Tag Archives: Road

General Knowledge Story: পৃৃথিবীর সবচেয়ে ছোট রাস্তা কী বলুন তো? গ্যারেন্টি উত্তর দিতে পারবেন না নিরানব্বই শতাংশ মানুষই

কতআজব জিনিসই তো গিনেস বুক অফ য়ার্ল্ডে স্থান পায়৷ এবারের কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাস্তা নিয়ে৷ গিনেস বুক ওয়ার্ল্ড অনিযায়ী এই রাস্তার দৈর্ঘ্য পৃথিবীর সবচেয়ে লম্বা লোকের উচ্চতার চেয়েও কম৷
কতআজব জিনিসই তো গিনেস বুক অফ য়ার্ল্ডে স্থান পায়৷ এবারের কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাস্তা নিয়ে৷ গিনেস বুক ওয়ার্ল্ড অনিযায়ী এই রাস্তার দৈর্ঘ্য পৃথিবীর সবচেয়ে লম্বা লোকের উচ্চতার চেয়েও কম৷
রাস্তাটির নাম ইবেনজার প্লেস৷ এটি রয়েছে বর্তমানে স্কটল্যান্ডের ক্যাথনেস শহরে৷ ঠিকানা ১ নং বিস্ট্রো ম্যাকেস হোটেল৷ এর দৈর্ঘ্য ২.০৬ মিটার৷
রাস্তাটির নাম ইবেনজার প্লেস৷ এটি রয়েছে বর্তমানে স্কটল্যান্ডের ক্যাথনেস শহরে৷ ঠিকানা ১ নং বিস্ট্রো ম্যাকেস হোটেল৷ এর দৈর্ঘ্য ২.০৬ মিটার৷
১৮৮৩ সালে আলেকজান্ডার সিনক্লেয়ার ম্যাকেস হোটেলটি নির্মাণ করেন৷ হোটেলর পিছনের অংশটিই হল এই রাস্তা৷
১৮৮৩ সালে আলেকজান্ডার সিনক্লেয়ার ম্যাকেস হোটেলটি নির্মাণ করেন৷ হোটেলর পিছনের অংশটিই হল এই রাস্তা৷
১৮৮৭ সালে এটি রাস্তার মর্যাদা পায়৷ পরে গিনেস বুক অফ ওয়াল্ডে এই রাস্তাটি পৃথিবীর সবচেয়ে ছোট রাস্তা হিসেবে বিবেচিত হয়৷
১৮৮৭ সালে এটি রাস্তার মর্যাদা পায়৷ পরে গিনেস বুক অফ ওয়াল্ডে এই রাস্তাটি পৃথিবীর সবচেয়ে ছোট রাস্তা হিসেবে বিবেচিত হয়৷
এই হোটেলের বর্তমান মালিক মারে ল্যামেন্ট একবার জানিয়েছিলেন, এখানে প্রতিমিনিটে অসংখ্য লোক এই রাস্তা দেখতে আসেন৷ শোনা যায় গিনেস বুক অউ ওয়ার্ল্ডের তৎকালীন সম্পাদক এই রাস্তার সত্যতা যাচাই করার জন্য প্রায় ৫০ ঘণ্টা ট্রাভেল করে গিয়েছিলেন
এই হোটেলের বর্তমান মালিক মারে ল্যামেন্ট একবার জানিয়েছিলেন, এখানে প্রতিমিনিটে অসংখ্য লোক এই রাস্তা দেখতে আসেন৷ শোনা যায় গিনেস বুক অউ ওয়ার্ল্ডের তৎকালীন সম্পাদক এই রাস্তার সত্যতা যাচাই করার জন্য প্রায় ৫০ ঘণ্টা ট্রাভেল করে গিয়েছিলেন

Road Closed: অতিবৃষ্টিতে বক্সা পাহাড়ে ধস! যোগাযোগ বন্ধ সমতলের সঙ্গে

বক্সা পাহাড়ে ধস আটকে রয়েছেন কয়েক হাজার মানুষ
বক্সা পাহাড়ে ধস আটকে রয়েছেন কয়েক হাজার মানুষ
পাহাড়ে ওঠার ১৫ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত বৃষ্টিপাতের কারণে
পাহাড়ে ওঠার ১৫ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত বৃষ্টিপাতের কারণে
সমতলের সঙ্গে যোগাযোগ বন্ধ বক্সা পাহাড়ের সদর বাজার,লেপচাখা,আদমার মত কয়েকটি গ্রামের
সমতলের সঙ্গে যোগাযোগ বন্ধ বক্সা পাহাড়ের সদর বাজার,লেপচাখা,আদমার মত কয়েকটি গ্রামের
যদিও রাস্তা ঠিক করার দায়িত্ব প্রথম নেন বক্সা পাহাড়ের গ্রামের মানুষেরা
যদিও রাস্তা ঠিক করার দায়িত্ব প্রথম নেন বক্সা পাহাড়ের গ্রামের মানুষেরা
অন‍্য কোনও পথ দিয়ে পাহাড়ে যাওয়া যাবে কি না সেই বিষয়টি দেখছেন এসএসবি-র জওয়ানরা
অন‍্য কোনও পথ দিয়ে পাহাড়ে যাওয়া যাবে কি না সেই বিষয়টি দেখছেন এসএসবি-র জওয়ানরা

Lok Sabha Election 2024: ভোট বড় বালাই! সারা বছর জল জমে থাকে, বুথে পৌঁছতে তৈরি হল অস্থায়ী রাস্তা

দক্ষিণ ২৪ পরগনা: সারাবছর রাস্তায় জমে থাকে জল। সমস্ত জায়গায় বলেও কোনও সুরাহা হয়নি। কিন্তু ভোট বড় বালাই। আর তাই তড়িঘড়ি লোহার রেক দিয়ে তৈরি করা হল রাস্তা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলার ঘটনা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

মহেশতলার ২৪ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ার বাসিন্দাদের সারা বছর ধরে জল যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে লোহার রেকের উপর প্লাইউড ফেলে ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত যাওয়ার জন্য তৈরি করা হল অস্থায়ী রাস্তা। ফলে কিছুটা হলেও হাসি ফুটেছে ভোটারদের মুখে। তবে এই সমস্যার স্থায়ী সমাধান হলে খুবই ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা। প্রায় ২০০ মিটার রাস্তা এভাবেই তৈরি করা হয়েছে। কিছুটা অংশে ইট ফেলা হয়েছে। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও হেঁটেছেন। ভোট যাতে নির্বিঘ্নে দিতে পারে ভোটাররা তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ভালবাসার ভোট, নতুন ভোটারদের গোলাপ ফুলে স্বাগত

স্থানীয়দের বক্তব্য, ভোট নেওয়ার জন্য তড়িঘড়ি অস্থায়ী রাস্তা করা হয়েছে। কিন্তু এলাকার মানুষকে সারাবছর জমা জলের মধ্যে দিয়েই হাঁটতে হয়। ভোট শেষের দ্রুত স্থায়ী রাস্তা করতে হবে বলে দাবি উঠেছে। স্থানীয়দের আরও অভিযোগ, এখানে বর্ষার সময় বাড়ির মধ্যে জল ঢুকে যায়। তবে আগামী দিনে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী স্থানীয়রা।

নবাব মল্লিক