Tag Archives: Kaushiki Amavasya 2024

Tarapith: কৌশিকী অমাবস্যায় ঠিক আগেই তারাপীঠে…, আচমকা হলটা কী! জানলে চমকে যাবেন

বীরভূম: কৌশিকী অমাবস্যায় কড়া নিরাপত্তার চাদরে মোড়া চলেছে তারাপীঠ। তারাপীঠে, অতিরিক্ত ২০০ সিসি ক্যামেরা, মহিলা তীর্থযাত্রীদের জন্য থাকবে উইমেন্স টিম। আগের দিন বিকেল থেকেই অটো ও ট্রেকার বাদে অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। গত বছর কৌশিকী অমাবস্যা তিথিতে আগের দিন সকাল ৮টা থেকেই পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি তারাপীঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ। যার জেরে যাত্রী সমাগমে ভাটা পড়ার আশঙ্কা প্রকাশ করেন হোটেল মালিকরা। তাঁরা পুলিশের কাছে দাবি করেন, যে সমস্ত হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে, সেখানে যাত্রীদের গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দিতে হবে। অন্যথায় হোটেল বন্ধ করে দেবে। পরে পুলিশ প্রশাসন, টিআরডি-এর চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি সমাধান করেন।

এবছর আগামী সোমবার ভোর ৫টা নাগাদ কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে।থাকবে পরের দিন সকাল ৬টা ২৯মিনিট পর্যন্ত। এবার অবশ্য পুলিশ অনেক আগেই থেকে হোটেল মালিকদের সঙ্গে মিটিং করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের দিন বিকেল ৪টের পর পুণ্যার্থীদের প্রাইভেট গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। জাতীয় সড়কের মনসুবা মোড়ে গাড়িগুলি আটকে দেওয়া হবে।জাতীয় সড়কের ধারে একাধিক পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।সেখান থেকে অটো বা ট্রেকারে চেপে যাতায়াত করতে পারবেন পুণ্যার্থীরা।সেই সঙ্গে যে সমস্ত প্রাইভেট গাড়ি নির্দিষ্ট সময়ের আগে তারাপীঠে প্রবেশ করবে, সেই গাড়িগুলি হোটেলের নির্দিষ্ট পার্কিংয়ে রাখতে হবে।রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে।এদিকে অপ্রীতিকর ঘটনা রুখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা তারাপীঠ।

আরও পড়ুন-   বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

ভিন জেলার পুলিশ মিলিয়ে ১৮০০ ফোর্স মোতায়েন থাকবে।যা গতবারের থেকে বেশি। থাকবে অ্যান্টি ক্রাইম টিম।বিভিন্ন রাস্তা মিলিয়ে ২৭টি ড্রপ গেট করা হয়েছে। মন্দির ও তারাপীঠের বিভিন্ন রাস্তা মিলিয়ে ৫০টির মত সিসি ক্যমেরা রয়েছে। এবার কৌশিকী তিথি উপলক্ষ্যে অতিরিক্ত আরও ২০০টি সিসি ক্যামেরা ও ন’টি ওয়াচ টাওয়ার এবং একাধিক ড্রোন ক্যামেরা উড়িয়ে গোটা তারাপীঠে নজরদারি চালানো হবে। যাত্রীদের সুবিধার্থে ১৫টি পুলিশি সহায়তা কেন্দ্র ও ক্যুইক রেসপন্স টিম থাকবে। সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও ইভটিজিং রুখতে থাকবে উইমেন্স টিম। যারা স্কুটি চালিয়ে তারাপীঠ চক্কর দেবে। মহিলারা কোনও সমস্যায় পড়লে তাঁদের জানাতে পারবেন।

আরও পড়ুন-    বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

এছাড়া তারাপীঠ জুড়ে লাগানো একাধিক মাইকে পকেটমার, দালাল ও প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য ঘোষণা করা হবে। গতবার ভিড়ে বহু পর্যটকের সোনার হার, মানিব্যাগ ও মোবাইল চুরির ঘটনা ঘটেছিল।এবার তা রুখতে পর্যটকদের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ।অন্যদিকে এবার হরিদ্বারের আদলে দ্বারকা পাড়ে শুরু হচ্ছে আরতি।সেই মতে ভিড়ে যাতে কেউ নদে পড়ে না যান সেজন্য দ্বারকার পার বরাবর লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

সৌভিক রায়

Kaushiki Amavasya 2024: কী এই কৌশিকী অমাবস্যা? কেন এই পবিত্র দিনের এত গুরুত্ব? মাহাত্ম্য জানলে শিহরণ জাগবে

*হিন্দু শাস্ত্র মতে, বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে, বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারার৷
*হিন্দু শাস্ত্র মতে, বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে, বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারার৷
*কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়।
*কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে, এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়।
*২ সেপ্টেম্বর (১৬ ভাদ্র) সোমবার অহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। ১ সেপ্টেম্বর শেষ রাত ৫/৫/৫১ থেকে ৩ সেপ্টেম্বর ঘ ৬/২৯/৫৮ পর্যন্ত থাকবে অমাবস্যা।
*২ সেপ্টেম্বর (১৬ ভাদ্র) সোমবার অহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। ১ সেপ্টেম্বর শেষ রাত ৫/৫/৫১ থেকে ৩ সেপ্টেম্বর ঘ ৬/২৯/৫৮ পর্যন্ত থাকবে অমাবস্যা।
*বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে, জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়, সহজে।
*বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে, জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়, সহজে।
*কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। সেই করনে এই রাত্রিকে তারারাত্রিও বলা হয়।
*কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। সেই করনে এই রাত্রিকে তারারাত্রিও বলা হয়।

Kaushiki Amavasya 2024: তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যার দিন-রাতে কেন হয় মহাযজ্ঞ? জানুন গা ছমছম করা অজানা সত্যি

*এ বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ঃ০৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ঃ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*এ বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ঃ০৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ঃ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*আর এই অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠের মহাশ্মশানে। এ দিন রাতে যজ্ঞ করা হয় তারাপীঠ মহাশ্মশানে। তবে এ দিন যজ্ঞ করার গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমাদের জানিয়েছেন গোলক মহারাজ।
*আর এই অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠের মহাশ্মশানে। এ দিন রাতে যজ্ঞ করা হয় তারাপীঠ মহাশ্মশানে। তবে এ দিন যজ্ঞ করার গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমাদের জানিয়েছেন গোলক মহারাজ।
*অমাবস্যার এত গুরুত্বের একটি কারণ হল, তন্ত্রমতে এই অমাবস্যায় সাধনা করলে আশাতীত ফল মেলে। যারা তন্ত্র সাধনার এই কঠিন পথ ধরে এগোতে পারবেন না, তাঁরাও যদি এই দিনে মাতৃ আরাধনা করেন, তাহলে সমস্ত বিপদ কেটে যায় বলে কথিত।
*অমাবস্যার এত গুরুত্বের একটি কারণ হল, তন্ত্রমতে এই অমাবস্যায় সাধনা করলে আশাতীত ফল মেলে। যারা তন্ত্র সাধনার এই কঠিন পথ ধরে এগোতে পারবেন না, তাঁরাও যদি এই দিনে মাতৃ আরাধনা করেন, তাহলে সমস্ত বিপদ কেটে যায় বলে কথিত।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে কাঠ, ঘি এবং বেলপাতা দিয়ে পুজো করলে নিজেদের মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করেন ভক্তরা।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে কাঠ, ঘি এবং বেলপাতা দিয়ে পুজো করলে নিজেদের মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করেন ভক্তরা।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করার আগে যদি দ্বারকা নদীতে পূর্ণ স্নান করে যজ্ঞে বসলে আরও ভাল ফল পাওয়া যায়।
*কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করার আগে যদি দ্বারকা নদীতে পূর্ণ স্নান করে যজ্ঞে বসলে আরও ভাল ফল পাওয়া যায়।

Kaushiki Amavasya at Tarapith: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তারা মায়ের পায়ে পুজো দেবেন রাশিয়া থেকে আসা সন্ন্যাসিনী

সৌভিক রায়, বীরভূম: ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তার কারণ কী! তার কারণ একটাই, এই অমাবস্যা তিথিতে কোনও ভক্ত যদি নিজের মনস্কামনা জানিয়ে মা তারার কাছে পুজো দেন তাহলে তাঁদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে! আর এই আশা নিয়েই অমাবস্যার দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে।এই বছর এই তীর্থক্ষেত্রে ভক্ত সমাগম কয়েক লক্ষ পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন মন্দির কমিটি থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা।

প্রত্যেক বছর তারাপীঠ মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে দেশ-বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী এসে উপস্থিত হন।যেমন গত বছর দেখা গিয়েছিল সুদূর আমেরিকা, লন্ডন থেকে বহু সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করেছেন। আর এই বছরও রাশিয়া থেকে বিশ্বশান্তির কামনায়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সমাপ্তির আশায় তারাপীঠে এসে পৌঁছেছেন রাশিয়ার কন্যা।

আরও পড়ুন : আসছে কৌশিকী অমাবস্যা, ১ চামচ দুধ দিয়ে করুন এই কাজ! বাধা বিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা

কৌশিকী অমাবস্যার দিন মা তারার কাছে বিশ্বশান্তির কামনায় পুজো দেবেন এই রুশ সন্ন্যাসিনী। তারাপীঠ মহাশ্মশানের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন।আগামী দিনেও আমেরিকা, গ্রেট ব্রিটেন থেকে সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হবেন। মূলত কৌশিক আমাবস্যা উপলক্ষে গত বছর থেকে দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও সাধু সন্ন্যাসীরা আসছেন। এই বছরও বজায় আছে সেই ধারা।

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে চান? জানুন পুজো নির্ঘণ্ট-শুভ সময়

*সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় চলে কালী মায়ের আরাধনা। এদিন মায়ের দর্শনের জন্যে দূরদূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে আসেন বহু ভক্তরা। তবে অনেক ভক্তের মানেই প্রশ্ন থাকে পূজোর নির্ঘণ্ট নিয়ে কখন যাবেন কীভাবে পুজো দেবেন সবটা নিয়ে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
*সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় চলে কালী মায়ের আরাধনা। এদিন মায়ের দর্শনের জন্যে দূরদূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে আসেন বহু ভক্তরা। তবে অনেক ভক্তের মানেই প্রশ্ন থাকে পূজোর নির্ঘণ্ট নিয়ে কখন যাবেন কীভাবে পুজো দেবেন সবটা নিয়ে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি।
*দার্জিলিং ঘুরতে গেলেই অনেকেই একবার সেবকেশ্বরী কালী মন্দির ঘুরে আসেন পর্যটকরা। পাহাড়ে যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে এই কালী মন্দির। কালীপুজোর দিনে এই কালীমন্দিরে প্রচুর ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সংগৃহীত ছবি। 
*দার্জিলিং ঘুরতে গেলেই অনেকেই একবার সেবকেশ্বরী কালী মন্দির ঘুরে আসেন পর্যটকরা। পাহাড়ে যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে এই কালী মন্দির। কালীপুজোর দিনে এই কালীমন্দিরে প্রচুর ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সংগৃহীত ছবি।
*ভক্তরা মনে করেন, দেবী অত্যন্ত জাগ্রত। তার কাছে অন্তর থেকে প্রার্থনা করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন তিনি। এই মন্দিরে রয়েছে ১০৭টি সিঁড়ি। খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি হয়েছে এই মন্দিরের সিঁড়ি গুলি। ভক্তদের অটুট বিশ্বাস রয়েছে যখন গোটা পাহাড় এবং জঙ্গল ঘুমোয় তখন একমাত্র জেগে থাকেন ‘সেবকেশ্বরী কালী মা। তিনিই গোটা পাহাড়কে রক্ষা করেন। সংগৃহীত ছবি। 
*ভক্তরা মনে করেন, দেবী অত্যন্ত জাগ্রত। তার কাছে অন্তর থেকে প্রার্থনা করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন তিনি। এই মন্দিরে রয়েছে ১০৭টি সিঁড়ি। খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি হয়েছে এই মন্দিরের সিঁড়ি গুলি। ভক্তদের অটুট বিশ্বাস রয়েছে যখন গোটা পাহাড় এবং জঙ্গল ঘুমোয় তখন একমাত্র জেগে থাকেন ‘সেবকেশ্বরী কালী মা। তিনিই গোটা পাহাড়কে রক্ষা করেন। সংগৃহীত ছবি।
*সেবকে বারবার ধস নামলেও, মন্দিরের কখনও কোনও ক্ষতি হয়নি। সেবকেশ্বরী কালীমায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যার দিন পুজো শুরু হয় সকাল ১১টা থেকে। সাধারণত মায়ের পুজো রাতেই হয় কিন্তু ওই মন্দিরটি চারিদিকে পাহাড়ে ঘেরা জঙ্গলের মাঝে হওয়ায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিনের আলোতেই কৌশিকী অমাবস্যা মায়ের পুজো সম্পন্ন হবে। সংগৃহীত ছবি। 
*সেবকে বারবার ধস নামলেও, মন্দিরের কখনও কোনও ক্ষতি হয়নি। সেবকেশ্বরী কালীমায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যার দিন পুজো শুরু হয় সকাল ১১টা থেকে। সাধারণত মায়ের পুজো রাতেই হয় কিন্তু ওই মন্দিরটি চারিদিকে পাহাড়ে ঘেরা জঙ্গলের মাঝে হওয়ায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিনের আলোতেই কৌশিকী অমাবস্যা মায়ের পুজো সম্পন্ন হবে। সংগৃহীত ছবি।
*এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, মায়ের মন্দির কখনও ফাঁকা থাকে না। প্রতিদিন প্রচুর ভক্তের ভিড় জমে এই মন্দিরে। পাহাড়ের বুকে এই মা অনেক জাগ্রত এবং সকলের মনস্কামনা তিনি পূরণ করেন। শুধুমাত্র শিলিগুড়ি এবং আশেপাশের এলাকা থেকেই নয়, বহু দূরদূরান্ত থেকেও ভক্তরা দেবী দর্শনের জন্যে ছুটে আসেন এই মন্দিরে। সংগৃহীত ছবি। 
*এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, মায়ের মন্দির কখনও ফাঁকা থাকে না। প্রতিদিন প্রচুর ভক্তের ভিড় জমে এই মন্দিরে। পাহাড়ের বুকে এই মা অনেক জাগ্রত এবং সকলের মনস্কামনা তিনি পূরণ করেন। শুধুমাত্র শিলিগুড়ি এবং আশেপাশের এলাকা থেকেই নয়, বহু দূরদূরান্ত থেকেও ভক্তরা দেবী দর্শনের জন্যে ছুটে আসেন এই মন্দিরে। সংগৃহীত ছবি।
*প্রতিদিন মন্দির খুলে যায় সকাল ৮ টায় এবং পাহাড়ের কোল বেয়ে ফের সন্ধ্যে নেমে এলে বিকেল ৫:৩০টায় বন্ধ হয়ে যায় মন্দির। পুজোর দিন সাদা ভাত, পাঁচরকম ভাজা, তরকারি, পায়েস, লুচি, দই, মিষ্টি নিবেদন করা হয় মাকে।তবে বোয়াল মাছই দেবীর বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয়।১৯৭৮ সালে গড়ে ওঠে 'সেবকেশ্বরী কালী মন্দির'।
*প্রতিদিন মন্দির খুলে যায় সকাল ৮ টায় এবং পাহাড়ের কোল বেয়ে ফের সন্ধ্যে নেমে এলে বিকেল ৫:৩০টায় বন্ধ হয়ে যায় মন্দির। পুজোর দিন সাদা ভাত, পাঁচরকম ভাজা, তরকারি, পায়েস, লুচি, দই, মিষ্টি নিবেদন করা হয় মাকে।তবে বোয়াল মাছই দেবীর বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয়।১৯৭৮ সালে গড়ে ওঠে ‘সেবকেশ্বরী কালী মন্দির’।
*সেবকের কালী মন্দিরের রয়েছেন ৪ পুরোহিত। ১৯৯০ সাল থেকে এই মন্দিরে পুজো করছেন স্বপন ভাদুড়ী। ১৯৯৭ সাল থেকে মায়ের মন্দিরে পুজো করছেন লক্ষণ ভাদুড়ী। সংগৃহীত ছবি।
*সেবকের কালী মন্দিরের রয়েছেন ৪ পুরোহিত। ১৯৯০ সাল থেকে এই মন্দিরে পুজো করছেন স্বপন ভাদুড়ী। ১৯৯৭ সাল থেকে মায়ের মন্দিরে পুজো করছেন লক্ষণ ভাদুড়ী। সংগৃহীত ছবি।

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার প্রস্তুতি তুঙ্গে, আপনি তারাঠে যাচ্ছেন পবিত্র এই দিনে? জানুন বিপীস্তারিত

*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫'টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫’টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। পর্যটকদের সুবিধার্থে রামপুরহাটের মুনসভা মোড় থেকে তারাপীঠ পর্যন্ত বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানোর কাজ চলছে।
*ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। পর্যটকদের সুবিধার্থে রামপুরহাটের মুনসভা মোড় থেকে তারাপীঠ পর্যন্ত বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানোর কাজ চলছে।
*তারাপীঠের দ্বারকা নদীর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। আপনি চাইলে এই ঘাটে এসে স্নান করে তারপরে মা তারার পুজো দিতে পারে।
*তারাপীঠের দ্বারকা নদীর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। আপনি চাইলে এই ঘাটে এসে স্নান করে তারপরে মা তারার পুজো দিতে পারে।
*তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, আমাবস্যা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষীর পাশাপাশি থাকবে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
*তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, আমাবস্যা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষীর পাশাপাশি থাকবে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
*তারাপীঠ হোটেলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এ বছর তিনদিনের প্যাকেজ নয় আপনি চাইলে একদিন এসেও তারাপীঠ মন্দির দর্শন করতে পারবেন।
*তারাপীঠ হোটেলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এ বছর তিনদিনের প্যাকেজ নয় আপনি চাইলে একদিন এসেও তারাপীঠ মন্দির দর্শন করতে পারবেন।

Kaushiki Amavasya 2024: জীবন বদলে দেবে সামান্য চিনি! কৌশিকী অমাবস্যার রাতে এই কাজটি ভুলবেন না, জানুন জ্যোতিষকথা

*ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*ভাদ্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ কৌশিকী অমাবস্যা। আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ-সহ সব কালীতীর্থ, বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটি। এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি করতেই পারেন।
*কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে এই কাজগুলি করতেই পারেন।
*জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
*জ্যোতিষশাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তিভরে প্রার্থণা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
*অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু'টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
*অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
*কৌশিকী অমবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
*কৌশিকী অমবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
*একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Kaushiki Amavasya Dos & Donts: আসছে কৌশিকী অমাবস্যা! নিজের বিপদ না চাইলে ভুলেও করবেন না এই কাজগুলি

আগামী ২ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথিতে বলা হয় জোরালো এবং ভরা অমাবস্যা৷
আগামী ২ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথিতে বলা হয় জোরালো এবং ভরা অমাবস্যা৷

 

এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে৷ কিছু কাজ কোনও মতেই এই পুণ্যতিথিতে করবেন না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে৷ কিছু কাজ কোনও মতেই এই পুণ্যতিথিতে করবেন না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷

 

এই তিথিতে সংযম পালন করুন৷ গ্রহণ করুন নিরামিষ সাত্তিক আহার৷
এই তিথিতে সংযম পালন করুন৷ গ্রহণ করুন নিরামিষ সাত্তিক আহার৷

 

কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না৷
কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না৷

 

এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেনও না৷ চুলদাড়ি কাটবেন না৷
এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেনও না৷ চুলদাড়ি কাটবেন না৷

 

 গরমজলে জামাকাপড় কাচবেন না৷ ভিজে জামকাপড় সূর্যাস্তের পর খোল আকাশের নীচে রাখবেন না৷
গরমজলে জামাকাপড় কাচবেন না৷ ভিজে জামকাপড় সূর্যাস্তের পর খোল আকাশের নীচে রাখবেন না৷

Kaushiki Amavasya 2024: ২ সেপ্টেম্বর এই বছরের কৌশিকী অমাবস্যা, ঠিক কোন সময় পুজো দেবেন? পুজোর সঠিক পদ্ধতি জানুন

*সামনেই ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা। এই আমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে।
*সামনেই ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা। এই আমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫'টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫’টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর।
*কোন সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে। এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত জানান, রবিবার আমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারা আশীর্বাদ করবে আপনার উপর।
*কোন সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে। এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত জানান, রবিবার আমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারা আশীর্বাদ করবে আপনার উপর।
*আর যদি সেটা না পারেন, তাহলে সন্ধ্যা ৭'টা বেজে ১২ মিনিট এ বাড়ির ঠাকুরকে সন্ধ্যা দেখান। যে কোনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন।
*আর যদি সেটা না পারেন, তাহলে সন্ধ্যা ৭’টা বেজে ১২ মিনিট এ বাড়ির ঠাকুরকে সন্ধ্যা দেখান। যে কোনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন।
*আর যখনই পুজো দেন না কেন, অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন।
*আর যখনই পুজো দেন না কেন, অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন।
*ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়। সংগৃহীত ছবি।
*মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। সংগৃহীত ছবি।
*মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। সংগৃহীত ছবি।
*পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
*পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি।
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি।

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিশেষ বিরল ঘটনা! ভক্তের জীবন বদলায় চিরতরে, ‘এই’ কাজ ভুলেও নয়

*কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিরল ঘটনা! ভক্তের জীবন চিরতরে বদলে যেতে পারে তাতেই। অতি মাহাত্ম্যপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিরল ঘটনা! ভক্তের জীবন চিরতরে বদলে যেতে পারে তাতেই। অতি মাহাত্ম্যপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
*চলছে ভাদ্রমাস। এই বাংলা মাসের অন্যতম বড় অনুষ্ঠান কৌশিকী অমাবস্যা। ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে। সংগৃহীত ছবি।
*চলছে ভাদ্রমাস। এই বাংলা মাসের অন্যতম বড় অনুষ্ঠান কৌশিকী অমাবস্যা। ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়। সংগৃহীত ছবি।
*ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়। সংগৃহীত ছবি।
*মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। সংগৃহীত ছবি।
*মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। সংগৃহীত ছবি।
*পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
*পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি।
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।