Tag Archives: Nabanna

SP Change: ভোট মিটতেই পুরনো এসপি-কে শুভেন্দুর জেলায় ফেরাল নবান্ন

পূর্ব মেদিনীপুর: সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। এর‌ইমধ্যে নির্বাচন কমিশনের নিয়োগ করা আধিকারিকদের পরিবর্তন করা শুরু করে দিল নবান্ন। রাজ্যজুড়ে একাধিক জায়গায় জেলাশাসক ও পুলিশ সুপারের বদলির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। ভোটের ফল প্রকাশের এক সপ্তাহ যেতে না যেতেই পূর্ব মেদিনীপুর জেলার এসপি বদল হল। ১১ জুন, মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন নবান্ন।

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার এসপি হিসেবে কর্মরত রয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে তিনি জেলার এসপি-র দায়িত্বভার নিয়েছিলেন। তবে নির্বাচনের সময় তাঁকে ঐ পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া মিটতেই আবারও তাঁকে পূর্ব মেদিনীপুরে ফেরাল নবান্ন।

আর‌ও পড়ুন: প্রকৃতি বাঁচাতে এগিয়ে এল সুন্দরবনের পড়ুয়ারা

লোকসভা নির্বাচন ঘোষণার পর রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় পুলিশ সুপার ও জেলাশাসক পরিবর্তন করেছিল নির্বাচন কমিশন। যা নিয়ে বিভিন্ন সভা থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলাশাসক বদলির নির্দেশিকা দিয়েছেন নবান্ন। জেলাশাসকের পর এবার জেলা পুলিশ সুপারের বদলির নির্দেশ দিল। বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ মোট ১১ জন পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের বদলের নির্দেশ এসেছে।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের জায়গায় ২০১৭ সালের ব্যাচের আইপিএস অফিসার অমিত ভার্মাকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে কলকাতা পুলিশের ফাস্ট ব্যাটেলিয়ানের ডিসি হিসাবে কর্মরত। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে বর্তমানে কর্মরত সৌম্যদীপ ভট্টাচার্যকে অমিত ভার্মার জায়গায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত সৌম্যদীপ ভট্টাচার্য ২০১৭ সালের আইপিএস ব্যাচ।

২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার বদল হয়েছিল। আবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই জেলা পুলিশ সুপার বদল হল। প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পূর্ব মেদিনীপুর জেলার দুইটি আসন‌ই ছিনিয়ে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনকি জেলার ১৬ টি বিধানসভার মধ্যে লোকসভা ভোটের নিরিখে ১৫-টিতেই এগিয়ে বিজেপি। এই অবস্থায় সৌম্যদীপ ভট্টাচার্যকে আবারও এসপি করায় অন্যরকম হিসেব খুঁজছে রাজনৈতিক মহল।

সৈকত শী

Nabanna: জামাইষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন… ২ টোর পর বন্ধ সরকারি অফিস

কলকাতা: জামাইষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন। বুধবার জামাইষষ্ঠীর দিন  দুপুর ২ টোর পর সরকারি অফিস বন্ধ থাকবে বলে রাজ্যের অর্থ দফতর  নির্দেশিকা জারি করেছে।

আসছে জামাইষষ্ঠী৷ ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বারাবরই এগিয়ে৷ আর কথায় আছে জামাই আদর৷৷ ফলে জামাইষষ্ঠীর এই নিয়মে যেন একটু বেশিই আয়োজন৷ জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আাচর পালনের মাধ্যমে হয়  জামাইষষ্ঠী৷

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ছোট থেকে বড়, যেরকম উৎসবই হোক না কেন, পাত পেড়ে অতিথিকে বসিয়ে খাওয়ানোটা সবেতেই দেখা যায়। আর কয়েক মাস বাদেই তেমন এক উৎসব আসছে। এক দিনের উৎসব হলেও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করতে অনেক বাঙালি মা-ই দু’তিনদিন ব্যয় করেন।

এই বছর জুন মাসের ১২ তারিখ এই দিনটি উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।

Mamata Banerjee: ভোটের ‘সাফল্য’ আসতেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের! ১১ জুন সব নজর নবান্নে

কলকাতা: লোকসভা ভোট শেষ হতেই প্রশাসনের কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনে সংস্কার আনতে চলেছেন মুখ্যমন্ত্রী? আগামী ১১ জুন কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি আছে? তা নিয়ে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর।

মন্ত্রীদের কাজ, দফতরের কাজের রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে স্বশরীরে সব মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি সব দফতরের সচিব, প্রধান সচিবদের ডাকা হয়েছে বৈঠকে।

আরও পড়ুন: মাঝরাতে গিয়ে থামল লড়াই, এই ‘একটি’ কারণেই শেষ ল্যাপে জিতে গেলেন সুকান্ত মজুমদার!

জেলাশাসকদেরও বৈঠকে স্বশরীরে উপস্থিতি বাধ্যতামুলক। ১১ জুন নবান্ন সভা ঘরে ডাকা হল এই বৈঠক। ১১ জুন বিকেল ৪ টের সময় এই বৈঠক। বৈঠকে পুলিশের এসপি, সিপি, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারদেরও স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করল নবান্ন।

Cyclone Remal Update: ‘রাতভর আমি নজরদারি করেছি,’ ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের আশ্বাস মমতার! ঝড়ে মৃত ৫, জানাল নবান্ন

কলকাতা: গত রবিবার রাতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে সিভিয়ার সাইক্লোন রিমল৷ শেষ পাওয়া আপডেট বলছে, বর্তমানে বাংলাদেশের মংলার উত্তর পশ্চিমে থেকে ৪০ কিমি, কলকাতার থেকে ৯০ কিমি পূর্বে, ক্যানিংয়ের থেকে ৯০ কিমি উত্তর পূর্বে, খেপুপাড়ার ১৩০ কিমি উত্তর পশ্চিমে অবস্থান করছে এই সাইক্লোন৷

নবান্নের তরফে বিবৃতি জারি করে সোমবার বিকেলে জানানো হয়েছে, ল্যান্ডফলের সময় সাগর দ্বীপে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হয়েছে। দমদমে ৯০ কিলোমিটার গতিবেগে।

কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪০ মিলিমিটার৷ হলদিয়ায় ১১০ মিলিমিটার। এখনও পর্যন্ত ২ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এখনও পর্যন্ত এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৪ জনের৷ জানাল নবান্ন।

আরও পডুন: বাড়ি থেকে বেরিয়ে জমা জলে পা, মহেশতলায় মৃত মহিলা! সাইক্লোন রিমলে প্রাণ হারালেন আরও এক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, সোমবার বিকেলে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও মঞ্চ থেকে ঝড় নিয়ে মন্তব্য করেন তিনি৷

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী

মমতা বলেন, ‘‘বৃষ্টির মরসুম, বৃষ্টি প্রচুর হয়েছে। রাতভর আমি নজরদারি করেছি। রিলিফ শেল্টারে অনেকে আছে। যাঁদের কাঁচা ঘর ভেঙে গেছে…অনেকের পাকা ঘর ভেঙেছে। অনেকের দোকান নষ্ট হয়েছে। আমি শুধু এইটুকু বলব, যাঁদের সব চলে গেল, যাঁরা সব হারিয়েছেন, আমি তাঁদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেওয়ার নেবে। আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়া সার্ভে করব। আপনাদের সব সহযোগিতা করব। আপনাদের কোনও চিন্তা নেই। বাংলায় প্রতি বছর ফেস করতে হয়। যত সাইক্লোন আমাদের রাজ্যে আসে৷ বঙ্গোপসাগরে আসে।’’

তিনি বলেন, ‘‘কাল রাত পর্যন্ত প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে সেইটা খোঁজ খবর নেওয়ার জন্য আমি কাল সন্ধ্যা ৬ টা এই কাজটা করছিলাম। আমি সেটা করে বেড়িয়েছি।’’

Cyclone Remal Alert: চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমল, সতর্ক নবান্ন! জেলায় জেলায় কন্ট্রোল রুম, দেখুন

ঘূর্ণিঝড়ে সতর্ক নবান্ন । ভোটের মাঝেই চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। কাল থেকে সব জেলায় কন্ট্রোল রুম। বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সচেতনতায় জোর। জেলাশাসকদের প্রচারের নির্দেশ মুখ্যসচিবের। উপকূল অঞ্চলে বাঁধেও নজরদারির নির্দেশ। ষষ্ঠ দফার লোকসভা ভোটে ঝড়বৃষ্টি নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। পঞ্চম দফা থেকে শিক্ষা নিয়ে এ বার ইমারজেন্সি লাইট ব্যবহারের পরামর্শ নির্বাচন কমিশনের সিইও-র। ঝড়বৃষ্টির জন্য আগাম সতর্কতা হিসাবে প্রয়োজনীয় ত্রিপল রাখার পরামর্শ দিয়েছে কমিশন। বিদ্যুৎ নিয়ে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ৬ জেলার জেলা শাসকদের বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শও দিয়েছে কমিশন। শুধু তাই নয়, কোনও এলাকায় জল জমে গেলে দ্রুত যাতে বুথগুলি থেকে জল বার করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলল নির্বাচন কমিশন।

Dengue: আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বাড়চ্ছে ডেঙ্গি! দুই জেলার দিকে বিশেষ নজর নবান্নের

হাওড়াঃ আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ডেঙ্গি নিয়ে চিন্তিত নবান্ন। স্পেশাল ড্রাইভ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের এই দুই জেলায়। কেন বাড়ছে ডেঙ্গি এই দুই জেলায় তা ইতিমধ্যেই চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। বিশেষভাবে এই দুই জেলায় পরিষ্কারের উপর বিশেষভাবে জোড় দেওয়ার নির্দেশ।

আরও পড়ুনঃ পঞ্চম দফার দিনেই ধাক্কা! ‘বিজেপির বিজ্ঞাপন’ দিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

পাশাপাশি অন্যান্য জেলা গুলোতেও বৃষ্টি আসার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ নবান্নের। কোথায় কোথায় জল জমছে তা দেখে জল বের করার জন্য পুরসভাগুলোকে কাজে লাগানোর নির্দেশ। আলিপুরদুয়ার জেলার অন্যত্র ডেঙ্গি সেভাবে থাবা বসাতে না পারলেও কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গি আক্রান্ত ৬৫ জন। এর মধ্যে কালচিনি ব্লকে আক্রান্ত ৫৪ জন।শুধু কালচিনি গ্ৰাম পঞ্চায়েতে আক্রান্ত ১৭ জন।হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকের মধ্যে কালচিনি ব্লকে ডেঙ্গির বাড় বাড়ন্তে চিন্তিত স্বাস্থ্য আধিকারিকরা।

Government Employee Pension: বিরাট খবর! রাজ্য সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য বড় ঘটনা! জানা খুবই জরুরি

কলকাতা: গোটা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এরই মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিস জারি করেছে। ৩০ এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
কলকাতা: গোটা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এরই মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল আনল রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের অর্থ দফতরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিস জারি করেছে। ৩০ এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।
রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত এই নোটিস ভোটের মাঝেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
রাজ্য সরকারি কর্মী এবং বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিসে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত এই নোটিস ভোটের মাঝেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দু’টি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই নোটিসে।
ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগের জায়গা থেকে দু’টি অফিসকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই নোটিসে।
রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিসে জানানো হয়েছে, কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে এই দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু হবে।
রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা সেই নোটিসে জানানো হয়েছে, কলকাতায় পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদল করা হচ্ছে। আগামী ৯ মে, বৃহস্পতিবার থেকে এই দু’টি ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন ঠিকানায় কাজ শুরু হবে।
সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১-এর নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায়।
সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ১-এর নতুন ঠিকানা হচ্ছে ১১এ মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চার তলায়।
এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত 'পে অ্যান্ড অ্যাকাউন্টস' অফিস ২-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায় (পশ্চিম দিকে)। আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের ৩ তলায়।
এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস’ অফিস ২-এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের ৩ এবং ৪ তলায় (পশ্চিম দিকে)। আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের ৩ তলায়।

Nabanna: হঠাৎ নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব! একাধিক বিষয়ে কড়া নির্দেশ জেলাশাসকদের

কলকাতাঃ সমস্যা হওয়ার পরে নয়, কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে তা বিবেচনা করেই মেটাতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। তিনি বলেন, ‘আগে থেকে ঘুরে দেখুন কোথায় কোথায় জলের সমস্যা তৈরি হতে পারে। সেটা দেখেই পদক্ষেপ করুন। আগে থেকেই জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিন। জলের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করবেন।’

আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!

নবান্ন সূত্রে খবর জেলাশাসকদের কড়া নির্দেশ দেব মুখ্যসচিব। মুখ্যসচিব বলেন, ‘অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেটা আপনারা দেখুন যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়।’ বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আজ প্রায় ৪০ মিনিট জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব।

রাম নবমীর আইন শৃঙ্খলা নিয়েও নবান্নের বৈঠকে কথা বলেন মুখ‍্যসচিব। তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা নিয়ে এসপি দের নিয়ে বৈঠক করুন। রাম নবমী পালন নিয়ে আইন শৃঙ্খলা এর অবনতি যেন না হয় সেটা নজর রাখবেন। হাই কোর্ট যা নির্দেশ দিয়েছে সেইগুলো কমপ্লাই করবেন।’ বৈঠকে জেলাশাসক দের নির্দেশ মুখ্যসচিবের।

Nabanna: হুড়মুড়িয়ে চড়ছে পারদ! তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায়, নবান্নে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

কলকাতা: বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা৷ গরমের দাপটে ফুটছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷ কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷

তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গরম পড়তেই একাধিক জেলায় জলের সমস্যা শুরু হয়৷ জলকষ্ট মোকাবিলায় আগে ভাগেই সতর্ক নবান্নর। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। দুপুর ১২ টা থেকে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। তীব্র গরমে জলসঙ্কট হলে তার পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সব জেলার জেলাশাসকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ নবান্নের।

বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এর আধিকারিক দের নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জল সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অত্যধিক গরমে জল সমস্যা মেটাতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব৷ নবান্ন সূত্রে খবর পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া এর একাধিক জায়গায় জলসমস্যা নিয়ে অভিযোগ এসেছে৷

School Holiday in Ram Navami: ফের স্কুল-কলেজে সরকারি ছুটি ঘোষণা, কবে জানেন? জারি বিজ্ঞপ্তি

কলকাতা: এবার রাম নবমীতেও ছুটি। নতুন ছুটির ঘোষণা করল রাজ্য। আগামী ১৭ এপ্রিল, বুধবার রাম নবমী পড়ছে। আর সেই ১৭ এপ্রিল রাজ্য সরকারের সব অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। নির্দেশিকা দিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ছুটির তালিকা দেওয়া ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে যেহেতু রাম নবমীর দিন ছুটি দেওয়া হল, তাই অনেকেই মনে করছেন এই ঘটনা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। রাম নবমীর দিন তাই রাজ্য সরকারের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়তে ছুটি থাকবে।

আরও পড়ুন: ১২৪ বছরের জন্মদিন পালন, ১৯০০ সালে জন্ম বিশ্বের প্রবীণতম নাগরিক কি ইনি? বিশ্বজুড়ে শোরগোল

পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের বছরে আরও একদিন ছুটি। সেটি অনেকের কাছেই নিঃসন্দেহে আনন্দ সংবাদ। তে এই ছুটি ঘোষণা নিয়ে রাজনৈতিক তরজা কিছু কম হবে না বলেই মনে করা হচ্ছে। চলতি ১ বৈশাখ পড়েছে রবিবার। ইংরেজির ১৪ এপ্রিল। এমনিতে নববর্ষে সরকারি ছুটি থাকে। তবে এবছর যেহেতু রবিবার নতুন বছর শুরু হচ্ছে, তাই পয়লা বৈশাখে বাড়তি কোনও ছুটি নেই। নববর্ষের দিন অর্থাৎ রবিবার এমনিই ছুটি থাকছে।

আরও পড়ুন: সন্তানের ঠোঁটের ডগায় মিথ্যে কথা? এত মিথ্যে বলার প্রয়োজন পড়ছে কেন আপনার শিশুর, কখনও ভেবেছেন? জানুন

বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। আগামী ১৭ এপ্রিল, বুধবার রাম নবমীর দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এমনই নির্দেশিকা সামনে এসেছে। এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য। রাজ্যের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন বলা যেতে পারে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়