Tag Archives: gymnastics

Local Sports: জিমনাস্টিকে পরপর দুই বছর দেশের মধ্যে দ্বিতীয় নদিয়ার মেয়ে

নদিয়া: জিমন্যাস্টিকে তাক লাগানো সাফল্য এই বাংলার মেয়ের। পরপর দু’বছর দেশের মধ্যে দ্বিতীয় হলেন নদিয়ার দিয়া। অনূর্ধ্ব-১২ জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় এই চমকে দেওয়া সাফল্য অর্জন করেছে বাংলার মেয়ে। উত্তরপ্রদেশের এলাহাবাদের খিলগাঁও-এ জাতীয় সাব-জুনিয়র ২০২৪ আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে এবারেও দ্বিতীয় হয়েছে নদিয়ার দিয়া হালদার।

নদিয়ার শিমুরালি সংস্কৃতি সংঘে জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করে দিয়া হালদার। তার এই সাফল্য বাংলার মানুষের কাছে গর্বের। এবারের জাতীয় প্রতিযোগিতায় অলরাউন্ড বিভাগে দিয়ার সংগ্রহীত পয়েন্ট ছিল ৪৬.৫০। প্রথম স্থানাধিকারীর থেকে মাত্র ০.৩৫ পয়েন্ট কম। এছাড়াও সে ব্যক্তিগত ইভেন্টে আন-ইভেন বারে তৃতীয় হয়েছে, ব্যালান্সিং বিমে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এদিকে এই প্রতিযোগিতায় টিম ইভেন্টে প্রথম হয়েছে বাংলা। ফলে একটি স্বর্ণপদকও পেয়েছে দিয়া।

আর‌ও পড়ুন: হলুদ চাষ করে নিজের পায়ে দাঁড়ান

এবারের জাতীয় প্রতিযোগিতায় নদিয়ার এই কৃতি কিশোরী একটি সোনা, দুটি রুপো একটি ব্রোঞ্জ জিতেছে। মোট চারটি পদক পেয়েছে সে। এই সাফল্যের মধ্যেই আছে ক্ষোভের সুর। রাজ্য জিমনাস্টিকস প্রতিযোগিতায় অনেকেই দিয়াকে যোগ্য প্লেয়ারের সম্মান দেয়নি বলে ক্ষোভ তার কোচ ও পরিবারের।

মৈনাক দেবনাথ

Local Sports: রাজ্য ক্রীড়ায় বিরাট চমক, স্বর্ণপদক পঞ্চম শ্রেণির পৃত্যুষ-এর

পূর্ব বর্ধমান: রাজ্যস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার এক খুদে পড়ুয়া। বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ৩৯ তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। সেখানেই স্বর্ণপদক পেয়েছে পৃত্যুষ দে সরকার।পূর্বস্থলী-১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর জিএসএফপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।

আরও পড়ুন: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন

রাজ্যস্তরের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক্সের গ- বিভাগে স্বর্ণপদক জিতেছে পৃত্যুষ। গত ৯ ও ১০ মার্চ বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। সেখানে ২৩ টি জেলার প্রতিযোগীদের হারিয়ে সে এই সাফল্য লাভ করে। এই প্রসঙ্গে পৃত্যুষ-এর জিমন্যাস্টিকের শিক্ষক বলেন, ঠিক পথে চললে ও আর‌ও অনেক দূর যাবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পৃত্যুষ প্রায় বছর তিনেক ধরে জিমন্যাস্টিক্স শিখছে। গত বছরে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবার আরও উন্নতি করে প্রথম হল। এই বছর পৃত্যুষ প্রচুর পরিশ্রম করেছে। অঞ্চল থেকে শুরু করে ব্লক, জেলা প্রত্যেক জায়গাতেই প্রথম স্থান অর্জন করে সে। পরবর্তীতে সুযোগ পায় রাজ্য স্তরে খেলার। সেখানে সবাইকে হারিয়ে হল সেরা। এই সাফল্যের জেরে বর্তমানে খুশির হাওয়া বইছে পৃত্যুষ-এর বিদ্যালয় সহ পরিবার জুড়ে।

বনোয়ারীলাল চৌধুরী

West Midnapore News: পিংলা থেকে আরও ‘প্রণতি’ গড়তে চান প্রণতি নায়েক, জানুন তাঁর ভাবনা

পশ্চিম মেদিনীপুর: প্রণতি নায়েক, বাংলার গর্ব। শুধু বাংলা নয়, সারা ভারতের নাম উজ্জ্বল করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত গ্রামের এক মেয়ে। যে গ্রাম কোনওদিন হয়তো স্বপ্নই দেখেনি, সেই স্বপ্ন সত্যি করেছেন জিমন্যাস্ট প্রণতি নায়েক। সম্প্রতি গোয়া ন্যাশনাল গেমসে একাধিক পদক জিতেছেন পিংলার করকাই গ্রামের এই মেয়ে।

ছোট থেকেই অভাবের মধ্য দিয়ে বড় হয়ে ওঠা। স্কুল জীবন কেটেছে দুরন্তপনায়। ছোটবেলায় যোগাসন থেকে শুরু করা। কবাডি হোক কিংবা অন্য খেলা ছোট-বড়দের সাথে ছোটবেলায় খেলে বেড়াতেন প্রণতি। তবে ছোট থেকেই তার ইচ্ছে জাগে জিমন্যাস্টিক্সের প্রতি। শুরু হয় ধীরে ধীরে নিজের মধ্যে প্রস্তুতি। এলাকার দুই শিক্ষকের হাত ধরে শুরু তাঁর জীবনের জার্নি। এরপর সল্টলেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে পা রাখা। একে একে ২০ বছরের প্রশিক্ষণে নানান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ। প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে গিয়েও দেশের নাম উজ্জ্বল করেছেন পিংলার প্রণতি।

আরও পড়ুন– তারকাদের চোখের মণি ‘ওরি’ আসলে কে? তাঁর পরিচয় প্রসঙ্গে ইঙ্গিত দিলেন কিয়ারা; ভাইরাল পুরনো ভিডিও

প্রণতির সামনে সিনিয়র ন্যাশনাল গেমস এবং বিশ্বকাপ। ওড়িশার ভুবনেশ্বরে এই প্রস্তুতি নিচ্ছেন ওয়ার্ল্ড কাপের। গোয়া ন্যাশনাল গেমস খেলার পর বাড়িতে এসেছিলেন তিনি। মেয়ের সাফল্যে খুশি তাঁর বাবা-মা।
প্রণতি চায় প্রত্যন্ত গ্রামীন এলাকা এই পিংলা থেকে উঠে আসুক আরও প্রণতি। ছোটদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে প্রণতি নায়েকের। যেভাবে কষ্ট করে তার এই পথচলা, ইচ্ছুক ছোটদের শিখিয়ে শীর্ষস্তরে পৌঁছে দিতে চান জিমন্যাস্ট প্রণতি নায়েক।

আরও পড়ুন– পাহাড় আর সমুদ্রে ঘেরা ইতালির এই গ্রামে থাকতে চান? সরকার ২৭ লাখ টাকা দেবে, সুযোগ হারাবেন না

গোটা দেশ তাকিয়ে পিংলার মেয়ের দিকে। ভারতের হয়ে, পৃথিবীর কাছে সারা দেশের নাম উজ্জ্বল করুক তাদের মেয়ে, আশাবাদী প্রণতির বাবা-মা।

রঞ্জন চন্দ

Pranati Nayak : জিমন্যাস্টিকের ফাইনালে বাংলার প্রণতি! সোমবার নামছেন সোনা জয়ের লড়াইয়ে

#লন্ডন: টোকিও অলিম্পিকের আর্টাস্টিক জিমন্যাস্টিকস ইভেন্টের অলরাউন্ডার ফাইনালে জায়গা করতে ব্যর্থ হয়েছিলেন ভারতের একাকী জিমন্যাস্ট বাংলার মেয়ে প্রণতি নায়ক। পশ্চিম মেদিনীপুরের প্রণতি ইতিমধ্যেই নিজের প্রতিভা জাহির করেছেন বিশ্ব দরবারে। ২০১৭ সাল পর্যন্ত তার বাবা ছিলেন বাস ড্রাইভার। অভাব ও বেশ কষ্টের মধ্যেই দিন কেটেছে পশ্চিম মেদিনীপুরের জিমন্যাস্টের।

আরও পড়ুন – India vs Pakistan : অনবদ্য স্মৃতি! মেয়েদের ক্রিকেটে পাকিস্তানকে কচুকাটা করে জিতল ভারত

এক সময় মুরি খেয়ে দিন কাটতো তাঁর। মুরি খেয়েই প্র্যাকটিস চালিয়ে যেতেন তিনি। তবে সেখান থেকেও নিজেকে তৈরি করে এনেছেন এই প্রতিভা। মিনারা বেগমের তত্ত্বাবধানে নিজের ট্রেনিং করতেন ঝাড়গ্রামের পিংলার প্রণতি নায়েক। তবে এবার কমনওয়েলথ গেমসে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছেন প্রণতি । বার্মিংহ্যাম থেকে পদক আনার স্বপ্ন দেখাচ্ছেন মেদিনীপুরের তনয়া।

গেমসে জিমন্যাস্টিক্সের ভল্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন প্রণতি। বাংলার তনয়া ভল্টে ১৩.৬০০ পয়েন্ট পান। দ্বিতীয় ভল্টে ১২.৯৫০ পয়েন্ট পান। গড় ১৩.২৭৫ পয়েন্ট করে ফাইনালে উঠেছেন। ভল্ট বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলার এই জিমন্যাস্ট। স্কটল্যান্ডের শ্যানন আর্চার ১৩.৫০০ গড়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠেন।

এই ইভেন্টে প্রথম আট জন পরের রাউন্ডে উঠেছেন। প্রণতি বাদ দিয়ে তাই ভারতের বাকি জিমন্যাস্টরা জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত পর্বে। সতীর্থ প্রতিষ্ঠা সামান্তা দশ নম্বরে শেষ করেছেন। প্রণতি চারটি ইভেন্ট মিলিয়ে ৪৩.৫০০ পয়েন্ট পেয়েছেন।

প্রতিষ্ঠা সামান্তা শুধুমাত্র ভল্টে অংশগ্রহণ করেন। মহিলাদের ক্যাটাগরিতে ভারতের ত্রয়ী প্রণতি নায়েক, প্রতিষ্ঠা সামান্তা ও রুথুজা নটরাজ মোট ১০২.৬৫০ পয়েন্ট তোলেন। কমনওয়েলথে পদকের অন্যতম দাবিদার প্রণতি। সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নশিপের থেকে কমনওয়েলথ কঠিন। তবে প্রণতি বেশি পরিচিত ডবল ব্যাক স্যাল্টোর জন্য।