Tag Archives: Robbery Case

Robbery Case: ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, গ্রেফতার ছয়

 : ফের বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার। নদিয়ার ফুলিয়ায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এক মাসের মধ্যে তদন্ত করে ছয় জন ডাকাতকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। নির্দিষ্ট প্রমানের ভিত্তিতে একমাস ধরে তদন্ত করে এবং এবং পুলিশের সোর্স কাজে লাগিয়ে এই ছয় জন ডাকাতকে গ্রেফতার করে।

এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান, এই ডাকাতির পেছনে ওই গৃহস্থ বাড়ির পরিবারের এলাকারই মানুষেরা যুক্ত ছিলেন। তবে তথ্য প্রমান জোগাড় এবং তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন: নিখোঁজ হওয়ার এক বছর পর উদ্ধার মা ও তিন মেয়ে তারপর, দেখুন

পুলিশ সূত্রে খবর, ধৃত ছয় ডাকাতের নাম চায়না আলী, নৌসাদ আলী, সোয়েল খান, বিশ্বজিৎ বিশ্বাস, বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার। এদের মধ্যে চায়না আলীর বাড়ি রানাঘাটে, নৌসাদ আলী এবং সোয়েল খানের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়, বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকায়। তবে পুলিশ সূত্রে খবর, এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস। সেই এই কর্মকান্ড ঘটিয়েছে। তবে সবে এদেরকে গ্রেফতার করা হয়েছে তাই এখনও পর্যন্ত কোনও কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

তবে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা শিকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে প্রত্যেককে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

মৈনাক দেবনাথ

Crime News: দুঃসাহসিক ডাকাতি ক্যানিংয়ে! তরুণীকে বেঁধে রেখে চলল লুঠতরাজ

দক্ষিণ ২৪ পরগনা:-হেলমেট পড়ে মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢুকে এক তরুণীকে হাত পা মুখ বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতি দলটি।

ঘরের আলমারি ভেঙে নগদ দশ লক্ষ টাকা-সহ সোনার গহনা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তাঁরা। প্রতিবেশীরা এই তরুণীর গোঙানির শব্দ শুনে সেখানে এসে উদ্ধার করে রাখি প্রামাণিক নামের এই তরুণীকে। এরপর তাঁর পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাখি ঘরের সামনে বসেছিলেন। বাড়িতে সেই সময় অন্য কেউই ছিল না। আচমকা তিন যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। সকলের মাথায় হেলমেট ছিল। গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত, পা, মুখ বেঁধে ফেলে তারা। এরপর বাড়ির একের পর এক আলমারি-সহ অন্যান্য সামগ্রী তল্লাশি চালিয়ে লুটপাট করতে থাকে। নগদ টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সুমন সাহা

Robbery: ‘মুখ চেপে ধরল গামছা দিয়ে তারপরেই..’ একা হাতেই এক দল ডাকাতের সঙ্গে লড়াই গৃহবধুর! সিনেমার গল্পও নস‍্যি

আলিপুরদুয়ার: গৃহকর্ত্রীর উপস্থিত বুদ্ধির জেরে ডাকাতির হাত থেকে রক্ষা পেল এক পরিবার। ঘটনাটি আলিপুরদুয়ার এক নং ব্লকের পলাশবাড়ীর বাবু ভূঁইয়ার বাড়ির।

গৃহকর্ত্রী কল্পনা ভূঁইয়ার সাহসিকতায় রীতিমত কুপোকাত হল ডাকাতের দল। জানা যায় গতকাল ভোর তিনটে নাগাদ ডাকাতের দল বাড়ির পাঁচিল টোপকে বাড়িতে ঢোকে।

এরপর দুষ্কৃতীরা শাবল দিয়ে দরজার লক ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। বাড়ির ভেতরে সমস্ত ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাবু ভূঁইয়ার স্ত্রী কল্পনা ভূঁইয়াকে মুখে গামছা দিয়ে চেপে ধরে।

আরও পড়ুন: ফ্লাইট মিস করেই বদলে গেল জীবন! ‘এক নামের’ ৮ সিনেমার নায়ক, বলিউডের সুপারস্টারকে চিনতে পারছেন?

তিনি বাড়ির লোকদের ডাকার চেষ্টা করলেও বাড়ির লোকরা বেরতে পারেননি কারণ দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা।

বাবু ভূঁইয়ার স্ত্রী কল্পনা ভূঁইয়ার উপস্থিত বুদ্ধির জেরে ডাকাতি করতে পারেনি দুষ্কৃতীরা। প্রথমে ওই দুষ্কৃতিদের হাতে কামড় বসিয়ে দেন কল্পনা ভূঁইয়া। পরবর্তীতে দুষ্কৃতীদের যৌনাঙ্গে লাথি মারেন। এরপরেই দুষ্কৃতীরা পালিয়ে যান।

বাবু ভূঁইয়ার স্ত্রী কল্পনা ভূঁইয়া বলেন, “বাড়ির সকলে সবটা জেনে খুব বকেছে আমাকে। জীবন বিপন্ন করা উচিত হয়নি জানিয়েছে। কিন্তু আমার কাছে আর কোনও উপায় ছিল না। তাও তো কিছু নিয়েছে।” জানা গিয়েছে বাবু ভূঁইয়ার বাড়ি থেকে নগদ পাঁচ হাজার টাকা, দুটো ছোট মোবাইল এবং স্ত্রীর গলায় থাকা নকল সোনার চেইনকে আসল সোনা ভেবে নিয়ে যায় দুষ্কৃতীরা।

Annanya Dey