Tag Archives: Saayoni Ghosh

Saayoni Ghosh: ভয়ঙ্কর! ঝড়-বৃষ্টির রাতে ভয়াবহ অভিজ্ঞতার মুখে সায়নী ঘোষ! অল্পের জন্য পেলেন রক্ষা

কল্যাণ মণ্ডল, যাদবপুর: অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সোমবার রাতে সায়নী ঘোষের প্রচার গাড়ির সামনে ভেঙে পড়ল গাছের ডাল। মৃদুমন্দ ঝোড়ো হাওয়া ও টিপটাপ বৃষ্টির মধ্যেই ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা ১ ও বেঁওতা ২ অঞ্চলে হুড খোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার করছিলেন সায়নী।

হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন তিনি। র‍্যালির সামনেই ভেঙে পরে গাছের ডাল। তড়িঘড়ি সওকাত মোল্লার গাড়ি করে ওই এলাকা ছাড়েন সায়নী।

আরও পড়ুন: চাকরিহারাদের হল না সুরাহা, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি! ফের শুরু অপেক্ষা, পরবর্তী শুনানি কবে?

পাশাপাশি প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের কারণে বেঁওতা ১ এর ক্রোলবেড়িয়া এলাকায় নির্বাচনী সভা বন্ধ করে আটকে থাকেন সায়নী। ফাঁকা চেয়ার সামনে রেখে বন্ধ ঘর থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে তিনি এলাকা ছাড়েন।

Lok Sabha Election 2024: Saayoni Ghosh Campaign: তীব্র গরমে মানুষের দরজায় লোকসভা নির্বাচনের প্রচার! ডাবের জলই ভরসা সায়নীর

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। তীব্র গরমের মধ্যেও এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগ করতে ময়দানে নেমে পড়েছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। গ্রীষ্মের প্রচণ্ড গরমের মধ্যে ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। গরমকে উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ করলেন প্রচার।

বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাদারহাট এলাকা থেকে আটঘরা এলাকা পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গরমের মধ্যে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করলেন অভিনেত্রী । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই গরমের মধ্যে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ।

আরও পড়ুন : ব্লাড সুগারে কি পান্তাভাত খাওয়া যায়? জলে ভেজা ভাত খেলে কি ডায়াবেটিস বাড়ে? জানুন গরমে পান্তার অঢেল উপকারিতা

কখনও ডাবের জল আবার কখনও গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। তবে কর্মীরাই মূল সম্পদ। এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা। কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি। সায়নীর বক্তব্য, তৃণমুল কংগ্রেসের নেতাকর্মীরা এসি-তে বসে থাকার মানুষ নন। তাই এই গরম উপেক্ষা করেও প্রচারে নামছেন সকলে। মনোবলটাই সব। বলছেন সায়নী।

Saayoni Ghosh: নাচে-গানে নিজের ওয়ার্ডে আজ বসন্ত উৎসবে মাতলেন সায়নী ঘোষ

রৌণক দত্ত চৌধুরী, কলকাতা: গল্ফ গ্রিনে বসন্ত উৎসবে মাতলেন অভিনেত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷

নিজের ওয়ার্ডে আজ, সোমবার বসন্ত উৎসবের সাত সকালে হাজির হন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ নাচে গানে স্থানীয়দের মধ্যে মিশে গিয়ে বসন্ত উৎসব উপভোগ করলেন তিনি।

এদিকে ভোটের প্রচারেও গালে সবুজ আবির লাগিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা সায়নীর। শুধু যাদবপুর নয়, গোটা রাজ্যজুড়ে এবারের নির্বাচনে উড়বে সবুজ আবির, এমনটাই দাবি তাঁর। নিজের পরিবার বন্ধু-বান্ধবের সঙ্গে আজকে সারাদিন কাটাবেন।

আরও পড়ুন– রাশিফল ২৫ মার্চ; দেখে নিন কেমন যাবে আজ দোলযাত্রার দিন

যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হুডখোলা লাল গাড়ি করে রবিবার ছুটির দিনে প্রচারে বের হয়েছিলেন তিনি। একদিকে অভিনেত্রী আর অন্যদিকে তিনিই তৃণমূলের প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। স্থানীয় মহিলা তৃণমূলের কর্মীরা সায়নী ঘোষকে বরণ করে নেন।

Lok Sabha Election 2024: রবিতে ভাঙড়ে ভোট প্রচার সায়নী ঘোষের! কী বললেন যুব নেত্রী? কতটা আত্মবিশ্বাসী?

ভাঙড়: রবিবাসরীয় সকালেই ভোট প্রচারের ময়দানে সায়নী ঘোষ। আজ তাঁকে দেখা গেল ভাঙড়ে। কী বললেন তিনি? শুনুন।

Saayoni Ghosh: দিদির মতো সাজ-দিদির মতো কাজ! টিকিট পেতেই বারুইপুরে প্রিয় খাবার ‘রান্না’ সায়নীর, দেখুন

দক্ষিণ ২৪ পরগনা: তিনি ভালবাসেন মোমো খেতে, স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের স্টলে তাঁর পছন্দেরও খাবার দেখতে পেয়েই হঠাৎই তাঁদের সঙ্গে হাত লাগালেন মোমো বানাতে। ঝটপট বানিয়ে ফেললেন মোমো। নিজেও খেলেন এবং বাকিদেরও খাওয়ালেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই যেন এভাবে প্রচারের অনুপ্রেরণা পেয়েছেন সায়নী।

তার পাশাপাশি তাঁদেরকে উৎসাহ দিতেই এমন উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। বিজেপি তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে দুই দল। ‌‌আর এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আর তিনি বারুইপুরে প্রচারে এসে মোমো তৈরি করলেন।

আরও পড়ুন: প্রাক্তন রেডিও জকি এই বাঙালি সুন্দরীকে চেনেন? সোনু নিগমের সঙ্গে রয়েছে গভীর যোগ!

প্রথমে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে বারুইপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রার্থী পরিচিতির পর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র‍্যালিও করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

আরও পড়ুন: রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

র‍্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন এর মধ্য দিয়ে প্রচার সারেন। এদিন বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজে হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মোমো তৈরি করেন প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরে উৎসাহ দেন তিনি।

সুমন সাহা

Saayoni ghosh: ‘ডাকাবুকো’ সায়নীতেই আস্থা! যাদবপুর থেকে লোকসভায় প্রার্থী ‘যুবনেত্রী’ সায়নী ঘোষ! তালিকায় নেই মিমি

কলকাতা: লোকসভা নির্বাচনে সায়নী প্রার্থী হতে পারেন সে জল্পনা বহুদিন ধরেই ছিল রাজনৈতিক মহলে। অবশেষে আজ ব্রিগেডের মঞ্চে এই জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় যুঝতে না পারলেও এবার লোকসভায় এই যুবনেত্রীতেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী। গতবার লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মিমি চক্রবর্তীর উপর আস্থা রেখেছিলেন মমতা। সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই তৃণমূলের সৈনিক এবার দলের ‘ডাকাবুকো’ যুব নেত্রী সায়নী ঘোষ।

একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পলের কাছে তিনি হেরে যান। এর পর অনেকে মনে করেছিলেন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রেই তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু সেখানে দল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। সায়নী ঘোষকে দেওয়া হল মিমির জেতা আসনটি।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, বিরোধীদের ‘বিসর্জনে’র ডাক দিয়ে আসন্ন ২০২৪ এর লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল বাংলার আগে তৃণমূলের ‘জনগর্জন সভা’। এদিনের সভায় মূল বক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে একের পর এক কড়া বার্তা দেন দলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ করেন আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের নয়া শ্লোগান।

Saayoni Ghosh’s Mother’s Death: মাতৃহারা সায়নী ঘোষ, হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ অভিনেত্রীর মায়ের, শোকস্তব্ধ তৃণমূলের যুব সভানেত্রী

কলকাতা: মাতৃহারা অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। অনেক দিনের অসুস্থতার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুদীপা ঘোষ। সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটেছে এই ঘটনাটি। হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রীর মা। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। তারপরেও শেষরক্ষা হল না।

বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সুদীপা ঘোষ। রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শ্বাসকষ্টে ভুগছিলেন গতকাল রাতে। তারপর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সায়নীর মায়ের। মাকে হারিয়ে শোকস্তব্ধ সায়নী।

তৃণমূলের সাংসদ এবং চিকিৎসক শান্তনু সেন বলেন, ”শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার বিকেল ৪টে নাগাদ তিনি প্রয়াত হন। তৃণমূল নেতৃত্ব সায়নীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের স্বার্থে সায়নীকে ডেকেছিল। সেই দিন সায়নী অনুপস্থিত ছিলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন তাঁর মায়ের অসুস্থতার কথা।

Saayoni Ghosh: সকালের আদরে ভরিয়ে দিলেন বন্ধুকে, ভিডিওতে ভালোবাসা বোঝালেন সায়নী ঘোষ

#কলকাতা: গোটা দল বিপুল জয় পেলেও গত বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন তিনি নিজে। তবে তিনি মনে করেন, প্রচুর মানুষ তাঁকে ভালবেসেছেন, তাঁর সঙ্গে রয়েছেন হাজার-হাজার মুখ। আর সেই কারণেই ভোটে হারলেও শাসক দল তৃণমূল তাঁকে যুব সংগঠনের শীর্ষে এনে বসিয়েছে। এহেন সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবার সকালের আদরে ভরিয়ে দিলেন এক পথকুকুরকে। সেই ভিডিও ট্যুইট করে সায়নী লিখেছেন, Morning Aador for four legged dost! অর্থাৎ, চারপেয়ে বন্ধুর জন্য সকালের আদর। এদিন সকালে পোস্ট করা সেই ভিডিও তুমুল গতিতে জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

দিন কয়েক আগেই সায়নী তুলে ধরেছিলেন তাঁর বাড়ির অন্দরের এক ভিডিও (Video)। সেই মিষ্টি এই ভিডিওতে সায়নী রাত করে বাড়ি ফেরার পর দেখাচ্ছেন তাঁর মা-কে আর তাঁর প্রাণপ্রিয় দুই পোষ্যকে। বাড়িতেও দুটি পোষ্য কুকুর রয়েছে সায়নীর। তাই যুব তৃণমূল নেত্রীর পোষ্যপ্রেম নতুন নয়। এদিন তারই যেন ঝলক দেখা গিয়েছে সায়নীর ট্যুইটার হ্যান্ডেলে।

 

প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিপুলভাবে জিতে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে তৃণমূল। তারপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সময়ই তিনি ছেড়ে দেন যুব তৃণমূলের সভাপতির পদ। আর অভিষেকের সেই ছেড়ে দেওয়া পদে দায়িত্ব পান অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূলের যুব সংগঠনের নতুন সভানেত্রী হন তিনি।

আরও পড়ুন: মুকুল রায়ের বড় স্বস্তি! পিএসি চেয়ারম্যান নিয়ে রায় হাইকোর্টের, উজ্জীবিত তৃণমূলও

বাম মনোভাবাপন্ন সায়নী ভোটের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর তৃণমূল তাঁকে প্রার্থী করে আসানসোল দক্ষিণ আসনে। কিন্তু ওই আসনে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান তিনি। তবে, সায়নীর ‘কাজ’ চোখে পড়ে গিয়েছিল তৃণমূল নেতৃত্বের। শাসক দল সূত্রে খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সংগঠনকে সর্বস্তরে সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সেই সূত্রেই পরিকল্পনামাফিক বর্তমান প্রজন্মের প্রতিনিধি হিসেবে সায়নীকে যুব সংগঠনের মতো গুরুদায়িত্ব দেওয়া হয়। ভোটে হারলেও তাঁর লড়াই নজর কেড়েছিল সকলের। লড়াকু মানসিকতার সায়নীকে (Saayoni Ghosh) তাই যুবর দায়িত্বে আনে তৃণমূল।

Saayoni Ghosh: মাঝরাতে বাড়ির অন্দরেও ‘খেলা হবে’! সায়নী ঘোষের এই ভিডিও আপনার মন জিতে নিতে বাধ্য…

#কলকাতা: চলতি বছরে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন তিনি। কিন্তু তিনি মনে করেন, প্রচুর মানুষ তাঁকে ভালবেসে তাঁর সঙ্গে রয়েছেন। এমনকী ভোটে হারলেও তৃণমূল তাঁকে যুব সংগঠনের শীর্ষে বসিয়েছে। এহেন সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবার তুলে ধরলেন তাঁর বাড়ির অন্দরের এক ভিডিও (Video)। মিষ্টি এই ভিডিওতে সায়নী রাত করে বাড়ি ফেরার পর দেখাচ্ছেন তাঁর মা-কে আর তাঁর প্রাণপ্রিয় দুই পোষ্যকে।

ভিডিও মা-মেয়ের কথোপকথন চলছে বিস্কুট খাওয়া নিয়ে। রাত দুটোর সময় মায়ের বিস্কুট খাওয়ার ভিডিওতে সায়নী জানতে চেয়েছেন, ‘কটা বিস্কুট খেয়েছ?’ সায়নীর মা উত্তর দিচ্ছেন,’পাঁচটা’! তা শুনে রীতিমতো চমকে উঠে সায়নী জানতে চান, ‘পাঁচটা বিস্কুট খেয়েছ!’ এরপরই টুকরো-টুকরো কথার মাঝে সায়নী ঘোষের মা বলে ওঠেন, ‘খেলা হবে’! তা শুনে আরও চমকে যান সায়নী। হাসতে-হাসতেই জিজ্ঞেস করেন, ‘কী হবে?’ সায়নীর মা ফের উত্তর দেন, ‘খেলা হবে’!

এখানেই শেষ নয়, সায়নী যখন বলে ওঠেন ‘জয় বাংলা’, সেই সুরে সুর মিলিয়ে তাঁর মা-ও বলে ওঠেন, ‘জয় বাংলা’। গোটা ভিডিওটি তুমুল জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে। প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিপুলভাবে তৃণমূল তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সে সময় তিনি ছেড়ে দেন যুব তৃণমূলের সভাপতির পদ। আর অভিষেকের জায়গায় দায়িত্বে আনা হল অভিনেত্রী সায়নী ঘোষকে। তৃণমূলের নতুন যুব সভানেত্রী হন তিনি।

ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ান আসানসোল দক্ষিণ আসেনে। তৃণমূল সূত্রে খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সংগঠন সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সেই সূত্রেই পরিকল্পনামাফিক বর্তমান প্রজন্মের প্রতিনিধি সায়নীকে যুব সংগঠনের মতো গুরুদায়িত্ব দেওয়া হয়। ভোটে হারলে তাঁর লড়াই নজর কেড়েছিল সকলের। লড়াকু মানসিকতার সায়নীকে (Saayoni Ghosh) তাই যুবর দায়িত্বে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘বড় উদ্দেশ্যে তৃণমূল ছেড়েছিলাম’, বাবুলের দলবদলে রহস্যময় মন্তব্য এই BJP নেতার

আর যুব-র দায়িত্ব পাওয়া ইস্তক রাজ্যের নানা প্রান্তে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সায়নী। এমনকী তাঁকে ত্রিপুরাতেও পাঠাচ্ছে দল। দলের সংগঠনকে আরও মজবুত করতে গিয়ে স্বাভাবিকভাবেই দিনরাত ভুলেছেন সায়নী। ফলে তাঁর বাড়ি ফিরতে রাতও হয়ে যায় অনেক সময়। এই পরিস্থিতিতে বাড়িতে ফিরে অল্প সময়ের জন্য হলেও এমন মিষ্টি সময় যে তিনি কাটান, সেটাই যেন উঠে এলে অভিনেত্রী তথা নেত্রীর সাম্প্রতিকতম ভিডিওতে।