Tag Archives: Government

GK: গাছও পায় সরকারি পেনশন! কোথায় বলুন তো? রয়েছে এদেশেই

রাজ্য সরকার বা কেন্দ্রী সরকারি কর্মচারিরা অবসরের পেনশন পেয়ে থাকেন। সেই কথা আমরা সকলেই জানি। এছাড়া কোনও ব্যক্তি ৬০ বছর পেরিয়ে গেলে পান বার্ধক্য ভাতা। কিন্তু কোনও গাছ পেনশন বা ভাতা পায় শুনেছেন?  (প্রতীকী ছবি)
রাজ্য সরকার বা কেন্দ্রী সরকারি কর্মচারিরা অবসরের পেনশন পেয়ে থাকেন। সেই কথা আমরা সকলেই জানি। এছাড়া কোনও ব্যক্তি ৬০ বছর পেরিয়ে গেলে পান বার্ধক্য ভাতা। কিন্তু কোনও গাছ পেনশন বা ভাতা পায় শুনেছেন? (প্রতীকী ছবি)
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আমদের দেশে এমন এক রাজ্য রয়েছে যেখানে গাছেদের বয়স হয়ে গেলে সেই সকল গাছেরা পেনশন পেয়ে থাকে। সেই টাকা গাছের মালিকের অ্যাকাউন্টে জমা হয়।  (প্রতীকী ছবি)
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আমদের দেশে এমন এক রাজ্য রয়েছে যেখানে গাছেদের বয়স হয়ে গেলে সেই সকল গাছেরা পেনশন পেয়ে থাকে। সেই টাকা গাছের মালিকের অ্যাকাউন্টে জমা হয়। (প্রতীকী ছবি)
হরিয়ানা সরকার প্রাণবায়ু দেবতা পেনশন বলে একটি প্রকল্প রয়েছে। গাছে যত্ন নিতে ও পুরোনা গাছ না কেটে তাঁর যত্ন নিয়ে আর দীর্ঘায়ূ করার জন্যই এই প্রকল্প। প্রকৃতিকে ক্ষা করতে ও  পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ সত্যিই প্রশংসার।    (প্রতীকী ছবি)
হরিয়ানা সরকার প্রাণবায়ু দেবতা পেনশন বলে একটি প্রকল্প রয়েছে। গাছে যত্ন নিতে ও পুরোনা গাছ না কেটে তাঁর যত্ন নিয়ে আর দীর্ঘায়ূ করার জন্যই এই প্রকল্প। প্রকৃতিকে ক্ষা করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ সত্যিই প্রশংসার। (প্রতীকী ছবি)
কারও বাগানে যদি কোনও গাছ থাকে আর সেই গাছের বয়স যদি ৭৫ বছর হয় তাহলেই সেই গাছের মালিক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। বন দফতরের আধাকারিকরা গিয়ে সেই গাছ খতিয়ে দেখবে।     (প্রতীকী ছবি)
কারও বাগানে যদি কোনও গাছ থাকে আর সেই গাছের বয়স যদি ৭৫ বছর হয় তাহলেই সেই গাছের মালিক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। বন দফতরের আধাকারিকরা গিয়ে সেই গাছ খতিয়ে দেখবে। (প্রতীকী ছবি)
বন দফতর সব কাগজ পত্র ও গাছ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সেই গাছ এই পেনশন পাওয়ার যোগ্য কিনা। আর একবার পাস হয়ে গেলেই ওই গাছের মালিকের অ্যাকাউন্টে প্রতি বছর ২ হাজার ৭৫০ টাকা করে সরকারি পেনশন পড়া শুরু হয়ে যাবে।    (প্রতীকী ছবি)
বন দফতর সব কাগজ পত্র ও গাছ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সেই গাছ এই পেনশন পাওয়ার যোগ্য কিনা। আর একবার পাস হয়ে গেলেই ওই গাছের মালিকের অ্যাকাউন্টে প্রতি বছর ২ হাজার ৭৫০ টাকা করে সরকারি পেনশন পড়া শুরু হয়ে যাবে। (প্রতীকী ছবি)

Government Job News: গ্র্যাজুয়েটদের জন্য সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, কোন পদে নিয়োগ? বেতন কত? জানুন বিশদে

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় নিয়োগ হবে সরকারি কর্মী। জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে কর্মী নিয়োগ হবে। প্রোটেকশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে।

পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে। নিযুক্তের মাসিক বেতন হবে ১৪ হাজার টাকা।

আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ, দেশত্যাগী হাসিনা! বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারত! সীমান্তে যা ঘটছে…

জানা গিয়েছে, প্রোটেকশন অফিসার পদে মুর্শিদাবাদ জেলাতে নিয়োগ হবে জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক/ ইংরেজি/ ইতিহাস/ ভূগোল/ রাষ্ট্রবিজ্ঞান/ আন্তর্জাতিক সম্পর্ক/ সমাজবিদ্যা/ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সঙ্গে কম্পিউটারে ‘এমএস অফিস’-এর কাজে দক্ষতা থাকা জরুরি।

আরও পড়ুন: এই একটি ফল নিয়ে বিমানে ওঠা নিষেধ, হতে পারে জেল-জরিমানা! জানেন কোন ফল?

পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, বাকি প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি সম্পর্কে জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিন। শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘homepage’ থেকে ‘recruitment’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। ১২ অগাস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

কৌশিক অধিকারী

Nabanna: সরকারি প্রকল্প ঠিক সময়ে কার্যকরী হচ্ছে? বড় সিদ্ধান্ত নবান্নের! তৈরি হচ্ছে নয়া “ইউনিট”

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি প্রকল্প সময় ধরে রূপায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন।এবার সরকারি প্রকল্প সময় ধরে রূপায়ন হচ্ছে কিনা নজরদারিতে রাজ্য “প্রোগ্রাম মনিটারিং ইউনিট” তৈরি করল। প্রশাসনিক কর্মীবর্গ দফতর এই মনিটারিং কমিটি তৈরি করে দেবে।

কমিটির নেতৃত্বে থাকবে পঞ্চায়েত দফতরের সচিব। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতরের আধিকারিকদের রাখা হবে এই কমিটিতে। এই কমিটি সরকারি কর্মসূচি ও প্রকল্পের কাজে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় ও মূল্যায়ন করবে।

রাজ্যের মুখ্যসচিব সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এই মনিটারিং কমিটির মূল লক্ষ্য তিন। প্রোগ্রাম মনিটারিং কমিটি বিভিন্ন সরকারি দফতর, জেলা প্রশাসন ও প্রকল্প রূপায়ণকারী এজেন্সির সঙ্গে সমন্বয় করবে। কোথাও কাজ আটকে গেলে তা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করবে। পাশাপাশি করতে হবে কাজের মূল্যায়নও।

আরও পড়ুন: প্রবেশিকা পরীক্ষায় শীর্ষে মাওবাদী নেতা! অর্ণবের পিএইচডিতে ‘বাধা’ উপাচার্যের? জট কাটাতে উদ‍্যোগী কুণাল

এই ব্যাপারে মানুষের অভিযোগ থাকলেও আলোচনার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখে তারও সমাধান করবে কমিটি। এছাড়াও মনিটারিং কমিটি, দফতর ও এজেন্সির কাছ থেকে কাজে নানা ডেটা বা তথ্য সংগ্রহ গতিশীল করার জন্য পর্যালোচনা চালাবে। বিভিন্ন সরকারি কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতির প্রতিটি পর্যায়ে রিপোর্ট নিয়মতি মনিটারিং কমিটিকে দিতে হবে। লক্ষ্য, সরকারি প্রকল্পকে সঠিক পথে গতিশীল করে সময়ের কাজ সময়ে শেষ করা।

সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে কাজ সঠিক সময় কেন শেষ হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রকল্পের কাজ সঠিক সময় শেষ করার জন্য মুখ্য সচিবকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: YouTube-এ ভিডিও বানিয়েই রোজগার হবে লাখ লাখ টাকা! কত সাবস্ক্রাইবার চাই? এই কাজ করলে তবেই আসবে টাকা, এখনই শিখে নিন

তারপরই এই নির্দেশ বিভিন্ন দফতরকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই মনিটারিং ইউনিট কিভাবে কাজ করবে তার জন্য কয়েক দফা গাইডলাইন ও দিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে সরকারি প্রকল্পে কাজগুলিতে যাতে কোন ফাঁক ফোকর না থাকে তার জন্যই এই ইউনিট গঠন বলে মনে করছে প্রশাসনিক মহল।

 সোমরাজ বন্দ্যোপাধ্যায়

North Dinajpur News: বিনামূল্যে থাকা খাওয়া-সহ সেলাই প্রশিক্ষণের সুযোগ! কোথায় জানেন?

উত্তর দিনাজপুর: গ্রামীণ এলাকার বাসিন্দার জন‍্য দুর্দান্ত সুযোগ। যদি সেলাই শেখার ইচ্ছে থাকে, তবে একেবারে বিনামূল‍্যে শিখতে পারবেন। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বেকিডাঙ্গা এলাকায় গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিনামূল্যে এখানে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষণ শিবির। এক মাস ধরে চলা এই সেলাই প্রশিক্ষণ শিবিরে থাকা-খাওয়াও বিনামূল‍্যেই পাওয়া যাবে।

পিএনবি গ্রামীন স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১ মাস ধরে চলবে এই সেলাই প্রশিক্ষণ শিবির।এই প্রশিক্ষণ শিবিরে মহিলারা সেলাই শিখে নিজেরাই স্বনির্ভর হতে পারবে। এদিনের শিবিরে গ্রামীন এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা যায়।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

পাশাপাশি প্রশিক্ষণ শিখে নিজেরা কোন ব্যবসা শুরু করতে চাইলে তাদের এখান থেকে সরকারি ভাবে মুদ্রা লোন প্রদানের মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য করা হবে বলেও জানা যায় PNB গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্রের তরফে। তবে আপনি যদি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে চান তাহলে আপনিও এখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

পিয়া গুপ্তা