Tag Archives: RG Kar Hospital

Nabanna Abhijan: পরীক্ষার হ’লে পৌঁছতে না পারলে মিলবে সাহায্য…নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষার্থীদের অভয় দিল পুলিশ

কলকাতা: আগামী মঙ্গলবার, অর্থাৎ, ২৭ অগাস্ট নবান্ন অভিযান৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’৷ যদিও এই নবান্ন অভিযানের প্রথমসারিতেই উপস্থিত থাকার কথা বিজেপির সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের৷ ইতিমধ্যেই, নবান্ন অভিযান বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য৷ কিন্তু তা খারিজ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্মট ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷ এ বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত৷

এদিকে, ওইদিনই রয়েছে ইউজিসি (UGC)-র নেট (NET) পরীক্ষা৷ এবার তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট দিতে দেখা গেল কলকাতা পুলিশকে৷

আরও পড়ুন: ‘নারীদের বিরুদ্ধে যারা ‘অপরাধী’ তারা…’, আরজি করে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল দেশে রবিবার বড় ‘বার্তা’ মোদির

এদিনের পোস্টে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ‘পরশু, অর্থাৎ ২৭ অগাস্ট, ইউজিসি (UGC)-র নেট (NET) পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ থেকে ১২.৩০, এবং বিকেল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত। সেদিনই ‘নবান্ন অভিযান’-এর আহ্বান জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামক গোষ্ঠী। এই অভিযানের কারণে যাতে কোনও NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধেয় না পড়েন, সেই উদ্দেশ্যে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কোনওরকম অসুবিধেয় পড়লে অনুরোধ, নিকটবর্তী পুলিশকর্মীর সাহায্য নিন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।’

আরও পড়ুন: আবহাওয়ার বিরাট রদবদল…! দক্ষিণবঙ্গের বুকে ‘নতুন’ অশনি! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে কলকাতায়? সতর্ক করল আলিপুর

সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন ও লাগোয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন ২১ জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার, ১৩ জন এসপি বা ডিসি পদমর্যাদার অফিসার, ১৫ জন এডিসিপি বা এসিপি পদমর্যাদার অফিসার, ২২ জন এসি বা ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিক, এমনকী, ২৬ ইনস্পেক্টরও।

RG Kar Case: জাস্টিস চেয়ে ফের পথে নাগরিক মঞ্চ! কবে মিলবে বিচার? কটাক্ষ ‘ছাত্রদের নবান্ন অভিযান’কেও!

কলকাতাঃ ‘দফা তিন, দাবি তিন মুখ্যমন্ত্রী জবাব দিন’- এই স্লোগান তুলে আজ পথে নামল নাগরিক মিছিল৷ রামলীলা পার্ক থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত হাঁটবেন পথচারীরা। মিছিল শুরু হয় দুপুর ২টো থেকে। মিছিলের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। তবে, মিছিলে পা মিলাচ্ছে সকল স্তরের মানুষেরা। নারী চেতনা সংগঠন থেকে ছোট ছোট বাচ্চারাও এই মিছিলে শামিল হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের

সিবিআই ও সুপ্রিম কোর্ট সুবিচার দিতে পারবে না বলে সংশয় প্রকাশ করে লিফলেট। ২৭ তারিখ ছাত্রসমাজের নামে নবান্ন অভিযানকে কটাক্ষ। মিছিলের একংশের দাবি যারা নবান্ন অভিযানের ডাক দেয় তারাই বিলকিস বানোর ধর্ষকদের মালা পরায়। উন্নাও, কাঠুয়াদের ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা হাতে মিছিল করে। তাঁরা তাঁদের ক্ষোভ উগড়ে দেন কেন্দ্র এবং রাজ‍্য সরকারের বিরুদ্ধে।

২৭ তারিখ ছাত্রসমাজের ডাকে নবান্ন চলো অভিযান। শুভেন্দু অধিকারী বিজেপি এবিিভপিকে ধুয়ে দিলেন রিমঝিম সিনহা। যার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে মাঝরাতের দখল নিয়েছিল রাজ্যের মহিলারা। তিনি বলছেন মহিলারা এই সাধারণ মানুষের আন্দোলনকে একটা রাজনৈতিক স্বার্থসিদ্ধির মিছিলে যাতে না নিয়ে যান। ওই মিছিলে আমি হাঁটবো না, সাধারণ মহিলারাও ওই মিছিলে কেউ যাবেন না। সাধারণ মানুষের এই প্রতিবার মিছিলকে হাইজ্যাক করতে চাইছে। শুভেন্দু অধিকারী কি করে জানলেন ওই দিনগুলি চলবে। যারা বিলকিস বানোর ধর্ষকদের মালা পরায় তাদের এই এই আন্দোলন করার অধিকার নেই।

আরজি কর কাণ্ডকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। যদিও এই ছাত্র সমাজ কোনও দলের ছাত্র সংগঠন নয়। অন্তত প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলই এর ‘দায় এবং দায়িত্ব’ নেয়নি। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেই অভিযানে তিনি ‘ব্যক্তিগত’ ভাবে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, শুভেন্দুর আবেদন, ‘‘সব পরিবার থেকে এক জন করে ওই অভিযানে থাকার আহ্বান জানানো হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে সেখানে যাব। এটা কোনও দলের ডাক নয়। সকলেই বুঝতে পারছেন, সব সমস্যার মাথা মুখ্যমন্ত্রী! তাঁকে বলব, ২৬ তারিখের মধ্যে পদত্যাগ-সহ সব ব্যবস্থা নিয়ে রাখুন। যাতে ২৭ তারিখ গুলি চালাতে না হয়!’’

RG Kar Doctor Murder Protest: ‘এখনও ডাক্তারকে ধর্ষণ-খুনের বিচার হল না’, প্রতিবাদে নজির গড়লেন এই বঙ্গরত্ন

আলিপুরদুয়ার: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও রফাসূত্র না মেলায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক, লেখক বঙ্গরত্ন পরিমল দে।

রবিবার আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া উপাধি বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক ও লেখক পরিমল দে। জানা যায়, ২০১৯ সালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজের হাতে পরিমল দে-র হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন জেলার অন্যতম বুদ্ধিজীবী তিনি।

আরও পড়ুন: নিম্নচাপ-কোটালের জোড়া ফলায় সমুদ্র উত্তাল, আকাশে ঘন কালো মেঘ! তুমুল ঝড়-বৃষ্টির আগে সতর্কতা প্রশাসনের

সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ। দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে দল-মত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট পরিমল দে। এদিন জনসমক্ষে তিনি ঘোষণা করেন তাঁর এই উপাধি ফেরত দেওয়ার কথা। এমনকী পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়ের সঙ্গে কী সম্পর্ক ‘দৌড়বাজ’ ASI অনুপের? পরিবার-প্রতিবেশীর দাবি শুনলে চমকে যাবেন!

এই বিষয়ে পরিমল দে জানিয়েছেন, “ঘটনার বহুদিন হয়ে গেল কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত যারা তারা এখনও সাজা পাওয়া তো দূরের কথা তাঁদের চিহ্নিত করা গেল না। একটা প্রহসন চলছে, মহিলাদের সম্মান লুন্ঠিত, আমি এই উপাধি ত্যাগ করে আমার প্রতিবাদ জানালাম।”

Annanya Dey

Sandip Ghosh: ৭৫ মিনিট! শুরুতেই জেগে গেল ‘সন্দেহ’, সন্দীপের বাড়ি গিয়ে চমকে উঠল CBI, দেখুন সেই ভিডিও

কলকাতা: আরজি কর কাণ্ডে রবিবার ঘটল নয়া মোড়। ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের সূত্রে আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। সেই সূত্রেই আলাদা মামলাও রুজু হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের তরফে সিট তৈরি করা হলেও সেই তদন্তের ভারও সিবিআইয়ের হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেই দায়িত্ব হাতে পেয়েই এফআইআর রুজু করে সিবিআই। আর এরপরই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ ১৫ জায়গায় হানা দিল সিবিআই। কিন্তু সকাল ৬.৪৫ মিনিটে সিবিআই আধিকারিকরা সন্দীপের বাড়িতে গেলেও তাঁদের গেটের বাইরে অপেক্ষা করতে হল প্রায় ৭৫ মিনিট। এতক্ষণ কেন সময় লাগল সন্দীপের দরজা খুলতে, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

RG Kar Hospital News: আরজি করের ক্যান্টিনে কী এমন ঘটে? তদন্তে সেখানে কেন সিবিআই? দেখুন ভিডিও

RG Kar Hospital News: আর জি কর হাসপাতালে CBI। হাসপাতাল Superএর ঘরে তদন্তকারীরা। বর্তমান অধ্যক্ষ Manas Banerjee এর সঙ্গে কথা তদন্তকারীদের। কথা বর্তমান সুপার Saptarshi Chatterjeeএর সঙ্গেও। হাসপাতালের স্টোর বিল্ডিংয়েও তল্লাশি তদন্তকারীদের। স্টোর বিল্ডিং-এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথি সংরক্ষিত হয়।

Sandip Ghosh: সন্দীপের বাড়িতে কী নিয়ে ঢুকল সিবিআই? মিলল বড় কোনও প্রমাণ? দেখুন ভিডিও

কলকাতা: রবিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া দেননি সন্দীপ। অবশেষে সকাল ৮.০৫ মিনিট নাগাদ খোদ সন্দীপ এসে সিবিআই-কে গেট খুলে দে। ততক্ষণে অবশ্য এ বিষয়ে বেলেঘাট থানাকে জানান সিবিআই অফিসাররা। কিন্তু গেট খুলতে এতক্ষণ দেরি হল কেন সন্দীপ ঘোষের? উত্তর খুঁজছে সিবিআই। অবশ্য এদিন শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরজি করের দুর্নীতি মামলায় কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে, সবচেয়ে বেশি নজরে রয়েছে সন্দীপ ঘোষের বাড়ি।

রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ বেলেঘাটায় সন্দীপের বাড়ির সামনে পৌঁছে যায় সিবিআই। সেই দলে ছিলেন এক মহিলা আধিকারিক-সহ সাত জন। এরপর দুপুর ১২টা নাগাদ আরও ৬ জন তদন্তকারী সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন। তার কিছুক্ষণের মধ্যেই সিবিআইয়ের তরফ থেকে প্রিন্টার নিয়ে যাওয়া হয় বাড়ির ভিতরে। এরপরই জল্পনা ছড়ায়, তাহলে কি এই দুর্নীতির তদন্তে যুক্ত গুরুত্বপূর্ণ কোনও নথি হাতে পেল সিবিআই? এখনও পর্যন্ত অবশ্য কোনও সুস্পষ্ট উত্তর মেলেনি। পরে অবশ্য ৩ জন অফিসার সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে যান।

Sandip Ghosh-RG Kar Case: সন্দীপের বাড়িতে মিলল ‘বড়’ কোনও প্রমাণ? সিবিআই-এর দুটি পদক্ষেপেই জল্পনা তুঙ্গে! কী ঘটল এমন?

কলকাতা: রবিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া দেননি সন্দীপ। অবশেষে সকাল ৮.০৫ মিনিট নাগাদ খোদ সন্দীপ এসে সিবিআই-কে গেট খুলে দে। ততক্ষণে অবশ্য এ বিষয়ে বেলেঘাট থানাকে জানান সিবিআই অফিসাররা। কিন্তু গেট খুলতে এতক্ষণ দেরি হল কেন সন্দীপ ঘোষের? উত্তর খুঁজছে সিবিআই। অবশ্য এদিন শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরজি করের দুর্নীতি মামলায় কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে, সবচেয়ে বেশি নজরে রয়েছে সন্দীপ ঘোষের বাড়ি।

রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ বেলেঘাটায় সন্দীপের বাড়ির সামনে পৌঁছে যায় সিবিআই। সেই দলে ছিলেন এক মহিলা আধিকারিক-সহ সাত জন। এরপর দুপুর ১২টা নাগাদ আরও ৬ জন তদন্তকারী সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন। তার কিছুক্ষণের মধ্যেই সিবিআইয়ের তরফ থেকে প্রিন্টার নিয়ে যাওয়া হয় বাড়ির ভিতরে। এরপরই জল্পনা ছড়ায়, তাহলে কি এই দুর্নীতির তদন্তে যুক্ত গুরুত্বপূর্ণ কোনও নথি হাতে পেল সিবিআই? এখনও পর্যন্ত অবশ্য কোনও সুস্পষ্ট উত্তর মেলেনি। পরে অবশ্য ৩ জন অফিসার সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন: ৭৫ মিনিট! শুরুতেই জেগে গেল ‘সন্দেহ’, সন্দীপের বাড়ি গিয়ে শুরুতেই চমকে উঠল CBI

এদিকে, হাওড়ার সাঁকরাইলের হাঁটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিপ্লব আরজি কর হাসপাতালের ভেন্ডর। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে দুজন ভেন্ডর ছিল। সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই দুজন। এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলিকে রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন। এমনটাই অভিযোগ উঠেছে। আর এই ব্যবসায় তাদের সঙ্গ দিত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোটেলে পার্টির ব্যবস্থা করা এমনকি বিভিন্ন ক্ষেত্রে কমিশন থেকে টাকা পয়সার লেনদেন সবই হত বিপ্লব আর সুমনের মাধ্যমে।

এদিকে, আরজি করের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির আবাসনেও হানা দেয় সিবিআই। আরজি করে টেন্ডার দুর্নীতি, আর্থিক তছরূপ মামলায় সিবিআই-এর অভিযানে সকাল পৌনে আটটা নাগাদ সঞ্জয়ের বাড়িতে পৌঁছয় সিবিআই। আবার, কেষ্টপুর হানাপাড়ায় আরজি করের অ্যানাটমি বিভাগের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চিকিৎসক। এই চিকিৎসকের বিরুদ্ধেও এই মামলার অভিযোগকারী চিকিৎসক আখতার আলি একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে।

সিবিআই-এর তল্লাশি চলছে আরজি কর হাসপাতালের স্টোরেও। এই বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশাসনিক নথি সংরক্ষিত হয়। অপরদিকে, বেলগাছিয়া জেকে ঘোষ রোডের একটি বাড়িতে গিয়েছে সিবিআই। এই বাড়িতেই আরজি করের ভিতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে, তার মালিক থাকেন বলে খবর।

RG Kar Case: ‘…আহত করেছে’! আরজি কর ঘটনার রেশ! রাজ্য সরকারের ‘বঙ্গরত্ন’ পুরস্কার ত্যাগ নামী লেখকের

আলিপুরদুয়ার: আরজি করের ঘটনার রেশ! রাজ্যের দেওয়া বঙ্গরত্ন পুরুস্কার ত্যাগ করলেন লেখক পরিমল দে। আলিপুরদুয়ারের এই গান্ধি গবেষক লেখককে ২০১৬ সালে এই পুরুস্কার দেয় রাজ্য সরকার।

নানা ধরনের দুর্নীতির পাশাপাশি আরজি করে যে ঘটনা ঘটেছে, তাতে বাংলা উত্তাল। লেখকের কথায়, “ভারতের নানা প্রান্তে যারা আন্দোলনে শামিল, তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য আমি রাজ্যের দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শারীরিক অসুস্থতার কারণে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন করতে পারছি না।”

আলিপুরদুয়ারের বঙ্গরত্ন পরিমল দে রবিবার এক সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাকে যাঁরা  পুরষ্কারের জন্য বিবেচনা করেছিলেন, তাঁদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এই মর্যাদা আর রাখতে পারলাম না।”

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষের বাড়ি সহ ১৫ জায়গায় সিবিআই হানা! তোলপাড় বাংলা

আরও পড়ুন: শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম! আরজি কর দুর্নীতি কাণ্ডে বড় মোড়! কারা তারা?

২০১৬ সালে পরিমল দে-কে সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মান নিয়ে ভূষিত করা হয়। আরজি কর কাণ্ড নিয়ে  ভারাক্রান্ত পরিমল বাবু বলেন, “কিছুদিন ধরেই রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে আরজি কর কাণ্ড আমাকে আহত করেছে।”

রাজকুমার কর্মকার

CBI-RG Kar Case: শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম! আরজি কর দুর্নীতি কাণ্ডে বড় মোড়! কারা তারা?

কলকাতা: আরজি কর দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ তাঁর ঘনিষ্ঠ ও কিছু সংস্থার অফিস মিলিয়ে হচ্ছে এই তল্লাশি। কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় ১৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা।

এদিকে, হাওড়ার সাঁকরাইলের হাঁটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিপ্লব আরজি কর হাসপাতালের ভেন্ডর। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে দুজন ভেন্ডর ছিল। সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই দুজন। এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলিকে রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন। এমনটাই অভিযোগ উঠেছে। আর এই ব্যবসায় তাদের সঙ্গ দিত সন্দীপ ঘোষ।

আরও পড়ুন: ৭৫ মিনিট! শুরুতেই জেগে গেল ‘সন্দেহ’, সন্দীপের বাড়ি গিয়ে শুরুতেই চমকে উঠল CBI

সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোটেলে পার্টির ব্যবস্থা করা এমনকি বিভিন্ন ক্ষেত্রে কমিশন থেকে টাকা পয়সার লেনদেন সবই হত বিপ্লব আর সুমনের মাধ্যমে। এদিকে, কেষ্টপুর হানাপাড়ায় আরজি করের অ্যানাটমি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই চিকিৎসক। এই চিকিৎসকের বিরুদ্ধেও আখতার আলি একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে।

সিবিআই-এর তল্লাশি চলছে আরজি করের স্টোরেও। এই বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশাসনিক নথি সংরক্ষিত হয়। অপরদিকে, বেলগাছিয়া জেকে ঘোষ রোডের একটি বাড়িতে গিয়েছে সিবিআই। এই বাড়িতেই আরজি করের ভিতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে, তার মালিক থাকেন বলে খবর।

RG Kar Protest: থামছে না প্রতিবাদ! সুন্দরবনে দেবী দুর্গার প্রতিকৃতি নিয়ে মিছিলে শামিল পড়ুয়ারা

উত্তর ২৪ পরগণা: পুজো আসছে, তবু আনন্দের লেশমাত্র নেই রাজ্যবাসীর মনে। এবার ছাত্র-ছাত্রীদের প্রতিবাদের ঝড় সুন্দরবনেও। সুন্দরবনে আরজি কর কাণ্ডের পর দাবি উঠল ভারতবর্ষের সব নারীদের সুরক্ষা দিতে হবে, স্কুল পড়ুয়া থেকে শিক্ষকদের মিছিল। নদীবেষ্টিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে দেবী দুর্গার প্রতিকৃতি নিয়ে মিছিলে শামিল ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। রাজ্য সহ দেশ জুড়ে যখন আরজি করের ঘটনার পর প্রতিবাদের সোচ্চার সে সময় প্রতিবাদে অভিনবত্বের ছোঁয়া সুন্দরবনে।

আরও পড়ুন- বর্ষা শেষে ছাড়া পাবে চিতারা! দাপিয়ে বেড়াবে তারা এবার… দেশের কোথায়?

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলিতে আরজি করের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিলে রাজ্য তথা দেশবাসীর সঙ্গে পথে নামছে স্কুলের ছাত্রছাত্রীরাও। এ বার রাজ্য তথা দেশের নারী সুরক্ষা দেওয়ার দাবিতে মিছিল। দুলদুলি মঠবাড়ী ডিএন হাইস্কুল ও ন্যাজাট নেতাজি বিদ্যামন্দিরে।

আরও পড়ুন- খেতে ভ্যানিলা আইসক্রিমের মতো! হলুদ নয়, নীল এই কলা দেখলে কী করবেন?

স্কুলের কয়েকশো ছাত্র-ছাত্রী স্কুল থেকে বেশ কয়েক কিলোমিটার পথ হেঁটে মিছিল করল। এই মিছিল থেকে দাবি উঠল, রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে নারী সুরক্ষা দিতে হবে যেভাবে অভায়া মৃত্যু হয়েছে যাতে আগামী দিনে এর পুনরাবৃত্তি নয় তা সব রকম চেষ্টা করতে হবে। এই দাবিতে তারা মিছিল করলেন সুন্দরবনের বিভিন্ন জায়গায়।

জুলফিকার মোল্যা