Tag Archives: Cyclone Dana Update

Cyclone Dana: ঘূর্ণিঝড় ‘দানা’ কতটা বিপজ্জনক? কখন ল্যান্ডফল করবে? নামকরণ কীভাবে? জেনে নিন বিস্তারিত

কলকাতা: ঋতুপর্ণ ঘোষ একদা লিখেছিলেন মন খারাপ হলে কুয়াশা হয়। আবার, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মতে ডিপ্রেশনের বাংলা না কি নিম্নচাপ! কথাগুলোর ওঠার কারণ নিম্নচাপের দুর্যোগ যেন আর কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। সবাই বলবেন বিপদ যখন প্রাকৃতিক, তখন তা প্রকৃতির খেয়াল বলে মেনে নিতেই হবে। তবে উৎসবের মরশুমে নিম্নচাপ, বৃষ্টি ঘনিয়ে এলে মন খারাপ হয় বইকি। দুর্গাপুজোয় সেই আশঙ্কার মেঘ ঘনাতে ঘনাতেও কেটে গিয়েছে। এবার নজর কালীপুজোয়। তবে তার আগে সব নজর ঘূর্ণিঝড় ‘দানা’-য় ৷

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

বুধবার রাতেই শক্তি বাড়বে ঘূর্ণিঝড় ‘দানা’র। রাত সাড়ে ১১টার পর তা ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে, জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সকালের মধ্যে শক্তি আরও বাড়বে। এই মুহূর্তে ‘দানা’র প্রভাবে সমুদ্রের উপর ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় বাড়বে বৃষ্টির পরিমাণ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দুই রাজ্যেই ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও ব্যাপক প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন– ‘গুলি আমি চালাইনি’, কৃষ্ণসার হত্যা নিয়ে সলমনের মন্তব্যে নতুন করে তোলপাড় নেটদুনিয়া !

‘দানা’ গত দুই মাসে ভারতীয় উপকূলে আছড়ে পড়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। এর আগে অগাস্টের শেষ দিকে এসেছিল ‘আসনা’। তবে ঘূর্ণিঝড়গুলির নামের বাহার সত্যিই নজর টানে। যেমন তিতলি, বিপর্যয়, নিসর্গ, ফণি ইত্যাদি।

ঝড়ের তীব্রতা: ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি। যা সর্বাধিক ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত বাড়তে পারে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে ঝড় আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে।

‘দানা’-র প্রকোপ থেকে পশ্চিমবঙ্গের কিছু অংশ আংশিকভাবে রেহাই পেলেও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ডাউন টু আর্থ-এর তথ্য থেকে জানা যাচ্ছে, বালেশ্বরের কাছাকাছি বিশেষ করে ধামরা বন্দরের কাছে ‘দানা’ আছড়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাব্য অঞ্চল থেকে কলকাতা অনেকটাই দূরে। তবে এর প্রভাব তিলোত্তমাতেও পড়বে। আবহাওয়াবিদরা বলছেন, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর সকালে এই শহরেও ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় ভারতীয় আবহাওয়া দফতরের ন্যাশনাল বুলেটিনে বলা হয়েছে, “পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ গত ৬ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ৭ কিমি প্রতি ঘণ্টা বেগে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টায় এটি এই অঞ্চলে কেন্দ্রীভূত ছিল… পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় ৬৯০ কিমি দক্ষিণ-পূর্বে, সাগরদ্বীপ (পশ্চিমবঙ্গ) থেকে ৭৪০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং খেপুপাড়া (বাংলাদেশ) থেকে ৭১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।”

আরও পড়ুন– প্রভাসকে ভালবেসে আর বিয়েই করলেন না, কোন দুই নায়িকার কথা উঠল নায়কের জন্মদিনে বুঝতে পারছেন?

বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে, “২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বাধিক ৬০ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে।” এরপর ধীরে ধীরে গতিবেগ বাড়বে, “২৪ অক্টোবর সকালে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা থেকে সর্বাধিক ৮০ কিমি প্রতি ঘণ্টা এবং ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা থেকে সর্বাধিক ১২০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাবে। এরপর ধীরে ধীরে গতি কমে আসবে।”

পাশাপাশি বলা হয়েছে, “২৩ অক্টোবর সন্ধ্যা থেকে সমুদ্রের আবহাওয়া অশান্ত থেকে অতি অশান্ত হয়ে উঠতে পারে। ২৪ অক্টোবর সকাল থেকে ২৫ অক্টোবর দুপুর পর্যন্ত আবহাওয়া উচ্চ থেকে অতি উচ্চ হতে পারে। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে।” এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন– পদোন্নতি, বেতনবৃদ্ধি, সম্পত্তিলাভ; এই বছরের ধনতেরস বদলে দেবে ভাগ্য ! এখনই জেনে নিন কী ঘটতে চলেছে

‘দানা’ নামকরণ

WMO-এর ক্রান্তীয় সাইক্লোন নামকরণ পদ্ধতি অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দানা’-এর নামকরণ করেছে কাতার। আরবিতে ‘দানা’ শব্দের অর্থ উদারতা। অঞ্চলের প্রচলিত নিয়ম অনুযায়ী ক্রান্তীয় সাইক্লোনের নামকরণের প্রস্তাব দেওয়া হয়।

ত্রাণ ব্যবস্থা

ইতিমধ্যেই ওড়িশায় ২০টি এবং পশ্চিমবঙ্গে ১৪টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে নৌবাহিনী এবং কোস্ট গার্ডও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের হলদিয়া এবং ওড়িশার পারাদ্বীপে হেলিকপ্টার এবং দূরবর্তী অপারেটিং স্টেশন তৈরি করেছে ভারতীয় কোস্ট গার্ড। ওড়িশা সরকারের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ২০টি এনডিআরএফ দলের পাশাপাশি ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স (ওড্রাফ)-এর ৫১টি দল এবং ১৭৮টি অগ্নিনির্বাপক দলও ঝুঁকিপূর্ণ অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

ওড়িশা সরকার ১৪টি জেলার ৩,০০০ গ্রাম থেকে ১০ লক্ষের বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ১৪টি জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

IMD Weather Update: সাগর থেকে ৫৫০ কিমি দূরে শক্তি বাড়িয়েছে ‘দানা’-র ঘূর্ণি! ঝড়ে সবচেয়ে বেশি প্রভাব বাংলার কোন জেলায়? সতর্ক করল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল মঙ্গলবারই। বুধবার তা থেকে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় 'দানা'। বৃহস্পতিবার ভোরেই তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল মঙ্গলবারই। বুধবার তা থেকে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার ভোরেই তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা, হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সাগর থেকে ৫৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা, হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সাগর থেকে ৫৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে অবস্থান করবে। পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। আশঙ্কা ঝড়ের গতিবেগ ৭০ থেকে ৮০ এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে অবস্থান করবে। পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। আশঙ্কা ঝড়ের গতিবেগ ৭০ থেকে ৮০ এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।
উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার তীব্র ঘূর্ণিঝড় হিসাবে পরিণত হবে দানা। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বইবে। গতি বেড়ে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।
উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার তীব্র ঘূর্ণিঝড় হিসাবে পরিণত হবে দানা। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বইবে। গতি বেড়ে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। তবে সাধারণত খালি করে দেওয়া হয় এই সময়। সেটা খুব দরকার। তবে কাঁচ ভেঙে বিপদ বাড়বে। ব্রিজ লাইন করা মানে লরি বা বড় গাড়ি৷ হাওয়ায় চাকা দিয়ে লোড সেখানে যায়৷ ফলে উঠতে দেওয়া উচিত নয় দমকা হাওয়ায়৷ ছোট গাড়িতে বিপদ কম। আর ছোট গাড়িতে লোড স্ট্রেস হয় না।
যে কোনও শেড এই ঝড়ে ক্ষতিকারক। হাওয়া তলা দিয়ে ঢুকে শেডে ধাক্কা মারে। ফলে শেড পড়ে যায় না৷ শেড উড়ে যায়৷
এরপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ১০০-১২০ কিমি প্রতি বেগে ঝড়ের সতর্কতা। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে কোথাও ঝড় ল্যান্ডফল করবে বলে মনে করা হচ্ছে।
এরপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ১০০-১২০ কিমি প্রতি বেগে ঝড়ের সতর্কতা। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে কোথাও ঝড় ল্যান্ডফল করবে বলে মনে করা হচ্ছে।
বুধবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা।
বুধবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা।
এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে।
ঝড়ের প্রভাবে শহরের ব্যস্ত রাস্তায় ভেঙে পড়তে পারে গাছ। অপেক্ষাকৃত নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। যার জেরে ব্যাহত হতে পারে যান চলাচল। শনিবারও শহরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
ঝড়ের প্রভাবে শহরের ব্যস্ত রাস্তায় ভেঙে পড়তে পারে গাছ। অপেক্ষাকৃত নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। যার জেরে ব্যাহত হতে পারে যান চলাচল। শনিবারও শহরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (রিপোর্টার– বিশ্বজিৎ সাহা)

Cyclone Dana update: উড়বে না কোনও বিমান, দানার আশঙ্কায় কতক্ষণ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর? বড় ঘোষণা

ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় এবার কলকাতা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় এবার কলকাতা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (২৪.১০.২৪) সন্ধে ৬টা কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হবে৷
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (২৪.১০.২৪) সন্ধে ৬টা কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হবে৷
শুক্রবার (২৫.১০.২৪) সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে৷
শুক্রবার (২৫.১০.২৪) সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামিকাল থেকেই কলকাতার আবহাওয়ার অবনতি হবে৷ বিকেলের পর কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠবে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামিকাল থেকেই কলকাতার আবহাওয়ার অবনতি হবে৷ বিকেলের পর কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠবে৷
সতর্কবার্তায় হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
সতর্কবার্তায় হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
এর সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর৷
এর সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর৷
ঘূর্ণিঝড় দানার কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি বৈঠক সেরে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ অতীতেও ঘূর্ণিঝড়ের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে৷
ঘূর্ণিঝড় দানার কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি বৈঠক সেরে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ অতীতেও ঘূর্ণিঝড়ের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে৷

Cyclone Dana Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়! আবহাওয়ার খেলা শুরু! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কতদিন? দিন-তারিখ বলে দিল আলিপুর

ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রভাব পড়বে একাধিক জায়গায়। ‌প্রভাব পড়তে পারে জেলা পুরুলিয়াতেও। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। এই দিন সকাল থেকেই হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছে গোটা জেলা জুড়ে।
ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। প্রভাব পড়বে একাধিক জায়গায়। ‌প্রভাব পড়তে পারে জেলা পুরুলিয়াতেও। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। এই দিন সকাল থেকেই হালকা মেঘলা আকাশ দেখা গিয়েছে গোটা জেলা জুড়ে।
প্রবল ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়া এমনটাই পূর্বাভাস মিলেছে। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ক্রমাগত। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
প্রবল ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়া এমনটাই পূর্বাভাস মিলেছে। তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ক্রমাগত। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
বিগত দিনের তুলনায় তাপমাত্রায় পারদ খানিকটা কম রয়েছে।‌ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ‌ হালকা ঠান্ডার আমেজ রয়েছে গোটা জেলা জুড়ে।
বিগত দিনের তুলনায় তাপমাত্রায় পারদ খানিকটা কম রয়েছে।‌ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ‌ হালকা ঠান্ডার আমেজ রয়েছে গোটা জেলা জুড়ে।

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় দানা। এর প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর মধ্যে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা।
বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় দানা। এর প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এর মধ্যে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা।
পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ‌ সেই তালিকায় থাকছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়েছে প্রশাসনিক নজরদারি।
পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ‌ সেই তালিকায় থাকছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়েছে প্রশাসনিক নজরদারি।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে না উত্তরে। মোটের উপর উত্তরের আবহাওয়া ঠিক ঠাক থাকছে। ‌ উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। কিছুটা স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গ।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে না উত্তরে। মোটের উপর উত্তরের আবহাওয়া ঠিক ঠাক থাকছে। ‌ উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। কিছুটা স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গ।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণের একাধিক জেলায় সর্তকতা জারি করা হয়েছে। ‌ হলুদ সতর্কতা রয়েছে জেলা পুরুলিয়ায়। পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনিকভাবে।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণের একাধিক জেলায় সর্তকতা জারি করা হয়েছে। ‌ হলুদ সতর্কতা রয়েছে জেলা পুরুলিয়ায়। পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনিকভাবে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Digha: দিঘার সমুদ্রে চরম সতর্কতা! সাইক্লোনের আগে উত্তাল ঢেউ! আচমকা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ল ‘এঁরা’! তোলপাড়

*দীপাবলীর আকাশে 'দানা'-র অশনি সংকেত। বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আর শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে উপকূলে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ওড়িশার উপকূল। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*দীপাবলীর আকাশে ‘দানা’-র অশনি সংকেত। বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আর শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে উপকূলে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ওড়িশার উপকূল। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*হাওয়া অফিসের রিপোর্টে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রথম থেকেই তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এবার দিঘায় নামল এনডিআরএফ। ফাইল ছবি। 
*হাওয়া অফিসের রিপোর্টে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রথম থেকেই তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এবার দিঘায় নামল এনডিআরএফ। ফাইল ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় তিনটি এনডিআরএফ টিম জেলায় এসেছে। একটি টিম থাকবে হলদিয়ায়, একটি এগরায় এবং বাকি এনডিআরএফ দলটি থাকবে রাজ্যের পর্যটন কেন্দ্র দিঘায়। ফাইল ছবি। 
*পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় তিনটি এনডিআরএফ টিম জেলায় এসেছে। একটি টিম থাকবে হলদিয়ায়, একটি এগরায় এবং বাকি এনডিআরএফ দলটি থাকবে রাজ্যের পর্যটন কেন্দ্র দিঘায়। ফাইল ছবি।
*২৩ অক্টোবর বুধবার সকালেই এনডিআরএফ টিম দিঘা সৈকত জুড়ে মাইকিং শুরু করল। এনডিআরএফ দল ঝড়ে সতর্কতা হিসেবে দিঘা সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের চলাফেরায় প্রতিহত করতে তৎপরতা শুরু করেছে। এর পাশাপাশি সৈকত জুড়ে নজরদারি চালাচ্ছে এনডিআরএফ টিম। ফাইল ছবি। 
*২৩ অক্টোবর বুধবার সকালেই এনডিআরএফ টিম দিঘা সৈকত জুড়ে মাইকিং শুরু করল। এনডিআরএফ দল ঝড়ে সতর্কতা হিসেবে দিঘা সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের চলাফেরায় প্রতিহত করতে তৎপরতা শুরু করেছে। এর পাশাপাশি সৈকত জুড়ে নজরদারি চালাচ্ছে এনডিআরএফ টিম। ফাইল ছবি।
*হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বুধবার বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশই উত্তর-পশ্চিম অভিমুখে উপকূলের দিকে এগিয়ে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি। 
*হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বুধবার বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশই উত্তর-পশ্চিম অভিমুখে উপকূলের দিকে এগিয়ে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি।
*আবহাওয়াবিদদের অনুমান, এই ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর সকালে উপকূলে আছড়ে পড়তে পারে। ওড়িশার ভদ্রকের কাছাকাছি জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ফাইল ছবি। 
*আবহাওয়াবিদদের অনুমান, এই ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর সকালে উপকূলে আছড়ে পড়তে পারে। ওড়িশার ভদ্রকের কাছাকাছি জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ফাইল ছবি।
*এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় আশি থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়েরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। 
*এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় আশি থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝড়েরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
*ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আগে থেকেই তৎপরতা শুরু করেছে। এবার দিঘায় নামল এন ডি আর এফ টিম। এনডিআরএফ টিমের সদস্যরা জানান, 'দিঘায় সমুদ্র সৈকতে পর্যটকদের ধারে কাছে আসতে দেওয়া হচ্ছে না। সমুদ্রে পর্যটকেরা যাতে নামতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সব রকমের প্রস্তুতি সারা।' ফাইল ছবি। 
*ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আগে থেকেই তৎপরতা শুরু করেছে। এবার দিঘায় নামল এন ডি আর এফ টিম। এনডিআরএফ টিমের সদস্যরা জানান, ‘দিঘায় সমুদ্র সৈকতে পর্যটকদের ধারে কাছে আসতে দেওয়া হচ্ছে না। সমুদ্রে পর্যটকেরা যাতে নামতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সব রকমের প্রস্তুতি সারা।’ ফাইল ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগাম সর্তকতা হিসেবে উপকূলবর্তী অঞ্চলের প্রায় দেড়-দু'লক্ষ মানুষকে প্রাথমিকভাবে আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। ফাইল ছবি।
*পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগাম সর্তকতা হিসেবে উপকূলবর্তী অঞ্চলের প্রায় দেড়-দু’লক্ষ মানুষকে প্রাথমিকভাবে আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। ফাইল ছবি।

Cyclone Dana warning: কলকাতা, হলদিয়া বন্দরের জন্য জারি হল ৯ নম্বর বিপদ সঙ্কেত, কী এর অর্থ? জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ওড়িশার ভিতর কনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা৷
বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ওড়িশার ভিতর কনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা৷
তীব্র এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই কলকাতা এবং হলদিয়া বন্দরের জন্য ৯ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ কিন্তু এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ কী?
তীব্র এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই কলকাতা এবং হলদিয়া বন্দরের জন্য ৯ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ কিন্তু এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ কী?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ খুবই বিপজ্জনক৷ সাধারণত কোনও ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যদি কোনও বন্দর পড়ে, তাহলেই এই সতর্কবার্তা জারি করা হয়৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এই ৯ নম্বর বিপদ সঙ্কেতের অর্থ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ খুবই বিপজ্জনক৷ সাধারণত কোনও ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যদি কোনও বন্দর পড়ে, তাহলেই এই সতর্কবার্তা জারি করা হয়৷
বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যে এলাকা পড়ে, সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে বেশি হয়৷ সেই কারণেই ওড়িশায় দানা আছড়ে পড়লেও রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় দানার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷
বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথের ডান দিকে যে এলাকা পড়ে, সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে বেশি হয়৷ সেই কারণেই ওড়িশায় দানা আছড়ে পড়লেও রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় দানার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, শক্তির নিরিখে আমফানের তুলনায় দানার তীব্রতা অনেকটাই কম হবে৷ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা ঘূর্ণিঝড় রেমালের সমান হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস৷
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, শক্তির নিরিখে আমফানের তুলনায় দানার তীব্রতা অনেকটাই কম হবে৷ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা ঘূর্ণিঝড় রেমালের সমান হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস৷

Cyclone Dana Alert: আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’, মোকাবিলায় প্রস্তুত শুরু জঙ্গলমহল

ঝাড়গ্রাম: বঙ্গোপসাগর তীরবর্তী দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় “দানা”। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম জেলাতেও। ঘূর্ণিঝড় দানাকে সামনে রেখে  ঝাড়গ্রাম জেলা প্রশাসন, পুলিশ, বনদফতর, স্বাস্থ্য দফতর, কৃষি দফতর, সেচ , বিদ্যুৎ দফতর, পৌরসভা-সহ সমস্ত দফতরকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়।

আরও পড়ুনঃ বিষব্যথায় কাঁদাচ্ছে? খুব বেড়ে গেছে ইউরিক অ‍্যাসিড? এই ৫ কাজ করলেই মাত্র ১০ দিনেই ভ্যানিশ গাঁটে-গাঁটে যন্ত্রণা!

দানা মোকাবিলা করার জন্য ঝাড়গ্রামের খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ঝাড়গ্রামের আটটি ব্লক রয়েছে ৮টি ব্লক প্রশাসনকেই সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে তেমন একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় না তবে ঝড়ের দাপট থাকে। ঝড়ের প্রভাবে বহু জায়গায় গাছ ভেঙে পড়ে ফলে যোগাযোগ বিচ্ছিন্নের পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। দ্রুত রাস্তা পরিষ্কার করার জন্য বেশি সংখ্যক গাছ কাটিং টিম রেডি করা হয়েছে। বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপন করা। এছাড়াও পানীয় জলের সরবরাহ যাতে স্বাভাবিক রাখা যায় সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল বলেন, “ঘূর্ণিঝড় দানা-কে সামনে রেখে সমস্ত দফতর-কে নিয়ে একটি বৈঠক করা হয়। পরিষেবা সচল রাখার জন্য সমস্ত দফতর সক্রিয় থাকছে। ঘূর্ণিঝড়ের সময় এই এলাকায় প্রচুর গাছ ভেঙে পড়ে তাই দ্রুত রাস্তা পরিষ্কার এবং বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখতে বেশি সংখ্যক গাছ কাটিং টিমের রেডি করা হয়েছে। এবং পুরো বিষয়ের উপর প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে।”

অনেক জায়গায় ধান পেকে রয়েছে। কিছু জায়গায় এখনও ধান পাকতে বাকি রয়েছে। কিন্তু মাঠে ভরে রয়েছে ধান। আর দানা ঘূর্ণিঝড়ের কারণে সবথেকে বেশি দুশ্চিন্তায় পড়েছে ধান চাষিরা। ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হতে পারে ধানের।

বুদ্ধদেব বেরা 

Cyclone Dana Alert: সাবধান! আসছে ‘দানা’! এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের আগে-পরে কী করবেন, কী করবেন না? জানুন

হাতে আর কিছুক্ষণ। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে আশঙ্কা, আতঙ্ক৷ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্যোগ৷ কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
হাতে আর কিছুক্ষণ। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে আশঙ্কা, আতঙ্ক৷ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্যোগ৷ কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
১. প্রথমেই, বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বের না হওয়ার চেষ্টা করুন। যদি কোনও কারণে বাড়ির বাইরে থাকেন, তবে খোলা স্থান বা রাস্তায় না থেকে কোনো নিরাপদ স্থান বা দোকানে অবস্থান করুন।
১. প্রথমেই, বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বের না হওয়ার চেষ্টা করুন। যদি কোনও কারণে বাড়ির বাইরে থাকেন, তবে খোলা স্থান বা রাস্তায় না থেকে কোনো নিরাপদ স্থান বা দোকানে অবস্থান করুন।
২. এ সময় গাড়ি চালানো একেবারেই নিরাপদ নয়। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন।
২. এ সময় গাড়ি চালানো একেবারেই নিরাপদ নয়। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন।
৩. রাস্তায় খোলা তার (ক্যাবল) দেখলে তাতে হাত না দিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দিন। জমা জলে পা রাখবেন না, তবে বিদ্য়ুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
৩. রাস্তায় খোলা তার (ক্যাবল) দেখলে তাতে হাত না দিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দিন। জমা জলে পা রাখবেন না, তবে বিদ্য়ুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
৪. ঝোড়ো বৃষ্টিতে কখনোই গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়। কারণ, গাছের ডাল ভেঙে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।
৪. ঝোড়ো বৃষ্টিতে কখনোই গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়। কারণ, গাছের ডাল ভেঙে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।
৫. প্রবল বৃষ্টিপাতের সময় দ্রুত টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বৈদ্যুতিক জিনিসপত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। অন্যথায় চালু থাকা এসব ইলেকট্রনিক পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটাতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
৫. প্রবল বৃষ্টিপাতের সময় দ্রুত টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বৈদ্যুতিক জিনিসপত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। অন্যথায় চালু থাকা এসব ইলেকট্রনিক পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটাতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
৬. বাড়তি সতর্কতা হিসেবে একটি লাইট অন রেখে বাকি লাইট ও ফ্যানের সুইচ বন্ধ রাখতে পারেন। বাড়িতে ওয়াইফাই বা ডিশ লাইন থাকলে তা-ও বিচ্ছিন্ন করে ফেলুন। সেই সঙ্গে বন্ধ করুন রাউটারের সুইচ।
৬. বাড়তি সতর্কতা হিসেবে একটি লাইট অন রেখে বাকি লাইট ও ফ্যানের সুইচ বন্ধ রাখতে পারেন। বাড়িতে ওয়াইফাই বা ডিশ লাইন থাকলে তা-ও বিচ্ছিন্ন করে ফেলুন। সেই সঙ্গে বন্ধ করুন রাউটারের সুইচ।
৭. এ সময় কোনও অবস্থায়ই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। এতেও ডিভাইসটি নষ্ট হওয়াসহ ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা।
৭. এ সময় কোনও অবস্থায়ই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। এতেও ডিভাইসটি নষ্ট হওয়াসহ ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা।
৮. বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো অবস্থায় কিংবা প্রবল বৃষ্টিপাতের সময় ঘরে ফোনে কথা বলাও বিপজ্জনক। এ ছাড়া বাইরে অবস্থানকালে এ অভ্যাসে হতে পারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা।
৮. বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো অবস্থায় কিংবা প্রবল বৃষ্টিপাতের সময় ঘরে ফোনে কথা বলাও বিপজ্জনক। এ ছাড়া বাইরে অবস্থানকালে এ অভ্যাসে হতে পারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা।
৯.অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাতের সময় লোডশেডিং হয়ে থাকে। তাই আগে থেকেই নির্দিষ্ট স্থানে রাখতে পারেন মোমবাতি, দিয়াশলাই, টর্চ, চার্জলাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ফার্স্ট এইড বক্স। মজুত কারুন অন্তত ১-২ দিনের জল।
৯.অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাতের সময় লোডশেডিং হয়ে থাকে। তাই আগে থেকেই নির্দিষ্ট স্থানে রাখতে পারেন মোমবাতি, দিয়াশলাই, টর্চ, চার্জলাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ফার্স্ট এইড বক্স। মজুত কারুন অন্তত ১-২ দিনের জল।
১০. ছাদ বা বারান্দায় টব থাকলে, তা সরিয়ে রাখুন। বাড়ির কাচের জানালা পিচবোর্ড দিয়ে আটকে রাখুন। এতে কাচ ভেঙে পড়ার সম্ভাবনা কমবে।
১০. ছাদ বা বারান্দায় টব থাকলে, তা সরিয়ে রাখুন। বাড়ির কাচের জানালা পিচবোর্ড দিয়ে আটকে রাখুন। এতে কাচ ভেঙে পড়ার সম্ভাবনা কমবে।

Cyclone Dana latest update: জন্ম নিয়েই শক্তি বাড়াল দানা, কত গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়?

বঙ্গোপসাগরে জন্ম নিয়েই শক্তি বাড়াল ঘূর্ণিঝড় দানা৷ আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ এর পরই গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়৷
বঙ্গোপসাগরে জন্ম নিয়েই শক্তি বাড়াল ঘূর্ণিঝড় দানা৷ আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ এর পরই গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়৷ ছবি-পিটিআই
ভারতীয় আবহবিজ্ঞান দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত পর্যন্ত পূর্বমধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া  গভীর নিম্নচাপটি ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছিল৷
ভারতীয় আবহবিজ্ঞান দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত পর্যন্ত পূর্বমধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছিল৷
কিন্তু গতকাল রাতের পর থেকেই গতি বাড়িয়ে ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে ওই গভীর নিম্নচাপটি৷ বুধবার ভোরের আগেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়৷
কিন্তু গতকাল রাতের পর থেকেই গতি বাড়িয়ে ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে ওই গভীর নিম্নচাপটি৷ বুধবার ভোরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়৷
আগামিকাল সকালের মধ্যে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হবে৷ ২৪ অক্টোবর রাতে অথবা ২৫ অক্টোবর ভোরের মধ্যেই এই ঘূর্ণিঝড় ওড়িশার ভিতরকনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে৷
আগামিকাল সকালের মধ্যে সেটি  তীব্র ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হবে৷ ২৪ অক্টোবর রাতে অথবা ২৫ অক্টোবর ভোরের মধ্যেই এই ঘূর্ণিঝড় ওড়িশার ভিতরকনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে৷
ধামারা ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশার উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে লাল সতর্কতা জারি করেছে
দানা ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশার উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে লাল সতর্কতা জারি করেছে
তবে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শক্তির বিচারে আমফানের তুলনায় অনেকটাই কম তাণ্ডব চালানোর কথা দানার৷ তবে ক্ষয়ক্ষতি অনেকটাই নির্ভর করে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে৷
তবে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শক্তির বিচারে আমফানের তুলনায় অনেকটাই কম তাণ্ডব চালানোর কথা দানার৷ তবে ক্ষয়ক্ষতি অনেকটাই নির্ভর করে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে৷

Cyclone Dana: ড্রেন থেকে বিদ্যুতের তার, নজরে সব কিছু, ধেয়ে আসছে দানা, তৈরি প্রশাসন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা’| চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে | তার সঙ্গে ঝড় হওয়ারও সম্ভাবনা | বুধবার থেকেই প্রভাব ফেলতে পারে 'দানা' |হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ সামান্য দূরে রয়েছে নিম্নচাপের অবস্থান | বুধবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা | তারপর তার অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হবে৷ এর জেরেই ২৩ তারিখ সন্ধে থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা | (রাকেশ মাইতি)
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’| চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে | তার সঙ্গে ঝড় হওয়ারও সম্ভাবনা | বুধবার থেকেই প্রভাব ফেলতে পারে ‘দানা’ |হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ সামান্য দূরে রয়েছে নিম্নচাপের অবস্থান | বুধবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা | তারপর তার অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হবে৷ এর জেরেই ২৩ তারিখ সন্ধে থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা | (রাকেশ মাইতি)
তবে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোয়।পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য | মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগাম সতর্ক রাজ্য সরকার। ন’টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের | বন্ধ থাকবে ফেরি চলাচল | প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম,এসপিদের |
তবে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোয়।পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য | মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগাম সতর্ক রাজ্য সরকার। ন’টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের | বন্ধ থাকবে ফেরি চলাচল | প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম,এসপিদের |
নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম | এখন‌ও পর্যন্ত মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝ়ড়টি পুরী থেকে সাগরদ্বীপের মাঝে কোন‌ও একটি জায়গায় আছড়ে পড়বে | আর তার আগেই সতর্ক স্কুল শিক্ষা দফতর | ২৩ তারিখ বুধবার থেকে ২৬ তারিখ শনিবার পর্যন্ত নয় জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে | এই ন’টি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা |
নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম | এখন‌ও পর্যন্ত মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝ়ড়টি পুরী থেকে সাগরদ্বীপের মাঝে কোন‌ও একটি জায়গায় আছড়ে পড়বে | আর তার আগেই সতর্ক স্কুল শিক্ষা দফতর | ২৩ তারিখ বুধবার থেকে ২৬ তারিখ শনিবার পর্যন্ত নয় জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে | এই ন’টি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা |
আর তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা সহ বাকি পুরসভাগুলো | দানা মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও | হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন |
আর তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা সহ বাকি পুরসভাগুলো | দানা মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও | হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন |
হাওড়া পুরসভা জানিয়েছে, বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে এবং আর্থিং ঠিকমতো আছে কিনা | বিদ্যুতের তার থেকে প্রাণহানির ঘটনা এড়াতে এই উদ্যোগ | শহরের যেকোনও জায়গায় গাছ পড়ে গেলে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে |ভারী বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য অস্থায়ী পাম্পগুলিও তৈরি থাকবে |
হাওড়া পুরসভা জানিয়েছে, বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে এবং আর্থিং ঠিকমতো আছে কিনা | বিদ্যুতের তার থেকে প্রাণহানির ঘটনা এড়াতে এই উদ্যোগ | শহরের যেকোনও জায়গায় গাছ পড়ে গেলে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে |ভারী বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য অস্থায়ী পাম্পগুলিও তৈরি থাকবে |
এছাড়াও, পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় | ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে | সেই পরিস্থিতি মোকাবিলার জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে |আগামী সপ্তাহে কালীপুজো ও দীপাবলির কারণে শহরজুড়ে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করা হয়েছে | ঘূর্ণিঝড়ের কারণে এই আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করতে বেশ বেগ পেতে হতে পারে পুরসভাকে। তাই সব ধরনের বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাওড়া পুরসভা |
এছাড়াও, পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় | ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে | সেই পরিস্থিতি মোকাবিলার জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে |আগামী সপ্তাহে কালীপুজো ও দীপাবলির কারণে শহরজুড়ে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করা হয়েছে | ঘূর্ণিঝড়ের কারণে এই আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করতে বেশ বেগ পেতে হতে পারে পুরসভাকে। তাই সব ধরনের বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাওড়া পুরসভা |