Tag Archives: RG Kar murder

Sanjay Rai Narco Test: সিবিআই চাইছে, কিন্তু সঞ্জয় নয়! নারকোর অনুমতি দিল না আদালত, আরজি কর কাণ্ডে আরও বাড়বে রহস্য?

কলকাতা: সঞ্জয় রাইয়ের নার্কো পরীক্ষার অনুমতি দিল না আদালত। শুক্রবার বেলায় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ২টো নাগাদ তাকে আবার আদালত থেকে বের করে আনে সিবিআই।

সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল। বিচারকের চেম্বারে বিচারকের সামনে সঞ্জয় রাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই সময় উনি সম্মতি দেননি। এর পর আদালতে সঞ্জয়ের আইনজীবী সঞ্জয় সম্মতি দেননি।  আইনজীবীর তরফেও জানানো হয় তিনিও সম্মতি দিতে চান না। ভিন রাজ্যে নিয়ে গিয়ে সিবিআই নারকো পরীক্ষা করাতে চাইছে, তাতেও আপত্তি রয়েছে ।

বিচারক জানান, সম্মতি ছাড়া কারও নারকো পরীক্ষা করা যায় না। করা হলে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়। ২০১০ সালের কর্ণাটকের এক রায় উদ্ধৃত করে বলেন সেখানে কোনও অভিযুক্তর সম্মতি ছাড়া নারকো পরীক্ষা করা হলে সেটা হবে অসাংবিধানিক। এরপরই আদালত সিবিআইয়ের নারকো পরীক্ষার আবেদন খারিজ করে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৮ অগাস্ট রাতে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রাই আপাতত জেল হেফাজতে রয়েছে। পলিগ্রাফ টেস্টের সময় দোষ স্বীকার করেনি অভিযুক্ত সঞ্জয়। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সে কোনও ভাবে জড়িত নয় বলেই জানায়। এর পরই তদন্তে গতি আনতে সঞ্জয়ের নার্কো পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় সিবিআই।

আরও পড়ুন- রাতে ঘুমনোর আগে নাভিতে ফেলুন ফোঁটা ফোঁটা তেল…কোন তেল আপনার জন্য? জেনে নিন!

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এক দিনের মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। হাই কোর্টের নির্দেশে এই ধর্ষণ এবং খুনের মামলার তদন্তভার পায় সিবিআই।

আরও পড়ুন- আবর্জনা তোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ সাফাইকর্মী…আতঙ্ক হাওড়ায়!

এর আগে সিবিআই ধৃত সিভিকের পলিগ্রাফ পরীক্ষা করায়। সিবিআই সূত্র মারফত জানা যায়, পলিগ্রাফ পরীক্ষায় ১০টি প্রশ্ন করা হয়েছিল অভিযুক্তকে। প্রতি ক্ষেত্রেই তিনি দাবি করেন, ওই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন। প্রেসিডেন্সি জেলেই হয় এই পরীক্ষা। বর্তমানে ওই জেলেই বন্দি রয়েছেন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মিথ্যা বলছেন কি না, কিংবা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন কি না, তার কিছুটা আভাস পাওয়া যায় পলিগ্রাফ পরীক্ষায়।

সম্প্রতি অভিযুক্তের লালারস এবং কামড়ের নমুনা বা ‘টিথ ইমপ্রেশন’-ও সংগ্রহ করেছে সিবিআই। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নিহত চিকিৎসকের শরীরে যে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল, সেগুলির সঙ্গে ওই কামড়ের নমুনা এবং লালারস মিলিয়ে দেখা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সাহায্য নিচ্ছে তারা। এ ক্ষেত্রেও নিম্ন আদালতের অনুমতি নিয়েছিল সিবিআই। আদালত সম্মতি দেওয়ায় প্রেসিডেন্সি জেলে গিয়ে নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

RG Kar Protest: ‘আমার কাছে ওঁরা ভগবান’, রাত ঘনাচ্ছে, স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎ হাজির এক বাবা! যা করলেন, চমকে উঠল সকলে

উত্তর ২৪ পরগনা: রাতের রাস্তায় ‘জ্যান্ত ভগবান’-কে এভাবেই ভোগ নিবেদন করে এখন রাতারাতি ভাইরাল এই  ‘বাবা’। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বাবা, বছর ১১ মেয়ে রয়েছে তাঁরও। তার ভবিষ্যৎ সুরক্ষিত করা ও বর্তমানে চলা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের মাঝে পৌঁছে গিয়েছিলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে।

নিজের সামর্থ্য অনুযায়ী দীর্ঘ সময় ধরে রাস্তায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানে, বরানগর এলাকার বাসিন্দা রঞ্জন দাঁ নিয়ে গিয়েছিলেন প্রায় সাড়ে ৫০০ রসগোল্লা। শারীরিক ভাবে কিছুটা অসুস্থ হলেও, প্রতিবেশী পূর্ণেন্দু দত্তকে সঙ্গে নিয়েই পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে। রঞ্জনবাবু একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত, আর সঙ্গী পূর্ণেন্দুবাবু গাড়ি চালিয়ে করেন উপার্জন।

আরও পড়ুন: মেট্রোরেলের সুড়ঙ্গে দৌড় তরুণীর, ভয়াবহ কাণ্ড পার্ক স্ট্রিট স্টেশনে! বিঘ্নিত মেট্রো ব্যবস্থা, প্রশ্নে নিরাপত্তা

সাধারণ মানুষের কাছে ভগবানের আসন পাওয়া চিকিৎসকেরা যখন সারা রাত জেগে এভাবে ন্যায় বিচারের জন্য চালিয়ে যাচ্ছেন আন্দোলন, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিন্তে বাড়িতেই বসে থাকতে পারেন নি বরানগর এলাকার এই বাসিন্দা। তাই রাতেই অবস্থানরত চিকিৎসক পড়ুয়াদের জন্য মিষ্টির দোকান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী রসগোল্লা কিনে নিয়ে যান। এরপর চিকিৎসকদের অনুরোধ করেন তার এই সামান্য খাওয়ার গ্রহণের। এরপরই অবস্থানরত চিকিৎসকদের হাতে তুলে দেন মিষ্টি।

আরও পড়ুন: ভাবা যায়! কন্যার পর এবার অনুব্রতর বাড়ি ফেরার অপেক্ষায় মহারাষ্ট্রের মানুষরা! কেন? অবাক হয়ে যাবেন

রাত তখন প্রায় দু’টো। সারাদিনের কর্মক্ষেত্রের ক্লান্তিকে দূরে সরিয়ে এক মুখ হাসি নিয়ে এভাবেই সকলকে মিষ্টি বিতরণ করতে দেখা যায় বরানগরের রঞ্জন ও পূর্ণেন্দুকে। জিজ্ঞাসা করতে জানান, ‘ভগবানকে মিষ্টি নিবেদন করতে এসেছি। ভাই-বোনেরা দিনের পর দিন না ঘুমিয়ে কাটাচ্ছে, সেখানে একদিন নাই বা ঘুমোলাম।’ কোন রাজনৈতিক দলের হয়ে নয়, আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে একজন বাবা হিসেবেই আবেগ তাড়িত হয়ে বিচার চাইতে ছুটে যান বলেই জানিয়েছেন রঞ্জন দাঁ।

এলাকা-সহ রাজ্যের সর্বত্র যেভাবে ছোট ছোট ছেলে-মেয়েরা রাস্তায় নেমে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে তা দেখে আর ঠিক থাকতে পারেননি সাধারণ এই বাবা। কোনও রকম প্রচার চাইতে নয় নিতান্তই মানবিকতার খাতিরে তার এমন সিদ্ধান্ত বলেও জানান রঞ্জন দাঁ। সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল এই সাধারণ বাবার ছবি। অবস্থানরত চিকিৎসকেরা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নেটাগরিকরাও এখন কুর্নিশ জানাচ্ছেন এই  ‘বাবাকে’।

Rudra Narayan Roy

RG Kar Sanjay Roy Narco Test: আরজি কর-কাণ্ডে বিরাট মোড়! পলিগ্রাফেও মিথ্যা বলেছে সঞ্জয়? এবার যা করবে সিবিআই, সব সত্যির অপেক্ষা

পলিগ্রাফের পর এবার সঞ্জয় রাইয়ের নারকো টেস্টের পরিকল্পনা সিবিআইয়ের। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৮ অগাস্ট রাতে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রাই আপাতত জেল হেফাজতে রয়েছে।
পলিগ্রাফের পর এবার সঞ্জয় রাইয়ের নারকো টেস্টের পরিকল্পনা সিবিআইয়ের। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৮ অগাস্ট রাতে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রাই আপাতত জেল হেফাজতে রয়েছে।
ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের নারকো টেস্টের পরিকল্পনা সিবিআইয়ের। কিন্তু কেন?
ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের নারকো টেস্টের পরিকল্পনা সিবিআইয়ের। কিন্তু কেন?
শিয়ালদহ আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
শিয়ালদহ আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে দাবি, পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের দাবি ঘটনায় জড়িত নন তিনি। এই পরিস্থিতিতে তথ্য যাচাইয়ে নারকো টেস্টের পরিকল্পনা।
সিবিআই সূত্রে দাবি, পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের দাবি ঘটনায় জড়িত নন তিনি। এই পরিস্থিতিতে তথ্য যাচাইয়ে নারকো টেস্টের পরিকল্পনা।
বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। বুধবারের পর এদিন ফের জেরা। সঞ্জয় রাইকে জেরার পরে সিবিআই টিম সোজা আরজি কর হাসপাতালের এমর্জেন্সি বিল্ডিংয়ে যায়।
বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। বুধবারের পর এদিন ফের জেরা। সঞ্জয় রাইকে জেরার পরে সিবিআই টিম সোজা আরজি কর হাসপাতালের এমর্জেন্সি বিল্ডিংয়ে যায়।
 সঞ্জয়ের গতিবিধি নিয়ে ধোঁয়াশা জট খুলতে সিবিআই আরজি কর হাসপাতালে যায়।
সঞ্জয়ের গতিবিধি নিয়ে ধোঁয়াশা জট খুলতে সিবিআই আরজি কর হাসপাতালে যায়।
প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর অবশেষে বেরিয়ে যান সিবিআই গোয়েন্দারা। প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়কে একাধিক অসঙ্গতি নিয়ে জেরা করা হয়।
প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর অবশেষে বেরিয়ে যান সিবিআই গোয়েন্দারা। প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়কে একাধিক অসঙ্গতি নিয়ে জেরা করা হয়।
দ্বিতীয় দিনেও সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সঞ্জয় বেশ কিছু বিষয়ে লুকানোর চেষ্টা করছে। দফায় দফায় তাকে জেরা করেছেন গোয়েন্দারা। (রিপোর্টার-- অমিত সরকার)
দ্বিতীয় দিনেও সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সঞ্জয় বেশ কিছু বিষয়ে লুকানোর চেষ্টা করছে। দফায় দফায় তাকে জেরা করেছেন গোয়েন্দারা। (রিপোর্টার– অমিত সরকার)

Mamata Banerjee on RG Kar Protest: আমি বিচার চাই, মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি: মমতা বন্দ্যোপাধ্যায়

আরজি কর প্রতিবাদ ঘিরে বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে তিনি বদ্ধপরিকর। নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বার বার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তিনি নিজেও অপেক্ষা করেছেন তিন দিন। কিন্তু নবান্নের তরফে বার বার জুনিয়র চিকিৎসকদের আলোচনার টেবিলে ডেকেও লাভ হয়নি। জুনিয়র ডাক্তারদের এই অনড় মনোভাবে এবার কার্যত হতাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ”ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না। কিন্তু তিলোত্তমা বিচার পাক। আমার আন্দোলনে জন্ম। আমি আন্দোলন কে সমর্থন জানাই। মানুষ এসেছিলেন বিচার চাইতে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি। পরিবারগুলো যদি কৈফিয়ত চায় আমরা তাদের ও কৈফিয়ত দিতে বাধ্য।”

Mamata Banerjee on Junior Doctors Meet: ‘৩ দিন সাধ্যমতো চেষ্টা করলাম’, বৈঠক ভেস্তে গেলেও এখনও আলোচনার দরজা খোলা রাখলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অব্যাহত। তিন দিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত আলোচনা বৃহস্পতিবারও হল না।

নবান্ন সভাঘরে ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নের দরজা পর্যন্ত এসেও বৈঠকের লাইভ সম্প্রচারের দাবি না মানায় ভিতরে ঢোকেননি আন্দোলনকারীরা। এই নাটকীয় টানাপড়েনের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করলাম। এর পর যদি ওরা বসতে চায় মুখ্যসচিব, ডিজিকে বলব আপনারা বসুন। উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপল।’

আরও পড়ুন: ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি নবান্নের, হবে না লাইভ! থাকতে পারবেন ১৫ জন

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, ৩ দিন তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের অধীনে থাকা বিচারাধীন বিষয়ের আলোচনা কখনওই লাইভে করা যায় না। হাত জোর করে মমতা বলেন, ‘আমি ক্ষমা চাইছি বাংলার মানুষের কাছে। আপনারা ভেবেছিলেন আজ মিটে যাবে। যারা নবান্নে এর গেটে এসেও এলেন না, তাঁদের ক্ষমা করে দিলাম।’

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি, কী লুকোচ্ছে ধৃত? ফের জেরা CBI-এর

মমতা আরও বলেন, ‘ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। ধৈর্য ধরব, কিন্তু কাজে যোগ দিন। আমি জানি অনেকেই মিটিংয়ে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু দু-তিনজন চাইছেন না। বাইরে থেকে ইন্সট্রাকশন আসছে। আমাদের হাতে এসমা আছে, সব আছে। কিন্তু আমরা এইগুলো করব না। আমরা মানবিক। আমি ২৬ দিন অনশন করেছিলাম সিঙ্গুর নিয়ে।’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

CM Mamata Banerjee: ‘যারা নবান্নের গেটে এসেও এলেন না, তাদের ক্ষমা করে দিলাম’, জুনিয়র ডাক্তারদের পাশেই রইলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়। নবান্নে পৌঁছেও বৈঠক করলেন না জুনিয়র ডাক্তাররা। প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পরে সাংবাদিক সম্মেলন করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ক্ষমা চাইলেন বাংলার মানুষের কাছে, ক্ষমা করলেন বৈঠকে না আসা জুনিয়র ডাক্তারদেরও। পাশাপাশি তিনি তুলে আনলেন চিকিত্‍সার অভাবে রোগী মৃত‍্যুর প্রসঙ্গও।

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি ক্ষমা চাইছি বাংলার মানুষের কাছে (হাতজোড় করে )। আপনারা ভেবেছিলেন আজ মিটে যাবে। যারা নবান্নে এর গেটে এসে ও এলেন না তাদের ক্ষমা করে দিলাম।’’

আরও পড়ুন: দ্বাদশে দেশে সেরা, দক্ষিণী ছেলের ঝরঝরে বাংলা, ফিরে দেখা ‘সীতারামের’ রাজনৈতিক যাত্রা

মমতার কথায়, ‘‘আমি এইটুকু আশা করেছিলাম ছোটরা এসে তাদের কথা জানাবে ও কাজে যোগ দেবে। সুপ্রিম কোর্ট বলেছে এরপর রাজ্য যা করবে আমরা তাদের সমর্থন জানাব। কাল ও বসে ছিলাম, ভেবেছিলাম আমি চলে যাব। আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করলাম। এর পর যদি ওরা বসতে চায় মুখ্যসচিব, ডিজিকে বলবো আপনারা বসুন। উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপল (আমরা সাধারণ মানুষের জন‍্য বিচার চাই)।’’

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

রোগীমৃত‍্যু প্রসঙ্গে এদিন বৈঠকে মমতা বলেন, ‘‘রেগুলার দুই আড়াই ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়েছে। আমাদেরও তো অনেক কাজ রয়েছে। আমি তিনবার চেষ্টা করলাম। ইতিমধ্যেই ২৭ জন মারা গিয়েছেন। ৭ লক্ষের বেশি মানুষ পরিষেবা পাননি। জুনিয়র ডাক্তাররা কাজ কিরছেন না। সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা অনেকে কাজ করছেন না’’।

মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘কারোর যদি হার্ট অ‍্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না। বিক্রম মারা গেছে আরজি করে। তার অ‍্যাক্সিডেন্ট হয়। দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে। তাও কিছু বলেনি। কিন্তু বিক্রমের মা ও কাঁদছে।’’

Jalpaiguri News: আরজি কর কাণ্ডের আবহে কেমন চলছে জলপাইগুড়ি সদর হাসপাতাল? রইল হাল হকিকত

জলপাইগুড়ি: আরজি কর কাণ্ড ঘিরে রাজ্য জুড়ে এখনও উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। দিকে দিকে চলছে চিকিৎসকদের কর্ম বিরতি,অভিযান কর্মসূচী,আন্দোলন। দাবি একটাই “বিচার চাই”। কিন্তু এর মধ্যেও প্রশ্ন উঠছিল চিকিৎসকদের কর্ম বিরতির দরুন সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। কিন্তু, জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালের পরিস্থিতি এখন কেমন ? পরিষেবা নিয়ে কি জানাচ্ছেন রোগীদের পরিজনেরা? খোঁজ নিয়েছিলাম আমরা।

জলপাইগুড়ির মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে বলেই প্রথম থেকেই জানিয়েছিলেন চিকিৎসকদের একাংশ। অনেকটাই স্বাভাবিকের পথে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। দূর থেকে রোগীরা আসছেন চিকিৎসা করাতে,চিকিৎসকেরাও সুষ্ঠভাবেই চিকিৎসা করছেন রোগীদের। রোগীদের পরিবার পরিজনের কাছ থেকেও এদিন মিলল ইতিবাচক প্রতিক্রিয়া। এদিন বর্তমান হাসপাতালের পরিষেবায় খুশি প্রকাশ করলেন রোগীরা।

কর্তব্যরত চিকিৎসক জানান,আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সঠিক পরিষেবা দিয়ে যাচ্ছি। তবে হতাশার সুরে জানান, হাসপাতালে পরিষেবা দিতে গিয়ে মাঝেমধ্যে নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের কাছে। এই প্রসঙ্গে মেডিকেল কলেজের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট ড: সুরজিৎ সেন জানান,”পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে তুলনায় চিকিৎসক কম থাকায় কিছুটা পরিষেবায় বিঘ্ন হচ্ছে ঠিকই। দ্রুত সেই সমস্যাও কেটে যাবে।”

আরও পড়ুনঃ General Knowledge: বলুন তো, পৃথিবীতে কার হার্ট সবথেকে বড়? ওজন ও আকার জানলে চমকে যাবেন

উত্তপ্ত পরিস্থিতি শুরু হওয়া থেকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজে ইমারজেন্সি পরিষেবা স্বাভাবিক ছিল। আউটডোর পরিষেবায় খানিক ব্যাঘাত ঘটেছিল কিছুদিন। তবে ধীরে ধীরে পরিস্থিতির স্বাভাবিক হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে।

সুরজিৎ দে

Mamata Banerjee-Junior Doctors: অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী! কাটল না ‘লাইভ স্ট্রিমিং’ নিয়ে জটিলতা! বৈঠক কি বিশ বাঁও জলে?

কলকাতাঃ নবান্নের সভাঘরে অপেক্ষারত মুখ‍্যমন্ত্রী। নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দু-পক্ষের মধ‍্য‍ে চেলেছে ইমেল চালাচালি। অবশেষে, আজ নবান্নে বৈঠকে গেলেন জুনিয়ার ডাক্তারা। নবান্নের সভাঘরে এসে উপস্থিত হলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়।

আরও পড়ুনঃ স্নায়ুযুদ্ধ চরমে, নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা! লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়

সাংবাদিক বৈঠকে মুখ‍্যসচিব মনোজ পান্ট জানালেন, ‘‘আজ আমরা মেল করেছিলাম। এর জন্য ওরা এসেছে। ওরা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন সভা ঘরে। ওরা ৩২ জন এসেছে। অনুমতি দিয়েছি। ওরা বলছে মিটিং-এর লাইভ স্ট্রিমিং করতে। আমরা বলেছি লাইভ স্ট্রিমিং হবে না। আমরা বলেছি ডকুমেন্ট করে রাখবো। ডক্টর বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। দেড়ঘণ্টা হয়ে গেল মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘চিকিৎসকদের যা প্রয়োজন সিসিটিভি, রেস্টরুম, লাইট-এর যা প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। আমরা অনুরোধ করব যাতে ওরা মিটিং-এ আসে। আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি। লাইভ স্ট্রিমিং ইম্পরট্যান্ট নয়। আলোচনা ইম্পরট্যান্ট। তবে, একটা লিমিট আছে। মুখ্যমন্ত্রী দেরঘন্টা অপেক্ষা করছেন।’’

অন‍্যদিকে, ডিজি রাজীব কুমার জানান, ‘‘একটা ফর্মাল মিটিং-এ লাইভ স্ট্রিমিং হয়না। এই আলোচনা কি চাইছে, মুখ‍্যমন্ত্রী অপেক্ষা করছেন, আমরা কমিটেড ওদের নিরাপত্তা-এর জন্য। আমরা আইনকে সন্মান করি। সরকার সদিচ্ছা থেকে ওদের আমন্ত্রণ জানাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এর মিটিং এর সব লাইভ হয় না। সুপ্রিম কোর্ট এর পর্যবেক্ষনে আছে।’’

প্রথম থেকেই নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনা সভা শুরু আগে, শেষ মূহুর্তে নিজেদের মধ‍্যে বৈঠক করেছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাঁদের প্রথম থেকেই অন‍্যতম শর্ত ছিল লাইভ স্ট্রিমিং। তবে, প্রশাসন সেই দাবি মেনে নিতে নারাজ। জুনিয়ার ডাক্তদের সঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বেরিয়ে এলেন কথা বললে।

Alipurduar News: চিকিৎসক হতে আর জি করে আর কি আসবেন মেয়েরা? প্রশ্ন তুলে দিল চা বস্তির এই পড়ুয়ার সিদ্ধান্ত

আলিপুরদুয়ার: সপ্তাহে একদিন শুধু ট্রেনে চেপে শিলিগুড়ি গিয়ে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিত রিয়া বিশ্বকর্মা। আরজি কর মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ আসলেও, সেই তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর আর সেখানে পড়তে যেতে যথেষ্ট ভয়ে রিয়া।

এমবিবিএস পড়াশোনা চালিয়ে যাবেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে। নিট প্রস্তুতি চার বছর ধরে নিচ্ছেন রিয়া। যেদিন ভোরের ট্রেনে চেপে শিলিগুড়ি যেতেন সেদিন রাতের ট্রেনে চেপে আবার বাড়ি ফিরতেন।পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে যাতে আলাদা টাকা খরচ না হয়ে যায়। পাশাপাশি, অনলাইন কোচিং নিয়ে নিট পরীক্ষায় সফল দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি এলাকার বাসিন্দা রিয়া বিশ্বকর্মা। বন্ধ দলসিংপাড়া চা বাগানের গোপালবাহাদুর এলাকার বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার সন্তান রিয়া বিশ্বকর্মা।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি, কী লুকোচ্ছে ধৃত? ফের জেরা CBI-এর

এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে সে। প্রত্যন্ত বনবস্তি এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে। তার সর্বভারতীয় র‍্যাঙ্ক এক লক্ষ ২৯ হাজার। নিটে বসে সফল হওয়ার পর আরজি কর মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ এসেছিল। এত কিছু ঘটে যাওয়ার পর তিনি রাজি ছিলেন। কিন্তু তরুণীর মা যেতে দিতে রাজি নন। তার জন্য কোচবিহারে পড়তে যাওয়ার সিদ্ধান্ত তার।

আরও পড়ুন: ফের আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি নবান্নের, হবে না লাইভ! থাকতে পারবেন ১৫ জন

এই এলাকায় নেই কোনও নিটের কোচিং সেন্টার এমনকি নিট প্রস্তুতি জন্য নেই কোনও সুবিধা। ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে। রিয়ার বাবা রাজু পেশায় ছোট ব্যবসায়ী মা অঙ্গনয়াড়ি কর্মী। রিয়া বিশ্বকর্মা জানান, “ইউটিউবে অনলাইন ক্লাস করেছি। বেশিরভাগ সময় ঘরে বসেই প্রস্তুতি নিয়েছি। অনেক সময় নেটওয়ার্ক সমস্যা হত, মাঠে বসে পড়তাম সে সময়। কঠোর পরিশ্রম করলে আমাদের মতো প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও নিট পাশ করতে পারবে। আমি এই এলাকার চিকিৎসক হয়ে আসতে চাই।”

নিটে রিয়ার প্রাপ্ত নম্বর ৫৫৬। কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সে। ইতিমধ্যে রিয়া ভর্তি হয়ে গিয়েছে। রিয়ার এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে সকলে। এই খবর শোনার পর এলাকার বাসিন্দারা, স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়ার ঘরে এসে তাকে সম্বর্ধনা প্রদান করেছে। রিয়ার বাবা রাজু বিশ্বকর্মা জানান, “ছোট থেকেই চিকিৎসক হতে চাইত। খুব একাগ্রতা ছিল ওর পড়াশুনোর প্রতি। আমরা তো অতটা জানি না নিট পরীক্ষার বিষয়ে। ও যেভাবে পড়তে চেয়েছে, পাশে ছিলাম। ও এলাকার চিকিৎসক হয়ে চা বাগানের বাসিন্দাদের সেবা করুক, আমিও এটাই চাই।”

Annanya Dey

Mamata Banerjee-Junior Doctors: স্নায়ুযুদ্ধ চরমে, নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা! লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়

কলকাতাঃ  নবান্নে পৌঁছেও বৈঠকে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা।  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দুপক্ষের মধ‍্য‍ে চেলেছে ইমেল চালাচালি। অবশেষে, আজ নবান্নে বৈঠকে গেলেন জুনিয়ার ডাক্তারা। নবান্নের সভাঘরে এসে উপস্থিত হলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়। তবে, এখনও তাঁরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়।

নবান্ন সূত্রে খবর, জুনিয়ার ডাক্তারদের কথা মেনেই ৩০জনকে ঢুকতে দেওয়া হল নবান্নের সভাঘরে। তবে, লাইভ স্ট্রিমিং হবে কিনা সেই নিয়ে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। প্রথম থেকেই নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনা সভা শুরু আগে, শেষ মূহুর্তে নিজেদের মধ‍্যে বৈঠক করেছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাঁদের প্রথম থেকেই অন‍্যতম শর্ত ছিল লাইভ স্ট্রিমিং। তবে, প্রশাসন সেই দাবি মেনে নিতে নারাজ। জুনিয়ার ডাক্তদের সঙ্গে সেই বিষয়ে  বারবার কথা বলছেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, সিপি হাওড়া। মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বেরিয়ে এলেন কথা বলতে। স্বরাষ্ট্র সচিব কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে। অন‍্যদিকে, ডিজি পুলিশ আধিকারিকদের নিয়ে আলাদা কথা বলছেন।

নবান্নে জুনিয়র চিকিৎসকরা
নবান্নে জুনিয়র চিকিৎসকরা

নবান্নের চিঠির উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ‘আমরা মনে করি যে সদর্থক বার্তা এসেছিল সেটাকে স্বাগত জানাচ্ছি। আমরা বৈঠকে যাব। যে পথে ছিলাম, সেই পথেই থাকব। ৩০ জন মিলে যাব। সরাসরি সম্প্রচার করতে হবে। তাঁদের কথায়, লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানো পথ। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা লাইভ করা হয়, তাহলে সমস্যা কোথায়? আমরা আমাদের বাসে যাব…’

গত দু’দিন ধরে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের আলোচনার রফাসূত্র মেলেনি।নবান্নর তরফে চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফের আলোচনার প্রস্তাব পাঠানো হল। সর্বাধিক ১৫ জন আসতে পারবেন। কিন্তু লাইভ হবে না। কিন্তু রেকর্ড করা যাবে। নবান্নের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে। তার প্রেক্ষিতেই এই বক্তব্য জুনিয়র ডাক্তারদের। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির প্রিন্সিপাল বা অধিকর্তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বেলা দু’টোর মধ্যে কতজন জুনিয়ার ডাক্তার কাজে যোগ দিয়েছেন।