Tag Archives: Nabanna

Nabanna News: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা

কলকাতা: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। রাজ্যজুড়ে যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চলছে, মূলত তার নজরদারির দায়িত্বে থাকবেন প্রাক্তন মুখ্যসচিব। নবান্ন জানিয়েছে, আগামী তিন বছরের জন্য বিপি গোপালিকাকে এই দায়িত্ব দেওয়া হল।

২০২৩ সালে, বছরের একেবারে শেষ দিনে রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছিলেন ভগবতীপ্রসাদ গোপালিকা। তার আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন। চলতি মাসেই কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দেয়নি, ফলে আর মুখ্যসচিব রইলেন না বিপি গোপালিকা। তাঁর দ্বিতীয়বার মেয়াদবৃদ্ধি হল না। বিপি গোপালিকার জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন মনোজ পন্থ।
অন্যদিকে, রাজ্যের নতুন অর্থ সচিব করা হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ এবং জলসম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন। তাঁকে কাজ করতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব ছিলেন। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। তাঁকে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

Nabanna: প্রায় ৭০০ শূন্যপদ! উচ্চ প্রাথমিকের পরে ফের সুখবর, একাধিক দফতরে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দফতরে নিয়োগের সিদ্ধান্ত। প্রায় ৭০০টি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তার মধ্যে রাজ্যের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরে ১৫০টিরও বেশি শূন্যপদ তৈরি হয়েছে৷ রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর পদে প্রায় ৫০০টিরও বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি, সংখ্যালঘু উন্নয়ন দফতর, স্বরাষ্ট্র দফতরেও কয়েকটি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে আজ৷ খবর নবান্ন সূত্রের।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর পাশাপাশি, রাজ্যের একাধিক দফতরের কাজকর্ম নিয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, এদিন বেশ কয়েকজন মন্ত্রীর কাজ কর্ম নিয়েও তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন মমতা৷

আরও পড়ুন: ‘ফাঁসির সাজা চাই..,’ বিধানসভায় ধর্ষণ নিয়ে কড়া বিল আনছেন মমতা! দুপুরের ঘোষণার পরে মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত

সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য ও কারিগরি, আইন দফতরের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা। বলেন, ‘‘সাধারণ মানুষের কাজ হ্যাম্পার হচ্ছে। এমন কিছু হলে আমি ছেড়ে কথা বলব না। আমার কাছে প্রত্যেক জেলার ফিল্ড রিপোর্ট আসছে। আমার কাছে জেলা থেকে ফিল্ড রিপোর্ট আসছে। সবাইকে ভালভাবে কাজ করতে করতে হবে।’’ সব মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আইনমন্ত্রী মলয় ঘটকের কাজ নিয়েও এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ কড়া ভাষায় বলেন, ‘‘আপনি যদি চালাতে না পারেন আমি নিয়ে নেব। আইনে কী করছেন? বনধ নিয়ে কিছু করতে পারলেন না?’’

আরও পড়ুন: পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ! আদালতের নির্দেশ আসার পরেই আশার কথা শোনালেন শিক্ষমন্ত্রী

মন্ত্রী পুলক রায়কে বলেন, ‘‘কী করছ তুমি? বর্ধমানে তোমার পিএইচির কাজের উপর অভিযোগ আসছে। তারপর পিএইচির রাস্তা খোঁড়া হচ্ছে কিন্তু তারপর রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে না। এমন অভিযোগও জমা পড়েছে। ঠিকভাবে কাজ করো।’’

Mamata Banerjee: ‘পুলিশ ভাল কাজ করেছে,’ মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎই প্রশংসা! নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মমতা

কলকাতা: ছাত্রসমাজের নবান্ন অভিযান ঘিরে তিন-চার ঘণ্টা রীতমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নবান্ন কেন্দ্রিক একাধিক রাস্তা৷ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ, জলকামান, কাঁদানে গ্যাসের সেল সব মিলে ধুন্ধুমার পরিস্থিতি৷ এমনকি, পুলিশের অভিযোগ, মিলেছে পেট্রোল বোমাও৷

নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি একই আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য পুলিশও৷ এমনকি, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে৷ ওই সংগঠনের এক নেতা শহরের এক পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল৷

আরও পড়ুন: ‘ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়,’ নবান্ন অভিযানকে দুষ্কৃতী আন্দোলন আখ্যা দিল পুলিশ

মঙ্গলবারও শাসকদলের নেতামন্ত্রী এবং পুলিশও জানিয়েছে, এদিনের বিক্ষোভে ‘লাশ ফেলার’ চক্রান্ত ছিল একাংশের৷

কিন্তু, নবান্ন অভিযান এদিন পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করেছে তাতে সন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে অন্তত খবর তেমনই৷ জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা ও এডিজি দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন: ‘বনধ নিয়ে কেমন কাঁপুনি হচ্ছে…,’ আলাপন বন্দ্যোপাধ্যায়কেই ‘বেআইনি’ বলে কটাক্ষ শুভেন্দুর

সূত্রের খবর, এদিন মমতা নাকি বলেছেন, “আজকের নবান্ন অভিযানে পুলিশ ভাল কাজ করেছে। পুলিশ ধৈর্য দেখিয়েছে।” নবান্ন থেকে বেরনোর সময় রাজ্য পুলিশের তিন আধিকারিককে পুলিশের আজকের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ! ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই বসেই স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ।

Nabanna Abhijan: নবান্নের সামনেই চলে এল বিক্ষোভকারীরা! দফায় দফায় ইটবৃষ্টি, রেড রোড বন্ধ, ছুটে গেল বিরাট পুলিশ বাহিনী

কলকাতা: নবান্ন অভিযান ঘিরে রীতিমতো  ধন্ধুমার পরিস্থিতি নবান্নতে। নবান্নের একেবারে সামনে চলে এলেন বিক্ষোভকারীরা। নবান্ন থেকে ১০ মিটার দূরে হঠাৎই বিক্ষোভকারীরা চলে আসেন। ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী হঠাৎই চলে আসেন নবান্ন থেকে ১০ মিটার দূরে হরদেব চ্যাটার্জি রোডের সামনে। খণ্ডযুদ্ধের পরিস্থিতি হাওড়া এবং সাঁতরাগাছিতে। খিদিপুর মনসাতলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ইট ছোঁড়াছুঁড়ি। রেড রোড বন্ধ করে চলছে মিছিল। সাঁতরাগাছিতে মাথা ফাটল এক পুলিশ

বিশাল পুলিশবাহিনী এনে পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। নবান্নের সামনে নিশ্চিদ্র নিরাপত্তা সত্ত্বেও চলে আসেন বিক্ষোভকারীরা। নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত নবান্ন চত্বর। হাওড়া ব্রিজ থেকে সাঁতরাগাছি, এলাকাজুড়ে ধুন্ধমার পরিস্থিতি।

আরও পড়ুন: কলে ভাল করে শুনতে পান না, স্মার্টফোনের স্পিকার ঠিকমতো কাজ করে না? সহজ টিপস্ মেনে সারিয়ে ফেলুন

আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই বসেই স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ।

আরও পড়ুন: পিঁপড়ের উত্‍পাতে নাজেহাল? রান্নাঘর খাবার রাখাই দুষ্কর, ৪ সহজ টিপস্ জেনে নিন, আপনার বাড়িতে পিঁপড়ের ‘নো এন্ট্রি’ গ‍্যারান্টি

প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের আহ্বানে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ।

Nabanna Abhijan: নবান্ন অভিযানে তুলকালাম, রণক্ষেত্রে হাওড়া-সাঁতরাগাছি! ব্যারিকেডে উঠে স্লোগান

হাওড়া: নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত।

আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই বসেই স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ।

আরও পড়ুন: হোটেল বুকিং করে… প্রকাশ্যে মারাত্মক তথ্য! সন্দীপের ‘কাছের লোক’ সুমনের কাছে পৌঁছেই গেল সিবিআই!

টান টান নিরাপত্তা শহর জুড়ে। কলকাতা-হাওড়া চত্বরে পুলিশি ব্যবস্থায় তুমুল তৎপরতা। বিশেষত নবান্ন ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথেই পুলিশ দেখছে সচিত্র পরিচয় পত্র। নবান্ন ঢুকতে গেলে মঙ্গলবার দেখাতে হচ্ছে আই কার্ড। নবান্নের সামনে ও নবান্ন সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা বলয়। মোতায়েন রয়েছে র‍্যাফ ও কমব্যাট ফোর্স।

আরও পড়ুন: পাঁচতারা হোটেলে গোপন বৈঠক, হাতে CCTV ফুটেজ! নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ

প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের আহ্বানে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ।

দেবাশিস চক্রবর্তী

Nabanna Abhijan Protest Today: নবান্ন অভিযানের শেষ মুহূর্ত প্রস্তুতি তুঙ্গে, প্রতিটি জেলায় কড়া নিরাপত্তা!

কলকাতাঃ আজ মঙ্গলবার নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজকের এই নবান্ন অভিযান ঘিরেই অশান্তি-অরাজকতার ছক কষেছে বিরোধীরা। এর জেরে সতর্ক পুলিশও। প্রশাসনের তরফে একাধিক স্টেশনে চলছে তল্লাশি।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানের পর দিনই তৃণমূলের ছাত্র সমাবেশ! মমতা, অভিষেকের বক্তব‍্যের দিকে তাকিয়ে দল

কলেজ স্ট্রিট চত্বরে পুলিশের পক্ষ থেকে প্রচুর মাইক লাগানো হয়েছে। সেখানে ঘোষণা করা হচ্ছে, আইন মেনে আপনারা কর্মসূচি পালন করুন। নবান্ন চত্বরে ১৬৩ ধারা( ভারতীয় ন‍্যায়সংহতি ধারা) রয়েছে, ‌জমায়েত করা যাবে না। ছাত্র সমাজের ডাকে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে নবান্ন অভিযানে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলো বহু মানুষ। নির্যাতিতার বিচারের দাবি নিয়ে আন্দোলনকারীরা রওনা দেন। নবান্ন অভিযানে জাতীয় পতাকার সঙ্গে লাঠি কেন? বর্ধমান স্টেশনে প্রশ্ন তুলল পুলিশ। তা নিয়ে ছাত্রসমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। এদিন সকাল থেকেই বিভিন্ন ট্রেনে নবান্ন অভিযানে শামিল হলেন অনেকেই।

আরও পড়ুনঃ সোশ‍্যাল মিডিয়াতে CBI-কে তুলোধনা অভিষেকের! বেঁধে দিলেন তদন্তের সময়সীমা!

নদীয়ার বিভিন্ন এলাকা থেকে নবান্ন অভিযানে শামিল হতে ট্রেনে করে কলকাতা উদ্দেশ্যে রওনা দেন বহু মানুষ। তারই মধ্যেই নবান্ন অভিযানে যোগ দিতে রওনা দিচ্ছেন ট্রেনযাত্রী থেকে সাধারণ পথচারী। মেছেদা স্টেশন লাগোয়া এলাকায় আজ পুলিশি ঘেরাটোপে চলছে বিশেষ নজরদারি।

তারই মধ্যে মেছেদা কোলাঘাট হয়ে নবান্ন অভিযানে যোগ দিতে রওনা দিচ্ছেন একাধিক মানুষ। অপরদিকে, উত্তরকণ্যার সামনে কড়া পুলিশি পাহাড়া। পরিদর্শনে পুলিশ কমিশনার সি সুধাকর। তিনবাতি মোড়েও পুলিশ ব্যরিকেড পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসা বাসে উঠে চেকিং করছে পুলিশ।

Nabanna Abhijan: নবান্ন অভিযানে আসা ৪ ছাত্রকে অপহরণের অভিযোগ! পুলিশ যা বলল মাথা ঘুরে যাবে জানলে…

কলকাতাঃ নবান্ন অভিযানে আসা ৪ ছাত্রকে অপহরন করা হয়েছে, এই মর্মে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযোগ আইনজীবী কৌস্তুভ বাগচির, হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা। শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকারকে অপহরণের অভিযোগ।

ছাত্র সমাজের অভিযোগ, মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে ‘নিখোঁজ’ এই ৪ ছাত্র। এই অভিযোগে আদালতের দ্বারস্থ পরিবার। নিখোঁজ চার ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার।

এমতাবস্থায় নিখোঁজ পড়ুয়াদের পুলিশ আটক করেছে আশঙ্কা ব্যক্ত করে এক্স হ্যান্ডেলে (পূর্বে যা ট্যুইটার ছিল) পোস্ট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টিও আকর্ষণ। নিখোঁজ ৪ ছাত্র হাওড়া স্টেশনে পৌঁছন স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েয়ের অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ, মঙ্গলবার শুনানি।

আরও পড়ুনঃ পাহাড়ের বুক চিড়ে নামছে ঝর্ণা! গরম মোমোর সঙ্গে জমাটি আড্ডা, বর্ষার বিকেলে ঘুরে আসুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চার যাদের মিসিং বলে বলা হচ্ছে তারা মিসিং নয় বরং তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নাকি নবান্ন অভিযানের চক্রান্তের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই চারজনকে আপাতত অ্যারেস্ট করা হয়েছে। তাদের পরিবারকেও জানানো হয়েছে জানাল রাজ্য পুলিশ।

Nabanna High Alert: পুলিশে পুলিশে ছয়লাপ! র‍্যাফ, কমব্যাট ফোর্স! নবান্ন ঢুকতে দেখাতে হবে আই কার্ড

কলকাতা: টান টান নিরাপত্তা শহর জুড়ে। কলকাতা-হাওড়া চত্বরে পুলিশি ব্যবস্থায় তুমুল তৎপরতা। বিশেষত নবান্ন ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথেই পুলিশ দেখছে সচিত্র পরিচয় পত্র। নবান্ন ঢুকতে গেলে মঙ্গলবার দেখাতে হচ্ছে আই কার্ড। নবান্নের সামনে ও নবান্ন সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা বলয়। মোতায়েন রয়েছে র‍্যাফ ও কমব্যাট ফোর্স।

প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের আহ্বানে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ।

আরও পড়ুন: নবান্ন এলাকায় ১৬৩ ধারা! যান চলাচলে কড়া বিধিনিষেধ! কোন কোন রাস্তায় নো এন্ট্রি? কোন রাস্তা এড়াবেন? জানুন ট্রাফিক আপডেট

লালবাজার ট্রাফিক সূত্র জানাচ্ছে, সোমবার রাত আটটা থেকে শালিমার, খিদিরপুর, এফসিআই-সহ এমারজেন্সি সার্ভিস ছাড়া সব লরি নো-এন্ট্রি। আন্দুল রোডের আলমপুর, কোনা রোডের নিবড়া থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে।

আরও পড়ুন: ‘হামলার ছক’…! বিশাল পুলিশ বাহিনী…! স্টেশনে স্টেশনে তল্লাশি! ‘নবান্ন অভিযান’ ঘিরে টান টান উত্তেজনা শহর জুড়ে

নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। নবান্ন ও আশেপাশে ১৬৩ ধারা জারি রয়েছে। নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে মঙ্গলবার সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।

Nabanna Security: নবান্ন অভিযান ঘিরে সুরক্ষার চক্রব্যূহ, আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নজরে নবান্ন অভিযান ৷ আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। শহরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের এনে মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে।

আরও পড়ুন– রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে

ভোর থেকেই নবান্ন ও তার সংলগ্ন এলাকাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা।ইতিমধ্যেই ১৩ জন এসপি পদমর্যাদা র‍্যাঙ্কের আইপিএস অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি, ডিসি র‍্যাঙ্কের পদমর্যাদার অফিসার, ২২ জন ডেপুটি এসপি তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র‍্যাঙ্কের অফিসার, ২৬ জন ইন্সপেক্টর র‍্যাঙ্কের অফিসারদের মোতায়েন করা হয়েছে নবান্ন ও হাওড়া পুলিশের অধীনে।

আরও পড়ুন– রাশিফল ২৭ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মূলত নবান্ন অভিযানকে সামনে রেখে অন্যান্য জেলাগুলি থেকে এত সংখ্যক পুলিশ অফিসারদের মোতায়েনের সিদ্ধান্ত রাজ্য পুলিশের। পাশাপাশি ২১০০ পুলিশ কর্মী ও মোতায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নবান্নের সামনে র‍্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। সোমবারই রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নবান্ন অভিযান সম্পূর্ণরূপে বেআইনি।

মঙ্গলবারের অভিযান ঘিরে হাওড়া থেকে কলকাতায় আসার পথে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। আজ, মঙ্গলবার ইউজিসি-র নেট পরীক্ষা আছে। পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসন কিছু পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে কলকাতায় আসার জন্য যাত্রীদের মূলত ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং গঙ্গায় ফেরি পরিষেবার উপরে নির্ভর করতে হবে। সকালের দিকে পুলিশ রাস্তা বন্ধ না করা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে বাস আসবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা।

নবান্ন ঢুকতে গেলে আজ, মঙ্গলবার প্রত্যেককে ID কার্ড দেখাতে হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথেই পুলিশ দেখতে চাইছে সচিত্র পরিচয়পত্র।