Tag Archives: RG Kar

RG Kar Rape and Murder Case: মা অসুস্থ, তাই ধরনা মঞ্চের পথে না গিয়ে সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, যা বললেন মমতা

উত্তর ২৪ পরগনা: ধরণা মঞ্চে যাওয়ার কথা থাকলেও, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে আর আরজি করের ধর্না মঞ্চে যাওয়া হল না নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা-মা-র। পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর মা অসুস্থ হয়ে পড়ার কারণেই যেতে পারছেন না তাঁরা বলে জানানো হয়।

যদিও এদিনই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন নির্যাতিতার পরিবারকে। পাশে থাকার আশ্বাস দিয়েই পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন তিনি বলেও জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আর তারপর থেকেই প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হয়েছে নির্যাতিতার বাড়ির এলাকায়। নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। তবে পরিবারের সমস্ত দাবি ধীরে ধীরে প্রশাসন মেনে নিচ্ছেন বলেও জানান পরিবারের এক কাছের মানুষ প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত দোষীরা শাস্তি পাক এখন সেটাই চাইছে নির্যাতিতার পরিবারসহ প্রতিবেশীরা।

আরও পড়ুন – Paris Olympics 2024: ২০২১-র অলিম্পিক্সের থেকে ২০২৪- এ অনেকটাই খারাপ পারফরম্যান্স ভারতের, পদক তালিকায় কত নম্বরে থেকে শেষ করল টিম ইন্ডিয়া

তবে আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও পরবর্তীতে খুন করার ঘটনায় নির্যাতিতার পরিবার প্রশাসনের উপর আস্থা রাখলেও, খুশি নন এখনও পর্যন্ত হওয়া তদন্তে এমনটাও জানা যাচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানানো হয়, এই ঘটনায় সন্দেহের তালিকায় তারা গোটা চেস্ট ডিপার্টমেন্টেই রাখছেন। ধৃত সিভিক পুলিশই শুধু নন, এই নারকীয় ঘটনার পিছনে রয়েছে আরও কেউ বলেও অনুমান পরিবারের।

তাদেরকেও গ্রেফতার করে কঠোর শাস্তিরও দাবি জানাচ্ছে নির্যাতিতার পরিবার। পাশাপাশি মৃত তরুণীর বাবা জানান, “আরজি কর হসপিটালে মন খুলে কাজ করতে পারতো না ওই চিকিৎসক। উপর থেকে নানা রকম ভাবে তার উপর চাপ সৃষ্টি করা হতো। চারজন পুরুষ ডাক্তারের সঙ্গে একজন মহিলা হিসেবে তাকে ডিউটি দেওয়া হতো দিনের পর দিন। ছিলনা মহিলাদের আলাদা কোন রেস্ট রুমের ব্যবস্থা। পানিহাটির ডাক্তারী ছাত্রীর বাড়িতে পরিবারের লোকের সঙ্গে দেখা করতে এসেছিলেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম।

তাদের কাছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে বিস্ফোরক দাবি করা হয় বলেও জানা গিয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্য ডঃ সুবর্ন গোস্বামী বলেন, “ডাক্তারি ছাত্রীকে আগে ধর্ষণ করা হয়েছে, তারপরই খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। একজন দুষ্কৃতী নয় একাধিক দুষ্কৃতী ডাক্তারি ছাত্রীর উপর অত্যাচার করেছে।

 ফলে এখনও বেশকিছু রহস্য ধামাচাপা রয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি বলেই মনে করছেন ডাক্তারি আন্দোলনরত পড়ুয়ারা সহ অনেকেই। তবে এদিন মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পরবর্তী কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকেই এখন নজর সকলের।

Rudra Narayan Roy

Kolkata Doctor Murder: ‘এর কোনও ক্ষমা নেই’; আরজি করের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দিন কয়েক আগেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে খুন এবং ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী চিকিৎসক। যা গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে তো বটেই, সেই সঙ্গে সারা দেশেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আরজি কর হাসপাতালের ওই জুনিয়র চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসছে গোটা দেশের চিকিৎসক মহল। নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। এই ঘটনায় ইতিমধ্যেই দেশ জুড়ে ধর্মঘট ঘোষণা করেছে ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনার কোনও ক্ষমা নেই। ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের চিফকে সরিয়ে দিয়েছে সরকার। কিন্তু তাতেও মানুষের রাগ কমছেই না। জেনে নেওয়া যাক, এই ঘটনা প্রসঙ্গে ৮টি বিষয়।
দিন কয়েক আগেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে খুন এবং ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী চিকিৎসক। যা গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে তো বটেই, সেই সঙ্গে সারা দেশেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আরজি কর হাসপাতালের ওই জুনিয়র চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসছে গোটা দেশের চিকিৎসক মহল। নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। এই ঘটনায় ইতিমধ্যেই দেশ জুড়ে ধর্মঘট ঘোষণা করেছে ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনার কোনও ক্ষমা নেই। ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের চিফকে সরিয়ে দিয়েছে সরকার। কিন্তু তাতেও মানুষের রাগ কমছেই না। জেনে নেওয়া যাক, এই ঘটনা প্রসঙ্গে ৮টি বিষয়।
১. আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক এবং ঘৃণ্য ঘটনা। এই ঘটনার কোনও ক্ষমা হয় না। দ্রুত পদক্ষেপ করা উচিত প্রশাসনের। আসলে এই ধরনের ঘটনা যে কোনও স্থানে ঘটতে পারে। দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনাটি ঘটেছে হাসপাতালে। যেখানে সিসিটিভি-র ব্যবস্থা এবং জোরদার নিরাপত্তা থাকা আবশ্যক। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।”
১. আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক এবং ঘৃণ্য ঘটনা। এই ঘটনার কোনও ক্ষমা হয় না। দ্রুত পদক্ষেপ করা উচিত প্রশাসনের। আসলে এই ধরনের ঘটনা যে কোনও স্থানে ঘটতে পারে। দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনাটি ঘটেছে হাসপাতালে। যেখানে সিসিটিভি-র ব্যবস্থা এবং জোরদার নিরাপত্তা থাকা আবশ্যক। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।”
২. এফওআরডিএ অর্থাৎ ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে জরুরিকালীন পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন চিকিৎসকেরা। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। তবে ধর্মঘটের জেরে চিকিৎসা পেতে অসুবিধা হবে রোগীদের।
২. এফওআরডিএ অর্থাৎ ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে জরুরিকালীন পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন চিকিৎসকেরা। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। তবে ধর্মঘটের জেরে চিকিৎসা পেতে অসুবিধা হবে রোগীদের।
৩. অন্যদিকে পুলিশ সূত্রে খবর, অপরাধ কবুল করার পরেও অভিযুক্তের চোখেমুখে অনুতাপের লেশমাত্র নেই। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ধৃত অভিযুক্ত জানিয়েছে যে, খুন করার আগে মদ্যপান করেছিল সে। খুনের পরে পুলিশ ব্যারাকে ফিরে গিয়ে আবারও মদ্যপান করেছিল সে। এরপরেই ঘুমিয়েও পড়ে। এমনকী সিসিটিভি ফুটেজেও পুলিশের সামনেই মদ্যপান করতে দেখা গিয়েছে তাকে।
৩. অন্যদিকে পুলিশ সূত্রে খবর, অপরাধ কবুল করার পরেও অভিযুক্তের চোখেমুখে অনুতাপের লেশমাত্র নেই। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ধৃত অভিযুক্ত জানিয়েছে যে, খুন করার আগে মদ্যপান করেছিল সে। খুনের পরে পুলিশ ব্যারাকে ফিরে গিয়ে আবারও মদ্যপান করেছিল সে। এরপরেই ঘুমিয়েও পড়ে। এমনকী সিসিটিভি ফুটেজেও পুলিশের সামনেই মদ্যপান করতে দেখা গিয়েছে তাকে।
৪. এই ঘটনায় সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার পরামর্শ দিয়েছে শিয়ালদহ আদালত। আর ধৃতের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রের মতে, পুলিশি জিজ্ঞাসাবাদ এবং তদন্তকারীদের পেশ করা প্রমাণপত্র থেকে জানা গিয়েছে, সঞ্জয় যখন বুঝতে পেরেছিল যে, সে আর পালানোর পথ পাবে না, তখনই অপরাধ কবুল করে।
৪. এই ঘটনায় সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার পরামর্শ দিয়েছে শিয়ালদহ আদালত। আর ধৃতের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রের মতে, পুলিশি জিজ্ঞাসাবাদ এবং তদন্তকারীদের পেশ করা প্রমাণপত্র থেকে জানা গিয়েছে, সঞ্জয় যখন বুঝতে পেরেছিল যে, সে আর পালানোর পথ পাবে না, তখনই অপরাধ কবুল করে।
৫. ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই সরকার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সঞ্জয় বশিষ্ঠকে অপসারণ করেছে সরকার। সেই দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. বুলবুল মুখোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন-এর তরফে ১১ সদস্যের একটি বিশেষ তদন্ত দল অথবা সিট তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে, আসামীদের দ্রুত ফাঁসির মঞ্চে আনা হবে।
৫. ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই সরকার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সঞ্জয় বশিষ্ঠকে অপসারণ করেছে সরকার। সেই দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. বুলবুল মুখোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন-এর তরফে ১১ সদস্যের একটি বিশেষ তদন্ত দল অথবা সিট তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে, আসামীদের দ্রুত ফাঁসির মঞ্চে আনা হবে।
৬. যদিও অধ্যক্ষকে বদলি করার দাবিতে সরব হয়েছেন প্রাক্তন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়ের কাছে একটি চিঠিতে তাঁরা জানিয়েছেন যে, কলেজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অধ্যক্ষকে অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারাও একই দাবি তুলেছেন যে, অধ্যক্ষের পদত্যাগ করা উচিত। হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকও করেছেন পুলিশ কমিশনার। কিন্তু চিকিৎসকেরা মানতে নারাজ।
৬. যদিও অধ্যক্ষকে বদলি করার দাবিতে সরব হয়েছেন প্রাক্তন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়ের কাছে একটি চিঠিতে তাঁরা জানিয়েছেন যে, কলেজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অধ্যক্ষকে অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারাও একই দাবি তুলেছেন যে, অধ্যক্ষের পদত্যাগ করা উচিত। হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকও করেছেন পুলিশ কমিশনার। কিন্তু চিকিৎসকেরা মানতে নারাজ।
৭. এই ঘটনার পরেই গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা পর্যালোচনা করে দেখা হবে। পুলিশ কমিশনারের বক্তব্য, যেসব জায়গায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয়, সেই সব জায়গাকে চিহ্নিত করা হবে। এটা সংগঠিত অপরাধ কি না, তা তদন্ত করে দেখা হবে। আর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলির সাহায্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। সরকারি হাসপাতাল, মহিলাদের হোস্টেলের মতো জায়গাগুলিতে আরও নজরদারি চলবে।
৭. এই ঘটনার পরেই গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা পর্যালোচনা করে দেখা হবে। পুলিশ কমিশনারের বক্তব্য, যেসব জায়গায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয়, সেই সব জায়গাকে চিহ্নিত করা হবে। এটা সংগঠিত অপরাধ কি না, তা তদন্ত করে দেখা হবে। আর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলির সাহায্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। সরকারি হাসপাতাল, মহিলাদের হোস্টেলের মতো জায়গাগুলিতে আরও নজরদারি চলবে।
৮. বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে নড্ডার কাছে সুকান্ত মজুমদারের আবেদন, বিষয়টির তদন্ত করার জন্য সিবিআই এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এক বিশেষ দল গঠন করা হোক। তিনি আরও অনুরোধ জানিয়েছেন যে, চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরাও বসাতে হবে।
৮. বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে নড্ডার কাছে সুকান্ত মজুমদারের আবেদন, বিষয়টির তদন্ত করার জন্য সিবিআই এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এক বিশেষ দল গঠন করা হোক। তিনি আরও অনুরোধ জানিয়েছেন যে, চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরাও বসাতে হবে।

RG Kar Rape and Murder Case: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

কলকাতা:  ইস্তফা আর জি করের অধ্যক্ষের ৷ শুক্রবার গভীর রাতে আরজি করে পিজি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোনও কেউ বাধ্য করেননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন৷

আসলে শুক্রবার গভীর রাতে আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে ডিউটিরত পিজি চিকিৎসক যখন সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই মেয়েটির  ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে৷ এদিকে এই ঘটনার পর অধ্যক্ষ নিজের প্রাথমিক বিবৃতিতে মেয়েটির এক শুতে যাওয়া বিপদের কারণ হিসেবে বলেন৷

আরও পড়ুন – Meet India’s Richest Hockey Player: হকি খেলেও বড়লোক হওয়া যায়! ভারতের মাটিতেই পারফরম্যান্স করে এত্ত সম্পত্তির মালিক, সুন্দরী স্ত্রী

একে এই ধরণের দুর্ঘটনা তারপরে অধ্যক্ষের এই ধরণের বিবৃতি৷ তারপরে ঘরে বাইরে এই পরিস্থিতিতে প্রবল চাপ বাড়ে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের ওপর৷ তিনি সোমবার পদত্যাগ করার পর জানান, ‘অপমান, লাঞ্ছনা সহ্য করতে পারছি না’- এই কথা বলেন সন্দীপ ঘোষ৷ তিনি আরও বলেন,  ‘আমাকে দোষী করা হচ্ছে ’- এছাড়াও তিনি বলেন, ‘ আমি কোনও দোষীকে আড়াল করিনি৷’

এর আগে  যেভাবে পরিস্থিতি গড়াচ্ছিল তাতে সোমবার  আরজিকর কান্ডে ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুর  জেরে  অধ্যক্ষকে ডক্টর সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হবে এই ধরণের পরিস্থিতি তৈরি হচ্ছিল৷

ডক্টর সন্দীপ ঘোষকে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের নিয়োগ করা হতে পারে৷

আর জি করের নতুন প্রিন্সিপাল পদে নিয়ে আসা হতে পারে বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ডক্টর সুহৃতা পালকে৷

বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় রায়কে স্বাস্থ্য ভবনের ও এস ডি করা হতে পারে৷

RG Kar Rape and Murder Case: দেশজুড়ে কর্মবিরতির ডাক ডাক্তারদের! ১৪ অগাস্টে কলকাতার রাজপথে প্রতিবাদে মেয়েরা

নয়াদিল্লিঃ তরুণী চিকিৎসক খুনে বিক্ষোভ দেশজুড়ে। আর জি করের ঘটনায় আজ থেকে দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। চিকিৎসক খুনে সরব ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন(Forda)। দেশজুড়ে আজ থেকে কর্মবিরতি জুনিয়র ডাক্তার-ইন্টার্নদের। দিল্লির একাধিক হাসপাতালেও আজ থেকে কর্মবিরতি ঘোষণা।

আর জি করের ঘটনার প্রতিবাদ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের প্রতিবাদ কর্মসূচি। আজ বেলা ১১- দুপুর ১২টা পর্যন্ত পেনডাউন। সরকারি-বেসরকারি হাসপাতালে পেনডাউন। সব প্রাইভেট চেম্বারেও ডাক্তারদের পেনডাউন

ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডক্টর মিট ঘোনিয়া জানিয়েছেন, “@FordaIndia-এর ডাকের পর, দিল্লির সমস্ত ১০টি সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার-ইন্টার্ন আজ থেকে ধর্মঘটে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও জম্মুর আবাসিক চিকিৎসকরাও আজ থেকে ধর্মঘটে। অন্যান্য সমস্ত রাজ্য আরডিএ আজকের মধ্যে যোগদান করবে এই ধর্মঘটে।”

আরও পড়ুনঃ ঘণীভূত হচ্ছে রহস‍্য, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ডাক্তারি ছাত্রীর বাবা!

দিল্লির AIIMS এবং NIMHANSও ‘কাজ বন্ধ’ ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ‘কর্ম বন্ধ’ ঘোষণা করেছে। সমাজের সকল স্তরের মহিলারা ডাক দিয়েছে যে তাঁরা এই নৃংশস ঘটনার প্রতিবাদে ১৪ অগাস্টের বাংলার রাজপথে নামবে।

RG Kar murder case: আরজি কর কাণ্ডে এবার দেশব্যাপি আন্দোলনের ডাক চিকিৎসক সংগঠনের

কলকাতা: আরজি কর হত্যাকাণ্ডে এবার আরও বড় আন্দোলনের ডাক চিকিৎসকদের। দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছেন চিকিৎসকেরা, জানা গিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন সূত্রে।

চিকিৎসকদের সর্ব ভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে কাল থেকে দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছেন রেসিডেন্ট চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নির্যাতন এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই আন্দোলনে শামিল হয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। এবার সেই ইস্যুতে দেশব্যাপি আন্দোলনের ডাক চিকিৎসকদের। ইতিমধ্যেই দিল্লির সফদরজং, লেডি হার্ডিঞ্জের মতো বড় হাসপাতালের রেসিডেন্টরা ওটি, ওপিডি এবং ইনডোরের মতো নন ইমারজেন্সি পরিষেবা থেকে কর্মবিরতির ঘোষণা করেছেন। এর ফলে দেশ জুড়ে ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা।

আরও পড়ুন: আরজি করের ঘটনায় একগুচ্ছ দাবি চিকিৎসক সংগঠনের, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক

জুনিয়র চিকিৎসকদের পাঁচ সদস্যের সঙ্গে রবিবার বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীথ গোয়েল-সহ পুলিশ আধিকারিকরা। বৈঠকে পুলিশ কমিশনারকে আরজি করের ঘটনা নিয়ে নিজেদের দাবি বিস্তারিত জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রবিবার সরিয়ে দেওয়া হয় আরজি করের দায়িত্বে থাকা এসিপিকে। বৈঠক শেষে কলকাতার পুলিশ কমিশনার এদিন বলেন, “কাউকে আড়াল করা হচ্ছে না।”

আরও পড়ুন: আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের, সিবিআই তদন্তের দাবি

সেই সঙ্গে বিনীত গোয়েল এদিন জানান, নির্যাতিতা তরুণীর অটোপসি রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি ছিল অটোপসি রিপোর্ট তাদের দিতে হবে। সেই প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, ‌অন্য কারুর হাতে আটোপসি রিপোর্ট দেওয়ার আইনত বাধা আছে, তাই আন্দোলনকারীদের দেওয়া সম্ভব নয়।

আর জি করের ঘটনায় মুখ খুললেন সৌরভ, বাংলা নিয়ে বড়সড় দাবি ‘দাদা’র

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও মেয়ের বাবা। আর সেই চিকিৎসক তরুণীর মৃত্যুতে তাই গভীর শোকাহত মহারাজ।
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আর চুপ করে থাকতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও মেয়ের বাবা। আর সেই চিকিৎসক তরুণীর মৃত্যুতে তাই গভীর শোকাহত মহারাজ।
এদিন সিটি সেন্টার ২-তে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সৌরভ বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই।
এদিন সিটি সেন্টার ২-তে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সৌরভ বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই।
সৌরভ আরও বলেন, এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।
সৌরভ আরও বলেন, এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।
সৌরভ এদিন বলেছেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।
সৌরভ এদিন বলেছেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, যে কোনও জায়গায় মহিলা ও পুরুষ একসঙ্গে থাকতে পারেন। সেটা হাসপাতাল হোক বা অন্য কোথাও! তার জন্য নিরাপত্তা ব্যবস্থা সব জায়গা সুনিশ্চিত করতে হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, যে কোনও জায়গায় মহিলা ও পুরুষ একসঙ্গে থাকতে পারেন। সেটা হাসপাতাল হোক বা অন্য কোথাও! তার জন্য নিরাপত্তা ব্যবস্থা সব জায়গা সুনিশ্চিত করতে হবে।
সৌরভ বলেছেন, এই ধরণের জঘন্য অপরাধ আমাদের নাড়িয়ে দেয়। এত জঘন্য অপরাধের কোনও ক্ষমা হতে পারে না।
সৌরভ বলেছেন, এই ধরণের জঘন্য অপরাধ আমাদের নাড়িয়ে দেয়। এত জঘন্য অপরাধের কোনও ক্ষমা হতে পারে না।

RG Kar Rape and Murder Case: ১৩ বছরের প্রেম বিবাহবন্ধনে পূর্ণতা পেত নভেম্বরেই, অভিশপ্ত রাতে সাড়ে এগারোটায় শেষবার কথা প্রেমিকের সঙ্গে, চোখের কোণায় জল নিয়ে যা বললেন হবু স্বামী

উত্তর ২৪ পরগনা: ১৩ বছরের ভালোবাসার মিলল না অন্তিম পরিণতি। নভেম্বর মাসে বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথা ছিল কয়েক দিনের মধ্যেই। তাই দু’বাড়ির তরফ থেকেই একপ্রকার প্রস্তুতি শুরু করা হয়েছিল চার হাত এক হওয়ার। তার  মধ্যেই   ঘটে গেল নৃশংস ঘটনা।

পরিবার সূত্রে জানা যায়, আর জি করে ধর্ষণ করে খুন করা ডাক্তারি পড়ুয়া তরুনীর বিয়ের কথা ছিল নভেম্বরেই। বিয়ের পিঁড়িতে বসার আগেই শববাহী গাড়িতে হবু বউয়ের সেই মুখ যেন এখনও ভুলতে পারছেন না, বয়সে কয়েক বছরের বড় সিনিয়র ডাক্তার প্রেমিক।

আরও পড়ুন – IPL Mega Auction: কোনও নড়চড় নয়, মেগা নিলাম হচ্ছেই, তবে প্লেয়ার ধরে রাখার বিষয়ে নতুন ভাবনা বোর্ডের

উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিক্যাল জয়েন্টে বসেছিলেন ওই চিকিৎসক তরুণী। সেই সূত্রে ভর্তি হন দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় ব্যারাকপুর পলতার বাসিন্দা ওই যুবকের। ধীরে ধীরে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ককে স্বীকৃতি দিতে চেয়েছিলেন দু’জনেই।

কিন্তু সব যেন থমকে গেল ওই অভিশপ্ত এক রাতেই। প্রেমিক এখন নদিয়ার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। তবে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। ১৩ বছরের অপেক্ষার শেষ হতো আর মাত্র কয়েক মাস বাদেই।

খড়দহ থানা এলাকায় মৃত ডাক্তারি তরুণীর বাড়ির সামনে এখনও সোনালী রঙের জ্বলজ্বল করছে রেসপিরেটরি মেডিসিনের নেমপ্লেট। একমাত্র মেয়েকে নিয়ে বাবা-মায়ের ছোট থেকেই ছিল অনেক স্বপ্ন। তবে মেধাবী তরুণীর ইচ্ছে ছিল বড় ডাক্তার হওয়ার।

জানা গিয়েছে, ঘটনার দিন রাত সাডে় ১১টা নাগাদ তরুণীর সঙ্গে তাঁর হবু স্বামীর শেষ কথা হয়। ডিউটিতে ছিলেন বলে তখন বেশিক্ষণ কথা বলতে পারেননি ওই চিকিৎসক তরুণী৷ কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও, ডাক্তার প্রেমিকার ফোন না পাওয়ায় কল করতে থাকেন ওই প্রেমিক চিকিৎসক যুবক। মেসেজেও বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন তিনি বলেও জানান। কিন্তু মেলেনি কোন উত্তর। যুবক ভেবেছিলেন, ডিউটিতে ব্যস্ত আছে বলেই হবু স্ত্রী হয়তো রিপ্লাই দিতে পারছে না৷ কিন্তু ওই এক রাতেই যে এমন বদলে যাবে পরিস্থিতি তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি।

এরপর কি হবে! কিভাবে ভালবাসার সেই মানুষকে ছাড়া কাটাবেন বাকি জীবন! বুঝে উঠতে পারছেন না আর জি কর কাণ্ডে খুন হওয়া তরুনীর হবু স্বামী। যারা এই কাণ্ড ঘটাল তাদের নজিরবিহীন শাস্তি হোক, চোখের কোণায় জল নিয়ে এমনই আক্ষেপের সুর শোনা গেল মৃতার প্রেমিক ওই চিকিৎসকের গলায়।

Rudra Narayan Roy

RG Kar murder case: আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের, সিবিআই তদন্তের দাবি

কলকাতা: আরজি করে জুনিয়র ডাক্তারকে নির্যাতন এবং খুনের ঘটনায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে নড্ডাকে সিবিআই এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বিশেষ দল পাঠিয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।

আরজি করে ঘটে যাওয়া ঘটনার বিভিন্ন সূত্র থেকে পাওয়া বিবরণ দিয়েছেন সুকান্ত। শুধু তাই নয়, এই ঘটনা নিয়ে বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদের কথাও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রীয় সংস্থা সিবিআই দিয়ে তদন্ত করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

সুকান্ত মজুমদার তাঁর লেখা চিঠিতে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করেছেন। তাঁর দাবি ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিশেষ দল পাঠিয়ে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরা লাগানো-সহ চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করারও অনুরোধ করেছেন।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য! সিভিকের চাকরি…আর কী কী?

তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুনের ঘটনার জের৷ ঘটনার দু’দিন পরে আর জি কর মেডিক্যাল কলেজের সুপারকে সরানোর নির্দেশ৷ হাসপাতালের এমএসভিপি বা সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হল৷ তার বদলে নতুন সুপার নিযুক্ত হলেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়৷ তিনি ডিন অফ স্টুডেন্টস এফেয়ার ছিলেন৷ বর্তমান তরুণী হত্যার ঘটনায় গঠিত ১১ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট-এরও অন্যতম সদস্য তিনি৷

RG Kar Murder Case: ‘ডাক্তার দিদিমনির’ সঙ্গে এমন হবে তা অবিশ্বাস্য! আরজিকর কাণ্ডে মৃতার স্মৃতিচারণায় একদা সহকর্মীরা

উত্তর ২৪ পরগনা: দেশ জুড়ে চলা করোনাকালীন পরিস্থিতিতেও নিজের দায়িত্বে থেকেছেন অবিচল। এমারজেন্সিতে আসা রোগীদের ক্ষেত্রে তার কাজ যেন এখনও চোখে আটকে মধ্যমগ্রাম মাতৃসদন হাসপাতালে কর্মরত বহু নার্স ও স্বাস্থ্য কর্মীদের কাছে। সেই মানবিক, স্বল্পভাষী, নরম ব্যবহারের ‘ডাক্তার দিদিমনির’ যে এমন অবস্থা হবে তা বিশ্বাস হচ্ছে না একদা সহকর্মীদের।

আর জি কর হাসপাতাল কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছে ডাক্তারি পড়ুয়ারা। ক্ষোভের আঁচ ছড়িয়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালের দায়িত্ব সামলে সেদিনের ‘ডাক্তার দিদিমনির’ জন্য রীতিমতো চাপা কষ্টে মধ্যমগ্রাম মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এই হাসপাতেলেই আরজিকর কাণ্ডে মৃত ডাক্তার তরুনী ২০১৯ থেকে কর্মরত ছিলেন। এই ঘটনা শোনার পর থেকেই, মর্মাহত হাসপাতলে সেই সময়ে তাঁর সঙ্গে কাজ করা নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আর জি কর হাসপাতালের মত জায়গায় যদি এমন ঘটনা ঘটতে পারে! তবে কোন জায়গাই তো সুরক্ষিত নয় বলেই মত হাসপাতাল কর্মীদের। আর পাওয়া যাবে না ‘ডাক্তার দিদিমনির’ মতো মেয়ে। তার ব্যবহার, তার চিকিৎসা পদ্ধতি, রোগীদের বোঝানো, তার জরুরী বিভাগে ডিউটি করার সময় কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ কোনও কিছুই যেন ভুলতে পারছেন না একদা মৃতার সহকর্মীরা।

আরও পড়ুনঃ GK: নেই কোনও জাতীয় পশু! এমন দেশের নাম বলুন তো দেখি, উত্তর দিতে হোঁচট খাচ্ছেন অনেকেই

করোনাকালীন পরিস্থিতিতে এই হাসপাতালেই সামলেছেন দায়িত্ব। সময়মত ডিউটিতে আসা, এমারজেন্সি তে ডিউটি, এবং সর্বশেষ আইসিইউতেও নিজের চিকিৎসার দক্ষতা দেখিয়েছেন ‘ডাক্তার দিদিমনি’। আর জি করে যোগ দেওয়ার আগের দিনও এখানেই ডিউটি করেছিলেন তিনি। ২০১৯ থেকে ২০২১ এই দীর্ঘ সময়ের সেই ‘ডাক্তার দিদিমনির’ স্মৃতি যেন বারবার ঘুরে ফিরে আসছে মধ্যমগ্রাম মাতৃ সদন হাসপাতালের সহকর্মীদের কাছে। অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এখন এটুকুই চাইছেন সকলে।

Rudra Narayan Roy

RG Kar Hospital: আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে প্রতিবাদে সামিল রামপুরহাট গভর্নমেন্ট হাসপাতাল

বীরভূম: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর জের বীরভূমেও। প্রতিবাদে শামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকরা। সকাল থেকে আউটডোরের সামনে ঝুলছে নোটিস। স্বাভাবিকভাবেই ব্যাহত চিকিৎসা পরিষেবা। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা।

শনিবার সকাল থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা।তাই সকাল থেকে আউটডোরে চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন।কেউ এসেছিলেন টেস্ট করাতে, আবার কারও পা ভেঙে গিয়েছে। চিকিৎসা করাতে এসে জানতে পারেন আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে শামিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

আরও পড়ুন – Panta Bhat: পান্তাভাত দেখলেই নাক শিঁটকান! সুগার-কোলেস্টোরলের যম, নিয়মিত খেলে শরীর চনমনে-চাঙ্গা

নজরে আসে আউটডোরে ঝুলছে কর্মবিরতির নোটিস।জরুরি এবং প্রসূতি বিভাগ ছাড়া কোথাও হচ্ছে না চিকিৎসা। তার ফলে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন।

প্রসঙ্গত শুক্রবার সকালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।সেই সময় তাঁর পোশাক ছিল অবিন‌্যস্ত। দেহের নিচের অংশে পোশাক ছিল না। রাতেই পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে। খুনের আগে চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে লালবাজারের গঠিত ‘সিট’। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে সঞ্জয় রায় নামে ওই ব্যক্তি হাসপাতালে কর্তব্যরত হোমগার্ড। এই ঘটনার প্রতিবাদে সর্বত্র আছড়ে পড়েছে সমালোচনার ঝড়। অন্যদিকে রামপুরহাট হাসপাতালের Medical Superintendent cum Vice-Principal (MSVP) জানান এমন কোনওঘটনা এখনও তার নজরে আসেনি।তবে আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়।

Souvik Roy