Tag Archives: Loksabha election 2024

Loksabha Election 2024: বহরমপুরে হুডখোলা গাড়িতে প্রচারে অধীর, হুগলিতে প্রচারে লকেট, দেখুন ভিডিও

ভোটের বাকি ৪ দিন। বহরমপুরে হুডখোলা গাড়িতে প্রচারে অধীর চৌধুরী। হুডখোলা গাড়িতে জনসংযোগ। অন্যদিকে,  হুগলিতে প্রচারে লকেট, দেখুন ভিডিও।

Loksabha Election 2024: বৃষ্টি মাথায় করে অপেক্ষায় অগণিত, কালনার ধাত্রীগ্রামে দেবের সভায় জনজোয়ার

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: কালনার ধাত্রীগ্রামে অভিনেতা তথা রাজনীতিক দেবের জনসভায় উপচে পড়ল ভিড়। বুধবার পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামে জনসভা ছিল অভিনেতা দেবের। অন্যতম অভিনেতা হিসেবে একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে দেবের। তাঁর জনসভায় দেখা গেল জনজোয়ার। এদিন বুধবার হেলিকপ্টারে চেপে কালনার ধাত্রীগ্রামে উপস্থিত হন দেব।

তিনি যখন অসেন তার বেশ কিছুক্ষণ আগে থেকে হালকা বৃষ্টি হতেও শুরু করে নির্দিষ্ট এলাকায়। ছাতা মাথায় নিয়েই মঞ্চে ওঠেন অভিনেতা দেব। তবে বৃষ্টি হলেও কর্মী সমর্থকদের মধ্যে এক আলাদা উত্তেজনা দেখা যায়। ছাতা মাথায় নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে দেবের অপেক্ষায় অপেক্ষারত ছিলেন হাজার হাজার কর্মী সমর্থকেরা।

আরও পড়ুন : ভিড়ে ঠাসা রাস্তায় প্রচার, বীরভূমে রাস্তায় তৃণমূলের প্রচারে ঝড় দেবের

তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বেশ কিছু কথা বলেন দেব। দেব বলেন, “ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ। যে বিজেপি করে, সিপিআইএম করে ,কংগ্রেস করে বা তৃণমূল করে সবাই আমারই মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ। সবারই বেঁচে থাকার অধিকার আছে। এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনও ফ্যাক্টর করে না। আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচিয়ে রাখা।”

দেবের বক্তব্য শুনে উচ্ছ্বসিত উপস্থিত জনতা।

West Medinipur News: প্রতিবছরই বন্যা! বানভাসি নদীতীরের মানুষরা চরম সঙ্কটে, ভোটের আগে কী দাবি তাদের?

পশ্চিম মেদিনীপুর: দিন আসে দিন যায়, সময় এলে নির্বাচনও হয়। কিন্তু যে তিমিরে থাকেন নদীতীরের মানুষ, সেই তিমিরেই পড়ে থাকেন তারা। ভোট এলে মেলে প্রতিশ্রুতি। কিন্তু প্রতি বছর বন্যায় বানভাসি হতে হয় নারায়ণগড় এবং সবং-এর নদীতীরের মানুষজনকে। মাত্র কয়েকদিন পরেই নির্বাচন। নির্বাচনের আগে সাধারণ মানুষের দাবি দ্রুত নদীর পূর্ণাঙ্গ সংস্কার এবং শাখা খাল সংস্কার করা হোক, যে ক্ষেত্রে অন্ততপক্ষে রেহাই পাবেন সাধারণ মানুষ।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক, সবং ব্লক এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু ব্লকের মধ্য দিয়েই গিয়েছে কেলেঘাই নদী। নদীর পাড়েই রয়েছে একাধিক গ্রাম। বর্ষার সময় বৃষ্টি হলেই বানভাসি হয় নারায়ণগড় ব্লকের খুড়শি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। শুধু তাই নয়, সবং ব্লকের কেলেঘাই নদীর তীরে একাধিক গ্রামও প্লাবিত হয়। শুধু ঘরবাড়ি ভেসে যাওয়া নয়, ক্ষয়ক্ষতি হয় চাষের জমিরও। বন্যায় বেশ কিছু জায়গায় গৃহপালিত পশু এমনকি মানুষেরও প্রাণহানি ঘটে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সাধারণ মানুষের অভিযোগ, নদীর উপরের দিকে সংস্কার হলেও নদীর নিচে বরাবর পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। গ্রামের মধ্যে অবস্থিত নদী কেন্দ্রিক শাখা খাল গুলিও সংস্কার না হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই প্লাবিত হয় এলাকা। তাদের দাবি দ্রুত এই কেলেঘাই নদী পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। যার ফলে রক্ষা করা যাবে বসত বাড়ি থেকে চাষযোগ্য জমিও।লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের দাবি ফের জোরাল হচ্ছে, দ্রুত এই সমস্যার সমাধান করে মুক্তি দিতে হবে নদী তীরের মানুষজনকে। তবে কতটা এই সমস্যার সমাধান হয় তা বলবে সময়। নাকি এই সামনের বৃষ্টিতেও প্লাবিত হবে এলাকা?

রঞ্জন চন্দ

Amit Shah: জোড়া কর্মসূচি! তৃতীয় দফা নির্বাচনের আগে বঙ্গে ফের অমিত শাহ… ১১-এ আসছেন মোদি

কৃষ্ণনগর: তৃতীয় দফা নির্বাচনের ঠিক আগের দিন আজ বঙ্গে জোড়া কর্মসূচি অমিত শাহর। প্রথমে কৃষ্ণনগরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো এবং পরে দুর্গাপুরের তিলক ময়দানে দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন শাহ। গতকাল রাতে দুর্গাপুরে পৌঁছেই সুকান্ত মজুমদার ও অন্য নেতৃত্বের কাছে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজ নেন অমিত শাহ।

দলীয় সূত্রে খবর, গত লোকসভার জেতা আসনগুলির একটি আসনও হাতছাড়া যেন না হয় সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি, আসানসোল পুনরুদ্ধার করতে হবে, শাহ এমনটাও বার্তা দিয়েছেন বলে খবর। দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত দুর্গাপুরের হোটেলে বৈঠক করেন সুকান্ত মজুমদার। কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরের হোটেল থেকে রওনা হবেন অমিত শাহ।

আরও পড়ুন– কলকাতায় মঙ্গলবার ও দক্ষিণবঙ্গের সাত জেলায় সোমবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা! রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে আগামী ১১ এবং ১২ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের খবর, দু’দিনে বঙ্গে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যে ইতিমধ্যেই ১২টি সভা করেছেন প্রধানমন্ত্রী। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঠিক হয়েছে ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন মোদি। পরের দিন ১২ মে আরামবাগ-সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Loksabha Election 2024: চাঁদিফাটা গরম! উত্তাপ উপেক্ষা করে অর্জুন গড়ে সড়ক সমাবেশে যোগ পার্থ ভৌমিকের 

ভাটপাড়া: ২০১৯ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বারবার অশান্তির ঘটনা ঘটেছে জগদ্দল এলাকায়৷ ভাটপাড়া-জগদ্দল এলাকার অশান্তি নিয়ে রীতিমতো রাজনৈতিক আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে৷ এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সেই ঘটনার উদাহরণ টেনে বারবার প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপিও পালটা কটাক্ষ করতে ছাড়েনি৷ এই অবস্থায় এলাকায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক৷

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

 তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দলের পরে এবার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সহ স্থানীয় সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক সড়ক সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুলের মালা এবং চন্দনের ফোঁটা দিয়ে পার্থবাবুকে প্রচার পর্বে বরণ করে নেন। এরপর এই সড়ক সমাবেশের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। পুরসভা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। তিনি সকলকে আশ্বাস দেন যে তিনি ভোটে জিতলে শান্তি বিরাজ করবে ভাটপাড়ায়। কোনরকম কোনও অরাজকতা যেন না হয় সেই দিকে তিনি পূর্ণ মাত্রায় খেয়াল রাখবেন। এইভাবেই ভাটপাড়া বাসীকে পার্থবাবু দিলেন শান্তির বাতাবরণ।

অস্বস্তিকর পরিবেশে ফের যেন স্বস্তি ফিরে আসে এটা তাঁর অন্যতম প্রতিজ্ঞা। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এই সড়ক সমাবেশে প্রার্থী পার্থ ভৌমিক বিপুল পরিমাণে সাড়া পেয়েছেন।জনসাধারণের থেকে এই রকম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে, তৃণমূল কংগ্রেস আশাবাদী যে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে।

২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে বারবার রাজনৈতিক অশান্তির কারণে উত্তপ্ত হয়েছে ভাটপাড়া । তৃণমূল কংগ্রেস বনাম অর্জুন সিং অনুগামীদের লড়াই বারবার সামনে এসেছে৷ পদ্মশিবির থেকে জোড়া ফুল শিবিরে নাম লেখানোর পরেও বিভিন্ন সময় উত্তেজনা বজায় থেকেছে৷ ২০২১ সালের বিধানসভা ভোটের ফল যদি দেখা যায় তাহলে ব্যারাকপুর লোকসভার মধ্যে একমাত্র এই বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। যদিও পুরভোটে এই বিধানসভা আসনে ভাল ফল তৃণমূলের। সেই ভাটপাড়াতেই প্রচার সারলেন পার্থ ভৌমিক।

Loksabha Election 2024: গত লোকসভার পরে উত্তপ্ত ছিল ভাটপাড়া-জগদ্দল, সেই বিধানসভা এলাকায় প্রচারে জোর পার্থর 

জগদ্দল : ২০১৯ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বারবার অশান্তির ঘটনা ঘটেছে জগদ্দল এলাকায়৷ ভাটপাড়া-জগদ্দল এলাকার অশান্তি নিয়ে রীতিমতো রাজনৈতিক আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে৷ এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সেই ঘটনার উদাহরণ টেনে বারবার প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপিও পালটা কটাক্ষ করতে ছাড়েনি৷ এই অবস্থায় জগদ্দল এলাকায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক৷

জগদ্দল বিধানসভা অন্তর্গত ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সহ তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের মানুষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মিছিল থেকে জানিয়েছেন। তিনি তাঁর প্রচারে উল্লেখ করেছেন, ব্যারাকপুরের মাটি থেকে গুন্ডারাজ উচ্ছেদ করে চিরশান্তি প্রতিষ্ঠা করবেন। মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য প্রার্থী পার্থ ভৌমিক বলেছেন, যে কোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিনামূল্যে স্টাডিসেন্টার প্রতিষ্ঠিত করবেন। তাছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দুধারে শিল্পদ্যান নির্মাণ করা হবে, এবং চটশিল্পের শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সুবিধার্থে জন্য লড়াই চলবে।

আরও পড়ুন: কুণালের বিদ্রোহে বিপদ, সমঝোতার পথে তৃণমূল! বৈঠক শেষে গান গাইলেন তৃণমূল নেতা

 তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, লোকসভা কেন্দ্র জুড়ে নির্বাচনী প্রচারের ঝড় তুলেছেন। প্রতিদিন তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে জনসংযোগ যাত্রা করছেন, তার  সঙ্গে জেলা থেকে স্থানীয় নেতারা এই নির্বাচনী প্রচারে নেমেছেন। ইতিমধ্যেই গত সোমবার প্রার্থী পার্থ ভৌমিক বারাসাত জেলা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থী পার্থ ভৌমিক নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের দ্বারা নিমন্ত্রিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করছেন। ব্যারাকপুরের জ্যেষ্ঠ নাগরিকদের সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক চায়ের দোকানে বসে তাদের আলাপ পরিচয় করছেন।

প্রত্যেকদিন সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জনসংযোগ শুরু করছেন। পাশাপাশি, প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী প্রচারের গানটি প্রত্যেক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে যেমন, জিও সাভান, স্পটিফাই, ইউটুব, আমাজন প্রাইম ইত্যাদি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী ও সমর্থকরা “পার্থদা তোমাকে কেই চাই” গানটি নিজেদের ফোনে কলারটিউন হিসেবে রেখেছেন প্রচারের অঙ্গ হিসাবে।