Tag Archives: Eid-ul-Adha

Car Accident: ইদের আনন্দে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আপনিও সাবধান হন

পূর্ব বর্ধমান: অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার ভোররাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মশাগ্রামের কাছে। মৃতদের নাম আব্বাস আলি মল্লিক ও সেলিম।

জানা গিয়েছে, সেলিম ও আব্বাস দু’জনেই পূর্ব বর্ধমান জেলার মশাগ্রামের কেরিলি গ্রামের বাসিন্দা। আব্বাস আলি মল্লিক ভিনরাজ্যে কাজ করতেন। দিন কয়েক আগে বকরি ইদ উপলক্ষে বাড়িতে ফিরেছিলেন। ইদ উপলক্ষেই কয়েকজন বন্ধুর সঙ্গে একটি চার চাকা গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলেন। একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

আর‌ও পড়ুন: তীব্র গরমে গভীর সমুদ্রে যেতে পারল না মাছ ধরার ট্রলার, অপেক্ষা বৃষ্টির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। পাল্টি খেয়ে গাড়িটি জলের মধ্যে গিয়ে পড়ে। এই দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা সকলেই গুরুতরভাবে জখম হন। মৃত আব্বাসের মা জানান, দশঘরার কাছে দুর্ঘটনাটা ঘটেছে বলে শুনেছি। ওরা বন্ধুরা মিলে ফাংশান দেখতে গিয়েছিল। গ্রামের লোকেরাই আমাদের খবর দেয়। তারপরই আমরা জানতে পারি।

দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই গাড়ির ভেতর থেকে ছয় জনকে বার করে আনেন। আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন। অপর চার জনকে জামালপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর জখম আব্বাস আলি মল্লিককে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে অনুষ্ঠান দেখে ফেরার পথে আনন্দ মুহূর্তেই বদলে যায় শোকের পরিবেশে।

বনোয়ারীলাল চৌধুরী

Road Accident: ইদের সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী যশোর রোড

উত্তর ২৪ পরগনা: ইদের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। ব্যস্ত যশোর রোডে এই দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের, আহত আরও চার। এদিন সকালে যশোর রোডের মাইকেল নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর রোডের এয়ারপোর্টগামী রাস্তায় বিটি কলেজের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওষুধ বোঝাই একটি ট্রাক। হঠাৎই দ্রুত গতিতে লেন পরিবর্তন করে বারাসাতগামী রাস্তায় ঢুকে পড়ে সেটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি ছোট পন্যবাহী গাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এর পাশাপাশি আরও দুটি গাড়িতে ধাক্কা মারে। এই ধাক্কায় ছোট পন্যবাহী গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

আর‌ও পড়ুন: বিশ্বরূপের নেই দুই হাত এক পা, তারপরেও সব পারেন তিনি

ছোট পণ্যবাহী গাড়ির চালক এবং খালাসিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক সহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় সাময়িকভাবে যশোর রোডে যানজটের সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রুদ্রনারায়ণ রায়