবে।

কিন্তু কীভাবে গর্তে পড়ে গেলেন সুপর্ণা? জানা গিয়েছে, পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের কাজ সম্পূর্ণ হওয়ার পরে মাটি এবং বালি দিয়ে কিছুদিন জায়গাকে ঢেকে রাখা হয়। বর্ষাকালে নিচের অংশ ধসে যাচ্ছে কিনা সেই বিষয়ে দেখার জন্যই এই অবস্থায় রাখা হয়।

আরও পড়ুন: চুলের স্বাস্থ‍্য থেকে হার্ট, ফুসফুস, হাজারো রোগ দূরে রাখে! রান্নাঘরে অবহেলায় পড়ে এই ‘সুপারফুড’, গরমে সুস্থ থাকতে এখনই খান

তারপরে পুরসভার ইঞ্জিনিয়াররা রাস্তা বানানোর প্রক্রিয়া শুরু করেন। মঙ্গলবার রাতে জলের কাজ শেষ হওয়ায় এই গর্তে মাটি দিয়ে ভর্তি করে কাজ শেষ করেন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। অবশ‍্য পুরসভার কাউন্সিলরের দাবি, জায়গাটি ব্যারিকেড করা ছিল। মৃতা মহিলা মানসিক ভারসাম‍্যহীন হওয়ায় তিনি ব‍্যারিকেড ঠেলে ভেতরে ঢোকেন।

Kolkata Bidhan Sarani: কলকাতার রাস্তায় মাটির নীচে মহিলার পচাগলা দেহ! বিধান সরণিতে রহস্য

কলকাতা:  বিধান সরণিতে পচাগলা দেহ উদ্ধার। কাশি বোস লেনের মুখে কয়েকদিন আগে ট্রাম লাইনের পাশ থেকে পাইপ লাইনের কাজ হয়। শনিবার সকাল থেকেই গন্ধ বেরোতে শুরু করে। তারপরেই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ।

সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে উদ্ধার হওয়া মৃতদেহ এক মহিলার। মৃতার নাম বা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে আসে বটতলা থানার পুলিশ। পুলিশ আসার পরেই মাটি খুঁড়ে এক মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত স্থানীয় কাউন্সিলর ১৭ নম্বর ওয়ার্ডের মোহন গুপ্তাকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: ‘আমি তোকে ঠিক ডেকে নেব’! সাধন নেই, স্ত্রী’র হাত ধরেই জয় তৃণমূলের, সুপ্তিকে বার্তা মমতার

কাশী বোস লেনের উপর রাস্তায় কাজ চলছিল। সেই সময় শ্রমিকরাই রাস্তা খোঁড়ার সময় ওই দেহের কিছু অংশ দেখতে পায়। স্থানীয় সূত্রে খবর, ওই দেহে মুখের মধ্যে কিছু গোঁজা ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী জল, খাবার কোনও কিছু না খেয়েই ৩০ বছর দিব‍্যি বেঁচে থাকতে পারে? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

রাস্তার কাজ চলছে কাশি বোস লেনে ক্ষুদিরাম কলেজের কাছে। সেখানেই গর্ত থেকে একটা পচা গলা দেহ পাওয়া গেছে। উদ্ধার হওয়ার পর দেহ পার্শবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি এখনও শনাক্ত করা যায়নি।

Unidentified Body Recover: সাত সকালে স্টেশনে গিয়েই বীভৎস দৃশ্যের মুখোমুখি! রেল লাইনের দিকে তাকাতেই…

পশ্চিম বর্ধমান: সকাল সকাল স্টেশনে ট্রেন ধরতে এসে চমকে উঠলেন সবাই। সাতসকালে হঠাৎ এমন দৃশ্য দেখে সকলেই ভয় পান। পানাগড় স্টেশনের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন সকালে পানাগড় স্টেশন সংলগ্ন দুই এবং তিন নম্বর লাইনের মধ্যিখান থেকে উদ্ধার হয় একটি ছিন্নভিন্ন দেহ। রেল লাইনের মাঝে এমন ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে ট্রেন ধরতে আসার যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে।

এই ভয়ঙ্কর দৃশ্যের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় একজনের দেহ দুটি রেল লাইনের মাঝখানে পড়েছিল। সেটি এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে কার দেহ তা বোঝা যায়নি। তবে খবর দেওয়া হলে দ্রুত রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আরও পড়ুন: অজানা জন্তুর আক্রমণ! হঠাৎ উদয় হয়ে পরপর কামড়, আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম

কীভাবে ওই ব্যক্তির দেহ স্টেশনে এল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে রেল পুলিশের অনুমান, রাতের দূরপাল্লার কোনও ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে গিয়ে থাকতে পারেন। রেল লাইনে পড়ে যাওয়ার ফলে গুরুতর আঘাত পান তিনি। আর সেই কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই মৃত ব্যক্তির পরিচয় কী তা জানার চেষ্টা চলছে।

নয়ন ঘোষ

Animal Attack: বৃদ্ধের পচা গলা, খুবলে খাওয়া দেহ উদ্ধার! সাতসকালে শিউরে ওঠার মতো ঘটনা বক্সার জঙ্গলে

আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে উদ্ধার হল এক বৃদ্ধ ব্যক্তির দেহ। পুলিশের অনুমান বন্য প্রাণীর আক্রমণে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধ ব্যক্তির। কালচিনি ব্লকের নিমতি এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এদিন দুপুর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

এদিন বনকর্মীরা টহলের সময় জঙ্গলের ভিতরে ব্যক্তির মৃতদেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে কালচিনি থানার পুলিশ এসে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। ‌

আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কালীচরণ মাহালী তিনি ভাটপাড়া চা বাগানের এ ডিভিশনের বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। তার বাড়ির থেকে যে ছবি ও পোশাকের বিবরণ দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিলেছে এই ব্যক্তির পোশাক।

পুলিশ সূত্রে খবর সম্ভবত বনজন্তুর আক্রমণে মৃত্যু হতে পারে ওই ব্যক্তির। যদিও ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ।
Annanya Dey

Unidentified Body: রামপুরহাট স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ, পরনে শুধু প্যান্ট

বীরভূম: সাত সকালে রামপুরহাট স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বছর ৪২-এর ওই ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রেলযাত্রীরাই প্রথম দেহটি দেখতে পান।

বীরভূমের রামপুরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দ্বিতীয় শ্রেণির যাত্রী প্রতীক্ষালয়ে ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহটি পড়ে থাকতে দেখা যায়। সকাল ১০:৪৫ নাগাদ সেটি প্রথম যাত্রীদের নজরে আসে। তাঁরা খবর দেন জিআরপি-কে। তারা এসে চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক এসে ওই অজ্ঞতাপরিচয় ব্যক্তিকে পরীক্ষা করে জানান তিনি মারা গিয়েছেন।

আর‌ও পড়ুন: ডান-বামে হ্যান্ডশেক, বঙ্গ রাজনীতির সেরা ছবি

এরপর জিআরপি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায়।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। এদিকে জানা গিয়েছে মৃত ব্যক্তির পরনে শুধুমাত্র শুধু প্যান্ট ছিল, কোনও জামা পরে ছিলেন না। তবে তাঁর কাছে একটি বড় ব্যাগ এবং একটি সাইড ব্যাগ পাওয়া গিয়েছে। বড় ব্যাগের মধ্যে ব্যবহৃত বেশ কিছু জামা-কাপড় ছিল। আর সাইড ব্যাগের ভিতর বিভিন্ন কাগজপত্র এবং টাকা-পয়সা উদ্ধার করেছে রেল পুলিশ। ব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এছাড়াও ঐ ব্যাগের মধ্যে একটি কার্ড পাওয়া গেছে যে কার্ডের মধ্যে লেখা রয়েছে ‘শ্যামল হালদার’ বলে একজনের নাম। তবে সেই শ্যামল হালদার এই মৃত ব্যক্তির নাম কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রেল পুলিশের প্রাথমিক অনুমান, তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে স্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

সৌভিক রায়