Tag Archives: RG Kar

মেয়ের বাবা, আরজি করের ঘটনায় ভেঙে পড়ছেন ঋদ্ধি! সৌরভের পর মুখ খুললেন ‘পাপালি’

কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও মেয়ের বাবা। আর সেই চিকিৎসক তরুণীর মৃত্যুতে তাই গভীর শোকাহত মহারাজ।

আর এবার আরজি করের ন্যক্কারজনক ঘটনা নিয়ে মুখ খুললেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। আরজি করের জঘন্য ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। প্রতিবাদের ঝড় উঠেছে। সবার একটাই দাবি, দোষীদের শাস্তি চাই।

এবার আরজি করের ঘটনায় ন্যায়বিচার চেয়ে মুখ খুলছেন ক্রিকেটাররা। জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, সৌরভ গঙ্গোপাধ্যায়রা সরব হয়েছেন। এবার এই ঘটনায় মুখ খুললেন মেয়ের বাবা ঋদ্ধি।

আরও পড়ুন- ‘সেই রাতে ও মারা যেতে পারত’-অলিম্পিক্স কুস্তির ফাইনালের আগের রাতে ঠিক কী হয়েছিল

মেয়ের বাবা হিসেবে তিনি ভীত, সন্ত্রস্ত, যন্ত্রণায় কাতর। এমনকী এই ঘটনা তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে বলেও জানালেন ঋদ্ধি। তিনি এদিন সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখলেন, আমার শহরে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনায় হৃদয় ভেঙেচুরে গিয়েছে। বাবা হিসেবে আমি যন্ত্রণাকাতর, একইসঙ্গে ক্ষুব্ধও।

তিনি আরও লিখলেন, আমরা আমাদের সন্তানদেরই সুরক্ষা দিতে পারি না, তা হলে আমরা নিজেদের কীভাবে মানুষ বলে দাবি করতে পারি? এই সমাজের এবার অন্তত ঘুম ভেঙে জেগে ওঠা উচিত। সারা বিশ্বে মহিলারা আরও ভাল পরিবেশ, সমাজের দাবি রাখে। মেয়েদের নিরাপত্তার অধিকার রয়েছে, এটা অস্বীকার করা যায় না। সহজ-সাবলীলভাবে যাতে মেয়েরা ঘুরে বেড়াতে পারে, সেদিকে প্রশাসনের নজর দিতে হবে।

আরও পড়ুন- ‘এবারের যুক্তি কী?’ আরজি কর নিয়ে প্রশ্ন মহম্মদ সিরাজের

আরজি করের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। মেয়েদের নিরাপত্তা নিয়ে উঠেছে হাজার প্রশ্ন। কাঠগড়ায় প্রশাসন। তার মধ্যে সেলেব্রিটিদের এমন সওয়াল চাপ বাড়াচ্ছে প্রশাসনের উপর।

সৌরভের বড় দাবি আরজি কর কাণ্ড নিয়ে, ভুল বুঝেছিল সবাই! ডাক্তারদের করলেন অনুরোধ

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও মেয়ের বাবা। আর সেই চিকিৎসক তরুণীর মৃত্যুতে তাই গভীর শোকাহত মহারাজ। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও মেয়ের বাবা। আর সেই চিকিৎসক তরুণীর মৃত্যুতে তাই গভীর শোকাহত মহারাজ। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।
১১ আগাস্ট এই নারকীয় ঘটনা নিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সৌরভ এদিন দাবি করলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
১১ আগাস্ট এই নারকীয় ঘটনা নিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সৌরভ এদিন দাবি করলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
সৌরভ সেদিন বলেছিলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।
সৌরভ সেদিন বলেছিলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।
তিনি আরও বলেছিলেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেছিলেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন ফের বললেন, গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম। আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন ফের বললেন, গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম। আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে। তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।
ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই প্রসঙ্গে সৌরভ বলেন, সেই দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয়।
ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই প্রসঙ্গে সৌরভ বলেন, সেই দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয়।

RG Kar Rape and Murder Case: তিনিও মেয়ের বাবা, আরজি করের ঘটনায় ফের মুখ খুললেন সৌরভ, যা বললেন দাদা

কলকাতা: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা শহর, সারা দেশে বিক্ষোভের তোলপাড় চলছে৷ এই নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বিদগ্ধ মানুষ সকলেই নিজের মতো করে প্রতিবাদ করছেন৷

ঘটনার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও মুখ খুলেছিলেন, কিন্তু তারপরেই একাংশের জনতার রোষের মুখে পড়েন দাদা৷  কিন্তু এবার যখন তাঁকে প্রশ্ন করা হয় তিনি তো একজন মেয়ের বাবা, তিনি কী ভাবছেন৷

আরও পড়ুন – Lady Finger Health Benefit: এই সবজি খেয়ে কিছু লাভ হয় নাকি, শুধু শুধু কি আর ঢ্যাঁড়শ বলা হয়, গুণে ঠাসা, আটকায় একাধিক রোগ

তবে ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই প্রসঙ্গে সৌরভ বলেন, সেই দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন চিকিৎসা না হলে সে ক্ষেত্রেও প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয়।

“গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলে ছিলাম। আমি জানিনা আমার বক্তব্যের কি ব্যাখ্যা হয়েছে। আবারও বলছি এই ঘটনা ভয়ঙ্কর ঘটনা। দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে।’’

তিনি আরও  বলেন, ‘‘তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে। যেভাবে মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনা পৃথিবীর যেকোন প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন।”

এদিকে আরজি কর কান্ডে চরম উত্তেজনা চলছেই৷ সিবিআই আরজি করের ডাক্তারের নৃশংস হত্যার ঘটনার তদন্ত কোন দিকে যায় সেই দিকেই নজর সকলের৷

 

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ বিদেশেও, জার্মানির কোলনে মিছিলে শামিল বহু সংখ্যক মানুষ

আরজি করের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। প্রতিবাদ ছড়িয়েছে বিদেশেও। ১৪ অগাস্ট মধ্যরাতে মানুষের স্বতঃস্ফূর্ত অরাজনৈতিক কর্মসূচি শিহরন জাগিয়েছে। মহিলাদের পাশাপাশি প্রতিবাদে শামিল হতে দেখা যায় পুরুষদেরও। Photo: Collected
আরজি করের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। প্রতিবাদ ছড়িয়েছে বিদেশেও। ১৪ অগাস্ট মধ্যরাতে মানুষের স্বতঃস্ফূর্ত অরাজনৈতিক কর্মসূচি শিহরন জাগিয়েছে। মহিলাদের পাশাপাশি প্রতিবাদে শামিল হতে দেখা যায় পুরুষদেরও। Photo: Collected
দেশের থেকে দূরে থাকলেও, দেশের ভাল-মন্দ সব খবরই সমানভাবে প্রভাবিত করে প্রবাসী ভারতীয়দের। তাই কলকাতার ঘটনার প্রভাব পড়েছে জার্মানিতেও ৷
দেশের থেকে দূরে থাকলেও, দেশের ভাল-মন্দ সব খবরই সমানভাবে প্রভাবিত করে প্রবাসী ভারতীয়দের। তাই কলকাতার ঘটনার প্রভাব পড়েছে জার্মানিতেও ৷
১৪ অগাস্ট বঙ্গের মানুষদের সঙ্গে মধ্যরাতে পা মেলাতে না পারলেও, পরের দিন অর্থাৎ ১৫ অগাস্ট জার্মানির শহর কোলনে বসবাসকারী একাধিক ভারতীয়রা আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে শামিল হন ৷
১৪ অগাস্ট বঙ্গের মানুষদের সঙ্গে মধ্যরাতে পা মেলাতে না পারলেও, পরের দিন অর্থাৎ ১৫ অগাস্ট জার্মানির শহর কোলনে বসবাসকারী একাধিক ভারতীয়রা আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে শামিল হন ৷
জার্মানির নিয়ম অনুযায়ী এরকম কোনও প্রতিবাদী মিছিল সে দেশে করতে হলে নিতে হয় পুলিশের অনুমতি, প্রতিবাদের ভাষাও এখানে শৃঙ্খলাবদ্ধ। যদিও অত্যন্ত দক্ষতার সঙ্গে খুব কম সময়ের মধ্যে বর্তমানে কোলনের বাসিন্দা দেবস্মিত বিশ্বাস সেই পুলিশের অনুমতি জোগাড় করতে সফল ৷
জার্মানির নিয়ম অনুযায়ী এরকম কোনও প্রতিবাদী মিছিল সে দেশে করতে হলে নিতে হয় পুলিশের অনুমতি, প্রতিবাদের ভাষাও এখানে শৃঙ্খলাবদ্ধ। যদিও অত্যন্ত দক্ষতার সঙ্গে খুব কম সময়ের মধ্যে বর্তমানে কোলনের বাসিন্দা দেবস্মিত বিশ্বাস সেই পুলিশের অনুমতি জোগাড় করতে সফল ৷
৭ থেকে ৭০- সব বয়সের বাধা টপকে ১৫ অগাস্ট স্থানীয় সময় রাত ৯ টায় প্রায় ৪০ জন জমা হয়েছিলেন কোলনের ঐতিহাসিক ডোমের সামনে। তাঁদের সবারই একটাই বক্তব্য, ‘‘আমরা ন্যায় বিচার চাই, নিরাপত্তা চাই সবার জন্য, চাই একটা সুস্থ সমাজ। সব রাজনীতিকে পিছনে রেখে এটুকুই ছিল আমাদের দাবি।’’
৭ থেকে ৭০- সব বয়সের বাধা টপকে ১৫ অগাস্ট স্থানীয় সময় রাত ৯ টায় প্রায় ৪০ জন জমা হয়েছিলেন কোলনের ঐতিহাসিক ডোমের সামনে। তাঁদের সবারই একটাই বক্তব্য, ‘‘আমরা ন্যায় বিচার চাই, নিরাপত্তা চাই সবার জন্য, চাই একটা সুস্থ সমাজ। সব রাজনীতিকে পিছনে রেখে এটুকুই ছিল আমাদের দাবি।’’

RG Kar Hospital Murder Case: ‘মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল রাত ১১:১৫ তে’, তারপর…সকাল ১০ টা পর্যন্ত অন ডিউটি ডাক্তারকে কেউ খুঁজল না

কলকাতা: ‘আমার মেয়ের ওপিডিতে ডিউটি ছিল তাও কেউ সকাল ১০ টা পর্যন্ত কেউ ওকে খুঁজল না৷’- আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় এই কথা বলেছেন মৃত ডাক্তারের বাবা৷ ৯ অগাস্ট নিজের কাজের ও পড়ার জায়গায় খুন হন মৃত চিকিৎসক৷ এরপর এক সপ্তাহ কেটে গেলেও একজন ছাড়া কোনও গ্রেফতার নেই৷

শুধু কলকাতা শহরই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের সীমা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে গেছে৷ মৃত চিকিৎসকের বাবা জানিয়েছেন তিনি এই সবার সঙ্গে রয়েছেন৷ কিন্তু কী ঘটনার কারণে তাঁর মেয়ের সঙ্গে নারকীয় অত্যাচার এবং হত্যালীলা চালানো হয়েছিল৷

আরও পড়ুন – Low Pressure In Bay Of Bengal: তোলপাড় হবে সাগরে, ঘূর্ণাবর্ত পরিণত হল নিম্নচাপে, বাংলার জেলায়, জেলায় ঝেঁপে বৃষ্টি, ৪৮ ঘণ্টা কালো অশনি

আরজি করে সেদিন ডিউটি করার জন্য সকাল ৮টা ১০ এ বাড়ি থেকে বেরিয়েছিল চিকিৎসক মেয়ে৷ ৯ তারিখ রাতে শেষবার মায়ের সঙ্গে কথা হয় রাত ১১টা ১৫ তে৷

কিন্তু রাত ৩ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত একজন ডিউটিতে থাকা চিকিৎসককে কেউ কেন খুঁজল না সেটাই বড় প্রশ্ন যার কোনও উত্তরের দিশা খুঁজে পাননি মৃত চিকিৎসকের মা-বাবা৷

 

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘আমার স্ত্রী সকালবেলায় ওনাকে ফোন করেন , ওর ফোন বাজছিল৷ যারা রাস্তায় বিক্ষোভ  দেখাচ্ছিল তাঁরা আমায় ছেলে, মেয়ের মতো৷ আমার মেয়ে মারা গেছে কিন্তু কোটি কোটি ছেলে-মেয়ে এখন আমার পাশে এসে দাঁড়িয়েছে৷ ’’

তিনি আরও বলেন , ‘‘ওর কলেজে অসুবিধা চলছিল, পুরো বিভাগ সন্দেহের আওতায়৷ যারা প্রতিবাদ করছে আমরা তাদের সঙ্গে আছি৷ আমরা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু সেই বিষয়ে কিছু বলতে পারব না, কারণ বিষয়টা বিচারাধীন রয়েছে৷

Anushka Sharma on RG Kar Murder Case: ‘এবারও কী তাঁর দোষ?’ আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা, ‘তোলপাড়’ গোটা দেশ…

মুম্বই: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বলিউড তারকারাও। এবার এই অপরাধের নিন্দা করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা৷

বলিউডের একাধিক তারকারা গর্জে উঠেছেন এই নৃশংস ঘটনায়৷ আরজি করের ঘটনার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দিয়েছেন অভিনেত্রী। অনুষ্কা পোস্টে লেখেন,এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তাঁর দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?

আরও পড়ুন-     ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বৃহস্পতিবার আলিয়াও ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে জানিয়েছেন। ‘আরেকটি নৃশংস ধর্ষণ। উপলব্ধির আরেকটি দিন যে মহিলারা কোথাও নিরাপদ নয়,’ তিনি লিখেছিলেন, এক দশক আগে ভারতকে নাড়িয়ে দেওয়া নির্ভয়ার সঙ্গে সরাসরি তুলনা করে। দেশব্যাপী প্রতিবাদ এবং পরবর্তী আইনি সংস্কার সত্ত্বেও, আলিয়া জোর দিয়েছিলেন যে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সামান্য পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) ২০২২-এর রিপোর্ট থেকে উদ্বেগজনক পরিসংখ্যান দিয়ে অভিনেত্রী তার বক্তব্যকে ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ভারতের ৩০% ডাক্তার এবং৮০% নার্সিং স্টাফ মহিলা, তাদের এমন পরিবেশে বিশেষভাবে দুর্বল করে তুলেছে যেখানে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। তিনি ভয়াবহ বাস্তবতাকেও তুলে ধরেছেন যে ২০২২ সাল থেকে, নারীর বিরুদ্ধে অপরাধ ৪% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ২০% এরও বেশি ধর্ষণ এবং হামলা জড়িত। আলিয়ার পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালে ভারতে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এই সহিংসতার ব্যাপক প্রকৃতিকে নির্দেশ করে।

শুধু তা-ই নয়, এই বিষয়ে সরব হয়েছেন করিনা কাপুর খান-আলিয়া ভাট থেকে শুরু করে প্রীতি জিন্টা পর্যন্ত। করিনা লিখেছেন, “১২ বছর পরে একই গল্প, একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে চলেছি।” অন্যদিকে প্রীতি জিন্টা প্রচণ্ড রেগে গিয়ে লিখেছেন, কলকাতার এই ধর্ষণকাণ্ড ‘অত্যন্ত জঘন্য’। মহিলাদের নিরাপত্তার উপর জোর দিতে হবে। আর সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন প্রীতি। এর আগে অবশ্য এই ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে দাবি করেছেন কঙ্গনা রানাউত। সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন স্বরা ভাস্কর এবং রিচা চাড্ডার মতো অভিনেত্রীও।

RG Kar Murder Case: ‘ফেসবুক, ট্যুইটার করে কিছু হবে না’ আরজি করের ঘটনায় অন্য রূপে অরিজিৎ সিং, রোমান্টিক নয় রুদ্ররূপে গায়ক

মুর্শিদাবাদ: আরজি কর কান্ডে প্রতিবাদে ইতি মধ্যেই রাত দখল করেছিলেন মহিলারা। নেমেছেন টলিউডের এক ঝাঁক তারকা। পিছিয়ে থাকলেন না এই রাজ্যের অন্যতম খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং তিনি এবার ধর্ষণের বিরুদ্ধে শুধু রুখে দাঁড়ানো নয়, নিলেন এক সাহসী পদক্ষেপ।

ইতি মধ্যেই ১৪ অগাস্ট রাতে পথে নেমেছিলেন টলিপাড়ার তারকারাও। ‘রাত দখল’ মিছিলে শামিল হন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পার্নো মিত্র, সোহিনী সরকার, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেন, ঋদ্ধি সেন-সহ আরও অনেক চেনা মুখকেই দেখা গিয়েছে এই ভিড়ে। এই ঘটনায় এবার নতুন পদক্ষেপ করলেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন – Bollywood Gossip: কোনও লাজলজ্জা নেই, হিরোইনকে সবার সামনেই প্রেগন্যান্ট করে দেওয়ার প্রস্তাব, রইল হিরোর ভাইরাল ভিডিও

জিয়াগঞ্জে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নিজের জন্মভূমিতেই সরব গায়ক। ভাইরাল অরিজিতের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি স্টেজে নিজের বক্তব্য রাখছেন সঙ্গীতিশিল্পী। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ফেসবুক, ট্যুইটার করে কিছু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? আপনাদের সহযোগিতা চাই আমাদের। ‘অ্যান্টি রেপ’ লোগো লঞ্চ করলাম।’

পাশাপাশি অরিজিৎ সিং একটি প্ল্যাকার্ড হাতে নিয়েছেন তাতে লেখা আছে ‘রেপ থেকে আমাদের বাঁচান।’ ফেসবুকে অরিজিতের ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামের বিভিন্ন প্রোফাইলে ঘুরছে এই একটাই ভিডিও ও এই ছবি। যা ইতি মধ্যেই প্রশংসার দাবি রেখেছে। নির্ভয়ার পাশে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপের জন্য পেয়েছেন ভুয়সী প্রশংসাও।

Kaushik Adhikary

Mamata Banerjee: ‘মেয়েটির বাবা-মা’কে এক বিজেপি নেত্রী গাড়ি থেকে প্রায় নামিয়েই ফেলেছিল!’ পুলিশকে ক্লিনচিট দিয়ে বিস্ফোরক মমতা

কলকাতা: আরজি কর কাণ্ডে পথে নেমেই সিপিআইএম, বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটার পর বক্তব্য রাখেন মমতা। সেখান থেকেই তিনি বলেন, ”প্রথম দিন থেকেই বলে এসেছি দোষীদের ফাঁসি হোক। আমাদের রাজ্য সরকার ফাঁসির পক্ষে। ঝাড়গ্রাম থেকে আসতে আসতে আমি কলকাতার পুলিশ কমিশনারের মেসেজ পেলাম। তৎক্ষণাৎ মেয়েটির বাবা-মা-এর সঙ্গে কথা বলিয়ে দিল। আমি বলে দিলাম, রাজ্য সরকার সব সহযোগিতা করবে। আমি সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম সিপি-কে সঙ্গে নিয়ে।” সঙ্গে মমতার সংযোজন, ”দরকার হলে দল, সাধারণ মানুষ কী বলছেন, তাতে গুরুত্ব দিন। আজকাল সোশ্যাল মিডিয়ায় সব সত্য নয়। ঘটনা না ঘটলেও ফেক ভিডিও করে ডিজিটাল মাধ্যমে ছড়াচ্ছে। ঘটনার প্রমাণ মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না। ছাত্র-ছাত্রীরা যা করতে বলেছেন, কলকাতা পুলিশ তাই করেছে। ডিএনএ টেস্ট, ফরেন্সিক, ডগ স্কোয়াড পর্যন্ত পাঠিয়েছে। মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বিজেপির এক নেত্রী মেয়েটির মা-বাবাকে গাড়ি থেকে প্রায় নামিয়ে ফেলেছিল।”

ফের পুলিশের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, ”কলকাতা পুলিশ যা যা করার দরকার সব করেছে। ওরা সারারাত ঘুমায়নি। আমি বলেছিলাম যতক্ষণ না শেষকৃত্য হবে, আমাকে মেসেজ দেবে। আমি রাজনীতি করি, কিন্তু তার আগে আমি একজন মানবিক মানুষ। আমি কারও ক্ষতি করিনি। বুদ্ধবাবু মারা গিয়েছেন। হাজরাতে আমাকে মেরে ফেলতে গিয়েছিল। ক্ষমতায় কারা ছিল?

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে একটাই দাবি, ‘ফাঁসি চাই’, নারী-বাহিনী নিয়ে এবার পথে নামলেন মমতা!

মুখ্যমন্ত্রীর সংযোজন, ”বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধর্ষকদের মালা পড়িয়েছিল কে? আমাদের রাজা তো চেঞ্জ হল না। উনি বড় বড় কথা বলেছেন, বলতেই পারেন। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই উনি বলছেন, বিজেপি রাজ্যে মহিলাদের নিরাপত্তা আছে তো? বিজেপি কী ভাবছে, আমরা ভদ্রতা দেখাব আর আপনারা দুর্বল ভাববেন। বাংলায় কোনও ঘটনা ঘটলেই আমরা সঙ্গেসঙ্গে ব্যবস্থা করি।”

এরপরই মমতা বলেন, ”সাইবার ক্রাইম নিয়ে কেন্দ্র যদি আইন করতে পারে, তাহলে রাজ্য পারে না কেন?” এরপরই তিনি বলেন, ”রাত তিনটে থেকে সকাল ৯ টা পর্যন্ত ডিউটিতে যাঁরা ছিলেন, কেন খবর নিলেন না মেয়েটির? প্রতি ঘন্টায় ঘন্টায় তো খোঁজ রাখতে হয় রোগীদের। কিন্তু এখানে রাজনীতি করতে নামবেন বলে করছেন। মনে রাখবেন আন্দোলনের মধ্যে আমার জন্ম। আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। রবিবারের মধ্যে সিবিআই-কে ফাঁসির ব্যবস্থা দিতে হবে।”