Tag Archives: New Year 2024


নতুন বছরে ৫ ভারতীয় তারকা ক্রিকেটারের অবসর! তালিকায় সব চমকে দেওয়া নাম

২০২৩ এখন অতীত। ২০২৪ সালে নতুনভাবে নিজেদের সফর শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তবে নতুন বছরে এমন ৫ তারকা ভারতীয় তারকা ক্রিকেটার রয়েছে যারা ক্রিকেটকে বিদায় জানাতে পারে। তালিকায় রয়েছে একের পর এক চমকে দেওয়া নাম।
২০২৩ এখন অতীত। ২০২৪ সালে নতুনভাবে নিজেদের সফর শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তবে নতুন বছরে এমন ৫ তারকা ভারতীয় তারকা ক্রিকেটার রয়েছে যারা ক্রিকেটকে বিদায় জানাতে পারে। তালিকায় রয়েছে একের পর এক চমকে দেওয়া নাম।
রোহিত শর্মা: চলতি বছরে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বর্তমানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে হারের পর থেকে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা চলছে যে তিনি ক্রিকেট ছেড়ে দিতে পারেন। বয়সও ৩৭ হয়ে গিয়েছে হিটম্যানের।
রোহিত শর্মা: চলতি বছরে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বর্তমানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে হারের পর থেকে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা চলছে যে তিনি ক্রিকেট ছেড়ে দিতে পারেন। বয়সও ৩৭ হয়ে গিয়েছে হিটম্যানের।
শিখর ধওয়ান: প্রায় ২ বছর ধরে ভারতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন শিখর ধওয়ানয়। ওডিআই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য নিজেকে তৈরিও করেছিলেন। কিন্তু দলে সুযোগ পাননি বাঁ হাতি তারকা ক্রিকেটার। বয়সও তাঁর ৩৮ পেরিয়েছে। ফলে আগামিতে ধওয়ানের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম। ফলে ২০২৪ সালে অবসর ঘোষণা করতে পারেন শিখর ধওয়ান।
শিখর ধওয়ান: প্রায় ২ বছর ধরে ভারতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন শিখর ধওয়ানয়। ওডিআই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য নিজেকে তৈরিও করেছিলেন। কিন্তু দলে সুযোগ পাননি বাঁ হাতি তারকা ক্রিকেটার। বয়সও তাঁর ৩৮ পেরিয়েছে। ফলে আগামিতে ধওয়ানের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম। ফলে ২০২৪ সালে অবসর ঘোষণা করতে পারেন শিখর ধওয়ান।
অজিঙ্কা রাহানে: ২০১৮ সালে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছিলেন অজিঙ্কা রাহানে। প্রায় ৫ বছর হয়ে গেল সাদা বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে তোলা হয়নি। টেস্ট দলে খেললেও এখন অনিয়মিত। ফলে রাহানেও আর বেশি দিন টেস্ট দল থেকে দূরে থাকলে এই বছর অবসর ঘোষণা করতে পারেন রাহানে।
অজিঙ্কা রাহানে: ২০১৮ সালে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছিলেন অজিঙ্কা রাহানে। প্রায় ৫ বছর হয়ে গেল সাদা বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে তোলা হয়নি। টেস্ট দলে খেললেও এখন অনিয়মিত। ফলে রাহানেও আর বেশি দিন টেস্ট দল থেকে দূরে থাকলে এই বছর অবসর ঘোষণা করতে পারেন রাহানে।
চেতেশ্বর পুজারা: এই তালিকায় রয়েছে চেতেশ্বর পূজারাও। তিনিও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের অংশ নন এবং এখন তিনি টেস্ট দলেও সুযোগ পাচ্ছেন না। ফর্মেও নেই তিনি। পুজারারা বয়সও ৩৬ হয়ে গিয়েছে। ফলে ২০২৪ সালে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন পুজারা।
চেতেশ্বর পুজারা: এই তালিকায় রয়েছে চেতেশ্বর পূজারাও। তিনিও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের অংশ নন এবং এখন তিনি টেস্ট দলেও সুযোগ পাচ্ছেন না। ফর্মেও নেই তিনি। পুজারারা বয়সও ৩৬ হয়ে গিয়েছে। ফলে ২০২৪ সালে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন পুজারা।
দীনেশ কার্তিক: ২০২২ সালে শেষবার ভারতের জার্সি গায়ে খেলেছিলেন দীনেশ কার্তিক। টেস্ট ও ওডিআই দল থেকে দীর্ঘ দিন বাইরে রয়েছেন ডিকে। ভারতীয় দলের দরজা যে তারজন্য বন্ধ তা পরিষ্কার। কার্তিকের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে চলতি বছরের আইপিএলের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ডিকে।
দীনেশ কার্তিক: ২০২২ সালে শেষবার ভারতের জার্সি গায়ে খেলেছিলেন দীনেশ কার্তিক। টেস্ট ও ওডিআই দল থেকে দীর্ঘ দিন বাইরে রয়েছেন ডিকে। ভারতীয় দলের দরজা যে তারজন্য বন্ধ তা পরিষ্কার। কার্তিকের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে চলতি বছরের আইপিএলের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ডিকে।

ISRO: মহাকাশে ভারতের দাপাদাপি, গত বছরের রেকর্ড ভেঙে আরও বেশি মহাকাশ মিশনের স্বপ্ন ইসরোর বিজ্ঞানীদের

বেঙ্গালুরু: ২০২৩ সাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) জন্য দারুণ সাফল্যের বছর ছিল৷ ভারত চাঁদে মহাকাশযান অবতরণ করেছিল পাশাপাশি সূর্যের উদ্দ্যেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১৷ যার সফলভাবে উৎক্ষেপন হয়ে গেছে৷  এদিকে, ISRO চেয়ারম্যান এস সোমনাথ সোমবার জানিয়েছেন যে ভারতীয় মহাকাশ সংস্থা এই নতুন বছর ২০২৪ এ কমপক্ষে ১২টি গগনযান উৎক্ষেপণ পরিচালনা করবে, যা ইসরোর আগের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

“আমরা 2024 সালের জন্য কমপক্ষে ১২টি মিশন পরিকল্পনা করছি,” সোমনাথ ভারতের প্রথম পোলারিমেট্রি মিশন, এক্স-রে পোলারিমিটার (এক্সপোস্যাট) এর সফল উৎক্ষেপণের পরে একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছিলেন। আমাদের হার্ডওয়্যার তৈরি করার এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালানোর ক্ষমতার উপর নির্ভর করে এটি বাড়তে পারে।’ এই এক্সোস্যাট একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, যা ব্ল্যাক হোল এবং অন্যান্য মহাকাশীয় বস্তুগুলি অধ্যয়ন করবে।

২০২৩ সালে ৭টি মিশন হয়েছিল
২০২৩ সালে, ISRO একটি রেকর্ড ৭টি মিশন চালু করেছিল, যার মধ্যে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-৩ অবতরণ এবং ভারতের প্রথম সৌর মানমন্দির, আদিত্য-এল১, তার গন্তব্য ল্যাগ্রঞ্জ পয়েন্ট-১-এ উৎক্ষেপণ। ৬ তারিখে পৌঁছানোর প্রত্যাশিত জানুয়ারি। এই উৎক্ষেপণগুলি ছাড়াও, মহাকাশ সংস্থাটি গগনযান মহাকাশযান এবং পুনঃব্যবহারযোগ্য লঞ্চ যানবাহনের জন্য ভবিষ্যতের মিশনের পথ প্রশস্ত করে, বড় প্রযুক্তি প্রদর্শনও পরিচালনা করে।

আরও পড়ুন  Astro Tips 2024: নতুন বছরে কামাল, ভাগ্য চকচক করবে সব রাশির শুধু ‘এই’ ভাবে আরাধনা করুন ভোলে মহেশ্বরের

গগনযানের বছর
সোমনাথ বলেন, ‘এ বছর হবে ‘গগনযানের বছর’। তিনি বলেন, ‘২০২৪ গগনযানের প্রস্তুতির বছর হতে চলেছে। আমরা ২০২৫ সালে লঞ্চ করার লক্ষ্য রাখছি, কিন্তু এই বছর আমরা চূড়ান্ত মিশনের জন্য প্রস্তুত হওয়ার আগে কমপক্ষে আরও দুটি রাউন্ড পরীক্ষা করব।

গগনযান, ভারতের প্রথম মানব স্পেসফ্লাইট মিশন, তিন দিনের মিশনে তিন নভোচারীর একটি ক্রুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪০০কিলোমিটার উপরে কক্ষপথে নিয়ে যাবে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনবে। অক্টোবরে TV-D1 পরীক্ষামূলক ফ্লাইট প্রদর্শনের পর, সংস্থাটি ২০২৫ সালের জন্য নির্ধারিত মনুষ্যবাহী গগনযান মিশনের আগে একটি মানবিক রোবট, ব্যোমিত্র নামে একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে এবং সম্ভবত একটি মানবহীন ফ্লাইট পরিচালনা করবে।

গগনযান মিশনের পূর্বশর্তের মধ্যে রয়েছে বেশ কিছু জটিল প্রযুক্তির উন্নয়ন, যার মধ্যে রয়েছে মানব-রেটেড লঞ্চ ভেহিকল যাতে নিরাপদে নিয়ে যাওয়া যায় এবং মহাকাশে ফেরত পাঠানো যায়, পৃথিবীর মতো পরিবেশ প্রদানের জন্য লাইফ সাপোর্ট সিস্টেম এবং জরুরী উদ্ধার ব্যবস্থা (জরুরি উদ্ধার) সিস্টেম) অন্তর্ভুক্ত।

New Year 2024 Celebration: বছরের শুরুতেই সিটি সেন্টারে পার্কে ভিড়

New Year 2024 : দুর্গাপুরের সিটি সেন্টারে আনন্দ আমুজমেন্ট পার্কে উপচে পরা ভিড়। উট সাফারি ঘোড়া সাফারি বিশেষ নজর কেড়েছে। বছরের শুরুতেই সিটি সেন্টারে পার্কে ভিড় জমতে শুরু করেছে। সপরিবারে ফেস্টিভেল মুডে রয়েছ শহরবাসী। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইটস ট্রয় ট্রেন থেকে শুরু করে রয়েছে বোটিং এর ব্যবস্থা। এবার পার্কের মধ্যে রয়েছে উটের সাফারি সাথে ঘোড়া। ছোট থেকে বড় সকলেই এই আনন্দ উপভোগ করছে।

New Year 2024: বর্ষবরণের সুন্দরবনে উপচে পড়া ভিড়, ঝড়খালি থেকে পখিরালয়ে রাতভর হুল্লোড়

নতুন বছরকে বরণকে ঘিরে সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের ভিড়। সোমবার সকাল থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি এবং আর্কষণীয় পর্যটন স্পট পর্যটকদের ভিড় বাড়তে থাকে।
নতুন বছরকে বরণকে ঘিরে সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের ভিড়। সোমবার সকাল থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি এবং আর্কষণীয় পর্যটন স্পট পর্যটকদের ভিড় বাড়তে থাকে।
সুন্দরবনের কৈখালী ঝড়খালি কলস দ্বীপ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক পর্যটকদের ভিড় মুখর হয়ে উঠেছে। সারাদিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগের পাশাপাশি দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই বছরের প্রথম দিনটি কাটাচ্ছেন পর্যটকরা।
সুন্দরবনের কৈখালী ঝড়খালি কলস দ্বীপ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক পর্যটকদের ভিড় মুখর হয়ে উঠেছে। সারাদিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগের পাশাপাশি দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই বছরের প্রথম দিনটি কাটাচ্ছেন পর্যটকরা।
মরসুমের সেরা ভিড় এ দিন হয়েছিল সুন্দরবনের ঝড়খালি পর্যটনকেন্দ্রে। বিপুল পরিমাণে পর্যটকরা এ দিন ঝড়খালিতে আসায় খুশি এলাকার সাধারণ ব্যবসায়ীরা। অনেকদিন পর এ দিন তাঁদেরও ব্যবসা ভাল হয়েছে বলে জানালেন তাঁরা।
মরসুমের সেরা ভিড় এ দিন হয়েছিল সুন্দরবনের ঝড়খালি পর্যটনকেন্দ্রে। বিপুল পরিমাণে পর্যটকরা এ দিন ঝড়খালিতে আসায় খুশি এলাকার সাধারণ ব্যবসায়ীরা। অনেকদিন পর এ দিন তাঁদেরও ব্যবসা ভাল হয়েছে বলে জানালেন তাঁরা।
সুন্দরবনের পাখিরালয়ে বেড়াতে আসা এক পর্যটক বলেন, সুন্দরবন বরাবরই খুব ভাল বেড়ানোর জায়গা। বছরের প্রথম দিনটিতে আনন্দ করতে তাই পরিবারের সকলের সঙ্গে এখানে বেড়ানোর জন্য এসেছি আমরা।
সুন্দরবনের পাখিরালয়ে বেড়াতে আসা এক পর্যটক বলেন, সুন্দরবন বরাবরই খুব ভাল বেড়ানোর জায়গা। বছরের প্রথম দিনটিতে আনন্দ করতে তাই পরিবারের সকলের সঙ্গে এখানে বেড়ানোর জন্য এসেছি আমরা।
সব মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভিড় জমে গিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবনে বর্ষবরণের দিনে উপচে পড়া ভিড়ে খুশি সুন্দরবন বাসী। ছবি ও তথ্য:সুমন সাহা
সব মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভিড় জমে গিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবনে বর্ষবরণের দিনে উপচে পড়া ভিড়ে খুশি সুন্দরবন বাসী। ছবি ও তথ্য:সুমন সাহা

West Bengal Weather Update: আর কী চাই? নিউ ইয়ারে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে, কলকাতার আবহাওয়া কেমন? জানুন

নতুন বছরের শুরুতেই শীতের দেখা নেই। বরং বাংলার একদিকে ঝঞ্ঝা, অপরদিকে ঘূর্ণাবর্ত। এই আবহে রাজ্যের বাতাসে জলীয়বাষ্প প্রবেশের ধারা বজায় আছে। আর তাই স্বাভাবিকের থেকে অনেকটাও ওপরে থাকছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে ২০২৪ সালের প্রথম সপ্তাহে বাংলার আবহাওয়া কেমন থাকবে? (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
নতুন বছরের শুরুতেই শীতের দেখা নেই। বরং বাংলার একদিকে ঝঞ্ঝা, অপরদিকে ঘূর্ণাবর্ত। এই আবহে রাজ্যের বাতাসে জলীয়বাষ্প প্রবেশের ধারা বজায় আছে। আর তাই স্বাভাবিকের থেকে অনেকটাও ওপরে থাকছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে ২০২৪ সালের প্রথম সপ্তাহে বাংলার আবহাওয়া কেমন থাকবে? (রিপোর্টার– বিশ্বজিৎ সাহা)
বরফেই বর্ষবরণ বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত। তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। পশ্চিমি ঝঞ্ঝা পাস করার ফলেই আবহাওয়ার পরিবর্তন।
বরফেই বর্ষবরণ বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত। তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। পশ্চিমি ঝঞ্ঝা পাস করার ফলেই আবহাওয়ার পরিবর্তন।
জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে; বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। শুক্র ও শনিবার মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।
জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে; বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। শুক্র ও শনিবার মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।
আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূল এ ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব হাওয়ার প্রভাব। বর্ষ শেষে নতুন করে বৃষ্টির স্পেল।
আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূল এ ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব হাওয়ার প্রভাব। বর্ষ শেষে নতুন করে বৃষ্টির স্পেল।
বৃষ্টি ও বরফেই বর্ষবরণ উত্তরবঙ্গে। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। হাল্কা তুষারপাত হতে পারে সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা।
বৃষ্টি ও বরফেই বর্ষবরণ উত্তরবঙ্গে। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস। হাল্কা তুষারপাত হতে পারে সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা।
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৭ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা। সকালে হাল্কা-মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ।
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৭ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা। সকালে হাল্কা-মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ।
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। (রিপোর্টার– বিশ্বজিৎ সাহা)

New Year 2024: বছর শেষে কলকাতা ফেস্টিভ মুডে, আলিপুর চিড়িয়াখানা জমজমাট, দেখুন

New Year 2024: বছর শেষে কলকাতা ফেস্টিভ মুডে, আলিপুর চিড়িয়াখানা জমজমাট, দেখুন , বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Tasty food News: বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ইজি, টেস্টি মিষ্টি, নতুন বছরের নয়া সারপ্রাইজ

দোকানের স্বাদে মিষ্টি এবার বানিয়ে ফেলুন নিজের হাতে। কম খরচে ঘরোয়া তাজা মিষ্টি।
দোকানের স্বাদে মিষ্টি এবার বানিয়ে ফেলুন নিজে হাতে। কম খরচে ঘরোয়া তাজা মিষ্টি।
স্বাদে অতুলনীয় এই মিষ্টি। উৎসব অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে এই মিষ্টি দিয়ে করতে পারেন বাজিমাত।
স্বাদে অতুলনীয় এই মিষ্টি। উৎসব অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে এই মিষ্টি দিয়ে করতে পারেন বাজিমাত।
এর জন্য প্রয়োজন ঘি ১ চামচ, সুজি হাফ কাপ, ময়দা ৩ চামচ, গুঁড়ো দুধ ৩ চামচ, খাবার সোডা ১/৪ চামচ, চিনি এক কাপ, ৪-৬ টি এলাচ, দুধ এক কাপ, গোলাপ জল।
এর জন্য প্রয়োজন ঘি এক চামচ, সুজি হাফ কাপ, ময়দা ৩ চামচ, গুঁড়ো দুধ ৩ চামচ, খাবার সোডা ১/৪ চামচ, চিনি এক কাপ, ৪-৬ এলাচ, দুধ এক কাপ, গোলাপ জল।m
গরম পাত্রে ঘি দেওয়ার পর সুজি দিয়ে নেড়ে নিন। এবার এক কাপ দুধ ঢেলে দিন। নরম থাকতে নামিয়ে ময়দা গুঁড়ো দুধ ও সোডা ভাল করে মিশিয়ে নিন।
গরম পাত্রে ঘি দেওয়ার পর সুজি দিয়ে নেড়ে নিন। এবার এক কাপ দুধ ঢেলে দিন। নরম থাকতে নামিয়ে ময়দা গুঁড়ো দুধ ও সোডা মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন।
সিরা তৈরি করতে প্রথমে এক কাপ চিনি ঢেলে দিন পাত্রে। এক থেকে দেড় কাপ জল দিয়ে ফোটাতে থাকুন। তাতে এলাচ দিন। এরপর নামিয়ে গোলাপ জল মিশিয়ে দিন।
সিরা তৈরি করতে প্রথমে এক কাপ চিনি ঢেলে দিন পাত্রে। এক থেকে দেড় কাপ জল দিয়ে ফোটাতে থাকুন। এরপর কয়েকটা এলাচ দিন। নামানোর পর গোলাপ জল মিশিয়ে নিন।
এরপর ব্যালনে ফেলে মাপ করে কাটিং করে মিনি। সাদা তেল/ ঘি দিয়ে ভেজে নিন। এবার গরম অবস্থায় রসে দেড় থেকে দুই ঘন্টা ডুবিয়ে রাখুন।
এরপর ব্যালনে ফেলে মাফ করে কাটিং করে নিন। কাটিং এর পর সাদা তেল অথবা ঘি দিয়ে ভেজে নিন। এবার গরম অবস্থায় রসে দেড় থেকে দু ঘন্টা ডুবিয়ে রাখুন।

New Year Eve: বর্ষবরণের আগে কড়া নিরাপত্তায় মোড়া পার্ক স্ট্রিট, মোতায়েন হাজার হাজার পুলিশ!

কলকাতাঃ বর্ষবরণে কড়া নিরাপত্তা। পার্কস্ট্রিটে নিরাপত্তায় আড়াই হাজার পুলিশ মোতায়েন। পার্কস্ট্রিট ও লাগোয়া এলাকায় বিশেষ নজরদারি। নজরদারিতে ১০ ডিসি পদ মর্যাদার অফিসার। নিরাপত্তায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও যুগ্ম কমিশনাররা। সাদা পোশাকে পুলিশ মোতায়েন। বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার। বহুতলের ছাদ থেকেও নজরদারি। বর্ষবরণের মুহূর্তে বাইক দাপট রুখতে ব্যবস্থা। দু’দিন নাকা তল্লাশিতে জোর। সোমবার পর্যন্ত দর্শনীয় স্থানগুলোয় বাড়তি নজরদারি।

Tarapith News: নতুন বছরে সমৃদ্ধির প্রার্থণায় ভক্তরা, তারাপীঠে মায়ের সামনে প্রবল ভিড়

 : ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷  জেলা,  রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
: ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷  জেলা,  রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের  বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের  বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
তবে এত পরিমান ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা রয়েছে।
তবে এত পরিমান ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা রয়েছে।
এছাড়াও দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যাতে বেশি গর্ভ গৃহের মধ্যে ভিড় না জমে সেই কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।
এছাড়াও দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যাতে বেশি গর্ভ গৃহের মধ্যে ভিড় না জমে সেই কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।
তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরে তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। যদি রেললাইন পরিষেবা ঠিকঠাক থাকত তাহলে এই ভিড় দ্বিগুণ হতে পারত বলে মনে করছে মন্দির কমিটি।
তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরে তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। যদি রেললাইন পরিষেবা ঠিকঠাক থাকত তাহলে এই ভিড় দ্বিগুণ হতে পারত বলে মনে করছে মন্দির কমিটি।
সোমবার ১ জানুয়ারি উপলক্ষ্যে এই ভিড় আরওদুই থেকে তিনগুণ বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। Input -Souvik Roy
সোমবার ১ জানুয়ারি উপলক্ষ্যে এই ভিড় আরওদুই থেকে তিনগুণ বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। Input -Souvik Roy