Tag Archives: RG Kar murder

RG Kar Protest: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিকদের মহামিছিল! আমজনতার সঙ্গে পথে অপর্ণা, উষসী, স্বস্তিকারাও

কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে ফের পথে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। রবিবার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মহামিছিল। চলবে ধর্মতলা পর্যন্ত। মিছিলে স্বস্তিকা মুখোপাধ‍্যায়, অপর্ণা সেন, উষসী চক্রবর্তীর মতো একাধিক টলিসেলেব যোগদান করেছেন।

সূত্রের খবর, ‘আমরা তিলোত্তমা’র নামে একটি মঞ্চ এই মিছিলের ডাক দেয়। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হবে। কলেজ স্ক‍োয়‍্যার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।

আরও পড়ুন: বাড়বে ত্বকের জেল্লা, কমবে স্ট্রেস, একাধিক গুণের ভাণ্ডার অ‍্যান্টিঅক্সিডেন্টে ভরা আমন্ড! কিন্তু কীভাবে খাচ্ছেন? একই ভুল আপনিও করছেন না তো?

কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের।

আরও পড়ুন: বাড়িতে টিকটিকির ডিম দেখা কীসের সঙ্কেত? ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ? জানালেন জ‍্যোতিষী

প্রসঙ্গত, ‘আমরা তিলোত্তমা’ মঞ্চের অন‍্যতম দুই কাণ্ডারী হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং নাট‍্যজগতের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। অনির্বান ভট্টাচার্যের স্ত্রী মধুরিমা এবং সোহিনী সোশ‍্যাল মিডিয়ায় সরব আরজি কর কাণ্ড নিয়ে। সোহিনী-মধুরিমাদের উদ‍্যোগেই ১ সেপ্টেম্বর এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।

Shreya Ghoshal: অরিজিৎ সিংয়ের পর আরজি কর নিয়ে প্রতিবাদে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল

শো স্থগিত করলেন শ্রেয়া ঘোষাল। আরজি করের ঘটনার জেরে শো স্থগিত গায়িকার। ১৪ সেপ্টেম্বরের শো স্থগিত। ১৪ সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে শো শ্রেয়ার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শ্রেয়া ঘোষালের।

Shreya Ghoshal: আরজি করের ঘটনায় বড় পদক্ষেপ শ্রেয়া ঘোষালের, স্থগিত হল গায়িকার অনুষ্ঠান

শো স্থগিত করলেন শ্রেয়া ঘোষাল। আর জি করের ঘটনার জেরে অনুষ্ঠান স্থগিত বাঙালি গায়িকার। ১৪ সেপ্টেম্বরের শো স্থগিত হয়ে গেল। তার পরিবর্তে অক্টোবরে শো শ্রেয়ার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রেয়া ঘোষাল।

Sohini Sarkar: ‘মহামিছিলের’ নামে টাকা তোলা হচ্ছে? অভি‌যোগ করে পোস্ট সোহিনী সরকারের

‘মহামিছিলের’ নামে টাকা তোলা হচ্ছে? টাকা তোলার ব্যাপারে উদ্যোক্তারা আঁধারে! আন্দোলনের নামে কারা তুলছে টাকা? অভিযোগের কথা জানিয়ে পোস্ট সোহিনীর। সজাগ থাকতে বলছেন অভিনেত্রী।

Shreya Ghoshal on RG Kar Case: আরজি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল, মুখ খুলতেই…

কলকাতা: আরজি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল৷ আগামী ১৪ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যে ছ’টায় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শো ছিল। একটি বেসরকারি এফ এম এর উদ্যোগে দিল্লির পর কলকাতায় এই লাইভ শো হওয়ার কথা ছিল। কিন্তু আরজি করের এই মর্মান্তিক ঘটনা নারী হিসেবে শ্রেয়া ঘোষালকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তিনি মনে করেন এই সময় জাস্টিস চাওয়ার আনন্দ অনুষ্ঠানের নয়। তাই তিনি ১৪ তারিখের শো বাতিল করেছেন। তবে আগামী অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে এই শো অনুষ্ঠিত হবে। তারিখ একমাস আগে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়া নিজেও সোশ্যাল মিডিয়াতে এই খবর পোস্ট করেছেন এবং তার অনুরাগীদের একটু ধৈর্য ধরতে বলেছেন। পরবর্তী সময়ে জন্য।

উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে শো এর দিন পরিবর্তন হয়ে অক্টোবর মাসে শ্রেয়ার শো অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যেই টিকিট সংগ্রহ করেছেন সেই টিকিট ভ্যালিড থাকবে। প্রচুর টিকিট বিক্রি হয়েছে। কেউ যদি মনে করেন টিকিট ফেরত দেবেন। সেক্ষেত্রেও টাকা re-imbursement এর ব্যবস্থা রয়েছে। আর জি করের মর্মান্তিক ঘটনায় কলকাতায় শো পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল।

আরও পড়ুন- জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

আগামী ১৪ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যে ছ’টায় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শো ছিল। একটি বেসরকারি এফ এম এর উদ্যোগে দিল্লির পর কলকাতায় এই লাইভ শো হওয়ার কথা ছিল। কিন্তু আরজি করের এই  মর্মান্তিক ঘটনা নারী হিসেবে শ্রেয়া ঘোষালকে ভীষণভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুন- অ্যাকাউন্টে ছিল না ১০০ টাকাও, দিতে পারতেন না স্কুলের ফি, আজ তিনি কোটি কোটি টাকার মালিক, দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, বলুন তো কে?

তিনি মনে করেন এই সময় জাস্টিস চাওয়ার আনন্দ অনুষ্ঠানের নয়। তাই তিনি ১৪ তারিখের শো বাতিল করেছেন। তবে আগামী অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরে এই শো অনুষ্ঠিত হবে। তারিখ একমাস আগে জানিয়ে দেওয়া হবে। শ্রেয়া নিজেও সোশ্যাল মিডিয়াতে এই খবর পোস্ট করেছেন এবং তার অনুরাগীদের একটু ধৈর্য ধরতে বলেছেন। পরবর্তী সময়ে জন্য।

Alipurduar News: রাতে পুরুষ ওয়ার্ডে থাকবে না নার্স! আরজি কর কাণ্ডের পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নয়া সিদ্ধান্ত

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রাতের বেলায় পুরুষ বিভাগে কাজ করবেন না কোনও মহিলা। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নেওয়া হল এমন পদক্ষেপ। আরজি কর ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মহিলাদের কর্মস্থলের পরিস্থিতি উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে সরকারি, বেসরকারি ক্ষেত্রে। এবারে নার্সদের নিরাপত্তার স্বার্থে তাঁদের রাতে পুরুষ ওয়ার্ডে কাজ করতে দেবে না আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীকল্যাণ সমিতির বৈঠকের পর শিলমোহর পড়েছে এই সিদ্ধান্তে।এছাড়াও বেশ কিছু নতুন পরিষেবা চালু হচ্ছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্ৰহণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি। এই সিদ্ধান্তে খুশি নার্সরা।

আরও পড়ুন: শিক্ষারত্ন পেলেন বাঁকুড়া স্কুলের ইংরেজির শিক্ষক, শিক্ষাক্ষেত্রে জয়জয়কার জেলার

বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল বলেন, ”আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নতুন কিছু পরিষেবা চালু হচ্ছে হাসপাতালে। আউটডোরে মাসে একদিন শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের চিকিৎসাজনিত পরিষেবা প্রদান করা হবে। এছাড়া এদিন জেলা হাসপাতালের নিরাপত্তা জনিত বেশ কিছু সিদ্ধান্ত হয়। হাসপাতালে মেল ওয়ার্ডে এখন থেকে রাতে কোনও মহিলা নার্স থাকতে পারবে না।”

শুধু তা-ই নয়, হাসপাতাল পরিসরে রোগী ও রোগীর পরিজন ছাড়া বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে, তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে নাইট গার্ড। কোনও পার্কিং চলবে না হাসপাতাল চত্বরে।

Annanya Dey

RG Kar murder mystery: চল্লিশ মিনিটেই লুকিয়ে রহস্য? কিছুতেই কাটছে না ধোঁয়াশা, উত্তর খুঁজছে সিবিআই

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে নেমে চল্লিশ মিনিটের রহস্য ভেদ করতে মরিয়া সিবিআই৷ গত ৯ অগাস্ট সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথমবার ওই মহিলা চিকিৎসকের মৃতদেহ দেখেছিলেন প্রথম বর্ষের এক ছাত্র৷ এখনও পর্যন্ত তদন্তে সেরকমই তথ্য পেয়েছেন তদন্তকারীরা৷ কিন্তু আরজি কর হাসপাতালের পুলিশ আউটপোস্টে মৃতদেহ উদ্ধারের খবর এসে পৌঁছয় সকাল ১০.১০ মিনিটে৷

সকাল সাড়ে ৯টায় মৃতদেহ উদ্ধারের পর পুলিশ আউটপোস্টে খবর পৌঁছতে কেন চল্লিশ মিনিট সময় লাগল এবং ওই সময়ের মধ্যে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু ঘটেছিল কি না, আপাতত সেই রহস্যেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: মত্ত অবস্থায় বেসামাল সিভিক, উত্তপ্ত সিঁথির মোড়! রাতভর বিক্ষোভ-অবরোধ, ঘেরাও পুলিশ

সিবিআই সূত্রে খবর, আরজি কর হাসপাতালের চারতলার ওই সেমিনার রুমে প্রথম বর্ষের এক পিজিটি পড়ুয়া সকাল সাড়ে নটা নাগাদ ওই নির্যাতিতার দেহ প্রথম বার দেখেছিলেন৷ সিবিআই-এর জিজ্ঞাসাবাদে নিজেই তিনি একথা জানিয়েছেন৷ কলকাতা পুলিশকেও একই বয়ান দিয়েছিলেন ওই পড়ুয়া৷ তিনি আরও জানিয়েছেন, ওই সময় চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত যাঁরা ছিলেন, সঙ্গে সঙ্গে তাঁদেরকে গিয়ে মৃতদেহ পড়ে থাকার কথা বলেছিলেন তিনি৷

তদন্তকারীদের প্রশ্ন, এর পরেও কেন পুলিশ আউটপোস্টে খবর পৌঁছতে চল্লিশ মিনিট সময় লাগল? এই চল্লিশ মিনিটে কী হয়েছিল, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা৷ ওই চল্লিশ মিনিটে হাসপাতাল থেকে কাদের কাছে ফোন গিয়েছিল, সেমিনার রুমে কারা কারা ঢুকেছিল, এই ধরনের প্রশ্নগুলিরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷

আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধারের পর সেমিনার রুমের বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে৷ উঠেছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ৷ যদিও সেই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে কলকাতা পুলিশ৷ কোনও তথ্যপ্রমাণ লোপাট হয়নি বলেও দাবি করেছে পুলিশ৷ সিবিআই-এর তদন্তকারীরা অবশ্য চল্লিশ মিনিটের রহস্যভেদ করতেই মরিয়া৷

BJP on RG Kar Case: আরজি কর কাণ্ডে ঝাঁজ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি, রাজ্য মহিলা কমিশনের ভিতর ঢুকে পড়লেন অগ্নিমিত্রা, লকেটরা

কলকাতা: করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত বিজেপির মহিলা মোর্চা রাজ্য মহিলা কমিশনের দফতরে ঘেরাও করার কর্মসূচি পালন করল। এই কর্মসূচিতে ফাল্গুনী পাত্র ছাড়াও উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বিজেপি শিবিরের অভিযোগ, ‘‘আরজি কর ঘটনার পর রাজ্য মহিলা কমিশন চুপ করে বসে রয়েছে। এ ছাড়াও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেসব ব্যাপারেও কোনও হেলদোল নেই রাজ্য মহিলা কমিশনের।’’ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়োছিল৷

RG Kar Case: বিচার চেয়ে মহামিছিলের আড়ালে টাকা তোলার ছক? বিস্ফোরক অভিযোগ সোহিনীর

কলকাতা: ১ সেপ্টেম্বর মহামিছিল। আরজি কর কাণ্ডের প্রতিবাদের আরও একবার পথে নামবে মানুষ। রবিবারের এই মিছিল মূল উদ্যোক্তা অভিনেত্রী সোহিনী সরকার, তাঁর স্বামী শোভন গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজন ব্যক্তি। ১৪ অগাস্ট ‘রাত দখলের রাত’-এর ‘আমি তিলোত্তমা’ নামে একটি ফোরাম তৈরি করেন তাঁরা। সেখান থেকেই  যাবতীয় কর্মসূচীর কথা জানানো হচ্ছে। কিন্তু তার মাঝেই বিপত্তি।

জানা গিয়েছে, রবিবারের মিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে। কিন্তু উদ্যোক্তাদের তরফে আদৌ কোনও রকম টাকা চাওয়াই হয়নি। সোহিনী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি জানান। তিনি লেখেন (বানান অপরিবর্তিত রেখে), ‘আমাদের পক্ষ থেকে এখনো অবধি কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান।’

আরও পড়ুন: শাহরুখ, অক্ষয়দের ত্রাস! এক ভুলেই কেরিয়ার শেষ, নায়কের পরিণতি চোখে জল আনবে

আরও পড়ুন: কর্মক্ষেত্রেই যৌন হেনস্থার শিকার! বিস্ফোরক দাবি অভিনেত্রীর, ঠিক কী ঘটেছিল

 

১৪ তারিখের রাতে সাধারণ মানুষের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন সোহিনী এবং অন্যান্য তারকারা। বিচার চেয়ে  ফের আরও একবার পথে নামার পরিকল্পনা। কলেজ স্কোয়্যার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আপাতত তারই আয়োজনে ব্যস্ত তাঁরা। কিন্তু তার মধ্যেও এই প্রতারণার ঘটনা ভাবাচ্ছে উদ্যোক্তাদের।

North 24 Parganas News: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা! এই হাসপাতালে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডের পর এবার নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জেলা সদরে অবস্থিত বারাসাত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। হাসপাতাল চত্বরে গুরুত্বপূর্ণ কোন জায়গায় যাতে নজর এর বাইরে না থাকে তার জন্য বসানো হচ্ছে আরও অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই হাসপাতাল সুপার ডাক্তার সুব্রত মন্ডল এমন কড়া নজরদারির ব্যবস্থা করেছেন বলেও জানা গিয়েছে।

হাসপাতালের আউটডোর, ইন্ডোর সহ যেখানে রোগীদের থাকার জায়গা, চিকিৎসা করানোর জায়গা, ইমারজেন্সি সহ ইতিমধ্যেই ৩২টি সিসিটিভি লাগানো ছিল আগেই। এবার আরও ৪৮ টি সিসিটিভি বসানো হচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায়। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, নার্সিং স্টাফদের হোস্টেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে বসানো হচ্ছে এই অত্যাধুনিক ক্যামেরা। এছাড়াও হাসপাতাল এর আশপাশের এলাকায়ও আলো বাড়ানো হয়েছে বলে জানান সুপার।

বারাসাত থানার তরফ থেকেও পেট্রোলিং ভ্যান রাখা হচ্ছে। এর সাথেই, রাত ১০ টা থেকে ভোর ৪টে পর্যন্ত বারাসাত থানার পক্ষ থেকে সাদা পোশাক এর পুলিশ টহল দিচ্ছে হাসপাতাল এলাকায়। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানির কর্তব্যরত নিরাপত্তারক্ষীদেরও বারাসাত জেলা পুলিশের তরফে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নজরদারির পাশাপাশি হাসপাতাল এলাকায় চলছে সংস্কারের কাজও।

আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: কবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কোথায় বসবে আসর? সামনে এল বড় আপডেট

সন্ধ্যার পর যাতে বহিরাগতদের প্রবেশে আটকানো যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখতে পুলিশকে জানানোর ব্যবস্থা করা হয়েছে। যাতে আরজি করের মতো আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য, এখন এমনই কড়া নিরাপত্তা জেলার এই গুরুত্বপূর্ণ হাসপাতালে। রোগীর পরিজনরাও এই বিষয়টিকে সমর্থন জানাচ্ছেন।

Rudra Narayan Roy