Tag Archives: RG Kar Hospital

Mamata Banerjee on Junior Doctors Meet: ‘৩ দিন সাধ্যমতো চেষ্টা করলাম’, বৈঠক ভেস্তে গেলেও এখনও আলোচনার দরজা খোলা রাখলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অব্যাহত। তিন দিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত আলোচনা বৃহস্পতিবারও হল না।

নবান্ন সভাঘরে ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নের দরজা পর্যন্ত এসেও বৈঠকের লাইভ সম্প্রচারের দাবি না মানায় ভিতরে ঢোকেননি আন্দোলনকারীরা। এই নাটকীয় টানাপড়েনের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করলাম। এর পর যদি ওরা বসতে চায় মুখ্যসচিব, ডিজিকে বলব আপনারা বসুন। উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপল।’

আরও পড়ুন: ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি নবান্নের, হবে না লাইভ! থাকতে পারবেন ১৫ জন

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, ৩ দিন তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের অধীনে থাকা বিচারাধীন বিষয়ের আলোচনা কখনওই লাইভে করা যায় না। হাত জোর করে মমতা বলেন, ‘আমি ক্ষমা চাইছি বাংলার মানুষের কাছে। আপনারা ভেবেছিলেন আজ মিটে যাবে। যারা নবান্নে এর গেটে এসেও এলেন না, তাঁদের ক্ষমা করে দিলাম।’

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি, কী লুকোচ্ছে ধৃত? ফের জেরা CBI-এর

মমতা আরও বলেন, ‘ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। ধৈর্য ধরব, কিন্তু কাজে যোগ দিন। আমি জানি অনেকেই মিটিংয়ে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু দু-তিনজন চাইছেন না। বাইরে থেকে ইন্সট্রাকশন আসছে। আমাদের হাতে এসমা আছে, সব আছে। কিন্তু আমরা এইগুলো করব না। আমরা মানবিক। আমি ২৬ দিন অনশন করেছিলাম সিঙ্গুর নিয়ে।’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং নয়? ‘কারণ’ জানিয়ে দিলেন মমতা

কলকাতাঃ নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দুপক্ষের মধ‍্য‍ে চলেছে ইমেল চালাচালি। অবশেষে, আজ নবান্নে বৈঠকে গেলেন জুনিয়ার ডাক্তারা। নবান্নের সভাঘরে এসে দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর মুখ খুললেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়। মমতা বলেন, ”আমরা ২ ঘন্টা ১০ মিনিট অপেক্ষা করার পরও ওঁরা এল না। আমরা বলেছিলাম খোলা মনে আসুন। আপনাদের উপরে দড়ির বাঁধন নেই, ওঁদেরও নেই। পাঁচটা কথা হতে পারে। কথা বললে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সর্বোচ্চ অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায়। ওদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি। ওরা ছোট।”

কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় চিকিৎসকরা। সেই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এর আগে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং হয়েছিল। কিন্তু এবার এই ঘটনায় মামলা চলছে সুপ্রিম কোর্ট, এবং কেসটা সিবিআই দেখছে। আমরা বলেছিলাম রেকর্ডিং হবে। তারা যদি চাইতো সেটা শেয়ার করতে পারতাম, সুপ্রিম কোর্ট চাইলেও। সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি। তারা লাইভ করতে পারে।”

মুখ্যমন্ত্রীর সংযোজন, ”আমরা খোলা মন নিয়ে আলোচনা চেয়েছিলাম। তারা ঘরের ভিতর যে কোনও বিষয় তুলতে পারতো। তারপর একসঙ্গে প্রেস কনফারেন্স করতে পারতাম। খোলা হাওয়ায়, খোলা মেলায় আলোচনা করতে পারতাম আমার ছোট ভাইবোনরা। তারা যে দু ঘণ্টা আসেনি, তার জন্য তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেব না। কারণ তারা ছোট ভাই বোন। আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম। কিন্তু তারা কেউ ঢুকলেন না। কিন্তু মিটিংয়ের পর তাদের পছন্দ না হলে তারা বাইরে বলতে পারত। আমিও ফোন নিয়ে যাইনি। ওদের যাতে অসুবিধা না হয় আমি স্বাস্থ্য বিভাগ থেকে আর কাউকে ডাকিনি, যাতে ওদের অসুবিধা না হয়।”

শুধু তাই নয়, মমতা বলেন, ”কোর্টের যে আলোচনা আছে, তার মাধ্যই থাকতে হবে। তার বাইরে যেতে পারি না। টেলিকাস্টের ব্যাপারে আমরা ওপেন মাইন্ড। আমাকে কতগুলো ব্যাপারে মানতে হয়। গোটাটাই বিচারাধীন বিষয়। বাইরে দেখেছি, ক্রিটিসাইজ করা হয়েছে। কেউ যদি কিছু করে, তার দায় আমাদের উপর আসবে না?”

Mamata Banerjee-Junior Doctors: অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী! কাটল না ‘লাইভ স্ট্রিমিং’ নিয়ে জটিলতা! বৈঠক কি বিশ বাঁও জলে?

কলকাতাঃ নবান্নের সভাঘরে অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী। নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দু-পক্ষের মধ‍্য‍ে চেলেছে ইমেল চালাচালি। অবশেষে, আজ নবান্নে বৈঠকে গেলেন জুনিয়ার ডাক্তারা। নবান্নের সভাঘরে এসে উপস্থিত হলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়।

আরও পড়ুনঃ স্নায়ুযুদ্ধ চরমে, নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা! লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়

সাংবাদিক বৈঠকে মুখ‍্যসচিব মনোজ পান্ট জানালেন, ‘‘আজ আমরা মেল করেছিলাম। এর জন্য ওরা এসেছে। ওরা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সভা ঘরে। ওরা ৩২ জন এসেছে। অনুমতি দিয়েছি। ওরা বলছে মিটিং-এর লাইভ স্ট্রিমিং করতে। আমরা বলেছি লাইভ স্ট্রিমিং হবে না। আমরা বলেছি ডকুমেন্ট করে রাখবো। ডক্টর বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। দেড়ঘণ্টা হয়ে গেল মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘চিকিৎসকদের যা প্রয়োজন সিসিটিভি, রেস্টরুম, লাইট-এর যা প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। আমরা অনুরোধ করব যাতে ওরা মিটিং-এ আসে। আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি। লাইভ স্ট্রিমিং ইম্পরট্যান্ট নয়। আলোচনা ইম্পরট্যান্ট। তবে, একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী দেরঘন্টা অপেক্ষা করছেন।’’

অন‍্যদিকে, ডিজি রাজীব কুমার জানান, ‘‘একটা ফর্মাল মিটিং-এ লাইভ স্ট্রিমিং হয়না। এই আলোচনা কি চাইছে, মুখ‍্যমন্ত্রী অপেক্ষা করছেন, আমরা কমিটেড ওদের নিরাপত্তা-এর জন্য। আমরা আইনকে সন্মান করি। সরকার সদিচ্ছা থেকে ওদের আমন্ত্রণ জানাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এর মিটিং এর সব লাইভ হয় না। সুপ্রিম কোর্ট এর পর্যবেক্ষনে আছে।’’

প্রথম থেকেই নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনা সভা শুরু আগে, শেষ মূহুর্তে নিজেদের মধ‍্যে বৈঠক করেছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাঁদের প্রথম থেকেই অন‍্যতম শর্ত ছিল লাইভ স্ট্রিমিং। তবে, প্রশাসন সেই দাবি মেনে নিতে নারাজ। জুনিয়ার ডাক্তদের সঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বেরিয়ে এলেন কথা বললে।

Alipurduar News: চিকিৎসক হতে আর জি করে আর কি আসবেন মেয়েরা? প্রশ্ন তুলে দিল চা বস্তির এই পড়ুয়ার সিদ্ধান্ত

আলিপুরদুয়ার: সপ্তাহে একদিন শুধু ট্রেনে চেপে শিলিগুড়ি গিয়ে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিত রিয়া বিশ্বকর্মা। আরজি কর মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ আসলেও, সেই তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর আর সেখানে পড়তে যেতে যথেষ্ট ভয়ে রিয়া।

এমবিবিএস পড়াশোনা চালিয়ে যাবেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে। নিট প্রস্তুতি চার বছর ধরে নিচ্ছেন রিয়া। যেদিন ভোরের ট্রেনে চেপে শিলিগুড়ি যেতেন সেদিন রাতের ট্রেনে চেপে আবার বাড়ি ফিরতেন।পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে যাতে আলাদা টাকা খরচ না হয়ে যায়। পাশাপাশি, অনলাইন কোচিং নিয়ে নিট পরীক্ষায় সফল দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি এলাকার বাসিন্দা রিয়া বিশ্বকর্মা। বন্ধ দলসিংপাড়া চা বাগানের গোপালবাহাদুর এলাকার বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার সন্তান রিয়া বিশ্বকর্মা।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি, কী লুকোচ্ছে ধৃত? ফের জেরা CBI-এর

এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে সে। প্রত্যন্ত বনবস্তি এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে। তার সর্বভারতীয় র‍্যাঙ্ক এক লক্ষ ২৯ হাজার। নিটে বসে সফল হওয়ার পর আরজি কর মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ এসেছিল। এত কিছু ঘটে যাওয়ার পর তিনি রাজি ছিলেন। কিন্তু তরুণীর মা যেতে দিতে রাজি নন। তার জন্য কোচবিহারে পড়তে যাওয়ার সিদ্ধান্ত তার।

আরও পড়ুন: ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি নবান্নের, হবে না লাইভ! থাকতে পারবেন ১৫ জন

এই এলাকায় নেই কোনও নিটের কোচিং সেন্টার এমনকি নিট প্রস্তুতি জন্য নেই কোনও সুবিধা। ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে। রিয়ার বাবা রাজু পেশায় ছোট ব্যবসায়ী মা অঙ্গনয়াড়ি কর্মী। রিয়া বিশ্বকর্মা জানান, “ইউটিউবে অনলাইন ক্লাস করেছি। বেশিরভাগ সময় ঘরে বসেই প্রস্তুতি নিয়েছি। অনেক সময় নেটওয়ার্ক সমস্যা হত, মাঠে বসে পড়তাম সে সময়। কঠোর পরিশ্রম করলে আমাদের মতো প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও নিট পাশ করতে পারবে। আমি এই এলাকার চিকিৎসক হয়ে আসতে চাই।”

নিটে রিয়ার প্রাপ্ত নম্বর ৫৫৬। কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সে। ইতিমধ্যে রিয়া ভর্তি হয়ে গিয়েছে। রিয়ার এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে সকলে। এই খবর শোনার পর এলাকার বাসিন্দারা, স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়ার ঘরে এসে তাকে সম্বর্ধনা প্রদান করেছে। রিয়ার বাবা রাজু বিশ্বকর্মা জানান, “ছোট থেকেই চিকিৎসক হতে চাইত। খুব একাগ্রতা ছিল ওর পড়াশুনোর প্রতি। আমরা তো অতটা জানি না নিট পরীক্ষার বিষয়ে। ও যেভাবে পড়তে চেয়েছে, পাশে ছিলাম। ও এলাকার চিকিৎসক হয়ে চা বাগানের বাসিন্দাদের সেবা করুক, আমিও এটাই চাই।”

Annanya Dey

Mamata Banerjee-Junior Doctors: স্নায়ুযুদ্ধ চরমে, নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা! লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়

কলকাতাঃ  নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দুপক্ষের মধ‍্য‍ে চেলেছে ইমেল চালাচালি। অবশেষে, আজ নবান্নে বৈঠকে গেলেন জুনিয়ার ডাক্তারা। নবান্নের সভাঘরে এসে উপস্থিত হলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়। তবে, এখনও তাঁরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়।

নবান্ন সূত্রে খবর, জুনিয়ার ডাক্তারদের কথা মেনেই ৩০জনকে ঢুকতে দেওয়া হল নবান্নের সভাঘরে। তবে, লাইভ স্ট্রিমিং হবে কিনা সেই নিয়ে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। প্রথম থেকেই নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনা সভা শুরু আগে, শেষ মূহুর্তে নিজেদের মধ‍্যে বৈঠক করেছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাঁদের প্রথম থেকেই অন‍্যতম শর্ত ছিল লাইভ স্ট্রিমিং। তবে, প্রশাসন সেই দাবি মেনে নিতে নারাজ। জুনিয়ার ডাক্তদের সঙ্গে সেই বিষয়ে  বারবার কথা বলছেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, সিপি হাওড়া। মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বেরিয়ে এলেন কথা বলতে। স্বরাষ্ট্র সচিব কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে। অন‍্যদিকে, ডিজি পুলিশ আধিকারিকদের নিয়ে আলাদা কথা বলছেন।

নবান্নে জুনিয়র চিকিৎসকরা
নবান্নে জুনিয়র চিকিৎসকরা

নবান্নের চিঠির উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ‘আমরা মনে করি যে সদর্থক বার্তা এসেছিল সেটাকে স্বাগত জানাচ্ছি। আমরা বৈঠকে যাব। যে পথে ছিলাম, সেই পথেই থাকব। ৩০ জন মিলে যাব। সরাসরি সম্প্রচার করতে হবে। তাঁদের কথায়, লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানো পথ। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা লাইভ করা হয়, তাহলে সমস্যা কোথায়? আমরা আমাদের বাসে যাব…’

গত দু’দিন ধরে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের আলোচনার রফাসূত্র মেলেনি।নবান্নর তরফে চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফের আলোচনার প্রস্তাব পাঠানো হল। সর্বাধিক ১৫ জন আসতে পারবেন। কিন্তু লাইভ হবে না। কিন্তু রেকর্ড করা যাবে। নবান্নের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে। তার প্রেক্ষিতেই এই বক্তব্য জুনিয়র ডাক্তারদের। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির প্রিন্সিপাল বা অধিকর্তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বেলা দু’টোর মধ্যে কতজন জুনিয়ার ডাক্তার কাজে যোগ দিয়েছেন।

Sanjay Roy CBI: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি, কী লুকোচ্ছে ধৃত? ফের জেরা CBI-এর

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাইকে ফের বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। বুধবারের পর এদিন ফের জেরা। সঞ্জয় রাইকে জেরার পরে সিবিআই টিম সোজা আরজি কর হাসপাতালের এমর্জেন্সি বিল্ডিংয়ে যায়। সঞ্জয়ের গতিবিধি নিয়ে ধোঁয়াশা জট খুলতে সিবিআই আরজি কর হাসপাতালে যায়।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাইকে ফের বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। বুধবারের পর এদিন ফের জেরা। সঞ্জয় রাইকে জেরার পরে সিবিআই টিম সোজা আরজি কর হাসপাতালের এমর্জেন্সি বিল্ডিংয়ে যায়। সঞ্জয়ের গতিবিধি নিয়ে ধোঁয়াশা জট খুলতে সিবিআই আরজি কর হাসপাতালে যায়।
প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর অবশেষে বেরিয়ে যান সিবিআই গোয়েন্দারা। প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়কে একাধিক অসঙ্গতি নিয়ে জেরা করা হয়।
প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর অবশেষে বেরিয়ে যান সিবিআই গোয়েন্দারা। প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়কে একাধিক অসঙ্গতি নিয়ে জেরা করা হয়।
দ্বিতীয় দিনেও সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সঞ্জয় বেশ কিছু বিষয়ে লুকানোর চেষ্টা করছে। দফায় দফায় তাকে জেরা করেছেন গোয়েন্দারা।
দ্বিতীয় দিনেও সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সঞ্জয় বেশ কিছু বিষয়ে লুকানোর চেষ্টা করছে। দফায় দফায় তাকে জেরা করেছেন গোয়েন্দারা।
গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করেন সিবিআই আধিকারিকরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার ধৃত সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করেন সিবিআই আধিকারিকরা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার ধৃত সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সিবিআই সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতা চিকিৎসকের চোয়ালে ক্ষতচিহ্নের উল্লেখ ছিল৷ কামড়ানোর ফলেই ২ বাই ২ ইঞ্চির ওই ক্ষতচিহ্ন তৈরি হয়৷ এই ক্ষতের মাপ মিলিয়ে দেখতেই সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক করাতে চাইছে সিবিআই৷
সিবিআই সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতা চিকিৎসকের চোয়ালে ক্ষতচিহ্নের উল্লেখ ছিল৷ কামড়ানোর ফলেই ২ বাই ২ ইঞ্চির ওই ক্ষতচিহ্ন তৈরি হয়৷ এই ক্ষতের মাপ মিলিয়ে দেখতেই সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক করাতে চাইছে সিবিআই৷
গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়কে জেরার পাশাপাশিএই ফরেন্সিক পরীক্ষা করার প্রক্রিয়াও সেরে রেখেছেন সিবিআই আধিকারিকরা৷
গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়কে জেরার পাশাপাশিএই ফরেন্সিক পরীক্ষা করার প্রক্রিয়াও সেরে রেখেছেন সিবিআই আধিকারিকরা৷
সূত্রের খবর, বুধবার প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে গিয়ে দাঁতে বিভিন্ন রাসায়নিক লাগিয়ে সঞ্জয়ের একাধিক কামড়ের নমুনা সংগ্রহ করেছে সিবিআই৷
সূত্রের খবর, বুধবার প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে গিয়ে দাঁতে বিভিন্ন রাসায়নিক লাগিয়ে সঞ্জয়ের একাধিক কামড়ের নমুনা সংগ্রহ করেছে সিবিআই৷
আরজি কর হাসপাতালের ঘটনা শুধু ধর্ষণ নাকি গণধর্ষণ, তা জানতে নতুন করে ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
আরজি কর হাসপাতালের ঘটনা শুধু ধর্ষণ নাকি গণধর্ষণ, তা জানতে নতুন করে ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
সেই কারণেই ফরেন্সিকের নমুনা দিল্লির এইমস হাসপাতাল-সহ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পরীক্ষাগারে পাঠান হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টও করিয়েছে সিবিআই৷ (অমিত সরকার)
সেই কারণেই ফরেন্সিকের নমুনা দিল্লির এইমস হাসপাতাল-সহ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পরীক্ষাগারে পাঠান হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টও করিয়েছে সিবিআই৷ (অমিত সরকার)

RG Kar Doctor Nabanna: নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু ‘তিরিশেই’ অনড়! সাফ জানালেন…

কলকাতা: তিরিশজন প্রতিনিধি নিয়েই নবান্নে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। সিদ্ধান্ত জানিয়ে দিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। নবান্নের চিঠির উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, “আমরা মনে করি, নবান্নের তরফে যে বার্তা তা সদর্থক। আমরা এই সদথক বার্তাকে স্বাগত জানাচ্ছি। আমরা বৈঠকে যাব। আমরা বাস রেডি করেছি,যাব। আর সেই বাসেই যাব। আমরা পথে ছিলাম, সেই পথেই থাকব।”

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। আন্দোলনের ৩৩ দিন অতিক্রান্ত। তবু রফাসূত্র অধরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে তাঁরা। গত দু’দিন ধরে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের আলোচনার রফাসূত্র মেলেনি।

ফের বৃহস্পতিবার নবান্নর তরফে জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব পাঠানো হল প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের। নবান্নর তরফে চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফের আলোচনার প্রস্তাব পাঠানো হল। সর্বাধিক ১৫ জন আসতে পারবেন। কিন্তু লাইভ হবে না। কিন্তু রেকর্ড করা যাবে। নবান্নের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে।

Kolkata News: ‘আরজি করের মতো অবস্থা করে দেব’, ICU-এর ভিতর মহিলা চিকিৎসককে হুমকি! হাসপাতালে বন্ধ রোগী ভর্তি

কলকাতা: আরজি করের মতো অবস্থা করে দেব, এমনই মারাত্মক হুমকি এবার কলকাতার এক বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-এর ভিতর।

অভিযোগ, সম্ভবত এক রোগীর আত্মীয় ওই মহিলা চিকিৎসককে হুমকি দেন। বলা হয়, ‘আরজি করের মতো অবস্থা করে দেব’। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের হুমকির জেরে হাসপাতালে নতুন করে রোগী ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যতক্ষণ না অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে ততক্ষণ রোগী ভর্তি নেওয়া হবে না। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত হাসপাতাল চত্বরের ভিতরেই রয়েছে। ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: একটা হেলমেট আর সেই রাত! সঞ্জয় কি আসলে লুকিয়েছে বিশেষ কিছু? জেলে ছুটল CBI

অভিযোগে জানানো হয়েছে, হাসপাতালের আইসিইউতে এক রোগীর পরিবার কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে হুমকি দেন আবার আরজিকর করে দেব। যতক্ষণ না অপরাধী গ্রেফতার হয় ততক্ষণ নতুন করে কোনও রকম ভর্তি প্রক্রিয়া বন্ধ ওই বেসরকারি হাসপাতালে।

অভিজিৎ চন্দ

RG Kar Protest: ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি নবান্নের, হবে না লাইভ! থাকতে পারবেন ১৫ জন

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। আন্দোলনের ৩৩ দিন অতিক্রান্ত। তবু রফাসূত্র অধরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে তাঁরা। গত দু’দিন ধরে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের আলোচনার রফাসূত্র মেলেনি।

ফের বৃহস্পতিবার নবান্নর তরফে জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব পাঠানো হল প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের। নবান্নর তরফে চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফের আলোচনার প্রস্তাব পাঠানো হল। সর্বাধিক ১৫ জন আসতে পারবেন। কিন্তু লাইভ হবে না। কিন্তু রেকর্ড করা যাবে। নবান্নের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে।

জুনিয়র ডাক্তারদের আন্দোলন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বৃহস্পতিবার নবান্নে দফায় দফায় বৈঠক হয়। প্রথম দফায় মুখ্যসচিব – স্বাস্থ্য সচিব বৈঠক হয় নবান্নে। তারপর মুখ্যমন্ত্রী নবান্নে এসে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন। জুনিয়র ডক্টর্স আন্দোলন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। তারপর ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: একটা হেলমেট আর সেই রাত! সঞ্জয় কি আসলে লুকিয়েছে বিশেষ কিছু? জেলে ছুটল CBI

ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির প্রিন্সিপাল বা অধিকর্তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বেলা দু’টোর মধ্যে কতজন জুনিয়ার ডাক্তার কাজে যোগ দিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান করার।

আরও পড়ুন: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

তার পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলিতে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন তার সম্পূর্ণ বিবরণ এদিন বেলা দু’টোর মধ্যে স্বাস্থ্য ভবনে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে এই নির্দেশ দিয়েছে হাসপাতালগুলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিল? বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের থেকে জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন। দুপুর দুটোর মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

RG Kar Protest: লাদাখের দুর্গম শৃঙ্গ জয় করে ‘জাস্টিস’-র জন্য আওয়াজ তুললেন পর্বতারোহীরা, দেখুন ছবিতে

*'জাস্টিস ফর আরজি কর', লাদাখের দুর্গম পর্বত শৃঙ্গেও এবার এই দাবি তুললেন পর্বতারোহীরা। জানা গিয়েছে, লাদাখের ৬৪০০ মিটারের পর্বত শিখর কাঙ ইয়াৎসে ১ শৃঙ্গে সফল আরোহণ করেন বাংলার কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৩ জনের পর্বতারোহী দল। সেই দলে থাকা সদস্যরাই ওই পর্বত শৃঙ্গ জয়ের পর জাতীয় পতাকা-সহ নিজেদের সংগঠনের পতাকার পাশাপাশি রাজ্যে ঘটে যাওয়া চিকিৎসক তরুনীর নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস' পোস্টার হাতে তুলে প্রতিবাদ জানান।
*’জাস্টিস ফর আরজি কর’, লাদাখের দুর্গম পর্বত শৃঙ্গেও এবার এই দাবি তুললেন পর্বতারোহীরা। জানা গিয়েছে, লাদাখের ৬৪০০ মিটারের পর্বত শিখর কাঙ ইয়াৎসে ১ শৃঙ্গে সফল আরোহণ করেন বাংলার কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৩ জনের পর্বতারোহী দল। সেই দলে থাকা সদস্যরাই ওই পর্বত শৃঙ্গ জয়ের পর জাতীয় পতাকা-সহ নিজেদের সংগঠনের পতাকার পাশাপাশি রাজ্যে ঘটে যাওয়া চিকিৎসক তরুনীর নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ পোস্টার হাতে তুলে প্রতিবাদ জানান।
*রাজ্যে ঘটে যাওয়া এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ সর্বোচ্চ শৃঙ্গ থেকে করলে যদি প্রশাসনের নজরে আসে সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান ওই পর্বত আরোহন দলের সদস্যরা। প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ছ'জনের দলটি লাদাখের কাঙ ইয়াৎসে শৃঙ্গ অভিযানে যান। দুর্গম পথ হওয়ায় ক্লাইম্বিং করেই উঠতে হয় পর্বত আরোহীদের।
*রাজ্যে ঘটে যাওয়া এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ সর্বোচ্চ শৃঙ্গ থেকে করলে যদি প্রশাসনের নজরে আসে সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান ওই পর্বত আরোহন দলের সদস্যরা। প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ছ’জনের দলটি লাদাখের কাঙ ইয়াৎসে শৃঙ্গ অভিযানে যান। দুর্গম পথ হওয়ায় ক্লাইম্বিং করেই উঠতে হয় পর্বত আরোহীদের।
*প্রথমে দিল্লি থেকে লে হয়ে তারা পৌঁছন, সেখান থেকেই দলের সদস্যরা কাঙ ইয়াৎসে বেস ক্যাম্পে উঠেন। তবে পর্বতের শিখর চূড়ায় শেষ পর্যন্ত পৌঁছন দলের মাত্র তিনজন সদস্য। রণদীপ অধিকারী, বিশ্বজিত বিশ্বাস ও শম্পা ওঁরাও। এক্সপিডিশনের দিন ভোরে কাঙ ইয়াৎসে প্রথম শৃঙ্গ ছুঁতে সক্ষম হন ওই তিন পর্বতারোহীদল। এরপরই সেখানে দাঁড়িয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা পোস্টার তুলে ধরে জানান প্রতিবাদ। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে হয় ব্যাপক ভাইরাল।
*প্রথমে দিল্লি থেকে লে হয়ে তারা পৌঁছন, সেখান থেকেই দলের সদস্যরা কাঙ ইয়াৎসে বেস ক্যাম্পে উঠেন। তবে পর্বতের শিখর চূড়ায় শেষ পর্যন্ত পৌঁছন দলের মাত্র তিনজন সদস্য। রণদীপ অধিকারী, বিশ্বজিত বিশ্বাস ও শম্পা ওঁরাও। এক্সপিডিশনের দিন ভোরে কাঙ ইয়াৎসে প্রথম শৃঙ্গ ছুঁতে সক্ষম হন ওই তিন পর্বতারোহীদল। এরপরই সেখানে দাঁড়িয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা পোস্টার তুলে ধরে জানান প্রতিবাদ। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে হয় ব্যাপক ভাইরাল।
*পর্বত আরোহী দলের অন্যতম সদস্য রণদীপ অধিকারী জানান, একজন শিল্পী যেমন তার শিল্পসত্বাকে ব্যবহার করে প্রতিবাদে সামিল হচ্ছেন তেমনই পর্বত আরোহনকারীরা, পর্বত শৃঙ্গকে সঙ্গী করেই এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে শিখর চূড়ায় পৌঁছেছিলাম আমরা। এই প্রতিবাদের ভাষা যাতে প্রশাসনের কান পর্যন্ত পৌঁছয় সেটাই ছিল আমাদের লক্ষ্য।
*পর্বত আরোহী দলের অন্যতম সদস্য রণদীপ অধিকারী জানান, একজন শিল্পী যেমন তার শিল্পসত্বাকে ব্যবহার করে প্রতিবাদে সামিল হচ্ছেন তেমনই পর্বত আরোহনকারীরা, পর্বত শৃঙ্গকে সঙ্গী করেই এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে শিখর চূড়ায় পৌঁছেছিলাম আমরা। এই প্রতিবাদের ভাষা যাতে প্রশাসনের কান পর্যন্ত পৌঁছয় সেটাই ছিল আমাদের লক্ষ্য।
*পর্বত জয় করে ঘরে ফিরতেই বহু মানুষ কামারহাটি ট্রেকার্স এসোসিয়েশনের এই অভিনব প্রতিবাদ কে কুর্নিশ জানাচ্ছেন।
*পর্বত জয় করে ঘরে ফিরতেই বহু মানুষ কামারহাটি ট্রেকার্স এসোসিয়েশনের এই অভিনব প্রতিবাদ কে কুর্নিশ জানাচ্ছেন।