Tag Archives: Rajasthan Royals

IPL 2024 MI vs RR: যশস্বীর শতরান ও সন্দীপের ৫ উইকেট, মুম্বইকে ৯ উইকেটে হেলায় হারাল রাজস্থান

জয়পুর: আইপিএল ২০২৪-এ অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। এবার মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌছে গেল সঞ্জু স্যামসনের দল। যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরান ও সন্দীপ শর্মার ৫ উইকেট, ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল রাজস্থান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থান আরও পোক্ত করল রয়্যালসরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয় চাপে পড়ে যায় হার্দিক পান্ডিয়ার দল। তিলক বর্মার লড়াকু ৬৫ রান ও নেহাল ওয়াধেরার ৪৯ রানের ইনিংসের সৌজন্যে সম্মানজনক স্কোর করে মুম্বই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ করে মুম্বই। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করে একাই ৫ উইকেট সন্দীপ শর্মা। একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন গড়লেন যুজবেন্দ্র চাহল।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল ও দস বাটলার। মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। মরশুমে প্রথম চেনা ছন্দে পাওয়া যায় যশস্বীকে। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৭৪ রান করে রাজস্থান রয়্যালস। ৩৫ রান করে আউট হন বাটলার। তবে নিজের ইনিংস জারি রাখেন যশস্বী জয়লওয়াল। অর্ধশতরান পূরণ করেন তিনি।

আরও পড়ুনঃ Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

যশস্বীকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। মুম্বইয়ের কোনও বোলারই এদিন এই জুটি ভাঙতে সমর্থ হয়নি। সঞ্জু একটু ঠান্ডা মাথায় খেলেন। যশস্বী আক্রমণাত্মক ব্যাটিং জারি রাখে ও শতরান পূরণ করেন। শতরানের পার্টনারশিপও করেন যশস্বী-সঞ্জু জুটি। ১৮.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ৯টি চার ও ৭টি ছয় মারেন তিনি। ২৮ বলে ৩৮ করে অপরাজিত থাকেন সঞ্জু।

Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড।  (Photo Courtesy- AP)
ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল। (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা।  (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা। (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান  রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার।  (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার। (Photo Courtesy- AP)

Shah Rukh Khan: কেন তিনি কিং খান, বুঝিয়ে দিলেন শাহরুখ! ভারতীয় ক্রিকেটারকে চমকে দিলেন নিমেষে

কলকাতা: গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-কে ২ উইকেটে পরাস্ত করেছে রাজস্থান রয়্যালস (আরআর)। সেই ম্যাচে মাত্র ৯ বলে ১৯ রান তুলেছেন দলের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। এরপরে ম্যাচটিকে পুরোপুরি ভাবে নিজের হাতে নিয়ে নিয়েছিলেন জস বাটলার। মাত্র ৬০ বলে ১০৭ রান তুলে জয়ের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি।

কলকাতার ইডেন গার্ডেনসে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আর কলকাতা-রাজস্থানের মহারণ দেখতে মাঠে হাজির ছিলেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান। তিনি আবার কেকেআর-এর মালিকও বটে! তবে হারের যন্ত্রণার মধ্যেই মাঠে নেমে দুই শিবিরের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এমনকী তাঁদের শুভেচ্ছাও জানান। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের যশস্বী কিং খানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। আর তরুণ ক্রিকেটারের সেই স্বপ্নও পূরণ করেন শাহরুখ।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

যশস্বীর স্বপ্নপূরণের এই মুহূর্তটিকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে রাজস্থান রয়্যালস। যেখানে দেখা যাচ্ছে, যশস্বী জয়সওয়ালকে জড়িয়ে ধরেছেন শাহরুখ খান। আর যশস্বীর এই ফ্যানবয় মোমেন্টের ব্যাখ্যা দিয়ে রাজস্থান রয়্যালসের তরফে লেখা হয়, ‘বাস ইতনা সা খোয়াব হ্য়ায়।’ এটা সত্যি সত্যিই এক স্বপ্ন পূরণ হওয়ার মুহূর্ত!

প্রসঙ্গত মঙ্গলবারের ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে ২২৩ রান তুলেছিল। সুনীল নারিন একটা ঝোড়ো ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ৫৬ বলে তিনি তুলেছিলেন ১০৯ রান। এরপর জবাব দিতে মাঠে নামে রাজস্থান রয়্যালস। তবে প্রথম দিকটা তারা আশানুরূপ ফল পায়নি। প্রথমেই দুই উইকেট চলে যায় – যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। তবে শেষ পর্যন্ত রুখে দাঁড়ান জস বাটলার। শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও একটা ঝোড়ো ইনিংস উপহার দিয়ে জয় এনে দেন রাজস্থানকে। তিনি ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর তকমা ছিনিয়ে আনেন। চলতি আইপিএল মরশুমে এটা বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি।

এখনও পর্যন্ত আইপিএল-এর এই চলতি মরশুমে সাতটি ম্যাচের মধ্যে ছটি ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। বর্তমানে আইপিএল ২০২৪-এর পয়েন্টস টেবিলে শীর্ষস্থানের দাবিদার সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন এই দল।

KKR News: সময়টা ভাল যাচ্ছে না কেকেআর অধিনায়কের, আরসিবি ম্যাচের আগে জোর ধাক্কা খেলেন শ্রেয়স! জানুন বিস্তারিত

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও ঘরের মাঠে হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। নাইটদের একার হাতে হারিয়ে দিয়েছেন জস বাটলার।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও ঘরের মাঠে হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। নাইটদের একার হাতে হারিয়ে দিয়েছেন জস বাটলার।
ঘরের মাঠে এমন হারের পর স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু ম্যাচ শেষে আরও এক ধাক্কার সম্মুখীন হতে হল কেকেআর অধিনায়ককে।
ঘরের মাঠে এমন হারের পর স্বভাবতই হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু ম্যাচ শেষে আরও এক ধাক্কার সম্মুখীন হতে হল কেকেআর অধিনায়ককে।
কারণ রাজস্থান ম্যাচ হারের পর শাস্তির সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে নাইটদের সেনাপতিকে।
কারণ রাজস্থান ম্যাচ হারের পর শাস্তির সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়ারকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে নাইটদের সেনাপতিকে।
নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা পেনাল্টি হয়েছে শ্রেয়স আইয়ারের। যেহেতু এটি প্রথম এমন ঘটনা তাই শুধু অধিনায়কের শাস্তি হয়েছে।
নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা পেনাল্টি হয়েছে শ্রেয়স আইয়ারের। যেহেতু এটি প্রথম এমন ঘটনা তাই শুধু অধিনায়কের শাস্তি হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী এমন যদি দুটি ম্যাচে হয় তাহলে অধিনায়ক সহ প্লেয়ারদের জরিমানা হবে। আর তিনটি ম্যাচে হলে সকলের জরিমান ও অধিনায়ক ১ ম্যাচ নির্বাসিত হবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী এমন যদি দুটি ম্যাচে হয় তাহলে অধিনায়ক সহ প্লেয়ারদের জরিমানা হবে। আর তিনটি ম্যাচে হলে সকলের জরিমান ও অধিনায়ক ১ ম্যাচ নির্বাসিত হবে।

KKR vs RR: নারিনের পাল্টা শতরানে কেকেআরের জয়ের গ্রাস কেড়ে নিলেন একা বাটলার, রুদ্ধশ্বাস জয় রাজস্থানের

কলকাতা: কাজে এল না সুনীল নারিনের শতরান। পাল্টা শতরানে কেকেআরের জয়ের গ্রাস কার্যত একার হাতে কেড়ে নিলেন জস বাটলার। রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট ওভার লাস্ট বল ফিনিশ করে আরও একবার রাজস্থান রয়্যালসের জয়ের নায়ক জস বাটলার। ৬০ বলে ১০৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে অপরাজিত থাকেন বাটলার। জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় গম্ভীর ও কেকেআর প্লেয়ারদের পাশাপাশি হতাশ দেখায় শাহরুখ খানকেও। এই ম্যাচ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সঞ্জু স্যামসনের দল।

ইডেনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। এদিন শুরুটা ভাল হয়নি কেকেআরের। গতম্যাচের নায়ক ফিল সল্ট ১০ রান করে আউট হন। তবে এদিন বিধ্বংসী ছন্দে ছিলেন সুনীল নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। তিনিও আক্রমণাত্মক ব্যাটিং করেন। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজনে। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।

রঘুবংশী ৩০ রান করে আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা এদিন রান পাননি। তবে নিজের মারকাটারি ইনিংস জারি রাখেন সুনীল নারিন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে বোল্টের শিকার হন নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষের দিকে ফের মারাকাটির ব্যাটিং করে রিঙ্কু সিং। ২০ করেন রিঙ্কু। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কেকেআর।

রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। যশস্বী জয়সওয়াল ১৯ ও সঞ্জু স্যামসন ১২ রান করে আউট হন। এরপর ৫০ রানের ঝোড়ো পার্টনারশিপ করেন রিয়ান পরাগ ও জস বাটলার। ১৪ বলে ৩৪ করে সাজঘরে ফেরেন পরাগ। এরপর একদিক থেকে উইকেট পড়তে থাকে। অশ্বিন ৮, ধ্রুব জুরেল ২ ও হেটমায়ার শূন্য রানে আউট হন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

একদিকে থেকে উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান বাটলার। একটা সময় রাজস্থানের ওভার পিছু প্রয়োজনীয় রানরেট ১৬-র বেশি ছাড়িয়ে গিয়েছিল। সেখান থেকে বাটলার ও রভম্যান পাওয়েলের বিধ্বংসী ইনিংস ম্যাচে ফেরায় রাজস্থানকে। পাওয়েল ১৩ বলে ২৬ করে আউট হলেও দলকে একা টানেন বাটলার। কেকেআর বোলারদের তুলোধনা করে নিজের শতরান পূরণ করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। শেষ বলে ম্যাচ ফিনিশ করেন বাটলার।

KKR vs RR: সুনীল নারিনের বিধ্বংসী শতরান, রাজস্থানকে ২২৪ রানের টার্গেট দিল কেকেআর

কলকাতা: বোলিংয়ে তো সেরা ছিলেনই, গৌতম গম্ভীরের ছোঁয়ায় আরও একবার ব্যাটিংয়েও কেকেআরের গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন সুনীল নারিন। ইডেনে রাজস্থান রয়্যালসের বোলারদের তুলোধনা করে শতরান করেন ক্যারিবিয়ান তারকা। কার্যত একার হাতেই এদিন কেকেআর টানেন নারিন। ১০৯ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি। এছাড় আংক্রিশ রঘুবংশী করেন ৩০ ও রিঙ্কু সিং করেন ২০ রান। রাজস্থানকে ২২৪ টার্গেট দেয় কেকেআর।

ইডেনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। এদিন শুরুটা ভাল হয়নি কেকেআরের। গতম্যাচের নায়ক ফিল সল্ট ১০ রান করে আউট হন। তবে এদিন বিধ্বংসী ছন্দে ছিলেন সুনীল নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। তিনিও আক্রমণাত্মক ব্যাটিং করেন। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজনে। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।

রঘুবংশী ৩০ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার। তবে মাত্র ১১ রান করেই আউট হন কেকেআর অধিনায়ক। তবে একদিক থেকে নিজের মারকাটারি ইনিংস জারি রাখেন সুনীল নারিন। রাজস্থানের কোনও বোলারই নারিনের সামনে এদিন দাঁড়াতে পারেনি। মাত্র ৪৯ বলে আইপিএল কেরিয়ারে নিজের প্রথম শতরান ও কেকেআরের তৃতীয় শতরানকারী হন সুনীল নারিন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

আন্দ্রে রাসেল এদিন নিজে বড় রান না পেলেও নারিনের সঙ্গে ৫১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে দুশোর দোরগাড়ায় পৌছে দেন। রাসেল করেন ১৩। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে বোল্টের শিকার হন নারিন। ১৩টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষের দিকে ফের মারাকাটির ব্যাটিং করে রিঙ্কু সিং। শেষ ওভারে ৮ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কেকেআর।

KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে বড় ভুল করল কেকেআর? খেসারত দিতে হবে না তো! জানুন বিস্তারিত

সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘুডে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একতরফা ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কেকেআর।
সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘুডে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একতরফা ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কেকেআর।
লখনউয়ের বিরুদ্ধে জয়ের একদিন বিরতি দিয়েই মঙ্গলবার ফের ম্যাচ খেলতে নামবে কেকেআর। এই মরশুমের এখনও পর্যন্ত সবথেকে কঠিন ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে নাইটরা।
লখনউয়ের বিরুদ্ধে জয়ের একদিন বিরতি দিয়েই মঙ্গলবার ফের ম্যাচ খেলতে নামবে কেকেআর। এই মরশুমের এখনও পর্যন্ত সবথেকে কঠিন ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে নাইটরা।
বর্তনমানে লিগ টেবিলে এক নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। মঙ্গলে জিততে পারলেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার সুযোগ কেকেআরের সামনে।
বর্তনমানে লিগ টেবিলে এক নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। মঙ্গলে জিততে পারলেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার সুযোগ কেকেআরের সামনে।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার অনুশীলন করল না কেকেআর। মঙ্গলবার সরাসরি ম্যাচ খেলবে  দল। এমন সিদ্ধান্তেপ পর প্রশ্ন উঠছে বড় ম্যাচের আগে বড় ভুল করে ফেলল না তো কেকেআর?
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোমবার অনুশীলন করল না কেকেআর। মঙ্গলবার সরাসরি ম্যাচ খেলবে দল। এমন সিদ্ধান্তেপ পর প্রশ্ন উঠছে বড় ম্যাচের আগে বড় ভুল করে ফেলল না তো কেকেআর?
যদিও কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে কেকেআর।
যদিও কেকেআরের এমন সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। রবিবার দুপুরের ম্যাচে কলতার তীব্র গরমে খেলে ক্লান্ত প্লেয়াররা। তাই মাঝের একটা দিন বিশ্রাম নিলে মঙ্গলবার ম্যাচে অনেক বেশি সতেজ হয়ে মাঠে নামবে কেকেআর।
এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন, এত ঘনঘন ম্য়াচ খেললে মাঝে একদিন বিশ্রাম দরকার।
এছাড়া মরশুমের শুরু থেকেই এই দল একসঙ্গে অনুশলন করছে। যার ফলে একদিন অনুশীলন না করলে তেমন কোনও বড় ক্ষতি হবে না বলেই মনে করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন, এত ঘনঘন ম্য়াচ খেললে মাঝে একদিন বিশ্রাম দরকার।

KKR vs RR: জয়ের পরেও দলে একাধিক বদল? রাজস্থানের বিরুদ্ধে কেকেআর একাদশে চমক! জেনে নিন বিস্তারিত

ঘরের মাঠে ফিরতেই ফের চেনা মেজাজে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে রবিবার ইডেন গার্ডেন্সে একতরফা ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর।
ঘরের মাঠে ফিরতেই ফের চেনা মেজাজে কলকাতা নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে রবিবার ইডেন গার্ডেন্সে একতরফা ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজ জয় পেয়েছে কেকেআর।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল এই ১৫ দিনে ঘরের মাঠে  পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর। মঙ্গলবার কেকেআর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিততে পারলে লিগ টেবিলের এক নম্বর স্থান দখল করবে শ্রেয়স আইয়ারের দল।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল এই ১৫ দিনে ঘরের মাঠে পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর। মঙ্গলবার কেকেআর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিততে পারলে লিগ টেবিলের এক নম্বর স্থান দখল করবে শ্রেয়স আইয়ারের দল।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ যে কেকেআরের এ মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কঠিন লড়াই হতে চলেছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে লিগ টেবিলের পয়লা নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ যে কেকেআরের এ মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কঠিন লড়াই হতে চলেছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে লিগ টেবিলের পয়লা নম্বর স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল।
ফলে মঙ্গলবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকতে চলেছে এক ও দুই লড়াইয়ের। মেগা ম্যাচে নামার আগে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে।
ফলে মঙ্গলবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকতে চলেছে এক ও দুই লড়াইয়ের। মেগা ম্যাচে নামার আগে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে।
দলের উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে রাজি নন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তবে দুজন ক্রিকেটারের খেলা নিয়ে একটা জল্পনা রয়েছে। সেই দুই ক্রিকেটারের নাম হল মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়া।
দলের উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে রাজি নন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তবে দুজন ক্রিকেটারের খেলা নিয়ে একটা জল্পনা রয়েছে। সেই দুই ক্রিকেটারের নাম হল মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়া।
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং /  মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ চেতন সাকারিয়া।
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট (উইকেটকিপার), আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং / মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ চেতন সাকারিয়া।

KKR vs RR: কেকেআরের সামনে ‘সিংহাসন’ দখলের লড়াই! এবার সবথেকে কঠিন ‘যুদ্ধ’ নাইটদের

সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
সিএসকের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে দারুণভাবে কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে কেকেআর।
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
জয়ের ফেরার আনন্দ ও আত্মবিশ্বাস থাকলেও কেকেআরের সামনে এখন কঠিন লড়াই। কারণ মঙ্গলবারই এই মরশুমের সবথেকে কঠিন ম্যাচটা খেলতে নামবে মেন্টর গৌতম গম্ভীরের ছেলেরা।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে পরপর পাঁচটি ম্যাচ খেলবে কেকেআর। এলএসজিকে হারানোর পর মঙ্গলবার ১৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের।
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের 'সিংহাসন' দখলের সুযোগ নাইটদের।
সিএসকের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত লিগ টেবিলে শীর্ষস্থান ছিল কেকেআরের। কিন্তু চেন্নাইতে হারের পর তা দখল করে নেয় রাজস্থান রয়্যালস। মঙ্গলবার ঘরের মাঠে ফের ‘সিংহাসন’ দখলের সুযোগ নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয়, ১ হার, ১০ পয়েন্ট ও +০.৭৬৭ নেটরানরেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আর ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, + ১.৬৮৮ নেট রানরেট রয়েছে কেকোরের। তারপর প্রথম চারে রয়েছে সিএসকে ও এসআরএইচ।
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।
ফলে রাজস্থানের থেকে নেট রানরেটে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। ফলে ঘরের মাঠে জিততে পারলেই ফের লিগ টেবিলের প্রথম স্থানে উঠে আসবে কেকেআর। তবে তা ধরে রাখতে হলে জয়ও পেতে হবে ধারাবাহিকভাবে।

এবার কি আইপিএল জিতবে রাজস্থান? গব্বরের পঞ্জাবকে ধুয়ে দিল ‘এক নম্বর’ দল

কলকাতা: এবার কি আইপিএল খেতাব রাজস্থানের!

সঞ্জু স্যামসনের দল যা খেলছে, তাতে এমন আন্দাজ অনেকেই করছেন কিন্তু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে পঞ্জাব কিংসকে ধুয়ে দিল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রান তুলতে পারে কিংস। টপ ফর্মে থাকা রয়্যালস দল ৭ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ফেলে। মরশুমে তাদের ৫ম জয় এটি। এই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে সঞ্জু স্যামসনের দল।

আরও পড়ুন- ভারতের টি২০ বিশ্বকাপ দল ‘এটাই’! বেছে দিলেন সৌরভের দলের কিংবদন্তি ক্রিকেটার

শনিবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। এদিন স্যাম কুরানের নেতৃত্বে খেলে পঞ্জাব কিংস। নিয়মিত অধিনায়ক ও ওপেনার শিখর ধাওয়ান খেলেননি।

অথর্ব তাইদে ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি কাজ করেনি। দুজনেই ১৫-১৫ রানের ইনিংস খেলে আউট হন। এই মরশুমে পঞ্জাবের হয়ে দুরন্ত খেলা শশাঙ্ক সিংও মাত্র ৯ রান করেন। দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতে ৩১ রানের ইনিংস খেলেন আশুতোষ শর্মা।

ভাল শুরুর পর ক্রমাগত উইকেট পতনে বিপাকে পড়ে রাজস্থান রয়্যালস। তা ছাড়া হঠাৎ করেই পঞ্জাব কিংসের বোলাররা ম্যাচে প্রত্যাবর্তন করেন। একের পর এক তিনটি উইকেট খোয়ায় । শেষ ওভারে দরকার ছিল ১০ রান। তৃতীয় ও পঞ্চম বলে ছক্কা মেরে ম্যাচটা রাজস্থানের ঝুলিতে পুরে দেন শিমরন হেটমায়ার।

আরও পড়ুন- KKR vs LSG ম্যাচের আগেই বড়সড় ভোলবদল!১৮০ ডিগ্রি বদলে গেল সুনীল নারিনের দায়িত্ব

রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বী জয়সওয়াল এদিন ২৮ বলে ৩৯ রান করেন। রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে শীর্ষে এখন। ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান ৬ ম্যাচে ৫টি জয়ে ১০ পয়েন্ট পেয়েছে।