Tag Archives: Lionel Messi

Viral Video: চোখের সামনে লেওয়ানডস্কি নিয়ে গেলেন বর্ষসেরার পুরস্কার, মেসি যা করলেন, দেখুন

#নয়াদিল্লি: আর্জেন্টিনা ও ফরাসি ক্লাবের তারকা ফুটবলার লিওনেল মেসিকে (Lionel Messi) ডজ করে গোল করে গেলেন, থুড়ি ফিফার বর্ষসেরা (FIFA Player of the Year) পুরুষ ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)৷ পোল্যান্ডের রবার্ট লেওয়ানডস্কি হলেন এবারের বর্ষসেরা পুরুষ ফুটবলার৷ লেওয়ানডস্কি (Robert Lewandowski) গত মরশুমে বুন্দেশলিগার হয়ে ৪১ গোল করেছিলেন৷ সেই সময়ে তিনি গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো ৪০ গোলের রেকর্ড ভেঙেছিলেন৷ মেসি (Lionel Messi)  এ বছরের দ্বিতীয় শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হয়েছেন৷ তৃতীয় স্থানে রয়েছেন লিভারপুলের মহম্মদ সালহা৷ মেসি  (Lionel Messi) এই পুরুস্কার ৬ বার জিতেছেন৷

এর আগে পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)  ফিফা অ্যাওয়ার্ডসের রেস থেকে ছিটকে যান৷ ৫ বারের বিজয়ী রোনাল্ডো ২০০৭ সালে ফিফা পুরস্কারের জন্য প্রথমবার মনোনীত হন৷ আর সেই প্রথমবার থেকে এই মাত্র ২ বার ফিফা সেরা প্লেয়ারের তালিকা থেকে বাদ পরেছেন৷

আরও পড়ুন – Sourav Ganguly BCCI President: অক্টোবরেই কি সৌরভ বিদায় নেবেন বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে

লিওনেল মেসি  (Lionel Messi) লেওয়ানডস্কিকে (Robert Lewandowski) হারিয়ে Ballon d’Or জিতেছিলেন

আর্জেন্টিনার সঙ্গে নিজের লিওনেল মেসি  (Lionel Messi) গত বছর কোপা আমেরিকায় কাপ জেতার জন্য আর্জেন্টিনাকে প্রথম খেতাব জেতেন মেসি৷ গতবছর  সপ্তম বার ব্যালন ডি অর (Ballon d’Or ) জেতেন৷ তিনি  সবচেয়ে বেশি বার ব্যালন ডি অর জয়ী ফুটবলার হবেন৷ মেসি সেইখানে রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে রেখে সম্মান পান৷ পোল্যান্ড এই ফুটবলার এবার মেসিকে হারিয়ে লেওয়ানডস্কিকে প্লেয়ার অফ দ্য ইয়ার হলেন৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: KKR চাইছে নিলামের মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক তুলতে, ঝাঁপাবে অন্য দলও

এদিকে লেওয়ানডস্কি র নাম যখন ঘোষণা করা হল তখন মেসির রিঅ্যাকশন ছিল দেখার মতো৷ এতটা ভাবলেশহীণ তিনি কী করে হতে পারেন, তাই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল ভাইরাল ভিডিও (Viral Video)৷

মহিলা ফুটবলারদের মধ্যে ফিফার বর্ষসেরা প্লেয়ার হলেন বার্সিলোনার অ্যালেক্সিয়া পুটেলস এবং জেনিফর হর্মোসো চেলসি-র ফুটবলারকে টেক্কা দিয়ে সেরা হন ৷ তিনি ২০২১-র ব্যালন ডি অরের (Ballon d’Or 2021) সেরা মহিলা ফুটবলার হয়েছিলেন৷

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খালি হাতে ফেরেননি৷ ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার  আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার জন্য বিশেষ সম্মান পান৷

Lionel Messi Covid 19 Positive: নতুন বছরের দ্বিতীয় দিনেই দুঃসংবাদ, মেসি করোনা পজিটিভ

#প্যারিস: বছরের দ্বিতীয় দিনে দুঃসংবাদ৷ সারা বিশ্বের মেসি (Lionel Messi) ফ্যানদের জন্য এল খারাপ খবর৷ সাত বারের ব্যালন ডি অর (Ballon d’Or) জয়ী লিওনেল মেসি (Lionel Messi) চারজন পজিটিভের (Covid 19 Positive)  মধ্যে অন্যতম৷ প্যারিস সেন্ট জার্মেইনের (Paris Saint-Germain) ৪ জন করোনা ভাইরাস পজিটিভ (Covid 19 Positive) হয়েছেন৷ দলের ফ্রেঞ্চ কাপ গেমের সোমবার রাতের ম্যাচের আগে দলের ফুটবলারদের কোভিড ১৯ পরীক্ষা করা (Lionel Messi Covid 19 Positive) হয়েছিল৷

একদিন আগে পিএসজি -র পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে৷ সেখানেও ছিল লিওনেল মেসি (Lionel Messi)৷  আর তারপরেই লিও মেসি করোনা ভাইরাস পজিটিভ  (Lionel Messi Covid 19 Positive) হয়েছিলেন৷

পিএসজি জানিয়েছে ফুটবলার ছাড়াও করোনা ভাইরাস  পজিটিভ (Covid 19 Positive)  হয়েছেন একজন স্টাফ মেম্বারও৷ শনিবার রাতে একটি বিবৃতিতে এই খবর জানা গেছে৷ প্রাথমিক ভাবে কারোর নাম সরকারিভাবে জানানো না হলেও রবিবার আবার এক বিবৃতিতে জানানো হয়েছে লিওনেল মেসি (Lionel Messi), হুয়ান বার্নেট (Juan Bernat), ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো( Sergio Rico) , এবং ১৯ বছরের মিডফিল্ডার ন্যাথান বিটুমাজালা (Nathan Bitumazala)৷

পিএসজি তৃতীয় টিয়ারের ভ্যানেস খেলছে

আরও পড়ুন – ‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti

গত বছরের রানার আপ মোনাকো গত রবিবার একটি দ্বিতীয় টিয়ারের Quevilly-Rouen -১৩ ম্যাচের একটি শিডিউল রয়েছে৷ ১৩ ম্যাচের একটি একটি যা শেষ ১৬ তে পৌঁছতে সাহায্য করবে৷

আরও পড়ুন – Delhi police injured: কুখ্যাত মাদক চোরাচালানকারীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

মোনাকো জানিয়েছে শনিবার করোনা ভাইরাস পজিটিভ হয়েছে তাদের ৭ জন প্লেয়ার৷ তাদের কারোর কোনও খারাপ পরিস্থিতি নেই, তবে সবাইকে আইসোলেট করে রাখা হয়েছে৷

Lionel Messi wins Ballon d’Or: সেরার সেরা সেই মেসিই, সপ্তমবার ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টিনীয় মহাতারকা

কলকাতা: যা ভাবা হয়েছিল, তেমনটাই ঘটল ৷ সপ্তমবার ব্যালন ডি’অর খেতাব জিতলেন লিওনেল মেসি ৷ প্রত্যাশামতোই বর্ষসেরা ফুটবলারের ট্রফি উঠল সেই মেসির হাতেই (Lionel Messi wins Ballon d’Or) ৷

আরও পড়ুন-Omicron আতঙ্কে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে বড় সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

ব্যালন ডি’অর খেতাব জেতার বিষয় মেসির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ পর্তুগীজ তারকা জিতেছেন পাঁচ বার এই খেতাব ৷ বিশ্বের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন জিয়ানলুইগি দোনারুমা (Gianluigi Donnarumma)। বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas) ৷ বার্সার হয়ে ২৬টি গোল করেছেন তিনি ৷

সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর পুরস্কার হাতে মেসি বলেন, ‘‘আমি রবার্ট লেওয়ানডস্কির নাম উল্লেখ করতে চাই। তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সত্যিই গর্বের বিষয়। সবাই জানে এবং আমরা সকলেই মানি যে গত বছর তুমিই এই পুরস্কারের বিজেতা হতে (Lionel Messi wins Ballon d’Or)।’’

আরও পড়ুন-ভেঙ্কটেশ, বরুণ, রাসেল, নারিনকে ২০২২ আইপিএলের জন্য ধরে রাখল কেকেআর

বার্সেলোনা (FC Barcelona) এবং পিএসজি (PSG) মিলিয়ে ৪০টি ম্যাচ খেলে ৩২ গোল এবং ১৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লে মেকারও বটে। জাতীয় দলের হয়ে এই বছর মারাত্মকভাবে সফল মেসি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর কান্ডারী ছিলেন তিনি।

সাত ম্যাচে চার গোল এবং পাঁচটি অ্যাসিস্ট দিয়ে দেশকে মহাদেশীয় চ্যাম্পিয়ন করেছেন এবং কোপার ইতিহাসে একমাত্র যিনি সোনালী বল, সোনালী বুট একসঙ্গে পেয়েছেন। তবে লেওয়ানডস্কির এই বছরটা হয়ত সেরা বছর ছিল, বুন্দেশলিগায় আগে যা কেউ কখনও ভাবেনি, সেটাই করে দেখিয়েছেন। গার্ড মুলারের এক বছরে ৪০টি গোলের রেকর্ডও তিনি ভেঙেছেন।

Brazil vs Argentina: গোল পেলেন না মেসি, নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেল আর্জেন্টিনা

বুয়েনস আইরেস: নেইমারহীন ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেলেন মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গোলশূন্য ড্র হল ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট ২৯ (Brazil vs Argentina Match 0-0 Draw)।

অত্যন্ত বিরক্তিকর ফুটবলই এদিন দর্শকদের দেখতে হয়েছে ৷ ব্রাজিল বা আর্জেন্টিনা কোনও দলই নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ৷ মেসি এদিন খেললেন গোটা ম্যাচেই ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ অন্যদিকে নেইমারকে ছাড়া ব্রাজিলকেও ছন্দে দেখা যায়নি ৷ হাইভোল্টেজ ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি ৷ এ ব্যাপারে দুই দলই সমান সমান ৷ গোলের উদ্দেশে ৯টি করে ব্রাজিল এবং আর্জেন্টিনা শট নিলেও গোল আসেনি একটিতেও ৷

আরও পড়ুন– ইডেন ম্যাচের জন্য টিকিটের চাহিদার তুঙ্গে ! ক্লাব হাউজে ১০০% দর্শক প্রবেশের অনুমতি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ সিএবি

ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে যেমন ম্যাচ হবে বলে আশা করা হয়েছিল, তার কিছুই হয়নি ৷ ম্যাচে একাধিক ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল ৷ সহজ সুযোগ নষ্ট করেন জুনিয়র ৷ এরপর ২৪ মিনিটে দি মারিয়ার বাড়ানো বল থেকে গোল করতে পারতেন মেসি ৷ কিন্তু মেসিকে আটকে দিতে সফল ব্রাজিলীয় ডিফেন্স ৷

প্রথমার্ধে ৪১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান অ্যালিসন।

আরও পড়ুন– বায়োপিক নিয়ে প্রথমবার মুখ খুললেন বিশ্বনাথন আনন্দ, সিনেমার পর্দায় নিজের ভূমিকায় কাকে দেখতে চান তিনি ?

বিরতির পরেও ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিল দুই দল ৷ ৬০ মিনিটে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল ৷

Messi vs Uruguay : বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা জার্সিতে প্রথম থেকেই খেলবেন লিও মেসি

 

#মন্টেভিডিও: ক্লাব নয়, দেশ তার কাছে আগে। আগেই জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে শেষ দুই ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও যেন বিশ্রামে রাখা হয় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। তবে তা হচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের এবারের সূচিতে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচই খেলবেন মেসি। যার প্রথমটি হবে উরুগুয়ের বিপক্ষে শনিবার ভারতীয় সময় ভোর ছটায়।এরপর ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও খেলবেন মেসি।

আরও পড়ুন – Seifert in for Conway : ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত ভাঙা কনওয়ের পরিবর্তে নিউজিল্যান্ড দলে খেলবেন সেইফার্ট

চোট কাটিয়ে দলের অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে মেসিকে। বুধবারের মতো বৃহস্পতিবারেও আর্জেন্টিনার পূর্ণাঙ্গ অনুশীলনে ছিলেন তিনি। দলের কোচ লিওনেল স্কালোনিও জানিয়েছেন, ম্যাচ খেলতে প্রস্তুত তার অধিনায়ক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, আমাদের বিশ্বাস, লিও (মেসি) ভাল অবস্থায় আছে। লিও খেলতে চায় এবং আমিও তাকে খেলাতে চাই। তার এটিচ্যুডটাই একটা গর্বের জায়গা।

তবু মেসি যদি না-ই খেলতে পারেন, তাহলে বিকল্প ভাবনাও প্রস্তুত রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ। তার ভাষ্য, পাওলো দিবালা হতে পারেন (মেসির) পরিবর্তিত খেলোয়াড়। হোয়াকিন কোররেয়া ও জিওভানি লো সেলসোও এগিয়ে থাকবে। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা শিবির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উরগুয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি।

স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র লেয়ান্দ্র পারেদেসকে পাচ্ছে না আর্জেন্টিনা। এর বাইরে নিয়মিত একাদশই খেলাবেন স্কালোনি। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।

উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। খেলা হবে উরুগুয়ের মাঠে। দুই দলের শেষ সাক্ষাতে সহজে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ৩-০ গোলে জয় পেয়েছিল মেসির দল। এই ম্যাচটা ড্র রাখলেও অসুবিধে নেই আর্জেন্টিনার।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

Messi Argentina qualifier : চোট থাকা মেসিকে রেখেই উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা

#রোজারিও: পায়ের পেশির চোটের কারণে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে পিএসজির ম্যাচটি চলার সময়ই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলের সেরা তারকাকে রেখেই আসছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতীয় সময় আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের মাঠে খেলবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন -Pentagon on China nuclear : ভাবনার থেকে দ্রুতগতিতে পারমাণবিক শক্তি বাড়িয়ে চলেছে চিন, বলছে মার্কিন রিপোর্ট

এর চার দিন পর তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। ম্যাচ দুটির জন্য দলে অনেক পরিবর্তন এনেছেন স্কালোনি। ৩৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাত সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়; থিয়াগো আলমাদা (ভেলেস), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ক্রিস্তিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুলে (ইউভেন্তুস), গাস্তোন আভিলা (রোজারিও সেন্ত্রাল), ফেদেরিকো গোমেজ (রিভার প্লেট)। আক্রমণভাগে অবশ্য নিয়মিত মুখদেরই রেখেছেন কোচ। মেসির সঙ্গে আছেন লাউতারো মার্তিনেস, পাওলো দিবালা, আনহেল কোররেয়া।

মেসিকে কোচ স্কোয়াডে রাখলেও তাকে নিয়ে অবশ্য অনিশ্চয়তা আছে। বেশ কিছুদিন ধরেই পেশির সমস্যায় ভুগছেন ছ’বারের বর্ষসেরা ফুটবলার। গত শুক্রবার পিএসজির হয়ে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শুরুতে শঙ্কা জেগেছিল। তবে পরে ঠিকই শুরুর একাদশে মাঠে নামেন তিনি। কিন্তু বিরতির পর আর খেলেননি। প্রথমার্ধ শেষে তাকে কিছুটা অস্বস্তি নিয়ে বের হতে দেখা যায়। এরপর ছিটকে যান লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে।

ক্লাবের পক্ষ থেকে অবশ্য তার চোট তেমন গুরুতর নয় বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। স্কালোনি হয়তো সেই আশাতেই তাকে দলে রেখেছেন। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

২৬৩ মিনিটের অপেক্ষার শেষ, Messi-র প্রতীক্ষিত গোলে উচ্ছ্বাসে ভাসল Twitter

#কলকাতা : ম‍্যাচের বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। ম্যান সিটির বিরুদ্ধে ইদ্রিসা গুয়ের গোলে ১-০ এগিয়ে প্যারি সা জা। কিন্তু তাতেও পার্ক দ‍্য প্রিন্সেসে সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসটা নেই! অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ম্যান সিটির মাঝ মাঠ বরাবর বল ধরে সোলো দৌড়। চেষ্টা করেও নাগাল পেলেন না পেপের দলের ডিফেন্ডার লাপোর্তে। বক্সের মাথায় পৌঁছে এমবাপের সঙ্গে ছোট্ট ওয়াল খেলে ফিরতি বলে সোয়ার্ভিং শট। বল জড়িয়ে গেল জালে। স্কোরশিটে জ্বলজ্বল করে উঠল লিওনেল মেসি।

এই মুহূর্তটার জন্যই যেন অপেক্ষা করছিল পার্ক দেস প্রিন্সেস। স্টেডিয়াম জুড়ে শুরু হল শব্দব্রহ্ম। বার্সেলোনা ছাড়ার পর প্রথম গোল এলএম টেনের। পিএসজি-র জার্সিতে শুরু মেসি ম‍্যাজিক। পরিসংখ্যান বলছে, ২৬৩ মিনিটের অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগে ১২১ তম গোল লিওনেল মেসির। ইংলিশ প্রমিয়ার লিগের দলগুলোর বিরুদ্ধে ৩৫ ম‍্যাচে ২৭ গোলের ঝলমলে রেকর্ডও যে আর্জেন্টাইনের নামের পাশে। চ‍্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচের সব থেকে বড় প্রাপ্তি মেসির গোলটাই।

আরও পড়ুন – World Heart Day: ডায়েটে আনুন এই খাবারগুলি, বিন্দাস থাকবে Heart

ম‍্যাচে ২-০ হারলেও পেপ গুয়ারদিওলার দল সমানে সমানে টক্কর দিয়েছে মেসি-নেইমার-এমবাপদের বিরুদ্ধে। ব্যক্তিগত নৈপুণ্যে বারবার ঝলসে উঠলেন রিয়াদ মাহরেজ। দু-দুবার বল ধাক্কা খেলো ক্রসবারে। স্টার্লিং, ডে ব্রুইন, রুবেনরা পিএসজি-র গোলের লকগেটটাই যা খুলতে পারলেন না! গুয়ার্দিওলার দল ফুটবলের বাকি সব বিভাগেই টেক্কা দিল পিএসজিকে। পেপ গুয়ারদিওলা নিজের পুরনো ছাত্রকে নিয়ে খুশি৷

ফুটবল দেবতা হয়তো চেয়েছিলেন, নতুন দলের জার্সিতে মেসির প্রথম গোলের রাতটা পার্ক দেস প্রিন্সেসে পিএসজি সমর্থকদের সেলিব্রেশনের জন‍্যই রাখা থাকুক। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচটাও স্মরণীয় হয়ে থাকবে এলএম টেনের ঝকঝকে গোলটার জন্যই।

আরও পড়ুন – ভোর পাঁচটায় উঠে ‘এই’ মহিলা ক্রিকেটারের সঙ্গে দেখা করেছিলেন Virat, বিয়ের আগের মুচমুচে Gossip

এদিনের মেসির পারফরম্যান্সের পরেই ট্যুইটারে ওঠে মেসি ঝড়৷

চ্যাম্পিয়ন্স লিগের অন‍্য ম্যাচে শেরিফ এফসির বিরুদ্ধে  ২-১ গোলে অঘটনের হার রিয়াল মাদ্রিদের। মো সালা ও রবার্তো ফিরমিনোর জোড়া গোলে পোর্তোকে ৫-১ উড়িয়ে দিল লিভারপুল। শেষ মিনিটের পেনাল্টিতে সুয়ারেজের করা গোলে মিলানকে ২-১ হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ।

PARADIP GHOSH

PSG-র জার্সিতে প্রথম গোল Lionel Messi-র, দেখুন দারুণ গোলের Viral Video

#প্যারিস: লিওনেল মেসি (Lionel Messi) পিএসজি-র (PSG) জার্সিতে মরশুমের প্রথম গোল করলেন৷ ম্যানচেস্টের সিটির (Manchester City) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) গ্রুপ পর্বের ম্যাচে গোল পেলেন এলএম টেন৷ ম্যাচের ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন মেসি৷ পেপ গুয়ারদিওলার ম্যানচেস্টার সিটিকে এদিন ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেইন৷

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে  (Champions League)  নিজেদের গ্রুপে এক নম্বরে পিএসজি  (PSG) ৷ এদিকে এই গ্রুপে রয়েছে ক্লাব বারগি, যারা হারাল আরবি লেইপজিগ৷

মেসি (Lionel Messi) ও কাইলিয়ান এমব্যাপে -র জুটিতে এদিন পিএসজি  (PSG)  ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ দাপট দেখায়৷ ম্যানচেস্টার সিটি-র মাঝমাঠের বড় ফাঁক থেকে মেসি কাউন্টার অ্যাটাকে ৭৪ মিনিটে গোল করে দেন৷

আরও পড়ুন – IPL 2021 Points Table: একই দিনে KKR ও MI -র জয়, বদলে গেল পয়েন্ট টেবলের ছক

এমব্যাপে পিএসজি (PSG) জার্সিতে মেসির (Lionel Messi) প্রথম গোলে সহযোগিতা করেন৷ আর্জেন্টাইন তারকার পিএসজি জার্সিতে এটা প্রথম গোল৷ দেখুন সেই গোল৷

প্যারিস সেন্ট জার্মেইনের (PSG)  জার্সিতে এটি চতুর্থ ম্যাচ ছিল৷ গত মাসে রেমিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গত মাসে  অভিষেক ঘটান৷ এই ম্যাচে প্রথম একাদশের বিকল্প হিসেবে নেমেছিলেন৷

আরও পড়ুন – TMC in Tripura: আমবাসায় এবার দলীয় কার্যালয় খুলল তৃণমূল কংগ্রেস

ঘরের মাঠে লিঁও-র বিরুদ্ধে তিনি অভিষেক করেন৷ সংবাদমাধ্যমকে এদিনের ম্যাচে জয়ের পর লিওনেল মেসি (Lionel Messi) জানিয়েছেন, ‘‘আমি খুশি আমি গোল করেছি৷’’

তিনি আরও বলেন, ‘‘ আমি সাম্প্রতিক খেলায় খেলতে পারিনি৷ এই মাঠে এটা আমার দ্বিতীয় গোল৷ আমি নতুন দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি৷  আমরা যত এগোবে তত আমাদের মধ্যে যোগাযোগ বাড়বে৷ আমাদের একসঙ্গে বড় হয়ে উঠতে হবে৷ আমাদের সেরাটা দিয়ে যেতে হবে৷ ’’

তিনি আরও বলেছেন, ‘‘ওরা খুব শক্তিশালী প্রতিপক্ষ ৷  আমাদের এই ম্যাচ জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ কারণ প্রথম ম্যাচে Brugge -র বিরুদ্ধে ড্র হয়েছে ম্যাচ৷ আমি মাঠেনেমে খেলতে চাইছিলাম আমি খুব বেশি খেলিনি৷ আমার নতুন সতীর্থদের সঙ্গে আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছি দলের সঙ্গেও৷ আজকে একটা গুরুত্বপূর্ণ দিন৷ ’’

Argentina vs Venezuela: নাটকে মোড়া ম্যাচ, ৩-১ গোলে জিতল আর্জেন্টিনা, রইল ভিডিও

#কারাকাস: অপরাজিত থাকার ধারা ম্যাচ জিতে বজায় রাখল আর্জেন্টিনা (Argentina)৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে  ভেনেজুয়েলাকে ৩-১ গোলে (Argentina beats Venezuela) জিতল মেসি এন্ড কোং৷ ২১ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা৷ তাও আবার ভেনেজুয়েলার হোম ম্যাচে৷ এদিনের ম্যাচে একাধিক আক্রমণ শানালেও মেসির (Lionel Messi) নামের পাশে কোনও গোল নেই৷  তার একমাত্র কৃতিত্ব ভেনেজুয়েলার গোলরক্ষক৷

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৪ টি খেলার মধ্যে মাত্র একবার জিতেছে৷ এদিনের ম্যাচে মেসিকে ফাউল করার কারণে রেফারি সরাসরি লুইস আদ্রিয়ান মার্তিনেজকে (Luis Adrian Martinez) লাল কার্ড দেখান৷ ম্যাচের আধঘণ্টার মধ্যে ১০ জন হয়ে যায় ভেনেজুয়েলা (Venezuela) ৷

আর্জেন্টিনা পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলে৷ প্রথম গোল অবশ্য আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর৷ জিওভানি লো সেলেসো -র (Giovani Lo Celso ) পাস লাউতারো মার্তিনেজ (Lautaro Martinez ) ভেনেজুয়েলার জালে বল জড়িয়ে দেন৷

এক ফুটবলার বেশি থাকার অ্যাডভানটেজ ম্যাচের দাপট দেখায়৷ এরপর ৭১ , ৭৪ মিনিট পরপর দুটি গোল আরও দাপট বাড়ায়৷  এই গোল করেন জ্যাকুইন কোরেরা (Joaquin Correa), অ্যাঞ্জেল কোরেরা (Angel Correa)৷  এই দুজনেই পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামেন৷

ভেনেজুয়েলার থেকে একটিই  সান্ত্বনা গোল করেন ইফেরসন৷ অতিরিক্ত সময়ে এটি পেনাল্টি থেকে গোল ছিল৷

আর্জেন্তাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ বলেছেন, ‘‘আমার মনে হয় প্রথমার্ধে  আমরা দারুণ খেলেছি যখন ওঁদের একজন কম হয়ে যায়নি তখনও৷ গোলের পরে আমরা আরও কাজ করেছি, আমরা ঘরে তিন পয়েন্ট নিয়ে যাচ্ছি৷ ’’

১০ জুলাই মেসি কোপা আমেরিকার পর মেসির জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেললেন৷ কোপা জিতে মেসি নিজের জাতীয় দলের জার্সিতে খেতাব জেতেন না এই অপবাদ কাটিয়েছেন৷ মেসিকে আটকাতে ভেনেজুয়েলা একাধিক ফাউল করে৷

এই মরশুমে মেসি নিজের নতুন দল প্যারিস সেন্ট জার্মেইনের (Paris St Germain) ২৪ মিনিট মাত্র খেলেছেন৷ তিনি এদিনের ম্যাচে ৯০ মিনিট খেলেন৷ Wuilker Farinez দারুণ কিছু সেভ করে মেসির নামে এদিন গোল লিখতে দেননি৷

১০ দলের লাতিন আমেরিকার যোগ্যতা অর্জনপর্বের গ্রুপে আর্জেন্টিনা ২ নম্বরে রয়েছে৷ সামনে শুধু ব্রাজিল৷ এদিন ব্রাজিল চিলির (Brazil vs Chile) বিরুদ্ধে ১-০ গোলে জেতে৷

Lionel Messi: প্রতীক্ষার অবসান, নেইমারের পরিবর্তে মাঠে মেসি, PSG-র জার্সিতে অভিষেক আর্জেন্টাইন সুপারস্টারের

Photo Courtesy: PSG/Twitter Handle

প্যারিস: বার্সা ছাড়ার পর কবে মাঠে নামবেন মেসি? পিএসজির Paris Saint Germain) হয়ে লিওনেল মেসি কবে খেলবেন? এই প্রশ্নগুলি বারবার উঁকি দিচ্ছিল বিশ্ব ফুটবলে। পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসি (Lionel Messi) মাঠে মাতাবেন সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। প্যারিসের ক্লাবের ভক্তদের মধ্যে উৎসাহ ছিল দ্বিগুণ।

আরও পড়ুন- মহারাজা তোমারে সেলাম… মাঠের পাশাপাশি ক্যামেরার সামনেও সাবলীল সৌরভ

মেসি খেলতে পারেন সেই সম্ভাবনায় দুই ম্যাচ আগে থেকেই টিকিট কেনার জন্য হুড়োহুড়ি পুড়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। পিএসজির দ্বিতীয় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায় মেসির খেলার সম্ভাবনায়। অথচ ওই ম্যাচের দলেই ছিলেন না মেসি। তাই সর্মথকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে রেইমসের (Reims) বিপক্ষে পিএসজির প্রাথমিক দলে ছিলেন মেসি। তাই সর্মথকরা একপ্রকার ধরেই নিয়েছিলেন এই ম্যাচে পিএসজির নীল জার্সিতে প্রথমবার মাঠে নামতে চলেছেন এলএমটেন। সেই কারণে এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। ম্যাচের আগে পিএসজির কোচ সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। তবে পুরো ম্যাচে মেসি যে খেলবেন না তা জানাই ছিল। কিছুক্ষণের জন্য হলেও মেসিকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। প্রতীক্ষার অবসান ঘটে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে।

আরও পড়ুন– সরে দাঁড়ালেন মন্ত্রী মনোজ, বাংলার হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে না খেলার সিদ্ধান্ত, পাখির চোখ রঞ্জি ট্রফি

লিগ ওয়ানে রেইমসের ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে নামেন মেসি। নেইমারের পরিবর্ত হিসেবে নামেন তিনি। মাঠে নামার আগে যখন সাইডলাইনে ওয়ার্ম আপ করছিলেন মেসি তখনই গোটা স্টেডিয়াম মেসি মেসি ধ্বনিতে স্বাগত জানাতে শুরু করেন। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত সেই ধ্বনি উচ্চারিত হয় পিএসজি সমর্থকদের মুখে। বিপক্ষ সমর্থকরাও উঠে দাড়িয়ে হাততালি দিতে থাকেন। শেষ পর্যন্ত এমবাপের করা জোড়া গোলে জয় পায় পিএসজি। ম্যাাজিক গোল পাননি মেসি। তবে পায়ে বল নিলেই উৎসাহ দ্বিগুণ হয়ে যাচ্ছিল‌। নতুন জার্সিতে অনেকটাই সাবলীল দেখায় মেসিকে। ম্যাচ শেষে বিপক্ষ দলের ফুটবলারদের মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এদিন ম্যাচেরই শুধু নয়, বিশ্ব ফুটবলের সব আলো যেন কেড়ে নিয়েছিলেন মেসি। অতিরিক্ত ৬ মিনিট সহ মাত্র ৩১ মিনিট মেসি খেললেও সব কিছু জুড়েই ছিল মেসি বন্দনা। সব দেখে নিঃসন্দেহে বলা যায় ফরাসি লিগ এদিন অন্য মাত্রা পেল মেসির অভিষেকে।

ঈরন রায় বর্মন