Tag Archives: Coochbehar News

সব পড়ুন কোচবিহারের খবর (Cooch Behar News)  এখানে

Durga Puja 2024: ‘ললিত কলায় লোকশিল্প’ থিমেই বিশেষ চমক কোচবিহারের এই ক্লাবের! জানুন বিস্তারিত

কোচবিহার: ইতিমধ্যেই পুজোর তোরজোড় চলছে গোটা জেলা জুড়ে। তবে বিগত কয়েক বছর ধরে ভাল মানের দুর্গাপুজো শুধুই উঠে আসছিল দিনহাটা মহকুমা থেকে। তবে এবার জেলা কোচবিহারের সদর শহরেও রয়েছে একের পর এক আকর্ষণীয় সমস্ত দুর্গাপুজো। ইতিমধ্যেই সেই পুজোগুলির থিমের কাজ চলছে দ্রুত গতিতে। চলতি বছরে ভেনাস স্কোয়ার ক্লাবের পুজো আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। স্বল্প বাজেটের থিম থাকলেও, নজরকাড়া আকর্ষণ থাকছে থিমের মধ্যে। তাই এখন থেকেই এই ক্লাবের পুজোকে কেন্দ্র করে সকলের আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

পুজো কমিটির সম্পাদক সায়ন্তন হোড় জানান, এবার দুর্গাপুজোয় তাঁদের ক্লাবের পুজোর বাজেট রয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। যদিও অন্যান্য পুজো কমিটির চাইতে তাঁদের বাজেট কম। তবুও স্বল্প বাজেটে যে ভাল পুজো সকলকে উপহার দেওয়া সম্ভব সেই চেষ্টাই তাঁরা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধৃত এইট পাশ যুবক! কোন ছকে ফাঁদে ফেলতেন?

থিম আর্টিস্ট শৌভিক ভৌমিক জানান, “ললিতকলায় লোকশিল্প এবার পুজোর  থিম ভেনাস স্কয়ার ক্লাবের পুজোয়। এই ধরনের থিম প্রথম জেলা কোচবিহারে আয়োজন করা হচ্ছে, যা সকল দর্শনার্থী ও পুর্ন্যার্থীদের নজর আকর্ষণ করবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। সম্পূর্ণ থিমের কাজ করা হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে। আঠার মধ্যেও ব্যবহার করা হচ্ছে গদের আঠা। তাই পরিবেশরক্ষার এক অনন্য বার্তাও দেওয়া হচ্ছে এই থিমের মাধ্যমে। সকলের এই থিম দারুণ পছন্দ হবে। পুজোর কিছু দিন আগেই এই পুজো মণ্ডপ সকলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

চলতি বছরে এবার একাধিক ভাল মানের পুজো রয়েছে কোচবিহার জেলায়। তবে সদর শহরের পুজোগুলি এবার অন্য মাত্রা পেতে চলেছে। এবারে ভাল থিমের বিষয়ে তুলে আনা হয়েছে কোচবিহার সদর শহরের পুজোগুলিতে।

Viral Chop Shop:পকেটে ১০টাকা থাকলেই ভরবে মন! অবাক স্বাদের খনি এই চপের দোকানে উপচে পড়ছে ভিড়

কোচবিহার: কোচবিহারে এক অভিনব চপের দোকান! সন্ধে  নামলেই এই চপের দোকানের সামনে ভিড় জমছে বহু ক্রেতার। কেনই বা ক্রেতারা বারবার ছুটে আসছেন এই দোকানে?

স্থানীয় বাসিন্দারা জানান, এই দোকানের চপ দারুণ সুস্বাদু ও ভাল মানের, যা ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। মাত্র এক মাস আগে শুরু হয়ে এই চপের দোকান দারুণ ব্যবসাও করছে। মাত্র দশ টাকা দামেই অনেক ধরনের চপ মেলে এই দোকানে।

দোকানের কর্ণধার সুমন মন্ডল জানান,  এই দোকান এক মাস হয়েছে তিনি শুরু করেছেন। তবে দোকানে ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন। সন্ধে হলেই চপ বিক্রি শুরু করেন তিনি। প্রতিদিন বহু মানুষ এই দোকানে আসছেন সুস্বাদু চপের স্বাদ নিতে। কেউ কেউ তো আবার প্যাকেট করেও নিয়ে যাচ্ছেন বাড়িতে। তবে দিনে তিনি প্রায় ৪০০ থেকে ৫০০টি চপ সহজেই বিক্রি করে ফেলছেন। চপের সুখ্যাতি শুনে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এই দোকানে।

ক্রেতা জয়দেব সরকার বলেন, “এই দোকানের চপ অন্যান্য দোকানের চপের চাইতে অনেকটাই ভাল মানের। এছাড়া দারুণ সুস্বাদু ।”

তবে এই অগ্নিমূল্যের বাজারে মাত্র ১০ টাকা দিয়ে এত রকমারি চপ কী ভাবে দিচ্ছেন বিক্রেতা? এই প্রশ্ন কিন্তু সকলের মনের মধ্যেই উঠছে। তবে বিক্রেতার দাবি, তিনি অধিক লাভ না রেখে, সামান্য লাভে ক্রেতাদের ভাল মানের জিনিস খাওয়াচ্ছেন। তাই তিনি এত কম দামে চপ বিক্রি করতে পারছেন। গোয়ালা পট্টি এলাকার তারা মহলের ঠিক উল্টোদিকে এই চপের দোকান। পকেটে মাত্র দশ টাকা থাকলেই এই চপের স্বাদ নিতে পারেন! মাটন থেকে চিকেন কী নেই!

আরও পড়ুন- বন্যার সতর্কতা ৪ জেলায়! ডিভিসি না বলেই জল ছাড়ল কেন? কড়া বার্তা নবান্নর

একবারে রাত পর্যন্ত চলছে এই দোকানের কর্মকাণ্ড। গরম কিংবা বৃষ্টি যে কোনও সময়ে এই চপের দোকানের চাহিদা কিন্তু কমতে দেখা যাচ্ছে না। শুধুই জেলার নয় জেলার বাইরের বহু মানুষও এখানে আসছেন এই বিশেষ সুস্বাদু চপের স্বাদ নিতে।

সার্থক পন্ডিত 

Twin calves of cow: যমজ বাছুরের জন্ম দিল গরু! বিরল ঘটনা দেখতে হইহই পড়ল গোটা এলাকায়

কোচবিহার: কোচবিহারের জেলার দেওয়ানহাট এলাকার এক বাড়িতে একটি গরু যমজ বাছুরের জন্ম দিল। ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা এলাকায়। এই ধরনের ঘটনা খুব একটা বেশি চোখে পড়ে না। গরুর যমজ বাচ্চা হওয়ার প্রবণতা থাকে একেবারেই কম। তাই এমন ঘটনা ঘটায় এলাকার মানুষেরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। বহু মানুষ ভিড় জমাচ্ছেন বাড়িতে। বাছুর দু’টির গায়ের রং এবং দেখতে একই রকম। তবে দুটির লিঙ্গ কিন্তু আলাদা, একটি এঁড়ে বাছুর এবং অন্যটি বকনা বাছুর (একটি পুরুষ এবং একটি মহিলা)। আর এই ভিন্ন লিঙ্গের জন্ম নেওয়ার বিষয়টি আরও বিরল। গরুটির মালিকের বাড়িতে রীতিমতো আনন্দ উৎসব চলছে এই ঘটনাকে কেন্দ্র করে।

আরও পড়ুন: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা

গরু পালনকারী নারায়ণ রায় জানান, প্রায় ১০-১৫ দিন আগে তাঁর বাড়ির গরুটি দুই বাছুরের জন্ম দেয়। একটি মেয়ে বাছুর এবং অন্যটি ছেলে। দীর্ঘ সময় ধরে গরু পালন করছেন তিনি। তবে এমন ঘটনা তিনি কোনও দিন দেখেননি। তাই এই ঘটনা ঘটার পর রীতিমতো অবাক হয়ে যান তিনি। পরিবারের বাকি সদস্যরাও ঘটনার কথা জানতে পেরে উৎসাহিত হয়ে পড়েন। তারপর থেকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকার লোকের মুখে মুখে। বাছুর দু’টিকে দেখতে প্রতিনিয়ত বহু মানুষ তাঁদের বাড়িতে আসছেন। শুধু তাই নয়, বাছুর দু’টি সম্পূর্ণ সুস্থ রয়েছে, জন্মের সময়ও সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই বাছুর দু’টি জন্ম নিয়েছে।

এলাকার স্থানীয় বাসিন্দা দীলিপ মজুমদার জানান, এলাকার স্থানীয় মানুষরাও এই ঘটনা এই প্রথম দেখার সুযোগ পেলেন, ফলে এলাকার মানুষের মধ্যেও একটা আলাদা উদ্দীপনা কাজ করছে। প্রতিনিয়ত বহু মানুষ উৎসাহিত ভাবে ওই গৃহস্থ বাড়িতে ভিড় জমাচ্ছেন। এমন বিরল ঘটনা এলাকায় কিংবা কোচবিহারে আগে কোনদিনও ঘটেনি বলে দাবি দীলিপ মজুমদারের।

পশু চিকিৎসক রাজকুমার রায় বলেন, “সাধারণভাবে গরুর যমজ সন্তান জন্ম নেওয়ার বিষয়টি খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তার উপর এই ক্ষেত্রে আবার দু’টি ভিন্ন লিঙ্গের, ফলে ঘটনাটি একেবারেই বিরল।”