Tag Archives: RG Kar

Mamata Banerjee Rally: আরজি কর কাণ্ডে একটাই দাবি, ‘ফাঁসি চাই’, নারী-বাহিনী নিয়ে এবার পথে নামলেন মমতা!

কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে, এমনই অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। বাম ও বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ তৃণমূলের। বাম-রামের এই চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনাকে কেন্দ্র বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল। তবে, শুরু থেকেই আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি করে আসছিলেন মমতা। সেই সূত্রেই আজ, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মমতা। সঙ্গে আছেন শতাব্দী রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সায়ন্তিকা, চন্দ্রিমা ভট্টাচার্য, অদিতি মুন্সি, দোলা সেন, লাভলি মৈত্র। রয়েছেন বাংলা ছবি এবং সিরিয়ালের জগতের কয়েক জন।

মিছিল শেষে মঞ্চে ওঠেন মমতা। পাশে তৃণমূলের সাংসদ, বিধায়কেরা। তাঁদের মুখে একটাই স্লোগান, ‘‘দোষীদের শাস্তি চাই। শাস্তি নয়, ফাঁসি চাই। তাড়াতাড়ি বিচার চাই।’’

আরও পড়ুন: সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

মিছিলের মাঝেই পথে ট্রাম ভবনের সামনে মিছিল থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ জনের সঙ্গে কথাও বলেন মমতা। তার পর আবার এগিয়ে যান তিনি। মৌলালি থেকে গোটা যাত্রাপথটাই হাতজোড় করে মিছিলে হাঁটেন মমতা। পাশে তৃণমূল সাংসদ, বিধায়ক, কর্মীদের মুখে স্লোগান, ‘‘দোষীদের ফাঁসি চাই।’’

এদিকে, আগামিকাল ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা। গত বুধবার বেহালায় প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠানে এই ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন। সিপিআইএম বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে নেত্রী বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার।

মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘‘গত শুক্রবার আরজি করের ঘটনার দিন ছিলাম ঝাড়গ্রামে। সেখান থেকেই পুলিশের সঙ্গে টানা যোগাযোগ রেখে গিয়েছি। ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পৃথিবীর সেরা কলকাতা পুলিশের দক্ষ অফিসাররা তদন্ত করছিল। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। আশা করব ওরা রবিবারের মধ্যে রেজাল্ট দেবে। মাথায় রাখতে হবে, রাজ্য পড়ুয়াদের দাবি মেনে এমএসভিপি, প্রিন্সিপাল, পুলিশকে বদলি করেছি।’’

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসাকর্মীদের উপর হামলা হলে ৬ ঘণ্টার মধ্যেই এফআইআর, নির্দেশিকা জারি DGHS-এর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি করের চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনায় মেয়েদের রাত দখলের কর্মসূচি পালনের রাতেই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। তছনছ করা হয় হাসপাতালের একাধিক বিভাগ। আক্রান্ত হন হাসপাতালের কয়েক জন চিকিৎসাকর্মী। এই ঘটনার পরপরই কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্ত সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস (Directorate General of Health Services)।

আরও পড়ুন– ‘কত টাকা নেবে…?’ নয়ডায় মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, দোষীদের গ্রেফতারির আশ্বাস পুলিশের

নির্দেশিকা জারি করে ডিজিএইচএস (DGHS) জানিয়ে দিল যে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসাকর্মীদের উপর হামলা হলে ৬ ঘণ্টার মধ্যেই এফআইআর দায়ের করতে হবে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে। আরজি কর ঘটনার পর থেকেই এ রাজ্যের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশকে নিশানা করে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলও।

অন্যদিকে আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কড়া ভাষায় ঘটনার নিন্দা করে একটি ভিডিও বার্তায় বলেছিলেন, ‘‘বাংলা এমন একটা রাজ্যে পরিণত হয়েছে যেখানে আইনের শাসন বলে কিছু নেই। বিশেষ করে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দিন‌ দিন বেড়েই চলেছে।’’

আরও পড়ুন– নেল কাটারের ভিতরে থাকা ছুরির মতো অংশ নিশ্চয়ই লক্ষ্য করেছেন? এদের কাজ কি জানা আছে? বেশিরভাগ মানুষই জানেন না

নাড্ডা আরও বলেন, ‘‘এটা অত্যন্ত চিন্তার বিষয়। সরকার মানুষের চোখে ধুলো দিয়ে আরজি কর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছিল। আমি এই বিষয়টারও তীব্র নিন্দা করছি।’’’ আর এর ঠিক পরে পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা গোটা দেশে কোথাও কোনও চিকিৎসক এবং চিকিৎসা কর্মী আক্রান্ত হলে ঘটনা ঘটার ৬ ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করার বিষয়ে কড়া নির্দেশিকা জারি করল।

Hrithik Roshan on RG Kar Murder Case: ‘দোষীর কঠোরতম শাস্তি চাই…!’ আরজি কর কাণ্ডের নৃশংসতায় গর্জে উঠলেন হৃতিক, শিউরে উঠেছেন বলিউডের তারকারা

মুম্বই: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বলিউড তারকারাও। একই দাবিতে গলা তুলেছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশনও। আরজি করের ঘটনার বিচার চেয়ে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন অভিনেতা। তিনি লিখেছেন, এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত। আর অপরাধীদের কড়া শাস্তি দিলেই এটা বন্ধ করা সম্ভব।

হৃতিক লিখেছেন, “হ্যাঁ, আমাদের এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে আমরা সকলেই সমান ভাবে নিরাপদ বোধ করি। কিন্তু সেই জায়গায় পৌঁছতে কয়েক দশক সময় লেগে যাবে। আর এটা আমাদের পুত্র এবং কন্যাদের সংবেদনশীল ও ক্ষমতায়নের মাধ্যমে ঘটবে। আমাদের পরবর্তী প্রজন্ম ভাল হবে। সেই জায়গায় আমরা ধীরে ধীরে পৌঁছব। কিন্তু তার মাঝে? এই ধরনের নৃশংসতা বন্ধ করাই হল এই মুহূর্তের সবথেকে বড় ন্যায়বিচার। এই অপরাধের শান্তি এতটাই কঠোর হওয়া উচিত যে, এই ধরনের মানুষরা যেন দিনের আলো দেখেও কেঁপে ওঠে। এটাই আমাদের প্রয়োজন। সম্ভবত?”

এখানেই শেষ নয়, হৃতিক আরও লেখেন, “বিচার চেয়ে মৃত ওই চিকিৎসকের পরিবারের পাশেই রয়েছি। আমি সেই সকল চিকিৎসকেরও সঙ্গে রয়েছি, যাঁরা গত রাতে আক্রান্ত হয়েছেন।” বৃহস্পতিবার জঘন্য ওই ঘটনায় জড়িত অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন বলিউড অভিনেতা জেনেলিয়া ডিসুজাও। তিনি লিখেছেন, “দানবদের ফাঁসিতে ঝোলাতে হবে!!! ওই তরুণী চিকিৎসককে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা পড়ে তো আমার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গিয়েছে। এক মহিলা যিনি সকলের জীবন বাঁচান, তাঁকেই ডিউটি চলাকালীন সেমিনার হলে ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হয়েছে। তাঁর পরিবার এবং প্রিয়জনদের জন্য আমার প্রাণ কাঁদছে। এই ঘটনায় তাঁরা কী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আমার কাছে অকল্পনীয়! আর আমার কাছে স্বাধীনতার অর্থ হল, যখন আমাদের দেশের মহিলারা সত্যি সত্যিই নিরাপদ বোধ করবেন।”

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

শুধু তা-ই নয়, এই বিষয়ে সরব হয়েছেন করিনা কাপুর খান-আলিয়া ভাট থেকে শুরু করে প্রীতি জিন্টা পর্যন্ত। করিনা লিখেছেন, “১২ বছর পরে একই গল্প, একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে চলেছি।” অন্যদিকে প্রীতি জিন্টা প্রচণ্ড রেগে গিয়ে লিখেছেন, কলকাতার এই ধর্ষণকাণ্ড ‘অত্যন্ত জঘন্য’। মহিলাদের নিরাপত্তার উপর জোর দিতে হবে। আর সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন প্রীতি। এর আগে অবশ্য এই ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে দাবি করেছেন কঙ্গনা রানাউত। সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন স্বরা ভাস্কর এবং রিচা চাড্ডার মতো অভিনেত্রীও।

RG Kar Rape and Murder Case: তিনি সাংসদ, তিনি দিদি নম্বর ওয়ান, আরজি করের ঘটনায় চোখের জলে ভাসলেন, যা বললেন রচনা, ভাইরাল

হুগলি: আরজি করের চিকিৎসককে খুুনও ধর্ষণের  ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ জানালেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে আরজি কর ঘটনার প্রতিবাদে কথা বলতে গিয়ে কেঁদে ফেলতে দেখা গেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে।

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, আবেগপ্রবণ হয়ে রচনা বলছেন, ‘‘আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ নাগরিক হিসাবে । আমি একজনের মা, একজনের মেয়ে। আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীন ভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ ,উত্তরপ্রদেশ, মনিপুর সেখানে একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীন ভাবে ঘুরতে পারব। আমরা কেন করতে পারছি না। কলকাতার আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না ,মুখে আনা যায় না যা ঘটেছে।’’

আরও পড়ুন – Dry Fruits: মুঠো মুঠো বাদামে নিজের মারণ বিপদ ডাকছেন না তো, ডায়াবেটিসের টুঁটি চেপে ধরে এই বাদাম, অন্যদিকে এই বাদাম বড় রোগের যম

আমরা প্রতিবাদের সুর তুলেছি আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সঙ্গেআছি। এরকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষে এর আগে কোথাও উঠেছে‌। তাই সব মহিলাদের আমি স্যালুট জানাই । এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় ওই নির্যাতিতা । তার বাবা মা যেন সুবিচার পায়। দোষী যেন শাস্তি পায়।

তিনি আরও বলেন, ‘‘দিনের শেষে যখন রাত করে কাজ সেরে গাড়ি করে বাড়ি ফির। অনেক মানুষ অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, বাসে ফিরে, কেউ ট্যাক্সিতে ফেরে। অনেকে অনেক কষ্ট করে ফেরে। আমার মনে হয় আমি বাড়িতে ঠিক ভাবে পৌঁছতে পারবো তো! কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো ,মাথা উঁচু করে চলব। আমি একজনের বোন, একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে আমাকে বাঁচানোর চেষ্টা করবে। আমি বিপদে পড়লে আমার হাত ধরে বাড়ি পৌঁছে দেবে এটাই তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। তাদের জাত কি এমন হওয়া উচিত আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে পৌঁছবে না, আমাকে ছিঁড়ে খাবে ? কেন হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের এর জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে । ভারতীয় সংবিধানের বিচারব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোন পুরুষ কুনজর দিতে পারবে না। তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে এটা আমরা করব কিনা। এরকম শাস্তি হওয়া উচিত। যারা প্রতিবাদের সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। যত দ্রুত সম্ভব অপরাধের শাস্তি পাওয়া উচিত। সবাইকে একজোট হতে হবে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কখনও ভাববেন না আমরা শিল্পী রাজনীতির মানুষ আমাদের মন আপনাদের জন্য ভাবে না কাঁদে না। ভারতবর্ষের যে সমস্ত মহিলারা নির্যাতনের শিকার হয়েছেন তারা সকলেই সুবিচার পাক। উই ওয়ান্ট জাস্টিস।’’

Rahi Haldar

RG Kar Case: আরজি করে হামলায় কতজনকে গ্রেফতার করল পুলিশ? কারা তারা? স্পষ্ট করে দিল পুলিশ

কলকাতা: আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। ভাঙচুরের সময়কার ছবি দিয়ে কয়েকজনকে চিহ্নিত করে সমাজ মাধ্যমে শেয়ারও করেছে কলকাতা পুলিশ। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মোট তিনটি মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার সকালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৯। কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘পরশু রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করেছি আমরা। যাদের মধ্যে পাঁচজনকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন আপনারা। বাকি হামলাকারীদের খোঁজও আমরা খুব দ্রুতই পাব বলে আমাদের বিশ্বাস। আরও একবার অনুরোধ, গতকালের পোস্ট থেকে আর কাউকে শনাক্ত করতে পারলে অনুগ্রহ করে জানান।’

আরও পড়ুন: আমবাগানে হঠাৎ বীভ‍ৎস আওয়াজ, তারপরই রক্তে ভাসল চারিদিক! মৃত্যু, ভয়ঙ্কর কাণ্ড

মঙ্গলবার মধ্যরাতে আরজি করে হামলা এবং ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। লালবাজারের একটি সূত্র মারফত জানা যায়, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল নিজেই জিজ্ঞাসাবাদ করন তাঁদের। তিনটি মামলা রুজু করা হয় লালবাজারের তরফে।

কলকাতা পুলিশের সমাজমাধ্যমের পাতায় ওই অশান্তির ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চায় পুলিশ। সেখান থেকেই মেলে কয়েক জনের সন্ধান।

Mamata Banerjee: আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরজি কর কাণ্ডে দোষীর সর্বোচ্চ সাজার দাবি তৃণমূলের

আবীর ঘোষাল, কলকাতা: বিরোধীরা চক্রান্ত করছে অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। বাম ও বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ তৃণমূলের। বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনাকে কেন্দ্র বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল।

আরও পড়ুন– ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা ! গাঙ্গেয় বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

আজ, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মিছিলে পা মেলাতে চলেছেন। আগামিকাল ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধরনা, প্রতিবাদ সভা। গত বুধবার বেহালায় প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠানে এই ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন। সিপিআইএম বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে নেত্রী বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার।

আরও পড়ুন– পঞ্জিকা ১৬ অগাস্ট: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘‘গত শুক্রবার আরজি করের ঘটনার দিন ছিলাম ঝাড়গ্রামে। সেখান থেকেই পুলিশের সঙ্গে টানা যোগাযোগ রেখে গিয়েছি। ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পৃথিবীর সেরা কলকাতা পুলিশের দক্ষ অফিসাররা তদন্ত করছিল। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। আশা করব ওরা রবিবারের মধ্যে রেজাল্ট দেবে। মাথায় রাখতে হবে, রাজ্য পড়ুয়াদের দাবি মেনে এমএসভিপি, প্রিন্সিপাল, পুলিশকে বদলি করেছি।’’

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ শুক্রবার বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মমতা। তিনি নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে- ‘উই ওয়ান্ট জাস্টিস’। তিনি জানিয়েছেন, বিচারের দাবিতেই পথে নামছে তৃণমূল।’’

উল্লেখ্য, বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন তিনি। তাঁর দাবি, আগামী রবিবারের মধ্যে সিবিআই-কে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে পথে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

Santunu Sen: ‘তৃণমূলে ছিলাম, কিন্তু…’, মুখপাত্রের পদ থেকে সরাতেই বিস্ফোরক শান্তনু সেন! কীসের ইঙ্গিত দিলেন?

কলকাতা: আরজি কর কাণ্ডে মুখ খুলে তৃণমূলেই শাস্তির মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন৷ এ দিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর হাসপাতালের পরিবেশ এবং বর্তমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন৷

এদিন তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মুখ খোলেন শান্তনু। তিনি বলেন, ”সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম, তৃণমূলের মুখপাত্র হিসেবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের প্রথম দিন থেকে সৈনিক আমি। তৃণমূলের সব সিদ্ধান্ত আমি শিরোধার্য করেছি, আজও করেছি। আমি কখনও দলবিরোধী কোনও কথা বলিনি। দলনেত্রীর বিরুদ্ধে তো কখনই নয়।”

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ৩ জনকে ডেকে পাঠাল সিবিআই! কারা তারা? রহস্য জট খুলে যাবে এবার?

শান্তনুর সংযোজন, ”অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আমি কোনও দলবিরোধী কাজ করিনি। কিন্তু তৃণমূল জমানায় স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হলেও স্বাস্থ্য ব্যবস্থার অনেক কিছু নিয়েই দলনেত্রীর কাছে সঠিক খবর পৌঁছায় না। দুঃখ লাগে, যখন দেখি, অন্য দল থেকে এলে বা সেই দল এই দল করে আমাদের দলে এলে, বা নেত্রীর বিরুদ্ধে কথা বললেও আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী নেতা-কর্মীরা অনেক সময় রোষের মুখে পড়েন। আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, আজও তৃণমূলের সঙ্গেই আছি।”

শান্তনু সেনের আরও অভিযোগ ছিল, আরজি করে পড়তে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকেও৷ আরজি করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন শান্তনুবাবুর স্ত্রী পেশায় চিকিৎসক কাকলি সেনও৷ এর পরেই আজ সকালে শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷

এ দিন তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আরজি কর কাণ্ডের জেরে শান্তনু সেনকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে৷ গত কয়েকদিন আরজি কর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মত বলে জানিয়ে দিয়েছে দল৷ শান্তনু সেনকে পদ থেকে সরানোর ঘোষণা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘গতকাল বেহালার মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়টি কিছুটা আপনাদের জানিয়েছিলেন৷ আরজি কর কাণ্ডে শান্তনু সেন যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মত৷ দল এর দায়িত্ব নেবে না৷’

আরজি কর কাণ্ডের পরই ওই হাসপাতালের প্রাক্তনী শান্তনু সেন হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন৷ তাঁর নিশানায় ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার নামেও দুর্নীতি চলে বলে অভিযোগ করেন শান্তনু৷ যা বিপাকে ফেলেছিল শাসক দলকে৷

রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর শান্তনুকে আর টিকিট দেয়নি দল৷ এবার তাঁকে দলীয় মুখপাত্রের পদ থেকেও সরানো হল৷ যদিও এ বিষয়ে শান্তনু সেনের প্রতিক্রিয়া জানা যায়নি৷ যদিও গতকাল তিনি জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডে মুখ না খুললেও ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ইস্যুতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি৷