Tag Archives: KKR

KKR Team News: কেকেআর কি Playoffs 2024 এ ফিল সল্টকে খেলাতে পারবে, বোর্ডের বড় সিদ্ধান্ত

এ  মরশুমে কেকেআর দারুণ ফর্মে ছুটছে৷ আর কেকেআরের সাফল্যের যাঁরা নেপথ্য কারিগর রয়েছে তাঁদের মধ্যে অন্যতম কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট ও সুনীল নারিন৷ কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলা কেকেআর এই মুহূর্তে একটা সমস্যার সামনে৷ তা হল প্লে অফে ফিল সল্টকে কি আদৌ পাবে কেকেআর৷ Photo -AP 
এ  মরশুমে কেকেআর দারুণ ফর্মে ছুটছে৷ আর কেকেআরের সাফল্যের যাঁরা নেপথ্য কারিগর রয়েছে তাঁদের মধ্যে অন্যতম কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট ও সুনীল নারিন৷ কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলা কেকেআর এই মুহূর্তে একটা সমস্যার সামনে৷ তা হল প্লে অফে ফিল সল্টকে কি আদৌ পাবে কেকেআর৷ Photo -AP
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই- এই মুহূর্তে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড  অর্থাৎ ইসিবি-র সঙ্গে৷  আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও দল নির্বাচন হয়ে গেছে৷ তাই বহু বিদেশি ক্রিকেটারই আইপিএল পুরো না খেলেই নিজেদের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷ কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ইংলিশ ক্রিকেটারদের প্লে অফ পর্বে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই- এই মুহূর্তে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড  অর্থাৎ ইসিবি-র সঙ্গে৷  আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও দল নির্বাচন হয়ে গেছে৷ তাই বহু বিদেশি ক্রিকেটারই আইপিএল পুরো না খেলেই নিজেদের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷ কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ইংলিশ ক্রিকেটারদের প্লে অফ পর্বে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
অর্থাৎ কেকেআরের ফিল সল্টকে যাতে কেকেআর  আইপিএল ২০২৪-র প্লে অফের জন্য খেলাতে পারে সেই চেষ্টা চলছে৷ এই মরশুমে নাইট জার্সিতে ১১ টি ম্যাচে খেলেছেন ফিল সল্ট৷ তাঁর মোট রান ৪২৯৷
অর্থাৎ কেকেআরের ফিল সল্টকে যাতে কেকেআর  আইপিএল ২০২৪-র প্লে অফের জন্য খেলাতে পারে সেই চেষ্টা চলছে৷ এই মরশুমে নাইট জার্সিতে ১১ টি ম্যাচে খেলেছেন ফিল সল্ট৷ তাঁর মোট রান ৪২৯৷
ইংল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের দ্বিপাক্ষিক সিরিজের জন্য দেশে ফিরবে যা আগামী মাসে আয়োজিত হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ জাতীয় দলের  প্রস্তুতি হিসাবেই এই সিরিজ খেলা হবে এমনটা জানা গেছে৷ Photo- AP
ইংল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের দ্বিপাক্ষিক সিরিজের জন্য দেশে ফিরবে যা আগামী মাসে আয়োজিত হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ জাতীয় দলের  প্রস্তুতি হিসাবেই এই সিরিজ খেলা হবে এমনটা জানা গেছে৷ Photo- AP
ইংল্যান্ড বনাম পাকিস্তান T20I সিরিজ এবং আইপিএল ২০২৪-র প্লে অফের সময় একই সঙ্গে। আইপিএল ২০২৪-র  নকআউট ২১ মে শুরু হবে৷  পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা এর ঠিক একদিন পরে। সেক্ষেত্রে, যদি ইংলিশ খেলোয়াড়রা জাতীয় দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে যান  তবে তারা সম্ভবত এক সপ্তাহ আগেই চলে যাবেন৷ Photo -AP
ইংল্যান্ড বনাম পাকিস্তান T20I সিরিজ এবং আইপিএল ২০২৪-র প্লে অফের সময় একই সঙ্গে। আইপিএল ২০২৪-র  নকআউট ২১ মে শুরু হবে৷  পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা এর ঠিক একদিন পরে। সেক্ষেত্রে, যদি ইংলিশ খেলোয়াড়রা জাতীয় দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে যান  তবে তারা সম্ভবত এক সপ্তাহ আগেই চলে যাবেন৷ Photo -AP
আর ইংলিশ ক্রিকেটাররা দেশে ফিরে গেল যে দুই ফ্রাঞ্চাইজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইটস রাইডার্স। কেকেআর জার্সিতে ফিল সল্ট  এবং রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার  এই মরশুমের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন৷ যা তাঁদের নিজের নিজের ফ্রাঞ্চাইজি দলের জয়ের বড় ভূমিকা রেখেছে৷ Photo- AP
আর ইংলিশ ক্রিকেটাররা দেশে ফিরে গেল যে দুই ফ্রাঞ্চাইজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইটস রাইডার্স। কেকেআর জার্সিতে ফিল সল্ট  এবং রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার  এই মরশুমের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন৷ যা তাঁদের নিজের নিজের ফ্রাঞ্চাইজি দলের জয়ের বড় ভূমিকা রেখেছে৷ Photo- AP
এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে, KKR এবং RR পয়েন্ট টেবিলে এক-দু নম্বর স্থানে রয়েছে৷ অফিসিয়ালি প্লে অফের শেষ চারে খেলার জন্য তাদের আরও একটি করে জয় দরকার।
এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে, KKR এবং RR পয়েন্ট টেবিলে এক-দু নম্বর স্থানে রয়েছে৷ অফিসিয়ালি প্লে অফের শেষ চারে খেলার জন্য তাদের আরও একটি করে জয় দরকার।
আগে ইসিবি ডিরেক্টর রব  যে বাটলার চান  টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া খেলোয়াড়রা পাকিস্তান সিরিজে দেশে ফিরে আসুক। “আমি তাকে (বাটলারকে) খুব প্রথম দিকে জিজ্ঞাসা করেছিলাম এবং বলেছিলাম, 'দেখুন, ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে, আপনি অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজটি করতে চলেছেন।’’
আগে ইসিবি ডিরেক্টর রব  যে বাটলার চান  টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া খেলোয়াড়রা পাকিস্তান সিরিজে দেশে ফিরে আসুক। “আমি তাকে (বাটলারকে) খুব প্রথম দিকে জিজ্ঞাসা করেছিলাম এবং বলেছিলাম, ‘দেখুন, ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে, আপনি অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজটি করতে চলেছেন।’’

KKR News: এবার আইপিএল জিতবে কেকেআর! কারণ জানলে খুশি হবেন সব ফ্যানেরা

এবার আইপিএল ২০২৪ জেতার নিরিখে ফেভারিট কোন দল? কেকেআরের জেতার সম্ভাবনা কতটা? তা নিয়ে যত প্রতিযোগিতা এগোচ্ছে তা নিয়ে বাড়ছে আলোচনা-জল্পনা।
এবার আইপিএল ২০২৪ জেতার নিরিখে ফেভারিট কোন দল? কেকেআরের জেতার সম্ভাবনা কতটা? তা নিয়ে যত প্রতিযোগিতা এগোচ্ছে তা নিয়ে বাড়ছে আলোচনা-জল্পনা।
আইপিএলের প্লেঅফের জল্পনার মধ্যেই সামনে এসেছে একটি সমীকরণ বা অঙ্ক, অদ্ভূত মিলও বলা যেতে পারে। যা মুখে হাসি ফোটাতে পারে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের।
আইপিএলের প্লেঅফের জল্পনার মধ্যেই সামনে এসেছে একটি সমীকরণ বা অঙ্ক, অদ্ভূত মিলও বলা যেতে পারে। যা মুখে হাসি ফোটাতে পারে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের।
২০১২ সালে প্রথমবার আইপিএল জিতেছিল কেকেআর। সেবারের সঙ্গে এবার অদ্ভূত একাধিক মিল রয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে ২০২৪ সালে ফের ট্রফি উঠতে জিততে চলেছে কেকেআর।
২০১২ সালে প্রথমবার আইপিএল জিতেছিল কেকেআর। সেবারের সঙ্গে এবার অদ্ভূত একাধিক মিল রয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে ২০২৪ সালে ফের ট্রফি উঠতে জিততে চলেছে কেকেআর।
২০১২ সালের আগে ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও ২০২৩ সালে চ্য়াম্পিয়ন হয়েছে সিএসকে। ২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও ফাইনাল হবে চেন্নাইয়ের ঘরের মাঠে।
২০১২ সালের আগে ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও ২০২৩ সালে চ্য়াম্পিয়ন হয়েছে সিএসকে। ২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও ফাইনাল হবে চেন্নাইয়ের ঘরের মাঠে।
২০১২ সালে কেকেআর প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়েছিল। তারপর ১২ বছর ধরে আর হারাতে পারেনি। ২০২৪ সালে এসে ফের ঘরের মাঠে মুম্বইকে হারিয়েছে নাইটরা।
২০১২ সালে কেকেআর প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়েছিল। তারপর ১২ বছর ধরে আর হারাতে পারেনি। ২০২৪ সালে এসে ফের ঘরের মাঠে মুম্বইকে হারিয়েছে নাইটরা।
এছাড়া সবথেকে বড় লাক ফ্যাক্টর হতে পারে গৌতম গম্ভীরের ফেরা। ২০১২ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। এবারও দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গম্ভীর।
এছাড়া সবথেকে বড় লাক ফ্যাক্টর হতে পারে গৌতম গম্ভীরের ফেরা। ২০১২ সালে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। এবারও দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গম্ভীর।
সবথেকে বড় বিষয় এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে প্লেঅফের টিকিট প্রায় পাকা করে ফেলেছে নাইটরা। ধাপে ধাপে চ্যাম্পিয়নশিপের দিকেই এগোচ্ছে কেকেআর।
সবথেকে বড় বিষয় এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে প্লেঅফের টিকিট প্রায় পাকা করে ফেলেছে নাইটরা। ধাপে ধাপে চ্যাম্পিয়নশিপের দিকেই এগোচ্ছে কেকেআর।

IPL Playoffs 2024: কেকেআর ১৬ বলে খুব আনন্দ, জানেন কী মোট ৬ টি দলের হতে পারে এই পয়েন্ট, ম্যাজিক নম্বর তাহলে কি!

KKR ফ্যানরা এবার বল্লে বল্লে করছেন৷ কিন্তু আইপিএল পয়েন্ট টেবলে এক নম্বরে থাকা দলের ফ্যানদের সেটাই করার কথা৷ ১৬ পয়েন্ট একটি আইডিয়াল নম্বর ধরা হচ্ছে প্লে অফ টিকিটের জন্যে৷ সেটাই দারুণ খবর৷ দুটি দল প্লে অফের টিকিট নিশ্চিত৷ সেটা হল রাজস্থান রয়্যালস এবং কেকেআর৷ কে কোথায় থেকে প্লে অফে যাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে৷ তাও ১৮ পয়েন্ট যে দলের হয়ে যাবে সে নিশ্চিতভাবেই প্লে অফে খেলবেই৷ Photo- Collected
KKR ফ্যানরা এবার বল্লে বল্লে করছেন৷ কিন্তু আইপিএল পয়েন্ট টেবলে এক নম্বরে থাকা দলের ফ্যানদের সেটাই করার কথা৷ ১৬ পয়েন্ট একটি আইডিয়াল নম্বর ধরা হচ্ছে প্লে অফ টিকিটের জন্যে৷ সেটাই দারুণ খবর৷ দুটি দল প্লে অফের টিকিট নিশ্চিত৷ সেটা হল রাজস্থান রয়্যালস এবং কেকেআর৷ কে কোথায় থেকে প্লে অফে যাবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে৷ তাও ১৮ পয়েন্ট যে দলের হয়ে যাবে সে নিশ্চিতভাবেই প্লে অফে খেলবেই৷ Photo- Collected
প্লে অফের জন্য মরিয়া লড়াই করছে৷  টুর্নামেন্টের বাইরে ছিটকে যাওয়া দলে কিন্তু সিলমোহর কার্যত পড়ে গেছে৷  সঙ্গে যোগ হয়েছে আরও একটি নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে তাদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই জয়ের পরেও, আরসিবির  প্লে অফে পৌঁছানো কঠিন। Photo- Collected
প্লে অফের জন্য মরিয়া লড়াই করছে৷  টুর্নামেন্টের বাইরে ছিটকে যাওয়া দলে কিন্তু সিলমোহর কার্যত পড়ে গেছে৷  সঙ্গে যোগ হয়েছে আরও একটি নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রাক্তন চ্যাম্পিয়নদের হারিয়ে তাদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই জয়ের পরেও, আরসিবির  প্লে অফে পৌঁছানো কঠিন। Photo- Collected
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭টি হারের পর জয়ের ধারায় রয়েছে। দলটি জয়ের হ্যাটট্রিক দিয়ে তাদের হারানো প্লে অফের আশা বাঁচিয়ে রাখার দিকে এক ধাপ এগিয়েছে। ১১টি ম্যাচ খেলে, আরসিবি দলের  ৪ টি জয় পেয়েছে এবং বাকি ৩টি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। Photo- Collected
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭টি হারের পর জয়ের ধারায় রয়েছে। দলটি জয়ের হ্যাটট্রিক দিয়ে তাদের হারানো প্লে অফের আশা বাঁচিয়ে রাখার দিকে এক ধাপ এগিয়েছে। ১১টি ম্যাচ খেলে, আরসিবি দলের  ৪ টি জয় পেয়েছে এবং বাকি ৩টি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। Photo- Collected
এর পরেও যদি আরসিবি প্লে অফের টিকিট পেয়ে যায় তা কার্যত অলৌকিক ঘটনা হতে পারে। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে  দেখলে  কেকেআর এবং রাজস্থান রয়্যালস দু দলেরই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কিন্তু কেকেআরের রান রেট দুর্দান্ত ১.৪৫৩ হওয়ায় তারা রাজস্থানকে ঠেলে নামিয়ে দিয়েছে৷  পঞ্জাবকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে চেন্নাই। চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ এলএসজি এই তালিকায় পাঁচে রয়েছে৷ এসআরএইচের সঙ্গে পয়েন্ট এক অর্থাৎ ১২ হলেও রানরেটে এলএসজিকে টেক্কা সানরাইজার্সের৷ Photo- Collected
এর পরেও যদি আরসিবি প্লে অফের টিকিট পেয়ে যায় তা কার্যত অলৌকিক ঘটনা হতে পারে। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে  দেখলে  কেকেআর এবং রাজস্থান রয়্যালস দু দলেরই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কিন্তু কেকেআরের রান রেট দুর্দান্ত ১.৪৫৩ হওয়ায় তারা রাজস্থানকে ঠেলে নামিয়ে দিয়েছে৷  পঞ্জাবকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে চেন্নাই। চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ এলএসজি এই তালিকায় পাঁচে রয়েছে৷ এসআরএইচের সঙ্গে পয়েন্ট এক অর্থাৎ ১২ হলেও রানরেটে এলএসজিকে টেক্কা সানরাইজার্সের৷ Photo- Collected
সিএসকে, এসআরএইচ, এলএসজি সকলেই এখনও অন্তত ৩ টি করে ম্যাচ খেলতে পারবে তাহলে সকলেরই ১৬ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷  ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ কারণ তাদেরও ৩ টি ম্যাচ বাকি রয়েছে৷ তিনটিই জিতলে তারাও পৌঁছতে পারে ম্যাজিক ১৬ নম্বরে৷  তৃতীয় এবং চতুর্থ অবস্থানের জন্য কঠিন প্রতিযোগিতা রয়েছে। Photo- Collected
সিএসকে, এসআরএইচ, এলএসজি সকলেই এখনও অন্তত ৩ টি করে ম্যাচ খেলতে পারবে তাহলে সকলেরই ১৬ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷  ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ কারণ তাদেরও ৩ টি ম্যাচ বাকি রয়েছে৷ তিনটিই জিতলে তারাও পৌঁছতে পারে ম্যাজিক ১৬ নম্বরে৷  তৃতীয় এবং চতুর্থ অবস্থানের জন্য কঠিন প্রতিযোগিতা রয়েছে। Photo- Collected
পাঞ্জাব কিংস অষ্টম স্থানে থাকে দল  প্লে অফের রেস থেকে প্রায় বাদ পড়েছে। আরসিবির কাছে গুজরাট টাইটান্সের হার ছিল বিরাট ধাক্কা। এর ফলে জিটির প্লে অফের আশাও প্রায় শেষ। এই দলটি ১১টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচ জিতেছে৷  বাকি ৩টি ম্যাচ জিতলেও গুজরাত মাত্র ১৪ পয়েন্ট পাবে যা প্লে অফের জন্য যথেষ্ট হবে না। Photo- Collected
পাঞ্জাব কিংস অষ্টম স্থানে থাকে দল  প্লে অফের রেস থেকে প্রায় বাদ পড়েছে। আরসিবির কাছে গুজরাট টাইটান্সের হার ছিল বিরাট ধাক্কা। এর ফলে জিটির প্লে অফের আশাও প্রায় শেষ। এই দলটি ১১টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচ জিতেছে৷  বাকি ৩টি ম্যাচ জিতলেও গুজরাত মাত্র ১৪ পয়েন্ট পাবে যা প্লে অফের জন্য যথেষ্ট হবে না। Photo- Collected
এছাড়াও, ৮টি ম্যাচ হেরে আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের আশায় ফুলস্টপ পড়ে গেছে৷  তবে টুর্নামেন্টের ১০ টি দলের মধ্যে ৬ টি দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। ৬ টি দলের ১৬ বা তার বেশি পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে।  আরসিবি, যারা টানা ৬ ম্যাচে হেরেছিল এবং ৩ টি ম্যাচ জিতেছিল, তারা সমস্ত ম্যাচ জিতলেও মাত্র ১৪ পয়েন্টে পৌঁছাবে। Photo- Collected
এছাড়াও, ৮টি ম্যাচ হেরে আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের আশায় ফুলস্টপ পড়ে গেছে৷  তবে টুর্নামেন্টের ১০ টি দলের মধ্যে ৬ টি দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। ৬ টি দলের ১৬ বা তার বেশি পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে।  আরসিবি, যারা টানা ৬ ম্যাচে হেরেছিল এবং ৩ টি ম্যাচ জিতেছিল, তারা সমস্ত ম্যাচ জিতলেও মাত্র ১৪ পয়েন্টে পৌঁছাবে। Photo- Collected
গুজরাত টাইটান্সও ৭ হারের মুখোমুখি হয়েছিল। বাকি ৩ ম্যাচ জিতলেও দল পৌঁছবে মাত্র ১৪ পয়েন্ট। মুম্বই মাত্র ৩টি ম্যাচ নিয়ে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে৷  সবকটি ম্যাচ জিতলেও তারা মাত্র ১২ পয়েন্টে পৌঁছাবে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও পঞ্জাব প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। Photo- Collected
গুজরাত টাইটান্সও ৭ হারের মুখোমুখি হয়েছিল। বাকি ৩ ম্যাচ জিতলেও দল পৌঁছবে মাত্র ১৪ পয়েন্ট। মুম্বই মাত্র ৩টি ম্যাচ নিয়ে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে৷  সবকটি ম্যাচ জিতলেও তারা মাত্র ১২ পয়েন্টে পৌঁছাবে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও পঞ্জাব প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। Photo- Collected
বাকি ৮ টি দল প্লে অফের দৌড়ে রয়েছে এবং শীর্ষ ৩ র‌্যাঙ্কিং রাজস্থান রয়্যালস প্রায় প্লে অফে পৌঁছে গেছে। কিন্তু চেন্নাই, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের দলগুলো প্লে অফের দরজায় এসে দাঁড়িয়েছে এবং আরও দুটি জয় এই ৩ টি দলের প্লে অফ নিশ্চিত করবে। কিন্তু বাকি দিল্লি ক্যাপিটালস আরসিবি তাদের পরের সব ম্যাচ জিতলে রান রেটের ভিত্তিতে প্লে অফের হিসাব করা হবে। Photo- Collected
বাকি ৮ টি দল প্লে অফের দৌড়ে রয়েছে এবং শীর্ষ ৩ র‌্যাঙ্কিং রাজস্থান রয়্যালস প্রায় প্লে অফে পৌঁছে গেছে। কিন্তু চেন্নাই, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের দলগুলো প্লে অফের দরজায় এসে দাঁড়িয়েছে এবং আরও দুটি জয় এই ৩ টি দলের প্লে অফ নিশ্চিত করবে। কিন্তু বাকি দিল্লি ক্যাপিটালস আরসিবি তাদের পরের সব ম্যাচ জিতলে রান রেটের ভিত্তিতে প্লে অফের হিসাব করা হবে। Photo- Collected

IPL 2024 Playoffs Scenario: আইপিএল থেকে বিদায় ৪ দলের! প্লে-অফের লড়াইয়ে টিকে ৬ দল

২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। দেখে দেখতে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্বে চলে এসেছে। প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ।
২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। দেখে দেখতে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্বে চলে এসেছে। প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ।
প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন  দল আইপিএল থেকে ছিটকে যাবে।
প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন দল আইপিএল থেকে ছিটকে যাবে।
বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ৩ ম্যাচ আগেই কার্যত পাকা প্লে অফের টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত।
বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ৩ ম্যাচ আগেই কার্যত পাকা প্লে অফের টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত।
এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
তবে চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না।
তবে চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না।
মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে প্লে-অফে  যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।
মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে প্লে-অফে যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।

KKR News: লখনউকে হারিয়ে প্লে-অফে কেকেআর! কী বলছে লিগ টেবিলের অঙ্ক

মুম্বই ইন্ডিয়ান্স হারানোর পর লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এলএসজি-র বিরুদ্ধে ৯৮ রানের বড় ব্যবধানে জয় পেল কেকেআর। (Photo Courtesy- KKR X)
মুম্বই ইন্ডিয়ান্স হারানোর পর লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এলএসজি-র বিরুদ্ধে ৯৮ রানের বড় ব্যবধানে জয় পেল কেকেআর। (Photo Courtesy- KKR X)
ম্যাচে প্রথমে ব্যাটে করে ২৩৫ রানের বিশাল স্কোর করে কেকেআর। সর্বোচ্চ ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনীল নারিন। জবাবে ১৩৭ রানে অলআউট লখনউ। (Photo Courtesy- KKR X)
ম্যাচে প্রথমে ব্যাটে করে ২৩৫ রানের বিশাল স্কোর করে কেকেআর। সর্বোচ্চ ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনীল নারিন। জবাবে ১৩৭ রানে অলআউট লখনউ। (Photo Courtesy- KKR X)
এই জয়ের ফলে লিগ রাজস্থানের থেকে এক ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল কেকেআর। ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট, নেট রানরেট +১.৪৫৩ নাইটদের। (Photo Courtesy- KKR X)
এই জয়ের ফলে লিগ রাজস্থানের থেকে এক ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল কেকেআর। ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট, নেট রানরেট +১.৪৫৩ নাইটদের। (Photo Courtesy- KKR X)
অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২। ফলে পরের ম্যাচ জিতলে ফের শীর্ষে উঠনে রাজস্থান। (Photo Courtesy- KKR X)
অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২। ফলে পরের ম্যাচ জিতলে ফের শীর্ষে উঠনে রাজস্থান। (Photo Courtesy- KKR X)
১৬ পয়েন্ট নিয়ে কেকেআর ও রাজস্থানের প্লে-অফের টিকিট প্রায় পাকা। তবে এখনও একাধিক দলের ১৬ পয়েন্ট করার সুযোগ থাকায় পাকাপাকি বলা যাচ্ছে না। (Photo Courtesy- KKR X)
১৬ পয়েন্ট নিয়ে কেকেআর ও রাজস্থানের প্লে-অফের টিকিট প্রায় পাকা। তবে এখনও একাধিক দলের ১৬ পয়েন্ট করার সুযোগ থাকায় পাকাপাকি বলা যাচ্ছে না। (Photo Courtesy- KKR X)
আর একটি করে ম্যাচ এই দুই দল জিততে পারলেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে কেকেআর ও রাজস্থানের। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্লেঅফের টিকিট প্রায় পাকা।  (Photo Courtesy- KKR X)
আর একটি করে ম্যাচ এই দুই দল জিততে পারলেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে কেকেআর ও রাজস্থানের। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্লেঅফের টিকিট প্রায় পাকা। (Photo Courtesy- KKR X)

KKR vs LSG: ব্যাটে-বলে লখনউকে উড়িয়ে দিল কেকেআর, জয় পেল ৯৮ রানের বড় ব্যবধানে

লখনউ: ইডেনের পর লখনউ। দুই পর্বেই লখনউ সুপার জায়ান্টসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে ১৬ পয়েন্ট নিয়ে এক পা রেখে দিল প্লে-অফে। রবিবার ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে নাইটরা। প্রথমে ব্যাট করে ২৩৫ রানের বিশাল স্কোর করে কেকেআর। জবাবে ১৩৭ রানে অলআউট লখনউ সুপার জায়ান্টস। ৯৮ রানের বড় ব্যবধানে জয় পেল নাইটরা।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। ৪ ওভারের মধ্যেই ৬০ রানের পার্টনারশিপ করে ফেলেন নারিন ও সল্ট। ১৪ বলে ৩২ করে আউট হন সল্ট। অপরদিকে, নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান নারিন। নিজের অর্ধশতরান পূরণ করেন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁঘে ৮০ রানের পার্টনারশিপ করেন।

১৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮১ রান করে আউট হন সুনীল নারিন। একটা সময় মনে হয়েছিল কেকেআরের স্কোর ২৫০ পার হয়ে যাবে। কিন্তু নারিন আউট হওয়ার পর আন্দ্রে রাসেল ১২, রঘুবংশী ৩২, রিঙ্কু সিং ১৬ রান করে পরপর আউট হন। শেষের দিকে শ্রেয়স আইয়ার ও রমনদীপ সিং মারকাটারি ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ার ২৩ করে আউট হন। অপরদিকে, ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর।

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় উইকেটে কেএল রাহুল ও মার্কাস স্টয়নিসের ৫০ রানের পার্টনারশিপ ছাড়া সেভাবে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। স্টয়নিসের ৩৬ ও রাহুলের ২৫ রান ছাড়া কোনও এলএসজি ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় লখনউ।

আরও পড়ুনঃ Who Will Win IPL 2024: কোন দল চ্যাম্পিয়ন হবে আইপিএল ২০২৪? হয়ে গেল বড় ‘ভবিষ্যদ্বাণী’,নাম জানলে অবাক হবেন

সাজা কাটিয়ে দলে ফিরেই অনবদ্য বোলিং করেন হর্ষিত রানা। ৩ উইকেট নেন তিনি। এছাডা মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফর্ম ধরে রাখেন বরুণ চক্রবর্তী। তিনিও ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আন্দ্রে রাসেল ২টি এবং একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সুনীল নারিন। এই জয়ের ফলে ১১ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল কেকেআর। একইসঙ্গে প্লে অফ কার্যত পাকা হয়ে গেল নাইটদের।

KKR vs LSG: ফের জ্বলে উঠল নারিন-সল্ট জুটি, লখনউকে ২৩৬ রানের টার্গেট দিল কেকেআর

লখনউ: মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে চেনা ছন্দে পাওয়া যায়নি কেকেআরকে। লখনউ ম্যাচে ফের বিধ্বংসী ফর্মে ফিরল নাইটদের ব্যাটিং। ওপেনিং জুটিতে সুনীল নারিন ও ফিল সল্ট ক্লিক করতেই ফের বোর্ডে দুশোর বেশি স্কোর করল কলকাতা। শেষে ঝড় তুললেন রমনদীপ সিং। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে নাইটরা। সর্বোচ্চ ৮১ রান করেন সুনীল নারিন।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। ৪ ওভারের মধ্যেই ৬০ রানের পার্টনারশিপ করে ফেলেন নারিন ও সল্ট। ১৪ বলে ৩২ করে আউট হন সল্ট।

অপরদিকে, নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। নিজের অর্ধশতরান পূরণ করেন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁঘে ৮০ রানের পার্টনারশিপ করেন নারিন। ১৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮১ রান করে আউট হন সুনীল নারিন।

আরও পড়ুনঃ IPL 2024: দলের প্লেয়াররা করেছিল এমন আবদার, যা মেটাতে গিয়ে কালঘাম ছুটেছিল প্রীতি জিন্টার

একটা সময় মনে হয়েছিল কেকেআরের স্কোর ২৫০ পার হয়ে যাবে। কিন্তু নারিন আউট হওয়ার পর আন্দ্রে রাসেল ১২, রঘুবংশী ৩২, রিঙ্কু সিং ১৬ রান করে পরপর আউট হন। শেষের দিকে শ্রেয়স আইয়ার ও রমনদীপ সিং মারকাটারি ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ার ২৩ করে আউট হন। অপরদিকে, ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর।

এবার আইপিএল চ্যাম্পিয়ন কোন দল? জানলে অবাক হবেন, সব হিসেব মিলে যাচ্ছে!

এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল! অনেকেই হয়তো বলবেন, এখনকার পরিস্থিতি অনুযায়ী, রাজস্থান রয়্যালস দৌড়ে সবার আগে। কিন্তু আমরা যদি বলি, হিসেব বলছে, এবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি!
এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল! অনেকেই হয়তো বলবেন, এখনকার পরিস্থিতি অনুযায়ী, রাজস্থান রয়্যালস দৌড়ে সবার আগে। কিন্তু আমরা যদি বলি, হিসেব বলছে, এবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি!
২০১৪ সালের পর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন কেকেআর। তবে এবার দলে নতুন মেন্টর এসেছেন। গৌতম গম্ভীর। তিনি আসার পর থেকে কেকেআরের খোলনলচে বদলে গিয়েছে অনেকটাই।
২০১৪ সালের পর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন কেকেআর। তবে এবার দলে নতুন মেন্টর এসেছেন। গৌতম গম্ভীর। তিনি আসার পর থেকে কেকেআরের খোলনলচে বদলে গিয়েছে অনেকটাই।
পয়েন্ট তালিকার নিরিখে এবার কেকেআরের প্লে অফ খেলা প্রায় নিশ্চিত। ১০টি ম্যাচ খেলে সাতটি জিতেছে কেকেআর।
পয়েন্ট তালিকার নিরিখে এবার কেকেআরের প্লে অফ খেলা প্রায় নিশ্চিত। ১০টি ম্যাচ খেলে সাতটি জিতেছে কেকেআর।
২০১২ সালে প্রথমবার কেকেআর আইপিএল খেতাব জেতে। সেবারের সঙ্গে এবারও কিছু হিসেব মিলে যাচ্ছেয দেখে নেওয়া যাক সেই হিসেব!
২০১২ সালে প্রথমবার কেকেআর আইপিএল খেতাব জেতে। সেবারের সঙ্গে এবারও কিছু হিসেব মিলে যাচ্ছেয এবার। দেখে নেওয়া যাক সেই হিসেব!
২০১২ সালের আগের বছর অর্থাৎ ২০১১ সালে সিএসকে খেতাব জিতেছিল। এবারও সেই হিসেব মিলছে। গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।
২০১২ সালের আগের বছর অর্থাৎ ২০১১ সালে সিএসকে খেতাব জিতেছিল। এবারও সেই হিসেব মিলছে। গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।
২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও সেখানেই ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল।
২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও সেখানেই ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল।
২০১২ সালে কেকেআর মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল, এবারও তাই হয়েছে। মুম্বইকে ২৪ রানে হারিয়েছে কেকেআর।
২০১২ সালে কেকেআর মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল, এবারও তাই হয়েছে। মুম্বইকে ২৪ রানে হারিয়েছে কেকেআর।
সব থেকে বড় ফ্যাক্টর গৌতম গম্ভীর। তিনি ছিলেন কেকেআরের ২০১২ সালের দলে। এবারও তিনি কেকেআরে ফিরেছেন। তবে অন্য ভূমিকায়।
সব থেকে বড় ফ্যাক্টর গৌতম গম্ভীর। তিনি ছিলেন কেকেআরের ২০১২ সালের দলে। এবারও তিনি কেকেআরে ফিরেছেন। তবে অন্য ভূমিকায়।

Cricketer Love Story: রূপের জাদুতে মুগ্ধ হবেন আপনিও, চিনে নিন কেকেআর তারকার বউকে

২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন মনীশ পাণ্ডে। এর আগে কেকেআরের আইপিএল জয়া দলের সদস্যও ছিলেন। একাধিক দল ঘুড়ে ফের কেকেআরে খেলছেন তিনি। তবে মনীশ পাণ্ডের বউ কে চেনেনে? রূপে টেক্কা দেবে যে কোনও বলি অভিনেত্রীকে।
২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন মনীশ পাণ্ডে। এর আগে কেকেআরের আইপিএল জয়া দলের সদস্যও ছিলেন। একাধিক দল ঘুড়ে ফের কেকেআরে খেলছেন তিনি। তবে মনীশ পাণ্ডের বউ কে চেনেনে? রূপে টেক্কা দেবে যে কোনও বলি অভিনেত্রীকে।
ব্যক্তিগত জীবনে মণীশ পাণ্ডে বিয়ে করেছেন দক্ষিণী ছবির অভিনেত্রী আশ্রিতা শেট্টিককে। প্রেম করে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণীশ ও আশ্রিতা। মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি দীর্ঘ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। বেশ কয়েকবার ডেটিংয়ে দেখাও গিয়েছিল তাদের। অবশেষে তারা বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
ব্যক্তিগত জীবনে মণীশ পাণ্ডে বিয়ে করেছেন দক্ষিণী ছবির অভিনেত্রী আশ্রিতা শেট্টিককে। প্রেম করে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণীশ ও আশ্রিতা। মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি দীর্ঘ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। বেশ কয়েকবার ডেটিংয়ে দেখাও গিয়েছিল তাদের। অবশেষে তারা বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন।  দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই।
দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন। দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই।
আশ্রিতা শেট্টির জন্ম ১৯৯৩ সালে ১৬ জুলাই। ২০১০ সালে একটি বিউটি কনটেস্ট জেতে আশ্রিতা। তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তার প্রথম ছবির নাম, 'তেলিকেদা বলি'।  ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন।
আশ্রিতা শেট্টির জন্ম ১৯৯৩ সালে ১৬ জুলাই। ২০১০ সালে একটি বিউটি কনটেস্ট জেতে আশ্রিতা। তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তার প্রথম ছবির নাম, ‘তেলিকেদা বলি’। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন।
মণীশ পাণ্ডে জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর। নৈনিতালে জন্ম তার। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভাললোবাসা ছিল। তার বন্ধুরা তাকে ভালোবাসে 'চুললবুল পাণ্ডে' বলেও ডাকে। স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলতেন মণীশ পাণ্ডে। রাজ্য স্তরের ক্রিকেটে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৯ বিভাগেও খেলেছেন তিনি। এছাড়াও ২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমেরও সদস্য ছিলেন তিনি।
মণীশ পাণ্ডে জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর। নৈনিতালে জন্ম তার। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভাললোবাসা ছিল। তার বন্ধুরা তাকে ভালোবাসে ‘চুললবুল পাণ্ডে’ বলেও ডাকে। স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলতেন মণীশ পাণ্ডে। রাজ্য স্তরের ক্রিকেটে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৯ বিভাগেও খেলেছেন তিনি। এছাড়াও ২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমেরও সদস্য ছিলেন তিনি।
২০০৮ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সুযোগ পান মণীশ। তারপর ২০০৯ সালে আরসিবির হয়ে খেললেন। সেই বছরই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল সেঞ্চুরি করেন মণীশ। এরপর কেকেআর, সানরাইজার্স, দিল্লি হয়ে ফের কেকেআরে মনীশ পাণ্ডে।
২০০৮ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সুযোগ পান মণীশ। তারপর ২০০৯ সালে আরসিবির হয়ে খেললেন। সেই বছরই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল সেঞ্চুরি করেন মণীশ। এরপর কেকেআর, সানরাইজার্স, দিল্লি হয়ে ফের কেকেআরে মনীশ পাণ্ডে।
ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক মণীশ পাণ্ডে। যখনও সময় পান স্ত্রীর সঙ্গে কোয়ালিটা সময় কাটা তিনি। দুজনের একাধিক রোমান্টিক ছবিও পছন্দ করেন সকলে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় আশ্রিতাও। তার এক একটি ছবিতে প্রচুর লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আশ্রিতা এতটাই সুন্দর দেখতে যে তার থবির অপেক্ষা করেন ফলোয়ার্সরা। বিয়ের পরও খুব সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি।
ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক মণীশ পাণ্ডে। যখনও সময় পান স্ত্রীর সঙ্গে কোয়ালিটা সময় কাটা তিনি। দুজনের একাধিক রোমান্টিক ছবিও পছন্দ করেন সকলে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় আশ্রিতাও। তার এক একটি ছবিতে প্রচুর লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আশ্রিতা এতটাই সুন্দর দেখতে যে তার থবির অপেক্ষা করেন ফলোয়ার্সরা। বিয়ের পরও খুব সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি।

IPL 2024 Points Table KKR News: রবিতেই প্লে-অফের টিকিট পাকা হবে কেকেআরের! সুযোগ ‘সিংহাসন’ দখলের, আত্মবিশ্বাসী নাইটরা

মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১২ বছর পর ওয়াংখেড়েতে শাপমোচনের পর আত্মবিশ্বাসী নাইট ব্রিগেড।
মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১২ বছর পর ওয়াংখেড়েতে শাপমোচনের পর আত্মবিশ্বাসী নাইট ব্রিগেড।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ রয়েছে কেকেআরের সামনে। কারণ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেও প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়বে নাইটদের।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ রয়েছে কেকেআরের সামনে। কারণ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেও প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়বে নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। এলএসজির বিরুদ্ধে জিততে পারলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে। ১৬ পয়েন্ট করতে পারলেই কেকেআরের টিকিট ৯০ শতাংশ পাকা বলা যেতে পারে।
বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। এলএসজির বিরুদ্ধে জিততে পারলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে। ১৬ পয়েন্ট করতে পারলেই কেকেআরের টিকিট ৯০ শতাংশ পাকা বলা যেতে পারে।
তবে এবারের আইপিএলে যেহেতু একাধিক দলের ১৬ পয়েন্ট করার এখনও সুযোগ রয়েছে। তেমনটা হলে রানরেটের প্রসঙ্গ আসবে। তাই লখনউয়ের বিরুদ্ধে জিতলেও আর কিছুটা অপেক্ষা করতে হবে কেকেআরকে।
তবে এবারের আইপিএলে যেহেতু একাধিক দলের ১৬ পয়েন্ট করার এখনও সুযোগ রয়েছে। তেমনটা হলে রানরেটের প্রসঙ্গ আসবে। তাই লখনউয়ের বিরুদ্ধে জিতলেও আর কিছুটা অপেক্ষা করতে হবে কেকেআরকে।
এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০  ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।
এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।
ফলে লখনউয়ের বিরুদ্ধে জিততে পারলেই রাজস্থানের থেকে ১ ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কেকেআর। তবে রাজস্থান আবার পরের ম্যাচ জিতলে শীর্ষে পৌছে যাবে।
ফলে লখনউয়ের বিরুদ্ধে জিততে পারলেই রাজস্থানের থেকে ১ ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কেকেআর। তবে রাজস্থান আবার পরের ম্যাচ জিতলে শীর্ষে পৌছে যাবে।