Tag Archives: Dengue Fever

Dengue Prevention: ডেঙ্গি ঠেকাতে আগেভাগেই ময়দানে এই পুরসভা, রাস্তায় নেমে পুরপ্রধান যা করলেন!

উত্তর ২৪ পরগনা: সোয়াইন ফ্লু ও ডেঙ্গি প্রতিরোধে আগেভাগে উদ্যোগ বসিরহাট পুরসভার। পুর এলাকায় স্বচ্ছতা আনতে নোংরা জলাভূমি পরিষ্কার করা শুরু করেছে তারা। লক্ষ্য একটাই চলতি বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যেন লাগামছাড়া হয়ে না যায়।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে এই এলাকায় নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সোয়াইন ফ্লু। ইতিমধ্যে বাদুড়িয়া ব্লকের শ্রীরামপুর গ্রামে কলেজ পড়ুয়া সহ মোট তিনজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এদিকে বসিরহাট হাসপাতালে ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি আছেন প্রায় ৫০ জন রোগী।

আর‌ও পড়ুন: জঙ্গল-নর্দমা পেরিয়ে যেতে হচ্ছে স্কুল! জেলা সদরের রাস্তার হাল দেখলে চমকে উঠবেন

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে নোংরা আবর্জনা পরিষ্কার করতে পথে নামলেন স্বয়ং পুরপ্রধান অদিতি মিত্র রায় চৌধুরী। পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কামারপুকুর পাড়া এলাকায় প্রায় তিন দশক ধরে দুটি পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়েছিল। সেই পুকুরে ছিল প্লাস্টিকের কঠিন বর্জ্য পদার্থর পাশাপাশি নর্দমার নোংরা আবর্জনা। পুরপ্রধানের উপস্থিতিতে সেগুলি পরিষ্কার করলেন পুরো কর্মীরা। এদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা পরিষ্কার করেন পুরকর্মীরা।

এর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের নাম, পরিচয় ও ঠিকানা লিপিবদ্ধ করছেন পুরকর্মীরা। সেইসঙ্গে জ্বর হলেই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যের রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে পুরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনায় ভর্তি পুকুর পরিষ্কার করে দেওয়ায় খুশির হয়েছে স্থানীয় বাসিন্দারা।

জুলফিকার মোল্যা

Symptoms of Dengue: ভাইরাল জ্বর নাকি ডেঙ্গি? কী করে বুঝবেন? সাবধান! এই ‘উপসর্গ’ দেখলেই ছুটুন ডাক্তারের কাছে

ফের মাথা চাড়া দিয়েছে ডেঙ্গি। ভারতে বর্ষা এলেই ডেঙ্গি রোগের দাপট বেড়ে যায়। ডেঙ্গি জ্বর একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা এডিস মশা থেকে ছড়ায়।
ফের মাথা চাড়া দিয়েছে ডেঙ্গি। ভারতে বর্ষা এলেই ডেঙ্গি রোগের দাপট বেড়ে যায়। ডেঙ্গি জ্বর একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা এডিস মশা থেকে ছড়ায়।
শারদা হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের সহকারি অধ্যাপক ড. শ্রেয় শ্রীবাস্তব বলেছেন, ডেঙ্গি জ্বর হল একটি মশাবাহিত রোগ যা বিশ্বের উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। ‘এডিস এইজিপ্টি’-এর বিভিন্ন প্রজাতির স্ত্রী মশা এই রোগের কারণ। পরিষ্কার জলে এডিস মশা ডিম পাড়ে।
শারদা হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের সহকারি অধ্যাপক ড. শ্রেয় শ্রীবাস্তব বলেছেন, ডেঙ্গি জ্বর হল একটি মশাবাহিত রোগ যা বিশ্বের উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। ‘এডিস এইজিপ্টি’-এর বিভিন্ন প্রজাতির স্ত্রী মশা এই রোগের কারণ। পরিষ্কার জলে এডিস মশা ডিম পাড়ে।
ড. শ্রীবাস্তব ডেঙ্গুর যে লক্ষণগুলি উল্লেখ করেছেন- ডেঙ্গু জ্বর ১০৪ F বা ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জ্বর উঠতে পারে।
ড. শ্রীবাস্তব ডেঙ্গুর যে লক্ষণগুলি উল্লেখ করেছেন- ডেঙ্গু জ্বর ১০৪ F বা ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জ্বর উঠতে পারে।
উপসর্গ: জ্বর-সহ ঠান্ডা লাগা, মাথাব্যথা, পেশি, হাড় বা জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, চোখের পিছনে ব্যথা, গ্রন্থি ফুলে যাওয়া, গায়ে লাল রঙের ফুসকুড়ি।
উপসর্গ: জ্বর-সহ ঠান্ডা লাগা, মাথাব্যথা, পেশি, হাড় বা জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, চোখের পিছনে ব্যথা, গ্রন্থি ফুলে যাওয়া, গায়ে লাল রঙের ফুসকুড়ি।
ডেঙ্গির কারণে রোগীর প্লেটলেট কাউন্ট কমতে শুরু করে। এবং ডেঙ্গির ২ থেকে ৩ দিন পরেই অবস্থা খারাপ হতে শুরু করে।
ডেঙ্গির কারণে রোগীর প্লেটলেট কাউন্ট কমতে শুরু করে। এবং ডেঙ্গির ২ থেকে ৩ দিন পরেই অবস্থা খারাপ হতে শুরু করে।
তবে, ডেঙ্গির জ্বর হলে তা ১০৪সেলসিয়াস পর্যন্ত জ্বর উঠতে পারে, মাথাব্যথা, জয়েন্টে ব্যথা, ফুসকুড়ি এবং কিছু ক্ষেত্রে বমিও হতে পারে।  ডেঙ্গির ২ থেকে ৩ দিন পরেই অবস্থা খারাপ হতে শুরু করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

তবে, ডেঙ্গির জ্বর হলে তা ১০৪সেলসিয়াস পর্যন্ত জ্বর উঠতে পারে, মাথাব্যথা, জয়েন্টে ব্যথা, ফুসকুড়ি এবং কিছু ক্ষেত্রে বমিও হতে পারে। ডেঙ্গির ২ থেকে ৩ দিন পরেই অবস্থা খারাপ হতে শুরু করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Kalna Sub Divisional Hospital: ডেঙ্গির মরশুমের কথা ভেবে বিশেষ ব্যবস্থা কালনা হাসপাতালে

পূর্ব বর্ধমান: ডেঙ্গুর কথা মাথায় রেখে এবং জ্বরে আক্রান্ত রোগীদের কথা ভেবে একটি নতুন ওয়ার্ড খোলা হতে চলেছে কালনা মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত এই হাসপাতালের মহিলা ও পুরুষ মেডিসিন ওয়ার্ডে হঠাৎই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জ্বর ছাড়াও আরও বিভিন্ন সমস্যা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক রোগী। রোগীদের সংখ্যা এতটাই বেড়েছে যে, এক একটি বেডে দুজন করে রোগী রয়েছেন। একই সঙ্গে রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের ওয়ার্ডের মাটিতে ম্যাট্রেস পেতে রাখা হয়েছে রোগীদের।

এই প্রসঙ্গে একজন রোগী বলেন, দুটো বেডে তিনজন, আবার অনেকসময় চারজনকেও থাকতে হচ্ছে! তিনি বলেন এভাবে থাকতে চরম সমস্যা হচ্ছে। তিনি প্রায় চারদিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে অফিসিয়ালি ১২০ টি বেড রয়েছে পুরুষ এবং মহিলা ওয়ার্ড মিলিয়ে। তবে রোগীদের চাপ বাড়ার কারণে দুটি ওয়ার্ডে বেড সংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। কিন্তু তাতেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। তাই এবার নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালের তরফে।

আর‌ও পড়ুন: কাঠের রথে জিয়া নস্টাল! আষাড় মাস এলেই হাতছানি দেয় ছোটবেলা

এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার বলেন, আসলে আমাদের এখন সব মিলিয়ে প্রত্যেকদিন গড়ে ২০০-এর বেশি রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গি প্রবণতার কথা ভেবে এবং যে সমস্ত জ্বরের রোগীরা আসছেন তাঁদের জন্য নতুন একটা ফিভার ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছি। ৩০ বেডের একটা ফিভার ওয়ার্ড খোলা হবে। ইতিমধ্যেই আমাদের জায়গা নির্বাচন করা হয়ে গেছে। সেখানে বেড ও পাতা আছে।

নতুন ফিভার ওয়ার্ড চালু হলে অন্যান্য ওয়ার্ডে রোগীর যে চাপ রয়েছে তার পরিমাণ একটু হলেও কমবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যেই এই নতুন ফিভার ওয়ার্ড চালু হয়ে যাবে।

বনোয়ারীলাল চৌধুরী