Tag Archives: Kaushiki Amavasya 2024

Kaushiki Amavasya 2024 Date & Time: কৌশিকী অমাবস্যা কবে? কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? জানুন শুভ মুহূর্ত

চলছে ভাদ্রমাস। এই বাংলা মাসের অন্যতম বড় অনুষ্ঠান কৌশিকী অমাবস্যা।
চলছে ভাদ্রমাস। এই বাংলা মাসের অন্যতম বড় অনুষ্ঠান কৌশিকী অমাবস্যা।

 

ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে।
ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে।

 

এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর, ভোর ৫.২১ মিনিটে।
এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর, ভোর ৫.২১ মিনিটে।

 

অমাবস্যা তিথি থাকবে ৩ সেপ্টেম্বর সকাল ৭.২৪ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি থাকবে ৩ সেপ্টেম্বর সকাল ৭.২৪ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যার নিশি ও ব্রত পালন হবে একইদিনে, ২ সেপ্টেম্বর সন্ধ্যায়।
অমাবস্যার নিশি ও ব্রত পালন হবে একইদিনে, ২ সেপ্টেম্বর সন্ধ্যায়।

 

তন্ত্রসাধনায় এই তিথি বিশেষ গুরুত্বপূর্ণ।
তন্ত্রসাধনায় এই তিথি বিশেষ গুরুত্বপূর্ণ।

Kaushiki Amavasya: এবার তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা, তার আগে অবশ্য কিছুটা কষ্ট পোহাতে হবে এঁদের

বীরভূম: সামনেই ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা। এবার তারাপীঠের এই উৎসব উপলক্ষ্যে কৌশিকী অমাবস্যার সময় ‘জিরো লোডশেডিং’ -র লক্ষ্যমাত্রা নিয়েছে বিদ্যুৎ দফতর। যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায়, তার জন্য এখন থেকেই প্রস্তুতিতে নেমেছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম।

বিদ্যুৎবাহী তারের সঙ্গে লেগে থাকা গাছের ডালপালা কাটা থেকে বেশ কয়েকটি ট্রান্সফর্মার ও কেবল পরিবর্তন করার কাজ চলছে। তার জন্য নির্দিষ্ট দিনগুলিতে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার শাট ডাউন করে এই কাজ চলবে বলে দফতর এর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত গত ২৮ জুলাই টিআরডি-র অফিসে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি বৈঠক হয়।সেখানেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে উপস্থিত বিদ্যুৎ দফতরেরকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলেন মহকুমার প্রশাসনিক কর্তারা। সেই মত ময়দানে নেমেছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

আরও পড়ুন – Low Pressure in West Bengal: আরও ৪৮ ঘণ্টার চরম সময়, বাংলার উত্তরে জারি বৃষ্টি, দক্ষিণেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, রইল ওয়েদার আপডেট

উল্লেখ্য, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠের বিদ্যুতের চাহিদা এখন আকাশছোঁওয়া। প্রায় পাঁচশোর বেশি লজ, হোটেল রয়েছে। এছাড়া রয়েছে স্ট্রিট লাইট থেকে, ঘরের আলো, তোরণ। তাই চাহিদামতো বিদ্যুৎ জোগাতে হিমশিম খেতে হয় দফতরকে।

কৌশিকী অমাবস্যায় যেন লোডশেডিং না হয়
কৌশিকী অমাবস্যায় যেন লোডশেডিং না হয়

তারাপীঠ এলাকায় রামপুরহাট থানার মনসুবা মোড় সংলগ্ন ১৩২/৩৩ কেভিএ সাবস্টেশন থেকে বিদ্যুতের জোগান দেওয়া হয়। ওই সাবস্টেশন থেকে তারাপীঠ ছাড়াও আটলা, বুধিগ্রাম, বীরচন্দ্রপুর, দুনিগ্রাম, চাঁদপাড়া এই সমস্ত এলাকাগুলির জন্য আলাদা আলাদা ফিডারে বিদ্যুতের জোগান দেওয়া হয়।যার মধ্যে শুধু তারাপীঠ এলাকায় বাণিজ্যিক ও ঘরোয়া সংযোগ মিলে প্রায় ৩২০০ গ্রাহককে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়।ফলে এই সাবস্টেশনের উপর যথেষ্ট চাপ রয়েছে।যদিও অন্যান্য এলাকার তুলনায় তারাপীঠে দু’টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। লোডশেডিং হতই না বললেই চলে।

কিন্তু গ্রীষ্মের সময় এই পর্যটন কেন্দ্রে মাঝে মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে।ফলে দফতরকে অন্ধকারে রেখে নিজেদের ইচ্ছেমতলোড বাড়িয়ে নিয়ে থাকেন বেশকিছু বিদ্যুৎ লজ ও হোটেল মালিকরা। এই কারণে প্রায়ই ট্রান্সফর্মার ও তার পুড়ে যাচ্ছে।ভোগান্তির মুখে পড়ছেন পর্যটকরা।তাই কৌশিকী অমাবস্যার সময় যাতে বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, তারজন্য আগে থেকেই তৎপর হয়েছে দফতর।

Souvik Roy

Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যায় ভুলেও তুলবেন না এই পাতা! খাবেন না এই খাবার! অনর্থ হবে সংসারে

ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার এই পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্রসাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার এই পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্রসাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই অমাবস্যার দিন বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হয়। না হলে আপনার প্রতি রুষ্ট হতে পারে দেবী।তাহলে জেনে নিন কী কী নিয়ম মানবেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই অমাবস্যার দিন বেশ কিছু নিয়ম মেনে পুজো করতে হয়। না হলে আপনার প্রতি রুষ্ট হতে পারে দেবী।তাহলে জেনে নিন কী কী নিয়ম মানবেন।
বাড়ির উঠন থেকে ভুল করেও এই দিন তুলসী পাতা তুলবেন না। প্রয়োজন পড়লে বাজার থেকে কিনে আনতে পারেন তুলসির পাতা।
বাড়ির উঠন থেকে ভুল করেও এই দিন তুলসী পাতা তুলবেন না। প্রয়োজন পড়লে বাজার থেকে কিনে আনতে পারেন তুলসির পাতা।
এই দিন মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। এমনি জানাচ্ছেন তারাপীঠ মন্দিরের পুরোহিত গোলক মহারাজ। চাইলে এই দিন মাছ খেতে পারেন তবে ভুল করেও মাংস খাবেন না।
এই দিন মাংস জাতীয় কোনো খাবার খাবেন না। এমনি জানাচ্ছেন তারাপীঠ মন্দিরের পুরোহিত গোলক মহারাজ। চাইলে এই দিন মাছ খেতে পারেন তবে ভুল করেও মাংস খাবেন না।
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভালো। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেন। তাই বাড়িতে থাকাই শ্রেয়।
কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভালো। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলেও মনে করেন অনেকে। আর তাই এই রাতটিকে তন্ত্রসাধকরা সাধনার জন্যও বেছে নেন। তাই বাড়িতে থাকাই শ্রেয়।

Kaushiki Amavasya Astro Tips: ঘোর করাল অমাবস্যার রাতেই জ্বলে উঠবে আপনার ভাগ্য, কৌশিকী অমাবস্যায় পালন করুন এই নিয়ম, বিপদের মুখ আর দেখবেন না

: আর কিছুদিন পরেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। Photo- Representative
: আর কিছুদিন পরেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। Photo- Representative
তবে বিগত দু বছর থেকে বেশ কিছু কারণে অনেকটাই কম হয়েছে ভক্ত সমাগম। তবে এই বছর প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের প্যাকেজ সিস্টেমে কোনও হোটেল ভাড়া দেওয়া যাবে না। কেউ যদি চান একদিন এসে তারাপীঠে থাকবেন তাহলে একদিনের জন্যও ভাড়া দিতে বাধ্য হোটেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই বছর ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হবে। Photo- Representative
তবে বিগত দু বছর থেকে বেশ কিছু কারণে অনেকটাই কম হয়েছে ভক্ত সমাগম। তবে এই বছর প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের প্যাকেজ সিস্টেমে কোনও হোটেল ভাড়া দেওয়া যাবে না। কেউ যদি চান একদিন এসে তারাপীঠে থাকবেন তাহলে একদিনের জন্যও ভাড়া দিতে বাধ্য হোটেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই বছর ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হবে। Photo- Representative
কেন কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য? মা-তারার সঙ্গেই বা কী সম্পর্ক?প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে/সিদ্ধপীঠ এ ভক্তদের ঢল নামে।মনে করা হয়, এদিনে মায়ের কাছে প্রার্থনা করলে, তিনি খালি হাতে ফেরান না। Photo- Representative
কেন কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য? মা-তারার সঙ্গেই বা কী সম্পর্ক?প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে/সিদ্ধপীঠ এ ভক্তদের ঢল নামে।মনে করা হয়, এদিনে মায়ের কাছে প্রার্থনা করলে, তিনি খালি হাতে ফেরান না। Photo- Representative
এ বছর ১৫ ভাদ্র রবিবার কৌশিকী অমাবস্যা উদযাপন হবে । সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ সেপ্টেম্বর । কৌশিকী অমাবস্যর তিথি শুরু ওই দিন ভোর ৫ টা ৭ মিনিট থেকে । তিথি অন্ত ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। Photo- Representative
এ বছর ১৫ ভাদ্র রবিবার কৌশিকী অমাবস্যা উদযাপন হবে । সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১ সেপ্টেম্বর । কৌশিকী অমাবস্যর তিথি শুরু ওই দিন ভোর ৫ টা ৭ মিনিট থেকে । তিথি অন্ত ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। Photo- Representative
তারাপীঠ মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায়জানান যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ।এই দিনে সেই কুশ কাটা হয়।তাই একে কৌশীকী অমাবস্যাও বলে। Photo- Representative
তারাপীঠ মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায়জানান যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ।এই দিনে সেই কুশ কাটা হয়।তাই একে কৌশীকী অমাবস্যাও বলে। Photo- Representative
বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় হয় তন্ত্রসাধকদের। একদিকে যখন তারাপীঠ মহা শ্মশানেচলে মহাযজ্ঞ তেমনইমা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে সারাদিন চলে পুজো। মায়ের ভোগে থাকে পাঁচ রকম ভাজা,পাঁচ রকম সবজি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, শোল মাছ পোড়া, মাছের মাথা, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস, দই এবং কারণবারি। Photo- Representative
বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় হয় তন্ত্রসাধকদের। একদিকে যখন তারাপীঠ মহা শ্মশানেচলে মহাযজ্ঞ তেমনইমা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে সারাদিন চলে পুজো। মায়ের ভোগে থাকে পাঁচ রকম ভাজা,পাঁচ রকম সবজি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, শোল মাছ পোড়া, মাছের মাথা, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস, দই এবং কারণবারি। Photo- Representative
তার জন্য মানতে হবে কয়েকটি টোটকা।যেমন কৌশিকী অমাবস্যার দিন পারলে অন্তত সারাদিন উপবাস থাকা উচিত। যদি কোনও কারণে উপবাস না থাকা হয় তাহলে অন্তত পক্ষে নিরামিষ খাবার খাওয়া উচিত। Photo- Representative
তার জন্য মানতে হবে কয়েকটি টোটকা।যেমন কৌশিকী অমাবস্যার দিন পারলে অন্তত সারাদিন উপবাস থাকা উচিত। যদি কোনও কারণে উপবাস না থাকা হয় তাহলে অন্তত পক্ষে নিরামিষ খাবার খাওয়া উচিত। Photo- Representative
সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত। Photo- Representative
সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত। Photo- Representative
অন্যদিকে বাড়ি এবং বাড়ির যে মন্দির সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে কোনও দেবীকে লাল জবা ফুলের পুষ্প নিবেদন করে পুজো করলেই সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। Input- Souvik Roy
অন্যদিকে বাড়ি এবং বাড়ির যে মন্দির সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে কোনও দেবীকে লাল জবা ফুলের পুষ্প নিবেদন করে পুজো করলেই সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। Input- Souvik Roy

Kaushiki Amavasya 2024: তুলসী বা বেল নয়! কৌশিকী অমাবস্যায় ভুলেও এই গাছের পাতা ছিঁড়বেন না, তছনছ হয়ে যাবে আপনার জীবন

*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বরই ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন ধুমধাম করে তারা মায়ের বিশেষ আচার মেনে পুজো করা হয়। কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশি অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বরই ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন ধুমধাম করে তারা মায়ের বিশেষ আচার মেনে পুজো করা হয়। কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশি অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫'টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫’টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন'টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন’টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*হিন্দু পঞ্চাঙ্গ মতে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে হয় সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্যবহার করবেন, জেনে নিন…সংগৃহীত ছবি।
*হিন্দু পঞ্চাঙ্গ মতে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে হয় সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্যবহার করবেন, জেনে নিন…সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ। তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে সমস্ত ধর্মীয় কাজে পুণ্যতা দেয়। সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ। তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে সমস্ত ধর্মীয় কাজে পুণ্যতা দেয়। সংগৃহীত ছবি।
*মহাভারতের কাহিনি অনুসারে, গরুড়দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি নিয়ে এসেছিলেন, তখন তিনি সেই পাত্রটি কিছু সময়ের জন্য কুশের উপর রেখেছিলেন। কুশের উপর অমৃতের পাত্র রাখার কারণে কুশ পবিত্র বলে বিবেচিত হয়। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।
*মহাভারতের কাহিনি অনুসারে, গরুড়দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্রটি নিয়ে এসেছিলেন, তখন তিনি সেই পাত্রটি কিছু সময়ের জন্য কুশের উপর রেখেছিলেন। কুশের উপর অমৃতের পাত্র রাখার কারণে কুশ পবিত্র বলে বিবেচিত হয়। সংগৃহীত ছবি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন। জ্যোতিষ সংক্রান্ত হলে জ্যোতিষবিদ, বাস্তুবিদ বা তন্ত্রবিদের পরামর্শ নিন।

Kaushiki Amavasya 2024: চোখের নিমেষে কার্যসিদ্ধি! কৌশিকী অমাবস্যায় মানুন ‘এই’ সহজ টোটকা, সংসারে সুখ-অর্থ-সৌভাগ্যের বন্যা

*সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন মহাধুমধামে বিশেষ আচার মেনে পুজো করা হয়। সংগৃহীত ছবি।
*সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠ মন্দিরে এদিন মহাধুমধামে বিশেষ আচার মেনে পুজো করা হয়। সংগৃহীত ছবি।
*কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ, তবে সামনেই রয়েছে মহালয়া। সেইসময় কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই অমাবস্যায় কুশ কাটার শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে জানা যায়। সংগৃহীত ছবি।
*কথিত আছে, ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। মনে করা হয়, এই সময় শ্রীহরি নিদ্রায় শয়ন করেন। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ, তবে সামনেই রয়েছে মহালয়া। সেইসময় কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই অমাবস্যায় কুশ কাটার শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে জানা যায়। সংগৃহীত ছবি।
*অনেকে মনে করেন, ভাদ্র মাসের এই অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিল। তবে অনেকে আবার বলেন, কার্তিক মাসের অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব তিথি। সংগৃহীত ছবি।
*অনেকে মনে করেন, ভাদ্র মাসের এই অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিল। তবে অনেকে আবার বলেন, কার্তিক মাসের অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব তিথি। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫'টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫’টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন'টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন’টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*কথিত আছে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে মিলবে সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্বহার করবেন, জেনে নিন...সংগৃহীত ছবি।
*কথিত আছে, এই অমাবস্যা তিথিতে কুশ ঘাসের পাতা ছেঁড়া উচিত নয়। বিশ্বাস করা হয়, এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন, তাহলে সব কাজেই সাফল্য মেলে। কুশের প্রতিকারে মিলবে সিদ্ধিলাভও। কুশের প্রতিকার কীভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্বহার করবেন, জেনে নিন…সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ, তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে শেষ না হওয়া কাজ শেষ হয়, যা সারাজীবন মানুষের পুণ্য করে। সংগৃহীত ছবি।
*অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণ করার তিথি, এ দিনে কেনাকাটা করা ও কোনও শুভ কাজ করা নিষেধ, তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই কুশ ব্যবহারে শেষ না হওয়া কাজ শেষ হয়, যা সারাজীবন মানুষের পুণ্য করে। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকি অমাবস্যা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি-নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
*বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্র মতে এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন৷ সংগৃহীত ছবি।
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে, এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷ সকল তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অতন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত ছবি।
*ইতিহাস বলে, সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা গুলি অবলম্বন করার পরামর্শ দেওইয়া হয়। সংগৃহীত ছবি।
*ইতিহাস বলে, সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থা গুলি অবলম্বন করার পরামর্শ দেওইয়া হয়। সংগৃহীত ছবি।

Kaushiki Amavasya 2024: ভাগ্য বিমুখ! ব্যবসায় সাময়িক বা দীর্ঘ মন্দা! কৌশিকী অমাবস্যায় করুন ছোট্ট কাজ, খুলবেই ভাগ্যের দরজা

*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫'টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫’টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন'টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন’টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে, বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন।কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
*তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে, বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন।কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
*তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উম্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়।
*তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উম্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়।
*কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। তবে এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম্য। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। তবে এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম্য। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও। এই পূণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা। এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয়, বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও। এই পূণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা। এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয়, বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে। সংগৃহীত ছবি।
*দুর্গাপুজো, কালীপুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে দেখা যায় কুশ। কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। ব্রাহ্মণদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যা কুশ সংগ্রহ করলে, তাতে দোষ হয় না। ফলে এ দিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন। সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা। সংগৃহীত ছবি।
*দুর্গাপুজো, কালীপুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে দেখা যায় কুশ। কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। ব্রাহ্মণদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যা কুশ সংগ্রহ করলে, তাতে দোষ হয় না। ফলে এ দিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন। সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা। সংগৃহীত ছবি।
*এ দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*এ দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে, সেখানেও প্রার্থনা করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে। লাল জবার মালা পরাতে হবে। আর একইসঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ। তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে। সংগৃহীত ছবি।
*বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে, সেখানেও প্রার্থনা করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে। লাল জবার মালা পরাতে হবে। আর একইসঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ। তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে। সংগৃহীত ছবি।
*ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন। জ্যোতিষ মতে, ব্যবসা, অর্থভাগ্যের কারক বৃহস্পতি। আর বৃহস্পতির ইষ্ট দেবী তারা। ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা। সংগৃহীত ছবি।
*ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন। জ্যোতিষ মতে, ব্যবসা, অর্থভাগ্যের কারক বৃহস্পতি। আর বৃহস্পতির ইষ্ট দেবী তারা। ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা। সংগৃহীত ছবি।