Tag Archives: RG Kar murder

CPIM: ‘আমরা যে স্লোগান দিয়েছিলাম, জুনিয়র ডাক্তাররা সে পথেই এগোচ্ছেন!’ ‘কলতান’ নিয়েও বিস্ফোরক মীনাক্ষী

কলকাতা: শ‍্যামবাজারে শুরু হল বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের তরফ থেকে সমাবেশ। জাস্টিস ফর আর জি করের শ্লোগান দিয়ে শুরু হল সমাবেশ। এসএফআই(SFI), ডিআইএফওয়াই(DYFI), এআইডিডাব্লিউএ (AIDWA) ছাত্র যুব সংগঠনের সদস্যরা সকলে যোগ দিয়েছেন। এই সমাবেশের নেতৃত্ব দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

এদিনের সমাবেশে সিপিআইএমের বক্তব্য বিচার চাই, স্বৈরাচারের ক্ষমা নাই। সমাবেশের নেতৃ মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, ‘‘ছাত্র যুব মহিলা সংগঠনের সকলে আমরা এখানে একটা নিরাপদ সমাজের দাবি জানাচ্ছি। কলতান দাশগুপ্তকে যেভাবে গ্রফতার করা হয়েছে তা অনৈতিক এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। কলতান নির্দোষ।আমরা যেটা স্লোগান দিয়েছিলাম নাটক ছাড়, বিচার কর। জুনিয়র ডাক্তাররা সেই পথেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

আরও পড়ুন: বাথরুমের হলুদ দাগ? এইভাবে পরিষ্কার করলেই নিমেষে ঝকঝকে হবে নোংরা বাথরুম, সহজ টিপসেই কেল্লাফতে

প্রসঙ্গত, সিপিআইএমের যুব মহিলা সংগঠনের সমাবেশে উঠে এল তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রসঙ্গও। এদিনের সমাবেশে সিপিআইএমের দাবি, ‘‘কুনাল ঘোষ কী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নাকি পুলিশের মুখপাত্র? প্রশ্ন রইল।’’

আরও পড়ুন: এই প্রথম! সদ‍্যোজাত কন‍্যাকে কোলে নিয়ে ফ্রেমবন্দি দীপিকা! সন্তানকে নিয়ে দেখুন নতুন মা-বাবার একগুচ্ছ ছবি

প্রসঙ্গত একটি ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে গতকাল গ্রেফতার করা হয় ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তকে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন। দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যদিও। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা ৷

RG Kar Protest: ‘আরজি নয় দাবি কর’ ব‍্যানারে মহামিছিল! সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ‍্যভবনের পথে জুনিয়র ডাক্তাররা

কলকাতা: সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ‍্যভবন পর্যন্ত মহামিছিল শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার গভীর রাতে এই মহামিছিলের কর্মসূচী ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। কথামতোই রবিবার বিকেল ৪ টে থেকে মহামিছিল শুরু করলেন তাঁরা। ‘আরজি নয় দাবি কর’ ব্যানারে পাঁচ দফা দাবিতে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন মহামিছিল।

শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার ডাক দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে এই বৈঠকের ডাক দেওয়া হয়। তবে শেষ পর্যন্তও ভিডিওগ্রাফি নিয়ে টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। বৈঠক ভেস্তে যাওয়ার পর স্বাস্থ‍্য ভবনের সামনে ধরনামঞ্চে রাতভর বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা।

Junior Doctors Protest: ‘আরজি নয় দাবি কর’ ব‍্যানারে মহামিছিল! সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ‍্যভবনের পথে জুনিয়র ডাক্তাররা

কলকাতা: সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ‍্যভবন পর্যন্ত মহামিছিল শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার গভীর রাতে এই মহামিছিলের কর্মসূচী ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। কথামতোই রবিবার বিকেল ৪ টে থেকে মহামিছিল শুরু করলেন তাঁরা। ‘আরজি নয় দাবি কর’ ব্যানারে পাঁচ দফা দাবিতে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন মহামিছিল।

শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার ডাক দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে এই বৈঠকের ডাক দেওয়া হয়। তবে শেষ পর্যন্তও ভিডিওগ্রাফি নিয়ে টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। বৈঠক ভেস্তে যাওয়ার পর স্বাস্থ‍্য ভবনের সামনে ধরনামঞ্চে রাতভর বিক্ষোভ করেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন: এই প্রথম! সদ‍্যোজাত কন‍্যাকে কোলে নিয়ে ফ্রেমবন্দি দীপিকা! সন্তানকে নিয়ে দেখুন নতুন মা-বাবার একগুচ্ছ ছবি

রাস্তায় বসে কেউ গান গেয়ে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ জানান হয়। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে বিকেল ৪ টা থেকে স্বাস্থ‍্যভবন পর্যন্ত শুরু হয় মিছিল। ৫ দফা দাবিকে সামনে রেখেই ফের মহামিছিল চিকিত্‍সকদের।

প্রসঙ্গত, শনিবার আবারও ভেস্তে যায় মুখ‍্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিব মনোজ পন্থ। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু ফিরে যান জুনিয়র ডাক্তাররাও।

আরও পড়ুন: বাথরুমের হলুদ দাগ? এইভাবে পরিষ্কার করলেই নিমেষে ঝকঝকে হবে নোংরা বাথরুম, সহজ টিপসেই কেল্লাফতে

তাই শেষ পর্যন্ত ভেস্তে গেল বৈঠক। ভিডিও ছাড়াই মিটিংয়ে রাজি ছিলেন, দাবি চিকিৎসকদের, শুধু মিনিটস-এ দু’পক্ষের সই চাওয়া হয়েছিল৷ তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসে জানান অনেক দেরি হয়ে গিয়েছে আর সম্ভব নয় বৈঠক।

Sandip Ghosh:’ফোন করে ডেকে, সারা রাত ধরে…’ এবার আরও ভয়ঙ্কর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে! শুনে শিউরে উঠবেন সকলে

কলকাতা: প্রথমে আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতার। আর শনিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করল সিবিআই। সেই সন্দীপ, যার বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে নিত্যদিন।

এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও মারাত্মক উঠল। কর্মসূত্রে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে বেশ কিছুদিন কর্মরত ছিলেন সন্দীপ। সেই সময়ই তিনি নাকি রূপান্তরকামীদের যৌন নিগ্রহও করতেন বলে অভিযোগ উঠল এবার।

নিউজ ১৮ বাংলা-র ক্যামেরার সামনে এমনই একজন রূপান্তরকামী অভিযোগ করেছেন, মুর্শিদাবাদে থাকাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রূপান্তরকামীদের অনেকের ফোন নম্বর জোগাড় করতেন সন্দীপ। তারপর তাঁদের ডেকে পাঠাতেন নিজের ‘ডেরায়’।

Sandip Ghosh CBI: কেন CBI খুন-ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষকে ‘শোন অ্যারেস্ট’ দেখাল? কী অভিযোগ? তিনি যা করেছেন ‘অকল্পনীয়’!

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। শনিবার রাতের আগে পর্যন্ত সন্দীপকে গ্রেফতার করা হয়েছিল আরজি করে দুর্নীতির মামলায়।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। শনিবার রাতের আগে পর্যন্ত সন্দীপকে গ্রেফতার করা হয়েছিল আরজি করে দুর্নীতির মামলায়।
এবার আদালতে সিবিআই তাঁকে খুন ও ধর্ষণের মামলায় 'শোন অ্যারেস্ট' দেখিয়েছে। কিন্তু কেন? কী করেছেন সন্দীপ ঘোষ? আদালতে কখন কাউকে 'শোন অ্যারেস্ট' দেখায়?
এবার আদালতে সিবিআই তাঁকে খুন ও ধর্ষণের মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে। কিন্তু কেন? কী করেছেন সন্দীপ ঘোষ? আদালতে কখন কাউকে ‘শোন অ্যারেস্ট’ দেখায়?
সিবিআই সূত্রে খবর, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তদন্তে অসহযোগিতা, ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেও গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তদন্তে অসহযোগিতা, ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেও গ্রেফতার করা হয়েছে।
এই মামলাতে সন্দীপ ঘোষকে 'শোন অ্যারেস্ট' করা হয়েছে বলে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে শনিবার জানিয়েছে সিবিআই। আইনি প্রক্রিয়ায় সন্দীপকে এরপর সশরীরে আদালতে হাজির করানো হবে বলে দাবি সিবিআইয়ের।
এই মামলাতে সন্দীপ ঘোষকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়েছে বলে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে শনিবার জানিয়েছে সিবিআই। আইনি প্রক্রিয়ায় সন্দীপকে এরপর সশরীরে আদালতে হাজির করানো হবে বলে দাবি সিবিআইয়ের।
সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে। জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় তথ্যপ্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের পাশাপাশি অপরাধীকে রক্ষা করতে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে। জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় তথ্যপ্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের পাশাপাশি অপরাধীকে রক্ষা করতে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ নম্বর ধারা, ১৯৯ নম্বর ধারা ও ৬১ (২) ধারায় প্রমাণ লোপাট, অপরাধীকে আড়াল করতে ভুল তথ্য দেওয়া, সরকারি কর্মী হয়ে আইন না মানা ও ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ নম্বর ধারা, ১৯৯ নম্বর ধারা ও ৬১ (২) ধারায় প্রমাণ লোপাট, অপরাধীকে আড়াল করতে ভুল তথ্য দেওয়া, সরকারি কর্মী হয়ে আইন না মানা ও ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
কখন কোনও অভিযুক্তকে শোন এরেস্ট (Shown Arrest) দেখানো হয়? ফৌজদারী কার্যবিধির ধারা ৩৫১ অনুযায়ী, গ্রেফতার বা সমন ছাড়া কোনও আমল গ্রহণকারী আদালতে উপস্থিত যে কোনও ব্যক্তিকে আদালত গ্রেফতার দেখাতে পারেন।
কখন কোনও অভিযুক্তকে শোন এরেস্ট (Shown Arrest) দেখানো হয়? ফৌজদারী কার্যবিধির ধারা ৩৫১ অনুযায়ী, গ্রেফতার বা সমন ছাড়া কোনও আমল গ্রহণকারী আদালতে উপস্থিত যে কোনও ব্যক্তিকে আদালত গ্রেফতার দেখাতে পারেন।
যদি সাক্ষ্যপ্রমাণে নিশ্চিত হওয়া যায় যে, ওই ব্যক্তি আদালতে বিচারাধীন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা এই অপরাধটি সে সংঘটন করেছে। আদালত তার বিরুদ্ধে এমন ভাবে ব্যবস্থা নিতে পারবেন যেন সে সমন পেয়ে বা গ্রেফতার হয়ে আদালতে উপস্থিত হয়েছে।
যদি সাক্ষ্যপ্রমাণে নিশ্চিত হওয়া যায় যে, ওই ব্যক্তি আদালতে বিচারাধীন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা এই অপরাধটি সে সংঘটন করেছে। আদালত তার বিরুদ্ধে এমন ভাবে ব্যবস্থা নিতে পারবেন যেন সে সমন পেয়ে বা গ্রেফতার হয়ে আদালতে উপস্থিত হয়েছে।
আদালতের বিচার ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় অনেক সময় প্রকৃত অপরাধী ও সন্দেহের বাইরে থেকে আদালতে বিচার দেখতে আসে বা সে এই মামলার বাদী অথবা সাক্ষীও হতে পারে। যদি তখন আদালতে সাক্ষ্য প্রমাণে বোঝা যায় যে, সেই প্রকৃত অপরাধী তাহলে আদালত তাকে তাৎক্ষণিক গ্রেফতার দেখাতে পারেন।
আদালতের বিচার ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় অনেক সময় প্রকৃত অপরাধী ও সন্দেহের বাইরে থেকে আদালতে বিচার দেখতে আসে বা সে এই মামলার বাদী অথবা সাক্ষীও হতে পারে। যদি তখন আদালতে সাক্ষ্য প্রমাণে বোঝা যায় যে, সেই প্রকৃত অপরাধী তাহলে আদালত তাকে তাৎক্ষণিক গ্রেফতার দেখাতে পারেন।
এভাবে গ্রেফতার দেখানোকে বলা হয় Shown Arrest। ধারা ৩৫১/২ অনুযায়ী, বিচার শুরু হওয়ার পর এভাবে গ্রেফতার হলে ওই ব্যক্তি সম্পর্কে মামলা নতুন ভাবে আরম্ভ করতে হবে এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শুনতে হবে আদালতকে। সন্দীপ ঘোষের ক্ষেত্রেও আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে সিবিআই।
এভাবে গ্রেফতার দেখানোকে বলা হয় Shown Arrest। ধারা ৩৫১/২ অনুযায়ী, বিচার শুরু হওয়ার পর এভাবে গ্রেফতার হলে ওই ব্যক্তি সম্পর্কে মামলা নতুন ভাবে আরম্ভ করতে হবে এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শুনতে হবে আদালতকে। সন্দীপ ঘোষের ক্ষেত্রেও আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে সিবিআই।

RG Kar Case CBI Next Move: মোড় ঘুরিয়ে দিল কেস ডায়েরি! টালা ওসি-র উত্তরেই ফাঁস সব, এবার স্ক্যানারে ‘বড়’ কেউ?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দাদের নজরে কেস ডায়েরি।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দাদের নজরে কেস ডায়েরি।
শনিবারই টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।
শনিবারই টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতারের পর সিবিআইয়ের নজরে এবার ধর্ষণ ও খুনের কেস ডাইরি।
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতারের পর সিবিআইয়ের নজরে এবার ধর্ষণ ও খুনের কেস ডাইরি।
সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসারও রয়েছেন বলে সূত্রের খবর।
সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসারও রয়েছেন বলে সূত্রের খবর।
ধর্ষণ ও খুনের মামলায় প্রথম থেকেই তদন্তে  দেরি করা হয়েছে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের।
ধর্ষণ ও খুনের মামলায় প্রথম থেকেই তদন্তে দেরি করা হয়েছে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের।
এমনকী তদন্ত ভুল পথে চালনা করা ও সিবিআই তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ ছিল টালা থানার বিরুদ্ধে।
এমনকী তদন্ত ভুল পথে চালনা করা ও সিবিআই তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ ছিল টালা থানার বিরুদ্ধে।
আরজি করের ঘটনায় প্রথম যখন একজন সাব-ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারপরেই কেন স্বতঃপ্রণোদিত মামলা করা হল না?
আরজি করের ঘটনায় প্রথম যখন একজন সাব-ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারপরেই কেন স্বতঃপ্রণোদিত মামলা করা হল না?
এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওসি অভিজিৎ মণ্ডল শনিবারের জিজ্ঞাসাবাদে। তারপরেই হেফাজতে নিয়ে এবার জেরা করার পালা।
এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওসি অভিজিৎ মণ্ডল শনিবারের জিজ্ঞাসাবাদে। তারপরেই হেফাজতে নিয়ে এবার জেরা করার পালা।
জেনারেল ডাইরিতেও একাধিক গড়মিল রয়েছে বলে দাবি সিবিআইয়ের। (রিপোর্টার-- অনুপ চক্রবর্তী)
জেনারেল ডাইরিতেও একাধিক গড়মিল রয়েছে বলে দাবি সিবিআইয়ের। (রিপোর্টার– অনুপ চক্রবর্তী)
কলকাতার ধর্ষণ-খুন মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রাই নারকো টেস্ট করাতে রাজি নন। উল্লেখ্য, অভিযুক্তের আগেই পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল। আমরা আপনাকে বলি যে অভিযুক্তের নারকো টেস্টের জন্য সিবিআই কলকাতার একটি আদালতে আবেদন করেছিল, যা আদালত খারিজ করে দিয়েছে। এই আবেদনে সঞ্জয় রায়ের নারকো টেস্ট করার দাবি জানানো হয়। উল্লেখ্য, এর আগে ২৫ অগাস্ট সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ পরীক্ষা হয়।

Sandip Ghosh Abhijit Mandal Hearing: সিজিও-র বাইরে সেই হাতে জুতো, এবার মুখোমুখি অভিজিৎ-সন্দীপ! আরজি কর কাণ্ডে এবার নয়

কলকাতা:  রবিবার শহরের বুকে সমাপতন হতে চলেছে দুই প্রতীক্ষিত মুহূর্তের। একই সঙ্গে গ্রেফতারের পর মুখোমুখি হতে চলেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তাঁদের শুনানিও হবে একই সঙ্গে। আরজি করে খুন ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে বের করল সিবিআই। শিয়ালদা আদালতে পেশ করা হবে তাঁকে।

সন্দীপকে নিয়ে যাওয়ার দিন যেমন চড় পড়েছিল গালে, তেমনই অভিজিৎকে দেখেও শুরু হয়েছে জুতো হাতে বিক্ষোভ। সিজিও-র বাইরে জুতো ছুড়তে দেখা যায় উত্তেজিত জনতাকে। সিবিআই অভিজিৎকে নিয়ে মেডিক্যাল টেস্টের জন্য আসে  বি আর সিং হাসপাতালে। অন্য দিকে প্রেসিডেন্সি জেল থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে। দু’জনের শুনানি হবে একসঙ্গে।

আরও পড়ুন- ‘আজ আমাদের বোন একটু শান্তি পাবে…’ সন্দীপের গ্রেফতার আসলে আন্দোলনের জয়! চোখে জল ডাক্তারদের

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় শনিবার রাতে গ্রেফতার হয়েছেন টালা থানার সদ্য প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রথম ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতারির ঘটনা ঘটল। একই সঙ্গে দুর্নীতি মামলায় জেলে থাকা সন্দীপ ঘোষকেও ধর্ষণ ও দুর্নীতি মামলায় শনিবার গ্রেফতার করেছে সিবিআই।

ঘটনার পর কেন সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হয়নি, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিজিৎবাবুকে। কেন সন্দীপের বয়ান কলকাতা পুলিশ ঘটনার চার দিন পর নিয়েছিল? সিবিআই সূত্রে দাবি, গ্রেফতারের আগের মুহূর্তে টালা থানার সদ্য প্রাক্তন ওসি দাবি করেছেন, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সন্দীপের বয়ান প্রথমে নেওয়া হয়নি। পরে চাপে পড়ে বয়ান রেকর্ড করে লালবাজার।

আরও পড়ুন- ৯৮ হাজার ৬৫০ টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল…! শুনলে তাজ্জব হবেন!

অন্য দিকে, শনিবার রাতে সন্দীপ গ্রেফতার হতেই উল্লাস দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। এত দিনে একটু হলেও বিচার পেলেন নির্যাতিতা চিকিৎসক, এমনই মনে করছেন তাঁর সতীর্থরা।  সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে৷

South 24 Parganas News: আর জি করের ঘটনা থেকে শিক্ষা! বারুইপুর হাসপাতালে অতিরিক্ত সিসিক্যামেরা ও পুলিশ ক্যাম্প

দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুনী চিকিৎসককে শারীরিক অত্যাচারের পর খুনের ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছে গোটা বিশ্ব। নির্যাতিতার দাবিতে প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্তে পথে নামছেন সাধারণ মানুষ।

আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর হাসপাতালে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা জনিত কারণে বসানো হচ্ছে সিসিটিভি এবং হাসপাতাল চত্বরের সামনে একটি পুলিশ ক্যাম্প। বারুইপুর মহকুমার হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালে সুপারের দফতরের একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বাংলাদেশের নিম্নচাপ আরও শক্তিশালী! রাত থেকেই প্রবল বৃষ্টি রাজ্যে, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস!

উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন। এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা-সহ বারুইপুর হাসপাতালের একাধিক উচ্চ আধিকারিকরা। এই বৈঠকে আলোচনা হয় কী ভাবে হাসপাতাল চত্বরে নিরাপত্তা আটোসাটো করা যায়। বারুইপুর হাসপাতালে নিরাপত্তা জনিত কারণে অতিরিক্ত সিসিক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আরও পড়ুন- পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের

এমনকি চিকিৎসকদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতালে সামনে পুলিশ ক্যাম্প বসানোর অনুরোধ জানানো হয়। এছাড়াও রোগী পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। এ বিষয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ধীরাজ রায় জানান, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা থেকে শুরু করে রোগীদের নিরাপত্তার বিষয়গুলি মাথায় রেখে এই বৈঠক করা হয়েছে। বৈঠকের ফলশ্রুতি খুব শীঘ্রই পাওয়া যাবে বলে তাঁর আশ্বাস।

সুমন সাহা

CBI:আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে? তদন্তকারী ৪ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল CBI

কলকাতা: আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তদন্তকারী চারজন পুলিশ অফিসারকে  জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)।

সিবিআই সূত্রে খবর, ঘটনাস্থলে যাঁরা ইনকুয়েস্ট রিপোর্ট তৈরি করেছিল সেই দলে ছিলেন চারজন সদস্য। তাঁদের মধ্যে দু’জন মহিলা সদস্য, একজন এসআই এবং একজন এএসআই পদমর্যাদার অফিসারকে শুক্রবার তলব করা হয়েছিল। বেশ কিছু নথি নিয়ে তাঁরা আজ সল্টলেক এর সিবিআই দফতরে আসেন।

আরও পড়ুন- পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের

সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন- ৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের ‘ভালবাসা’র উপহার নিতেই বিপত্তি

গত মঙ্গলবার শীর্ষ আদালতের কাছে তারা জানায়, আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার। অমিত শাহের মন্ত্রকের তরফে এ-ও দাবি করা হয়, জওয়ানদের জন্য ন্যূনতম ব্যবস্থা করেনি মমতার সরকার। মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ।

RG Kar Protest: এমন অভিনব প্রতিবাদ আর কেউ করেনি! চায়ের প্রতি চুমুকে ‘বিচার’-এর দাবি জয়দার দোকানে, দেখুন

হুগলি: প্রতি চায়ের চুমুক মনে করিয়ে দেবে আরজি করের নির্যাতিতার বিচার এখনও অধরা। বিচারের দিন গুনছেন এলাকার প্রত্যেক চাপ্রেমী মানুষ। কারণ, চায়ের দোকান থেকেই চা বিক্রেতা জানাচ্ছেন, এমন অভিনব প্রতিবাদ। দোকানের বাইরে লাগানো রয়েছে একটি বোর্ড যাতে লেখা, “চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পায়নি তিলোত্তমা”।

তলায় দেওয়া দিন সংখ্যা। এমনই অভিনব প্রতিবাদ করে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বলাগড়ের চা বিক্রেতা জয় ধর। রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকান, সেই ছোট্ট চায়ের দোকান থেকেই প্রতিবাদ জানাচ্ছেন আরজি কর কাণ্ডের। বলাগড়ের জয়দার চায়ের ঠেকে এমনই প্রতিবাদ এখন সোশ্যাল মিডিয়ায় মন কেড়েছে নেটিজেনের। চিকিৎসকের হত্যা মামলার তদন্ত করছে সিবিআই, রায় বিচার করছে সুপ্রিম কোর্ট। আরও কতদিন লাগবে বিচার পেতে সেই অপেক্ষায় রাজ্যবাসী। সেই অপেক্ষার দিন গুনছেন জয়ের চায়ের দোকানে আসা প্রতি মানুষ।

আরও পড়ুন: বাংলার এই স্কুলের ছাত্রীদের চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কারণ জানলে অবাক হয়ে যাবেন!

বলাগড়ের জিরাটের বাসিন্দা জয় ধর হুগলির বলাগড়ের এই চা বিক্রেতা প্রতিদিন আরজি করের ঘটনার বিচার চেয়ে তারিখ বদলে যান। তিনি ক্রেতাদের মনে করিয়ে দেন তিলোত্তমার বিচার পাইনি কতিদন হল। বছর ৩৬-এর জয়ের আসাম লিঙ্ক রোডের পাশে বারুইপাড়ায় রয়েছে চায়ের দোকান। বি এ ফাইনাল ইয়ার পড়তে পড়তে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কিছুদিন ঠিকাদারি, সেলসম্যানের কাজ করেন। নিজের স্বাধীন কিছু করতে চায়ের দোকান খুলে বসেন। দোকানের নাম দেন জয়দার চায়ের দোকান।

আরও পড়ুন: মেট্রোরেলের সুড়ঙ্গে দৌড় তরুণীর, ভয়াবহ কাণ্ড পার্ক স্ট্রিট স্টেশনে! বিঘ্নিত মেট্রো ব্যবস্থা, প্রশ্নে নিরাপত্তা

প্রতিদিন বিকেল হলেই তাঁর চায়ের দোকানে ভিড় জমে অনেক মানুষের।আসাম লিঙ্ক রোড ধরে যাওয়া অনেক গাড়ির যাত্রীরা দাঁড়িয়ে চা খান। আর তাঁদেরই মনে করিয়ে দেন এখনও বিচার হয়নি আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনার। জয়ের দোকানের ঠিক ডান দিকের দেওয়ালে একটি বোর্ড ঝোলানো রয়েছে। তাতে নীল কালিতে লেখা রয়েছে, ‘চা খেতে খেতে ভুলে যাবেন না তিলোত্তমার বিচার পায়নি।’ আর সেই ছবিই এখন ভাইরাল।

জয় বলেন, ‘এখনও আরজি করে ধর্ষণ ও খুনের বিচার হয়নি। চায়ের দোকান সামলে সেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছি না, তাই এই অভিনব ভাবে প্রতিবাদ করছি। যারা প্রতিবাদ করছেন তাদের পাশে আছি এবং তাদের সাহস জোগাচ্ছি। চলার পথে মানুষ যাতে ভুলে না যায়। ধর্ষণের বিরুদ্ধে যেন এক কঠোর আইন তৈরি হয়। প্রতিটা বাড়ির মহিলা যেন সুরক্ষিত ভাবে রাস্তায় বেরোতে পারে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করি।’

রাহী হালদার