Tag Archives: RG Kar

Suvendu Adhikari: আরজি কর কাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর ! কী বললেন বিরোধী দলনেতা?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরপরই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ‘‘এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং উচ্চপদস্থ পুলিশকর্তারা ওই মৃতার পরিবারের সদস্যদের ঘিরে বসেছিলেন যাতে ওই পরিবার মুখ খুলতে না পারে। ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয়, ঘটনায় আসল দোষীদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা করা হচ্ছিল। কলকাতা হাইকোর্টের কাছে আমার যে জনস্বার্থ মামলা সেখানে আমি বলেছিলাম, পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করবে। অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক।’’

আরও পড়ুন– ঝিলাম নদীর ধারে বাড়ি কেনার স্বপ্ন হবে সত্যি; নামমাত্র দামে বাড়ি-জমি কেনার সুযোগ ভূস্বর্গে

শুভেন্দু আরও বলেন, ‘‘আমরা অতীতেও দেখেছি মানুষের প্রত্যাশমত সিবিআই অনেক ঘটনারই তদন্ত করতে পারেনি। আমি তাই চেয়েছিলাম আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রহস্য কিনারা করতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আমরা চাই আসল মাথা যাতে ধরা পড়ে।‌ শুধুমাত্র খুন বা যারা ধর্ষণ করেছে তারাই শুধু নয়, যারা অপরাধীদের রক্ষা করছেন আমি চেয়েছিলাম তারাও দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’’

শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ওই মৃতার বাড়ি সহানুভূতি দেখাতে যান নি, যদি সহানুভূতি দেখাতেই যেতেন তাহলে আরও অনেক আগেই যেতেন উনি। পরিবারের সদস্যদের ম্যানেজ করতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমরা খুশি আরজিকরের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ায়।’’

আরও পড়ুন– ‘নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা…’ ! আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনার তদন্ত যদি সিবিআই করে সেক্ষেত্রে তাঁর সরকারের কোনও আপত্তি নেই বললেও সিবিআইয়ের তদন্তের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন।‌ এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সিবিআই এর তদন্তের সাকসেস রেট খুব হাই।‌ রাজ্যের বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই তদন্ত হওয়াতেই অনেক অপরাধী সাজা পেয়েছে। শুধুমাত্র সারদা মামলার সাকসেস রেটই শূন্য। আর আরজিকরের ঘটনার তদন্তভার যেহেতু আদালতের নজরদারিতে চলবে তাই আমরা মনে করি এক্ষেত্রেও আসল কালপ্রিটরা শাস্তি পাবে।’’

Kangana Ranaut on RG Kar Case: ‘নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা…’ ! আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা

কলকাতা: আরজি কর-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আন্দোলনে নেমেছেন চিকিৎসকদের একাংশ। সোচ্চার বুদ্ধিজীবীরাও। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

ইনস্টাগ্রামে এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন কঙ্গনা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে বলেও দাবি করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন– ফিরলেন বড় সাধের ইন্সপেক্টর, দ্বিতীয় সিজনের ট্রেলার লঞ্চে শহর পেল গায়ে কাঁটা দেওয়া রহস্য আর জিভে জল আনা ‘নলিনীকান্ত মিষ্টি’র স্বাদ

ইনস্টাগ্রামে ঘটনার বিবরণ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “কলকাতায় সরকার পরিচালিত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ মহিলা চিকিৎসকের হত্যা এক নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা। শুক্রবার সকালে সেমিনার হলে ওই মহিলা শিক্ষানবিশ চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায়। তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে, খুনের আগে যৌন নির্যাতনের ইঙ্গিতও মিলেছে। আশা করি, সিবিআই-এর হাতে মামলার তদন্তভার তুলে দেওয়া হবে। দোষীরা কঠোর শাস্তি পাবে।’’

অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, সিবিআই তদন্তে তাঁর আপত্তি নেই। কলকাতা পুলিশকে এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি। তার মধ্যে মামলার সমাধান না হলে সিবিআইকে ডাকা হবে বলে জানিয়েছেন মমতা। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, রাজ্য সরকার চায় আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যা মামলার দ্রুত বিচার হোক।

আরও পড়ুন– ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক, দেখে নিন মেয়াদ ও অন্যান্য সুবিধা

প্রসঙ্গত, শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভল্যান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলা চিকিৎসককে হত্যার প্রতিবাদে দেশব্যাপী চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন। পদ থেকে ইস্তফা দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এসবের মধ্যেই মধ্যেই সামনে এল কঙ্গনার ইনস্টাগ্রাম পোস্ট।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’র ট্রেলার। এই ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা।

RG Kar Rape and Murder Case: আগে একাধিক জায়গায় নাইট শিফট করলেও ইদানিং নাইট শিফট করতে ভাল লাগছিল না, কোন বড় সত্যির দিকে আঙুল দেখালেন মৃত চিকিৎসকের হবু স্বামী

উত্তর ২৪ পরগনা: দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে পড়াশোনা পাগল মেধাবী বান্ধবী যে আর জি কর হাসপাতালে গিয়ে ধীরে ধীরে নানা চাপের মধ্যে পড়ছেন তা যেন আগেই আঁচ করতে পেরেছিল বয়সে কয়েক বছরের বড় সিনিয়র ডাক্তার প্রেমিক।

সম্পর্কের শুরু থেকেই ছোটখাটো বিষয়ে জানাতেন সিনিয়র প্রিয় বন্ধুকেই। তবে ভালোবাসার মানুষকে হয়তো বর্তমান কর্মক্ষেত্রে চলা পরিস্থিতির সবটুকু বলে ওঠার আগেই ঘটলো এই নৃশংস নারকীয় ঘটনা। নম্র, ভদ্র, বিনয়ী হওয়ার কারণে পাশাপাশি কাজের প্রতি ভালবাসা থেকেই আরজি করের অন্দরে চলা চাপের সঙ্গেও লড়াই করতে হচ্ছিল নির্যাতিতা ওই ডাক্তার পড়ুয়াকে। তবে কিছুদিন যাবৎ বদলে ছিল গোটা পরিস্থিতি।

বাবা-মায়ের পাশাপাশি তাই ভালোবাসার মানুষের কাছেও এক প্রকার আক্ষেপ করে জানিয়েছিল, “আমার আর নাইটটা করতে ভাল লাগে না। কেমন যেন অসুবিধা হয়।” অসুবিধার কথা বিশদে জিজ্ঞাসা করায়, তার কোন ব্যাখ্যা দেননি প্রেমিকা, নির্যাতিতা ওই ডাক্তারি পড়ুয়া।

আরও পড়ুন – Blood Clotting: ২টাকার এই জিনিস রক্ত জমাট বাঁধার সমস্যা চুটকিতে করবে দূর! জানেন কোন বয়সে শরীরে থাবা বসায় এই রোগ

“এর আগেও বহুবার বহু জায়গায় নাইট করেছে ও। তবে সম্ভবত কিছু একটা আঁচ করতে পারছিল।” অনুমান ১৩ বছর ধরে চেনা ভালবাসার প্রেমিকের। যখনই ওর সঙ্গে কথা হতো তখন বেশিরভাগ সময়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং পেশেন্টদের ট্রিটমেন্ট নিয়ে কথা বলতেন দু’জনে। কথাগুলো বলতে গিয়ে ভালবাসার মানুষকে হারানো চিকিৎসক প্রেমিকের ধরে আসছিল গলা। তবে এই নারকীয় ঘটনা যে একজনের কাজ নয়, তাই একপ্রকার মেনে নিচ্ছেন তিনিও।

ছিল মুক্তোর মত হাতের লেখা, পড়াশোনা বাদ দিয়ে কোনও কিছুই বুঝত না। এটুকুই বলার একজন অসাধারণ ডাক্তারকে হারালাম আমরা। কান্না ভেজা গলায় জানালো আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন করা ডাক্তারের বন্ধু । এখন তার দাবি, যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত হয়ে, যে কজন এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তদন্তের বিষয় নিয়েও “কাকু কাকিমার সঙ্গে” কথা হয়েছে বলেও জানায় সে। ডাক্তার প্রেমিকের ভালোবাসার চিকিৎসক প্রেমিকাকে দেওয়া, শেষ উপহার ছিল ‘হ্যারিসনের’ একটি বই। সে কথা মনে করতে গিয়ে আজ যেন চোখের কোনে থাকা জল আর বাধ মানছে না।

উঠে আসুক আসল প্রকৃত সত্য। চরম শাস্তি হোক অপরাধীদের এখন প্রেমিকার আত্মার শান্তি কামনা করে এটুকুই চাইছে নির্যাতিতা তরুনীর ভালবাসার ডাক্তার প্রেমিক।

Rudra Narayan Roy

RG Kar-এর অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্যপালকে আগেই বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত মজুমদার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘রাজ্যপালকে লেখা সুকান্ত মজুমদারের চিঠিতেও সন্দীপ ঘোষের নাম ছিল। ‌আরজি করের নানান দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ।’’ বিস্ফোরক এই অভিযোগ আগেই করেছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‌ লিখিতভাবে রাজ্যপালের কাছে অবিলম্বে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন সুকান্ত।

আরও পড়ুন– বাঘিনীর থাবা এসেছিল ধেয়ে, ফসকে যেতেই ময়ূর যা করল ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

আরজি করে ডাক্তারি সরঞ্জাম কেনায় দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, ক্যান্টিন পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা-সহ একাধিক বিষয় উল্লেখ করে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সবিস্তারে চিঠি লিখেছিলেন সুকান্ত মজুমদার। আজ, সোমবার আরজি করের সেই অভিযুক্ত অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করার কথা জানালেন।

আরও পড়ুন– কুড়ি বছর ধরে ছিল না কোনও খোঁজ, আশা ছেড়ে দিয়েছিল পরিবারও; অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরতেই উৎসবে মেতে উঠল গোটা গ্রাম

আরজি করের আন্দোলনরত পড়ুয়াদের দাবি দাওয়ার মধ্যেও অন্যতম ছিল সন্দীপ ঘোষের অপসারণ প্রসঙ্গ। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্পষ্ট বক্তব্য ছিল যে, ‘‘শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই লাগামছাড়া দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া এবং হাসপাতালের স্বার্থ না দেখে সন্দীপ ঘোষ দিনের পর দিন নানান অপকর্ম চালাচ্ছেন বলেও রাজ্যপালকে লেখা সম্প্রতি সুকান্ত মজুমদারের চিঠি লেখা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একবার কড়া পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানালেন। ‌ যদিও আরজি করের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার কথা জানানোর সময় সন্দীপ ঘোষের দাবি, তিনি কোনও দিন কোনও ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। কারোর চাপেও তিনি পদত্যাগ করেননি। তিনি স্বেচ্ছায় অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ালেন বলেও সংবাদমাধ্যমকে এদিন জানান আরজি করের সদ্য বিদায়ী অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

RG Kar Doctor Murder Case: আরজি কর কাণ্ডের প্রভাব জেলাতেও, দু’ঘণ্টা বন্ধ রইল চিকিৎসা পরিষেবা

পূর্ব বর্ধমান: দু’ঘণ্টার জন্য পরিষেবা বন্ধ থাকল হাসপাতালে। শুধুমাত্র জরুরি পরিষেবা বাদে অন্যান্য সমস্তরকম পরিষেবা বন্ধ রাখলেন চিকিৎসক এবং নার্সরা। ঘটনাটি কালনা মহকুমা হাসপাতালের। এদিন সকালের দিকে প্রায় ২ ঘণ্টা কালনা মহকুমা হাসপাতালে জরুরী পরিষেবা বাদে বাকি অন্যান্য পরিষেবা বন্ধ রাখেন চিকিৎসক ও নার্সরা। এইভাবেই তাঁরা রাজ্যব্যাপী চিকিৎসকদের আন্দোলনের প্রতি সমর্থন জানান।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোমবার সকাল ন’টা থেকে বেলা এগারোটা পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়। যদিও এগারোটার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় হাসপাতালে পরিষেবা। চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা এই আন্দোলনে সামিল হয়েছেন। মূলত চিকিৎসকদের আন্দোলন হলেও বেশিরভাগ স্বাস্থ্যকর্মী তাকে সমর্থন জানিয়েছেন।

আর‌ও পড়ুন: বাঁকে ফুটে উঠছে শিল্পের কারুকাজ, দেখতে শ্রাবণ মাসে রাস্তার দুই ধারে উপচে পড়ছে ভিড়

শিখা চক্রবর্তী নামে কালনা মহকুমা হাসপাতালের এক নার্স এই প্রসঙ্গে বলেন, নার্সিং-এর মেয়ে ছাড়া ডিউটি হয় না, হাসপাতাল চলে না। ডাক্তাররা যেমন ছাদ, সেরকম আমরা মেয়েরাও পিলার। ডাক্তার এবং নার্স ছাড়া কোনও হাসপাতাল চলতে পারে না। প্রত্যেকদিন আমাদের মেয়েরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ডিউটি করে চলেছে। বেশিরভাগ সময় কোনও সিকিউরিটি থাকে না। অমরা চাই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

এদিনের এই আন্দোলন থেকে স্লোগান ওঠে ‘নো সেফটি, নো ডিউটি’। পাশাপাশি চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ সকলেই জানান, হাসপাতালগুলিতে নিরাপত্তার প্রচন্ড অভাব রয়েছে। আরজি করে’র মহিলা চিকিৎসকের নারকীয় মৃত্যুর পর তাঁরা আরও ভয় পেয়েছেন বলে জানান।

অন্যদিকে চিকিৎসায়ক ও নার্সদের এই প্রতিবাদ কর্মসূচির ফলে আউটডোরে টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন পড়ে রোগীদের। টিকিটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

বনোয়ারীলাল চৌধুরী

RG Kar Murder and Rape Case: আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সব পদ থেকে ইস্তফা, মমতা জানালেন বদলি হবে তবে ইস্তফা নেওয়া হবে না, রইল আপডেট

কলকাতা: আর জি কর হাসপাতালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে এসে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়ে যান৷ তিনি জানান যে সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকেই তিনি ইস্তফা দিলেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ডক্টর সন্দীপ ঘোষের বদলি করা হবে কিন্তু তাঁর ইস্তফা গৃহীত হবে না।

তিনি আরও জানান যে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিনি যে মন্তব্য করেছিলেন সুইসাইড করেছি বলে জানিয়েছিলেন। সেই কথাগুলি তাঁর মুখে বসিয়ে দেয়া হয়েছিল বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘‘আমি সরকারি চাকরি করেছি সমস্ত নির্দেশ পালন করেছি। যখনই স্পষ্ট বক্তা হয়েছি তখনই আমাকে রাজনৈতিক রঙ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যখন আরজি করে চার্জ নেই আরজি কর ছিল ঘুঘুর বাসা। কোন কোন নেতাদের মদত ছিল। ঘুষ নেওয়া বন্ধ করেছি।’’

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: মা অসুস্থ, তাই ধরনা মঞ্চের পথে না গিয়ে সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, যা বললেন মমতা

এদিকে সোদপুরে মৃত চিকি‍‍‍ৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী সেখানেই তিনি ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন৷ ফাঁসি চান অভিযুক্তদের৷  এখানেই তিনি জানিয়ে দেন আরজি করের অধ্যক্ষের ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করে দেন৷

এদিকে ইস্তফা আর জি করের অধ্যক্ষের ৷ শুক্রবার গভীর রাতে আরজি করে পিজি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোনও কেউ বাধ্য করেননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন৷

আসলে শুক্রবার গভীর রাতে আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে ডিউটিরত পিজি চিকিৎসক যখন সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই মেয়েটির  ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে৷ এদিকে এই ঘটনার পর অধ্যক্ষ নিজের প্রাথমিক বিবৃতিতে মেয়েটির এক শুতে যাওয়া বিপদের কারণ হিসেবে বলেন৷