Tag Archives: National News

Madhya Pradesh News : সেনা কর্মীদের বেধরক মার, বান্ধবীকে গান পয়েন্টে গণধর্ষণ! ইনদউরে হাড়হিম ঘটনা

নয়াদিল্লি : মধ্যপ্রদেশে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন দুই সেনা কর্মকর্তা এবং তাদের দুই মহিলা বন্ধু৷ ইনদউরে বুধবার ভোরে দুষ্কৃতীরা এক মহিলাকে গণধর্ষণ করে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে ওই দুই আর্মি অফিসার ও তাঁদের দুই মহিলা বন্ধু পিকনিক করতে গিয়েছিলেন৷ সেখানেই এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : নেকড়ের পর বাহরাইচে এবার নতুন আতঙ্ক, একশোরও বেশি মানুষ আহত, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা

সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, অফিসারদের বয়স ছিল ২৩ এবং ২৪৷ তাঁরা রাজ্যের মহউ ক্যান্টনমেন্ট শহরের ইনফ্যান্ট্রি স্কুলে ইয়ং অফিসারের (YO) কোর্স করছিলেন।

সব ঠিকই ছিল৷ তবে সমস্যা দেখা দেয় দুপুরের দিকে৷ মহউ-মন্ডলেশ্বর রোডের পিকনিক স্পটের কাছে হঠাৎই চলে আসেন সাত অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা আক্রমণ করে বসে চারজনকে৷ বদগোন্ডা থানার ইনচার্জ লোকেন্দ্র সিং হিরোর জানিয়েছেন, দুষ্কৃতীরা একজন অফিসার এবং দুই মহিলাকে প্রচণ্ড মারধর করেছেন।

আরও পড়ুন : হাতে ভারতীয় পাসপোর্ট থাকলেই হল…! এই ১০ দেশে পুজোয় বিনা ভিসায় ঘুরে নিন, কোন কোন জায়গা জানুন

দুষ্কৃতীরা অফিসারদের কাছে ১০ লাখ টাকাও দাবি করেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি চোখে পড়তেই কিছুটা দূরে থাকা সেকেন্ড অফিসার ঘটনাটি সিনিয়রদের জানান। বেশ কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

হিরোর জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষায় একজন নারীকে ধর্ষণের বিষয়টা নিশ্চিত। তিনি আরও বলেন, লুট, ডাকাতি, ধর্ষণ এবং অস্ত্র আইন সম্পর্কিত বিভিন্ন ধারায় ভারতীয় ন্যায় সংহিতা-এর (বিএনএস) অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে।

ইনদউরের  পুলিশ সুপার (এসপি), হিতিকা ভাসাল জানিয়েছেন, “পুলিশের তথ্য অনুযায়ী চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গভীর রাতে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সেখানে দুজনকে মারধর করা হয়, এবং ১০ লাখ টাকা আনার হুমকি দেওয়া হয়।”

পুলিশ সুপার সঙ্গে যোগ করেছেন, “অভিযোগকারীর বয়ান অনুযায়ী, তাঁদের মহিলা বন্ধুকে একটি কোণে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে তিনি তাঁর চিৎকার শুনতে পান। অপ্রীতিকর কিছু ঘটেছে বলেই তাঁর ধারণা। পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশের ১০টি দল তদন্ত করেছে এবং অভিযুক্তদের মধ্যে ছয়জনকে চিহ্নিত করেছে, তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

ভাসাল আরও বলেছেন যে পুলিশ এখনও মহিলার বক্তব্য রেকর্ড করতে পারেনি৷ সেটা পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Monkey Attack in Uttarpradesh : নেকড়ের পর বাহরাইচে এবার নতুন আতঙ্ক, একশোরও বেশি মানুষ আহত, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা

বাহরাইচ: বাহরাইচের চোখাদিয়া গ্রামে বানরের উপদ্রবে মানুষ অতিষ্ঠ। গ্রামের বৃদ্ধ, শিশু, যুবক ও নারীসহ শতাধিক মানুষকে কামড়ে ধরছে বানরগুলি। গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত যে এখন রাস্তাঘাটে আসা-যাওয়ার সময় লাঠি-রড সঙ্গে রাখছেন সবসময়।

গ্রামে কী ধরনের আতঙ্ক? বাহরাইচে নেকড়ের আক্রমণে অতিষ্ঠ মানুষ৷ এবার নতুন সংযোজন বানরের আক্রমণ৷ গ্রামবাসীদের মুখে মুখে ঘুরছে বানরের উপদ্রবের কথা। শিশুরা স্কুলে গেলে পথিমধ্যে এই বানররা তাদের বাধা দেয়, আক্রমণ করে এবং তাদের ব্যাগে রাখা খাবারের জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে প্রায় প্রতিদিন।

আরও খবর : নেকড়ে আতঙ্কে তটস্থ উত্তর প্রদেশ, ‘আলফা’কে ধরলেই কি সমস্যার সমাধান? জানুন কারণ

কোনও শিশু ব্যাগ খালি করার চেষ্টা করলে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বানরগুলি তাদের আক্রমণ করে কামড়ে দিচ্ছে। শুধু তাই নয়, মেয়েরা বাড়িতে খাবার তৈরি করতে বসলে আটা, চাল, সবজিও নিয়ে যাচ্ছে তারা। এমনকি তারা ক্ষেতে উৎপাদিত ফসল, শাক-সবজি ও শাকসবজি ধ্বংস করে ফেলছে প্রতিদিন।

গ্রামে কত বানর আছে? গ্রামবাসীগের বর্ণনা অনুযায়ী, সংখ্যাটা প্রায় হাজারেরও বেশি। সেটাও প্রায় দুই থেকে তিন হাজার। গ্রামবাসীরা ইতিমধ্য়েই সমস্যার কথা জানিয়ে বাহরাইচ জেলা ম্যাজিস্ট্রেটকে। তাদের কথায়, প্রায় দুই বছর ধরে এই বানরের সমস্যা চলছে। আগে তাদের সংখ্যা কম ছিল, তাই সমস্যাও কম ছিল। এখন সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে।

আরও খবর : মরু রাজ্যে প্রবল বৃষ্টি, ড্রেনের মধ্যে দেখা মিলল ভয়ঙ্কর প্রাণীর, ঘুম উড়ল স্থানীয়দের

এই বানরগুলো কোথায় থাকে? গ্রামবাসীদের কথায়, চোঘদিয়া গ্রামের গাছ ও পুরনো বন্ধ ঘরকে বানরা ঘাঁটি বানিয়েছে। যেখানে তারা খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করে, এবং লোকজন দেখলেই গাছ থেকে নেমে এসে আক্রমণ করে বসছে। গ্রামবাসীরা এতটাই ক্ষুব্ধ এবং বিরক্ত যে বানর সমস্যা কাটাতে তারা এখন লাঠি, উইকেট, গুলতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷

Bhilwara Crocodile News: মরু রাজ্যে প্রবল বৃষ্টি, ড্রেনের মধ্যে দেখা মিলল ভয়ঙ্কর প্রাণীর, ঘুম উড়ল স্থানীয়দের

ভিলওয়ারা: মরু রাজ্যে প্রবল বৃষ্টি৷ নদীর জল ঢুকে গিয়েছে শহরে৷ আর তার জেরে জনজীবন বিপর্যস্ত৷ এখানেই শেষ নয়৷ নদীর জলে ভেসে এসেছে কুমির৷ আর এটাই আপাতত আতঙ্কে রেখেছে রাজস্থানের ভিলওয়ারার মানুষকে৷

ভিলওয়াড়া জেলা জুড়ে আপাতত প্রবল বৃষ্টি হচ্ছে৷ বিরামহীন বর্ষনে জেলার অনেক বাঁধ এবং পুকুর উপচে গিয়েছে। ফলে বাড়ি-ঘরে ঢুকে গিয়েছে জল৷ এখানেই শেষ নয়৷ এবার বন্য প্রাণীরাও জনবসতিপূর্ণ এলাকায় ঢুকতে শুরু করেছে। ভিলওয়াড়া জেলার মন্ডলগড় শহরে বাসস্ট্যান্ডের কাছে একটি বিশালাকার কুমিরের দেখা মেলে৷ একটি ড্রেনের মধ্যে সেটির দেখা পেতেই আতঙ্কিত হয়ে ওঠে লোকজন। ঘটনাস্থলে বিপুল মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে বন বিভাগের টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ অনেক চেষ্টার পর বন বিভাগের দল বিশালাকার কুমিরটিকে উদ্ধার করে বাঁধে ছেড়ে দেয়। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসীরা।

আরও খবর : জম্মু -কাশ্মীরে পাকসীমান্তে গুলির লড়াইয়ে জখম ১ বিএসএফ, নির্বাচনের আগে ফের রক্তাক্ত ভূস্বর্গ

ভিলওয়াড়া জেলার মন্ডলগড় বাসস্ট্যান্ডের কাছে একটি ড্রেনের মধ্য়ে পড়েছিল কুমিরটি৷ সেটির দেখা পেতেই মুহূর্তে খবর ছড়িয়ে যায় চারপাশে। বন্য প্রাণীটিকে দেখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায়৷ কেউ কেউ আবার মোবাইলে কুমিরের ছবি তুলতে থাকে।

আরও পড়ুন : প্রতি কেজিতে মেলে ৫০০ থেকে ৬০০ পিস, চিনুন এই জনপ্রিয় বিস্কুটকে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর ও মণ্ডলগড় থানার পুলিশ। বনবিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে বুন্দি জেলার ভিমলত বাঁধে ছেড়ে দেয়। এত বড় একটি কুমির হঠাৎ জনবসতিপূর্ণ এলাকায় ঢুকল কী করে? বন দফতরের ধারণা, গৌতা বাঁধের মেনালি নদী প্রবল বৃষ্টিতে উপচে গিয়েছে৷ এবং সেখান থেকেই এই কুমিরটি চলে এসেছিল।

Bikaner Bakery Biscuits : প্রতি কেজিতে মেলে ৫০০ থেকে ৬০০ পিস, চিনুন এই জনপ্রিয় বিস্কুটকে

বিকানির : আপনি কি বিস্কুট লাভার? সকাল, সন্ধ্যা চায়ের সঙ্গে বিস্কুট না হলে চলে না? তাহলে সিক্সার বিস্কুটের ব্যাপারে অবশ্যই জানতে হবে আপনাকে৷

বিকানিরে যে সমস্ত বিস্কুট পাওয়া যায়, তাদের মধ্যে রীতিমতো বিখ্যাত এই সিক্সার বিস্কুট৷ সাইজে সবচেয়ে ছোট, কিন্তু খেতে দারুন৷ মূলত বেকারির দোকানগুলিতেই এই বিস্কুট পাওয়া যায়৷ সকালের জল খাবার বা দুপুরের লাঞ্চ, বিকানিরে মানুষের এই বিস্কুট ছাড়া এক মুহূর্ত চলে না৷

আরও খবর : নেকড়ে আতঙ্কে তটস্থ উত্তর প্রদেশ, ‘আলফা’কে ধরলেই কি সমস্যার সমাধান? জানুন কারণ

এই সিক্সার বিস্কুটের দামও তেমন নয়৷ প্রতি কেজির দাম মাত্র ২০০ টাকা৷ এবং তাতে প্রায় ৫০০ থেকে ৬০০টি বিস্কুট থাকে৷ এবং এরমও ব্যাপার নয় যে, দীর্ঘদিন বিস্কুট রেখে দেওয়া তা নেতিয়ে যায়, বা এর স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যায়৷ বৃদ্ধ থেকে শিশু সবারই দারুণ পছন্দের এই বিস্কুট। এবং এই বেকারি বিস্কুট খুবই উপকারীও। ভিন্ন আকারের এই ছোট ছোট বিস্কুটের স্বাদও আলাদা হয়ে থাকে৷

বিস্কুটটি দেখতে কেমন? বিকানিরে বেকারি রয়েছে বনওয়ারী প্রজাপতের৷ এই ব্যবসায়ী বলছিলেন, বিস্কুটের আকার আধা ইঞ্চির মতো। ওজনও বেশ হালকা, এবং এর চাহিদা সারা বছর লেগেই থাকে৷

আরও খবর : ইলিশ না পাঠালেও বাংলাদেশকে সস্তায় ডিম ‘উপহার’ দিল ভারত, এক ধাক্কায় অর্ধেক ওপারে ডিমের দাম

কী ভাবে তৈরি করা হয় এই বিস্কুট৷ কী কী উপকরণ লাগে? নোনতা স্বাদের এই বিস্কুট তৈরির মূল উপাদান হল মাখন এবং ময়দা৷ মাত্র এক ঘণ্টা লাগে এটি তৈরি করতে৷ এই বিস্কুটের ব্যবসা খুবই লাভ জনক, এবং এর উপকারিতাও রয়েছে৷

‘সিক্সার’ এতটাই জনপ্রিয়, উপহারের জন্যেও এটিকে ব্যবহার করা হয়৷

Amit Shah on Cyber Crime : সাইবার ক্রাইম রুখতে আরও কঠোর ভারত সরকার, নেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থা

নয়াদিল্লি : সাইবার ক্রাইম এখন আর নতুন কোনও ইস্যু নয়৷ দেশে প্রায় প্রত্যেক দিনই কেউ না কেউ এই অনলাইন  অপরাধের শিকার হচ্ছেন৷  বিষয়টাকে আর হালকাভাবে নিতে নারাজ ভারত সরকার৷

দেশে এবার সাইবার অপরাধের মোকাবেলায় বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় সেটা পরিষ্কার৷ কী করা হচ্ছে? আগামী পাঁচ বছরে ৫ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ ও প্রস্তুত করার পরিকল্পনা করা হয়েছে৷ যারা সাইবার ইস্যু সংক্রান্ত সমস্ত সমস্যার দেখভাল করবে৷ এখানেই শেষ নয়,  মঙ্গলবার সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলে জানিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন : দূরপাল্লার ট্রেনে আপনি একা মহিলাযাত্রী? ভয় পাবেন না! জানুন আপনার সুরক্ষায় থাকা ‘মেরি সহেলী’-কে

নয়াদিল্লিতে I4C বা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানেই তিনি বলেছিলেন, সাইবার অপরাধের কোনও নির্দিষ্ট সীমা নেই, আর তাই সমস্ত স্টেকহোল্ডারকে এই বিপদের মোকাবেলা করতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সঙ্গে সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেন তিনি৷

শাহ বলেছেন, “সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের অবশ্যই সাইবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, কারণ সাইবার নিরাপত্তা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।”

আরও পড়ুন : নিষিদ্ধ সমস্ত বাজি! দূষণ রোধে দীপাবলির আগে বড় সিদ্ধান্ত রাজধানীতে

এখানেই শেষ নয়৷ আরও একটি পরিসংখ্য়ানের কথা উল্লেখ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর মতে, বিশ্বের প্রায় ৪৬ শতাংশ ডিজিটাল লেনদেন ভারতে হয়ে থাকে৷ আর তাই সাইবার সিকিউরিটি আরও আঁটোসাটো না হলে দেশকে ভবিষ্যতে বড় সমস্যার মুখেও পড়তে হতে পারে৷

শাহ দেশে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য I4C-এর অধীনে চারটি প্ল্যাটফর্মও উদ্বোধন করেছেন।

JD(S) Leader Arrested: জাপটে ধরে চুমু! যৌন হেনস্থায় অভিযুক্ত এইচ ডি দেবেগৌড়ার আরেক নাতিও, কর্ণাটকে গ্রেফতার জেডি(এস) নেতা

কর্ণাটক: ছোট ভাইয়ের পরে এবার দাদা৷ প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার পরে এবার যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তাঁর দাদা জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি সুরজ রেভান্নাও৷ শনিবার রাতে তাঁর বিরুদ্ধে জাপটে ধরে চুমু খাওয়া এবং জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগ এনেছেন তাঁদেরই দলের এক পুরুষ কর্মী৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই নেতাকে৷

সাতাশ বছর বয়সি জেডি(এস) কর্মী পুলিশের কাছে জানিয়েছেন, একটি রাজনৈতিক সভা আয়োজন করার সূত্রে সুরজ রেভান্নার সঙ্গে পরিচয় হয় তাঁর৷ তাঁর কাজের প্রশংসা করে সুরজ ওই ব্যক্তির ফোন নম্বর নেন৷ তারপর তাঁকে লাভ ইমোজি দিয়ে নানা ধরনের মেসেজ করতে থাকেন৷

অভিযোগ, গত ১৬ জুন ওই ব্যক্তিকে হোলেনাসিপুরা তালুকের একটি ফার্মহাউজে ডেকে পাঠান সুরজ৷ সেখানেই তাঁকে জোর করে জাপটে ধরে মুখে এবং শরীরের অন্যান্য অংশে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে৷ এমনকি, তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার অভিযোগও তুলেছেন ওই কর্মী৷

আরও পড়ুন: STF-এর বিরাট সাফল্য, বর্ধমানে ধরা পড়ল ‘বাংলাদেশের জঙ্গি’! আল কায়দার সঙ্গে কোন যোগ?

ওই দলীয় কর্মীর অভিযোগের ভিত্তিতে সুরজ রেভান্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 377 (অপ্রাকৃতিক যৌনতা) এবং 506 (ফৌজদারি ভয় দেখানো) ধারায় অভিযোগ এনেছে পুলিশ৷ গত শনিবার সুরজকে থানায় ডেকে এ বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়৷ অবশেষে রবিবার সকালে গ্রেফতারির খবর সামনে আসে৷

যদিও, যৌন হেনস্থার যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন ওই নেতা৷ সুরজের পাল্টা অভিযোগ, তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা জোর করে আদায় করতেই এই গল্প ফেঁদেছেন ওই কর্মী৷ তিনিও কর্মীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন৷

আরও পড়ুন: নিটে প্রশ্নফাঁস-বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ কেন্দ্রের, অপসারিত এনটিএ-র ডিজি, দায়িত্ব নিচ্ছেন কে?

প্রসঙ্গত, এই সুরজ রেভান্নারই ভাই প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে সেক্স ভিডিও স্ক্যান্ডালের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছিল৷ সুরজ-প্রজ্জ্বলের বাবা জেডি(এস) বিধায়ক এইচ ডি রেভান্নাকেও এই ঘটনার সূত্রে গ্রেফতার করা হয়৷ পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান৷ সুরজ-প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নার বিরুদ্ধেও একটি অপহরণ সংক্রান্ত মামলায় তদন্ত চলছে৷ তিনিও বর্তমানে জামিনে মুক্ত৷