Tag Archives: India Bangladesh Relation

India Bangladesh Border: ভারত-বাংলাদেশ বর্ডারে গুলি, পড়ে রইল ২ মৃতদেহ! অভিযোগ শুনলে হাড়হিম হয়ে যাবে

বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের ছক! বিএসএফের গুলিতে দুই বাংলাদেশের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুধবার ফাঁসিদেওয়ার ভারত -বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা সকালে সীমান্তের কাঁটাতারের এইপাড়ে দুই বাংলাদেশীর মৃত্যুর খবর জানতে পেরে এলাকায় ভিড় করেন।

খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং বিএসএফের উপস্থিতিতে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: SSC কাণ্ডে আসলে অযোগ্য প্রার্থী কতজন? ৫২৫০ নাকি ৮৮৬১? আদালতে যা জানাল কমিশন, চমকে উঠবেন

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। তদন্তকারীদের অনুমান গরু পাচারের উদ্দেশ্যেই পাচারকারীরা এদেশে আসছিল। সেই সময়ই ঘটে এই ঘটনা।

Knowledge Story: ‘এই’ বিষয়ে ভারতকে বলে বলে গোল দেয় বাংলাদেশ! ধারেকাছে ঘেঁষতে পারে না পাকিস্তানও, টেক্কা দেয় চিনকে

ক্রিকেটের মাঠে, খেলায় ময়দানে৷ একাধিকবার মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ৷ আর তাতেই তেতে ওঠে দুই বাংলার মানুষ৷ তেতে ওঠে সোশ্যাল মিডিয়াও৷ ক্রিকেট নিয়ে তর্ক নয় তোলা থাক৷ কিন্তু, জানেন কি এমন এক বিষয় রয়েছে, যেখানে ভারতের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ৷ এমনকি, ধারেকাছে ঘেঁষতে পারে না পাকিস্তানও৷
ক্রিকেটের মাঠে, খেলায় ময়দানে৷ একাধিকবার মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ৷ আর তাতেই তেতে ওঠে দুই বাংলার মানুষ৷ তেতে ওঠে সোশ্যাল মিডিয়াও৷ ক্রিকেট নিয়ে তর্ক নয় তোলা থাক৷ কিন্তু, জানেন কি এমন এক বিষয় রয়েছে, যেখানে ভারতের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ৷ এমনকি, ধারেকাছে ঘেঁষতে পারে না পাকিস্তানও৷
স্বাধীনতার এক দশকের মধ্যেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে। ১৯৭১ সালের ডিসেম্বরে রীতিমতো লড়াই করে পাকিস্তানের কাছ থেকে পৃথক রাষ্ট্রের অধিকার ছিনিয়ে নেয় বাংলাদেশ৷
স্বাধীনতার এক দশকের মধ্যেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে। ১৯৭১ সালের ডিসেম্বরে রীতিমতো লড়াই করে পাকিস্তানের কাছ থেকে পৃথক রাষ্ট্রের অধিকার ছিনিয়ে নেয় বাংলাদেশ৷
বিচ্ছিন্ন হওয়ার আগেই একাধিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে ঢের গুণ এগিয়ে ছিল পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ৷ এখানকার মানুষের মাথাপিছু আয় ছিল ৩২ শতাংশ বেশি। ১৯৭০ সাল নাগাদ এই পার্থক্য বেড়ে দাঁড়িয়েছিল ৮১ শতাংশে। শুধু তখন নয়, বর্তমানেও পাকিস্তানের চেয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে বাংলাদেশ৷ এমনকি, টেক্কা দিচ্ছে চিনকেও৷
বিচ্ছিন্ন হওয়ার আগেই একাধিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে ঢের গুণ এগিয়ে ছিল পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ৷ এখানকার মানুষের মাথাপিছু আয় ছিল ৩২ শতাংশ বেশি। ১৯৭০ সাল নাগাদ এই পার্থক্য বেড়ে দাঁড়িয়েছিল ৮১ শতাংশে। শুধু তখন নয়, বর্তমানেও পাকিস্তানের চেয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে বাংলাদেশ৷ এমনকি, টেক্কা দিচ্ছে চিনকেও৷
এই সময়কালে পোশাক রফতানি-সহ অনেক ক্ষেত্রেই দুর্দান্ত গতিতে এগিয়েছে বাংলাদেশ। টেক্সটাইল রফতানিতে তো চিনকেও চ্যালেঞ্জ করছে বাংলাদেশ। এমনকি, এগিয়ে রয়েছে ভারতের থেকেও৷
এই সময়কালে পোশাক রফতানি-সহ অনেক ক্ষেত্রেই দুর্দান্ত গতিতে এগিয়েছে বাংলাদেশ। টেক্সটাইল রফতানিতে তো চিনকেও চ্যালেঞ্জ করছে বাংলাদেশ। এমনকি, এগিয়ে রয়েছে ভারতের থেকেও৷
বর্তমানে চিনের পর সবচেয়ে বেশি পোশাক রফতানি করে বাংলাদেশ। ভারত রয়েছে পঞ্চম স্থানে৷ তবে জানেন কি, যে বস্ত্র রফতানির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয়, সেই বাংলাদেশে আদতে তুলা বা কার্পাস উৎপাদনই হয় না৷ বিপরীতে, পাকিস্তান তুলা চাষের অন্যতম শ্রেষ্ঠ উৎপাদনকারী দেশের মধ্যে বলে গণ্য করা হয়।
বর্তমানে চিনের পর সবচেয়ে বেশি পোশাক রফতানি করে বাংলাদেশ। ভারত রয়েছে পঞ্চম স্থানে৷ তবে জানেন কি, যে বস্ত্র রফতানির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয়, সেই বাংলাদেশে আদতে তুলা বা কার্পাস উৎপাদনই হয় না৷ বিপরীতে, পাকিস্তান তুলা চাষের অন্যতম শ্রেষ্ঠ উৎপাদনকারী দেশের মধ্যে বলে গণ্য করা হয়।
২০২৪ সালে বাংলাদেশে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ৬ শতাংশ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১২ বছর ধরে ৬ শতাংশ বা তার বেশি। একই সময়ে, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১২ বছরে ৩-৪ শতাংশের মধ্যে ছিল। ২০২৩ অর্থবছরে পাকিস্তানের বৃদ্ধির হার ছিল ০.২৯ শতাংশ। বাংলাদেশ প্রতি বছর প্রায় ৩৫ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করে। বস্ত্র রফতানি বাংলাদেশের ৪০ লাখ লোকের কর্মসংস্থানের উৎস।
২০২৪ সালে বাংলাদেশে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ৬ শতাংশ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১২ বছর ধরে ৬ শতাংশ বা তার বেশি। একই সময়ে, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১২ বছরে ৩-৪ শতাংশের মধ্যে ছিল। ২০২৩ অর্থবছরে পাকিস্তানের বৃদ্ধির হার ছিল ০.২৯ শতাংশ। বাংলাদেশ প্রতি বছর প্রায় ৩৫ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করে। বস্ত্র রফতানি বাংলাদেশের ৪০ লাখ লোকের কর্মসংস্থানের উৎস।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আদিল মালিক বলেছেন, ১৯৯০ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ২ শতাংশ। এর পর উন্নতি শুরু হয়। প্রতি বছর তা বেড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আদিল মালিক বলেছেন, ১৯৯০ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ২ শতাংশ। এর পর উন্নতি শুরু হয়। প্রতি বছর তা বেড়েছে।
বিশ্বব্যাঙ্কের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭২ সালে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৩৫০ মিলিয়ন ডলার। সেইসময় পাকিস্তানের রফতানির পরিমাণ ছিল ৬৭৫ মিলিয়ন ডলার। এখন বাংলাদেশের রফতানির পরিমাণ ৬৪ বিলিয়ন ডলার। কিন্তু, পাকিস্তানের মোট রফতানি ৩৫ বিলিয়ন ডলারে রয়ে গেছে।
বিশ্বব্যাঙ্কের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭২ সালে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৩৫০ মিলিয়ন ডলার। সেইসময় পাকিস্তানের রফতানির পরিমাণ ছিল ৬৭৫ মিলিয়ন ডলার। এখন বাংলাদেশের রফতানির পরিমাণ ৬৪ বিলিয়ন ডলার। কিন্তু, পাকিস্তানের মোট রফতানি ৩৫ বিলিয়ন ডলারে রয়ে গেছে।
যদি আমরা উভয় দেশের দারিদ্র্যের হার তুলনা করি, তাহলে ২০২২ সালে বাংলাদেশে দারিদ্রের হার নেমে এসেছে ১০.৪৪ শতাংশে। পাকিস্তানে দারিদ্র্যের হার ২০২৩ সালের সেপ্টেম্বরে ৩৯.৪ শতাংশে পৌঁছেছে। পাকিস্তানের বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মাত্র ১০ শতাংশ নারী। কিন্তু, বাংলাদেশের বস্ত্র শিল্পে নারীর সংখ্যা ৮০ শতাংশের বেশি। বাংলাদেশে ৩০-৪০ শতাংশ টেক্সটাইল কারখানা রয়েছে, যেখানে পাকিস্তানে রয়েছে মাত্র ৭ শতাংশ।
যদি আমরা উভয় দেশের দারিদ্র্যের হার তুলনা করি, তাহলে ২০২২ সালে বাংলাদেশে দারিদ্রের হার নেমে এসেছে ১০.৪৪ শতাংশে। পাকিস্তানে দারিদ্র্যের হার ২০২৩ সালের সেপ্টেম্বরে ৩৯.৪ শতাংশে পৌঁছেছে। পাকিস্তানের বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মাত্র ১০ শতাংশ নারী। কিন্তু, বাংলাদেশের বস্ত্র শিল্পে নারীর সংখ্যা ৮০ শতাংশের বেশি। বাংলাদেশে ৩০-৪০ শতাংশ টেক্সটাইল কারখানা রয়েছে, যেখানে পাকিস্তানে রয়েছে মাত্র ৭ শতাংশ।

India Bangladesh Border: ২৭ বাংলাদেশি ঢুকছিল ভারতে! কী ছিল তাদের সঙ্গে, জানেন? চক্ষু চড়কগাছ BSF-এরও!

অনুপম সাহা, হিঙ্গলগঞ্জ: নদীপথে সীমান্ত পার হয়ে সুপারি নিয়ে ভারতে ঢোকার সময় গ্রেফতার ২৭ জন বাংলাদেশি। হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শামসেরনগর এলাকা থেকে শুল্ক দফতরের হাতে গ্রেফতার ২৭ জন বাংলাদেশি। উদ্ধার প্রচুর পরিমাণে সুপারি (পানে খায় যে সুপারি)।

বাংলাদেশ থেকে এক ট্রলার সুপারি নিয়ে নদীপথে ভারতে ঢোকার সময় ট্রলার আটকায় শুল্ক দফতর ও ১১৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ যৌথ অভিযানে।

আরও পড়ুন: জেলে অনুব্রত মণ্ডল, সেই ‘কেষ্ট’কে ঘিরেই বোলপুরে বিরাট কাণ্ড! কীসের ইঙ্গিত?

ট্রলার থেকে উদ্ধার হয় আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যে সুপারি। ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, এমনটাই জানা গিয়েছে শুল্ক দফতর ও বিএসএফ সূত্রে। এই ২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করে আজ বসিরহাট মহাকুম আদালতে তোলে শুল্ক দফতর ও বিএসএফ জওয়ানরা।

Bangladesh Election 2024: বাংলাদেশে আজ ভোট, কত আসনে? সরকার গঠনেই বা কত সিট প্রয়োজন? হাসিনার বড় চ্যালেঞ্জ

ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আজ নির্বাচন। জাতীয় সংসদ বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এই আইনসভা এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে সংসদে সদস্য সংখ্যা হতে পারবে ৩৫০ জন। এর মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। অবশিষ্ট ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আজ নির্বাচন। জাতীয় সংসদ বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এই আইনসভা এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে সংসদে সদস্য সংখ্যা হতে পারবে ৩৫০ জন। এর মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। অবশিষ্ট ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা নির্বাচিত হন সাংসদদের ভোটে। সেখানে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন মহিলা প্রার্থীরা।
সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা নির্বাচিত হন সাংসদদের ভোটে। সেখানে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন মহিলা প্রার্থীরা।
বাংলাদেশে সরকার গঠনের জন্য মোট আসনের অর্ধেকের বেশি আসনে সদস্য থাকতে হয়। তবে, মহিলাদের জন্য যে ৫০টি আসন থাকে তা সরকার গঠন করার সময়ে বিবেচনায় আনা হয় না। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। জোটগত ভাবেও ১৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠিত হতে পারে। নির্বাচিত প্রতিনিধিগণ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
বাংলাদেশে সরকার গঠনের জন্য মোট আসনের অর্ধেকের বেশি আসনে সদস্য থাকতে হয়। তবে, মহিলাদের জন্য যে ৫০টি আসন থাকে তা সরকার গঠন করার সময়ে বিবেচনায় আনা হয় না। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। জোটগত ভাবেও ১৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠিত হতে পারে। নির্বাচিত প্রতিনিধিগণ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লিগের মোট সদস্য ছিলেন ৩০৫ জন। এর মধ্যে ২৫৮জন সরাসরি নির্বাচনে জিতে এসেছিলেন। সব মিলিয়ে, ২০১৮-র নির্বাচনে বিরোধীদের তরফে সংসদ সদস্য হন মাত্র ৪৫ জন। এদের মধ্যে ২৭ জনই জাতীয় পার্টি (এরশাদ)-র। ওই নির্বাচনে আওয়ামী লিগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট জোট সহ বাংলাদেশের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লিগের মোট সদস্য ছিলেন ৩০৫ জন। এর মধ্যে ২৫৮জন সরাসরি নির্বাচনে জিতে এসেছিলেন। সব মিলিয়ে, ২০১৮-র নির্বাচনে বিরোধীদের তরফে সংসদ সদস্য হন মাত্র ৪৫ জন। এদের মধ্যে ২৭ জনই জাতীয় পার্টি (এরশাদ)-র। ওই নির্বাচনে আওয়ামী লিগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট জোট সহ বাংলাদেশের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে।
১,৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে। তাঁদের মধ্যে ১২৮ জন নির্দল প্রার্থী ছিলেন। গত নির্বাচনে ৪ জন নির্দল সংসদ সদস্য হন। ২০১৮ সালের নির্বাচনেই বাংলাদেশে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছিল। ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল ওই নির্বাচনে।
১,৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে। তাঁদের মধ্যে ১২৮ জন নির্দল প্রার্থী ছিলেন। গত নির্বাচনে ৪ জন নির্দল সংসদ সদস্য হন। ২০১৮ সালের নির্বাচনেই বাংলাদেশে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছিল। ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছিল ওই নির্বাচনে।
২০১৪ সালে বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। যার ফলে ৩০০টি আসনের মধ্যে ২৩৪টি আসন আওয়ামী লিগ লাভ করে। এর মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লিগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হন। এবারও বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। বাংলাদেশে নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন ‘তদারকি সরকারের’ অধীনে করতে হবে বলে দাবি করেছে বিএনপি।
২০১৪ সালে বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। যার ফলে ৩০০টি আসনের মধ্যে ২৩৪টি আসন আওয়ামী লিগ লাভ করে। এর মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লিগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হন। এবারও বাংলাদেশের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। বাংলাদেশে নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন ‘তদারকি সরকারের’ অধীনে করতে হবে বলে দাবি করেছে বিএনপি।

India Bangladesh Border: ভোটে গরম বাংলাদেশ, পরিস্থিতি বুঝেই বড় সিদ্ধান্ত ভারতের! বন্ধ থাকবে বর্ডারের এই কাজও

শিলিগুড়ি: বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য বন্ধ হচ্ছে ফুলবাড়ির বাংলাবান্ধা সীমান্ত। বাংলাদেশ সরকারের নির্দেশিকা অনুসারে সীমান্ত বন্ধ থাকবে ৬ ও ৭ জানুয়ারি। ফলে ওই দু’দিন বন্ধ থাকবে সীমান্ত দিয়ে সমস্ত রকম আমদানি-রফতানি। পাশাপাশি ১৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে বিজিবি-বিএসএফের “বিটিং দ্যা রিট্রিট”।

বাংলাবান্ধা সীমান্তে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির তরফে বহুদিন থেকে সেনা প্রদর্শনী বা রিট্রিট অনুষ্ঠিত হচ্ছে। করোনা অতিমারির আগে সপ্তাহে ছয়দিন এই প্রদর্শনী অনুষ্ঠিত হলেও পরবর্তীতে সপ্তাহের মঙ্গল এবং শনিবার দুইদিন এই প্রদর্শনী হয়। আগামী কয়েকদিন এই প্রদর্শনী বন্ধ থাকবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ফলে কিছুটা হলেও হতাশ পর্যটকরা।

আরও পড়ুন: ৪৭ বছরে ৩৬৫ দিনই নট আউট, প্রতিদিন ডিউটি করছেন রতনলাল! কারণ জানলে মাথা ঘুরে যাবে

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে রিট্রিট আয়োজন করা হয়ে থাকে । বিএসএফ ও বিজিবি জওয়ানদের ওই অনুষ্ঠান দেখতে দেশ বিদেশ থেকে বহু স্থানীয় মানুষ ও পর্যটকরা ভিড় জমান । অনুষ্ঠানকে ঘিরে কার্যত এক হয়ে যায় দুই বাংলা । খুলে দেওয়া হয় সীমান্ত গেট । কোনও টিকিট নয়, শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে ওই অনুষ্ঠান দেখতে পারেন পর্যটকরা । বাংলাদেশের নির্বাচনের জন্য ৪৮ ঘন্টা বন্ধ থাকছে ফুলবাড়ী সীমান্ত ফলে দুই দেশের মধ্যে ওই দুইদিন পণ্য পরিবহন বন্ধ থাকছে।

আরও পড়ুন: বুক ধড়ফড়-ঝিমুনি-ওজন বৃদ্ধি! এসব উপসর্গ ভালভিউলার হৃদরোগের ইঙ্গিত, অবশ্যই হার্টের পরীক্ষা করান

এ প্রসঙ্গে ফুলবাড়ী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভঙ্কর নস্কর বলেন, “বহুদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত ব্যবসায় মন্দা ছিল। কিছুদিন আগে সমস্যা মিটলেও নির্বাচনের কারণে কয়েক দিন ব্যবসা বন্ধ রাখা হবে।’ অন্যদিকে, রিট্রিট বন্ধের বিষয়ে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি অমিত কুমার ত্যাগী বলেন, “বাংলাদেশে নির্বাচনের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত রিট্রিট বন্ধ রাখার কথা জানানো হয়েছে । এছাড়াও সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ।” ভারত-বাংলাদেশের মধ্যে বিটিং দ্যা রিট্রিট অনুষ্ঠান উত্তরের পর্যটনের এক অন্যতম আকর্ষণ ৷ রিট্রিট অনুষ্ঠানকে কেন্দ্র করে জিরো পয়েন্টে তৈরি করা হয়েছে গ্যালারি।

অনির্বাণ রায়

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

India Bangladesh: ভোরের আলো ফুটতেই ভারত-বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর দৃশ্য! আঁতকে উঠল সকলে

সমীর রুদ্র, নদীয়া: চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর সীমান্তে কাঁটাতারের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের নাম আলিবদ্দিন বোল দে (৩১)। তার বাড়ি বেদবেরিয়া গ্রামে। প্রাথমিকভাবে অনুমান চোরাচালান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

আরও পড়ুন: ‘বাচ্চা বাচ্চা খেলা, আমাকে জড়িও না’, বিস্ফোরক মন্তব্য শিশির অধিকারীর! কেন এমন বললেন?

সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন ও বিএসএফ জওয়ানরা। চাপড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

India Bangladesh: রান্না হয় বাংলাদেশে কিন্তু খেতে বসেন ভারতের মাটিতে, এ এক আজব বাড়ি

উত্তর ২৪ পরগনা: এ এক আজব বাড়ি, যে বাড়ির কথা শুনলে হয়তো অবাক হতে হবে আপনাকেও। ভাবছেন এ আবার কি কথা! যদি বলি, এক বাড়ির মধ্যেই রয়েছে ভারত বাংলাদেশ। যে বাড়িতে রান্না হয় বাংলাদেশে, কিন্তু খেতে বসেন ভারতের মাটিতে। হ্যাঁ, গল্প মনে হলেও এটাই আজ সত্যি! ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা গ্রাম।

স্বাধীনতার দীর্ঘ বছর পরেও রেজাউল মণ্ডল দুই দেশেরই বাসিন্দা। ৭২ বছরের রেজাউল সহ তার পরিবার তাই সীমান্তের এপার-ওপার মিলিয়ে করেন বসবাস। শুধু তাই নয় রেজাউল মন্ডল এর ঠিকানাও দুটি। ভারতের কাছে বাগদা ব্লকের বয়রা গ্রামের বাসিন্দা, আবার বাংলাদেশে পরিচিত যশোর জেলার চৌগাছা উপজেলার গদাধরপুরের বাসিন্দা হিসাবেও। তবে, দু’পারের সীমান্তরক্ষীদের কাছে অবশ্য এই মণ্ডল পরিবারের পরিচিতি শুধু ৩৯/১১ পিলারের বাসিন্দা হিসেবে।

দেশ ভাগের সময়ে বাড়ির উঠোনের মাঝখান দিয়েই চলে গিয়েছে দেশভাগের রেখা। ফলে বসতবাড়ি অর্ধেক পরে যায় ভারতে। বাকি অর্ধেক চলে যায় বাংলাদেশের মধ্যে। কাঁটাতারের বেড়া না থাকলেও, দিনরাত চলে বিএসএফ আর বিজিবি-র করা নজরদারি। স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভ্রান্ত মণ্ডল পরিবারকে দেশ ভাগের সময় বিষয় সম্পত্তি খোয়াতে হয়। এখন সম্বল বলতে সীমান্তের মধ্যবর্তী এই ১৬ বিঘা জমি। যার সাত বিঘা বাংলাদেশে, আর নয় বিঘা ভারতের মধ্যে। চাষের জমিরও অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে।

আরও পড়ুন: ‘অনেক খেলা বাকি আছে’, ‘যুদ্ধ’ লেগে গেল সুকান্ত-অনুপমের! বঙ্গ বিজেপিতে শোরগোল

চাষের পর আগে দু’দেশের অনুমতি নিয়ে সাড়ে দশ মন ধান ভারতে নিতে পরতেন। সীমান্তরক্ষীদের অনুমতির সেই কাগজপত্র আজও সযত্নে আগলে রেখেছেন তিনি। কিন্তু বর্তমান নিয়মে বাংলাদেশের ফসল বাংলাদেশের বাজারেই বেচে দিতে হয়। শুধু তাই নয়, চৌগাছার নয় নম্বর স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে নিয়মিত ট্যাক্স জমা দিতে হয় তাঁকে। ভারতেও ট্যাক্স দিতে হয় তাকে। উত্তর বয়রা গ্রামে প্রায় ৬০ ঘর বাসিন্দা। সব বাড়িই সীমান্তের পিলার ঘেঁষা।

আরও পড়ুন: শনিবার শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল! রইল পূর্ণাঙ্গ তালিকা, জেনে বাড়ি থেকে বেরোবেন

কিন্তু অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে এমন বাসিন্দা কেবল মণ্ডল পরিবারই। সংসারও ছড়িয়ে পড়ছে দুই দেশে। রেজউল মণ্ডল মেয়েদের বিয়ে দিয়েছেন যশোরে। এক ছেলে হাফিজুর কাজ করেন কলকাতা পুলিশে। বাংলাদেশ ও ভারতের স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হলেও, দুই দেশেরই বাসিন্দা হিসাবেই রয়ে গেলেন মন্ডল পরিবার।

—– Rudra Narayan Roy

Gold: বাংলাদেশ থেকে ভারতে ঢুকল একটি ট্রাক, ছুটে গেল BSF! যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: প্রায় দেড় কোটি টাকার সোনা সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা প্রায় দেড় কোটি টাকার সোনা সহ এক পাচারকারীকে আটক করল।

বিএসএফ সূত্রে খবর, পেট্রাপোল সীমান্তের ট্রাক চেকিংয়ের সময় সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে আসা একটি ট্রাককে আটক করে জওয়ানরা। তারপর আটক করা ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে ১৭ টি সোনার টুকরো উদ্ধার করে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, তাহলে উত্তরবঙ্গে ঘুরছেন কে? ইডি-কে চিঠি BJP বিধায়কের

উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ২ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লক্ষ ৫৬ হাজার ২৩ টাকা। বিএসএফ সূত্রে খবর দ্রুত পাচারকারীর নাম আব্দুল জোহাব মালিক, সে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার খলিতপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: সাংবাদিকের সঙ্গে এ কী অবস্থা! পরকীয়ায় জড়িয়েছেন! বিয়ে ভাঙছে লিও মেসির?

ধৃত পাচারকারী এবং উদ্ধার হওয়ার সোনা পেট্রাপোল শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে।