Tag Archives: bag

Jute Bag: প্লাস্টিক সরিয়ে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরিতে রোজগারের দিশা

দক্ষিণ দিনাজপুর: পাট জাত জিনিসের চাহিদা জেলা জুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে। ফলে এই পাট দিয়ে তৈরি জিনিসপত্র বিক্রি করতে বহু মানুষ বালুরঘাট শহরে ভিড় করছেন। আশেপাশের বহু মহিলাদের পাটজাত সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় কয়েক মাস ধরে চলছে এই প্রশিক্ষণ পর্ব। মহিলারা যাতে পাটজাত দ্রব্য সামগ্রী বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন, সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি একাধিক ডিজাইনের ছোট বড় হাতব্যাগ, পুতুল, ফুলদানি সাধারণ মানুষদের মন জয় করেছে।

প্রসঙ্গত, গ্লোবাল ওয়ার্মিংয়ের এই যুগে পরিবেশকে বাঁচানই আমাদের কাছে এক বিরাট চ্যালেঞ্জ। এই অবস্থায় বারবার প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, প্লাস্টিক ব্যবহার ও প্রকৃতিতে মিশে যেতে অক্ষম প্লাস্টিক বর্জ্য সাংঘাতিক ক্ষতি করছে পৃথিবীর ভারসাম্যের। আর এই সুযোগেই উঠে আসছে পাটের ব্যাগ তৈরি এবং ব্যবহারের চল। পাট যথেষ্ট পরিবেশ বান্ধব। পাটের সূক্ষ সেলুলোজকে প্রক্রিয়াজাত করে তৈরি করা এই ব্যাগ সহজেই মাটির সঙ্গে মিশে যায়। কোন‌ওরকম পরিবেশ দূষনের সম্ভাবনা নেই। তাই পাটের তৈরি এইসব ব্যাগের বহুল ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: মুষলধারে বৃষ্টির সুযোগে চা বাগান শ্রমিকদের বাড়ি তছনছ করল বুনো হাতি

এমনকি বর্তমানে মহিলাদের স্বনির্ভর করতে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল পাট দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা। দেশের পাশাপাশি পাটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারে‌ও। দূষণ রুখতে পরিবেশ বান্ধব পাটের ব্যবহার বাড়াতে উৎসাহ জোগাচ্ছে সরকার‌ও। এই সকল জিনিস তৈরির প্রশিক্ষণ দিচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। আর সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলাদের। সহজলভ্য পাটের কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠছেন তাঁরা।

সুস্মিতা গোস্বামী

Missing Bag Return: স্কুটি থেকে পড়ে যাওয়া ব্যাগ খুলতেই হাঁ সকলে! অভিবাবকরা ফিরিয়ে দিলেন ‘কুবেরের ধন’

উত্তর ২৪ পরগনা: লক্ষাধিক টাকার সম্পত্তির নথি সহ বান্ডিল বান্ডিল নগদ টাকা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিয়ে নজির গড়লেন অভিভাবকরা। গোবরডাঙা থানা এলাকার বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের অভিভাবকরা এই দুর্দান্ত সততার পরিচয় দিয়েছেন। সন্তানদের স্কুলে ঢুকিয়ে দিয়ে তাঁরা রাস্তায় দাঁড়িয়েছিলেন। আর তখনই সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া এক ব্যক্তির স্কুটি থেকে ব্যাগ পড়ে যেতে দেখেন। এরপর চিৎকার করে ওই ব্যক্তিকে দাঁড় করানোর চেষ্টা করলেও লাভ হয়নি। তিনি শুনতে না পেয়ে দ্রুত গতিতে বেরিয়ে যান। এরপর পড়ে যাওয়া ব্যাগ খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সকলের!

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয় প্রসূতিদের!

ওই ব্যাগ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন অভিভাবকরা। কিন্তু তাতেও ওই ব্যক্তি না ফেরায় ব্যাগ নিয়ে কী করবেন তা ভেবে দুশ্চিন্তায় পড়েন। শেষে দ্বারস্থ হন গোবরডাঙা থানার। পুলিশ আধিকারিকদের সহযোগিতায় খুঁজে বার করা হয় হারিয়ে যাওয়া ব্যাগের মালিককে। ব্যাগে থাকা নথি ও টাকা হারিয়ে তখন রীতিমত ঘেমে নেয়ে একশা হওয়ার দশা ওই ব্যক্তির। পুলিশের ফোন পেয়ে তিনি ছুটে আসেন গোবরডাঙা থানায়।

পুলিশ আধিকারিকেরা ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে একটি দলিল সহ নগদ কয়েক হাজার টাকা। সেই নথি থেকেই পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে খোঁজ মেলে ব্যাগের আসল মালিকের। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই ব্যক্তি। ধন্যবাদ দেন স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ পুলিশ কর্মীদেরও। জানান, তাঁদের জন্যই বড় বিপদ থেকে রক্ষা পেলেন।

রুদ্রনারায়ণ রায়

Sitalpati: এই গরমে বাজার মাতাচ্ছে শীতলপাটির জুতো-ব্যাগ-টুপি

শিলিগুড়ি: ঝালকাঠির বহুকালের পুরোনো ঐতিহ্য শীতলপাটি। একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে অতিথি এলে তাকে বসতে দেওয়া হত শীতলপাটিতে। গৃহকর্তার বসার জন্যও ব্যবস্থা থাকত এই বিশেষ পাটিতে। তবে সেই শীতল পাটির এখন আর তেমন বাজার নেই। তাই শীতল পাটি দিয়ে জুতো, টুপি, ব্যাগের মত নানান সামগ্রী তৈরি করেই সংসার চলছে এই মহিলাদের।

গরমের হাত থেকে বাঁচতে এসি মেশিন চলে আসার পর থেকেই শীতল পাটিতে মন্দা চলছে। তবে আজ‌ও গরম আসতেই চাহিদা হয় শীতল পাটির। তবে এখন চাহিদার ধরণ বদলেছে। আর তাই পাটির সঙ্গে তৈরি হচ্ছে বেত পাটি দিয়ে ব্যাগ, জুতো, ফাইল, টুপি সহ ঘর সাজানোর অনেক উপকরণ। তাই একসময় হারিয়ে যেতে থাকলেও শীতলপাটি শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: সাইকেল নিয়ে দিনমজুরের অবাক কাণ্ড

কোচবিহারের ধলুয়াবাড়ি হল পাটি শিল্পীদের পীঠস্থান। সেখানে প্রায় সবাই এই পাটি নিয়ে পড়ে থাকেন। গোটা জেলায় ত্রিশ হাজারেরও বেশি শিল্পী এই পাটি শিল্পের সঙ্গে যুক্ত। তবে আধুনিকতার সঙ্গে এখন তাঁরাও নতুন নতুন জিনিস তৈরি করছেন। নতুন নতুন সৃজন আসায় এর চাহিদা বাড়ছে। শীতল পাটির দাম একটু বেশি হওয়ায় সেগুলি কেউ কিনতে না চাইলেও শীতল পার্টির দিয়ে তৈরি জুতো, চপ্পল , ব্যাগ এগুলি মানুষে বেশ পছন্দ করছেন।

অনির্বাণ রায়