Tag Archives: RG Kar murder

RG Kar Protest: আরজি করের ঘটনার প্রতিবাদে রাতভর ধরনায় সোহিনী-স্বস্তিকারা! দেখুন

আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে মহামিছিল কলকাতায়। সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ‍্যায় থেকে অপর্ণা সেনের মতো একাধিক টলি তারকারা ছিলেন এই মিছিলে। রবিরার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হয় এই মিছিল। ধর্মতলায় পৌঁছে কথামতোই করা হয় সভা। প্রসঙ্গত, এই মিছিলেই অসুস্থ হয়ে পড়েন এক নাগরিক। ধর্মতলার এই সভা থেকে উদ‍্যোক্তারা ঘোষণা করেন আজ সারারাত জাগার পরিকল্পনা। ভোর ৪ টে পর্যন্ত ধরণা অবস্থান চলবে। রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্না অবস্থানে বসেছেন মিছিলের উদ্যোক্তাদের একাংশ। সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী রায়, পরিচালক বীরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, দামিনী বসুর মতো একাধিক ভোর চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

CBI on RG Kar Case: চিকিৎসক ধর্ষণ-খুনের রাতে পার্টি! বয়েজ হস্টেলে তল্লাশিতে কী পেল CBI? দেখুন

৯ অগাস্ট মধ্য রাতে খুন হন আরজি কর হাসপাতালের চিকিৎসক। সেই রাতে ঘটনার রাতে বয়েস হোস্টেলে পার্টি হয়েছিল বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। সেই পার্টির তদন্তে এবার সিবিআইয়ের বিশেষ দল ঢুকল আরজি করের বয়েস হোস্টেলে। ঘটনার রাতে কারা ছিল বয়েজ হস্টেলের পার্টিতে? কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা? সঞ্জয়কে কেউ দেখেছে কিনা? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হস্টেলে গিয়েছে সিবিআই। বয়েস হস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আগে ইমার্জেন্সি বিল্ডিংয়ে গিয়েছিল সিবিআই, সেখান থেকে সিবিআই বেরিয়ে বয়েস হোস্টেলে গিয়েছিল।

CBI at RG Kar Hospital: সেমিনার রুমে রাতে আর কে কে এসেছিল? আরজি করে ডাক পড়ল ২ ওসির, ‘চিরুণি তল্লাশি’ সিবিআই-এর

কলকাতা: আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কিনারা করতে তৎপর সিবিআই। রবিবার হাসপাতালে যায় গোয়েন্দাদের একটি দল। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তদন্তের ‘মিসিং লিঙ্ক’ মেলানোর চেষ্টা চালান অফিসারেরা। এদিন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ডেকে পাঠানো হয় হাসপাতালে।

তিনি যান প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে। ঘটনা জানাজানির পর কী হয়েছিল, জানতে সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান ওসি টালাকে। এদিন হাসপাতালের কিছু রেকর্ড ও ডেটা সংগ্রহ করে সিবিআই। ফোর্থ ফ্লোরে অর্থো বিভাগেও যান তাঁরা। সঙ্গে ছিলেন হাসপাতালের নতুন সুপার msvp সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে আউট পোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: একাদশ-দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে ১০০০০ টাকা, কবে? ‘তরুনের স্বপ্ন’ প্রকল্পে বড় ঘোষণা রাজ্যের

ওসি আউট পোস্ট সঞ্জীবকে জিজ্ঞাসা করেন ঘটনার রাতে উনি ছিলেন কি না ডিউটিতে? কোথায় ছিলেন? ঘটনার পর দিন একসঙ্গে এত লোক যখন ঢুকল তখন উনি কী পদক্ষেপ নিয়েছিলেন? যেহেতু ঘটনাস্থলের উপরে অর্থো বিভাগ, ফলে উপর থেকে কেউ নেমে এসেছিল কিনা রাতে? সেখানে কারা ওই রাতে ছিলেন ডিউটিতে? কোন কোন চিকিৎসক অর্থো বিভাগে ছিলেন তার তথ্য সংগ্রহ করেছে সিবিআই।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

ঘটনার রাতে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে। সেগুলি জানার জন্য ঘটনার রাতের কিছু তথ্য রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা। ঘটনার রাতে কারা ছিল বয়েজ হস্টেলের পার্টিতে? কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা? সঞ্জয়কে কেউ দেখেছে কিনা? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হস্টেলে গিয়েছে সিবিআই। বয়েজ হস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আগে ইমার্জেন্সি বিল্ডিংয়ে গিয়েছিল সিবিআই, সেখান থেকে সিবিআই বেরিয়ে বয়েজ হোস্টেলে গিয়েছিল।

অর্পিতা হাজরা

RG Kar Protest: গায়কের শহরে গানের সুরে প্রতিবাদ! আরজি করের প্রতিবাদে মিছিল জিয়াগঞ্জে, অরিজিত্‍ সিংকে দেখা গেল কি?

মুর্শিদাবাদ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব গায়ক অরিজিত্‍ সিং। বেঁধেছেন গানও। এবার প্রতিবাদে শামিল অরিজিতের শহর জিয়াগঞ্জ। মুর্শিদাবাদের এই শহরে রবিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করা হয়। গায়কের শহরে গান করে পদযাত্রার মাধ‍্যমে মিছিল করল জিয়াগঞ্জবাসী।

সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন এই মিছিলে। জিয়াগঞ্জে রয়েছে গায়ক অরিজিত্‍ সিংয়ের বাসভবন। সেই বাসভবনের সামনে বেশ কিছুক্ষণ গান করে সুর মিলিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। সম্প্রতি আরজি করের ঘটনা নিয়ে যে গান বেঁধেছেন অরিজিত্‍, সেই গান করতেও দেখা যায় প্রতিবাদীদের।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

যদিও অরিজিত্‍ সিংকে দেখা যায়নি। অবশ‍্য তাঁর বাবাকে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। অরিজিৎ আগেই বলেছিলেন রাস্তায় নামবেন। পরে তিনি সোশ‍্যাল মিডিয়ায় লাইভ করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা করে। জিয়াগঞ্জে অরিজিতের শহরে এবার গানের সুরেই প্রতিবাদে মুখর যুব সমাজ।

প্রণব বন্দ্যোপাধ্যায়

RG Kar Protest: রাস্তায় সোহিনী, স্বস্তিকারা! ভোর ৪ টে পর্যন্ত চলবে ধরনা, ‘চার তারিখ রাত ৯ টা থেকে’…ধর্মতলা থেকে বড় ঘোষণা

কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে মহামিছিল কলকাতায়। সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ‍্যায় থেকে অপর্ণা সেনের মতো একাধিক টলি তারকারা ছিলেন এই মিছিলে। রবিরার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হয় এই মিছিল। ধর্মতলায় পৌঁছে কথামতোই করা হয় সভা। প্রসঙ্গত, এই মিছিলেই অসুস্থ হয়ে পড়েন এক নাগরিক।

ধর্মতলার এই সভা থেকে উদ‍্যোক্তারা ঘোষণা করেন আজ সারারাত জাগার পরিকল্পনা। ভোর ৪ টে পর্যন্ত ধরনা অবস্থান চলবে। রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনা অবস্থানে বসেছেন মিছিলের উদ্যোক্তাদের একাংশ। সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী রায়, পরিচালক বীরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, দামিনী বসুর মতো একাধিক ভোর চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

সভা থেকে জানান হল ৫ তারিখের রায়ের জন্য তারা অপেক্ষা করছেন। তার আগে চার তারিখে প্রত্যেকের নিজের বাড়িতে আলো নিভিয়ে রাত ন’টা থেকে দশটা পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর জন্য সকলকে আহবান জানাচ্ছেন।

ধর্মতলার মঞ্চ থেকে ‘আমরা তিলোত্তমা’র সদস্যরা বলছেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাঁদের এই মহা মিছিলের আহ্বান একাংশে সফল হয়েছে।

প্রসঙ্গত, নাগরিক মিছিলের জমায়েত আন্দোলন মাঝে অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী। কলকাতা পুলিশের অ্যাম্বুলান্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলান্সে উঠেও স্লোগান অসুস্থের।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

সূত্রের খবর, ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হবে। কলেজ স্ক‍োয়‍্যার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।

কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের।

CBI In RG Kar Hospital: আরজি করে একদিনে পর পর দু’বার Cbi-এর টিম! হঠাৎ কী হল আজ…কেন হঠাৎ হানা?

কলকাতা: আরজি কাণ্ডের তদন্তে ফের আরজি করে এল সিবিআই। তদন্তকারী অফিসার-সহ ৩ জন সিবিআই আধিকারিক রবিবার তদন্তের কারণে এলেন আরজি কর হাসপাতালে।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিকেলে সিবিআইয়ের আইনি আধিকারিক পরিদর্শন করতে আসেন। ল অফিসার চলে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিতীয় টীম আসে আরজি কর হাসপাতালে। চিকিত্‍সক তরুণীকে ধর্ষণ এবং খুনের তদন্তের কারণেই ফের সিবিআই হানা দিল এই হাসপাতালে।

আরও পড়ুন: ATM কার্ড ছাড়াই দিব‍্যি তোলা যাবে ক‍্যাশ টাকা! শুধু ফোন থাকলেই…কীভাবে হাতে পাবেন কড়কড়ে নোট? ৯৯% লোকজনই জানেন না

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার ‘ঘনিষ্ঠ’ কলকাতা পুলিশের এএসআই (অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর)-এর পলিগ্রাফ পরীক্ষা করিয়েছিল সিবিআই। এএসআই অনুপ দত্ত নিজেও পলিগ্রাফ পরীক্ষা করানোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন।

প্রসঙ্গত, কারও পলিগ্রাফ পরীক্ষা করাতে হলে আদালত ছাড়াও সেই ব্যক্তির অনুমতি প্রয়োজন। এর আগে সিজিও দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ধৃতের ‘ঘনিষ্ঠ’ অনুপকে। প্রথম দিন সিবিআই দফতরে ঢোকার সময় সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি দৌড় দিয়েছিলেন। এবার তাঁকে ফের ডেকে পাঠাল সিবিআই।

আরও পড়ুন: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

রবিবার ফের সিবিআই-এর কাছে গেলেন অনুপ দত্ত। আজ ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। তাঁর বয়ান রেকর্ড করা হবে। সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়েছে, তাই আজ ফের তলব করা হয়েছে তাঁকে

CBI on RG Kar Case: ওই রাতে আরজি করে নির্যাতিতার সঙ্গে কারা ছিলেন? মোবাইলের টাওয়ার লোকেশনের সঙ্গে মিলছে না বয়ান, সিবিআই-এর নজরে ১২৫!

কলকাতা: প্রায় এক মাস হতে চলেছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার। এরই মধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। সঞ্জয় আপাতত জেল হেফাজতে। ঘটনার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নেমেছেম কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেখানেই গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এক বিশেষ ঘটনা।

তদন্তকারীদের সূত্রে খবর, ৮ অগস্ট রাত থেকে ৯ অগস্ট সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে যাতায়াতকারী সকলের মোবাইলের ‘কল ডিটেলস’ এবং ‘টাওয়ার লোকেশন’ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই রাতে কর্তব্যরত জুনিয়র-সিনিয়র চিকিৎসক, নিরাপত্তা কর্মী এবং নার্সদের অবস্থান মোবাইল থেকে নিশ্চিত ভাবে জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১২৫টির বেশি মোবাইল নম্বরে টাওয়ার লোকেশনের সূত্র পর্যবেক্ষণ করেছেন তদন্তকারী দলের চার জন ফরেন্সিক বিশেষজ্ঞ। প্রাথমিক ভাবে ওই রাতে হাসপাতালে কর্তব্যরতদের মোবাইল ফোন পরীক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবং তার ভিত্তিতে কর্তব্যরত জুনিয়র-সিনিয়র চিকিৎসক, নার্স, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: নির্যাতিতার বাবাকে ফোন কুণাল ঘোষের! জানালেন তাঁরও স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’

সিবিআই সূত্রে খবর, টাওয়ার লোকেশন অনুযায়ী অবস্থান এবং তাঁদের বয়ান পরস্পরবিরোধী হওয়ায় চার জন চিকিৎসক, দু’জন নিরাপত্তাকর্মী এবং সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আরও কয়েক জনের টাওয়ার লোকেশন ও বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে। তাঁদের একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রয়োজনে পলিগ্রাফ টেস্ট হবে।”

অমিত সরকার

Kunal Ghosh: নির্যাতিতার বাবাকে ফোন কুণাল ঘোষের! জানালেন তাঁরও স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বললেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে ধর্ষিত ও খুন হওয়ার তরুণী চিকিৎসকের বাবার সঙ্গে। কুণালের দাবি, রাজনৈতিক ভাবে প্রতিবাদ করতে গিয়ে যদি কোনও কথায় নির্যাতিতার পরিবারের মনে হয় তদন্ত থেকে নজর ঘোরাতে চাইছেন তিনি, তাঁরা যেন তখনই কুণাল ঘোষকে ফোন করেন বলে আবেদন জানান।

আরজি কর কাণ্ড প্রসঙ্গে এক্স হ্য়ান্ডেলে পোস্ট বিতর্ক নিয়েও মুখ খুলেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব‍্য উঠে এসেছে বাম আমলের প্রসঙ্গ। তৃণমূল নেতা বলেন, ‘‘ব্যতিক্রমী ঘটনা। বাজে ঘটনা। অতীতে হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় হয়েছে। হবে কেন?এখন যে দুটো আন্দোলন চলছে। একটা নাগরিক আন্দোলন। তার পাল্টা কর্মসূচি কেন হবে! বাম আমলেও ভুরি ভুরি ঘটনা আছে। বাম, কংগ্রেস, বিজেপির আন্দোলনের পাল্টা হতে পারে।’’

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

আরজি-কর কাণ্ডের প্রেক্ষিতে ধারাবাহিক ভাবে বিবৃতি দিচ্ছেন কুণাল। রবিবার তিনি বলেন, ‘‘প্রশাসন এমন কাজ করবে কেন যে অবস্থা সামাল দিতে শাসকদলকেও ‘বিচার চাই’ বলে কর্মসূচি নিতে হবে? তা-ও দলের সবাই সমান ভাবে নামে না।’’ আরজি করের ঘটনার প্রেক্ষিতে নাগরিক আন্দোলনকেও সমর্থন করেছেন তিনি। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ-আন্দোলনকে কটাক্ষ করেন কুণাল।

আরও পড়ুন: আরজি করে কী কালচার চলত আমি জানি, কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে: সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়

আরজি কর নিয়ে দীর্ঘ বার্তায় কুণাল লিখেছেন, ‘‘নাগরিকদের মিছিল, জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতো সমর্থন করি। বিচার চাই।’’ কুণালের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন, তৃণমূল নেতার কয়েকটি কথায় তাঁর সমর্থন রয়েছে। কিন্তু কুণাল তাঁর প্রশ্নের জবাব যথাযথ ভাবে পেতে পারেন এক জনের কাছেই। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবীর ঘোষাল

IPS Indira Mukherjee: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার তরুণীর ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার পর থেকেই কলকাতার পুলিশের 'মুখ' হয়ে উঠেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার তরুণীর ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার পর থেকেই কলকাতার পুলিশের ‘মুখ’ হয়ে উঠেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়।
প্রায় রোজই টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার যাওয়ার আগে পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত চালিয়েছে এই ঘটনার। তারপর থেকে পুলিশের হয়ে যে কোনও ঘটনা নিয়ে মিডিয়ার সামনে জবাবদিহি করছেন তিনি।
প্রায় রোজই টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার যাওয়ার আগে পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত চালিয়েছে এই ঘটনার। তারপর থেকে পুলিশের হয়ে যে কোনও ঘটনা নিয়ে মিডিয়ার সামনে জবাবদিহি করছেন তিনি।
বাঙালি এই আইপিএস সাড়া ফেলে দিয়েছেন গোটা দেশে। মিডিয়ার চোখা চোখা প্রশ্নবাণ থেকে নবান্ন অভিযানে রাস্তার নেমে লড়াই-- সবেতেই নজর কেড়েছেন ইন্দিরা মুখোপাধ্য়ায়। শুনতে হচ্ছে নানা তীর্যক সমালোচনাও। আপনি কি জানেন কোথা থেকে পড়াশোনা করেছেন ইন্দিরা? তাঁর কর্মজীবন?
বাঙালি এই আইপিএস সাড়া ফেলে দিয়েছেন গোটা দেশে। মিডিয়ার চোখা চোখা প্রশ্নবাণ থেকে নবান্ন অভিযানে রাস্তার নেমে লড়াই– সবেতেই নজর কেড়েছেন ইন্দিরা মুখোপাধ্য়ায়। শুনতে হচ্ছে নানা তীর্যক সমালোচনাও। আপনি কি জানেন কোথা থেকে পড়াশোনা করেছেন ইন্দিরা? তাঁর কর্মজীবন?
১৯৮৫ সালের ২৯ ডিসেম্বর জন্ম ইন্দিরা মুখোপাধ্য়ায়ের। স্কুলজীবনে ভুটান ও কলকাতায় পড়াশোনা করেছেন ইন্দিরা। পুলিশের উচ্চপদে থাকা ইন্দিরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করেন। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছেন তিনি।
১৯৮৫ সালের ২৯ ডিসেম্বর জন্ম ইন্দিরা মুখোপাধ্য়ায়ের। স্কুলজীবনে ভুটান ও কলকাতায় পড়াশোনা করেছেন ইন্দিরা। পুলিশের উচ্চপদে থাকা ইন্দিরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করেন। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছেন তিনি।
রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ইন্দিরার। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও অর্জন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইউপিএসসি-তে তাঁর অপশনাল বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস।
রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ইন্দিরার। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও অর্জন করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইউপিএসসি-তে তাঁর অপশনাল বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস।
কেরিয়ারের শুরুতে তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন তিনি। চাকরি করতেন টাটা কনসাল্টেন্সি সার্ভিস বা টিসিএস (TCS)-এ। ২০০৮ সালে যখন রিসেশনের মধ্যে বহু তথ্য প্রযুক্তি কর্মীর চাকরি যায়, তখন তিনি চাকরির নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ও পরীক্ষা দেন। ২০১৩ সালে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন।
কেরিয়ারের শুরুতে তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন তিনি। চাকরি করতেন টাটা কনসাল্টেন্সি সার্ভিস বা টিসিএস (TCS)-এ। ২০০৮ সালে যখন রিসেশনের মধ্যে বহু তথ্য প্রযুক্তি কর্মীর চাকরি যায়, তখন তিনি চাকরির নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ও পরীক্ষা দেন। ২০১৩ সালে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন।
আইপিএস ইন্দিরা ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০১৩ সালের ব্যাচের আইপিএস অফিসার। রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। উত্তর দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়।
আইপিএস ইন্দিরা ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০১৩ সালের ব্যাচের আইপিএস অফিসার। রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। উত্তর দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়।
পরবর্তীতে ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর দুই জেলাতেই পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিধাননগর কমিশনারেটের ডিসি পদে ছিলেন। বর্তমানে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে।
পরবর্তীতে ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর দুই জেলাতেই পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিধাননগর কমিশনারেটের ডিসি পদে ছিলেন। বর্তমানে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে।
২০১৭ সালে সংবাদ শিরোনামে আসেন তিনি। তখন তিনি উত্তর দিনাজপুরে এএসপি পদে কর্মরত। রায়গঞ্জের ওপর দিয়ে একদিন কাজ সেরে ফিরছিলেন কর্ণজোড়ার বাংলোতে। ফেরার সময় তিনি দেখতে পান, এক মহিলা রাস্তার ওপর একা বসে আছেন। ফেব্রুয়ারি মাস, তখনও বেশ ঠান্ডা আবহাওয়া। তার মধ্যে এভাবে একজন মহিলাকে দেখতে পেয়ে চমকে যান ইন্দিরা।
২০১৭ সালে সংবাদ শিরোনামে আসেন তিনি। তখন তিনি উত্তর দিনাজপুরে এএসপি পদে কর্মরত। রায়গঞ্জের ওপর দিয়ে একদিন কাজ সেরে ফিরছিলেন কর্ণজোড়ার বাংলোতে। ফেরার সময় তিনি দেখতে পান, এক মহিলা রাস্তার ওপর একা বসে আছেন। ফেব্রুয়ারি মাস, তখনও বেশ ঠান্ডা আবহাওয়া। তার মধ্যে এভাবে একজন মহিলাকে দেখতে পেয়ে চমকে যান ইন্দিরা।
তিনি সাইকেল থেকে নেমে মহিলার কাছে যান। গিয়ে দেখেন ওই মহিলার শ্বাসনালি কাটা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেই তিনি যোগাযোগ করেন হাসপাতালে। মহিলাকে দ্রুত নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
তিনি সাইকেল থেকে নেমে মহিলার কাছে যান। গিয়ে দেখেন ওই মহিলার শ্বাসনালি কাটা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেই তিনি যোগাযোগ করেন হাসপাতালে। মহিলাকে দ্রুত নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
পরে জানা যায়, ওই মহিলাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। চিকিৎসকেরা বলেছিলেন, ওই মহিলাকে ঠিক সময়ে তিনি হাসপাতালে নিয়ে না গেলে বাঁচানোই অসম্ভব হত। তারপর থেকে ইন্দিরা মুখোপাধ্য়ায়কে 'ঈশ্বরতুল্য' বলে সম্মান করেন  রায়গঞ্জের মানুষ।
পরে জানা যায়, ওই মহিলাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। চিকিৎসকেরা বলেছিলেন, ওই মহিলাকে ঠিক সময়ে তিনি হাসপাতালে নিয়ে না গেলে বাঁচানোই অসম্ভব হত। তারপর থেকে ইন্দিরা মুখোপাধ্য়ায়কে ‘ঈশ্বরতুল্য’ বলে সম্মান করেন রায়গঞ্জের মানুষ।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় নিজেই নিজেকে প্রশ্ন করতেন ইন্দিরা। কী কী প্রশ্ন করা হতে পারে, সেটা নিজেই ভেবে বের করতেন তিনি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতেন। এভাবেই একজন দক্ষ আইপিএস অফিসার হয়ে ওঠার আত্মবিশ্বাস অর্জন করেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় নিজেই নিজেকে প্রশ্ন করতেন ইন্দিরা। কী কী প্রশ্ন করা হতে পারে, সেটা নিজেই ভেবে বের করতেন তিনি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতেন। এভাবেই একজন দক্ষ আইপিএস অফিসার হয়ে ওঠার আত্মবিশ্বাস অর্জন করেন তিনি।
রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা। রাজভবনের ওই মহিলা অস্থায়ী কর্মী হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে কলকাতা পুলিশ। সেই সময় এক বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির দায়িত্বে রাখা হয়েছিল কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে।
রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা। রাজভবনের ওই মহিলা অস্থায়ী কর্মী হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে কলকাতা পুলিশ। সেই সময় এক বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির দায়িত্বে রাখা হয়েছিল কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে।
সম্প্রতি পুরস্কৃত হন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। চলতি বছরের স্বাধীনতা দিবসে চারজন আইপিএস অফিসারকে পুলিশ মেডেলের জন্য বেছে নেওয়া হয়। কর্মদক্ষতার জন্য সেই তালিকায় জায়গা পান ইন্দিরা মুখোপাধ্যায়।
সম্প্রতি পুরস্কৃত হন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। চলতি বছরের স্বাধীনতা দিবসে চারজন আইপিএস অফিসারকে পুলিশ মেডেলের জন্য বেছে নেওয়া হয়। কর্মদক্ষতার জন্য সেই তালিকায় জায়গা পান ইন্দিরা মুখোপাধ্যায়।

Kunal Ghosh: বাম আমলের সঙ্গে তুলনা!…এক্স বিতর্কে এবার মুখ খুললেন কুণাল, আরজি কর নিয়ে ফের কী বললেন তৃণমূল নেতা

কলকাতা: আরজি কর কাণ্ড প্রসঙ্গে ট‍্যুইট বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। তাঁর বক্তব‍্য উঠে এল বাম আমলের প্রসঙ্গও। তৃণমূল নেতা বলেন, ‘‘ব্যতিক্রমী ঘটনা। বাজে ঘটনা। অতীতে হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় হয়েছে। হবে কেন?এখন যে দুটো আন্দোলন চলছে। একটা নাগরিক আন্দোলন। তার পাল্টা কর্মসূচি কেন হবে! বাম আমলেও ভুরি ভুরি ঘটনা আছে। বাম, কংগ্রেস, বিজেপির আন্দোলনের পাল্টা হতে পারে।’’

সুপ্রিম কোর্টের প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘ সাধারণ মানুষের যে স্লোগান তাদের সঙ্গে আমরা সহমত। রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ হবে।
কোথাও কোথাও গ্যাপ তৈরি হয়েছে। তৃণমূল যে কর্মসূচি নিচ্ছে তা নাগরিক কর্মসূচি থেকে আলাদা নয়। নাগরিকদের আন্দোলনের অধিকার আছে।
সুপ্রিম কোর্টে ধর্ষকদের বাঁচাতে দাঁড়ায়নি কপিল সিব্বল। যে বিষয়টি আলোচনা হচ্ছে ভুল। কুৎসা করবেন না। রাজ্য কি ব্যবস্থা নিয়েছে তা তুলে ধরতেই আইনজীবী হিসেবে উনি রয়েছেন।’’

আরও পড়ুন:  মহিলা নার্সকে শ্লীলতাহানি, গালিগালাজ রোগীর! আরজি করের স্মৃতি উস্কে ফের বিক্ষোভ চিকিত্‍সকদের

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে মঞ্চে ছিলেন সেখানে রেসপেক্ট বানান ভুল থাকার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘ বিজেপি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ল তুলছে। এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। এটা নিয়ে এমন কিছু করার বলার নেই। আমরা অনেক সময় অনেক অনুষ্ঠানে যায় পিছনে ব্যানার দেখা সম্ভব হয় না।’’

এদিন ইলিশ উত্‍সব নিয়েও বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের কথায়, ‘‘ইলিশ উৎসব নিশ্চয় জীবন থেমে থাকবে না। তবে এই পরিস্থিতিতে রক্তদান চলতে পারে। এই সময় ইলিশ উৎসবে যেতে মন সাড়া দেয়নি। যারা গেছেন তারা বলতে পারবেন।আমি চাইনি জড়িত থাকতে। এটা ইলিশ উৎসবের নয়। এটা না করলেই ভাল হত। কোনও দায়িত্বশীল ব্যক্তি এই সময় ইলিশ উৎসবে মমতা অভিঋেরেক ছবি ব্যবহার করা ঠিক হয়নি। এই বছর এই সময় সচেতনতা বা রুচি পরিচয় নয়।’’

আরও পড়ুন: বাড়বে ত্বকের জেল্লা, কমবে স্ট্রেস, একাধিক গুণের ভাণ্ডার অ‍্যান্টিঅক্সিডেন্টে ভরা আমন্ড! কিন্তু কীভাবে খাচ্ছেন? একই ভুল আপনিও করছেন না তো?

প্রসঙ্গ পরেশের আক্রমণ প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘আমি বড় নেতা নয়। কর্মী। উনি নেতা। আমি বড় নেতা নয় বলেই ইলিশ উৎসবে যাইনি। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসেছি। ইলিশ উৎসবে আমার ছবি দিলে এই সময় লজ্জা…কোনও সুস্থ লোক যাবে না। এখন ইলিশ উৎসব হতে পারে না। একদিকে খাদ্য রসিকের বিলাসিতা অন্যদিকে উই ওয়ান্ট জাস্টিস এটা মেলাতে পারব না।’’