Tag Archives: RG Kar murder

RG Kar Sandip Ghosh Wife: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা…! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?

কলকাতা: ৩ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ঢুকলেন ইডির তদন্তকারী দল। সকাল সকাল ইডির টিম পৌঁছলেও বাড়ির বিরাট কালো গেটে ঝুলছিল বড়সড় তালা। এরপর লম্বা সময় অপেক্ষা করতে হয় ইডির টিমকে। গাড়িতেই অপেক্ষা করছিলেন তদন্তকারী অফিসাররা। বাড়ির গেটের বাইরে মোতায়েন ছিল সিআরপিএফ। অবশেষে চাবি নিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী। ইডিকে গেট খুলে দেন সঙ্গীতা ঘোষ।

মুখে মাস্ক পরে, শাড়ির আঁচলে মাথা পুরো ঢেকে, চোখ ঢাকা সানগ্লাস পরে আসেন সন্দীপের স্ত্রী। সাংবাদিকদের বারংবার প্রশ্নের মুখে ফেটে পড়েন সঙ্গীতা। স্পষ্ট বলেন, “সব মিথ্যা! প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” বার বার বলতে থাকেন, “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। কিছু পাবেও না। আমার স্বামী কিছু করেননি।”

আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘নতুন’ ছুটি ঘোষণা নবান্নের…! এইমাসে ফের ‘লং উইকেন্ড’? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা!

প্রসঙ্গত, আরজি কর দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই ময়দানে ইডি। সাতসকালে ইডির বাহিনী পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়ি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বাড়িতে এদিন সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে শুরু করেন। যদিও বাহিনী মোতায়েন ছিল বাড়ির বাইরে।

শুক্রবার হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা চালায় ইডি। আরজি কর দুর্নীতি মামলায় বিপ্লব সিং এখন সিবিআই হেফাজতে রযেছেন। আর জি কর আর্থিক তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে হাওড়ার কৌশিক কোলে বিপ্লব সিং এর। তাঁদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে। একইসঙ্গে শুক্রবার সকালে ইডি হাজির হয় সোনারপুরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছে প্রসূনের নাম।

RG Kar CBI Update: সন্দীপের সঙ্গে এত খাতির! এমন এক ব্যক্তিকে ধরেছে সিবিআই, যার কাণ্ডকারখানা চোখ কপালে তুলে দেবে

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির তদন্তে নয়া মোড়। হাসপাতালের বিভিন্ন টেন্ডারে অংশ নিতেও ধৃত সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হাওড়ার ব্যবসায়ী বিপ্লব সিংহের কারসাজি ছিল বলে তদন্তে দাবি সিবিআইয়ের। আরজি কর মেডিক্যাল কলেজের টেন্ডারে অংশ নিতে খাতায় কলমে একাধিক সংস্থা খুলেছিলেন বিপ্লব সিং।

সিবিআইয়ের দাবি, নিজেদের বন্ধু-আত্মীয় পরিজনদের নামে সংস্থা খুললেও আদতে সংস্থাগুলো পরিচালিত ও নিয়ন্ত্রণ করতেন বিপ্লব সিং। টেন্ডার নিজের কাছে রাখতেই ওই সংস্থার নাম করে বিডে অংশ নিতেন বিপ্লব। মা তারা ট্রেডার্সের নামে বরাত পেলেও বাবা লোকনাথ ও তিয়াশা এন্টারপ্রাইজের নামে দরপত্র ভরতেন এই বিপ্লব।

বিপ্লব সিংয়ের বাড়ি
বিপ্লব সিংয়ের বাড়ি

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

সিবিআইয়ের দাবি, মা তারা টেডার্সের সঙ্গে আরজি করের চুক্তি স্বচ্ছ নয়। ইতিমধ্যেই দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষ-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। তালিকায় রয়েছেন বিপ্লব সিং, সুমন হাজরা ও নিরাপত্তারক্ষী আফসার আলি। গোয়েন্দাদের দাবি, আরজি কর হাসপাতালের দুর্নীতি ষড়যন্ত্রের মূল মাথা সন্দীপ ঘোষ। আর আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন।

আরও পড়ুন: ‘গ্লাস স্কিন’ পেতে এই এক কাপ জল, কী রয়েছে এতে? জানুন বিউটিশিয়ানের ম্যাজিক টিপস

আইনজীবীর সওয়াল, আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে। তদন্তে নতুন কোনও দিশা খুলতে পারে। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ধৃত তিনজনের মধ্যে গভীর ষড়যন্ত্র ছিল। সেটা সামনে আসা দরকার। সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তিনি নিজেই করতেন বলে সিবিআই আদালতে দাবি করেছেন।

অমিত সরকার

ED Raid In Sandip House: সাতসকালে সন্দীপের বাড়িতে ইডি! আরজি কর দুর্নীতি মামলায় আরও ‘তিন’ বাড়িতে ইডি হানা! কে কে?

কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল ইডির টিম।

সূত্রের খবর সন্দীপ ঘোষের বাড়িতে সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। যদিও বাহিনী মোতায়েন রয়েছে বাড়ির বাইরে।

আরও পড়ুন: শুক্র নয়, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি! জানিয়ে দিল শীর্ষ আদালত

হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা চালায় ইডি। আরজি কর দুর্নীতি মামলায় বিপ্লব সিং এখন সিবিআই হেফাজতে রযেছেন। আর জি কর আর্থিক তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে হাওড়ার কৌশিক কোলে বিপ্লব সিং এর। তাঁদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘নতুন’ ছুটি ঘোষণা নবান্নের…! এইমাসে ফের ‘লং উইকেন্ড’? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা!

একইসঙ্গে শুক্রবার সকালে ইডি হাজির হয় সোনারপুরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছে প্রসূনের নাম।

অমিত সরকার
অর্পিতা হাজরা

R G Kar Protest Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে দ্বিতীয় ‘রাতদখলে’ ঠিক কী হয়েছিল? দেখুন সেই ভিডিও

শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি।

RG Kar Case: সন্দীপের নির্দেশেই সেমিনার হলের পাশে সংস্কার! সব তথ্য ফাঁস, দেখুন

খুনের পরেই দেওয়াল ভাঙায় প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। এবার সামনে চাঞ্চল্যকর তথ্য। নয়ই অগাস্ট Seminar Hall এ চিকিৎসকের দেহ উদ্ধার। তার পরের দিনই পাশের ডক্টরস রুম সংলগ্ন শৌচাগার সংস্কারের নির্দেশিকা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। প্রকাশ্যে তাঁর সই করা নথি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১০ অগাস্ট আরজি কর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার, পুনঃনির্মাণের জন্য পি ডব্লিউ ডি-র সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন। আর এতেই জোরালো হয়েছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও।

SC On RG Kar Case: শুক্র নয়, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি! জানিয়ে দিল শীর্ষ আদালত

কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চেই হবে শুনানি। আজ বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, না হওয়ায়, মামলার শুনানির পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে। আগামী সোমবারই বসতে চলেছে সুপ্রিম কোর্টের আরজি কর শুনানি।

প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ না বসে সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আরজিকর মামলার শুনানি। আদালতের তরফে গতকাল বুধবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সাধারণত যে সব মামলার শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে, সেই মামলাগুলির শুনানি হয় প্রধানবিচারপতির সামনেই। ফলে, তাঁর অনুপস্থিতিতে আরজিকর মামলার শুনানিও বাতিল হল।

Kunal Ghosh: ‘২৪ দিন হয়ে গেছে, সিবিআই কী করছে?’ আরজি কর কাণ্ড নিয়ে ফের আসরে কুণাল

কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ‍্যজুড়ে আন্দোলন অব‍্যাহত। তার মাঝেই সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এদিন তৃণমূল নেতা বলেন, ‘‘বাবা-মা কন্যা হারিয়েছেন। তাদের কথায়, বক্তব্যে যন্ত্রণা থাকবে। তবে দুটো ভিডিও আছে। একটাতে টাকার বিষয় আছে। একটাতে টাকার বিষয় উড়িয়ে দেওয়া হয়েছে৷ টাকার বিষয় গুরুতর অভিযোগ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়৷

আরও পড়ুন: ‘স্ত্রী বাড়িতে না থাকলে…’ পরিচালকের বিরুদ্ধে ‘যৌনদাসী’ করে রাখার বিস্ফোরক অভিযোগ নায়িকার!

কুণালের কথায়, ‘‘সিবিআইয়ের গোয়েন্দারা যখন তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, সেই সময় কি তারা এই ভিডিও’র ব্যাপারে কিছু বলেছেন? টাকার ব্যাপারে কি কিছু বলেছেন? আন্দোলনের মঞ্চে কি বলেছেন তা নিয়ে ঢুকতে চাই না৷ ওনাদের প্রতি সম্পূর্ণ সসহানুভূতি আছে।’’

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

কুণাল ঘোষ আরও জানালেন, ‘‘যদি উর্দী পড়া অবস্থায় টাকার অফার করে থাকেন পুলিশ অফিসার সেটা গুরুতর বিষয়। অভিযোগ যদি করে থাকেন, তাহলে সিবিআই কেন ওই অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করল না? না বলে থাকেন তাহলে এত বড় একটা ঘটনা সিবিআইকে আগে কেন বলেননি৷ ২৪ দিন হয়ে গেছে সিবিআই তদন্ত করার। চাপ দিয়ে ভিডিও করানো হলে। এতদিন কেউ জানালেন না৷ বিভ্রান্তি কাটাতে বলা হোক, কোন অফিসার টাকা অফার করেছে? কে জোর করেছে ভিডিও করতে?’’

সঞ্জয়কে ঢুকতে দেখেন সেমিনার রুমে, আরজি করের ‘সেই’ রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই!

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী। সিবিআই সূত্রে খবর, ওই প্রত্যক্ষদর্শী আরজি কর হাসপাতালেরই গ্রুপ ডি’র একজন কর্মী। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন। তার বয়ান রেকর্ড করে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই।

RG Kar Protest in Barasat: দ্বিতীয় ‘রাতদখলে’ বারাসাতে ভয়ঙ্কর কাণ্ড! পুলিশের ভূমিকার তীব্র নিন্দা, ছবি দেখে শিউরে উঠবেন

উওর ২৪ পরগনা: রাজ্যজুড়ে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ। উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতেও একই ছবি ধরা পড়েছিল। সন্ধে গড়িয়ে রাত বাড়তেই মানুষের ভিড় নামের রাস্তায়। বারাসাতের ডাকবাংলো মোড় এবং কলোনি মোড় এলাকায় মানুষের ভিড়ে একসময় স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল।

প্রতিবাদের স্লোগানে তীব্র হয় আন্দোলনের ঝাঁঝ। তবে সেই আন্দোলনের মাঝেই আবারও জেলা পুলিশের এমন ভূমিকায় উঠল প্রশ্ন! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা)। যেখানে দেখা যাচ্ছে, পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীদের, চলছে ধস্তাধস্তি। যার থেকে বাদ যায়নি মহিলা এমনকী শিশুরাও।

আরও পড়ুন: আরজি করের সেমিনার রুমের পাশের ঘর কার নির্দেশে ভাঙা হয় সেদিন? প্রকাশ্যে এল সেই নাম! চাঞ্চল্যকর মোড়

পুলিশের বিরুদ্ধে এমন অমানবিকতার অভিযোগ সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন মহলে। তবে পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের কারণে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পরে। এরপরই, বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেওয়ার প্রস্তাব দেয় বারাসাত জেলা পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা এরপরও অবস্থান চালিয়ে গেলে, গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছন বারাসাতের এসডিপিও, আইসি সহ পুরুষ ও মহিলা পুলিশের বিশাল বাহিনী। জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়া পণ্যবাহী ট্রাক চালকেরাও পুলিশকে অনুরোধ জানান দাঁড়িয়ে থাকার কারণে তাদের পণ্যের (কাঁচা সবজি) ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

এরপরই পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের বলা হয় রাস্তার জুড়ে অবস্থান সরিয়ে একটি লেন ফাঁকা করে দিতে যাতে যান চলাচল করতে পারে। এরপরই পুলিশের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। অভিযোগ কোন কিছু বোঝার আগেই, হঠাৎ-ই পুলিশকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে টানা হেঁচড়া করে তোলা হয় প্রিজন ভ্যানে। ফলে চরম উত্তেজনা ছড়ায়। ভাইরাল ভিডিও তেও দেখা গিয়েছে সেই ছবি। ঘটনায় পাঁচ জন মহিলা-সহ ১৮ জনকে আটক করে বারাসাত থানার পুলিশ।

পুলিশের থেকে অনুমতি নেওয়া সময় পেরিয়েও, দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। তাদের মধ্যে অনেকেই মদ্যপ অবস্থায় ওই প্রতিবাদ মিছিলে ছিলেন বলেও দাবি। সেখানেই পুলিশের সঙ্গে অভব্য আচরণ করে বেশ কয়েকজন। সেই কারণেই বাধ্য হয়ে গ্রেফতার করতে হয় বলেই জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী। এদিন ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়। যদিও পুলিশের এই হেন যুক্তি মানতে নারাজ আন্দোলনকারীরা, পুলিশ ইচ্ছাকৃত সাধারণ মানুষের রাস্তায় নেমে আন্দোলন ভেস্তে দিতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করছেন তাঁরা।

Rudra Narayan Roy

Rituparna Sengupta-Lagnajita Chakraborty: কাউকে ভাল না-ই লাগতে পারে, তা বলে এসে মারবে? ঋতুপর্ণার ঘটনা নিয়ে ক্ষুব্ধ লগ্নজিতা

শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে ‘গো ব্যাক’ স্লোগান। রাতে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাঁকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দেন। তাঁর শঙ্খ বাজানোর ভিডিও ঘিরে বিক্ষোভ তৈরি হয়েছিল আন্দোলনকারীদের মধ্যে। তাঁর গাড়িতে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। অবশেষে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ফিরে যান ঋতুপর্ণা। এই ঘটনায় ক্ষুব্ধ গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। দেখুন ভিডিও। কী বললেন তিনি?