Tag Archives: Robbery

Crime News: ভয়ঙ্কর কাণ্ড! ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকেই করল সর্বনাশ…! হাড়হিম ঘটনায় বিরাট আতঙ্ক

উওর ২৪ পরগনা: দিনে হোক বা রাতে ফুড ডেলিভারির জন্য ডেলিভারি বয়রা আসেন বাড়িতে। দিয়ে যান অর্ডার অনুযায়ী খাবার। তবে এবার যে ঘটনা ঘটল তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়াল বরানগর এলাকায়। দিনের আলোতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে ৫৮ বছরের বৃদ্ধা মহিলার মাথা ফাটিয়ে গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালাল এক ছিনতাইবাজ।

জানা গিয়েছে, সুইগির ড্রেস পরে ডেলিভারি বয় সেজে বরানগর ১৯৫/১/১এ গোপাল লাল ঠাকুর রোডে বেহায়া পাড়ায় এক বাড়িতে হানা দেয় ছিনতাইবাজ। ৫৮ বছরের বৃদ্ধা বুলু গোস্বামীকে মাটিতে ফেলে, মাথা ফাটিয়ে গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভি-তে  বন্দী হলেও, এমন ঘটনায় মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ওই দুস্কৃতি বাইকে চেপে এসেছিল বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। বরানগর থানার পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখে ওই দুস্কৃতির খোজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা পরিবার। ফলে ডেলিভারি বয় সেজে এসে এভাবে ছিনতাই এর ঘটনায়, প্রকৃত ডেলিভারি বয়দের কাজ করা কর্মীদেরও নিরাপত্তা জনিত সমস্যায় পড়তে হতে পারে এবার থেকে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।

Rudra Narayan Roy

Jalpaiguri News: সারা দিন-রাত ধরে ঘুমিয়ে বাড়ির সকলে! হাসপাতালে নিয়ে যেতেই ঘটল মারাত্মক কাণ্ড…! তাজ্জব গোটা এলাকা

জলপাইগুড়ি: ব্যবসায়ী পরিবারের শিশু-সহ পাঁচ জন ঘুমে আচ্ছন্ন সারাদিন, রাতে আনা হল হাসপাতালে। এলাকায় অপরিচিত গাড়ি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ির প্রদীপ সিংহের পরিবারে৷

ঘটনা প্রসঙ্গে চিকিৎসারত ব্যবসায়ী প্রদীপ সিংহের ভাই দীপক সিংহ জানান, শুক্রবার সকাল এগারোটা থেকে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এরপর আমি যখন রাতে বাড়ি ফিরে আসি তখনও একই অবস্থা, সেই সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি, দ্রুত সবাইকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাই, সেখান পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জলপাইগুড়ি নিয়ে আসি৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

আমাদের ধারণা কোনও গ্যাস জাতীয় কিছু বাড়ির আশপাশে ছড়িয়ে বড় কোনও চক্রান্ত ছিল।কারণ গতকাল আমাদের গ্রামে দুটি গাড়ি ঢুকে ছিল যে গুলোতে গ্রামবাসীরা ধাওয়া করলে পালিয়ে যায়। আমাদের ধারণা রাতে আমাদের পরিবারে ওপর কোনও বড় আঘাত নেমে আসত। আমরা এই ঘটনার তদন্ত দাবি করে ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি এবং পুলিশ ও রাতেই এসেছিল। ডাকাতি না অন্য কোনও কারণ রহস্য খুঁজছে পুলিশ।

সুরজিৎ দে

ডাকাতির ঘটনায় গ্রেফতার বিহারের ‘চাচি’, লিঙ্কম্যানের কাজ করত এই মহিলা!

ডোমজুড়; ডোমজুড় ডাকাতিতে জালে বিহারের ‘চাচি’। ধৃত মহিলাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায়। ডাকাতদলের ‘লিঙ্কম্যানের’ কাজ করত ‘চাচি’। বিহারে পাকড়াও ডোমজুড় ডাকাতির অভিযুক্তরা। ডোমজুড়ে ডাকাতিতে মহিলা সহ ধৃত ৫। ডাকাতদের লজিস্টিক সাপোর্ট দিত ধৃত মহিলা। ডোমজুড়ে ডাকাতিতে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত।

Magrahat Shootout: প্রকাশ্যে শ্যুটআউট, চলল এলোপাথাড়ি গুলি, লক্ষ লক্ষ টাকা ছিনতাই, বিরাট চাঞ্চল্য মগরাহাটে

মগরাহাট: এবার মগরাহাটে শ্যুটআউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। ছিনতাই করতেই এই গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।ব্যবসায়ীকে গুলি করে কয়েক লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ।

জখম ব্যবসায়ী অশোক ছাঁটুইকে প্রথমে মগরাহাট ব্লক হাসপাতালে ও পরে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গুলি চলার ফলে ব্যবসায়ীর ডান হাতে ক্ষত হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর ব্যবসায়ীর অবস্থা স্থিতিশীল।গুলিবিদ্ধ ব্যবসায়ী অশোক ছাঁটুই মগরাহাটের মাইতিরহাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মগরাহাটের মাইতিরহাট এলাকার বাসিন্দা ভোজ্য তেলের ব্যবসায়ী অশোক ছাটুই নিত্যদিনের মতো ব্যবসার তাগাদায় বের হন। ব্যবসার টাকা তুলে চরন থেকে ফেরার পথে দিঘীরপাড় বাজারের কাছে ২ দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে।গুলিবদ্ধ হন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

দুষ্কৃতীরা ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যায়।পরে তাকে আনা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নবাব মল্লিক

Local Bus Robbery: দিনের আলোতে সকলের সামনে বাস ডাকাতি! ঘটনায় শিউরে উঠলেন যাত্রীরা

ঘোকসাডাঙা: একেবারে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক বাস ডাকাতির ঘটনা কোচবিহারে। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কের ঘোকসাডাঙা বটতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙা থানার পুলিশ এবং জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

বাসের যাত্রীরা জানান, “এদিন একটি বাস নবদ্বীপ থেকে কোচবিহারের দিকে আসছিল। সেই বাসেই যাত্রী সেজে ছয় জনের দুষ্কৃতির একটি বসেছিল। সকলের মুখেই মাস্ক পরা ছিল এবং মাথাও ঢাকা ছিল। ঘোকসাডাঙার বটতলার নির্জন এলাকায় আসতেই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে যাত্রীদের এবং চালায় গুলিও। সেই মুহূর্তে এক যাত্রী জানলা দিয়ে ঝাঁপ দিতে গিয়ে আহত হন। এরপর দুষ্কৃতীরা বাসের ড্রাইভারকে মারধর করে। এবং বাসের ভেতরে থাকা তিনটি প্যাকেট নিয়ে নিচে নেমে পড়ে। তারপর এই সাদা একটি তার ছোট গাড়ি তারপর এই সাদা একটি বোলেরো গাড়ি করে পালিয়ে যায় এলাকা থেকে।”

আরও পড়ুনVirat-Jasprit Prize Money: T20 বিশ্বকাপ ট্রফির সঙ্গে কোটি কোটি টাকা নিয়ে ঘরে ফিরছেন বিরাট-বুমরাহরা!কার কত?

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “উত্তরবঙ্গে এই ধরনের দুঃসাহসিক বাস ডাকাতির ঘটনা অনেকদিন পরে ঘটলো। রাতের অন্ধকারে দু-একটি ডাকাতির ঘটনা শুনতে পাওয়া গেলেও। সচরাচর প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা শুনতে পাওয়া যায় না। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে। সেজন্য সকল জরুরি পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসন এবং পুলিশের কর্তারা এই ডাকাতির বিষয়ে তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন।” ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশের কর্তারা। ধুপগুড়ি এলাকার দুদুয়া ব্রিজ নাকা চেকিং পয়েন্টে দুষ্কৃতীদের সেই গাড়িটিকে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে।

Sarthak Pandit

Howrah News: সোনার গয়না কিনতে গিয়ে দোকানে যা কাণ্ড ঘটল, জানলে অবাক হবেন আপনিও

হাওড়া: দিনে-দুপুরে সোনার দোকানে দুষ্কৃতীদের হানা! অভিযোগ খরিদ্দার সেজে বন্দুক দেখিয়ে দোকানের গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গরমের দাবদাহ অব্যাহত, গরম তাড়িয়ে বেড়াচ্ছে মানুষ। বেলা বাড়তে বাজারহাট থেকে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। সেই সুযোগে দুষ্কৃতিদের লুটপাট সোনার দোকানে।

মঙ্গলবারে দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া ডোমজুড়ে। খরিদ্দারের ছলনায় দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে সোনার গহনা দেখতে শুরু করে। তারপরই সুযোগ বুঝে দোকানে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আঘাতে ওই দোকানের দুই মালিক আহত হয়। জানা যায়, খরিদ্দার সেজে আসা দুই ব্যক্তির অসৎ গতিবিধি বুঝে চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন ব্যবসায়ীরা। তখনই ব্যবসায়ীর মাথায় সজোরে আঘাত করে দুষ্কৃতীরা। সেই সময় ওই দোকানে হাজির ছিলেন দুই মালিক সহ এক মহিলা কর্মচারী।

আরও পড়ুনঃ North 24 Parganas News: সাইবার প্রতারণার শিকার খোদ বিচারক! তারপর যা ঘটল, জানুন বিস্তারিত

প্রথমে খরিদ্দার সেজে দুইজন দুষ্কৃতী দোকানে প্রবেশ করে গহনা দেখা শুরু করে। পরে পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা, বাধা দিতে গেলে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত। আরও জানা যায়, দোকানে প্রবেশ দুই দুষ্কৃতি ছাড়াও বাইরে দু’জন দুষ্কৃতী অপেক্ষা করছিল। ডোমজুড়ের বড়বাজার এলাকায় পাশাপাশি সব দোকান। সেই স্থানে দিনে দুপুরে এমন কাণ্ডে রীতিমত স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত।

রাকেশ মাইতি

সোনার দোকানে ডাকাতি হলে এবার কী ঘটবে? জানলে চমকে যাবেন

সোনার দোকানে ডাকাতি আটকানোর জন্য নতুন পদক্ষেপ। দোকানে এই ধরনের কোনও কার্যকলাপ হলেই বেজে উঠবে সাইরেন। কী ভাবে, জেনে নিন।

Robbery: ‘মুখ চেপে ধরল গামছা দিয়ে তারপরেই..’ একা হাতেই এক দল ডাকাতের সঙ্গে লড়াই গৃহবধুর! সিনেমার গল্পও নস‍্যি

আলিপুরদুয়ার: গৃহকর্ত্রীর উপস্থিত বুদ্ধির জেরে ডাকাতির হাত থেকে রক্ষা পেল এক পরিবার। ঘটনাটি আলিপুরদুয়ার এক নং ব্লকের পলাশবাড়ীর বাবু ভূঁইয়ার বাড়ির।

গৃহকর্ত্রী কল্পনা ভূঁইয়ার সাহসিকতায় রীতিমত কুপোকাত হল ডাকাতের দল। জানা যায় গতকাল ভোর তিনটে নাগাদ ডাকাতের দল বাড়ির পাঁচিল টোপকে বাড়িতে ঢোকে।

এরপর দুষ্কৃতীরা শাবল দিয়ে দরজার লক ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। বাড়ির ভেতরে সমস্ত ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাবু ভূঁইয়ার স্ত্রী কল্পনা ভূঁইয়াকে মুখে গামছা দিয়ে চেপে ধরে।

আরও পড়ুন: ফ্লাইট মিস করেই বদলে গেল জীবন! ‘এক নামের’ ৮ সিনেমার নায়ক, বলিউডের সুপারস্টারকে চিনতে পারছেন?

তিনি বাড়ির লোকদের ডাকার চেষ্টা করলেও বাড়ির লোকরা বেরতে পারেননি কারণ দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা।

বাবু ভূঁইয়ার স্ত্রী কল্পনা ভূঁইয়ার উপস্থিত বুদ্ধির জেরে ডাকাতি করতে পারেনি দুষ্কৃতীরা। প্রথমে ওই দুষ্কৃতিদের হাতে কামড় বসিয়ে দেন কল্পনা ভূঁইয়া। পরবর্তীতে দুষ্কৃতীদের যৌনাঙ্গে লাথি মারেন। এরপরেই দুষ্কৃতীরা পালিয়ে যান।

বাবু ভূঁইয়ার স্ত্রী কল্পনা ভূঁইয়া বলেন, “বাড়ির সকলে সবটা জেনে খুব বকেছে আমাকে। জীবন বিপন্ন করা উচিত হয়নি জানিয়েছে। কিন্তু আমার কাছে আর কোনও উপায় ছিল না। তাও তো কিছু নিয়েছে।” জানা গিয়েছে বাবু ভূঁইয়ার বাড়ি থেকে নগদ পাঁচ হাজার টাকা, দুটো ছোট মোবাইল এবং স্ত্রীর গলায় থাকা নকল সোনার চেইনকে আসল সোনা ভেবে নিয়ে যায় দুষ্কৃতীরা।

Annanya Dey