Tag Archives: RG Kar murder

Rituparna Sengupta RG Kar Protest: শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘গো ব্যাক’ স্লোগান, গাড়িতে হামলা চালানোর ভিডিও

শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘গো ব্যাক’ স্লোগান। রাতে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাঁকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দেন। তাঁর শঙ্খ বাজানোর ভিডিও ঘিরে বিক্ষোভ তৈরি হয়েছিল আন্দোলনকারীদের মধ্যে। তাঁর গাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। অবশেষে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ফিরে যান ঋতুপর্ণা। দেখুন ভিডিও।

RG Kar Case: আরজি করের সেমিনার রুমের পাশের ঘর কার নির্দেশে ভাঙা হয় সেদিন? প্রকাশ্যে এল সেই নাম! চাঞ্চল্যকর মোড়

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মধ্যে বিরাট খবর। হাসপাতালে ৮ অগাস্ট মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপর দিনই ‘প্লেস অফ অকারেন্স’ অর্থাৎ অপরাধস্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১০ অগাস্ট আরজি কর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার, পুনঃনির্মাণের জন্য পি ডব্লিউ ডি-র সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন। আর এতেই জোরালো হয়েছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা, শ্লীলতাহানির অভিযোগ উঠতেই মথুরাপুরে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ

আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল, যা এই মামলার সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘটনাস্থল যেখানে, সেই ঘর আর তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ! হঠাৎ কেন এই উদ্যোগ?

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

স্বাস্থ্য দফতর সূত্রে খবর,১০ অগাস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজি কর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশে ইচ্ছে করেই ভাঙা হয়েছিল? এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ, এমনই তথ্য উঠে এসেছে।

অভিজিৎ চন্দ

Bangla News: আরজি কর কাণ্ডের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা, শ্লীলতাহানির অভিযোগ উঠতেই মথুরাপুরে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ

মথুরাপুর: শ্লীলতাহানির অভিযোগে গুণিনকে পিটিয়ে মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আরজিকর কান্ডের আবহে ঘটা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। নিহত ৬২ বছরের বাবলু পাহাড়ি স্থানীয় মন্দিরবাজারের বাসিন্দা। এই ঘটনায় ২ মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছর ২৭ এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ভাবেন মহিলার ভূতে চেপেছে। তখন গুনিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। অভিযোগ, মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করে বাবলু। মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে গুনিন বাবলুকে পেটাতে থাকে।

পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গুনিন। খবর পেয়ে গ্রামে পুলিশ যায়। বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। আজি মৃতদেহ ময়নাতদন্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

নবাব মল্লিক

RG Kar Protest: ঋতুপর্ণার পাশে সুদীপ্তা! ‘আপনারা কি ভুলে গেছেন…’ বিক্ষোভের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর

কলকাতাঃ আরজি কর কাণ্ডের রাত জাগো আন্দোলনে শামিল হতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাঁর গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি দেখে গাড়ি ঘুরিয়ে নিতে কার্যত বাধ্য হন অভিনেত্রী।

আরও পড়ুনঃ প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহায‍্য করল না পুলিশই, রাগে ফেটে পড়ল জনজোয়ার

এই ঘটনার প্রতিবাদে সরব হন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্ত্তী। তিনি তাঁরা সোশ‍্যাল মিডিয়াতে লেখেন, ‘আপনারা তাঁর অবস্থান পছন্দ করেন না। তাঁর সংহতি দেখানো ভিডিও অপচ্ছন্দ করতেই পারেন। খুব ভাল। আপনারা তাঁকে “গো ব্যাক” স্লোগান দিয়েছে। মেনে নিলাম। সবকিছু মেনে নিয়ে তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তাঁর গাড়ির কাঁচের দরজা ধাক্কা দিচ্ছে? এটা কতটা ভয়াবহ!! আমি এই ঘটনার নিন্দা জানাই। আপনারা কি ভুলে গেছেন যে আপনারা মহিলাদের জন্য রাত দখল করতে রাস্তায় এসেছিলেন? আপনারা কি ভুলে গেছেন যে একজন নারীর মৌলিক মর্যাদা, সম্মান এবং মানুষ হিসেবে অধিকার নষ্ট করার জন্য আপনারা সবাই বিচার চাইতে রাস্তার নেমেছেন? আপনারা কীভাবে এটা করতে পারেন? প্রিয় কলকাতাবাসী, আপনারা আজ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যা করেছেন তাঁর নিন্দা করছি।’


আরও পড়ুনঃ প্রথম ছবিতেই বাজিমাত! অপরূপ সুন্দরী নায়িকার টানা দু-বছর মেলেনি কোনও সিনেমা! বিএমডব্লিউ, অডি ছাড়া চলে না, এখন কী করছেন?

শ্যামবাজারে এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছতেই তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে গো ব্যাক স্লোগান দিতে দিতে তাঁকে লক্ষ্য করে তেড়ে যান বলেও অভিযোগ। আন্দোলকারীদের একাংশ ঋতুপর্ণার গাড়িতে হামলা করেন বলেও অভিযোগ। গাড়িতে জোরে জোরে আঘাত করতে থাকেন তারা। এমন অবস্থা হয় যে গাড়ির কাচ ভেঙে যাওয়ার উপক্রম হয়। ঋতুপর্ণা গাড়ির ভিতর থেকে অনুরোধ করেন সকলকে শান্ত থাকার। কিন্তু জনগণ তার উপস্থিতি শ্যামবাজারে মেনে নেয়নি। বিশেষ করে চিকিৎসকরা ফেটে পড়েন গো ব্যাক স্লোগানে।

RG Kar Protest: প্রেসক্রিপশনের এক পাশে ছোট্ট একটি লেখা, আর তাতেই ‘গর্জন’-এর স্বর! ডাক্তারের কাণ্ড দেখলে অবাক হবেন

আলিপুরদুয়ার: চুপ থেকেও প্রতিবাদ জানানো যায়, প্রতিবাদের আওয়াজ সকলের কাছে পৌঁছে দিতে ভিন্ন উপায় অবলম্বন করলেন আলিপুরদুয়ার জেলার এই চিকিৎসক। প্রেসক্রিপশনের সিলে দেখা যাচ্ছে চিকিৎসক সৌম্যজিৎ দত্তর প্রতিবাদের ভাষা।

আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ অব্যাহত চিকিৎসকদের। বাদ নেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকেরাও। জেলা হাসপাতালের ইএনটি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তথা চিকিৎসক সৌমজিৎ দত্ত অভিনব উপায়ে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। চিকিৎসক সৌমজিৎ দত্ত আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে প্রেসক্রিপশনে সিল দিয়ে রোগীদের কাছে তুলে দিচ্ছেন।

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

নিজস্ব বাসভবনে রোগী দেখেন এই অভিজ্ঞ চিকিৎসক। চিকিৎসকের এই সিল দেওয়া প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন তাঁর কাছে চিকিৎসা করাতে আসা রোগীরা। সৌম্যজিৎ দত্ত বলেন, “সরকারি হাসপাতালে কাজ করি। সেখানকার কিছু নিয়ম তো মেনে চলতেই হয়। কিন্তু একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যে বর্বর ঘটনা ঘটেছে তার প্রতিবাদ আমি জানাচ্ছি এই সিল দিয়ে। আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা আসেন অসম, ভুটান থেকে। তাঁদের কাছেও প্রতিবাদের ভাষা পৌঁছে যাবে আশা রাখছি।”

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রেসক্রিপশনে এ কী লিখলেন ডাক্তার? মুহূর্তে ভাইরাল, দেখুন

জানা গিয়েছে, এই চিকিৎসকের পাশাপাশি আলিপুরদুয়ার, ফালাকাটা হাসপাতালে চিকিৎসক প্রিয়াঙ্কা সামালও প্রেসক্রিপশনে এই ভাবে স্ট্যাম্প দিয়ে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন। স্বাভাবিক ভাবেই আরজি কর-কাণ্ড নিয়ে গোটা রাজ্যের মতোই সরব আলিপুরদুয়ার জেলার চিকিৎসকেরাও।

Annanya Dey

R G Kar Issue: ‘রাস্তায় দাঁড়িয়ে খালি জাস্টিস চাই বললেই হয় না,’ স্পিকার বিমানের মুখে হঠাৎ কেন এমন কথা? বার্তা জুনিয়র চিকিৎসকদের

কলকাতা: ‘রাস্তায় দাঁড়িয়ে খালি জাস্টিস চাই বললেই হয় না,’ চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে আরও একবার আর্জি জানালেন রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ এদিন রাজ্য সরকারের আনা ‘অপরাজিতা’ বিল প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই বিধানসভায় পাস হয়েছে এই বিল৷ বর্তমানে তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷

এদিন এ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সবাই ফাঁসি চাইছে। সঠিক সময়ে এই বিল এসেছে বিধানসভায়। কেন্দ্রের উচিত এটা গ্রহণ করা। আগে যদি কেন্দ্র করত তাহলে রাজ্যকে এটা করতে হত না। আশা রাখি রাজ্যপাল সম্মতি দেবেন।’’

এরপরেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা সম্পর্কে মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘মানবিক দিক বিচার করে এবার চিকিৎসকদের কাজে ফেরা উচিত। বিচার সবাই চায়। বিচার দেওয়ার একটা প্রক্রিয়া আছে। রাস্তায় দাঁড়িয়ে খালি জাস্টিস চাই বললেই হয় না। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জাস্টিস আসবে।’’

আরও পড়ুন: হরিয়াণা ভোটে কি কংগ্রেসের টিকিট পাচ্ছেন ফোগত? রাহুল গান্ধির হাতে হাত রেখে ছবি, জোর জল্পনা

প্রতিবাদী নাগরিক সমাজ প্রসঙ্গে বিমানের মন্তব্য, ‘‘নাগরিক সমাজ বলছেন। ছাত্র সমাজ বলছে। অথচ তারাই জেল থেকে বেরিয়ে সাধুবাদ জানাচ্ছে বিরোধী দলনেতাকে। সবাই বুঝতে পারছেন পেছনে কারা আছে।’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সাইনি’কে নিয়ে বড় চমক! হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় পাস হয়েছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিশেষ বিল ‘অপরাজিতা’। রাজ্যের আইনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই “অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল ২০২৪” পেশ করা হয়। যেখানে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে, অভিযুক্তদের দ্রুত মামলা নিষ্পত্তি করে চরম সাজা দেওয়া-সহ একাধিক শাস্তির কথা বলা হয়েছে।

RG Kar Protest: রাত দখলের প্রতিবাদ মিছিলে এসে বারাসাতে নিগৃহীত মহিলা, তারপর যা হল

উত্তর ২৪ পরগনা: একদিকে তখন মাইকে বেজে চলেছে আর কবে, আর কবে….. অরিজিৎ সিং-এর প্রতিবাদের গান। প্রতিবাদীদের মুখে তখন জাস্টিস জাস্টিস মুহুর্মুহু স্লোগানে মুখরিত গোটা এলাকা। এমন পরিস্থিতির মাঝেই রাত দখলের মিছিলে এসে বারাসাত ডাকবাংলো মোড় এলাকায় নির্যাতিতা হলেন দুই মহিলা-সহ এক যুবক। শান্তিপূর্ণ প্রতিবাদের শেষ পর্যায়ে মহিলার সঙ্গে অশালীন আচরণ করায় এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল সাধারণ মানুষজন। জানা গিয়েছে, অন্যান্য জায়গার মতো এদিন বারাসাত জুড়ে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলে অংশ নেওয়া দুই মহিলা বাড়ি ফেরার পথে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন।

আরও পড়ুনঃ প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহায‍্য করল না পুলিশই, রাগে ফেটে পড়ল জনজোয়ার

নির্যাতিতা মহিলার অভিযোগ, তাঁকে দেখে কটুক্তি করতে থাকে ধৃত ব্যক্তি। রাত হয়ে যাওয়ায় মিছিল থেকে মা ও মাসীকে বাড়ি নিয়ে যেতে, বাইক নিয়ে এসেছিল মহিলার ছেলে। মা-মাসিকে কটুক্তি করছে দেখে প্রতিবাদ করে ছেলে। অভিযোগ সেই সময় রাস্তার মধ্যেই তাঁদের উপর আক্রমণ করে ওই মদ্যপ ব্যক্তি, ওই পরিস্থিতিতে মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ছেলেও। মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় ও শ্লীলতাহানি করার চেষ্টা করে অভিযুক্ত। যুবকের জামাও টেনে ছিঁড়ে দেওয়া হয়। মহিলার চিৎকার শুনে আশেপাশের এলাকাবাসীরা-সহ প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া লোকজন ছুটে আসেন। এরপরই ওই মদ্যপ ব্যক্তিকে ধরে ফেলে তাঁরা। তাঁদের সঙ্গেও একপ্রকার ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে ফোন করা হয় বারাসাত থানার পুলিশকে। এরপরই ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছে ওই মদ্যপ ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ ঋতুপর্ণাকে ‘গো ব্যাক’ স্লোগান শ্যামবাজারে! গাড়ির কাচে ধাক্কা! বিক্ষোভের মুখে মিমিও

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাসাতের ওই এলাকায়। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান নির্যাতিতা মহিলারা। গোটা ঘটনার লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাত থানায়। আহত ছেলেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। এমন ঘটনা রাতে জেলা সদর শহর বারাসাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও তুলে দিল বড় প্রশ্ন চিহ্ন।

Rudra Narayan Roy

RG Kar Protest: প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহায‍্য করল না পুলিশই, রাগে ফেটে পড়ল জনজোয়ার

কলকাতাঃ যাদবপুরে প্রতিবাদ সমাবেশের মধ্যেই ঘটে গেল আরেক ঘটনা। মহিলা মনোবিদ কৃষ্ণকলি তিথি বন্দ্যোপাধ্যায়কে শ্লীলতাহানি অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগ তিনি এই 8B বাস টার্মিনাসে গানে গানে যখন প্রতিবাদ করছিলেন তখন এই মদ্যপ ব্যক্তি তাঁঁকে স্পর্শ করে। মহিলা তাঁকে ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে নিয়ে আসে এবং সাধারণ মানুষ তাঁকে ঘিরে মারমুখী হলে তিনি আইন হাতে নিতে বারণ করেন।

আরও পড়ুনঃ ‘ আরজি কর আমার এক মেয়েকে কেড়েছে, কিন্তু লাখ-লাখ ছেলে-মেয়ে এনে দিয়েছে’

কিন্তু পুলিশ পাশে দাঁড়িয়ে থেকে কোনওভাবেই সাহায্যের জন্য বা জনরসের হাত থেকে ওই যুবককে রক্ষা করার জন্য এগিয়ে আসে না। অনেক দৌড়ঝাপ করার পর যাদবপুর থানার পুলিশ ওই মধ্যম যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যাদবপুর থানার সামনে সকলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগকারী মহিলা বাইরেই ছিলেন। এরপর আমরা তিলোত্তমার পক্ষ থেকে সোহিনী সরকারস বিদিপ্তা চক্রবর্তীরা সেখানে আসেন। তাঁরা কৃষ্ণকলিকে ভেতরে নিয়ে যান অভিযোগ জানানোর জন্য। কৃষ্ণকলির সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের অভিযোগ পুলিশের মধ্যেও একজন ওই ভিড়ের মধ্যে মধ্যক অবস্থায় ছিলেন।

গোটা ঘটনায় যাদবপুর থানার বাইরে ধনধুমার কাণ্ড। যাদবপুর থানার দায়িত্বে থাকা একজন এ সি পদমর্যাদার পুলিশের সঙ্গে বাইরের জনতার বাকবিতান্ড বেড়ে যায়। সংবাদমাধ্যমও পুলিশকে প্রশ্ন করে। যাদবপুর থানা ঘেরাও করে আমরা তিলকত্তমা ও এদিনের যাদবপুরে শামিল জনতা স্লোগান দিতে থাকে। ওখানে উপস্থিত তিনজন মহিলা বলছেন যে এটা পুলিশ ইচ্ছে করে করেছে আন্দোলনের অভিমুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ নিভল রাজভবনের আলো! ‘..এনাফ ইজ এনাফ…’ আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘বিশেষ’ নির্দেশ রাজ্যপালের

অভিযোগকারিনী কৃষ্ণকলি নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন নিউজ 18 বাংলা না থাকলে তিনি সেই মুহূর্তে ওই মদ্যপ ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারতেন না।

CV Ananda Bose To Mamata: নিভল রাজভবনের আলো! ‘..এনাফ ইজ এনাফ…’ আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘বিশেষ’ নির্দেশ রাজ্যপালের

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল। বাংলার জনগণের আবেগকে প্রশমিত করতে এবং রাজ্যে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করে আইন-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখতে যথোপযুক্ত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।

আর জি কর কাণ্ডের পর তিন সপ্তাহেরও বেশি সময় পার। অথচ এখনও দায়িত্ব নেওয়ার পরে এই তদন্তের ভিত্তিতে কাউকে গ্রেফতার বা আটক করেনি সিবিআই। অন্যদিকে সুপ্রিম কোর্টেও আগামিকালের শুনানি পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কবে মিলবে সুবিচার, এই দাবিতে পথে নেমে আন্দোলনে শামিল হন প্রায় গোটা শহরবাসী। গলি থেকে রাজপথ, বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের ডাকে এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদে পথে নেমেছেন মানুষ। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আঁধারে ঢাকল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরও।