Tag Archives: bull

Bull Panic: ষাঁড়ের ভয়ে পগারপার! বাড়ির বাইরে বেরোতে চাইছে না কেউ

হুগলি: ষাঁড়ের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। রাস্তায় বেরোলেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, এই বুঝে পিছন থেকে এসে গুঁতিয়ে দিল! ষাঁড়ের এমন দাপটে বেশ কিছু দিন ধরে আতঙ্কিত বলাগড়ের চরকৃষ্ণবাটি পঞ্চায়েতের বেনালিচর এবং পদ্মডাঙা গ্রামের মানুষ। বাড়ির গবাদি পশু দেখলেও আক্রমণ করছে ষাঁড়টি।

ঘাঁড়ের এই তাণ্ডব থেকে রেহাই পেতে পঞ্চায়েতে গণস্বাক্ষর করা দরখাস্ত জমা দিয়েছেন গ্রামবাসীরা। তাতে আবেদন করা হয়েছে, প্রশাসন উদ্যোগ নিয়ে যেন ষাঁড়টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হুগলির এই গ্রামের বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, ষাঁড়টির মাথায় ক্ষত রয়েছে। তা নিয়েও উদ্বেগে গ্রামবাসীরা। তার চিকিৎসার ব্যবস্থা করার আর্জিও তাঁরা জানিয়েছেন। একই মর্মে ই-মেল করা হয়েছে জেলাশাসক, হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি, বলাগড়ের বিডিও, ব্লক পশুপালন আধিকারিককে। বিষয়টি জানানো হয়েছে স্থানীয় থানাকেও।

আর‌ও পড়ুন: জামাইষষ্ঠীর বেচাকেনা পণ্ড, বাজারের মালিকানা নিয়ে সাতসকালে দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার

গ্রামবাসীরা জানান, এলাকায় আগে দুটি ষাঁড় ঘুরে বেড়াত। কয়েক মাস ধরে আরও একটি কালো ষাঁড় এসেছে। আগে দুটি লাল ষাঁড় ফসলের ক্ষতি করেছে। তবে তার থেকেও বেশি চিন্তা কালো ষাঁড়টির মেজাজ নিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাঁড়ের শিংয়ের গুঁতোয় এক জনের হাত কেটেছে। তাড়া খেয়ে পালাতে গিয়ে পাঁচ জন পড়ে আহত হয়েছেন।বেনালিচরের বাসিন্দা দেবাশিস বিশ্বাস বলেন, মাসখানেক আগে আসা কালো ষাঁড়টাকে নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে। ব্লক থেকে জেলাস্তর সকল জায়গায় জানিয়েছি ই-মেল মারফত।

আরও এক বাসিন্দা মাম্পি বিশ্বাস বলেন, আমরা ষাঁড়ের আতঙ্কে বাইরে বেড়োতে পারছি না। তাড়া করছে, মারছে। বাড়ির গবাদি পশু গুলোকে খেতে দিতে দেখলে তাদের উপর আক্রমণ করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ষাঁড়টিকে এখান থেকে নিয়ে যাক। বলাগড় ব্লক প্রাণিসম্পদ বিভাগের আধিকারিক বরুণ মৌলি ফোনে জানান, বিষয়টি আমরা শুনেছি। হয়তো কেউ তাকে আগে আক্রমণ করেছে, তার শিং ধরে ভেঙে দিয়েছে। তাই সে মানুষকে ভয় পেয়ে নিজের আত্মরক্ষার জন্য আক্রমণ করছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ওটাকে ধরে আগে চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে।

রাহী হালদার

Offbeat News: সন্ধ্যার জলখাবারে শিঙাড়া চাই-ই চাই! না পেলেই শিং নিয়ে তেড়ে আসে ‘অভিমানী ভোলা’

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: সন্ধ্যা হলেই ঘড়ি ধরে দোকানে পৌঁছে যায় ভোলা। সন্ধ্যার টিফিন সারা না হওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকে দোকানের সামনেই। টিফিনে দিতে হয় পাউরুটি, মিষ্টি বা নোনতা জাতীয় কিছু। তবে অবোলা ভোলার সবচেয়ে প্রিয় শিঙাড়া। নোনতা শিঙাড়া পেলেই ঘাড় নাড়িয়ে রীতিমতো আনন্দ করে সে। শুধু তাই নয়, ভোলাকে হাতে ধরে খাইয়ে দিতে হয় সন্তানের মত, নয়তো মুখে রোচে না খাবার।

অশোকনগর ৮ নম্বর কালীবাড়ি মোড় সংলগ্ন এই ভোলাকে সকলে চেনেন এক নামে। চারপেয়ে লেজবিশিষ্ট এই ভোলা এক ষাঁড়। এখন এই এলাকার সকলেই ভোলাকে দেখেন আলাদা নজরে। এলাকার স্থানীয় এক মিষ্টির দোকানে সন্ধ্যায় নিয়ম করে আসে ভোলা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, মিষ্টি দেখে মাথা নাড়িয়ে। তবে কাউকে কোনও রকম বিন্দুমাত্র বিরক্ত করে না সে। যত ক্ষণ না মেলে সন্ধ্যার টিফিন, তত ক্ষণ নড়ে না দোকানের সামনে থেকে।

আরও পড়ুন : যন্ত্র ভেঙে হবে চৌচির! বন্ধ হয়ে যাবে মোটর! এই খাবারগুলি ভুলেও ব্লেন্ডারে দেবেন না

তবে ব্যস্ত সময়ে ক্রেতাদের ভয় কাটাতেই, ব্যবসা সামলে দোকান মালিককে বেরিয়ে এসে খাওয়াতে হয় মিষ্টি পাউরুটি অথবা শিঙাড়া। নিজে হাতে খাইয়ে দিলেই ভোলা খুশি চলে যায় অন্যত্র। দোকানদারও সুষ্ঠুভাবে করতে পারেন ব্যবসা। এই এলাকার বহু ব্যবসায়ী এখন ভোলাকে খেতে দেন। তাদের বিশ্বাস ভোলাকে খেতে দিলেই ব্যবসায় লক্ষ্মীলাভ হয় চড়চড়িয়ে। তাই অবোলা প্রাণীকে আর কোনওরকম অবহেলা না করে, এখন এলাকার মানুষ সকাল বিকেল সামর্থ্য অনুযায়ী তুলে দেন আহার। দোকানে আসা ক্রেতারাও কখনও কলা, কখনও সবজি কিনে খাইয়ে দেন তাকে। বিগত কয়েক বছর ধরে ভোলা তাই যেন সকলের কাছের জন হয়ে উঠেছে। ষাঁড়ের এমন কাণ্ড দেখলে রীতিমতো অবাক হতে হয়। সোশ্যাল মিডিয়াতেও ভোলার এই কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল।

Viral News: ষাঁড়ের লড়াই দেখতে হাজির হয়েছিলেন হাজার-হাজার মানুষ, হুড়মুড়িয়ে ভাঙল গ্যালারি, ভাইরাল ভিডিও

#বোগোটা: অন্তত ৬ জন এখনও অবধি মারা গেছেন এবং ২০০-র বেশিজন আহত হলেন এক মর্মান্তিক দুর্ঘটনায়৷ কলম্বিয়াতে বুল ফাইট বা ষাঁড়ের লড়াই অত্যন্ত জনপ্রিয়৷ সেখানই এক ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়৷

কলম্বিয়ার এল এস্পানিয়াল – এ বসেছিল বুল ফাইটের আসর৷ সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন৷ রবিবার সেখানেই হঠাৎ করেই কাঠের বানানো স্ট্যান্ড ভেঙে পড়ে৷  ঘটনাটি ঘটে বোগোটার দক্ষিণ পশ্চিমে ১০০ মাইল দূরে এই ঘটনাটি ঘটেছে৷ এবিসি নিউজে প্রকাশিত হয়েছে এই খবর৷ সেই সংবাদ মাধ্যমকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর দিয়েছে তলিমা সিভিল ডিফেন্স৷

এই খবরে আপাতত যা আপডেট যা মিলেছে তাতে অন্তত ৬ জন ইতিমধ্যেই মারা গেছেন৷ ২০০ জনের বেশি আহত হয়েছে৷ তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এই খবরও জানিয়েছে তলিমা সিভিল ডিফেন্স৷

আরও পড়ুন – West Bengal Weather Update: ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, তৃষিত দক্ষিণবঙ্গে কি বৃহস্পতিবার অবধি পুরোই শুষ্ক, ওয়েদার আপডেট

দেখে নিন জমজমাট বুল ফাইট বা ষাঁড়ের লড়াই দেখার জন্য ভিড়ে ভর্তি স্টেডিয়ামে কীভাবে বড় একটা কাঠের স্ট্যান্ড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ দেখুন ভাইরাল নিউজের ভাইরাল ভিডিও৷

তবে হঠাৎ করে এত বড় স্ট্যান্ড ভেঙে পড়ল তার কারণ অবশ্য এখনও জানা যায়নি৷ এত বড় দুর্ঘটনার থেকে আর কোনও তথ্য এখনও সামনে আসেনি৷

ষাঁড়ের লড়াইয়ের ক্ষেত্রে নিয়ম হল ষাঁড়টিকে মেরে ফেলা হয় প্রতিযোগিতার শেষে৷ এই নিয়েও সাম্প্রতিককালে প্রশ্ন তোলা হয়েছে৷ স্প্যানিশ বলা হয় এমন দেশ মেক্সিকো সিটি এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে৷ বুল ফাইটকে নিয়ে গত কয়েক মাসেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে৷ অ্যাসোসিয়েটেড প্রেস এই খবর করেছে৷

চারটি রাজ্য মেক্সিকোর ইতিমধ্যেই ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করেছে৷  মেক্সিকো সিটিতে এই নিষিদ্ধ করা লড়াই প্রায় ৫০০ বছরের পুরনো ইতিহাসের একটা শেষ ঘোষণা হবে৷