Tag Archives: north24parganasnews

Mango Cultivation: সারাবছর মিলবে রসালো সুস্বাদু আম, শুধু মেনে চলুন সহজ কিছু নিয়ম

বসিরহাট: একটি গাছের শুধুমাত্র সারা বছর আম নয়। আম গাছে একটি সময়ই দেখা মিলবে আমের মুকুল, ছোট গুটি আম আবার পরিপক্ক আমও। তবে চাইলে আপনি মুকুল ছেঁটে দিয়ে নিজের ইচ্ছামত সময়ও আম নিতে পারবেন। কথা হচ্ছে কাটিমন আম নিয়ে। আম গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লম্বা একটি গাছ। তবে এই প্রজাতির আম গাছে ছোট থেকেই আমের ফলন পাওয়া যায়।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের একটি উদ্যানে শোভা পাচ্ছে এই আম গাছের। যা কাটিমন আম হিসেবে পরিচিত। এই গাছ প্রচলিত আম গাছের তুলনায় উচ্চতায় অনেক অল্প বয়স থেকেই ফলন শুরু হয়, পাশাপাশি ফলনও বেশি হয়। তবে আপনি বাড়ির বাগানের শোভা বৃদ্ধির পাশাপাশি অল্প সময়ে অধিক আম পেতে এই আম গাছের চারা চাষ করতে পারেন।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

জুলাইয়ের এই সময় সাধারণত আমের শেষের মরশুম। আর এই সময় একই গাছে আমের মুকুল, আমের গুটি ও পরিপক্ক আমের দেখা মিলছে।আর এভাবেই একের পর এক ধাপে ধাপে সারাবছরই আম পাওয়া যাবে। আবার আপনি চাইলে আমের মুকুট কেটে দিয়ে আমের ফলন পিছিয়ে আপনার সময় মত নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের এক উদ্যোক্তা শিক্ষামূলক ভাবে এই আম গাছের চাষ করে ভালফলন পাওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা হিসাবে বিক্রি করছেন। আর এভাবেই ক্রমশ এই প্রজাতির আম গাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

জুলফিকার মোল্যা

Pickle: বর্ষায় আচার নষ্ট হয়ে যাওয়ার ভয়? একটুও খারাপ হবে না, শুধু মেনে চলুন এই সহজ টোটকা

গ্রীষ্ম পেরিয়ে বর্ষার হাতছানি দেখা দিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় বর্ষার ঘনঘটাও শুরু হয়ে গিয়েছে।
গ্রীষ্ম পেরিয়ে বর্ষার হাতছানি দেখা দিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় বর্ষার ঘনঘটাও শুরু হয়ে গিয়েছে।
অনেকেই আচার খেতে পছন্দ করায় সারা বছরের জন্য আম, জলপাই, আমড়া, কুল সহ বিভিন্ন আচার বানিয়ে রাখেন।
অনেকেই আচার খেতে পছন্দ করায় সারা বছরের জন্য আম, জলপাই, আমড়া, কুল -সহ বিভিন্ন আচার বানিয়ে রাখেন।
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি থাকায় বৃষ্টির দিনগুলোতে আচারে ছত্রাক ধরে যায় সহজে। এই সমস্যা দূরে রাখতে কয়েকটি টিপস মেনে চলতে পারেন।
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি থাকায় বৃষ্টির দিনগুলোতে আচারে ছত্রাক ধরে যায় সহজে। এই সমস্যা দূরে রাখতে কয়েকটি টিপস মেনে চলতে পারেন।
বর্ষার সময় মাঝেমাঝে আচারের জারগুলো রোদে দিন। ঢাকনা খুলে রোদে দিন আচার। এতে বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় জারবন্দি আচারে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে।
বর্ষার সময় মাঝেমাঝে আচারের জারগুলো রোদে দিন। ঢাকনা খুলে রোদে দিন আচার। এতে বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় জারবন্দি আচারে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে।
আচার ভাল রাখতে ভিনিগার বেশ কার্যকর। গুড় বা তেলের তৈরি আচার থাকলে তাতে একটু ভিনিগার মিশিয়ে দিন। পারলে একটু নুনও মিশিয়ে দিতে পারেন।
আচার ভাল রাখতে ভিনিগার বেশ কার্যকর। গুড় বা তেলের তৈরি আচার থাকলে তাতে একটু ভিনিগার মিশিয়ে দিন। পারলে একটু নুনও মিশিয়ে দিতে পারেন।
তেল দেওয়া কোনও আচার থাকলে এই সময়টা একটু বেশি করে তেল ঢেলে দিন জারের মধ্যে। তাহলে আচারের মধ্যে জলীয় বাতাস ঢুকতে পারবে না। যার ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না।
তেল দেওয়া কোনও আচার থাকলে এই সময়টা একটু বেশি করে তেল ঢেলে দিন জারের মধ্যে। তাহলে আচারের মধ্যে জলীয় বাতাস ঢুকতে পারবে না। যার ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না।

Hygienic Phuchka: গ্যারান্টি…! এমন ফুচকা আগে কখনও খাননি, সেন্সরে ধরলেই মিলছে টক জল, কোথায় পাবেন?

বসিরহাট: ফুচকা নিয়ে আর লম্বা লাইন নয়। ফুচকার জল এবার নিজেই নিয়ে খেতে পারবেন। ফুচকার জল আর ফুচকাওয়ালা নয়, টক, মিষ্টি, দই-সহ ভিন্ন স্বাদের জল পাবেন মেশিনেই।

আলুমাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সরের নীচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে ফুচকার জল। এমনই মেশিনের দেখা মিলছে বসিরহাটে। বসিরহাটের এক যুবক বানিয়েছেন কনট্যাক্টলেস এই ফুচকার জলের মেশিনটি। আর যে মেশিন দেখে রীতিমত হতবাক ফুচকা খেতে আসা ফুচকাপ্রেমীরা।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

ফুচকা আমাদের দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। তবে ফুচকাকে কেউ কেউ আদর করে ডাকে গোলগাপ্পা, কেউ আবার বলে পানিপুরি। কিন্তু সর্বত্র এর স্বাদ যে সমান তা একেবারেই নয়। আর এই ফুচকা খেতে সকলেই ভালবাসেন। এই ফুচকার থেকে লোভ সামলানো কিন্তু খুবই কঠিন।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

বসিরহাটের যুবক সুব্রত হালদার ইউটিউব দেখে এমনই স্বয়ংক্রিয় ফুচকার মেশিন নিজে হাতে তৈরি করেন ।যার ফলে দোকানে এবার ফুচকা খেতে আর লাইনে দাঁড়াতে হবে না। আলুমাখা ফুচকা নিয়েই ফুচকা গাড়ির সেন্সরের নীচে ধরলেই স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে ফুচকা। মেশিন একদিকে যেমন লম্বা লাইনে দাঁড়িয়ে ফুচকা খেতে হবে না ঠিক তেমনি স্বাস্থকর বটে।

জুলফিকার মোল্যা

Summer Tips: আর লাগবে না AC! নিমেষে ঘর হবে ‘সুপারকুল’, গরমে ম্যাজিকের মতো কাজ করবে এই গাছ

ঘরের পরিবেশকে শীতল রাখতে ঘরে রাখতে পারেন অ্যালোভেরা। এটি বাতাসের তাপমাত্রা হ্রাস করে এবং ঘর গরম থেকে রক্ষা করে।
ঘরের পরিবেশকে শীতল রাখতে ঘরে রাখতে পারেন অ্যালোভেরা। এটি বাতাসের তাপমাত্রা হ্রাস করে এবং ঘর গরম থেকে রক্ষা করে।
ইনডোর প্লান্ট হিসেবে বাড়িতে রাখতে পারেন স্নেক প্ল্যান্ট। এটি বেডরুমের জন্য উপযুক্ত কারণ এই গাছটি অক্সিজেন শোষণ করে না। এটি অক্সিজেন নির্গত করে এবং ঘরকে শীতল ও সতেজ রাখে।
ইনডোর প্লান্ট হিসেবে বাড়িতে রাখতে পারেন স্নেক প্ল্যান্ট। এটি বেডরুমের জন্য উপযুক্ত কারণ এই গাছটি অক্সিজেন শোষণ করে না। এটি অক্সিজেন নির্গত করে এবং ঘরকে শীতল ও সতেজ রাখে।
গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গরম থেকে স্বস্তি পেতে বাড়ির ভিতর কয়েকটি গাছ রাখতে পারেন, যা তাপ শোষণ করে এবং বাসার পরিবেশ শীতল রাখে।
গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গরম থেকে স্বস্তি পেতে বাড়ির ভিতর কয়েকটি গাছ রাখতে পারেন, যা তাপ শোষণ করে এবং বাসার পরিবেশ শীতল রাখে।
মানি প্ল্যান্ট নামে পরিচিত, পোথোস একটি দুর্দান্ত ইনডোর প্লান্ট। কারণ এটি ঘরের বায়ু শীতল এবং বিশুদ্ধ রাখবে। এই গাছের পাতা বা কান্ড হলুদ হয়ে গেলে দ্রুত তা কেটে দিন।
মানি প্ল্যান্ট নামে পরিচিত, পোথোস একটি দুর্দান্ত ইনডোর প্লান্ট। কারণ এটি ঘরের বায়ু শীতল এবং বিশুদ্ধ রাখবে। এই গাছের পাতা বা কান্ড হলুদ হয়ে গেলে দ্রুত তা কেটে দিন।
ব্যাম্বু প্লান্ট গাছের লম্বা পাতা এয়ার হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে। এছাড়া পরিবেশ থেকে বেনজিন ও ট্রাইক্লোরো ইথাইলিন দূর করতে সাহায্য করে।
ব্যাম্বু প্লান্ট গাছের লম্বা পাতা এয়ার হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে। এছাড়া পরিবেশ থেকে বেনজিন ও ট্রাইক্লোরো ইথাইলিন দূর করতে সাহায্য করে।
অনেকেরই পছন্দের একটি গাছ স্পাইডার প্লান্ট। অল্প পরিশ্রমে সহজেই ঘরের ভেতরে এই গাছ হয়। ঘরের পরিবেশ ঠান্ডা রাখার পাশাপাশি বাতাসে উপস্থিত ক্ষতিকর দূষিত পদার্থ শোষণ করে নেয়।
অনেকেরই পছন্দের একটি গাছ স্পাইডার প্লান্ট। অল্প পরিশ্রমে সহজেই ঘরের ভেতরে এই গাছ হয়। ঘরের পরিবেশ ঠান্ডা রাখার পাশাপাশি বাতাসে উপস্থিত ক্ষতিকর দূষিত পদার্থ শোষণ করে নেয়।